Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

एक पैर नहीं, ढोल से जीता उसका जीवन

BSBidhan Sarkar
Sept 26, 2025 12:07:40
Chinsurah, West Bengal
নেচে নেচে ঢাকা বাজাতে পারেন না,কিন্তু তার ঢাকের তাল অন্যদের নাচিয়ে দেয়। একটা পা নেই আরেক পায়ে জোর কম,তাই ক্রাচ নিয়ে হাঁটাচলা করতে কষ্ট হয়।প্রতিবন্ধী ট্রাই সাইকেলের পিছনে ঢাক বেঁধে পৌঁছে যান পুজো মন্ডপে।এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন কোন্নগরের জগন্নাথ ঘোষ। আর পাঁচজন ঢাকির থেকে আলাদা বৃদ্ধ জগন্নাথ।জগন্নাথ ঠাকুরের হাত নেই এই জগন্নাথের হাত আছে পা নেই।তবে তার দুই হাতে ঢাকের বোল ওঠে দারুন। পুজোর অনুষ্ঠানে প্রতিযোগিতায় ঢাক বাজিয়ে বহু পুরষ্কারও পেয়েছেন। দুর্গা পুজোর সময় ঢাক বাজিয়ে দুটো বেশি পয়সা রোজগার করেন। এক সময় ডিম বিক্রি করে ভালোভাবেই চলে যেত তার।সখে কখনো সখনো বাজাতেন ঢাক।ট্রেন দুর্ঘটনায় বাদ যায় একটি পা।আরেকটি পায়ের আঙুল।চল্লিশ বছর আগে সেই দুর্ঘটনায় বদলে যায় তার জীবন।অভাবের সংসার এখন ঢাক তার সম্বল।তবে সারা বছর তো ঢাক বাজানোর বরাত থাকে না তখন কষ্ট হয় স্ত্রী ছেলেকে নিয়ে সংসার চালাতে। জগন্নাথ বলেন, পা চলে যাওয়ার পর থেকে তার একমাত্র উপার্জনের সঙ্গী ঢাক। দুর্গা পুজো কালীপুজো জগদ্ধাত্রী পুজো সব পুজোতেই বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে তিনি ঢাক বাজান। স্থানীয় মানুষদের মধ্যে তাকে দিয়ে ঢাক বাজানোর চাহিদাও রয়েছে বেশ। একাধিক পুরস্কার তিনি পেয়েছেন ঢাক বাজানোর জন্য তবে সেসব পুরস্কার তাকে যে পুজো কমিটি নিয়ে যেত ঢাক বাজানোর জন্য তাদের কাছেই রেখে আসেন। সঙ্গে করে নিয়ে আসেন শুধুমাত্র অর্থ অনুদান যা তিনি পুরস্কার বাবদ পেয়ে থাকেন।স্ত্রী পরিচারিকার কাজ করেন,ছেলে দিন মজুর। প্রতিবন্ধী ভাতা পান তিনি ছোট্ট সংসারে এর সঙ্গে ঢাক বাজিয়ে যতটা উপার্জন হয় তা দিয়েই দিন চলে।।।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MCMoumita Chakraborty
Sept 26, 2025 12:15:20
Kolkata, West Bengal:[9/26, 2:42 PM] Moumita Chakraborty: শশী পাঁজা:: কলকাতা হাইকোর্ট আজ সোনালি খাতুন কে বিতারনের ঘটনায় ভৎসনা করেছে। লড়াইয়ে জয় হয়েছে। মা দুর্গার সন্তান। মা দেখেছেন। বাংলায় কথা বললেই বাংলাদেশী! স্বরাষ্ট্র মন্ত্রী সোনার বাংলার কথা বলছেন অথচ মহিলাদের তাড়াবেন অসম্মান করবেন তা হয়না।। [9/26, 2:43 PM] Moumita Chakraborty: পুজোর কথা হচ্ছে, কিন্তু মায়ছর অপমান করা হচ্ছিলো, আসলে অসুর নিধন হল কেন্দ্রীয় সরকার এর। [9/26, 2:44 PM] Moumita Chakraborty: কুনাল ঘোষ:: কতটা অমানবিক কাজ করছিল হাইকোর্ট দেখিয়ে দিল।। বাংলা বিরোধী, মায়েদের বিরোধী ওরা।। অমিত শাহ ক্ষমা চান, বিজেপি ক্ষমা চাক।। বাংলা বলা কি অপরাধ? [9/26, 2:46 PM] Moumita Chakraborty: কুনাল ঘোষ: সীমানা তো বিএস এফের।। কেন অনুপ্রবেশ আটকাতে পারছেন না।। [9/26, 2:46 PM] Moumita Chakraborty: কুনাল ঘোষ: সোনালী খাতুনের সামনেও হাত জোড় করে দাঁড়ান বিজেপি। [9/26, 2:47 PM] Moumita Chakraborty: অমিত শাহ অবিলম্বে ক্ষমা চান। [9/26, 2:50 PM] Moumita Chakraborty: কুনাল :: বিজেপির একজন এম পির একটা পুজোতেও ওরা যাওয়ার মত পায়নি। যার পুজোতে গিয়েছিলেন সে তো আর ভালবেসে বিজেপিতে যায়নি।। [9/26, 2:51 PM] Moumita Chakraborty: কুনাল :: মিথ্যা অভিযোগ করছে কালীঘাটে পোষ্টার সরানো নিয়ে।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 26, 2025 12:08:51
Dinajpur, Rangpur Division:বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তীতে আবক্ষ মূর্তি স্থাপন ও রক্তদান শিবির আয়োজন করল হিলি কুঞ্জডুঙ্গি প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তি স্থাপন ও রক্তদান শিবির। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার দাস বিদ্যাসাগরের প্রস্তর মূর্তি স্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। বিশেষ মুহূর্তে মূর্তির উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা, হিলিচক্রের এসআই সুমন সেনগুপ্ত, । বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান মণ্ডল বলেন, বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এক বিরাট অনুপ্রেরণা তৈরি হয়েছে। সহকারী শিক্ষিকা বিদিশা চক্রবর্তীর পরিচালনায় ছাত্রছাত্রীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন আয়োজিত রক্তদান শিবিরে মোট ১৬ জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। এই উদ্যোগকে সহযোগিতা করে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। 2609ZG_SDIN_IDOL
2
comment0
Report
KMKIRAN MANNA
Sept 26, 2025 12:08:39
Dihierench, West Bengal:*পূর্ব মেদিনীপুরে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আগাম গ্রেপ্তার ৭ দুর্ধর্ষ দুষ্কৃতী* পুজোর মুখে পূর্ব মেদিনীপুর জুড়ে বড়সড় ডাকাতির ছক কষছিল এক দুর্ধর্ষ ডাকাত দল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করল এগরা থানার পুলিশ। জানা গেছে, ভিন জেলা ও ভিন রাজ্য থেকে ডাকাতি করতে আসা ওই দলের কাছ থেকে উদ্ধার হয়েছে তালা ও দরজা ভাঙার সরঞ্জামসহ ভোজালি-সহ বেশ কিছু অস্ত্র। গ্রেপ্তার সাতজনের বাড়ি মূলত পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ও ঝাড়খণ্ডে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই পূর্ব মেদিনীপুরে সক্রিয় ছিল এই চক্র। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ এগরার পানিপারুল কমিউনিটি হল সংলগ্ন এলাকায় হানা দিয়ে ধরা হয় তাদের। তদন্তে উঠে এসেছে, ওই দিন পানিপারুলের একটি পেট্রল পাম্পে ডাকাতি করার পরিকল্পনা করছিল তারা। গ্রেপ্তার দুষ্কৃতীদের নাম ১. বাবলু কুমার দাস (২৫) – জামুরিয়া, পশ্চিম বর্ধমান ২. রোহিত ননীয়া (২২) – জামুরিয়া, পশ্চিম বর্ধমান ৩. বান্টি ননীয়া (২৩) – জামুরিয়া, পশ্চিম বর্ধমান ৪. সূর্য ননীয়া (২৫) – জামুরিয়া, পশ্চিম বর্ধমান ৫. সোনু রবি দাস (২৪) – জামুরিয়া, পশ্চিম বর্ধমান ৬. শুভম কুমার (২৫) – জামুরিয়া, পশ্চিম বর্ধমান ৭. মহাবীর কুমার – ঝাড়খণ্ড গ্রেপ্তারকৃতদের শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে। এদিকে এগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
1
comment0
Report
PCPartha Chowdhury
Sept 26, 2025 12:08:29
Bardhaman, West Bengal:দামোদর নদের তীরে অনেক গল্প জমা হয়ে আছে। একসময় দামোদর বিচ্ছিন্ন করে রেখেছিল দক্ষিণ দামোদর অর্থাৎ আজকের রায়না,খন্ডঘোষ বা জামালপুরকে। কিন্তু এই জনপদ ছিল সাংস্কৃতিক ঐশ্বর্যে সমৃদ্ধ। মুকুন্দরাম, রূপরাম,ঘনরামের মত মঙ্গলকাব্যের কবিদের জন্মস্থান এই দক্ষিণ দামোদর অববাহিকা। এখানে দুর্গাপূজার ইতিহাসও অনেক পুরনো। এমনই একটি পুজো কুমিরকোলা ব্যানার্জি বাড়ির পুজো। পূর্ব বর্ধমানের কুমিরকোলা জমিদার বাড়ির দুর্গোৎসবের ইতিহাস প্রায় আড়াইশো বছরের।জনশ্রুতি, জমিদার প্যায়ারীমোহন বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নাদেশ পাওয়া থেকেই এই পূজার সূচনা। কথিত আছে, গ্রামের পাশ দিয়ে ভেসে আসা দেবীমূর্তির ম্যাট থেকেই শুরু হয়েছিল এই আয়োজন। প্রথম জীবনে দরিদ্র পেয়ারী মোহন স্থানীয় থানায় গাছে জল দিতেন। কিন্তু এক রাতে দেবী স্বপ্নাদেশ দিয়ে জানান, “আমাকে প্রতিষ্ঠা কর, সবই হবে।” সেই থেকেই শুরু হয় দুর্গোৎসব। আজও সেই স্বপ্নাদেশে বলা নিয়ম মেনে পালিত হয় পূজা। সপ্তমীতে তিনটি ঘট এবং অষ্টমীতে একটি ঘট ওঠানোর প্রথা এখনও বহমান। সন্ধিপূজায় জ্বলে ওঠে ১০৮ প্রদীপ। তবে এখানে পাঁঠা বলি হয় না, তার পরিবর্তে হয় ছাচি কুমড়ো বলি। কারণ, দেবী স্বপ্নাদেশে জানিয়েছিলেন তিনি বৈষ্ণবী রূপে বিরাজ করছেন, তাই বলির চিৎকার সহ্য করতে পারবেন না। পরিবর্তে পাশের ভৈরবী মন্দিরে নবমীর দিন অনুষ্ঠিত হয় পাঠা বলি। এই পূজার আরেক বৈশিষ্ট্য, তিন দিনে হাজার আট বেলপাতা পুড়িয়ে উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশ্যে। দুর্গার ভোগ রান্না হয় সম্পূর্ণ ঘি দিয়ে। পাশাপাশি প্রতিদিনই থাকে অন্নকুটের ভোগ। এবাড়ির উত্তরপুরুষরা জানান, এখনো নিয়ম মেনে মায়ের ভোগ গাওয়া ঘিতেই রান্না হয়। যদিও আজ আর সেই জাঁকজমকপূর্ণ ব্যাপার নেই। দালানের গায়ে বয়সের ছাপ। তবু পুজোর কদিন সবাই চলে আসেন। জমজমাট হয়ে যায় মন্দির। অন্নকূট না হলেও কিছু লোককে খাওয়ানো হয়। জমিদারি প্রথা উঠে গেলেও ঐতিহ্যের আলো আজও অমলিন। কিছুটা সংকুচিত হলেও কুমিরকোলার দুর্গোৎসব আজও মানুষকে টেনে আনে আধ্যাত্মিক আবহে। এভাবেই দামোদর তীরে গ্রামবাসীদের ভালবাসায় পুজিতা হন ঘরের মেয়ে উমা। বাইট : ১) চন্দন ব্যানার্জি ( পরিবারের সদস্য) ২) দেবাঙ্কুর ব্যানার্জি ( সদস্য) ৩) মীরা ব্যানার্জি ( সদস্য)। চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী। 2609ZG_BWN_NADI
4
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 12:08:08
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_JAL_BANGLADESH_R বাংলাদেশ সীমান্ত জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়িতে বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২ বাংলাদেশী নাগরিক। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে দুর্গাপুজো দেখতে এসে বিপাকে দুই বাংলাদেশি। গ্রামবাসীদের সন্দেহ হতেই আটক করে পুলিশে খবর দেওয়া হলে হলদিবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজ ধৃতদের মেখলিগঞ্জ আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় পুলিশ। কীভাবে এবং কেন তারা সীমান্ত পেরিয়ে এদেশে এল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতরা হলেন কালিপদ রায় ( ৫০ ) এবং যশোরথ রায় ( ২৮ )। বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিস্তা নদী পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। রিপোর্ট:- প্রদ্যুত দাস ( হলদিবাড়ি, জলপাইগুড়ি )
2
comment0
Report
PCPartha Chowdhury
Sept 26, 2025 12:07:56
Bardhaman, West Bengal:এবারের শারদোৎসবে তথ্য প্রযুক্তিকে পুরোদস্তুর কাজে লাগাচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ অন্য অফিসাররা আজ এই তথ্যগুলি জানান এক অনুষ্ঠানে। পুলিশ সুপার জানান,একটি ডেডিকেটেড কন্ট্রোল রুম খুলছে জেলা পুলিশ। ড্রোনকে কাজে লাগিয়ে পুলিশ নজরদারি চালাবে। অতিরিক্ত স্পিডে গাড়ি চালালে পুলিশ ব্যবস্থা নেবে। এছাড়াও 'সবার পুজো ' অ্যাপ আজ চালু করা হল। এতেই পুজোর লোকেশন সহ সব তথ্য পাওয়া যাবে। তিনি আরো জানান, জেলার মোট পুলিশ ফোর্সের ত্রিশ শতাংশ বর্ধমানে মোতায়েন করা হবে।মেয়েদের সুরক্ষার জন্য উইনার গ্রুপকে নামানো হচ্ছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বিকেল ৪ টে থেকে ভোর অবধি মালবাহী গাড়ি, বাস টোটোর প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। তিনি জানান, জেলায় এবারে ৬২০০ পুজো হচ্ছে। ১২০০ বাড়ির পুজো বাদে সব পুজোই বারোয়ারি। তিনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, রাস্তা আটকে পুজো, অতিরিক্ত আওয়াজ বা কৃত্রিম ভিড় সৃষ্টির অভিযোগ এলে পুলিশ ব্যবস্থা নেবে। বাইট : ১) সায়ক দাস ( পুলিশ সুপার) 2609ZG_BWN_POLICE
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 26, 2025 12:06:54
Durgapur, West Bengal:*পুজোর আগেই ঘটল অঘটন প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বিশাল লাইটের গেট রাস্তার মাঝে ঘন্টা খানেকের জন্য বন্ধ রাস্তা।* মা দুর্গার বোধনের আগেই অঘটন। দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর লাইটের গেট ভেঙে পড়ায় চতুর্থীর দুপুরেই ছড়াল আতঙ্ক। বন্ধ হল যান চলাচল। দুপুর দেড়টা নাগাদ হঠাৎ করে ঘন কালো মেঘ করে প্রবল বৃষ্টি। বাঁশের বিশাল খাঁচা সমেত লাইট লাগানো গেট ভেবে পড়ে রাস্তার উপর। তবে হতাহতের খবর পাওয়া যায় নি। ঘটনাস্থলে পৌঁছালো নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এই বছর গড়ে তোলা হয়েছে শঙ্করপুরের দুর্গাপুজো মণ্ডপ। সেই মণ্ডপে যাওয়ার রাস্তার মাঝে আলোকসজ্জার জন্য বিশাল লাইটের গেট দাঁড় করানো হয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই হঠাৎ দুর্যোগ নেমে আসে দুর্গাপুরে। ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে যায় সেই গেট। তবে দুর্গোৎসবের আনন্দের মধ্যেই এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রশাসন ও আয়োজক কমিটি দ্রুত গেট সরানোর ব্যবস্থা করে জে সি বি দিয়ে । ছবি 2C তে ফাইল নাম 2609ZG_DGP_LT_GT_BRK_R
0
comment0
Report
MMManoj Mondal
Sept 26, 2025 12:06:27
Kolkata, West Bengal:বারাসত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল ইলেকট্রিক তোরণের গেট। হতাহতের কোন খবর না থাকলেও প্রায় ৩০ মিনিট ধরে টাকি রোডে যান চলাচল বন্ধ ছিল । ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত থানার পুলিশ । ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর যে গেট নির্মাণ করা হয়েছিল তার খুঁটি পোতার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি ডেকোরেটর্স এর পক্ষ থেকে যে কারণেই আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়েছে এই ওভার গেটটি । বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোন ক্ষয়ক্ষতি না হলেও একটি টোটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। অল্পের জন্যই বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সাধারণ পথ চলতি মানুষেরা। বাইট:- সুব্রত মোহন্ত, ক্ষতিগ্রস্ত টোটোর মালিক বাপি মন্ডল, স্থানীয় বাসিন্দা মাসুদ চৌধুরী, পূজা উদ্যোক্তা
0
comment0
Report
MMManoj Mondal
Sept 26, 2025 12:06:15
Kolkata, West Bengal:অভিযোগ কয়েক মাস আগে বাগদার এসবিআই এর একটি সিএসপিতে প্রায় দেড়শো গ্রাহকদের টাকা তুলে নেয়। এসবিআই এর ওই সিএসপি চালাত এক দম্পতি। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করেছিল বাগদা থানার পুলিশ। ওই দম্পতির নাম অমিত মন্ডল ও অর্পিতা অধিকারী। অভিযোগ গ্রাহকেরা টাকা তুলতে গেলে তাদের আঙ্গুলের ছাপ নিয়ে টাকা তুলে নিত। অথচ তাদেরকে বলতো টাকা উঠছে না। ঘটনার পর ব্যাংকের মূল শাখা আশারু এসবিআই ব্যাংকের অভিযোগ জানালে সেখান থেকে বারংবার প্রতিশ্রুতি দেয়া হয় টাকা ফিরিয়ে দেওয়ার। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও একাউন্টে টাকা না ঢোকায় শুক্রবার ব্যাংকের সামনে বনগাঁ বাগদা রোড অবরোধ করে ক্ষোভ দেখাতে থাকে গ্রাহকেরা। প্রায় ঘন্টাখানেক এই অবরোধ চলে। এরপর ব্যাংকের আশ্বাসে অবরোধ উঠে যায়। এই বিষয়ে আশারু এসবিআই ব্যাংকের ম্যানেজার পলাশ হালদার বলেন তদন্ত চলছে আগামী মাসের ১৭ তারিক থেকে গ্রাহক দের অ্যাকান্ট-এ টাকা ঢোকানো হবে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 10:04:23
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_JAL_SUKANTA_R2 ঝটিকা সফরে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ কোচবিহার থেকে ফেরার পথে ধুপগুড়ির বিগত উপ নির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায়ের বাড়িতে আসেন সুকান্ত বাবু। বিজেপির রাজ্য নেতা আসার খবর শুনে ধুপগুড়ির বিজেপি নেতারা তাপসী রায়ের বাড়িতে আসেন। নৈশ ভোজের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন তাপসী রায়ের পরিবারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্যই আসা। ধুপগুড়ি পৌরসভার ভোট সম্পর্কে তিনি বলেন শাসকদল ভোট করাতে ভয় পাচ্ছেন। তিনি আরো বলেন আগামী বিধানসভায় ধুপগুড়িতে বিজেপি জিতবে এটা নিশ্চিত। বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। যখনই দেখবেন ভোট এসে গেছে তখনই বিজেপি নেতাদের আগমন লক্ষ্য করা যায়। ভোট কবে হবে তা বিজেপি নেতাদের ঘোরাঘুরি দেখেই মানুষ বোঝা যায়। সুকান্ত মজুমদার ধুপগুড়িতে আশা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে একহাত নিলেন জেলা তৃণমূল নেতা তথা ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস জলপাইগুড়ি।
0
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 10:04:00
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_JAL_GST_MP_MLA_QUEAS_R GST নিয়ে বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় ময়দানে। জি এস টি নিয়ে ধন্যবাদ জানাতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বিজেপিকে এবং বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়ের এই কার্যকলাপ নিয়ে তীব্র কটাক্ষ করেন। ঘটনায় জলপাইগুড়িতে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জমজমাট পুজোর বাজারে GST ছাড়কে সামনে রেখে জলপাইগুড়ির দিনবাজারে প্রচারে বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। জিএসটি ছাড়ের ফলে ক্রেতাদের কতটা সুরাহা হল, তা সরেজমিনে খতিয়ে দেখতে বাজারে ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললেন সাংসদ। দুদিন আগে তিনি জলপাইগুড়ি শহরের ওষুধ, প্রসাধনী, জামাকাপড়, মুদি দোকানের পাশাপাশি গাড়ি ও বাইকের শোরুম ঘুরে দেখেন। সাংসদের দাবি, জিএসটি ছাড় মিলতেই বেচাকেনা বেড়ে গিয়েছে। ফলে চাঙ্গা হচ্ছে বাজার। আগের থেকে অনেকটা কম দামে জিনিসপত্র পাওয়ায় খুশি ক্রেতারা। জিএসটি নিয়ে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত বলে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। এদিকে জিএসটি ছাড়কে সামনে রেখে বিজেপি সাংসদ প্রচারে নামতেই পাল্টা তোপ দাগতে ছাড়ছে না তৃণমূল। জেলা তৃণমূল নেতা বিকাশ মালাকারের দাবি, মোদি সরকার যখন সাধারণ মানুষের উপর লাগামছাড়া জিএসটির বোঝা চাপিয়ে দিয়েছিল, তখন সবার প্রথমে এবং সবচেয়ে জোরালোভাবে যিনি প্রতিবাদ করেছিলেন, তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জিএসটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সরব হয়েছেন। ফলে কেন্দ্রীয় সরকার জিএসটিতে ছাড় দিতে বাধ্য হওয়ার পিছনে যদি কারও ভূমিকা থেকে থাকে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে এনিয়ে বিজেপি প্রচার করে ভোটের বাক্সে বাড়তি সুবিধা করতে পারবে না। তৃণমূল কর্মীরাও পাল্টা প্রচারে নামবেন। রিপোর্ট :- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top