Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

जायेंट सिंह के साक्षी को घर जाकर धमकी, इलाके में हड़कंप

BSBarun Sengupta
Sept 08, 2025 10:00:16
Barrackpur Cantonment, West Bengal
*ফের জায়েন্ত সিংয়ের সাক্ষীকে বাড়িতে গিয়ে হুমকি জায়েন্তের সাগরেদদের,একজনকে ধরে ফেলল এলাকাবাসী,আতঙ্কে সাক্ষী ও তার পরিবার,অভিযুক্তকে আটক করল বেলঘড়িয়া থানার পুলিশ* আড়িয়াদহ এর ত্রাস জায়েন্ত সিং ইতিমধ্যেই রয়েছে জেলে।।আর জায়েন্ত সিং এর সাক্ষী বিমল প্লাজা ও তার পরিবারের লোকজনদের বারংবার হুমকি দিচ্ছে জায়েন্তের সাগরেদরা।।বেশ কয়েক মাস আগে বিমল পাঁজাকে গাড়িতে বসে হুমকি দিতে দেখা যায় জায়েন্ত সিংয়ের সাগরেদ সুশোভন সরখেলকে।।সেই সময় বেলঘড়িয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।।তারপর জামিনে বাইরে বেরিয়ে এসে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে গিয়ে ফের জায়েন্ত সিং এর সাক্ষী বিমল পাজা ও তার পরিবারকে হুমকি দেয়।।সেই সময় অভিযুক্ত সুশোভন সরখেল কে ধরে ফেলে এলাকার মানুষ।ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত কে আটক করে নিয়ে যায়।।আগামীকাল রয়েছে বারাকপুর কোর্টে জায়েন্ত সিংয়ের সাক্ষী।।তার আগে জায়েন্ত সিং সাক্ষীদের বাড়িতে গিয়ে জায়েন্ত সিং এর সাগরেদদের হুমকিতে যথেষ্টই আতঙ্কিত সাক্ষী ও তার পরিবারের লোকজন।।প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।।এমনটাই জানালেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা বাইট:- বিমল পাঁজা(জায়েন্ত সিংয়ের সাক্ষী) বাইট:- গোপাল সাহা (পুরপ্রধান,কামারহাটি পৌরসভা ) 080925_BKP_KAMARHATI 2C TE
12
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Sept 09, 2025 06:16:58
Mal Bazar, West Bengal:
*কিছুদিন আগে তেশিমলায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ঘিরে উত্তেজনা হয়েছিলো। তা নিয়ে সিপিএম এর সাংবাদিক বৈঠক...* ৩০ আগস্ট মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ২০/১৩৮, ২০/১৩৯ ও ২০/১৪০ বুথে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০/১৩৯ বুথে প্রকল্প বণ্টন নিয়ে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের তালিকা নিয়ে স্বচ্ছতা ছিল না। আলোচনার মাঝেই শুরু হয় বচসা ও হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর সিপিএম এর বিরোধী দলনেতা মুস্তাফা হোসেন সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাল্টা অভিযোগ জানায় তৃণমূল নেতৃত্ব। এরপর পুলিশ তদন্ত শুরু করে। সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্রর নেতৃত্বে প্রতিনিধি দল মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিককে স্মারকলিপি প্রদান করে। পরে মালবাজার শহরে সিপিআই(এম) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পীযুষ মিশ্র অভিযোগ করেন, শাসকদল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে কর্মসূচিকে ব্যর্থ করতে চাইছে। প্রকল্পে স্থানীয়দের মতামত উপেক্ষা করে দলীয় ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। যাদের নামে অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, তৃণমূল ও বিজেপির বোঝাপড়ার ফলে গ্রামীণ এলাকার স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ সব বুঝে গেছে। আমাদের পাড়া আমাদের সমাধান, মানুষের আদেও কোন উপকার হবে না। উপকৃত হবে ঠিকাদারেরা। এদিন এই সাংবাদিক বৈঠক এ উপস্থিত ছিলেন রাজা দত্ত, মুস্তাফা হোসেন, মসলেমা বেগম, শচীন রায় প্রমুখ। বাইট ১) সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র। 0909ZG_MAL_CPM_MEETING_FILE_R
11
comment0
Report
ABArup Basak
Sept 09, 2025 05:47:49
Mal Bazar, West Bengal:
*ঝুঁকিপূর্ণ যাতায়াতে মৃত্যু মিছিল, চা শ্রমিকদের জন্য নেই নিরাপদ পরিবহন...* চা শ্রমিকদের জীবনে ঝুঁকিপূর্ণ যাতায়াত যেন নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিন সকাল হতেই মালবাজার মহকুমার বিভিন্ন এলাকার চা শ্রমিকদের দেখা যায় পিকআপ ভ্যানে গাদাগাদি করে চা বাগানে কাজে যেতে। এসব যাত্রা সম্পূর্ণ বেআইনি হলেও, শ্রমিকদের কাছে অন্য কোনো বিকল্প নেই। সামান্য মজুরির আশায় জীবনের ঝুঁকি নিয়েই তারা বেরিয়ে পড়েন অন্য বাগানে কাজের সন্ধানে। এই অনিরাপদ যাতায়াতের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি, ২৫ আগস্ট নাগরাকাটার গাঠিয়া চা বাগানের কাছে একটি শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় তিন জন শ্রমিকের এবং আহত হন প্রায় ২৩-২৪ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, সোমবার বিকেলে নাগরাকাটার চাম্পাগুড়িতে আরও একটি শ্রমিক বোঝাই গাড়ি উলটে আহত হন অন্তত ২৬ জন শ্রমিক। বর্তমানে তারা মালবাজার সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসনের উচিত এই অনিরাপদ ও বেআইনি যাতায়াত বন্ধ করা এবং চা বাগান কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের জন্য বাস বা বড় আকারের নিরাপদ যানবাহনের ব্যবস্থা করা। মাত্র ২৫০-৩০০ টাকার মজুরির জন্য শ্রমিকদের এমন মৃত্যুঝুঁকি নিয়ে যাতায়াত করাটা অমানবিক বলেই মনে করছেন সচেতন মহল। কিছুদিন আগে গাঠিয়া বাগানের দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলেও, স্থানীয়দের মতে সেই ক্ষতিপূরণ যথেষ্ট নয়। বরং দুর্ঘটনা এড়াতে শ্রমিক পরিবহনের নিরাপদ ব্যবস্থাই হওয়া উচিত মূল অগ্রাধিকার। সবচেয়ে আশঙ্কার বিষয়, একের পর এক দুর্ঘটনা ঘটলেও, বাস্তব চিত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকালেই আবার দেখা গেছে, দুর্ঘটনার পরদিনও শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান দ্রুতগতিতে ছুটে চলেছে চা বাগানের পথে। নেই কোনো নজরদারি, নেই প্রশাসনিক পদক্ষেপ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামী দিনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। বাইট ১) স্থানিয় সচেতন মানুষ মোবারক আলী। ২) আইনুল আনসারী নাগরাকাটার বাসিন্দা 0909ZG_MAL_LABOUR_PROBLEM_R
14
comment0
Report
PDPradyut Das
Sept 09, 2025 05:47:39
Jalpaiguri, West Bengal:
2C 0909ZG_JAL_WHETHER_R1 জল বাড়ছে তিস্তা এবং জলঢাকা নদীতে। অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। মঙ্গলবার সকাল ৮ টায় ৮৯০ কিউমেক জল ছাড়া হয়। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। পাহাড় এবং সমতলে বৃষ্টি। তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতার পাশাপাশি nh31 জলঢাকা নদীর ওপরেও অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর । Jalpaiguri Date: 09.09.2025 Minimum: 25.3°C Yesterday Maximum: 32.5°C RH: 095% 24 hours rainfall: 054.2 mm রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
14
comment0
Report
BSBarun Sengupta
Sept 09, 2025 05:47:25
Barrackpur Cantonment, West Bengal:
*এবার জায়ন্ত সিং এর কেসের প্রধান সাক্ষী বিমল পাজা এবং তার অনুগামীরা পেটালো জায়ন্ত সিং এর শাগরেদ সুশোভন সরখেল কে,আর সেই CCTV ইর ফুটেজ ভাইরাল হতেই উত্তপ্ত আড়িয়াদহ* ফের উত্তপ্ত আরিয়াদহ। এবার সুশোভন সরখেলকে মারধরের অভিযোগ বিমল পাজা এবং তার অনুগামীদের বিরুদ্ধে।আক্রান্তের বাবার বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের। জায়ন্ত সিং এর অনুগামী সুশোভন সর্কেল-কে মারধরের অভিযোগে বিমল পাঁজা ও তার ভাই ও ছেলের বিরুদ্ধে। বেলঘড়িয়া থানার পুলিশ বিমল পাজা গ্রেফতার করে। গোটা ঘটনায় সুশোভন সর্কেলের বাবা বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে। আশঙ্কাজনক অবস্থায় সুশোভন সর্কেল হাসপাতালে ভর্তি। হাসপাতালে বেডে শুয়ে সুশোভন সর্কেল পুলিশ কে জানায়, গতকাল রাতে তিনি বাড়ি ফেরার পথে তাকে বিমল পাঁজা সহ বেশ কয়েকজন তাকে মারধর করে। এরপরেই জায়ন্ত সিং বাহিনি ক্ষিপ্ত হয়ে ওঠে।ঘটনার প্রাকশ সুশোভন জায়ান্ত সিং ঘটনার মেন সাক্ষী বিমল পাজার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করতে থাকে।তখন বিমল পাজা এবং এলাকার বাসিন্দারা সুশোভন কে ব্যাপক মারধর করে।আর সেই CCTV ইর ফুটেজ ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়ে পরে। অভিযোগ সন্ধে ছটার পর কেউ আড়িয়াদহ ওই এলাকা দিয়ে যেতে ভয় পায়। প্রতিনিয়তই আতঙ্কে এলাকাবাসী। বাইটঃ- আক্রান্ত সুশোভনের বাবা 090925 BKP BELGHARIA CLASH 2C TE
14
comment0
Report
KAKAYESH ANSARI
Sept 09, 2025 05:05:09
Darjeeling, West Bengal:
*Live Visual* *Landslide In North Sikkim ( In between Tung And Naga) Yesterday Evening Due To Rainfall By Which The Road Is Block* On Sunday Rainfall started in Sikkim which was continue till yesterday afternoon by which Landslide had taken place . First year day morning in Singtam (NH10) in which one vehicle was came under the landslide and the High way was Jam but till evening it was clear. And in Evening time in North Sikkim the another landslide occur that was inbetween Ting and Naga by which surround area cut off.
14
comment0
Report
AMAshok Manna
Sept 09, 2025 05:04:56
Kolkata, West Bengal:
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য আড়তে খোকা ইলিশকে ঘিরে গন্ডগোল।পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জের ব্যাবসায়ী সঙ্খদ্বীপ চক্রবর্তী, সমস্ত অভিযোগ নংসাত করলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার। তার বক্তব্য যে মগড়াহাট থানায় একটি এফআইয়ার দায়ের হয়েছে এই ছোট পিল ইলিশ ধরার কারণে এছাড়াও ডায়মন্ড হারবার থানায় এফআইয়ার হবে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার কারণে, সমস্ত বিষয়ে ক্ষতিয়ে দেখছেন আধিকারিকেরা। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত মংস্য ব্যাবসায়ী শঙ্খ দ্বীপ চক্রবর্তী অভিযোগ তুলে সবর হয় স্যোশাল মিডিয়া ভর মাধ্যমে এর পর নড়ে চড়ে বসলো তার জেরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী,জানা গিয়েছে, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার থেকে কয়েকশো কেজি ইলিশ কিনে ফিরছিলেন। কিন্তু মগরাহাট থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটি তল্লাশিতে ধরা পড়ে ২৪০ কেজি খোকা ইলিশ।* *যেগুলির ওজন ছিল ৩০০ গ্রামের কম, এছাড়াও তার মধ্যে ছিল ২৫০ গ্রামের মাছওএই ঘটনার পরেই মৎস্য দফতর গাড়িটি আটক করে। পাশাপাশি ওই মাছ নগেন্দ্র বাজারে নিলামের জন্য আনা হয়। তখনই ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত খোকা ইলিশ ধরা আইনত নিষেধ। এর জন্য রয়েছে বিশেষ নির্দেশিকাও। তা সত্ত্বেও অনেক সময় বাজারে খোকা ইলিশ দেখা যায়। আর এদিন তেমন খোকা ইলিশ আটক করার পরে এই কাণ্ড।
14
comment0
Report
PDPradyut Das
Sept 09, 2025 05:04:20
Jalpaiguri, West Bengal:
2C 0909ZG_JAL_CM_PRASTUTI_R উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জলপাইগুড়ি তে জোর প্রস্তুতি লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর সকলকে ঘিরে প্রশাসনের জোর তৎপরতা। জলপাইগুড়ি পৌরসভা, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরে আধিকারিক ও কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। আগামীকাল অর্থাৎ বুধবার সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে জলপাইগুড়িতে। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বেশ কিছু ডিস্ট্রিবিউশন কর্মসূচি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এদিকে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা রাস্তার দুধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কন্যাশ্রী ( আমি কন্যাশ্রী কন্যা ভবিষ্যতের অনন্যা) লক্ষীর ভান্ডার, পাড়ায় সমাধান, সবুজ সাথী সহ সরকারি বিভিন্ন প্রকল্পের ফ্লেক্স-ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে।গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এরই মাঝে জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে মঞ্চ বাধার কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেই রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য সহ বিভিন্ন আধিকারিকরা মাঠ পরিদর্শন করতে শুরু করেছেন। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
14
comment0
Report
AGAyan Ghosal
Sept 09, 2025 05:04:08
Kolkata, West Bengal:
NEPAL RETRIEVE তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নতিস্বীকার করল নেপাল সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল সমাজমাধ্যমের উপর থেকে। নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ছাত্র ও যুব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন, যে দাবিতে আন্দোলন, সেটা মেনে নেওয়া হল। এবার বিক্ষোভ প্রত্যাহারের করুন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল সহ ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরই বিক্ষোভ দানা বাধতে শুরু করে। সোমবার পরিস্থিতি চরমে ওঠে।
14
comment0
Report
CDChampak Dutta
Sept 09, 2025 05:03:59
Kaji Chak, West Bengal:
*দাসপুরের প্রেমের হাতে সেজে উঠবে দুর্গা পুজোর থিম,সামনে পুজো তারই কাজ চলছে জোরকদমে।* দুর্গাপুজো বাঙালির আবেগ।আর পুজো এলেই হাসি ফোটে কুমোরটুলিতে।দেবীর অস্ত্র থেকে সাজসজ্জার ব‍্যাবসায়ীরা আলোর মুখ দেখে।সুখের মুখ দেখে থিম শিল্পী থেকে শুরু করে প্রত‍্যেক শিল্পী।এককথায় মা সবার জন‍্যই কমবেশি সুখ শ্রীবৃদ্ধি নিয়ে আসেন।পুজো মানে শুধু মাত্র আনন্দই নয়,পুজো মানে অনেকের রুজি রুটি।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব,আর সেই দুর্গোৎসবের দিকেই তাকিয়ে থাকে অনেকে।অপেক্ষা করে প্রায় একটি বছর কারণ এই পুজোর উপর নির্ভর করে অনেকেরই চলে সংসার। দাসপুরের প্রেমচাঁদ মুখার্জী,দুর্গাপূজোয় এখন যে থিম আমরা দেখি,সেই মণ্ডপ সজ্জার শিল্পী তিনি।বিভিন্ন বিগ বাজেটের পূজো মানেই সেই থিমে প্রেমচাঁদ মুখার্জির হাতের কাজ থাকবেই।শুধু ঘাটাল মহকুমায় নয় অন্যান্য জেলাতেও এই প্রেমচাঁদ মুখার্জির সৃষ্ট শিল্প পুজোর প্যান্ডেলের থিমের মাধ‍্যমে ফুটে ওঠে।খুব বেশি দেরি নেই দুর্গা পুজো,তাই প্রেমচাঁদ মুখার্জির বাড়িতে চলছে জোর কদমে কাজ। প্রেম এর বাড়িতে শুধু প্রেম নয় আছে একাধিক মিস্ত্রি যারা কিনা এই কদিন রাতদিন এক করে কাজ করে যায় দুর্গাপূজার মণ্ডপ করার জন্য।এ বছর চারটি মন্ডপের কাজ করবে প্রেম চাঁদ,চারটি মন্ডপই প্রায় বিগ বাজেটের পুজো আর পুজোর মন্ডপ মানেই থিমের প্রতিযোগিতা তাই জোর কদমে কাজ চলছে প্রেমের বাড়িতে।ফেলে দেওয়া জিনিস ও প্রাকৃতিক জিনিস দিয়ে বেশিরভাগটাই কাজ করে প্রেম চাঁদ।পরিবেশের ক্ষতি করে এমন কোন জিনিসপত্র দিয়ে কাজ করে না প্রেম,প্রেমচাঁদ মুখার্জী জানাই আমরা অপেক্ষা করে থাকি একটি বছরের জন্য কবে পুজো আসবে আর দুর্গা পুজো এলেই আমার সাথে যারা কাজ করে তাদেরও সংসার টা ভালো করে চলবে।সবমিলিয়ে প্রেমচাঁদ মুখার্জির এখন ব্যস্ততা প্রচুর। ঠিক সময় মতো কাজ শেষ করে পুজো প‍্যান্ডেলে সেই থিমকে ফুটিয়ে তুলতে হবে।এদিকে আবহাওয়ার বিড়ম্বনা রয়েছে,তাই মণ্ডপসজ্জার যাবতীয় কাজ কারিগর সাথে নিয়ে বানিয়ে ইতিমধ্য মণ্ডপের উদ্দেশ্য রওনাও দিতে শুরু করেছে।পুজোর থিমে মন্ডপ সজ্জা তৈরির কারিগর শিল্পী প্রেমচাঁদ জানান ২০ বছর সে একাজের সাথে যুক্ত।এবছর চারটি পুজো কমিটির থিমের কাজ করছেন।বিভিন্ন থিমের কাজে ভিন্ন সামগ্রী দিয়ে ফুটিয়ে তোলা হবে।তেমনই একটি মন্ডপের থিমের কাজে বিভিন্ন বাতিল হওয়া জিনিস দিয়ে সাজিয়ে তোলা হবে।সে ছাড়াও ৫০ জন কর্মী তার কাছে কাজে যুক্ত।সময়ে মণ্ডপসজ্জার কাজ সম্পন্ন করার জন্য জোরকদমে কাজ চলছে।থিমের লড়াইয়ে বিভিন্ন পুজো মন্ডপ দাসপুরের এই প্রেমচাঁদের কারুকার্যে দর্শনার্থীদের মন কাড়ে। ছবি বাইট 2c তে SLUG- 0909ZG_PA_WMID_PREM_R বাইট ১)প্রেমচাঁদ মুখার্জি(থিম শিল্পী) ২)প্রদীপ ধাড়া(কারিগর) রিপোর্ট - চম্পক দত্ত ক্যামেরা - বাবলু সাঁতরা
14
comment0
Report
SMsoma maity
Sept 09, 2025 04:46:40
Murshidabad, West Bengal:
ফের বেলাগাম ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম গতকাল ফারাক্কায় এক কর্মী সভা থেকে সরাসরি জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমানকে আক্রমণ করেন। তার অভিযোগ খলিলুর রহমানের বড় ছেলের নামে ফারাক্কা বিধানসভায় প্রার্থী হওয়ার সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে দলকে উপেক্ষা করে দিন কয়েক ধরে খলিলুর রহমানের ছেলের নামে ফেসবুক পোস্ট হতেই ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম প্রকাশ্যেই আক্রমণ করলেন খলিলুর রহমানকে
14
comment0
Report
SMsoma maity
Sept 09, 2025 04:46:30
Murshidabad, West Bengal:
BDO কোয়াটারে তাণ্ডব চালাবার অভিযোগে গ্রেপ্তার ২ যুবক। বিডিও কোয়াটারে গত সাত দিন আগে থেকেই মাঝে মধ্যেই রাত্রিবেলায় কিছু দুষ্কৃতী তান্ডব চালাচ্ছিল, গত ইংরেজি 24.08.2025 তাই এই বিষয়ে প্রসঙ্গে বিডিও লালগোলা থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন তাতে তিনি উল্লেখ করেন গত সাত দিনে, তিনটি ভিন্ন অনুষ্ঠানে, কিছু অজ্ঞাত ব্যক্তি গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলার জল ট্যাঙ্ক মোড়ে অবস্থিত আবাসিক কোয়ার্টার ক্যাম্পাসে প্রবেশ করেছে। এই ঘটনাগুলিতে অশ্লীল ভাষা ব্যবহার, ক্যাম্পাসের ভিতরে মদ্যপান এবং পটকা ফাটানো জড়িত, যার ফলে সেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়। এবং অভিযোগ পাওয়ার পর থেকেই সেই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেই পুলিশ জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই ঘটনার তদন্ত শুরু করেছিল লালগোলা থানা অবশেষে গতকাল রাত 10:45 নাগাদ রামনগর ভিলেজ মোড় থেকে দুই যুবককে আটক করা হয়। ধৃত ২ যুবকের নাম কামিরুল ইসলাম বয়স 23 বছর বাড়ি রাধাকৃষ্ণপুর এলাকায় অপরজন সেসম ইয়ামউদ্দিন বয়স 20 বছর বাড়ি রামনগর, আজ তাদের লালবাগ কোর্টে পাঠানো হলো।
14
comment0
Report
SMsoma maity
Sept 09, 2025 04:46:20
Murshidabad, West Bengal:
মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনা। সাতসকালে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ কৃষক ছিলেন বলে জানা গিয়েছে। তারা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। সুজন সেখ নামের এক যুবক নিখোঁজ। তার খোঁজ করছে স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে খোঁজ চলছে। মঙ্গলবার সকালে চর সরণদাজপুর কারগিল ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে,একজন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভীড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুজন সেখের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে আছে। প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
14
comment0
Report
PDPradyut Das
Sept 09, 2025 04:46:04
Jalpaiguri, West Bengal:
2C 0909ZG_JAL_WHETHER_R জল বাড়ছে তিস্তা এবং জলঢাকা নদীতে। অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। মঙ্গলবার সকাল ৮ টায় ৮৯০ কিউমেক জল ছাড়া হয়। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। পাহাড় এবং সমতলে বৃষ্টি। তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতার পাশাপাশি nh31 জলঢাকা নদীর ওপরেও অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর । Jalpaiguri Date: 09.09.2025 Minimum: 25.3°C Yesterday Maximum: 32.5°C RH: 095% 24 hours rainfall: 054.2 mm রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
14
comment0
Report
SMsoma maity
Sept 09, 2025 04:45:44
Murshidabad, West Bengal:
মুর্শিদাবাদের লালগোলার বিডিওর বাংলোয় হামলার ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। বুধবার মধ্যরাতে দুষ্কৃতীরা ঢিল, ইট ছোঁড়া হয় বিডিওর সরকারি আবাসন লক্ষ্য করে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও। রুজু হয় এফআইআর। তবে শুক্রবার সাড়ে আটটা অবধি কাউকে আটক বা গ্রেফতার করা হয় নি । প্রশাসনিক মহলে রয়েছে তীব্র প্রতিক্রিয়া।
14
comment0
Report
AGAyan Ghosal
Sept 09, 2025 04:32:47
Kolkata, West Bengal:
NEPAL দুর্নীতি, বেকারত্ব নিয়ে, সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনটা ধিকিধিকি জ্বলছিলই। তারই মধ্যে নেপাল সরকারের সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তই আগুনে ঘি ঢালায় সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গণ আন্দোলনের ক্ষোভ আছড়ে পড়ে রাজপথে। কাঠমাণ্ডুর মাইতিঘরের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন কমপক্ষে এক লক্ষ পড়ুয়া। এর আগে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশও বিদ্রোহের আগুনে জ্বলেছিল। এবার নেপাল। বিদ্রোহের আগুনে জ্বলছে কাঠমাণ্ডু, আঁচ পড়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতে। ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞার জেরে উত্তাল হয়ে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। পথে নামে জেন জ়েড। প্রতিবাদের চাপে অবশেষে নিষেধাজ্ঞা তুলেও নিয়েছে সরকার। ভারতের সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ভারত নেপাল সীমান্ত জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সশস্ত্র সীমা বল সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। ওলি-সরকারের বিরুদ্ধে এই যে পথে নেমে বিক্ষোভ, রক্তপাত, প্রাণহানি, এসবের প্রভাব কি পড়বে ভারতেও? নয়াদিল্লির কূটনৈতিক মহল প্রতিবেশী দেশ নেপালের এই পরিস্থিতিতে সতর্ক। তার সবথেকে বড় কারণ ভারতে ঢোকার জন্য ট্রানজিট জোন হিসেবে বিভিন্ন সময় নেপালকে ব্যবহার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। নেপালের এই অস্থিরতার সুযোগ যাতে তারা নিতে না পারে, সেক্ষেত্রে সতর্ক আছে নয়াদিল্লি। ওলি সরকারের গত কয়েক বছরের প্রশাসনিক ব্যর্থতা, দেশে কাজের অভাব, তার মধ্যে সোস্যাল মিডিয়া থেকে রোজগারের রাস্তা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ক্ষোভের আগুনকে তীব্রতর করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই দেশের একাংশে শ্যুট অ্যাট সাইট জারি হয়েছে। সংঘর্ষে এখনও পর্যন্ত অসমর্থিত ভাবে ২০ জনের মৃত্যু এবং প্রায় ৩০০ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
14
comment0
Report
Advertisement
Back to top