Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में भारी बारिश, कई इलाके जलमग्न—रातभर पानी का कहर

PDPradyut Das
Sept 14, 2025 02:47:05
Jalpaiguri, West Bengal
2C 1409ZG_JAL_RAIN_R জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন। তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। রবিবার সকাল ছটায় জল ছাড়ার পরিমাণ ১৭২৮ কিউমেক। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার ও অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা। সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। nh31 জলঢাকা নদীর অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের রবিবার সকালে খবর। জল বাড়ছে জেলার অন্যান্য নদী গুলোর। চিন্তা নদী সংক্রম এলাকার বাসিন্দাদের। রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
7
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Sept 14, 2025 06:17:04
Jhargram, West Bengal:আজ ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা।শিক্ষক নিয়োগের পরীক্ষা। জেলার মোট ১০টি জায়গায় অর্থাৎ স্কুল, কলেজে এই পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্কুল কলেজের মূল গেটে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে যা দেখে পরীক্ষার্থী রা কেন্দ্রে ঢুকে পরীক্ষায় বসতে পারবেন। কোনো রকম জিনিষ পত্র ইলেক্ট্রনিক গেজেট নিয়ে মূল গেটেই প্রবেশ করতে দেওয়া হবেনা বলে জানিয়ে দিয়েছে কতৃপক্ষ। ভালো করে চেক করে তবে ঢোকানো হচ্ছে। পাশাপাশি জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যাবস্থা সচল রাখার জন্য একাধিক নজরদারির ব্যাবস্থা রাখা হয়েছে। কোথাও কেউ সমস্যায় পড়লে সিভিক কে বাইক নিয়ে রেডি রাখা আছে পরীক্ষা কেন্দ্রে পৌছানোর জন্য। মেডিকেল ব্যাবস্থাও প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য।
0
comment0
Report
RTRonay Tewari
Sept 14, 2025 05:30:34
Kolkata, West Bengal:*নতুন পরীক্ষার্থীদের জন্য লড়াই টা কি কঠিন..!* * *চ্যালেঞ্জ টা কি একটু বেশি..!* হ্যাঁ, লড়াই টা কঠিন... চ্যালেঞ্জ আগের চাইতে অনেক বেশি, বলছেন নতুন ক্যান্ডিডেটরা.. ২০১৬ সালের পর ২০২৫ সাল। প্রায় ৯ বছর পর এসএসসি SLST পরীক্ষা হতে চলেছে। যারা চাকরি হারিয়েছেন তাঁরাও পরীক্ষা দিচ্ছেন। এমনকি বাইরের রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য। আর এর জেরেই ফ্রেশর্সদের জন্য লড়াই টা খুব কঠিন... নতুন ক্যান্ডিডেটরা বলছেন, একে তো ৯ বছর পর পরীক্ষা হচ্ছে। তার ওপর চাকরি হারারাও পরীক্ষায় বসছেন। এক্সপিরিয়েন্স এর জন্য ১০ নম্বর এমনিতেই তাঁরা পেয়ে যাবেন। আর এতে নতুন ক্যান্ডিডেটদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন তাঁরা নতুন ক্যান্ডিডেটরা বলছেন বলছেন, এতো কিছু সত্ত্বেও চাকরি টা মিলবে কি না জানেন না তাঁরা....
0
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 05:17:30
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_SSC_R4 R & R1, R2, R3, R4 বলে ভিস্যুয়াল টু সি তে। পুলিশের কড়া নজরদারিতে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছে। দ্বিতীয় দফায় আজ SSC পরীক্ষা। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় পরীক্ষার্থী সহ আত্মীয়-পরিজনেরা আসতে শুরু করেছে। রাতভর ভারী বৃষ্টি সকাল থেকেই বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি। বেশ কিছু বিদ্যালয়ের সামনে জল জমার দৃশ্য লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়, সোনাউল্লা স্কুল, সেন্ট্রাল বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে জল জমার দৃশ্য রবিবার সাতসকালে জি ২৪ ঘন্টার ক্যামেরা বন্দী। তবে গত রবিবার সকালের দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী এবং পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজ বৃষ্টির কারণে সকালের দিকে বেশ কয়েকটি বিদ্যালয়ের গেটে তালা বন্দী লক্ষ্য করা যায়। বৃষ্টির কারণে একটু দেরি করেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থী এবং পুলিশকর্মী সহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মীরা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 05:16:33
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_RAIN_R3 VISU, BYTE, PTC SEND BY 2C বৃষ্টিতে চিন্তার ভাঁজ পূজো উদ্যোক্তা থেকে ডেকোরেটর এবং মৃৎশিল্পীদের। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন। তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। রবিবার সকাল ছটায় জল ছাড়ার পরিমাণ ১৭২৮ কিউমেক। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার ও অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা। সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। nh31 জলঢাকা নদীর অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের রবিবার সকালে খবর। জল বাড়ছে জেলার অন্যান্য নদী গুলোর। চিন্তা নদী সংক্রম এলাকার বাসিন্দাদের। রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 05:01:09
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_SSC_R2 R & R1 বলে ভিস্যুয়াল টু সি তে। দ্বিতীয় দফায় আজ SSC পরীক্ষা। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় পরীক্ষার্থী সহ আত্মীয়-পরিজনেরা আসতে শুরু করেছে। রাতভর ভারী বৃষ্টি সকাল থেকেই বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি। বেশ কিছু বিদ্যালয়ের সামনে জল জমার দৃশ্য লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়, সোনাউল্লা স্কুল, সেন্ট্রাল বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে জল জমার দৃশ্য রবিবার সাতসকালে জি ২৪ ঘন্টার ক্যামেরা বন্দী। তবে গত রবিবার সকালের দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী এবং পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজ বৃষ্টির কারণে সকালের দিকে বেশ কয়েকটি বিদ্যালয়ের গেটে তালা বন্দী লক্ষ্য করা যায়। বৃষ্টির কারণে একটু দেরি করেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থী এবং পুলিশকর্মী সহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মীরা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 14, 2025 04:33:47
Baruipur, West Bengal:ক্যানিংয়ের রামমোহন পল্লির গৃহস্থের বাড়িতে ভয়াবহ ডাকাতি,তদন্তে পুলিশ ,ক্যানিং - ক্যানিং শহরের রামমোহন পল্লি। জনবহুল এলাকা। গৃহস্থের বাড়িতে কেউই ছিলেন না।চিকিৎসার জন্য ভীনরাজ্যে গিয়েছিলেন। সেই সুযোগে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো।চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরতেই জানতে পারেন ডাকাতির ঘটনা। ইতিমধ্যে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহস্থের মালিক। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে ক্যানিংয়ের রামমোহন পল্লির বাসিন্দা কার্তিক বোস।পেশায় তিনি সরকারী ঠিকাদার। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।গত ১৮ আগষ্ট চিকিৎসার জন্য কার্তিক বোস কে তাঁর স্ত্রী রুনু বোস হায়দ্রাবাদে নিয়ে গিয়েছিলেন।সেখানে চিকিৎসা করিয়ে রাত ১১ টার সময় ক্যানিংয়ের বাড়িতে ফিরেছিলেন। বাড়িতে ফিরতেই চক্ষু চড়কগাছ। দেখতে পায় বাড়ির জানালার গ্রীল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের সমস্ত আসবাবপত্র লন্ডভন্ড। আলমারি ভাঙা। এতো সব দেখার পরই বোস পরিবার বুঝতে পারেন বাড়িতে না থাকার সুযোগে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে।বোস পরিবারের তরফে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। যদিও এমন ভয়াবহ ডাকাতির কিনারা করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে জনবহুল এলাকায় এমন ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কার্তিক বোসের স্ত্রী রুনু বোস জানিয়েছেন,‘আলমারীর মধ্যে নগদ প্রায় আড়াই লাখ টাকা ছিল। পাশাপাশি সোনার গহণা ছিল ১২ ভরি। ডাকাতরা নগদ টাকা,সোনার গহণা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে।থানায় অভিযোগ দায়ের করেছি। ’ 14925ZG-BAR-CANNING-DAKATI-R
2
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 04:33:37
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_SSC_R1 দ্বিতীয় দফায় আজ SSC পরীক্ষা। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় পরীক্ষার্থী সহ আত্মীয়-পরিজনেরা আসতে শুরু করেছে। রাতভর ভারী বৃষ্টি সকাল থেকেই বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি। বেশ কিছু বিদ্যালয়ের সামনে জল জমার দৃশ্য লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়, সোনাউল্লা স্কুল, সেন্ট্রাল বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে জল জমার দৃশ্য রবিবার সাতসকালে জি ২৪ ঘন্টার ক্যামেরা বন্দী। তবে গত রবিবার সকালের দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী এবং পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজ বৃষ্টির কারণে সকালের দিকে বেশ কয়েকটি বিদ্যালয়ের গেটে তালা বন্দী লক্ষ্য করা যায়। বৃষ্টির কারণে একটু দেরি করেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থী এবং পুলিশকর্মী সহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মীরা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
3
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 04:33:21
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_RAIN_R1 VISU, BYTE, PTC SEND BY 2C জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন। *তিস্তায় লাল সতর্কতা অব্যাহত।* জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। রবিবার সকাল ছটায় জল ছাড়ার পরিমাণ ১৭২৮ কিউমেক। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার ও অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা। সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। nh31 জলঢাকা নদীর অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের রবিবার সকালে খবর। জল বাড়ছে জেলার অন্যান্য নদী গুলোর। চিন্তা নদী সংক্রম এলাকার বাসিন্দাদের। রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
4
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 04:15:55
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_SSC_R R & R1 বলে ২সি তে। দ্বিতীয় দফায় আজ SSC পরীক্ষা। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় পরীক্ষার্থী সহ আত্মীয়-পরিজনেরা আসতে শুরু করেছে। রাতভর ভারী বৃষ্টি সকাল থেকেই বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি। বেশ কিছু বিদ্যালয়ের সামনে জল জমার দৃশ্য লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়, সোনাউল্লা স্কুল, সেন্ট্রাল বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে জল জমার দৃশ্য রবিবার সাতসকালে জি ২৪ ঘন্টার ক্যামেরা বন্দী। তবে গত রবিবার সকালের দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী এবং পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজ বৃষ্টির কারণে সকালের দিকে বেশ কয়েকটি বিদ্যালয়ের গেটে তালা বন্দী লক্ষ্য করা যায়। বৃষ্টির কারণে একটু দেরি করেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থী এবং পুলিশকর্মী সহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মীরা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
4
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 14, 2025 03:19:32
Baruipur, West Bengal:আইএসএফ সমর্থক কৃষকের বউকে নিয়ে পালালো তৃণমূলের সক্রিয় কর্মী, বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় যুবক। তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থানাতেও * ভাঙ্গর :- বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী , বউ ফিরে পেতে এবং বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় ঘুরছে যুবক। এমনি ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় দু নম্বর ব্লকের ভোগালী দু'নম্বর এলাকায়। ভাঙ্গড় দুই নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের ভোমরু এলাকার বাসিন্দা সালাউদ্দিন মোল্লা তার অভিযোগ এলাকা তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা তার বউকে নিয়ে পালিয়েছে। তিন সন্তান নিয়ে কষ্টে রয়েছেন তিনি। নিজের বউকে ফিরে পেতে এবং বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় ঘুরছে কৃষক সালাউদ্দিন মোল্লা। পাশাপাশি তার বউকে চার থেকে পাঁচবার নিয়ে চলে গেছে ওই তৃণমূল নেতা এমনই অভিযোগ থানাতেও করেন এই কৃষক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 140925ZG-BAR-BHANGOR-ISF-R
8
comment0
Report
Advertisement
Back to top