Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के राजबाड़ी दिघी में महालया से तर्पण शुरू

PDPradyut Das
Sept 21, 2025 02:48:40
Jalpaiguri, West Bengal
2C 2109ZG_JAL_TARPON_R5 জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী দিঘিতে তর্পণ। রীতি মেনেই মহালয়ার ভোর থেকে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি তে শুরু হয়েছে তর্পন অনুষ্ঠান। জেলার বিভিন্ন নদী পুকুর ঘাটে এই তর্পণ চলছে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তর্পণে ব্রত হয়েছেন বহু মানুষ। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি)
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Sept 21, 2025 04:19:19
Baruipur, West Bengal:### মহালয়ার তর্পণ: পূর্বপুরুষ থেকে সমগ্র আত্মার উদ্দেশে নিবেদিত অর্ঘ্য ভোরের আলো ফোটার আগেই গঙ্গার ঘাটে জমে উঠল ভক্তির আবহ। মৃদু স্রোতের মাঝে ধুতি-চাদর পরিহিত মানুষ, পুরোহিতদের মন্ত্রোচ্চারণে মুখরিত পরিবেশ। মহালয়ার সকালে পূর্বপুরুষদের উদ্দেশে নাভিজলে দাঁড়িয়ে অঞ্জলি ভরে জল দান করলেন হাজারো মানুষ। শুরু হল মহালয়ার তর্পণ। আশ্বিন মাসের শারদপ্রাতে বাঙালির আবেগ যেন বারুইপুরের আদিগঙ্গা সদাব্রত ঘাটে নতুন করে জীবন্ত হয়ে ওঠে। একদিকে প্রজন্মের কানে ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী, অন্যদিকে আরেক প্রজন্ম সরাসরি ঘাটে উপস্থিত হয়ে সশ্রদ্ধায় পালন করছে আদি বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ— তর্পণ। ‘তর্পণ’ শব্দের অর্থ তৃপ্ত করা। বিশ্বাস করা হয়, এই দিনে পূর্বপুরুষরা প্রেতলোক থেকে নেমে আসেন মর্ত্যে, তাঁদের উত্তরসূরীদের হাত থেকে অর্ঘ্য ও জল গ্রহণ করেন। তবে এর মধ্যে মৃত্যুর অমোঘ ছায়া নয়, বরং উত্তরপুরুষদের মাধ্যমে পূর্বপুরুষদের অমরত্বের প্রত্যাশাই মুখ্য হয়ে ওঠে। এই বিশ্বাস ও আবেগকে কেন্দ্র করে বারুইপুরের বিভিন্ন ঘাটে মহালয়ার সকালে উপচে পড়ল মানুষের ভিড়। সদাব্রত ঘাট হয়ে উঠল হাজারো মানুষের আধ্যাত্মিক মিলনক্ষেত্র। পিতৃপুরুষদের উদ্দেশে নিবেদিত তর্পণ যেন এক গম্ভীর অথচ পবিত্র পরিবেশে ভরিয়ে তুলল গোটা এলাকা। মহালয়ার এই তর্পণ তাই শুধু পূর্বপুরুষ নয়, বরং সমগ্র আত্মার উদ্দেশেই নিবেদিত এক অনন্য অর্ঘ্য।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 21, 2025 04:19:09
Baruipur, West Bengal:২৬ এর আগে সমীক্ষা এবার ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী দাবি ভাঙ্গর বিধানসভা থেকে আবারও নৌও'সাদ সিদ্দিকী জিতবে। আর নিজের বিধানসভা ক্যানিং পূর্ব তে তৃণমূলের তরফ থেকে টিকিট পেলে সওকাত মোল্লা হারবে। বিস্ফোরক মন্তব্য পীরজাদা ত্বহা সিদ্দিকের। এরা যেখানেই টাকা পাবে সেখানেই তার বিনিময় বলবে। সকালে একরকম কথা বিকেলে আরেক রকম কথা। বিজেপি টাকা দিলে বিজেপির হয়ে বলবে তৃণমূলেও তাই। এরা টাকা চেনে।ত্বহা নাম না করে শওকত মোল্লার দাবি ২৬ এর আগে সমীক্ষা এবার ফুরফুরা শরীফের ত্বহা সিদ্দিকের 99% ভাঙ্গরে জিতবে নৌওসাদ সিদ্দিকি। 99% পারসেন্ট ক্যানিং পূর্ব বিধানসভায় সওকাত মোল্লা কে টিকিট দিলে হারবে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাঙ্গর ও ক্যানিং বাসিন্দারা চায়। কিন্তু শওকত মোল্লাকে চায়না। বিস্ফোরক মন্তব্য এবার ফুরফুরা শরীফের পীরজাদা ও তৃণমূল নেতা ত্বহা সিদ্দিকীর। কিছুদিন আগে এই ত্বহা সিদ্দিকের সাথে তরজায় জড়িয়ে পড়েন শওকত মোল্লা। শওকত মোল্লাকে পুঁতে ফেলার নিদান দিয়েছিলেন ত্বহা সিদ্দিকী। পাল্টা শওকত মোল্লা ও বলেছিলেন ত্বহার খাতা তার পকেটে আছে। তিনি তার খাতা খুলে দিতে পারেন। কি সেই খাতায় আছে ? ত্বহা জানান শওকত মোল্লা কাছে তার খাতা কি থাকবে সিবিআই এর কাছে নবান্নেতে এই সওকাত মোল্লার খাতা আছে। 210925ZG-BAR-BHANGOR-TMC-R
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 21, 2025 04:00:26
Kolkata, West Bengal:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে মহালয়ার সকালে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত নম যুব রান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,লকেট । LU 8 নম যুব রান নিয়ে প্রতিক্রিয়া বালুরঘাটের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেনারসের দূর্গাপুজোর দায়িত্বও সুকান্ত মজুমদারের ওপর এই প্রসঙ্গে দেবীপক্ষের আগে মুখ্যমন্ত্রীর পুজ উদ্বোধন এই প্রসঙ্গে যেকোনও ধার্মিক অনুষ্ঠানেই নেতা-মন্ত্রীদের উপস্থিত থাকতে দেখা যায়, ধার্মিক অনুষ্ঠানে থেকে রাজনীতি বাদ রাখা যায় না এই প্রসঙ্গে প্রতিক্রিয়া।
0
comment0
Report
ABArup Basak
Sept 21, 2025 03:47:38
Mal Bazar, West Bengal:*হরপার আভাসেও ডুয়ার্সের নদীঘাটে পিতৃপক্ষে তর্পণে ভক্তসমাগম...* পিতৃপক্ষের শেষ দিনে, হরপার সম্ভাবনার মাঝেও ডুয়ার্সের বিভিন্ন নদীর ঘাটে দাঁড়িয়ে তর্পণে সামিল হলেন বহু মানুষ। মাল, চেল, নেওরা, জলঢাকা সহ ডুয়ার্সের একাধিক নদীর তীরে রবিবার ভোর থেকেই ভক্তদের আনাগোনা চোখে পড়ে। গত ১৫ দিন ধরে চলা পিতৃপক্ষে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল, জল, অন্ন ও বস্ত্র দান করে থাকেন। বাংলার সংস্কৃতিতে মহালয়ার পুণ্যপ্রভাতে নদীর বুকে দাঁড়িয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি বহুকাল ধরে চলে আসছে। সেই রীতিকে কেন্দ্র করেই ডুয়ার্সের নদীঘাটগুলিতে জমে ওঠে ধর্মীয় পরিবেশ। তবে এবছর আবহাওয়া ছিল কিছুটা উদ্বেগজনক। পাহাড় ও সমতলে টানা কয়েকদিনের বৃষ্টির ফলে নদীগুলিতে জলস্তর বেড়ে যায়। কিছু নদীতে হরপা বানও দেখা গেছে। ২০২২ সালের মাল নদীর মর্মান্তিক বিসর্জন দুর্ঘটনার পর থেকে প্রশাসন নদীঘাটে বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে। সেই অনুয়ায়ী এদিনও প্রতিটি ঘাটে মোতায়েন ছিল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃষ্টির প্রকোপ না থাকায়, রবিবার ভোরে নদীর ঘাটে উপস্থিত হন বহু মানুষ। তবে জলস্তর বেশি থাকায় অনেকেই নদীর স্রোত এড়িয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তর্পণ করেন। নদীঘাটে প্রশাসনের সজাগ দৃষ্টি এবং ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধাশীল অংশগ্রহণ মিলিয়ে এবছরের মহালয়া তর্পণ শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়। 2109ZG_MAL_TARPON_R3
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 21, 2025 03:47:23
Asansol, West Bengal:*ডিভিসির জলছাড়া অব্যাহত, মহালয়ার তর্পণ ঘিরে কড়া নজরদারি প্রশাসনের* বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল ::- ঝাড়খণ্ডে নিম্নচাপজনিত ভারী বৃষ্টির জেরে টানা কয়েকদিন ধরেই জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। কখনও কম, কখনও বেশি হারে এই জলছাড়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছিল। শুক্রবার সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৪২ হাজার ৫০০ কিউসেক। এর মধ্যে মাইথন জলাধার থেকে ছাড়ে ১৭ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৫ হাজার ৫০০ কিউসেক। শনিবারও ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়ে ডিভিসি। যদিও শনিবার গভীর রাতে সেই পরিমাণ কিছুটা কমে, তবু পুরোপুরি বন্ধ হয়নি জলছাড়া। ফলে উদ্বেগ বাড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত দামোদর নদী সংলগ্ন নিম্ন উপত্যকা অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উৎসবের মুখে এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আজ, রবিবার মহালয়া। দামোদরে পিতৃতর্পণ করতে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন। অতীত অভিজ্ঞতা থেকেই এবার আরও বেশি সতর্ক রাজ্য প্রশাসন। উল্লেখযোগ্যভাবে কয়েক বছর আগে মহালয়ার দিন দামোদরে তর্পণ করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটকের দাদা আইনজীবী অসীম ঘটকের। সেবারও নদীর জলস্তর ছিল বিপজ্জনকভাবে ফুলেফেঁপে ওঠা। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। আসানসোল-দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই চলছে মাইকিং। আসানসোল পুরনিগম কর্মীদের দেখা যাচ্ছে সহযোগিতার কাজে। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও নদীর ঘাটে মোতায়েন রয়েছেন। যাতে দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীপাড়ে তর্পণে আসা মানুষদের সতর্ক থাকতে হবে এবং পুলিশ ও প্রশাসনের নির্দেশ মেনে চললেই এই বিশেষ দিনে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। 2109ZG_ASN_DVC_TARPAN BYTES অর্পণ করতে আসা সাধারণ মানুষের
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 03:31:07
Kolkata, West Bengal:MAHALAYA আশ্বিনের শারদ প্রাতে বেতারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমার্দিনী অনুষ্ঠান শেষ হওয়ার পর নিয়ম মাফিক বাঙালি বেরিয়ে পড়েছে রাস্তায়। ভোর ৪ টে ৪৫ থেকে অমাবস্যা তিথি যোগ। তবে তর্পণ করার ঘাটগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে সকাল ৬ টা থেকে। বাঁজা কদমতলা ঘাটে এই মুহূর্তে প্রায় হাজার দশেক মানুষের ভিড়। পুলিশের অনুমান আজ প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ আজ এই ঘাটে তর্পণ পর্বে অংশ নেবেন। সেইমত নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছে কলকাতা পুলিশ। ঘাটে ক্রমাগত মাইকিং চলছে। তর্পণ শেষ হওয়া মাত্র ঘাট থেকে চলে যাওয়ার এবং পরের লোক কে ঘাটে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার আবেদন জানানো হচ্ছে। ঘাটের সীমানার পর পুলিশের একাধিক জলযান মোতায়েন আছে। সেখানে ডিসি বন্দর সহ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘাটের দিকে নজর রাখছেন। রয়েছে জল পুলিশ এবং কলকাতা পুলিশের ডিএমজি।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 03:31:00
Kolkata, West Bengal:POLITICAL MAHALAYA *২৬ এর মেগা বিধানসভা নির্বাচনের আগে বাংলায় শেষ শারদোৎসব। তুঙ্গে জনসংযোগ কর্মসূচি।* শনিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন শাসক দলের সর্বময় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। পুজো কমিটির বিদ্যুতের বিলে ৭০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। মহালয়ার দিন একাধিক তৃণমূল নেতার পুজো কেন্দ্রিক কর্মসূচি। কেউ করবেন চক্ষুদান। কেউ করছেন প্রভাত ফেরী। বিকেলে দলীয় মুখপত্র জাগো বাংলা শারদ সংখ্যা উদ্বোধনের পর ফের পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর। পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রায় সমস্ত নেতার শহীদ তর্পণ। সঙ্গে যুবসমাজ কে কাছে টানতে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে বর্ণাঢ্য র‍্যালি। সবমিলিয়ে বাংলা ও বাঙালির কাছে পৌঁছাতে মহালয়া কর্মসূচি আসলে রাজনীতির শারদীয় মোড়কে মোড়া। বলছেন রাজনীতির বিশ্লেষকরা।
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 21, 2025 03:30:54
Katwa, West Bengal:পিতৃতর্পণ করতে সকাল সকাল গঙ্গাঘাটে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। আজ মহালয়া বছরের এই দিনটিতেই পূর্ব পুরুষের উদ্দেশে জলদান করার রীতি বাঙালির বহুকালের। সকাল থেকে সেই ছবিই দেখা গেলো কাটোয়া শহরের বিভিন্ন ঘাটগুলিতে। রাজনীতির ব্যস্ততার মধ্যেও এইদিন সকাল সকাল পিতৃতর্পণ করতে ছোট ভাই জিতেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে গঙ্গাঘাটে হাজির হন রবিবাবু। কাটোয়ার বাঁশতলা ঘাটে আচারবিধি মেনে পিতৃতর্পণ সম্পন্ন করলেন তিনি। তিনি বলেন, আজকে মহালয়া, পিতৃতর্পণ মাতৃতর্পনের দিন, এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে পাশাপশি তিনি আরও বলেন, মহালয়া দিনে জন্য জেলার বাইরে থেকেও মানুষজন কাটোয়ার ঘাটে আসেন তর্পণ করতে। তার জন্য প্রশাসন, পৌরসভা, পুলিশ, এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাইট:- ১) রবীন্দ্রনাথ চ্যাটার্জী (বিধায়ক কাটোয়া, তথা জেলা সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেস)
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 03:30:36
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে আগামীকাল ২২ শে সেপ্টেম্বর সোমবার উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ২) এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। তারপরই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ৩) তার আগে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ৪) আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। ৫) আজ মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। ৬) আজ থেকে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। আজ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বিশেষত মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা।
0
comment0
Report
AMAshok Manna
Sept 21, 2025 02:48:50
Kolkata, West Bengal:দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের লুঙ্গি শ্মশান ঘাটে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষে দেবী দুর্গার আগমনের সাথে সাথে ভোরের আলো ফুটতে না ফুটতে ,, তর্পনের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় । ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার পৃষ্ঠপোষকতায় টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার সমগ্র ব্যবস্থাপনায় তর্পণ কারীদেরর চা জল পোলাও লুচি আলুর দম পায়েসের ব্যবস্থা করা হয় । যোগ্যের মধ্য দিয়ে দেবী দুর্গার চক্ষু দান করা হয়।অপ্রীতিকর ঘটনা এড়াতে এস.ডি.পিও সৈয়দ রেজাউল কোবীর মহেশতলা থানার আইসি তাপস সিংহ বিশাল পুলিশ বাহিনী ওর RAP নিয়ে তদাবলী করছেন তাছাড়া নদীতে নজরদারির জন্য স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছেযেকোনো রকম অপ্রীতিকর ঘটনায় এরাতে । 2110ZG_BUD_MAHALAY
4
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 21, 2025 02:48:31
Baruipur, West Bengal:৪৪১ বছরের পুড়ে যাওয়া দূর্গা মা আজ ও অপরূপ কালো রূপে পূজা হয়ে আসছে ক্যানিংয়ে ভট্টাচার্য্য পরিবারে। নিয়ম নীতি মেনে প্রতিবছরের ন্যয় আজ মহালয়ের দিনে মায়ের চক্ষুদান সকালে হবে। ক্যানিং ঃ- নেই আগের মতন জাঁকজমক কিন্তু নিয়মনীতি, নিষ্ঠার সাথে আজও পুজো হয়ে আসছে ক্যানিংয়ের ভট্টাচার্য বনেদি পরিবারে দুর্গা পূজা । এবারে তাদের পূজা ৪৪১ বছরের। পূজার সেই একই নিয়ম, নীতি মেনেই আজও চলে আসছে এই পরিবারে পূজা। জানা যায় এই পূজা প্রথমে পূর্বপুরুষরা ওপার বাংলার ঢাকার বিক্রমপুরে বাইনখাঁড়া গ্রামে শুরু করেছিলো। সেখানে খরের শনি মন্দিরে দুর্গা মায়ের পূজা চলতো । আর তার পাশে আর একটি মন্দিরে মনসা মায়ের পূজা হতো। প্রায় ৩০০ বছর আগে দুর্গা মায়ের পূজা সময় ঘটে গিয়েছিলো দূর্ঘটনা। যানাযায় ঠাকুরমশাই মনসা মন্দিরে মনসা পূজা সেরে, যখন দুর্গা মন্দিরে পূজা শুরু করে ছিলো, সেই সময় হঠাৎই একটি কাক মনসা মন্দির থেকে প্রদীপের জলন্ত সলতে তুলে নিয়ে এসে দুর্গা মন্দিরে খরের চালে বসে। তারপরেই ঘটে যায় দুর্ঘটনা। নিমিষের মধ্যে সেই শনির চাল সহ দুর্গা মাওপুড়ে যায়। এরপর ভট্টাচার্য পরিবারের সবাই ভাবে মা হয়তো আর তাদের হাতে পূজা নেবে না।তাই তারা ঠিক করে পরের বছর থেকে পূজা তার বন্ধ করে দেবে। কিন্তু সেই বছরেই পরিবারের এক সদস্য ধ্যানে বসে। তখনই স্বপ্নাদেশে মা জানায়। তার পূজা করতে হবে। বন্ধ করা যাবে না। কিন্তু মায়ের মুখের রং কালো করতে হবে আর গায়ের রং করতে হবে বাদামী। এই স্বপ্ন দেশ পাওয়ার পরেই আবারও শুরু হয় দুর্গাপূজা। আর সেখান থেকে মায়ের মুখের রং কালো আর গায়ের রং বাদামী রূপেই হয় পূজা। আবার যে কাঠামোয় মাকে গড়া হয় সেই কাঠামো বিসর্জনের তিনদিন পর জলে থেকে আবার তুলে রাখা হয়, পরের বছর সেই একই কাঠামোয় আবার পূজা হয়। এইভাবে ৪৩৮ বছর ধরেই একি ভাবে পূজা হয়ে আসছে ভট্টাচার্য পরিবারে। আরো জানা যায় দেশ যখন ভাগ হয় তখন বাংলাদেশ থেকে ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই বাংলায় ক্যানিংয়ে তারা নদীপথে মায়ের সেই কাঠামো নিয়ে চলে আসে। আর ক্যানিংয়ে বসবাস শুরু করতে থাকে। আর সেখানেই মায়ের মন্দির তৈরি করে পূজা করতে থাকে। পাশাপাশি ৪৪১ বছর ধরে একই পিতলের অস্ত্র বছরের পাঁচটা দিন মাকে পড়ানো হয়। আবার আগে হতো মোষ বলি, কিছু বছর পর থেকে চলতো পাঠা বলি। কিন্তু একটা সময় পাঁঠা বলি দিতে গিয়ে বাধা পায় পরিবারের সদস্য। সেখান থেকে ঠিক হয় অষ্টমীর দিন চাল কুমড়ো ও আখের বলি দেওয়া। মহালয়ের দিন প্রচুর নারকোলের নাড়ু করা হয়। সেই নারকোলের নাড়ু পাঁচটা দিন ভোগে ব্যবহার হয়। এছাড়া পাঁচটা দিনে নানা রকম মায়ের ভোগের আয়োজন করা হয়। মহালয়া দিনেই মায়ের চক্ষু স্থাপন হয়। আর জন্মাষ্টমীতে মায়ের কাঠামোতে মাটি ওঠে। আর এই দুর্গা মায়ের পূজা দেখতে প্রচুর দর্শনার্থীরা ভট্টাচার্য পরিবারে ভিড় জমায়। 210925ZG-PA-BAR-CANNING-PUJO-R
5
comment0
Report
Advertisement
Back to top