Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के राजबाड़ी दिघी में महालय तर्पण की धूम

PDPradyut Das
Sept 21, 2025 01:15:38
Jalpaiguri, West Bengal
2C 2109ZG_JAL_TARPON_R জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী দিঘিতে তর্পণ। রীতি মেনেই মহালয়ার ভোর থেকে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি তে শুরু হয়েছে তর্পন অনুষ্ঠান। জেলার বিভিন্ন নদী পুকুর ঘাটে এই তর্পণ চলছে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তর্পণে ব্রত হয়েছেন বহু মানুষ। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Sept 21, 2025 02:48:50
Kolkata, West Bengal:দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের লুঙ্গি শ্মশান ঘাটে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষে দেবী দুর্গার আগমনের সাথে সাথে ভোরের আলো ফুটতে না ফুটতে ,, তর্পনের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় । ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার পৃষ্ঠপোষকতায় টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার সমগ্র ব্যবস্থাপনায় তর্পণ কারীদেরর চা জল পোলাও লুচি আলুর দম পায়েসের ব্যবস্থা করা হয় । যোগ্যের মধ্য দিয়ে দেবী দুর্গার চক্ষু দান করা হয়।অপ্রীতিকর ঘটনা এড়াতে এস.ডি.পিও সৈয়দ রেজাউল কোবীর মহেশতলা থানার আইসি তাপস সিংহ বিশাল পুলিশ বাহিনী ওর RAP নিয়ে তদাবলী করছেন তাছাড়া নদীতে নজরদারির জন্য স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছেযেকোনো রকম অপ্রীতিকর ঘটনায় এরাতে । 2110ZG_BUD_MAHALAY
4
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 21, 2025 02:48:31
Baruipur, West Bengal:৪৪১ বছরের পুড়ে যাওয়া দূর্গা মা আজ ও অপরূপ কালো রূপে পূজা হয়ে আসছে ক্যানিংয়ে ভট্টাচার্য্য পরিবারে। নিয়ম নীতি মেনে প্রতিবছরের ন্যয় আজ মহালয়ের দিনে মায়ের চক্ষুদান সকালে হবে। ক্যানিং ঃ- নেই আগের মতন জাঁকজমক কিন্তু নিয়মনীতি, নিষ্ঠার সাথে আজও পুজো হয়ে আসছে ক্যানিংয়ের ভট্টাচার্য বনেদি পরিবারে দুর্গা পূজা । এবারে তাদের পূজা ৪৪১ বছরের। পূজার সেই একই নিয়ম, নীতি মেনেই আজও চলে আসছে এই পরিবারে পূজা। জানা যায় এই পূজা প্রথমে পূর্বপুরুষরা ওপার বাংলার ঢাকার বিক্রমপুরে বাইনখাঁড়া গ্রামে শুরু করেছিলো। সেখানে খরের শনি মন্দিরে দুর্গা মায়ের পূজা চলতো । আর তার পাশে আর একটি মন্দিরে মনসা মায়ের পূজা হতো। প্রায় ৩০০ বছর আগে দুর্গা মায়ের পূজা সময় ঘটে গিয়েছিলো দূর্ঘটনা। যানাযায় ঠাকুরমশাই মনসা মন্দিরে মনসা পূজা সেরে, যখন দুর্গা মন্দিরে পূজা শুরু করে ছিলো, সেই সময় হঠাৎই একটি কাক মনসা মন্দির থেকে প্রদীপের জলন্ত সলতে তুলে নিয়ে এসে দুর্গা মন্দিরে খরের চালে বসে। তারপরেই ঘটে যায় দুর্ঘটনা। নিমিষের মধ্যে সেই শনির চাল সহ দুর্গা মাওপুড়ে যায়। এরপর ভট্টাচার্য পরিবারের সবাই ভাবে মা হয়তো আর তাদের হাতে পূজা নেবে না।তাই তারা ঠিক করে পরের বছর থেকে পূজা তার বন্ধ করে দেবে। কিন্তু সেই বছরেই পরিবারের এক সদস্য ধ্যানে বসে। তখনই স্বপ্নাদেশে মা জানায়। তার পূজা করতে হবে। বন্ধ করা যাবে না। কিন্তু মায়ের মুখের রং কালো করতে হবে আর গায়ের রং করতে হবে বাদামী। এই স্বপ্ন দেশ পাওয়ার পরেই আবারও শুরু হয় দুর্গাপূজা। আর সেখান থেকে মায়ের মুখের রং কালো আর গায়ের রং বাদামী রূপেই হয় পূজা। আবার যে কাঠামোয় মাকে গড়া হয় সেই কাঠামো বিসর্জনের তিনদিন পর জলে থেকে আবার তুলে রাখা হয়, পরের বছর সেই একই কাঠামোয় আবার পূজা হয়। এইভাবে ৪৩৮ বছর ধরেই একি ভাবে পূজা হয়ে আসছে ভট্টাচার্য পরিবারে। আরো জানা যায় দেশ যখন ভাগ হয় তখন বাংলাদেশ থেকে ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই বাংলায় ক্যানিংয়ে তারা নদীপথে মায়ের সেই কাঠামো নিয়ে চলে আসে। আর ক্যানিংয়ে বসবাস শুরু করতে থাকে। আর সেখানেই মায়ের মন্দির তৈরি করে পূজা করতে থাকে। পাশাপাশি ৪৪১ বছর ধরে একই পিতলের অস্ত্র বছরের পাঁচটা দিন মাকে পড়ানো হয়। আবার আগে হতো মোষ বলি, কিছু বছর পর থেকে চলতো পাঠা বলি। কিন্তু একটা সময় পাঁঠা বলি দিতে গিয়ে বাধা পায় পরিবারের সদস্য। সেখান থেকে ঠিক হয় অষ্টমীর দিন চাল কুমড়ো ও আখের বলি দেওয়া। মহালয়ের দিন প্রচুর নারকোলের নাড়ু করা হয়। সেই নারকোলের নাড়ু পাঁচটা দিন ভোগে ব্যবহার হয়। এছাড়া পাঁচটা দিনে নানা রকম মায়ের ভোগের আয়োজন করা হয়। মহালয়া দিনেই মায়ের চক্ষু স্থাপন হয়। আর জন্মাষ্টমীতে মায়ের কাঠামোতে মাটি ওঠে। আর এই দুর্গা মায়ের পূজা দেখতে প্রচুর দর্শনার্থীরা ভট্টাচার্য পরিবারে ভিড় জমায়। 210925ZG-PA-BAR-CANNING-PUJO-R
2
comment0
Report
AMAshok Manna
Sept 21, 2025 02:15:53
Kolkata, West Bengal:দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের লুঙ্গি শ্মশান ঘাটে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষে দেবী দুর্গার আগমনের সাথে সাথে ভোরের আলো ফুটতে না ফুটতে ,, তর্পনের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় । ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার পৃষ্ঠপোষকতায় টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার সমগ্র ব্যবস্থাপনায় তর্পণ কারীদেরর চা জল পোলাও লুচি আলুর দম পায়েসের ব্যবস্থা করা হয় । যোগ্যের মধ্য দিয়ে দেবী দুর্গার চক্ষু দান করা হয়।অপ্রীতিকর ঘটনা এড়াতে এস.ডি.পিও সৈয়দ রেজাউল কোবীর মহেশতলা থানার আইসি তাপস সিংহ বিশাল পুলিশ বাহিনী ওর RAP নিয়ে তদাবলী করছেন তাছাড়া নদীতে নজরদারির জন্য স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছেযেকোনো রকম অপ্রীতিকর ঘটনায় এরাতে ।
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 21, 2025 01:45:15
Katwa, West Bengal:পিতৃপক্ষের অবসান- দেবীপক্ষের সূচনা, আজ মহালয়া। এই পুণ্যলগ্নে পূর্ব পুরুষের উদ্দেশে জলদান করার রীতি বাঙালির বহুদিনের। সেই চিরাচরিত ছবিই দেখা গেলো কাটোয়ার গঙ্গার ঘাট গুলিতে। আজ সকাল থেকেই কাটোয়ার গঙ্গার বিভিন্ন ঘাটগুলিতে তর্পণ করতে আশা মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কাটোয়ার দেবরাজ ঘাট, গোয়ালপাড়া ঘাট, শ্মশানঘাট এবং অন্য ঘাট গুলিতেও তর্পণের জন্য মানুষ জমা হচ্ছে। ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পূর্ণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে ঘাট গুলিতে সতর্কবার্তা দিয়েছে প্রসাশন এবং নিরন্তর মাইকিং ও চলছে কাটোয়ার ঘাটগুলিতে। মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীদের। পিটিসি
0
comment0
Report
CDChampak Dutta
Sept 21, 2025 01:15:53
Kaji Chak, West Bengal:শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো শনিবার রাত্রে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে চলল বাকবিতণ্ডা। চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, শনিবার দুপুর পৌনে একটার নাগাদ একটি কন্যা সন্তানের জন্ম দেন কেশপুরের আনন্দপুর থানার অন্তর্গত কানাশোলের বাসিন্দা সোমা ঘোষ। সোমা ঘোষের স্বামী তন্ময় ঘোষের অভিযোগ তার স্ত্রী অসুস্থ থাকায় শিশুকে মায়ের কাছে রাখা হয়নি রাখা হয়েছিল একটি কাঁচের ঘরে। পরে সন্ধ্যা নাগাদ জানানো হয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের আরো অভিযোগ প্রথমে সিজার হওয়ার কথা বলেছিল সে ক্ষেত্রে লাগবে বলেছিল ২০০ টাকা। পরে নরমাল ডেলিভারি হয়। শিশুকে দেখানো হয় সে সেইসময় সুস্থ ছিল, পরে সেই শিশুটিকে নিয়ে চলে যাওয়া হয় কাচের ঘরে। বলা হয় শিশুর মায়ের শরীর একটু ভালো হলে তার কাছে শিশুকে দেওয়া হবে। যেহেতু মাতৃমা বিভাগে পুরুষদের ঢোকার অনুমতি নেই সেই কারণে বাড়ির মহিলারা যতবার গিয়ে জিজ্ঞাসা করেছে ততবারই বলা হয়েছে শিশুটি সুস্থ আছে। কিন্তু বিকেল পাঁচটার পর বলা হচ্ছে শিশুটি মারা গেছে। পরিবারের দাবি বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে এর বিচার চাই দাবি মৃত শিশুর দাদুর। পাশাপাশি অভিযোগ উঠে এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে প্রসূতি ভর্তি হলেই রাখতে হবে আয়া এবং তা ২১০০ টাকার বিনিময়ে। দিতে হবে অগ্রিম ১০০০ টাকা তবেই মিলবে পরিষেবা। এমনই দাবি হাসপাতালে ভর্তি থাকা আত্মীয় পরিজনদের। অনেকেই বাধ্য হয়ে সেই টাকা দিয়েছেন। কিন্তু প্রশ্ন তুলেছেন সরকারি হাসপাতালে বিনে পয়সায় চিকিৎসার কথা যেখানে বলা হয় সেখানে যেভাবে টাকা নেওয়া হচ্ছে তা নার্সিংহোম কেও ছাড়িয়ে যাচ্ছে। হাসপাতলে রয়েছে মা ও শিশু, তাদের চিকিৎসার কোন সমস্যা যাতে না হয় তাই ভয়ে ভীত হয়েই অনেকেই সেই টাকা মেটাতে বাধ্য হচ্ছে বলে জানাচ্ছেন। তাদের অনেকেই জানাচ্ছেন যেহেতু সংবাদ মাধ্যমের কাছে তারা মুখ খুলছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে প্রশাসন সেই ভয় ভীতির কোথাও তারা শোনাচ্ছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন এই কারণের জন্যেই সবাই একই রকম ভাবে ভুক্তভোগী হলেও রোগীদের কথা ভেবে কেউ ভয়ে মুখ খুলতে চাইছে না। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বা পুলিশে কোন অভিযোগ দায়ের হয়নি। ছবি বাইট 2c তে Slug- 2109ZG_WMID_MATRIMA_AGI_R বাইট ১) তন্ময় ঘোষ (মৃত শিশুর বাবা) ২) তপন ঘোষ (মৃত শিশুর দাদু) ৩)সমীর কারক(ভর্তি থাকা অন্য রোগীর আত্মীয়)
2
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 01:15:28
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_MICHIL_R আমাদের পাড়া আমাদের সমাজ প্রকল্পের পঞ্চাশ তম দিন উপলক্ষে জলপাইগুড়ি সদর ব্লক কর্তৃক এক মশাল মিছিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষ্ণা বর্মন সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদ, ‌তমজিত চক্রবর্তী সদর মহকুমা শাসক মিহির কর্মকার সদর বিডিও, বিনয় কুমার রায় সভাপতি সদর পঞ্চায়েত সমিতি, সঞ্জয় দত্ত আইসি কোতোয়ালি, ‌ প্রীতম বোস ব্লক স্বাস্থ্য আধিকারিক, সৌভিক বারুই ব্লক প্রাণিসম্পদ স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য অতিথিবর্গ। ‌শুক্রবার সন্ধায় এই মশাল মিছিল জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি থেকে বউবাজার অব্দি সংঘটিত হয়। এছাড়াও জলপাইগুড়ি আদর্শ ব্যায়ামাগারের খুদে শিশুদের দ্বারা প্রদর্শিত হয় জিমন্যাস্টিকের বিভিন্ন রকমারি প্রদর্শন। উক্ত দৌড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ৭০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
KAKAYESH ANSARI
Sept 20, 2025 19:03:54
Darjeeling, West Bengal:*Harkabahadur Chettri Party JAP And Akikaran Manch Dharna In Kalimpong Demanding For Darjeeling And Sikkim Marge We Want To Separate From Bengal* Today after many year of gap Harkabahadur Chetrri party JAP (Jan Andolan Party ) had started their political program this time not only his party but under the Akikaran Manch the program was done but this was Lead by Harkabahadur chettri. They done the Dharna in Damber Chouck Kalimpong demanding for the Marge of Darjeeling Had Sikkim. This program was fine to do the awareness to the public of hills for their demand. From many year the Akikaran Manch demanding the issue of of Sikkim and Darjeeling Marge but the political parties of hills don't support and mainly the Sikkim State don't agree for it. Now Harkabahadur Chettri had join this manch and he had also tried to Meet PM Modi when he suppose to come to Sikkim in August Month but Sikkim govt had stop him in Rangpoo (Bengal and Sikkim) Boarder *Byte of Harkabahadur* All parties of hills don't have the agenda and now the election is upcoming and all of them had started to take out the agenda , some saying Development some saying 6th Schedule. We want to Separate from Bengal in any cost we can't develop our place inside the Bengal so we started our demand of Darjeeling Sikkim Marge. For which today we done the Dharna in Town of kalimpong and after Festival we will do the program widely in Darjeeling Kalimpong. Darjeeling And Kalimpong in not the part of Bengal and it is in written and of the Sikkim govt don't agree to Merge but Center Govt Can't Merge. For which we are doing started the demand.
14
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 20, 2025 19:03:41
Kolkata, West Bengal:_আজ বিকেলের আবহাওয়া।_ *অন্বেষা ভট্টাচার্য। আবহাওয়াবিদ। আলিপুর আবহাওয়া দপ্তর।* #উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ শে সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ##উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। ###আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ####আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলার কিছু অংশে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। #####আগামীকাল মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। ######উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। আগামীকাল থেকেই ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজও কাল সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবারেও পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা।
14
comment0
Report
Advertisement
Back to top