Back
স্কুলের সামনে জমা জল সরিয়ে দেয় পুলিশ, খুশি গ্রামবাসীরা!
DSDIBYENDU SARKAR
Sept 08, 2025 04:16:53
Arambag, West Bengal
আরামবাগঃ০৮ সেপ্টেম্বর
--------------------------------------------
জি ২৪ ঘন্টার খবরের জের।আর সেই খবর দেখা মাত্রই তড়িঘড়ি কাজ শুরু হয়ে যায়।খুশি পুরশুড়ার ঘোলদিঘরুই এলাকার মানুষ জন।
দীর্ঘদিন ধরে নোংরা দূষিত পচা জল পেরিয়ে জুতো হাতে করে স্কুলে আসতে হচ্ছিল শতাধিক খুদে স্কুল পড়ুয়া কে।বার বার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কর্তাব্যক্তি দের জানিয়েও কোন ফল হয়নি।বাধ্য হয়েই নোংরা দূষিত পচা জল পার হয়ে বিপদের ঝুঁকি নিয়েই স্কুলে যাচ্ছিল ছাত্রছাত্রীরা।আর সেই খবর জি ২৪ ঘন্টায় দেখানো হয়।আর সেই খবর দেখেই তড়িঘড়ি খোঁজ খবর নিতে শুরু করে দেন আধিকারিকেরা।না,কোন পঞ্চায়েত বা বিডিও অফিসের আধিকারিক নয়,খোদ হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশীষ সেন, আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী নিজেই খোঁজ নিয়ে তড়িঘড়ি পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে কে বিষয় টি সমাধানের নির্দেশ দেন।আর যে কাজ চারমাস ধরে সমাধান হয়নি সেই কাজ এক ঘন্টার মধ্যেই সমাধান করে দিলেন পুলিশ আধিকারিকেরা।তড়িঘড়ি বেশ কয়েটি দমকল মেসিন নিয়ে আসা হয় এলাকায়। সব কটি মেসিন বসিয়ে এলাকার জমা সমস্ত জল সেচের মাধ্যমে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়।আবহাওয়াও ভালো থাকায় যাতায়াতের রাস্তাও অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।এতে স্বাভাবিক ভাবেই গ্রামের মানুষ জন অত্যন্ত খুশি। স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিস নয়,পুলিশ আধিকারিকেরা নিজেরা এসে এই সমস্যার সমাধান করে দিলেন মাত্র ঘন্টা খানেকের মধ্যেই।সাধুবাদ জানাই পুলিশ আধিকারিক দের।
ঘটনা টি ছিল পুরশুড়া থানার ঘোল দিঘরুই প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার।স্কুলের ভিতরে ও বাইরের চত্বর এলাকা জুড়ে জলমগ্ন ছিল চার মাস।তাই জমা জলে চর্মরোগে আক্রান্ত হতে হয় ছাত্রছাত্রীদের। খুদে খুদে পড়ুয়ার এই কষ্টও চোখে কারুর পড়েনি।অথচ পুলিশ আধিকারিক রা সেই একই কাজ করে দিলেন।গ্রামের বাসিন্দারা আনন্দিত।
এই বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশীষ সেন বলেন, আমি আপনাদের চ্যানেলে দেখেছি।।আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তীও আমাকে বলেন।ছোট ছোট ছাত্রছাত্রী দের খুবই সমস্যা হচ্ছিল।খুব কষ্ট হচ্ছিল।আমরা জানার পরেই ব্যবস্থা নিতে বলি।এস ডিপিও নিজে তদারকি করেন।পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। সমস্ত জল সরিয়ে দেওয়া হয়েছে।আমরা আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাই এই খবর তুলে ধরেন। আর সেই খবর দেখেই আমরা জানতে পারি।যাই হোক সকলের প্রচেষ্টায় জল।সরিয়ে ফেলা হয়েছে।
স্লাগ--- 0809ZG_ARM_SCHOOL_R
ছবি ও বাইট আছে 2 C তে।
14
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KAKAYESH ANSARI
FollowSept 08, 2025 05:46:19Darjeeling, West Bengal:
*NH10 Landslide In Between Rangpu and Singtam (Sikkim) By Which One Vehicle Damage (Cover) With Landslide - Gangtok Road Block, JCB Is Brough To Clean The Road*
Due to continue rainfall from yesterday Late Night again Landslide had occur in NH10 this time in Between Rangpu and Singtam. By which One vehicle wheel had been cover with landslide.
The Road is totally Jam by which the Gangtok road is closed but the JCB had been brought and they had started to clear the landslide.
11
Report
ABArup Basak
FollowSept 08, 2025 05:45:55Mal Bazar, West Bengal:
*পুজোর মুখে ডুয়ার্স ভ্রমণে স্বস্তির হাওয়া! সস্তা হোটেল ভাড়ায় পর্যটকদের মুখে হাসি ফুটবে...*
উত্তরবঙ্গের জঙ্গল মহলে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য এল স্বস্তির খবর। জলদাপাড়া, গরুমারার মতো জনপ্রিয় পর্যটনস্থলে বেড়াতে যাওয়ার খরচ এবার অনেকটাই কমে যাবে কেন্দ্র সরকারের নতুন জিএসটি নীতির ফলে।
পুজোর মুখে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়া নতুন এই কর কাঠামো অনুযায়ী, এখন থেকে প্রতি রাত ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে, যেখানে আগে দিতে হত ১২ শতাংশ। অর্থাৎ, একই বাজেটে এবার ঘোরা যাবে আরও বেশি জায়গায়।
হোটেল ভাড়া যদি ১,০০০ টাকার নিচে হয়, সেখানে আগের মতোই কোনও জিএসটি প্রযোজ্য হবে না। তবে ৭,৫০০ টাকার বেশি মূল্যের ঘরের ক্ষেত্রে করের হার থাকছে ১৮ শতাংশ।
ডুয়ার্স অঞ্চলের হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই পরিবর্তনের ফলে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে পুজোর মুখে পর্যটকের সংখ্যা তুলনামুলোক ভাবে বারবে। অনেক মধ্যবিত্ত পরিবার যারা আগে অতিরিক্ত খরচের ভয়ে ভ্রমণের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন, তাঁরাও এবার স্বচ্ছন্দে সফর করতে পারবেন ডুয়ার্স বা পাহাড়ে।
জলদাপাড়া, গরুমারা, চাপরামারি কিংবা লাটাগুড়ির মতো এলাকায় প্রতিবারের মতো এবারও শারদ মরশুমে ভিড় বাড়ার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, “শুধু হোটেল নয়, এর প্রভাব পড়বে গাড়ি ভাড়া, স্থানীয় খাবার, পর্যটন গাইড – সব ক্ষেত্রেই। উপকৃত হবে গোটা অঞ্চল।”
অতএব, শরতের শুরুতেই যখন ডুয়ার্সের প্রকৃতি কাশফুলে ঢেকে যায়, তখন পর্যটকদের জন্য এই নতুন জিএসটি ছাড় যেন এক মিষ্টি উপহার। ব্যাগ গুছিয়ে নেওয়ার এটাই তো সেরা সময়!
বাইট ১) হোটেল ব্যাবসায়ী চিত্তরঞ্জন দে।
২) অলক চক্রবর্তী পর্যটক ব্যবসায়ী।
৩) মহিলা হোমষ্টে ব্যাবসায়ী অহনা বিশ্বাস।
0809ZG_PA_MAL_PUJO_GST_R
9
Report
ASAyan Sharma
FollowSept 08, 2025 05:45:35Kolkata, West Bengal:
Slug _Nrs private coaching contro_
# স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে বুড়ো আঙ্গুল?
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়ামে বেসরকারি কোচিং সেন্টারের নিউ ইউজি কোচিং ক্লাস
অনুমতি দিল কে?
# স্বাস্থ্য শিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে, সরকারি মেডিকেল কলেজ এর অডিটোরিয়ামকে ভাড়া দেওয়া যাবে না বেসরকারি কোচিং সেন্টারের ক্লাস করানোর জন্য।
# যে কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযোগ তাদের স্বীকারোক্তি ক্লাস হয়েছে, তবে সেটা অনুমতি সাপেক্ষেই হয়েছে। স্টুডেন্ট কাউন্সিল সেই অনুমতি দিয়েছেন। কিন্তু কোন লিখিত নথিপত্র নেই তাদের কাছে। অনুমতি আদায় করেছে স্টুডেন্ট কাউন্সিল।
# স্টুডেন্ট কাউন্সিলের ছাত্র প্রতিনিধিদের দাবি, আমরা অনুমতি নিয়েছি, আমরাই বেসরকারি কোচিং সেন্টারের সঙ্গে কথা বলেছি।তবে অনুমতি পত্র দেখাতে বললে,আমাদের প্রতিনিধি দীর্ঘক্ষণ ধরে মেডিকেল কলেজ চত্বরে অপেক্ষা করলেও তাদের দেখা মেলেনি।
# এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী রোগ বিভাগের সাততলাতে অবস্থিত স্বামী বিবেকানন্দ হল। সেখানেই মাঝে মাঝেই, এভাবেই নজর এড়িয়ে চলে ক্লাস। ভাড়া দিচ্ছে কে আর টাকা যাচ্ছে বা কোথায়। তার কোন হদিশ নেই।
# বাইরের কোন সংস্থা যদি এন আর এস মেডিকেল কলেজের জন্য অডিটোরিয়াম ভাড়া নেয়,তার একদিনের শুধু হল ভাড়ার খরচ ১০ হাজার টাকা।এছাড়াও রয়েছে এসি সহ ইলেকট্রিক বিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অতিরিক্ত চার্জ।এর জন্য সরকারি রশিদ কেটে টাকা জমা করতে হয়,জানাতে হয়,কোন দিন কত ঘণ্টার জন্য এই হল নেবেন তারা।
# এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জন প্রতিনিধি সদস্য তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সুপ্তি পাণ্ডে জানান,দুর্নীতির শিকড় অনেক দিন ধরে রয়েছে। একদিনে সেটা শেষ করা যাবে। আমি খোঁজ নিয়ে গোটা বিষয় জানার চেষ্টা করব। পদক্ষেপ নেব।
Note -
১. ক্লাসের মোবাইল ভিডিও 6.09.25
২.কোচিং সেন্টারের ম্যানেজার এর বক্তব্য(টেলিফোন)
৩.এন আর এস মেডিকেল কলেজের যেখানে ক্লাস হয়েছিল,সেই বিল্ডিং এর বাইরের ছবি
৪.রিপোর্টার wt
৫. সুপ্তি পাণ্ডে,প্রতিনিধি ,রোগী কল্যাণ সমিতি, এনআর এস
৬.স্বপ্নীল ঘারা,ছাত্র প্রতিনিধি,Nrs student council
8
Report
KMKIRAN MANNA
FollowSept 08, 2025 05:45:12Dihierench, West Bengal:
*খেলতে গিয়ে বালি খাদানের খাদের জলে তলিয়ে গেল দুই কন্যা শিশু, মৃত ১*
নন্দীগ্রাম বিধানসভা বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড জলপাই হলদি নদীর বরাবর একটি বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই বালি খাদানে খেলতে গিয়ে খাদের জমা জল পুকুরে পরিণত হয়েছে, সেই জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দুই বোন সলোনি সিং এবং পিংকি সিং খেলছিল বালির খাদানে। একটি খাদানে বালি আগে ভর্তি থাকলেও বর্তমান সময় এই খাদানে বালি সম্পূর্ণ খালি ফলে জল জমা হয়ে আছে। ৭ বছরের পিংকি বুঝতে পারেনি। ভুলবশত ওই বালি খাদানের খাদে পা ধুতে গেলে তলিয়ে যায় গভীরে। বোনকে বাঁচাতে গিয়ে তড়িঘড়িতে পা স্লিপ করে পড়ে যায় দিদি এবং করুণ পরিনিতি হয়। স্থানীয় মানুষজন ছুটে আসে উদ্ধারে দুইজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালি হাসপাতালে পাঠানো হলে ছোট বোন পিংকি সিংকে ডাক্তাররা মৃত ঘোষণা করে, বড় বোন হাসপাতালে ভর্তি।।
স্থানীয় মানুষজন অভিযোগ করছে বালি খাদান সরকারি কি বেসরকারি তা জানা নেই তবে খাদান সম্পন্ন খোলা অবস্থায় আছে তাই ছোট ছোট ছেলেমেয়েরা ঐ খাদান বরাবর খেলাধুলা করে, তাই ওই খাদানের চারিপাশে বাউন্ডারি ব্যবস্থা করতে হবে। নয়তো আগামী দিনে আবারও দুর্ঘটনার সম্মুখীন হতে।
7
Report
CDChampak Dutta
FollowSept 08, 2025 05:16:22Kaji Chak, West Bengal:
মেদিনীপুরে ব্যবসায়ী সৌরভ রায় এর বাড়িতে হানা ইডি'র। উল্লেখ্য, বালি ব্যবসার সাথে যুক্ত এই ব্যাবসায়ী। আজ সকাল সাড়ে ৮টার আবাস যমুনাবালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে হাজির হয় ইডি'র প্রতিনিধিদল। তদন্ত চালাচ্ছে তারা।
ছবি 2c তে
Slug- 0809ZG_WMID_ED_RAID_R
0
Report
PDPradyut Das
FollowSept 08, 2025 05:16:17Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_MARKET_PROBLEM_R
জলপাইগুড়ি শহরের দিনবাজারে বাজারে ঢোকার মুখে ময়লা আবর্জনা স্তূপ,ছড়িয়ে ছিটিয়ে থার্মোকলের বাক্স। বেগুনবাড়ি মোর থেকে দিমবাজার যাওয়ার পথে রাস্তার বেহাল অবস্থা বলে অভিযোগ। চরম সমস্যায় ক্রেতা-বিক্রেতারা।
জলপাইগুড়ি শহরের দিন বাজারে প্রবেশের পথে ময়লা আবর্জন স্তুপ। দুর্গন্ধে টেকা দায়। বাজার করতে আসা মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা চরম সমস্যায়। বেগুনবাড়ি মোর হয়ে দিনবাজারে প্রবেশের পথে থার্মোকল এবং ময়লা আবর্জনা স্তূপ রাস্তার ধারেই। একদিকে যেমন নোংরা, কাদা জল পেরিয়ে বাজারে প্রবেশ করতে হচ্ছে অপরদিকে বেগুনবাড়ি মোড় থেকে দিনবাজারে ঢোকার মুখে দীর্ঘ রাস্তার বেহাল অবস্থার বিশ্ব সোমবার সাতসকালে উঠে আসলো জী ২৪ ঘন্টার ক্যামেরায়। কাঠগোড়ায় জলপাইগুড়ি পৌরসভা। ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিকদের অভিযোগ পৌরসভার কোন হেলদোল নেই। ময়লা আবর্জনা পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বলে অভিযোগ। দুর্গন্ধ কে সাথে করেই দোকানে বসে চলছে খাওয়া -দাওয়া, কেনাকাটা। সকলেই চান দ্রুত সমস্যার সমাধান। পৌরসভা তরকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।
রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
Report
TCTathagata Chakraborty
FollowSept 08, 2025 05:16:07Sonarpur, West Bengal:
নরেন্দ্রপুরে একই রাতে দুই বাড়িতে চুরি, খোয়া গেল নগদ ও সোনার গহনা
নরেন্দ্রপুরঃ রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়া পাম্প হাউস এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়রা আতঙ্কিত, আর পুলিশ শুরু করেছে তদন্ত। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে ঢালুয়া পাম্প হাউসের কাছে মেন রোড লাগোয়া সুব্রত ঘোষের ভাড়া বাড়িতে। স্ত্রী অপারেশনের কারণে শ্বশুরবাড়িতে ছিলেন সুব্রত ঘোষ। সকালে বাড়িওয়ালার কাছ থেকে খবর পান যে তার বাড়ির দরজা খোলা। ছুটে গিয়ে দেখেন ভেতরের তিনটি আলমারি ভাঙা। সেখান থেকে খোয়া গিয়েছে নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং কানের দুল, নাকছাবি, আঙটি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা। অভিযোগ, রান্নাঘরের সাঁড়াশি ও ছুরি ব্যবহার করে আলমারির লকার ভাঙা হয়।
অন্যদিকে, সুব্রত ঘোষের বাড়ির পিছনের গলিতে ভাড়া থাকেন পাপিয়া চক্রবর্তী। তিনি পুরী বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তার মেন গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে আলমারিতে চাবি লাগানো থাকলেও সেখান থেকেও উধাও হয়ে যায় ৫ হাজার টাকা ক্যাশ, প্রায় ১ লক্ষ টাকার সোনার গহনা এবং ব্যক্তিগত সাজার জিনিসপত্র। আশঙ্কাজনকভাবে তার বাড়িতে ঢোকার কিছু ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
একই এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় দারুণ চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
0
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 05:15:55Kolkata, West Bengal:
METRO PROB
ফের ব্লু লাইন মেট্রোয় যাত্রী ভোগান্তি। সপ্তাহের প্রথম কাজের দিন এবং উচ্চ মাধ্যমিক শুরুর দিন কবি নজরুল স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গেল শহীদ ক্ষুদিরাম গামী রেক। সকাল ৮ টা ১০ থেকে এখনও পর্যন্ত রেকটি আটকে। প্রভাব পড়েছে ডাউন লাইনের পরিষেবায়। কারণ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত না গেলে ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা যাচ্ছে না। আপাতত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক পরিষেবা চলছে।
0
Report
PDPradyut Das
FollowSept 08, 2025 04:02:31Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_WHETHER_R
সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি।
*পাহাড় এবং সমতলে বৃষ্টি।*
জল বাড়ছে তিস্তা নদীতে।
তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর ।
দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। সোমবার সকাল ৮ টায় ১১২১ কিউমেক জল ছাড়া হয়।
রিপোর্ট:- প্রদ্যুৎ দাস
( জলপাইগুড়ি )
14
Report
TCTathagata Chakraborty
FollowSept 08, 2025 03:47:47Kaijuri, West Bengal:
কিশোরী বয়স থেকেই নিখুঁত হাত সাফাই ৷ প্রথমদিকে ট্রেনে চুরি ছিনতাই করেছেন ৷ একাধিকবার গ্রেফতারও হয়েছেন ৷ জেল থেকে বেরিয়েই ফের একই কাজ করেছেন ৷ রীতিমত লোকজন রেখে নজরদারি চালিয়ে রেইকি করে তবেই হাত সাফাই করতেন তিনি ৷ তার কাজ এতটাই নিখুঁত যে প্রতারিত ব্যক্তিরও বুঝতে অনেকটাই সময় লেগে যেত ৷ বহু চেষ্টার পর অবশেষে সোনারপুর থানার পুলিশের জালে রাবিয়া বিবি ও মিতা পুরকাইত ৷
এই চক্রের মাথা রাবিয়া বিবি ৷ কিশোরী বয়স থেকে শুরু হলেও পরে তার স্বামীও এই কাজে তাকে সাহায্য করত ৷ সম্প্রতি ব্যাঙ্কে ছিনতাইয়ের কাজ শুরু করে সে ৷ তার লক্ষ্য ছিল বয়স্করা ৷ দলের লোকজন দেখে নিত ব্যাঙ্কে ঢুকে কারা টাকা তুলছেন ৷ সেই টাকা তুলে ব্যাগের কোন চ্যানে রাখছেন ৷ তারপর সেই তথ্য অনুযায়ী তার পিছু নিয়ে ব্লেড দিয়ে ব্যাগ কেটে অত্যন্ত নিখুঁতভাবে সেই টাকা ছিনিয়ে নিতেন তিনি ৷ এই কাজে এতটাই পারদর্শী তিনি যে কেউই টেরই পেতেন না ৷
সম্প্রতি সোনারপুর ব্যাঙ্ক থেকে তপতী সরকার নামে এক মহিলা ১ লক্ষ টাকা তোলেন ৷ ব্যাঙ্কে বসেই টাকা গোনেন তিনি ৷ তারপর বেরিয়ে চা খাওয়ার জন্য দাঁড়ান তিনি ৷ তখনই এই কাজ হয় ৷ এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে রাবিয়া বিবির বারুইপুরের সীতাকুণ্ডু, জয়নগরের মহিষমারি সহ উত্তর চব্বিশ পরগনার রহড়াতেও বাড়ি আছে ৷ তার এই ছিনতাই চক্রের জাল দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম ও বাঁকুড়াতেও ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷
14
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 03:47:17Kolkata, West Bengal:
HS EXAM
*সেমিস্টার পদ্ধতির প্রথম উচ্চ মাধ্যমিক শুরু আজ থেকে*
১) আজ থেকে শুরু হওয়া ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই প্রথম দু ভাগে হতে চলেছে।
২) প্রথম ভাগের পরীক্ষা শুরু হতে চলেছে আজ সকাল ১০ টায়।
৩) ও এম আর শিটে প্রথম ভাগের মূল্যায়ন করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
৪) ও এম আর শিটে কোন প্রশ্নেরই রাফ ওয়ার্ক করা যাবে না।
৫) এবারই প্রথম প্রশ্নপত্রের মধ্যেই রাফ ওয়ার্ক করার জায়গা থাকবে। সেখানে খসড়া বা রাফ ওয়ার্ক করতে পারবেন পরীক্ষার্থীরা।
৬) পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
৭) পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ সহ সমস্ত রকম ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ।
৮) আজ প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা।
14
Report
BSBarun Sengupta
FollowSept 08, 2025 03:47:13Barrackpur Cantonment, West Bengal:
রাত বারোটা নাগাদ মদ্যপ অবস্থায় বি টি রোড এর ওপর বারাকপুর বিএন বসু হসপিটাল এর সামনে তিন যুবক শূন্যে 3 রাউন্ড গুলি চালায়। সাথে সাথে রাতের কর্তব্যরত পুলিশ তাদের তাড়া করে টাটা গেটের সামনে থেকে তিনজনকে ধরে ফেলে এই তিন যুবক খরদহের বাসিন্দা নাম আরমান আনসারী, সাহারাবাজ আনসারী, বিশ্বজিৎ তেওয়ারি। এই তিনজনকে টিটাগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। কি কারনে এরা গুলি চালালো বা পিস্তল কোথা থেকে এলো পুলিশ তা খতিয়ে দেখছে।আজ এদের আদালতে পাঠানো হবে।
080925_BKP_TITAGARH_GU
2C TE
14
Report
MMManoranjan Mishra
FollowSept 08, 2025 03:33:56Purulia, West Bengal:
পুরুলিয়া : ভাদ্রের হাঁসফাস গরমে রাতভর হাতপাখা চালিয়েই রাত কাটাতে হলো রোগী এবং রোগীর সঙ্গে আসা ব্যক্তিদের । সারারাত ধরে বন্ধ থাকলো ইলেকট্রিক পাখা । চরম সমস্যায় রাত কাটালেন চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের আত্নীয়রা। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বরা হাসপাতালে গিয়ে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান। হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল দশা নিয়ে স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন সাধারণ মানুষ থেকে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই ।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ, হাসপাতালের সমস্ত ফ্যান বন্ধ হয়ে রয়েছে । অসহ্য গরমে থাকা মুশকিল হচ্ছে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইলেকট্রিক ফ্যান খারাপের সমস্যাটি স্বাস্থ্য আধিকারিকের দ্রুত সমাধান করা উচিত । এই গরমে হাসপাতালে চিকিৎসাধীন শিশু, প্রসূতি মা, বৃদ্ধ বৃদ্ধা সকলকে সমস্যায় পড়তে হচ্ছে ।
যদিও পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিক নব কুমার বিশ্বাস বলেন, কিছু ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে ফ্যানগুলো চলছে না। হাসপাতালের অবস্থাও ভালো না। বৃষ্টি হলেই মাঝেমধ্যেই শর্ট সার্কিট হয়ে পড়ছে । ওষুধপত্র ভিজে যায় । বিষয়টি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতিকেউ জানানো হয়েছে । শেডের জন্য আবেদন জানানো হয়েছে । কিন্তু সমস্যার সমাধান হয়নি ।
অন্যদিকে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে রাতেই হাসপাতালে পৌঁছান । বিষয়টি নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিকের গাফিলতির কারণে এসব হচ্ছে বলে দাবি করেন তিনি । হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল দশা নিয়েও স্বাস্থ্য আধিকারিকের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি ।
বাইট:
১) ইপিল হাঁসদা (স্থানীয় বাসিন্দা)
২) অজিত মাহাতো (রোগী)
৩) চরণপাহাড়ি দাস (স্থানীয় বাসিন্দা)
৪) নব কুমার বিশ্বাস (BMOH, পুঞ্চা)
৫) অনিল বরন সহিস (সভাপতি, পুঞ্চা পঞ্চায়েত সমিতি)
14
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 03:04:45Kolkata, West Bengal:
WEATHER
*আবহাওয়া পয়েন্টার*
১) শনি এবং রবিবারের পর আজ সোমবারও কার্যত খটখটে শুকনো প্রায় গোটা দক্ষিণবঙ্গ। কাল মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ১২ সপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলার পর ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত বৃষ্টি কম, ভাদ্রের চড়া রোদ বেশি। ১৮ থেকে ২৪ আবার বাড়বে বৃষ্টি।
২) কাল মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
৩) উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
৪) সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে। এটি পশ্চিম অভিমুখে এগোচ্ছে। আজ এটি গুজরাট সংলগ্ন রাজস্থানে অবস্থান করবে। কাল শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা।
৫) কাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
৬) বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে।
৭) উত্তরবঙ্গে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উপরের চার জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
৮) মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টি জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।
৯) বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার শুধু কালিম্পং এ ভারী বৃষ্টির সতর্কতা।
১০) কলকাতায় গত দুদিনের মতো আজও বৃষ্টির সম্ভবনা অত্যন্ত কম। বৃষ্টি বাড়বে কাল থেকে। পরশু আরো বাড়বে বৃষ্টি। আজ আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি র পূর্বাভাস। শুক্রবার কমবে বৃষ্টি। তারপর বিশ্বকর্মা পুজো পর্যন্ত তেমন বৃষ্টি নেই। ১৮ তারিখ থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে কলকাতায়। তবে খুব বেশি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতায় নেই।
14
Report