Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

चाय बागानों में मौत का खेल: मजदूरों की यात्रा जोखिमभरी

ABArup Basak
Sept 09, 2025 05:47:49
Mal Bazar, West Bengal
*ঝুঁকিপূর্ণ যাতায়াতে মৃত্যু মিছিল, চা শ্রমিকদের জন্য নেই নিরাপদ পরিবহন...* চা শ্রমিকদের জীবনে ঝুঁকিপূর্ণ যাতায়াত যেন নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিন সকাল হতেই মালবাজার মহকুমার বিভিন্ন এলাকার চা শ্রমিকদের দেখা যায় পিকআপ ভ্যানে গাদাগাদি করে চা বাগানে কাজে যেতে। এসব যাত্রা সম্পূর্ণ বেআইনি হলেও, শ্রমিকদের কাছে অন্য কোনো বিকল্প নেই। সামান্য মজুরির আশায় জীবনের ঝুঁকি নিয়েই তারা বেরিয়ে পড়েন অন্য বাগানে কাজের সন্ধানে। এই অনিরাপদ যাতায়াতের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি, ২৫ আগস্ট নাগরাকাটার গাঠিয়া চা বাগানের কাছে একটি শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় তিন জন শ্রমিকের এবং আহত হন প্রায় ২৩-২৪ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, সোমবার বিকেলে নাগরাকাটার চাম্পাগুড়িতে আরও একটি শ্রমিক বোঝাই গাড়ি উলটে আহত হন অন্তত ২৬ জন শ্রমিক। বর্তমানে তারা মালবাজার সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসনের উচিত এই অনিরাপদ ও বেআইনি যাতায়াত বন্ধ করা এবং চা বাগান কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের জন্য বাস বা বড় আকারের নিরাপদ যানবাহনের ব্যবস্থা করা। মাত্র ২৫০-৩০০ টাকার মজুরির জন্য শ্রমিকদের এমন মৃত্যুঝুঁকি নিয়ে যাতায়াত করাটা অমানবিক বলেই মনে করছেন সচেতন মহল। কিছুদিন আগে গাঠিয়া বাগানের দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলেও, স্থানীয়দের মতে সেই ক্ষতিপূরণ যথেষ্ট নয়। বরং দুর্ঘটনা এড়াতে শ্রমিক পরিবহনের নিরাপদ ব্যবস্থাই হওয়া উচিত মূল অগ্রাধিকার। সবচেয়ে আশঙ্কার বিষয়, একের পর এক দুর্ঘটনা ঘটলেও, বাস্তব চিত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকালেই আবার দেখা গেছে, দুর্ঘটনার পরদিনও শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান দ্রুতগতিতে ছুটে চলেছে চা বাগানের পথে। নেই কোনো নজরদারি, নেই প্রশাসনিক পদক্ষেপ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামী দিনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। বাইট ১) স্থানিয় সচেতন মানুষ মোবারক আলী। ২) আইনুল আনসারী নাগরাকাটার বাসিন্দা 0909ZG_MAL_LABOUR_PROBLEM_R
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Sept 09, 2025 12:18:54
Katwa, West Bengal:
অবশেষে জট কাটলো, কাটোয়া কলেজের ৯২ জন পড়ুয়া হাতে মার্কশিট পেল৷ ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯২ জন পড়ুয়ার হাতে মার্কশিট তুলে দেন কলজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকার। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে না তোলার ফলে প্রত্যেক ছাত্র-ছাত্রী ফাইন্যাল ইয়ারের পরীক্ষায় ফেল দেখানো হয়েছিল। ফল সংশোধনের দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল কলেজের দুই বিভাগের ছাত্র-ছাত্রীরা। বিভাগীয় অধ্যাপকদের ভুলে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিভাগ মিলিয়ে মোট ৯২ জন ছাত্রী-ছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিল বলে কলেজ অধ্যক্ষ স্বীকার করে নেন।অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা প্রত্যেকেই দাবি করে তারা ভালো পরীক্ষা দিয়েছিল।কলেজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন,বিভাগীয় প্রধানদের চূড়ান্ত গাফিলতির কারণে এই সমস্যা হয়েছিল। পরিচালন সমিতির বৈঠক ডেকে অভিযুক্ত তিন অধ্যাপককে শোকজ করা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে দুই বিভাগের তিনটি বিষয়ের ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর তোলার পর বিশ্ববিদ্যালয় সোমবার রেজাল্ট পাঠালে প্রত্যেকেই কৃতকার্য হয়েছে বএ জানান অধ্যক্ষ। সিমস্যা সমাদগানের ফলে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ । অধ্যাপকদের গাফিলতির কারণে কাটোয়া কলেজের ইতিহাসের ৫৯ এবং রাষ্ট্রবিজ্ঞানের ৩৩ জন ছাত্র- ছাত্রীদের একটা শিক্ষাবর্ষ নষ্ট হতে বসেছিল। কলেজ অধ্যক্ষ জানান এটা আমাদের ব্যর্থতা। হাতে মার্কশিট পেয়ে ছাত্র- ছাত্রীরা খুশি কারণ তারা বিশ্ববিদ্যালয়ে এম এ ভর্তির আবেদন করতে পারবে। কাটোয়া কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন, বিভাগীয় প্রধানদের ভুলে ছাত্র-ছাত্রীদের এই অবস্থার মধ্যে পড়তে হয়েছিল।পরিচালন সমতির বৈঠকে যেসব অধ্যাপকদের ভুলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হতে বসেছিল শো-কজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাতে সম্পূর্ণ মার্কশিট পেয়ে খুশি পড়ুয়ারা, তাদের হাতে মার্কশীট তুলে দেন কলেজ অধ্যক্ষ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়ুয়া শ্রেয়া সাহা বলে, আজকে আমরা খুবই খুশি। এতদিন পর ভর্তির শেষ দিনে এসে সম্পূর্ণ মার্কশিট হাতে পেলাম। এর জন্য পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, কলেজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকার সহ কাটোয়া কলেজ তৃনমূল ছাত্র পরিষদকে আমরা ধন্যবাদ জানাই। কারণ তারাই ডেপুটেশন দিয়ে উপাচার্যের সাথে কথা বলে আমাদের এই সমষ্যা থেকে বের করেছেন। বাইট:- ১) ঋষিব্রত ভট্টাচার্য (ইতিহাস বিভাগের পড়ুয়া) ২) শ্রেয়া সাহা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়ুয়া) ৩) পায়েল চট্টোপাধ্যায় (ইতিহাস বিভাগের পড়ুয়া) ৪) নির্মলেন্দু সরকার (কলেজ অধ্যক্ষ, কাটোয়া) ৫) কচি শেখ (কনভেনর, কাটোয়া শহর তৃনমূল ছাত্র পরিষদ)
6
comment0
Report
TDTapan Deb
Sept 09, 2025 12:18:40
Alipurduar, West Bengal:
*আলিপুরদুয়ার* ==== মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ার শহরের কোর্ট মোড় এলাকা থেকে প্রায় ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। ধৃতের নাম কুলদীপ পোদ্দার (২৬), আলিপুরদুয়ার জেলার জয়গাঁর ইলিয়াস নগরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল কোর্ট মোড় এলাকায় নজরদারি চালাচ্ছিল। এদিন দুপুর তিনটে নাগাদ সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় কুলদীপকে। সন্দেহ হয় পুলিশের তাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ তাকে তল্লাসী করলে তার পকেট থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। ====================== ( ছবি 2C তে পাঠালাম । FILE : 090925ZG _ ALD _ ARREST BYTE - 1) স্হানীয় হোটেল মালিক। ###################
6
comment0
Report
MMManoj Mondal
Sept 09, 2025 12:18:27
Kolkata, West Bengal:
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা থানার অন্তর্গত গোবরডাঙ্গা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায়। বছর ৪২ এর এই মৃত গৃহবধূর নাম মিঠু দত্ত। স্থানীয় সূত্রে জানা যায়,মিঠু দত্তের স্বামী মারা যাওয়ার পর থেকে দেওর প্রদীপ দত্তের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। গত বেশ কয়েকদিন ধরে সেই সম্পর্কের টানাপোড়ন চলছিল।গতকাল থেকে মিঠু দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ মিঠু দেবীর ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ছড়ায়,খাটের নিচে উঁকি দিতে দেখা যায় রক্তমাখা দেহ,শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। খবর দেওয়া হয় পুলিশকে,গোবরডাঙ্গা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। স্থানীয়রা জানিয়েছেন বৌদিকে খুনের পেছনে হাত রয়েছে দেওরের বলে দাবী করেন। গোবরডাঙ্গা থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
6
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 09, 2025 12:17:41
Kolkata, West Bengal:
মঙ্গলবার দুপুরের বিমানে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের জন্য উত্তর বঙ্গ যাচ্ছি, DM দের সাথে মিটিং আছে উন্নয়ন নিয়ে,,পাটটা বিলি করব,আগামীকাল জলপাইগুড়ি যাব, নেপাল আমার দেশ নয়, এটা বিদেশী রাষ্ট্র,এই ব্যাপারে কথা বলতে পারি না,নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ কে ভালো বাসি,কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি,কেন্দ্রীয় সরকার দেখছে, আমার অনুরোধ থাকছে বর্ডার এলাকা নজর রাখুন, কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না, শান্তি ফিরে আসুক, আমারা মনে করি পাড়া প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমার SIR এর বিরুদ্ধে, এটা এত করতে সময় লাগে ২/৩ বছর,ভোটার কার্ড এলাও করা উচিত, আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে , যাদের আধার কার্ড নেই তারা বানিয়ে নেবেন
8
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 09, 2025 11:22:31
Kolkata, West Bengal:
* দুই চিটপান্ড সংস্থার (আনেক্স গ্রুপ, এবং ওয়ারিশ গ্রুপ) আমানতকারীদের টাকা ফেরাতে কাল জমি বিক্রির নিলাম * পুজোর আগে টাকা ফেরত আদৌ সম্ভব কিনা, আশঙ্কার মেঘ দেখছেন আমানতকারীরা। * মালদহ জেলার দুটি জমি নিলামে বিক্রির জন্যে বিজ্ঞপ্তি দেয় সেবি। তবে সেই জমি আগেই দখল হয়েছে এমনটাই চোখে আসে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে। * জমি দখলমুক্ত না করে আদৌ কি নিলামে বিক্রি হওয়া সম্ভব! তবুও আমানতকারীরা আশা রেখেছেন বিচারপতি সুব্রত তালুকদারের কমিটির ওপর। * আইনজীবী, অরিন্দম দাস, আমানতকারীদের আইনজীবী * জমি পরিদর্শন করা এবং দখলের ছবি পাঠালাম।
11
comment0
Report
PMPiyali Mitra
Sept 09, 2025 11:22:23
Kolkata, West Bengal:
নেপালের পরিস্থিতি জেরে…নকশালবাডি, বীরগঞ্জ, কাঁকড়াভিটে, রকশৌল, বিরাটনগর মতো বর্ডারে গতকাল থেকে আটকে কয়েকশো পন‍্যবাহী কন্টেইনার, ট্রাক । এখান থেকে নেপাল যায় শাকসবজি, ওষুধ , ফুড গ্রেইনস…এভাবে আটকে থাকলে সে সব জিনিস নষ্ট হবে। এরকম সামগ্রী সহ কন্টেনার ট্রাক আটকে। ট্রান্সপোর্টাররা যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়বে । নেপাল যেহেতু ল‍্যান্ড লক দেশ….ভারতের বন্দর হয়ে অনেক সামগ্রী যায় । টিকট‍্যাক যাবে…. সুজিত চক্রবর্তী সভাপতি, ওয়েস্ট বেঙ্গল কাস্টমস হাউস এজেন্ট সোসাইটি
8
comment0
Report
BSBidhan Sarkar
Sept 09, 2025 11:21:56
Chinsurah, West Bengal:
চন্ডীতলার কুমিরমোড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বোলেরো পিকআপ ভ্যান ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আটজন। স্থানীয় সূত্রে জানা গেছে,আজ দুপুর দেরটা নাগাদ কালীঘাটে পুজো দিয়ে আরামবাগে ফেরার পথে ২৬ নম্বর রোডের উপর কুমির মোড়া এলাকায় দূর্ঘটনার কবলে পরে দুটি গাড়ি। বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মারুতি গাড়ির।‌ মারুতিতে থাকা ৮জন যাত্রী জখম হয়। পথ চলতি মানুষ ও স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। পরে চন্ডীতলা থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতরা সকলে আরামবাগের রঘুনাথপুরের বাসিন্দা বলে জানা গেছে। পিকআপ ভ্যানের চালক ও খালাসী পলাতক।
13
comment0
Report
SMSubhasis Mandal
Sept 09, 2025 11:21:32
Howrah, West Bengal:
আমতা গ্রামীন হাসপাতাল থেকে ১০ দিনের শিশু চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ভাংচুর পুলিশকে ঘিরে বিক্ষোভ। জানা গেছে গত ৩০ শে আগষ্ট আমতার একটি বেসরকারি নাসিং হোমে ওই শিশুর জন্ম হয়। শিশুর মা মন্দিরা বাগ শারিরীক অসুস্থতার জন্য গত ৬ ই সেপ্টেম্বর আমতা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আজ হাসপাতালের বেড থেকে শিশুটির দিদা শিশুটিকে নিয়ে ঘুরছিলেন ১২ টা নাগাদ হাসপাতালে অচেনা এক মহিলা শিশুটির দিদার কাছ থেকে শিশুটিকে চেয়ে নিয়ে যায় বলে বাচ্চা হলে হাসপাতাল থেকে বাচ্চার টাকা পাওয়া যাবে আপনি কাগজপত্র নিয়ে আসুন এই বলে নিমেষে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায়। তারপর৷ই উত্তেজনা ছড়িয়ে পড়ে আমতা হাসপাতালে। ইমারজেন্সি বিভাগে ভাঙচুর। পুলিশকে ঘিরে বিক্ষোভ পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং ও সিসিটিভি খতিয়ে দেখছে৷ 0909ZG_ULU_CHILD_R1
10
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 09, 2025 11:21:19
Howrah, West Bengal:
পুজোর আগে সুখবর। সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ। সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে।এবছর বাংলাদেশ পুজোর উপহার হিসাবে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পুজোর আগে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী পুজোর আগে এক মাসের মধ্যে গড়ে ২,০০০ থেকে ২২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। প্রতিবছর এই রপ্তানি চলে ২০২৩ সাল পর্যন্ত। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার। এরপরই ওই দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। গত বছর ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছিল। অনেক অনুরোধের ভিত্তিতে ওই দেশের সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি দেয়। কিন্তু এক মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন মাছ আমদানি করতে পেরেছিলেন। গত জুলাই মাসে ফের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এ বছরে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। সোমবার বাণিজ্য মন্ত্রকের চিঠি হাতে পায় এপারের মাছ ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী ১১ ই সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির সঙ্গে যুক্ত ওই দেশের মাছ ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে ইলিশ ভর্তি ট্রাক। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন পুজোর আগে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ সরকার অনুমতি দেওয়ায় আমরা খুশি। এবারে পুজো এগিয়ে আশায় আশা করছি খুব শীঘ্রই ইলিশ আসতে শুরু করবে। এবছর বর্ষায় দীঘা ও শংকরপুর সহ রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইলিশ উৎপাদন কম। ঘাটতি মেটাতে জায়গা করে নিয়েছে গুজরাটের ভারুচের ইলিশ। সাধ্যের মধ্যে দাম হওয়ায় বাজারে দেদার বিক্রি হয়েছে এই ইলিশ। তবে আর কিছু দিনের মধ্যেই বাঙালির রসনা মেটাতে এপার বাংলার বাজারে আসতে চলেছে পদ্মার রুপোলি শস্য। মাছ ব্যবসায়ীরা মনে করছেন দাম একটু বেশি হলেও পুজোর সময় ইলিশের বিভিন্ন আইটেম খাওয়ার আনন্দ চেটেপুটে উপভোগ করতে কার্পণ্য করবেন না খাদ্যরসিক বাঙালি। বাইট..১..চন্দন মন্ডল(ব্যবসায়ী,হাওড়া ফিস মার্কেট) ২..সৈয়দ আনোয়ার মাকসুদ(সম্পাদক,ফিস ইমপোর্টার্স এসোসিয়েশন) 0909zg_hwh_hilsa_r
12
comment0
Report
STSrikanta Thakur
Sept 09, 2025 11:21:05
Dinajpur, Rangpur Division:
হিলি থানা এলাকার চকগোপাল বিওপির বিএসএফ জওয়ানদের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী মহিলা। তিনি বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছিলেন। ভারত সীমান্তে রাতের অন্ধকারে ঢুকেও পারেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি বিএসএফ জওয়ানরা ওই মহিলাকে একাকী ঘুরতে দেখে গ্রেফতার করে হিলি থানার হাতে তুলে দেয়। এরপর হিলি থানা জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে তার আন্তর্জাতিক স্তরে বিভিন্ন যোগাযোগ। বাংলাদেশ থেকে পাঁচ বছর আগে স্থানীয় দালালকে ধরে প্রথমে এই মহিলা গিয়েছিলেন সৌদি আরবের রিয়াদ শহরে সেখানে তিন বছর হাসপাতালে হাউসকিপিং এর কাজ করেন। সৌদি আরব থেকে তিনি চলে যান জর্ডান সেখানেও বছর দুয়েক কাজ করেছেন এবং পরবর্তী সময়ে মুর্শিদাবাদের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করেন তিনি। সৌদি আরবে যাওয়ার আগে বাংলাদেশে তার একবার বিবাহ হয়েছিল সেখানে তার এক ছেলে এক মেয়ে রয়েছে। আগের পক্ষের ছেলেমেয়েকে দেখা করার জন্যই বাংলাদেশে গিয়েছিলেন বলে পুলিশ জিজ্ঞাসা বাদে স্বীকার করেছেন ওই মহিলা। ছেলে মেয়েকে দেখে আবার ভারতে ফিরছিলেন তিনি আর তখনই বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন। হিলি থানার পক্ষ থেকে বাংলাদেশী এই মহিলাকে মঙ্গলবার বালুরঘাট আদালতে তোলা হয়। পুলিশ বিষয়ে তদন্তের জন্য তাকে পুলিশ কাস্টাডির আবেদন জানিয়েছে বালুরঘাট জেলা আদালতে। কিভাবে এই মহিলা বাংলাদেশে গেলেন এবং কেন তিনি আবার ফিরে এলেন? কিভাবে তিনি ফিরে এলেন এবং তার সঙ্গে বিদেশের আর কোন যোগাযোগ রয়েছে কিনা সব কিছুই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বালুরঘাট মহকুমা পুলিশ আধিকারিক সদর বিক্রম প্রসাদ। বিগত ২৪ ঘন্টায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পাশাপাশি পতিরাম থানা এলাকায় দ ১ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাকেও বালুরঘাটে আদালতে তোলা হয় এবং তারও গতিবিধি খতিয়ে দেখার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বাইট ১/ বিক্রম প্রসাদ ডি এস পি হেডকোয়ার্টার 0909ZG_SDIN_ARREST
10
comment0
Report
BBBimal Basu
Sept 09, 2025 11:20:55
Basirhat, West Bengal:
বলে 2C তে ছবি পাঠিয়েছি। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতায় ছাত্র খুনের অভিযোগে গ্রেফতার রেস্তোরাঁর মালিক তাপস মণ্ডলকে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হল। বসিরহাট মাটিয়া থানার খোলাপোতায় নবম শ্রেণির ছাত্র শুভজিৎ মণ্ডল পড়াশুনোর পাশাপাশি স্থানীয় রেস্তোরাঁ কাজ করত। ছাত্রের পরিবারে অভিযোগ গত শনিবার রাতে রেস্তোরাঁর মালিক জানায় গাড়িদুর্ঘটনা হাসপাতালে তার মৃত্যু হয় । এই ঘটনার পরিবারে লোকজন মানতে চাইনি তাদের অভিযোগ রেস্তোরাঁর মালিক চক্রান্ত করে তাদের ছেলেকে খুন করেছে এই অভিযোগে গতকাল রাতে খোলাপোতায় টাকি রোড মৃতদেহ রেখে অবরোধ করে ছাত্রের পরিবার প্রতিবেশীরা। মালিক তাপস মণ্ডলের নামে মাটিয়া থানায় অভিযোগ করলে আজ সকালে রেস্তোরাঁর মালিক তাপস মণ্ডলকে পুলিস গ্রেফতার করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিমল বসু বসিরহাট
8
comment0
Report
CDChittaranjan Das
Sept 09, 2025 11:20:44
Durgapur, West Bengal:
*জাতীয় সড়কের সার্ভিস রোড পুকুর না রাস্তা বোঝা দায়, প্রতিদিন, প্রতি মূহুর্তে ঘটছে দুর্ঘটনা, তাই এই জল ধিকেশের জন্য উদ্যোগী হল বিজ্ঞানীরা।* ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দুর্গাপুরের বাঁশকোপার কাছে। মুচিপাড়া থেকে উঠতে গেলে এই সার্ভিস রোড দিয়েই যেতে হবে। কিন্তু ছোট থেকে বড় গাড়ি, বাস সব গাড়িই ঐ সার্ভিস রোড দিয়ে না উঠে একটু এগিয়ে আবার গাড়ি পিছনে নিয়ে এসে মূল জাতীয় সড়কে উঠছে। এর ফলে একদিকে সময় নষ্ট, অন্যদিকে দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা থাকছে। ভুল করে যে গাড়ি বা বাইক ভ্যান ঐ জল ভর্তি সার্ভিস রোড দিয়ে চলে যাচ্ছে তাদের দুর্ভোগ তো হচ্ছেই এমনকি দুর্ঘটনার কবলে পড়ছে। প্রায় মাস খানেক ধরে এই রাস্তা খারাপ এবং নিকাশী নালা বুজে গিয়ে নিকাশী নালার জল রাস্তার উপর দিয়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল অবস্থা দাঁড়িয়েছে। ঐ পুকুর সমান জলে কোনো কোনো গাড়ির চালক আবার সেই জলে গাড়ি পরিষ্কার করছে। দুর্গাপুরের কাঁকসার মুচিপাড়া থেকে বাঁশকোপার যাওয়ার রাস্তার সার্ভিস রোড থেকে জল নিকাশির উদ্যোগী হল সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর বিজ্ঞানীরা। সঙ্গে ছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরাও। অভিজিৎ সরকার নামের স্থানীয় বাসিন্দা বলেন, "আমার চার চাকাও খারাপ হয়ে গেছিল এখানে। আমরা আবেদন করেছি রাস্তা সংস্কারের। কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেন। আশা করি নিজেদের তৈরি করা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে জল নিকাশী করতে পারবে কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা।" কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানী অবিনাশ কুমার যাদব বলেন, "আমরা পরিদর্শন করলাম এই জায়গাটি। কি করে জল নিকাশি করা যায় পর্যালোচনা করা হবে। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট (সি এম ই আর আই)-এর অভ্যন্তরীণ নিকাশী নালা থেকে কিভাবে জল বের করা যায় সেই নিয়ে গবেষণা চলে। তবে খোলা জায়গা থেকে কিভাবে জল বের করা সম্ভব হবে সেই নিয়ে গবেষণা করা হবে। তারপরেই জল নিকাশির ব্যবস্থা করা হবে।" ছবি 2C তে ফাইল নাম 0909ZG_DGP_NH_VST_R
9
comment0
Report
PDPradyut Das
Sept 09, 2025 11:20:19
Jalpaiguri, West Bengal:
2C 0909ZG_JAL_SUVENDU_P0ST_R4 R & R1 বলে বাইট, ভিজুয়াল টু সি তে মুখ্যমন্ত্রী আসছেন আবর্জনা ও গন্ধ ঢাকতে নীল সাদা কাপড়ের বেড়া, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু র পোস্ট ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। আজ অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি ,বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। যা নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পিচের রাস্তা সারাই থেকে বিদুৎ সরবরাহ সুগম করতে রক্ষণাবেক্ষণ ,চলছে জোর কদমে। এরই মধ্যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দারা সামাজিক মাধ্যমে করা একটি পোস্ট কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শহরে।। তৃণমুল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ১ এবং ২৪ নম্বর ওয়ার্ডের একটি স্থানে জমে থাকা পাহাড় সম আবর্জনা এবং গন্ধ আটকাতে নীল সাদা কাপড়ে আড়াল করার চেষ্টা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে পৌর সভাকে। এই প্রসঙ্গে উক্ত পথ দিয়ে শিশুদের ভ্যানে করে স্কুলে নিয়ে যাওয়া ভ্যান চালক লক্ষী রায় বলেন, খুব গন্ধ এই পথে, বাচ্চারা বলে ভ্যান কাকু গন্ধ তাড়াতাড়ি চালাও। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
9
comment0
Report
ALArup Laha
Sept 09, 2025 11:20:02
Belna, West Bengal:
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে অনশনরত মাওবাদী অর্ণব দামের সঙ্গে দেখা করতে এসেও দেখা করতে পারলেন না এপিডিএরের (APDR) প্রতিনিধিরা। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন অর্ণব। হাজার প্রতিবন্ধকতাকে পেরিয়ে গবেষণার কাজে অনুমতি পেয়েছেন তিনি। কিন্তু গবেষণা করলেও তার জন্য মিলছে না স্কলারশিপ।  এবার তার পিএইচডি গবেষক হিসেবে স্কলারশিপের দাবিতে গত ৫ সেপ্টেম্বর থেকে  জেলেই অনশন আন্দোলন শুরু করেছেন। তার অভিযোগ, তার মেধাকে গুরুত্ব দিতে চাইছে না সরকার। এমনকি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার স্কলারশিপ নিয়ে স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি লিখেছেন অর্ণব। তাতেও কোনও কাজ হয়নি বলে দাবি তার।    অর্ণব দামের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর( APDR)। মঙ্গলবার এপিডিআরের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর নাথের সঙ্গে দেখা করেন। এপি ডিআরের সদস্য অমিতাভ সেনগুপ্ত জানান, অর্ণব কেন স্কলারশিপ পাচ্ছে না সেটা জানতে চাইলে উপাচার্য তাদের  রাজ্য সরকারের অর্ডার দেখান যেখানে অর্ণব দামকে স্কলারশিপ দেওয়া যাবে না বলে বলে বলা আছে।  উপাচার্য তাদের আরও জানান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোন স্কলারশিপ এবছর নেই। তবে অন্যান্য ভাবে বিশ্ববিদ্যালয়ের তরফে অর্ণবকে সাহায্য করা হয়েছে বলে তাদের জানান উপাচার্য। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এপিডিআরের প্রতিনিধিরা পৌঁছান বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে অর্ণব দামের সঙ্গে দেখা করতে গেলে তাদের দেখা করতে দেওয়া হয়নি বলে জানান এ পি ডি আরের সম্পাদক মণ্ডলীর সদস্যা জয়শ্রী পাল। যা নিয়ে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দেন তিনি। একজন বন্দির অনশন ভাঙ্গানোর অনুরোধ করতে এসেও তার সঙ্গে কেন দেখা করা যাবে না এই প্রশ্ন তোলেন তিনি।তারপর তিনি জানান যতক্ষভ না তাদের অর্ণবের সঙ্গে দেখা করতে দেওয়া হবে ততক্ষণ তারা এই সংশোধনাগারের সামনেই থাকবেন বলে জানান জয়শ্রী পাল। পরে জয়শ্রী পালের সঙ্গে মোবাইলে কথা বলার সুযোগ করে দেওয়া জেল কর্তৃপক্ষের তরফে।জয়শ্রী পাল অনশনরত অর্ণবকে তার পরিবারের জন্য অনশন তুলতে অনুর বলেন। তিনি বিষয়টি বিবেচনার মধ্যে রাখছেন বলে জানান। এখানে উল্লেখ্য, খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র তথা মাওবাদী নেতা অর্ণব পড়াশোনা ছেড়ে সিপিআই (মাওবাদী) দলের রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই হিংসার রাস্তা বেছে নিয়েছিলেন তিনি। শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ অর্ণব দামকে গ্রেফতার করে। তখন থেকেই জেলবন্দি তিনি। ২০১০ শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় ২৪ জন জওয়ান শহিদ হন। এই হামলার নেতৃত্ব দেন অর্ণব । এছাড়াও ৩১টি গুরুতর মামলা ছিল অর্ণবের বিরুদ্ধে। ২০১২ সালে আসানসোলে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।অন্যদিকে এই বন্দি অবস্থাতেই ইতিহাস নিয়ে পিএইচডি করতে চাইলে আদালত তাঁকে অনুমতি দেয়। তখন থেকে জেলেই পড়াশোনায় মন দিয়েছিলেন অর্ণব দাম। তারপর মেদিনীপুর সংশোধনাগার থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে ইগনু থেকে তিনি ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করেন। দু’টিতেই ফার্স্ট ক্লাস পান এই মাওবাদী নেতা। ২০১৮ সালে স্টেট লেভেল এলিজিবিলিটিট টেস্টও পাশ করেন। এখন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। গত বছর ২৬ জুন পুলিশের পাহারায় ইন্টারভিউ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান অর্ণব। আর গত বছরের ৫ জুলাই মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম হন অর্ণব দাম। শুরু হয় পিএইচডি পড়াশোনা। বাইট ১- অমিতাভ সেনগুপ্ত (সদস্য, এ পি ডি আর), বাইট ২- জয়শ্রী পাল(সম্পাদক মণ্ডলীর সদস্যা, এ পি ডি আর)। ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট। 090925ZG_BWN_APDR
14
comment0
Report
SMSubhasis Mandal
Sept 09, 2025 11:19:50
Howrah, West Bengal:
আমতা গ্রামীন হাসপাতাল থেকে ১০ দিনের শিশু চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ভাংচুর পুলিশকে ঘিরে বিক্ষোভ। উত্তপ্ত আমতা হাসপাতাল চত্তর মহিলারা পুলিশ কে ঘিরে ধরে বিক্ষোভ ৷ জানা গেছে গত ৩০ শে আগষ্ট আমতার একটি বেসরকারি নাসিং হোমে ওই শিশুর জন্ম হয়। শিশুর মা মন্দিরা বাগ শারিরীক অসুস্থতার জন্য গত ৬ ই সেপ্টেম্বর আমতা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আজ হাসপাতালের বেড থেকে শিশুটির দিদা শিশুটিকে নিয়ে ঘুরছিলেন ১২ টা নাগাদ হাসপাতালে অচেনা এক মহিলা শিশুটির দিদার কাছ থেকে শিশুটিকে চেয়ে নিয়ে যায় বলে বাচ্চা হলে হাসপাতাল থেকে বাচ্চার টাকা পাওয়া যাবে আপনি কাগজপত্র নিয়ে আসুন এই বলে নিমেষে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায়। তারপর৷ই উত্তেজনা ছড়িয়ে পড়ে আমতা হাসপাতালে। ইমারজেন্সি বিভাগে ভাঙচুর। পুলিশকে ঘিরে বিক্ষোভ পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং ও সিসিটিভি খতিয়ে দেখছে একটি বাইরের সিসিটিভিতে এক সন্দেহভাজন মহিলাকে একটি বাচ্চা নিয়ে টোটো তে উঠতে দেখা যাচ্ছে 0909ZG_ULU_CHILD_R1234568 Byte79 শিশুটির মা ও দিদা Byte10 বি এম ও এইচ আই আমতা 1 পায়েল বিশ্বাস
12
comment0
Report
Advertisement
Back to top