Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

तिस्सा बैरेज से पानी छोड़ना: क्या है मौसम का बड़ा मोड़?

PDPradyut Das
Sept 22, 2025 07:04:06
Jalpaiguri, West Bengal
2C 2209ZG_JAL_WEATHER_R ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা হলেও কম। নতুন করে বৃষ্টি না হওয়ার কারণে আবহাওয়ার উন্নতি হওয়ায় তিস্তা এবং জলঢাকা নদী থেকে কথা তুলে নেওয়া হয়েছে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত সংরক্ষিত এলাকা হলুদ সতর্কতা। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ জলপাইগুড়িতে। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সোমবার সকাল ৯ টায় জল ছাড়ার পরিমাণ ১১৩৩ কিউমেক। ১০ টায় ১০৮২কিউমেক এবং ১১ টায় ১০৭০ কিউমেক। এরই পাশাপাশি কালিঝরা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আজ সকাল ৯ টায় ১১২৩ কিউমেক, ১০ টায় ১১২২ কিউমেক এবং ১১ টায় ১০০৩ কিউমেক বলে ফ্লাড কন্ট্রোলরুম জলপাইগুড়ি সূত্রে খবর। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Sept 22, 2025 08:37:37
Kolkata, West Bengal:# নতুন জি এস টি রেট এর হার অনুযায়ী আগামী কাল থেকে দাম কমছে একাধিক ওষুধের। বাজারে থাকা পুরানো ওষুধের লেবেলের যায় থাকুক না কেন। নতুন জিএসটি রেট অনুযায়ী দাম নিতে হবে। দ্যা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, বিভিন্ন রাজ্যে থাকা ১২ .৫ লাখ সদস্যকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন জিএসটি রেট অনুযায়ী ওষুধ বিক্রি করতে হবে। ওষুধের ক্যাশ মেমোতে নতুন জি এস টি রেট অনুযায়ী দাম নিতে হবে। # সাধারণ মানুষকে যাতে সুবিধা দেওয়া যায় সেই সুযোগ করে দিতে হবে, এমনই ভাবে গোটা দেশের সমস্ত ওষুধ ব্যবসায়ীদের চিঠি পাঠালো,দ্যা অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। # জিএসটি রেট অনুযায়ী,নতুন লেবেল লাগানো ওষুধ পৌঁছে যাবে আগামী ৯০ দিনের মধ্যে। এবার দেখে নেওয়া যাক কি কি ওষুধের দাম কমছে.... 1.aquazide 12.5 tablet - হাই ব্লাড প্রেসার এর ওষুধ। 2.CLOPILET ট্যাবলেট - রক্ত জমাট বাঁধা রুখে দেওয়ার ওষুধ। 3.GLYPRIDE-1 - ডায়েবেটিস টাইপ - ২ 4.ISTAVEL D 10/100 MG 15'S - ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হয়। 5.LYVELSA 10MG TABL BLI 1X14 IN - ক্রনিক কিডনি Deases রুখে দিতে ব্যবহার। 6.MONOTRATE-10 - বুকে যন্ত্রণা দূর করার ওষুধ। 7.ROZAVEL TAB 10MG 15S IN - কোলেস্টেরল দুর করতে হার্টের রোগ কমাতে সাহায্য করে। 8.VOLIBO R TAB 0.2/0.5MG -টাইপ টু , ডায়াবেটিস মেলিটাস দূর করতে ব্যবহার করা হয়। 9.AZTOR EZ 40 TABLETS 10S IN - হাই কোলেস্টেরল দূর করার ওষুধ। 10.Gemer Dapa- ডায়াবেটিস টাইপ - ২ নিয়ন্ত্রণে রাখে। 11.METHIMEZ 10 (30'S) TABLETS- হাই থাইরয়েডের ওষুধ। 12.PROLOMET XL 25 (10X15) - হার্ট অ্যাটাক হলে ব্যবহার করা হয় এই ধরনের ওষুধ। 13.ROSUVAS CV 10 TABLETS - হার্ট অ্যাটাক,স্ট্রোক এর ওষুধ । 14.mirago s 50 tablet - ইউরিন ইনফেকশন ওষুধ। 15.ZELGOR 500 MG TABLETS 60'S - প্রস্ট্রেট ক্যান্সারের ওষুধ। 16.rivaflo 10 mg tablet - stroke ও হার্ট অ্যাটাক এর ওষুধ এছাড়াও একাধিক জীবন দায়ী ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাংশের দাম কমছে
0
comment0
Report
MDMritunjay Das
Sept 22, 2025 08:37:28
Bankura, West Bengal:জনস্বাস্থ্য দফতরের পর এবার কংসাবতী সেচ প্রকল্পে, ৩ বছরের বকেয়া টাকা না পেয়ে সেচ দফতর ঘেরাও করে বিক্ষোভ ঠিকাদারদের, দফতরে প্রবেশই করতে পারলেন না কর্মী ও আধিকারিকেরা জনস্বাস্থ্য কারিগরি দফতরে কাজ করেও বকেয়া টাকা না পেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন ঠিকাদারেরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার একই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন কংসাবতী সেচ দফতরের ঠিকাদারেরা। বকেয়া টাকা দেওয়ার দাবিতে আজ সকাল থেকে বাঁকুড়ার খাতড়ায় সেচ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ঠিকাদারেরা। ঠিকাদারদের বিক্ষোভের জেরে এদিন দফতরে প্রবেশ করতেই পারলেন না কর্মী ও আধিকারিকেরা। পুজোর মুখে বকেয়া টাকা দেওয়ার দাবিতে দিন কয়েক আগেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদারেরা রীতিমত সাংবাদিক সম্মেলন করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। এবার সেই একই ইস্যুতে জোরদার আন্দোলনে নামলেন কংসাবতী সেচ দফতরের ঠিকাদারেরা। ওই দফতরের মুকুটমনিপুর, কংসাবতী সেচ খাল ৩, ৫ ও ৮ এই চারটি বিভাগ মিলিয়ে প্রায় শতাধিক ঠিকাদার কাজ করেও প্রায় ৩ বছর ধরে তাঁদের প্রাপ্য টাকা পাননি। সবমিলিয়ে বকেয়ার অঙ্ক প্রায় সাত কোটি টাকা। বকেয়া সেই টাকা পুজোর আগেই মেটানোর দাবিতে আজ বাঁকুড়ার খাতড়ায় কংসাবতী সেচ প্রকল্পের দফতরের মূল দরজা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিকাদারদের বিক্ষোভের জেরে এদিন দফতরে প্রবেশ করতে পারেননি কোনো কর্মী ও আধিকারিকই। বকেয়া টাকা না মেটানো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী ঠিকাদারেরা। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ওই দফতরের কোনো আধিকারিকই।
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 22, 2025 08:37:12
Dihierench, West Bengal:*কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দুর্ঘটনা, গুরুতর আহত বৃদ্ধ – মানবিকতার অভাব প্রকাশ্যে* কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রাস্তা পারাপার করার সময় এক বৃদ্ধ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে আহত হন। ৭৫ বছরের ওই বৃদ্ধের বাড়ি শ্রীরামপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি স্টেট বাস সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে যাওয়ার সময় বৃদ্ধকে ধাক্কা মারে। এরপরই সরকারি বাসটি সেখান থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ আহত বৃদ্ধকে দেখে পাশ কাটিয়ে চলে যান। কেউ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়াননি, এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো মানবিকতা দেখাননি। পরিস্থিতি অমানবিক হয়ে উঠলে প্রশাসনের পক্ষ থেকে শেখ আব্দুর সাত্তার ও তাঁর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুদ্ধিজীবী মহলের একাংশ প্রশ্ন তুলেছেন— “মানুষের প্রাণসংকটে যেখানে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেয়, সেখানে সমাজের মানবিকতার ভবিষ্যৎ কোথায়?”
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 22, 2025 08:37:00
Katwa, West Bengal:দীর্ঘ ষোলো মাস বন্ধ থাকার পর সোমবার মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের তালা খুলে দিলেন বিধায়ক । পুলিশের উপস্থিতিতে বিধায়ক অপূর্ব চৌধুরী এবং একদা বিরোধী গোষ্ঠীর নেতা শান্ত সরকার যৌথ ভাবে তালা খোলার সময় দলের কর্মীরাও হাজির ছিল। কার্যালয়ের তালা খোলার পর বিধায়ক সংবাদমাধ্যমকে বলেন, দলে কোন দুষ্কৃতী বা সমাজবিরোধীকে জায়গা দেব না। আজ থেকে আমাদের দলে কোন বিভেদ থাকল না। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশ মত আমি পার্টি অফিস খুলে দিলাম। বিজেপি ও সিপিএমকে ঠেকাতে আমাদের এক সঙ্গে মিলে কাজ করতে হবে। মঙ্গলকোটের মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। আমারও ভুল থাকতে পারে। বিধায়ক বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত শান্ত সরকার, রহিম চৌধুরীরা এদিন বলেন আমাদের কোন বিভেদ থাকল না।রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা একসঙ্গে চলব। ২০২৪ সালের ২৪ মে নির্বাচন পরবর্তী অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনির উপস্থিতে পুলিশ কার্যালয়ে তালা ঝুলিয়েছিল। যদিও শান্ত সরকারদের অভিযোগ ছিল বিধায়ক অপূর্ব চৌধুরী তাদের কোনঠাসা করতে পুলিশকে দিয়ে কার্যালয়ে তালা দেওয়া করিয়েছে। বিধায়ক অভিযোগ অস্বীকার করেছিলেন৷এই ঘটনার পর মঙ্গলকোটের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে ছড়িয়ে পড়ে।রাজ্য নেতৃত্ব মঙ্গলকোটের বিবদমান দুই গোষ্ঠীর নেতাদের নিয়ে কয়েক দফা বৈঠক করে মীমাংসা করল। আজ থেকে মঙ্গলকোটে তৃণমূল দলে আর কোন বিরোধ থাকল না বলে বিধায়ক অপূর্ব চৌধুরীর সুরে অন্যান্য নেতৃত্বরা সুর মেলালেন। বিজেপির নেতা রানা প্রতাপ গোস্বামী বলেন বিধায়ক এই অফিসে তালা মেরেছে, ভোট পর্যন্ত চুপচাপ থাকার পরে। আবারো টাকার ভাগ নিয়ে গোলমাল লাগবে অফিসে তালা পড়বে। বাইট: ১) অপূর্ব চৌধুরী, তৃণমূল বিধায়ক মঙ্গলকোট, ২) শান্ত সরকার, তৃণমূলের প্রাক্তন মঙ্গলকোটের পঞ্চায়েত উপপ্রধান। ৩) শ্যামাপ্রসন্ন লোহার (সভাধিপতি বর্ধমান জেলা পরিষদ) ৪) রানা প্রতাপ গোস্বামী (বিজেপি নেতা)
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 22, 2025 08:36:48
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকে খুশিপুর প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে বিষধর সাপ। সোমবার সকালে স্কুল খুলতেই শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলে আসা শুরু করে। শিক্ষিকাদের দাবি যখন ক্লস রুম খোলা হয়েছিল সেই সময় ঘরের কোন সাপ ছিল না। পরবর্তী সময়ে যখন ক্লাস নেওয়ার জন্য আসেন তখনই সাপ দেখতে পান ক্লাসরুমে। জ্যান্ত সাপ দেখতে পেয়ে স্বাভাবিক কারণেই ব্যাপক আতঙ্ক তৈরি হয় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। খবর দেওয়া হয় স্থানীয় বনদপ্তরে অফিসে। বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে জ্যান্ত উদ্ধার করে এবং নিয়ে যায়। বনদপ্তর সূত্রের খবর উদ্ধার হওয়া সাপটিকে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর। স্কুল বিল্ডিং এ বড় বড় ফাটল রয়েছে এমনকি শ্রেণী কক্ষেও দেওয়ালে বড় বড় ফাটল রয়েছে। সেই সমস্ত ফাটল থেকেই সাপটা ঢুকেছিল বলে প্রাথমিক অনুমান। প্রথম দিকে ক্লাস বন্ধ থাকলেও পরে বেলার দিকে আবার সাধারণভাবেই ক্লাস চালু হয়েছে তবে আতঙ্ক রয়েছে স্কুলে। বাইট ১/ শিপ্রা সরকার ( শিক্ষিকা) ২/ নারায়নী সিংহ ( শিক্ষিকা) ৩/ মৃণাল সরকার বন কর্মী 2209ZG_SDIN_SNAKE
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 22, 2025 08:36:33
Chinsurah, West Bengal:2209zg pa srp artist r বিবিধের মাঝে মিলন এটাই তো ভারতবর্ষ। সেই ভাবনা থেকেই নক্ষত্র বাহার থিম দুর্গা পুজোর মন্ডপে ফুটিয়ে তুলছেন মহম্মদ সোহেল। চন্দননগরের শিল্পী সোহেল মূলত স্যান্ড আর্ট নিয়ে কাজ করেন।তবে বিগত কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোও করছেন। এবার চুঁচুড়ার পার্বতী রায় লেন সার্বজনীন দুর্গা পুজোর মন্ডপ সজ্জা হচ্ছে তারই হাতে।মন্ডপে ফুটিয়ে তুলেছেন,শচীন সৌরভ বিরাট ক্রিকেট নক্ষত্র।আছেন গানের জগতের আশা ভোঁসলে,অরিজিৎ সিং এ আর রহমানরা।অন্য খেলার জগতের নীরজ চোপড়া,ডি গুকেশ,মেরি কমরা।আছেন অমিতাভ,শাহরুখ খান।যারা জীবিত কিম্বদন্তী তাদের অনেককেই স্যালুট জানিয়েছেন সোহেল তার থিমের মাধ্যমে। কোনো সেলিব্রিটি সে সিনেমার জগতের হোক বা খেলার, গানের জগত অথবা শিল্পের তাদের ফ্যানেরাও নানা ভাষা নানা ধর্ম বর্নের।সেই লিভিং লেজেন্টদের তার থিমে তুলে ধরেছেন সোহেল। মা দুর্গা এই কটা দিন যেখানে থাকবেন সেই দায়িত্ব সাহিলকে দেওয়া হয়েছে তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী। বর্তমান সময়ে সব কিছুতেই ধর্মীয় ভাবাবেগ থেকে দেখা হয়।সেই সময় সোহেল যে কাজ করছেন তা এক কথায় অনবদ্য। পুজোর কমিটির সদস্য শুভ মুখার্জী বলেন,সোহেলের কি জাত কি ধর্ম সেটা আমরা দেখিনা।কারন ওর সবচেয়ে বড় পরিচয় হল সে একজন শিল্পী।আর শিল্পীর কোনো জাত হয়না।তার পরিচয় তার শিল্প কর্মে। পার্বতী রায় লেন এবার ৩৯ বছরের পুজো সম্পন্ন করবে।তার জন্য সব রকম প্রস্তুতি সারা হয়েছে। মন্ডপ সজ্জার কাজ প্রায় শেষ।কাপড়ের উপর ছবি এঁকে কাঁচের টুকরো দিয়ে নক্ষত্র বাহার করা হয়েছে। Byte-- 1) md sohel(artist) 2) suvo Mukherjee (member)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 22, 2025 08:36:04
Howrah, West Bengal:কাগজের দুর্গায় ভক্তির রঙ। আন্দুলের পড়ুয়া সোমনাথের হাতে জীবন্ত হচ্ছেন দেবী। পিতৃপক্ষের অবসান।দেবীপক্ষের শুরু।মন্ডপে মন্ডপে আসতে শুরু করেছেন উমা।হাওড়ার আন্দুলের মহিয়ারির দ্বাদশ শ্রেণীর পড়ুয়া সোমনাথের দে নিজের বাড়িতে তৈরী করে ফেলেছে প্রতিমা।মাটির নয় কাগজের প্রতিমা।পড়াশোনার পাশাপাশি এই কাজ করে ফেলেছে সে।মাত্র আট বছর বয়স থেকে শুরু।তাদের বাড়ির নিয়ম মাটির প্রতিমা আনা যাবে না।সেই বাধাই তাকে জন্ম দিয়েছে নতুন এক স্বপ্নের। কাগজ কেটে, রং দিয়ে, মনের মাধুরী মিশিয়ে দুর্গা প্রতিমা গড়তে শুরু করে সোমনাথ। ২০২১ সালে তার মা মারা যায়। তার আগেই মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিল ছেলে। মা সেলাইয়ের কাজ করতেন।আর বাতিল কাপড় দিয়ে তৈরি করতেন দুর্গার শাড়ি। সোমনাথ জানায় মা শিখিয়েছিল কেমন করে নিজের হাতে গড়তে হয় প্রতিমা।সেইমতো চালচিত্রে ফুটিয়ে তুলেছে কাগজের তৈরি দুর্গার পূর্ণ রূপ। সোমনাথের এই সাধনা শুধু পাড়া-প্রতিবেশী নয়, পৌঁছে গেছে বেলুড় মঠ পর্যন্ত। এবছর এক স্বামীজি তার বাড়িতে এসে উদ্বোধন করবেন বলেই জানিয়েছে সে। বড় জাঁকজমক নেই। আর্থিক সামর্থ্যও নেই। তবু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সোমনাথ নিজেই দুবেলা পূজা করে। বাড়ির উঠোনে বন্ধু-বান্ধব জমায়েত হয়। গান, হাসি, আনন্দে ভরে ওঠে প্রতিটি মুহূর্ত।সোমনাথের কাগজের দুর্গা শুধু শিল্প নয়, ভক্তি আর আবেগের মিশ্রণ।পরিবারের সদস্য ও গ্রামের মানুষ মনে করেন এই ছেলেটি একদিন বড় শিল্পী হবে। বাইট..১..সোমনাথ দে (পড়ুয়া শিল্পী ) ২..বর্ণালী দে ( জেঠিমা ) 2209zg_pa_hwh_making_r
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 22, 2025 08:30:30
Howrah, West Bengal:স্কুল চলাকালীন স্কুলের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারি। স্কুলের শিক্ষিকা রাঁধুনির হাত কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। গত শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তিসাধন প্রাথমিক বিদ্যালয়ে । অভিভাবকদের অভিযোগ গত শনিবার বিদ্যালয় চলাকালীন স্কুলের শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা চরম পর্যায় পৌঁছালে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ সহায়িকা চন্দ্রিমা সাহার হাতে কামড়ে দেয় স্কুলের শিক্ষিকা মিতালী সিংহ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা। তাকে নিয়ে যাওয়া হয় মাজু গ্রামীণ হাসপাতালে। আজ এই ঘটনার প্রতিবাদে পড়ুয়াদের অভিভাবকরা বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দেন। আজ সকালে স্কুলের শিক্ষিকা ও সহায়িকা স্কুলে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষিকা ও সহায়িকাকে বদলি করতে হবে। তা না হলে তারা বিদ্যালয়ের পঠনপাঠন শুরু করতে দেবেন না। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। বাইট ১.. পূর্ণিমা বাইন (অভিভাবক) ২.. মিনতি বিলুই(অভিভাবক) ৩.. চন্দ্রিমা সাহা (সহায়িকা) 2209zg_hwh_school_r
0
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 08:00:59
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_SIGN_BOARD_R বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে। শহরে বাংলায় সাইনবোর্ড লিখতে হবে জলপাইগুড়ি পৌরসভার মাইকিং প্রচার শহরে। তীব্র সমালোচনা বিজেপির। বাংলায় সাইনবোর্ড লেখা প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, কিছুদিন আগে পৌরসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বলেছিলাম—আমাদের শহরের প্রতিটি সাইনবোর্ডে বাংলা হরফকে বাধ্যতামূলক করা হবে। দোকান, রেস্তোরাঁ, হোটেল—সবখানেই বাংলা অক্ষর থাকবে সবার আগে। কারণ এই শহরের আত্মা, এই মাটির সুর—সবই বাংলায় বাঁধা। সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এখন থেকে প্রত্যেকটি সাইনবোর্ডে প্রথমেই বড় হরফে বাংলা লেখা থাকবে। তবে তার নিচে ব্যবসায়ীরা ইচ্ছেমতো অন্য যেকোনো ভাষা ব্যবহার করতে পারবেন—যাতে তথ্য আরও সহজে সকলের কাছে পৌঁছায়। এ উদ্যোগ শুধু নিয়ম নয়, গর্বেরও বিষয়। বাংলার অক্ষরে লেখা নাম শহরকে করবে আরও আপন, আরও সাংস্কৃতিক, আরও সমৃদ্ধ। আমরা এগিয়ে চললাম আমাদের ভাষার মর্যাদা রক্ষার পথে—একসাথে, গর্বভরে। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 22, 2025 08:00:51
Howrah, West Bengal:প্রমোটিং সংক্রান্ত ঝামেলার জেরে বন্ধুর হাতে ছুরিকাহত বন্ধু। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকড়ার করাতকল এলাকায়। এই ঘটনায় পুলিশ দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আহতকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাঁকড়া করাতকল এলাকায় গত চার বছর ধরে প্রমোটিং ব্যবসা করেন শেখ বশির এবং তার বন্ধু ওয়াহাব মোল্লা। গতকাল রাতে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে মদের আসর বসায় ওয়াহাব মোল্লা এবং তার বন্ধুরা। সেখানেই শেখ বশিরকে ডাকে ওয়াহাব। অভিযোগ পুরনো শত্রুতার জেরে ওয়াহাব বশিরকে গালিগালাজ করতে থাকে। এতে বশির তাকে চড় মারলে পকেট থেকে ছুরি বার করে ওয়াহাব তার পেটে মেরে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ওয়াহাব মোল্লা এবং আরো একজন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আহত বশিরকে প্রথমে ডোমজুড় গ্রামীণ হাসপাতাল এবং পরে হাওড়া জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রমোটিং নিয়ে পার্টনারদের মধ্যে টাকা পয়সার ভাগ বাটোয়ারা সংক্রান্ত গন্ডগোলের জেরে এই ঘটনা। বাইট..১..শেখ রবি(আক্রান্তের ভাই) ২..ওয়াকথ্রু 2209zg_hwh_attempt_r
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 22, 2025 08:00:36
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 22, 2025 07:04:37
Bardhaman, West Bengal:উৎসব শুরুর সঙ্কেত বর্ধমানে। রাঢবাংলার সুপরিচিত দেবী সর্বমঙ্গলার ঘটোত্তলন হল আজ। প্রতিপদ থেকে যে উৎসব শুরু হল নবমী অবধি তা চলবে। সকালে মন্দির থেকে ঘোড়ার গাড়ি করে ঘট নিয়ে যাওয়া হয় কৃষ্ণসায়রে। রাজা কৃষ্ণরাম রাইয়ের খনন করা এই সায়রের দীঘল কালো জলে ঘট ভরের প্রধান পুরোহিত। উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েষা রাণী এ, পুরপ্রধান পরেশ সরকার, বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস,প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য সহ অন্যান্য নাগরিকেরা। কার্যত আজ ভোর থেকেই বাংলাদেশের হৃদয়ের উৎসবের আলো ছড়িয়ে পড়েছে বর্ধমানে। চিরাচরিত রীতি মেনে মহালয়ার পরদিন সকালে ঘটোত্তলনের মধ্য দিয়ে সর্বমঙ্গলা মন্দিরের দুর্গাপুজো শুরু হয়ে থাকে। প্রতিপদে সর্বমঙ্গলা মন্দিরে ঘটস্থাপন হতেই পুজোর ঢাকে কাঠি পড়ে যায় বর্ধমানে। মহালয়ার পর প্রতিপদের দিন বর্ধমানের রাজাদের খনন করা কৃষ্ণসায়র থেকে জল ভরা হয় ঘটে। প্রথা অনুযায়ী, সেই ঘট সর্বমঙ্গলা মায়ের মন্দিরে স্থাপন করা হয়। দেবীকে এদিন পরানো হয় রাজবেশ। এই মন্দিরের আবহমান কালের রীতি মেনে পুজোর কদিন মাকে ভোগ দেওয়া হয় মাছের টক।সঙ্গে থাকে অন্যান্য উপাচারের থালি। এ মন্দিরেরই বয়স অন্তত তিনশো তেইশ বছর। বংশানুক্রমের প্রধান পুরোহিত জানিয়েছেন, ১৭০২ খ্রীস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ। প্রাচীন নবরত্ন রীতির এই মন্দির। তবে তার দাবি, আসল বয়স আরো অনেক বেশি। কেননা, বর্ধমানের রাজারা বংশানুক্রমে এই দেবী সর্বমঙ্গলার পুজো করে এসেছেন। মূর্তির বয়স আরো অনেক বেশি। কলকাতার যেমন কালীঘাট, বীরভূমের যেমন তারাপীঠ তেমনি দক্ষিণবঙ্গের শস্যগোলা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। শারদীয়ায় তিনিই দুর্গা হিসেবে পুজিত হন। এখানকার পুজোয় তাই জড়িয়ে আছে দক্ষিণবঙ্গের জীবনধারার নানা লোকাচার,বিশ্বাসের পরম্পরা। শাক্ত সাধনার ক্ষেত্রে দেবী সর্বমঙ্গলা একটু আলাদা ঘরাণার। বহু প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে অধিষ্ঠাতা দেবীকে অত্যন্ত জাগ্রত দেবী হিসেবেই মানেন অবিভক্ত গোটা বর্ধমান জেলার বাসিন্দারা। পুজোর কদিন তিনিই ঘরের মেয়ে উমা। দুর্গা। স্থানিক ইতিহাস বলে, রাজা তেজচন্দ্রের আমলে এই মন্দির নির্মাণ হয়েছিল। মন্দির ঘিরে অনেক উপকথা আছে। চুনুরী বাড়ির মেয়েরা নাকি দেবীর পাষাণপ্রতিমায় গুগলি থেতো করতেন। মেছুনীরাই নাকি মাতৃরূপ বুঝতে পেরে তার পুজো শুরু করেন। মাছের টক সেই থেকেই নাকি প্রচলিত। স্বপ্নাদেশ পেয়ে দেবীকে এই প্রাচীন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। রাজ অনুজ্ঞায় পুরোহিতরাও নিযুক্ত হন। দেবী দুর্গা এখানে সর্বমঙ্গলা রূপে পুজিতা হন। সারাবছরই তিনি বিরাজ করেন। পুজোর চারদিন ষোড়শোপচারে দেবীর আরাধনা হয় সর্বমঙ্গলা মন্দিরে। আগে মহিষ ও পাঁঠা বলি হত। এখন বলিপ্রথা বন্ধ হয়েছে।জেলাশাসক হিসেবে সৌমিত্র মোহন থাকাকালীন সময় থেকে। আগে সন্ধিপুজোর মহালগ্নে কামান দাগা হত। কিন্তু ১৯৯৭-এ ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সেই প্রথা বন্ধ হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে দুজন মারা যান। নবমীতে কয়েক হাজার মানুষকে ভোগ বিনামূল্যে বিলি করা হয়। পুজোর দিনগুলোতে প্রতিদিনই কয়েক হাজার ভক্তদের সমাগম হয়। মন্দিরে থাকা সর্বমঙ্গলার মূর্তিটি মন্দিরের থেকেও বেশি প্রাচীন। অনেকের মতে ১০০০ বছর, আবার কারও মতে তা ২৫০০ বছরের পুরনো। এই মূর্তিটি হল কষ্টিপাথরের অষ্টাদশভূজা সিংহবাহিনী মহিষামর্দিনী। দৈর্ঘ্যে বারো ইঞ্চি, প্রস্থে আট ইঞ্চি। নবমীর দিন ন'জন কুমারীকে দেবী দুর্গার নয় রূপে পুজো করা হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। নাবালিকাদের দেবী দুর্গার বিভিন্ন রূপে পুজো করাই এখানে নিয়ম । দেবী এখানে অষ্টাদশভুজা। বয়সের প্রকারভেদ অনুসারে উমা, মালিনী, কুজ্জ্বিকা, সুভাগা, কালসন্দর্ভা সহ দেবীর ন'টি রূপে এখানে কুমারী পুজো করার চল হয়ে আসছে। ** বর্ধমানের রাজারা জন্মসূত্রে ছিলেন পাঞ্জাবী। পরে বধূ হিসেবে নানা রাজ্যের মেয়েরা এসেছেন পরিবারে। নানা সংস্কৃতি, লোকাচারের মিশেল হয়েছে এখানে। সঙ্গে মিশেছে বাংলার চিরায়ত সংস্কৃতি। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরে, বর্ধমানের তৎকালীন মহারাজা উদয়চাঁদ ১৯৫৯ খ্রিস্টাব্দে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন। বোর্ডের হাতেই মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে।বর্তমানে এই বোর্ডে প্রশাসনিক আধিকারিকরাও আছেন।। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। বাইট : ১) সঞ্জয় ঘোষ ( ট্রাস্টের সদস্য ) ২)) ওয়াক থ্রু। 2209ZG_BWN_MAA
1
comment0
Report
Advertisement
Back to top