Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

पश्चिम सिक्किम में भूस्खलन: पंचायत प्रमुख राजेन गुरुङ और 5 गायों की मौत

KAKAYESH ANSARI
Sept 14, 2025 06:17:15
Darjeeling, West Bengal
*One Person Along With 5 Cow Death In Landslide In Sardung Lama Gaon, Gyalshing District, West Sikkim He Was Panchayat Pradhan* A tragic landslide occurred in Sardung Lama Gaon, Gyalshing District, on Saturday night, resulting in the death of Rajen Gurung, 47, the Panchayat President of the Sardong Lunzick Gram Panchayat Unit (GPU) along with 5 Cow. From 3 Days Heavy Rainfall Is In West and East Sikkim by which the landslide is occur in many places but yesterday night was Niger once and it was taken the live of a person along with domestic animal. Rajen Gurung went to his Farming place when heavy rainfall started in night to see his Cow but uncertainly the landslide came from up in which he and his cow was came inside that landslide by which he was death inside the landslide along with the 5 Cow. The local came and taken him out from the landslide but he was death. 2 days ago also 4 person was death I. West Sikkim Rambi when the landslide had cover the House but that time 6 Years Child was rescue alive. In the other hand the water of Teesta is came in the road by which the vehicle facing problem
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Sept 14, 2025 08:21:16
Kolkata, West Bengal:*পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিলজলা থানার সিভিক ভলেণ্টিয়ারের।* দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা বিডিও অফিস ও পথের সাথির মাঝে মাছের কাঁটার সামনে, যেটি জানা গিয়েছে যে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনা ঘটে। সিভিক ভলেণ্টিয়ার ডিউটি সেরে, পারটাইমে ব্লাড ব্যাংকে কাজ করতো সেই মতো গতকাল স্কুটি নিয়ে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঘির হাটে পোলের ভিতরে কডলাইফ ব্লাড কালেকশানের রির্পোট নিয়ে বারিতে ফিরছিলেন। বাড়ির লোকজনেদের সঙ্গে রাত্রি ১:৩০ সময়ে কথা হয় তারপর ফোনে সুইচ অফ পায় পরিবারের লোকজন তিলজলা থানায় বিষয়টি জানায়, তিলজলা বিষ্ণুপুর থানায় জানায়। পরিবারের লোকজন জানতে পারে যে একসিডেণ্ট হয়েছে আমতলা গ্রামীন হসপিটালে ভর্তি আছে, হসপিটালে এসে জানতে পারেন ছেলে মারা গিয়েছে। মৃত সিভিক ভলেণ্টিয়ারের নাম সৌমজিত চক্রবর্তী, বয়স ৩২ বছর, বাড়ি টেংরা ১০ নম্বর কার্তিক মণ্ডল লেন জেলে পাড়ায়, বাবা মার এক মাত্র সন্তান ছিলো সৌমজিত।
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 14, 2025 08:04:49
Durgapur, West Bengal:পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এস এল এস টি পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক। পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড ঝোলানো একদল যুবককে। সবার গায়ে একই কালো সাফারি। কালো সাফারি পড়ে কারা এদের পরীক্ষা কেন্দ্রের চেকিংয়ের দায়িত্ব দিল? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। প্রার্থীদের তল্লাশির কাজ করতে গিয়ে তারা নিজেই বলছেন, “আমরা বাউন্সার।” কিন্তু প্রশ্ন উঠছে—স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পরে চেকিং করা যায়? কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশির দায়িত্ব থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোমগার্ডের, অথবা লাইসেন্সপ্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির প্রশিক্ষিত গার্ডদের হাতে। এইসব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। কালো গেঞ্জি পরে পরীক্ষার্থীদের চেকিংয়ের কোনো অফিসিয়াল নিয়ম নেই। দায় এড়িয়েছে মহকুমা প্রশাসন। ফোনে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, "বাউন্সারের কোনো গল্পই নেই। আর কাল সাফারি পড়ে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই। পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে। "বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "কালো পোশাক পড়ে পরীক্ষা কেন্দ্রের ভেতর কিভাবে প্রবেশ করল ওরা। কার নির্দেশে প্রবেশ করলো। আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চাইছি? এদের দেখে পরীক্ষার্থীরা আতঙ্কিত।" পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "কেন কালো সাফারি পড়ে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি। আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন ওখানে কারা চেকিং করছে। কোন কাজ নেই সেজন্য সবকিছুতেই রাজনীতি খুঁজছে।" ছবি 2C তে ফাইল নাম 1409ZG_DGP_SLST_EXAM
2
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 08:04:08
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_SNEAK_R জ্বালানী কাঠ আনতে গিয়ে ভিমড়ি খাওয়ার যোগাড় হলো গৃহকর্তার। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে শুরু করলো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামশাই অঞ্চলের বাসিন্দা কর্ন ছেত্রী। তারা বাড়িতে মজুদ করা ছিল জ্বালানি কাঠ। রান্না করার জন্য সেখান থেকে কাঠ আনতে গিয়েছিলেন।কাঠ সরাতে গিয়ে তিনি আঁতকে ওঠেন। দেখেন বিশাল আকারের কিং কোবরা সেখানে লুকিয়ে আছে। সাথে সাথে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে খবর দেন বনদপ্তরকে।এরপর বনদপ্তর থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি PPS নামে একটি সেচ্ছাসেবী সংগঠনকে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে যান ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়। এরপর প্রায় ১ ঘন্টার চেষ্টায় প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। শারিরীক পরীক্ষার পর সাপটি সুস্থ থাকায় তাকে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বাইট : - নন্দু রায় ( সম্পাদক)
1
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 14, 2025 08:03:50
Howrah, West Bengal:গতসপ্তাহে পর আজ আবারও এসএসসি পরীক্ষা। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। হাওড়া সদর এলাকায় ১৬ টি পরীক্ষা কেন্দ্র। নির্বিঘ্নে শুরু হয় পরীক্ষা। কেন্দ্রে যাতায়াতের জন্য পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নিরাপত্তার খাতিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে। নিরাপত্তার বিষয় খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো। পরীক্ষার্থীরা জানাচ্ছেন তাঁরা আশাবাদী। তবে ২০১৬ সালের পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার পরেও চাকরি চলে যাওয়া এবং সেই সঙ্গে দীর্ঘ প্রায় সাড়ে আট বছর পর এস এস সি পরীক্ষা হওয়া নিয়ে সমালোচনা করছেন পরীক্ষার্থীরা। বাইট..১..ঝুমা দাস ২..দেবস্মিতা পাল (পরীক্ষার্থী) 1409zg_hwh_ssc_r
2
comment0
Report
ABArup Basak
Sept 14, 2025 07:49:02
Mal Bazar, West Bengal:*রাতভোর বৃষ্টিতে জলমগ্ন বাগরাকোটের টপলাইন...* রাতভর বৃষ্টির ফলে জল বেড়েছে সব নদীর। তবে মালবাজার ব্লকের বাগড়া কোটেরর জুরন্তী নদীর জলে জলমগ্ন হলো বাগড়াকোটের টপ লাইনের ৮ থেকে ১০ টি বাড়ি। ক্ষতিগ্রস্ত কৃষি জমি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাড়াকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী। আসেন সেচ দপ্তরের আধিকারিকেরা। স্থানিয় বাসিন্দাদের দাবি গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয় পাহাড় এবং সমতলে আর যার ফলে ফুলে ভেঁপে ওঠে জুরন্তি নদী। আর এই জুরন্তি নদীর জলেই বাগরাকোটের টপ লাইনে বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হওয়ার পাশাপাশি কৃষি জমির ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ এই জুরন্তি নদীর বাধ ছোট্ট থাকায় সেই বাঁধের উপর দিয়েই জল চলে আসে গ্রামে যার ফলে এই বিপত্তি। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেন দিন দিন জুরন্তী নদীর বেড উঁচু হয়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। এই নদীর পাশেই ১০০ দিনের কাজের মাধ্যমে একটা ছোট নিচু বাধ ছিল। নদীর বেফ উচু হয়ে যাওয়ায় সেই জল বাঁধের উপর দিয়েই গ্রামে ঢুকে পড়ে।। আমরা সেচ দপ্তরকে খবর দিয়েছি। দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন এবং তারা মাপঝোক শুরু করেছেন। বর্ষার পরেই সম্ভবত এখানে একটা বাধ হবে। জানাগেছে বাগড়া কোট এলাকায় ৭১৭ জাতীয় সড়ক তৈরির জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। পাহাড় কেটে রাস্তা তৈরির সময় পাহাড়ের অবশিষ্ট অংশ নদীতে ফেলাতে নদীর বেড উঁচু হয়ে গেছে বলে দাবি করেন রাজেশ ছেত্রী। আর তার কারণেই জুরন্তি নদীর জল বেড়ে যাওয়ায় সেই জল গ্রামে ঢুকে পড়ে। তাই নদীটির দ্রুত ড্রেজিং এর প্রয়োজন আছে। এ ব্যাপারে আধিকারিক এর সাথে কথা হয়েছে বৃষ্টি কমলেই নদীতে ড্রেজিং শুরু হবে । বাইট ১) গ্রামবাশি। ২) পঞ্চায়েত সদস্য। রবীন প্রধান। ৩) রাজেস ছেত্রী অঞ্জল সভাপতি বাগ্রাকোট। 1509ZG_MAL_RAIN_R
1
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 14, 2025 07:48:35
Kolkata, West Bengal:*শমীক ভট্টাচার্য প্রেস বাইট বিজেপি সল্টলেক দফতর* *প্রধানমন্ত্রীর সফর* গোটা ভারতবাসীর আবেগকে স্পর্শ করে প্রধানমন্ত্রী। সকলের সমস্যা নিয়ে চিন্তিত তিনি। দেশের নিরাপত্তা দেশের সীমান্তবর্তী সব বিষয়ে প্রধানমন্ত্রীর নজরদারিতে রয়েছে । সেনার প্রোগাম আছে সেখানে প্রতিরক্ষা মন্ত্রী থাকবেন সেখানে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২২০০ কিলোমিটারের যে বর্ডার রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরিস্থিতি সব মিলিয়ে ৭০ দশকের পর কোন প্রধানমন্ত্রী এ রাজ্যে ফোর্ট উইলিয়ামে সভা করবে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। *নির্মলা সীতারামন* জিএসটি নিয়ে সাম্প্রতিক যে পদক্ষেপ সেটা ঐতিহাসিক। পশ্চিমবঙ্গের যিনি অর্থমন্ত্রী ছিলেন তার যা প্রস্তাব ছিল তার মধ্যে ৫৮ টি গৃহীত হয়েছে। যেভাবে বহু মানুষ উৎকণ্ঠে ছিল জিএসটি নিয়ে সেখানে সবটা ছাড় দিয়েছে কেন্দ্র। জিএসটি নিয়েই ভারত সরকারের সকল মঞ্চে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। তেমনি নির্মল সিতারামন আসবে। *ভারত পাকিস্তান ম্যাচ* কে কি বলছে সেটা জানার কথা নয় বিরোধীদের মানুষ চেনে । কেউ যদি পাকিস্তানের সংবাদমাধ্যমে ভেসে থাকতে চায় সেটা তার বিষয়। হাতে করে ফাইল নিয়ে আগে ঘুরতেন বিভিন্ন দেশের দরজায়। এ ভারত প্রত্যাগাত করছে নতুন ভারত। দুদিনের মধ্যে পাকিস্তান এসে মাথা নিচে পড়েছে ভারতের সামনে। খেলার ক্ষেত্রে কোন রাজনৈতিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক বিজেপি করতে চায়না। অতীতেই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। আমরা এর আগে সোভিয়েত ইউনিয়নের অবস্থান দেখেছি আমেরিকার অবস্থান দেখেছি। ভারতের নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটার প্রতিফলন হবে। *গুলশান কলোনির ঘটনা* কলকাতার অবস্থা গ্যাংস অফ ওয়াসিপুরের থেকেও বাজে অবস্থা ভয়াবহ। কেন পুলিশ ধরবে পুলিশ কে? যা তৃণমূল তাই পুলিশ। গুলশান কলোনি কি করে হলো? জলবিদ্যুৎ পেল কি করে ভোটার তালিকায় কি করে নাম উঠলো। গোটা কলকাতা একদিন গুলশান কলোনি হয়ে যাবে সেই দিনের অপেক্ষা। যারা মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে তাদের প্রশ্ন করুন চুপ কেন। বাংলাদেশে তো মুসলিমদের উপরেও অত্যাচার হচ্ছে সেখানে কেন চুপ প্রতিবাদ কেন হচ্ছে না। এখানে একজন মহিলা চিত্র পরিচালক যিনি সেনাদের ধর্ষক বলে তিনি কেন বাংলাদেশের মহিলাদের অত্যাচারের বিষয়ে চুপ। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থান নেওয়া উচিত ছিল সতর্ক থাকা উচিত ছিল সেটা এই রাজ্যের সরকার করেনি । বারুদের স্তুপ এর উপর পশ্চিমবঙ্গ। খিদিরপুর মহেশতলা মুর্শিদাবাদ মালদা নিয়ে ভাবুন। *এসএসসি পরীক্ষা ভিনরাজ্যের পরীক্ষার্থী* এটাইতো ভারতবর্ষ একটাই তো দেশ। আমাদের রাজ্য থেকেও দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা দিতে যায়। এখান থেকে যাওয়া মানুষের সংখ্যাটা কত খোঁজ নিয়ে দেখুন। একটা সময় পশ্চিমবঙ্গ মানুষকে রোজকার দিত । গুজরাটের এফডিআই ৩৬,৬% আর আমাদের ০.৬%। প্রত্যেকের কর্মসংস্থানের প্রয়োজন আছে । মানুষ নিশ্চিন্ত জীবন চাই। কর্মসংস্থানের পদ্ধতি বদলে হয়েছে। সাম্রাজ্যের মানুষ পরীক্ষা দিতে আসবে। ওরা পুরোটা জানেনা পরীক্ষা কিভাবে হয় এখানে। *নরেন্দ্র কাপ ম্যারাথন করছে বিজেপি ভোটে প্রভাব পড়বে?* ফুটবল টুর্নামেন্ট ম্যারাথন বুক স্টল সবটা আমরাই করব। মানুষ আমাদের সঙ্গে। ভোট বিজেপি করাবে না ভোট মানুষ করাবে । এই লড়াই সামনের নির্বাচন তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই। মানুষ জিতবে তৃণমূল হারবে। তৃণমূলের কোন বক্তব্যের কোনো প্রতিষ্ঠা গ্রহণযোগ্যতা নেই আর মানুষের মধ্যে। মানুষ মুক্তি চাইছে।
1
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 07:32:39
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_PA_JAL_REDIYO_R মহালয়া আর রেডিওর টান, জলপাইগুড়িতে আজও অমলিন। মহালয়া মানেই ভোরের আলো ফোটার আগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে "মহিষাসুরমর্দিনী"। প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, রেডিওতে মহালয়া শোনার অনুভূতি একেবারেই অন্যরকম। জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকার এক প্রাচীন দোকানে আজও সেই আবেগের ছোঁয়া মেলে। গৌতম দাস প্রায় কয়েক দশক ধরে রেডিও সারাই করে আসছেন। মোবাইল, টিভি, ইন্টারনেটের যুগেও তিনি এখনো নেশার টানে রেডিও নিয়েই ব্যস্ত। প্রতি বছর মহালয়ার আগেই তার দোকানে ভিড় বাড়ে। পুরোনো রেডিওকে নতুন করে সচল করার জন্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। অনেকের বাড়িতে এখনও দাদু-ঠাকুমার স্মৃতির রেডিও সাজানো থাকে। মহালয়ার প্রাক্কালে সেই রেডিও বাজানোর আনন্দ আলাদা। তাই মানুষ নতুন যন্ত্রে নয়, বরং পুরোনো রেডিওতেই খোঁজে ভক্তির সুর। গৌতম বাবু বলেন, “মহালয়া মানেই রেডিও। যতই মোবাইল বা ডিজিটাল প্ল্যাটফর্ম আসুক, রেডিওর কদর শেষ হবে না।” তার দোকানে আজও মেরামত হয় বিভিন্ন কোম্পানির বিরল রেডিও। এই আবেগ আর স্মৃতিই জলপাইগুড়িতে রেডিওর কদর অটুট রেখেছে। মহালয়ার প্রাক্কালে তাই রেডিওর টান যেন বাঙালির শিকড়ে ফিরে যাওয়ার এক সেতুবন্ধন। রিপোর্ট :- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী। ( জলপাইগুড়ি )
1
comment0
Report
SCSandip Chowdhury
Sept 14, 2025 07:32:09
Katwa, West Bengal:আসল পরিচয়পত্র না এনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরীক্ষার্থী। পরীক্ষায় বসার ব্যবস্থা করতে তৎপর পুলিশ প্রশাসন। আজকে শুরু হয়েছে এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। কাটোয়া শহর তিনটি পরীক্ষা কেন্দ্রে চলছে পরীক্ষা। আসল পরিচয়পত্রের অরিজিনাল কপি না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটছিলেন পরীক্ষার্থী দেবজ্যোতি ভট্টাচার্য্য। এমনই সময় কাটোয়া ট্র্যাফিক পুলিশের আধিকারিকেরা বিষয়টি লক্ষ্য করেন এবং তাকে জিজ্ঞেস করতেই জানা গেলো ভুলবশত আধার কার্ডের অরিজিনাল কপি নিয়ে আসেননি মঙ্গলকোট থানার মাজিগ্রামের বাসিন্দা দেবজ্যোতি ভট্টাচার্য্য। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ব্যবস্থা নেই ট্র্যাফিক পুলিশ আধিকারিকেরা। রবিবার কাটোয়া শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় তাকে নিয়ে পার্শ্ববর্তী জিও স্টোরে কথা বলে সেখান থেকে তার মোবাইলে থাকা আধার কার্ডের প্রিন্ট আউট বের করে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলে তাকে সময়মতো পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেন। পাশাপশি তার বাড়ি থেকে অরিজিনাল পরিচয় পত্র আনতে এক কর্মীকে পাঠানো হয়। পুলিশ প্রশাসন ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের মানবিকতায় সময়মতো পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা দিতে বললেন পরীক্ষার্থী। বাইট:- ১) দেবজ্যোতি ভট্টাচার্য্য (পরীক্ষার্থী) ২) পূর্ণেন্দু শর্মা (জিও স্টোরের কর্মী)
1
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 07:16:48
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_POLICE_OBHIJAN_R মহালয়ার প্রাক্কালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বেআইনি বাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় একাধিক দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়। বিভিন্ন ধরনের আতশবাজি, রকেট, চক্রসহ বিস্ফোরক জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবকে কেন্দ্র করে কোনোভাবেই বেআইনি বাজির ব্যবসা চলতে দেওয়া হবে না। অভিযানে জড়িত কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে বলে পুলিশ জানিয়েছে, যাতে মহালয়ার পরবর্তী উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ হয়। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
4
comment0
Report
KMKIRAN MANNA
Sept 14, 2025 07:05:25
Dihierench, West Bengal:*খেজুরিতে স্কুলে হেনস্থার অভিযোগে অসুস্থ পার্শ্বশিক্ষক, হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সেই হেনস্তার অভিযোগ থানায় জানাতে যাওয়ায় পরদিন স্কুলে গেলে প্রধান শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নিদান প্রধান শিক্ষকের। সেই ভিডিও রেকর্ড করে ভাইরাল করার পর স্কুলে ঢুকতে দেওয়া হবে বলেও নিদান প্রধান শিক্ষকের। ঘটনাকে ঘিরে শাসক বিরোধী দলের ব্যাপক রাজনৈতিক চাপানউতোর।* খেজুরি: পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ নম্বর ব্লকের সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ে হেনস্থার শিকার হয়ে গুরুতর অসুস্থ পার্শ্বশিক্ষক বটকৃষ্ণ দাস। অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করছিলেন। সম্প্রতি একটি ঘটনার ভিডিও তিনি রেকর্ড করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। এর পরেই অসুস্থ হয়ে পড়েন বটকৃষ্ণবাবু। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। পরিবারের অভিযোগ, হেনস্থার কথা থানায় জানালেও কোনও পদক্ষেপ হয়নি। শুধু তাই নয়, স্কুলে ঢুকতে হলে প্রধান শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে—এই হুমকিও দেওয়া হয়। শিক্ষা কর্মাধ্যক্ষ ও বিজেপি নেতা রাজেন্দ্রনাথ ভূঁইয়ার বিরুদ্ধেও হুমকির অভিযোগ উঠেছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, তৃণমূলের খেজুরি ২ নম্বর ব্লক সভাপতি সমুদ্ভব দাস আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শাসক দল ও বিজেপির মধ্যে যথেষ্ট রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। বাইটস: ১)রাজেন্দ্রনাথ ভূঁইয়া (শিক্ষা কর্মাধ্যক্ষ, খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতি, বিজেপি নেতা)১:৪৮ সেঃ। ২)সমুদ্ভব দাস (সভাপতি, খেজুরি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস) ২:৩৬ সেঃ। ৩)অসীম মন্ডল (প্রধান শিক্ষক, সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়)১:৪৪ সেঃ ৪) আক্রান্ত শিক্ষকের মেয়ে, ১: ১৩সেঃ
1
comment0
Report
Advertisement
Back to top