Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

ऋण के दबाव ने युवक को लिया जीवन—वीडियो में मौत की चेतावनी

DGDebabrata Ghosh
Sept 19, 2025 07:49:21
Howrah, West Bengal
ঋণের টাকা শোধ না করায় চাপ যুবককে।সেই মানসিক চাপ। সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক।মৃত্যুর আগে মোবাইলে ভিডিও রেকর্ডিং রাকেশ চন্দ্র নামে ওই যুবকের।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জগতব্ল্ল্ল্ভ পুরের বড়গাছিয়া গির্জা পুকুর এলাকায়।ওই যুবক ভিডিও রেকর্ডিং করে জানায় স্থানীয় চিকিৎসক কাশী মাইতির থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন।কিন্তু তার থেকে পঁচিশ লাখ টাকা চাওয়া হচ্ছিলো।সেই টাকা দিতে না পারায় ফোনে মানসিক অত্যাচার করা হচ্ছিলো। বাধ্য হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে এমনই জানায় রাকেশ।সে আরো জানায় তার মা ও বোনকে যেনো বাড়ি থেকে বের করে না দেওয়া হয়।বোনের বিয়ের জন্য ব্যবস্থা করা হয়।গতরাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাকেশ চন্দ্র।আজ চিকিৎসক কাশী মাইতির বাড়িতে চড়াও হয় স্থানীয়রা।ওই চিকিৎসক জানান পঁচিশ লাখ টাকা ধার নিয়েছিলো রাকেশ।স্ট্যাপম পেপারে সই করে নিয়েছিলো।তিনি সেই টাকা চেয়েছেন।কোনো চাপ দেননি।রাকেশের পরিবারের লোকজন জানান গত চারবছর ধরে একটি প্রকল্পের কাজের প্রায় আঠারো লাখ টাকা পেমেন্ট পায়নি রাকেশ।তারওপর ঋণের টাকা মেটানোর চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় সে।যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ।এমনই দাবি সবার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানা পুলিশ। বাইট..১..রাখি চন্দ্র(মা) ২..আনিসুর রহমান মিদদে(স্থানীয় বাসিন্দা) ৩..কাশী মাইতি(অভিযুক্ত) ৪..রাকেশ চন্দ্র(যুবক) 1909zg_hwh_suicide_r
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Sept 19, 2025 09:31:59
Baruipur, West Bengal:কপিটা সংশোধন করা হলো। টাকার কথা অস্বীকার এখন বলা হচ্ছে ওটা ডাটা সংগ্রহ করছে। বিজেপির তরফ থেকে করানো হচ্ছে এমনই অভিযোগ তৃণমূল নেতা মন্টু গাজীর। বাসন্তী থানায় এলাকায় একাধিক বাড়িতে রাজ্য সরকারের নামে সার্ভে পর ওই সব পরিবারদের কাছ থেকে ডেটা নিয়ে সরাসরি দিল্লি এক সংস্থাকে পাঠানোর অভিযোগে, এক মহিলা কে তৃণমূল নেতা আটক করে বাসন্তী থানার পুলিশ হাতে তুলে দেয়। এই ঘটনা এলাকায় ছড়ায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ। রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করার অভিযোগে এক মহিলাকে আটক করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দিল এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা পরগণা বাসন্তীর থানার বিভিন্ন জায়গা এক মহিলা হাতে মোবাইল ও ট্যাব নিয়ে বাড়িতে বাড়িতে সার্ভে করতে বার হয়।সেই সব বাড়ির মহিলাদের সাথে বা পুরুষদের সাথে ওই মহিলা কথা বলে। সেখানে প্রশ্ন করে পাকিস্তান ভালো না ভারত? প্রশ্নের উত্তরে পাকিস্তান খারাপ ভারত ভালো। অমিত শাহ ভালো না রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো? অমিত সাহা খারাপ মুখ্যমন্ত্রী ভালো। পাকা বাড়ি না মাটির বাড়ি ? এরপর ওই পরিবারদের কাছ থেকে ডেটা নেওয়া হয়। সেই টাকা নিয়ে দিল্লির কোন সংস্থায় সরাসরি পাঠানো হয় বলে অভিযোগ। আরো জানা যায় যাদবপুরে এই সার্ভের অফিস। এমন ঘটনা এলাকার তৃণমূল নেতা রাজা গাজীর কাছে পৌঁছায় খবর। এরপর রাতে ঐ তৃণমূল নেতার কাছে স্থানীয়রা ওই মহিলাকে বাসন্তীর শিমুলতলা তৃণমূল কার্যালয়ের সামনে নিয়ে আসে একরকম আটক করে। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় মহিলার কাছে ওই তৃণমূল নেতা রাজা গাজি। ধমকও দেওয়া হয় এই মহিলাকে। পরে কথার মধ্যে অসংগতি পাওয়ায় বাসন্তী থানার পুলিশকে খবর দিলে, পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই সার্ভে কি কারনে হচ্ছে? মহিলার সাথে আরো কারা কারা আছে তা খতিয়ে দেখছে বাসন্তি থানার পুলিশ। এই ঘটনায় রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 190925ZG-BAR-BASONTI-ATOK-R
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 09:31:46
Kolkata, West Bengal:* আদালতের নির্দেশ না মানায় রাজ্যের অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। * রুল জারি হলে নগরোন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধেও। * রায়গঞ্জ পুরসভার ঠিকাদারদের বকেয়া ৮০ লাখ টাকা প্রায় ১৫ বছর ধরে না মেটানোয় এবার রুল জারি করল আদালত। * রুল জারি করল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। * ২০১০ সালে টেন্ডারের মাধ্যমে ৮০ লাখ টাকার কাজ করলেও এখনো টাকা মেলেনি বলে অভিযোগ। * পাশাপাশি, আদালতের একাধিক নির্দেশের পরও টাকা পাননি ঠিকাদার। * ১৪ জুলাই টাকা মেটানোর নির্দেশ দেয় আদালত। * সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ * ৩ রা নভেম্বর পরবর্তী শুনানি।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 09:31:38
Kolkata, West Bengal:মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযের আর্থিক দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আবেদনকারীর দাবি সরকারি আর্থিক তহবিলের অপব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে:-- * ৩৪২ কোটি - হিসাব বহির্ভূত অর্থ অন্যত্র স্থানান্তরিত করা * ১২৮ কোটি - খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি * ৯৬ কোটি - অতিরিক্ত ক্রয় * ২১৪ কোটি - কাজ শেষ না করেই অগ্রিম পেমেন্ট * ৫৭ কোটি - ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচ মোট আর্থিক অনিয়ম প্রায় ৮৩৭ কোটি বেশি * সরকারি তহবিল মানে হচ্ছে সাধারণ মানুষের করে অর্থ সেই অর্থ এইভাবে অপব্যবহার করা হয়েছে। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ আবেদনকারীর এই অভিযোগের ভিত্তিতে মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। পূজা অবকাশের পর এই মামলার শুনানি গ্রহণ করবে হাইকোর্ট।
0
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 09:31:29
Jalpaiguri, West Bengal:2C 1909ZG_JAL_SIGNAL_R তিস্তা এবং এন এইচ ৩১ জলঢাকা নদীর উপর লাল সর্তকতা অব্যাহত। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। এন এইচ ৩১ জলঢাকা নদীর উপরে অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতার পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি। তিস্তার দমনীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। পাহাড় এবং সমতলে বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। ফুসছে তিস্তা এবং জলঢাকা নদী। করলা নদী সহ জেলার অন্যান্য নদী গুলোর জল বাড়তে শুরু করেছে। আজ সকাল দশটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৭৬২ কিউমেক পাশাপাশি কালিঝোরা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৬০৭ কিউমেক। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 09:30:56
Jalpaiguri, West Bengal:2C 1909ZG_PA_JAL_PUJA_POLICE_R VISU, BYTE & PTC SEND BY 2C প্রশাসনের নির্দেশিকা মেনে পুজো মণ্ডপগুলো তৈরি করা হচ্ছে কিনা তা‌ খতিয়ে দেখছেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দুর্গোৎসবের সময় বিগ বাজেটের পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড়ের সময় যাতে বড় কোন‌ও সমস্যা তৈরি না হয় একথা মাথায় রেখে মণ্ডপগুলোতে নজরদারি শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলো পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, অতিরিক্ত পুলিশ সুপার সৌভণিক‌ মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে সব জায়গাতেই প্রস্তুতি চলছে জোরকদমে। তবে দর্শনার্থীদের ভিড় সামলানোর ক্ষেত্রে কোথাও যাতে কোনও খামতি না থাকে‌ এজন্য তৎপরতা দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে। মহালয়া এবং দূর্গা পূজা উপলক্ষে জেলা জুড়েই ব্যাপক পুলিশি আয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনা আড়াতে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি মহিলা পুলিশের উইনারস টিম সহ জেলা জুড়েই পুলিশের নজরদারি থাকছে। ইতিমধ্যেই জেলা এবং বিভিন্ন শহর এলাকায় পুলিশের নাকা তল্লাশি পাশাপাশি চলছে রুট মাচ। পুজোর কটা দিন দর্শনার্থীরা যেন সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে যানজট এরাতে শহরে টোটো সহ যান চলাচলে নিষেধাজ্ঞা। তবে এই জলপাইগুড়িতে দুর্যোগ আবহাওয়া বৃষ্টির কারণে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুজোর ডেকোরেটর এবং মৃৎশিল্পীদের। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:-ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 19, 2025 09:30:19
Dihierench, West Bengal:*নিশি রাতে মা দুর্গা স্বয়ং সমুদ্র থেকে পায়ে হেঁটে সোজা উঠে আসতেন পুজোর স্থলে। মা এলেই সুগন্ধী ফুলের গন্ধে ভরে উঠতো গোটা এলাকা। তখনই সকলে বুঝতেন মা এসে গেছেন। এমন নানান জনশ্রুতি নিয়ে আজও জমজমাট পূর্ব মেদিনীপুরের সরদা-শ্যামদাস বাড়ের দাস-দে পরিবারের পুজো।* VO-1-আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা, তৎকালীন জমিদার হরিচরণ দাসের সময়কাল, বসতি বাড়ানোর উদ্দেশ্যে দাস-দে বাড়ির পূর্বাপুরুষ কে জমি দান করেন জমিদার মশাই।এরপর সেই সময় কালে পরিবারের সদস্য নন্দদুলাল দাস-দে মায়ের স্বপ্নাদেশে খড়ের আটচালায় পুজো সুরু করেন।ঘট,পট থেকে পরিবর্তিত হয়ে মা দুর্গা এখন পূজিত হন মাটির প্রতিমায়। *Wt.*কিরণ মান্না* VO-2-দাস পরিবারের কুলো দেবতার মন্দিরে মা সিংহ বাহিনী দুর্গা অধিষ্ঠিত।দেবীর নির্দেশে বহু বছর ধরে মহাসমারোহে ঘট,পটচিত্রের পূজো হতো। যা এখনো বিষ্ণু সিংহ বাহিনী দূর্গা নামে পরিচিত। বহু বছর পর সেই প্রথায় এসেছে এখন পরিবর্তন। *বাইট-অসীম কুমার দাস। পরিবারের সদস্য।* 5:52 sec. VO-3-বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে পশু বলি প্রথা প্রথম থেকেই নেই।তবে আখ চাল কুমড়ো বলি এখনও হয়ে থাকে। দাস পরিবারে হোম যজ্ঞ নিয়ে রয়েছে অনেক চমক। *বাইট-ফের অসীম কুমার দাস।* VO-4-আগের পুজোয় পাঁচ র্তর্ম। এখন সময় বদলেছে, বদলেছে রীতিও ,এখন একদিনই গোটা গ্রামের মানুষকেই খাওয়ানো হয় প্রসাদ। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২০০, কর্মসূত্রে এদিক ওদিক ছড়িয়ে থাকলেও পুজোর সময় তারা বাড়িছাড়া অন্য কোথাও থাকতে চান না। কচি কাঁচা মহিলারা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন। *বাইট-মন্দন কুমার দাস। ট্রাস্টের সহ-সভাপতি।* 4:25 sec. VO-5-বর্তমানে নন্দদুলাল দাস-দে নামক একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। তারই মাধ্যমে পরিচালনা হয় পুজো। খড়ের আটচালায় মায়ের পূজো হয়ে আসলেও সেই আটচালা গত ইয়াস ঝড়ের ধাক্কায় ভেঙে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে পাকা দূর্গা মন্ডপ। FVO-সিংহবাহিনী দুর্গার কাছে চাইলেই সব পাওয়া যায়, মনোবাসনা পূর্ণ হয়। বিশ্বাস ভক্তদের।মায়ের টানে প্রতিবছর ভিড় করেন হাজার হাজার ভক্তরা। *END PTC-ক্যামেরায় গোবিন্দ দুয়ারির সাথে কিরণ মান্না জী ২৪ ঘন্টা। ১:৩৭ সেঃ।*
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 19, 2025 09:22:44
Jhargram, West Bengal:ফের লালগড় জুড়ে বাঘের আতঙ্ক। বাঘ নয় বললেও ট্রাপ ক্যামেরা বসানোর আশ্বাস ডিএফও র। গতকালেই লালগড়ের সিজুয়ার গ্রাম সংলগ্ন জঙ্গলে আজনা জন্তুর পায়ের ছাপ মেলার পর থেকে বাঘ আতঙ্ক গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালে জঙ্গলে কাঠ আনতে গিয়ে গ্রামের কিছু মানুষ এই পায়ের ছাপ দেখেন আজনাশুলির জঙ্গলের বিভিন্ন জায়গায় অজস্র রয়েছে এই পায়ের ছাপ।তার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়ায়। বন দপ্তরে তরফে সেই খবর পেয়েই নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করে বন দপ্তরের ডিফও মিদিনিপুর জানান এটা বড় জাতিয় ফিশিং ক্যাট বাঘের নয় ঘটনা স্থলে ট্রাপ কেমেরা বসানো হচ্ছে ।২০১৮ সালে রয়েল বেঙ্গল টাইগার কে প্রথম দেখা গিয়েছিলো এই জঙ্গলেই।তাহলে কি বাঘ মামার পরিবারে কোন সদশ্যো ফিরে এল লালগড়ে না। সে সময় সেই বাঘ মামার সাথে তার পরিবারো ছিলো প্রশ্ন উঠছে মানুষের মনে।বন দপ্তর যেখানে বলছে এই জঙ্গলে যেখানে পায়ের ছাপ দেখা গেছে সেখানে প্যাট ক্যামেরা বসানো হবে। কিন্তু এখনো বনদপ্তরে কোন দেখা মিলে নেই তা নিয়ে প্রশ্ন তুলছে গ্রামের মানুষ।
0
comment0
Report
MMManoj Mondal
Sept 19, 2025 09:22:31
Kolkata, West Bengal:ছাত্র সংসদের নির্বাচন, শিক্ষাঙ্গনে শারীরিক মানসিক নির্যাতন ও ধর্ষণের মতন ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে এভিবিপি-র ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি। বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এভিবিপির কর্মী সমর্থকরা। ছাত্র সংসদে নির্বাচন ও শাসক দলের ছত্রছায়ায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে যে অন্যায় চলছে তার বিরুদ্ধে তারা সরব হোন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরবর্তী সময় তারা সিসিটিভির দাবি করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভি বসানো হয়নি এই সমস্ত একাধিক দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। বাইট:- মিল্টন সরকার, এভিবিপি নেতা তিথি বিশ্বাস , এভিবিপি নেত্রী
0
comment0
Report
SMSubhasis Mandal
Sept 19, 2025 09:22:15
Howrah, West Bengal:ব্যাঙ খেলো সাপকে প্রকৃতিতে এক আশ্চর্য জিনিস দেখা গেলো বাগনানে । আমরা সবাই জানি সাপের খাদ্য ইঁদুর,ব্যাঙ। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে ব্যাঙ সাপকে খায়। আজ এই বিরল মুহূর্ত সরাসরি দেখা গেলো হাওড়া জেলার বাগনানের হাল্যান গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গুজরট গ্রামে। পরিবেশকর্মী পলাশ প্রধান রোজকার দিনের মতো তার কাজ করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন বাড়ির পাশে একটি ডোবার ধারে গাছপালার নীচে কিছু নড়াচড়া করছে। তিনি তৎক্ষণাৎ গিয়ে দেখেন একটি পূর্নবয়স্ক সোনা ব্যাঙ বা ইন্ডিয়ান বুল ফ্রগ একটি হেলে বা বাফ্ স্ট্রাইপড্ কিলব্যাক সাপকে গিলে খাচ্ছে। পলাশ প্রধান ব্যাঙ টিকে বিরক্ত না করে এই বিরল মুহূর্ত ক্যামেরা বন্দি করেন। ব্যাঙটি আস্তে আস্তে সাপটিকে গিলে খায়। 1909ZG_ULU_SNAKE_R
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 19, 2025 08:05:29
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে আইএসএফ কর্মী সমর্থকদের কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার। ঘরের টাকা নিচ্ছো আমাদের মান-সম্মান খাওয়াচ্ছ শওকাত ভাইয়ের বাড়ি থেকে জেসিবি ধার করে আনতে হয় না যেনো। সাবধান হয়ে যাও। ভাঙ্গড় ২ নম্বর ব্লকের ভোগালি (কাঠালিয়া) এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় বক্তব্য রাখেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা সহ এলাকার তৃণমূল নেতারা। সেই সভায় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান ও বর্তমানে তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন আইএসএফ কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দেন। মোদাচ্ছের হোসেন বলেন, “ঘরের টাকা নিচ্ছো, আবার ভাইজানের নিয়ে এসে আমাদের মান-সম্মান খাওয়াচ্ছ—এটা এমন অবস্থা যেন শওকত ভাইয়ের বাড়ি থেকে জেসিবি ধার করে আনতে হয় না। তাই সাবধান হয়ে যাও এবং সাবধানে চলাফেরা করতে হবে।” সেই বক্তব্যেই তিনি আইএসএফ কর্মীদের প্রতি সতর্কতামূলক ভাষায় মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন যে—“মুখ্যমন্ত্রী মমতার দেওয়া সরকারি ফ্রি চাল নিচ্ছ আটা নিচ্ছ, তাই খেয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রচার করছো”, এবং পুনরায় আইএসএফ কর্মীদের হুঁশিয়ারি দেন। সভায় মোদাচ্ছের হোসেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তার ভাই আব্বাস সিদ্দিকীকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ করে; তাদের চিটিংবাজ বলে অভিহিত করেন—নওশাদকে ‘১ নম্বর চিটিংবাজ’ এবং আব্বাসকে ‘২ নম্বর চিটিংবাজ’ হিসাবে আখ্যায়িত করেন। এছাড়া তিনি বলেন, নওশাদ সিদ্দিকী ‘এসআইআর’ (SIR)-এর কথা বলছেন — “এসআই আর মানে কি? এস আর এমবি রড— কারা এখানে থাকবে, কারা যাবে, আমরা বুঝে নেব।” মোদাচ্ছের হোসেনের এই হুঁশিয়ারি ও আক্রমণাত্মক মন্তব্য সভায় উত্তেজনা তৈরি করে। 190925ZG-BAR-BHANGR-TMC-R
2
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 07:51:54
Jalpaiguri, West Bengal:2C 1909ZG_JAL_MGNREGA_R2 VISU, BYTE & PTC SEND BY 2C R & R1 বলে ২সি তে ভিজুয়াল, বাইট গেছে। সদর বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। শাসক দলই দুর্নীতির অভিযোগ তুলছে, চাঞ্চল্য জলপাইগুড়িতে। কটাক্ষ বিরোধী দলের। ২০২৪ সালে ১০০ দিনের ( MGNREGA) বকেয়া টাকা প্রদান করেছিল রাজ্য সরকার। ওই কাজ পরিচালনার জন্য গ্রামপঞ্চায়েত পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। তৃনমূল SC OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের বক্তব্য সরকারের তরফে পাঠানো ওই টাকা জলপাইগুড়ি সদর ব্লকের ৫ টি গ্রামপঞ্চায়েত এখোনও পায়নি। এই নিয়ে তারা বিডিও থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে বারবার চিঠি দিয়েছেন। কিন্তু কোনও উত্তর পাননি। *এই পরিস্থিতিতে আজ জলপাইগুড়ি সদর বিডিও অফিসে ওই ৫ টি অঞ্চলের প্রধান ও পঞ্চায়েতদের নিয়ে সদর বিডিও মিহির কর্মকার এর চেম্বারে বৈঠকে বসেন কৃষ্ণ দাস।আর আলোচনা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অফিস কর্মীদের উপর চড়াও হয় কৃষ্ণ দাস ও তার অনুগামীরা। আর ওইসময় পুলিশ কার্যত নীরব দর্শক হয়েছিল। *অরবিন্দ গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল বলেন আমরা এক টাকাও পাইনি।টাকা না দিলে বিডিওর বিরুদ্ধে আদালতের দারস্থ হব আমরা। সুব্রত সেন, রতন রায় নামে অঞ্চলের অস্থায়ী কর্মীদের বক্তব্য তারা ২০২৪ সালে ১০০ দিনের টাকা দেওয়ার কাজের জন্য নামের তালিকা করা সহ বিভিন্ন কাজে যুক্ত ছিলেন।কিন্তু এখোনও ওই কাজের পারিশ্রমিক তারা পাননি। তৃণমূল SC OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন ৫ টি গ্রামপঞ্চায়েতে এক শতাধিক বুথ রয়েছে। প্রতি বুথে একজন করে কাজ করেছে। এদের পেমেন্ট করার জন্য এবং আরও অন্যান্য কাজের জন্য রাজ্য সরকার অঞ্চল প্রতি ২ লাখ টাকা করে দিয়েছে। কিন্তু আমাদের ৫ টি অঞ্চল ১ টাকাও পায়নি। জনগণের টাকা। এই টাকা নয়ছয় করতে দেওয়া যাবেনা। বিডিও মিহির কর্মকার জানিয়েছেন যেই টাকা এসেছিল তা সমস্ত গ্রামপঞ্চায়েতের কাজে ব্যবহার করা হয়েছে।আমি তার হিসেব দেখিয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী টাকা খরচ করা হয়েছে। তৃনমূলের জেলা সম্পাদক বিকাশ মালাকার এই ইস্যুতে কার্যত আমলাদের পাশে দাঁড়িয়ে তাদের নেতার উদ্দ্যেশ্যে হুশিয়ারি দিয়েছেন। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের বক্তব্য ১০০ দিনের টাকা আদায় করতে সিপিএম আদালতে লড়াই করছে। ১০০ দিন কে সামনে রেখে পেছনে পাড়ায় সমাধানে ঠিকাদারির গল্প আছে। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন ১০০ দিনের টাকা লুঠ করেছে এরা। তৃণমূল নেতা ও আমলারা মিলে চোরে চোরে মাসতুতো ভাই সেজে চুরি করেছে। কিন্তু এখানে চোরের উপর বাটপারি হয়েছে। তাই লড়াই। বাইট :- ১) কৃষ্ণ দাস ( তৃনমুল SC OBC জেলা সভাপতি ) ২) রাজেশ মন্ডল ( প্রধান) ৩) মিহির কর্মকার ( বিডিও) ৪) শ্যাম প্রসাদ ( বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক) ৫) সুব্রত সেন ( অঞ্চলের অস্থায়ী কর্মী) ৬) রতন রায় ( অঞ্চলের অস্থায়ী কর্মী) ৭) পিযুশ মিশ্র ( সিপিএম জেলা সম্পাদক ) ৮) বিকাশ মালাকার ( তৃণমূল জেলা সম্পাদক ) রিপোর্ট :- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
2
comment0
Report
MMManoranjan Mishra
Sept 19, 2025 07:50:19
Purulia, West Bengal:পুরুলিয়া : মাসের পর মাস ধরে পুরুলিয়ায় থমকে রয়েছে জল জীবন মিশন প্রকল্পের কাজ । ২০১৯ থেকে জেলায় শুরু হওয়া এই প্রকল্পে মাত্র ৩২ শতাংশ বাড়িতে জল পৌঁছেছে । এখনো বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বারি পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত । প্রকল্পের কাজ শেষের সময়সীমা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত হলেও বাস্তবে ২০২৮ সালের আগে এই প্রকল্পের কাজ শেষ হবে না বলে স্বীকার করছেন জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের নির্বাহী বাস্তুকার। এই জল জীবন মিশন প্রকল্পে পুরুলিয়ায় বকেয়া রয়েছে প্রায় ১৩০ কোটি টাকা । এছাড়াও বিভিন্ন জল প্রকল্পের কাজে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারদের মোট প্রাপ্য প্রায় ২০০ কোটির বেশি টাকা বকেয়া রয়েছে । তাই গত কয়েক মাস ধরে জল জীবন মিশন সহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সমস্ত প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদারেরা। প্রাপ্য বকেয়া টাকা মেটানোর দাবিতে পুজোর মুখে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মধ্যে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ঠিকাদারেরা। ফলে জল জীবন মিশন প্রকল্পের কাজ আদৌ হবে কিনা সেনিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ২০১৯ সালে জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয় পুরুলিয়া জেলায় । জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পক্ষ থেকে জেলার প্রায় ৫৯৪ টি গ্রামে ৫ লক্ষ ৪৭ হাজার ৪০৩ টি বাড়িতে জল দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে । সেক্ষেত্রে কাজ হয়েছে মাত্র ৩২ শতাংশ অর্থাৎ প্রায় ১ লক্ষ ৮০ হাজার বাড়িতে জল পৌঁছেছে। বাকি বহু গ্রাম এখনও বঞ্চিত । এই প্রকল্পে জেলায় প্রায় ১৫০০ কিমি জলের পাইপ বসানো হবে । প্রত্যেক ব্যক্তির জন্য প্রতিদিন ৫৫ লিটার করে জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা রয়েছে । জল জীবন মিশন প্রকল্পকে পুরুলিয়া জেলায় নর্দান সেক্টর ওয়াটার সাপ্লাই এবং সর্দান সেক্টর ওয়াটার সাপ্লাই ও জাইকা এই তিনটি জোনে ভাগ করা হয়েছে। ঠিকাদারদের অভিযোগ, কেউ লোন নিয়ে কেউ আবার জমি জায়গা বিক্রি করে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরে বিভিন্ন প্রকল্পের কাজ করেছেন । কিন্তু মাসের পর মাস ধরে টাকা পাননি। তাই বাধ্য হয়ে দপ্তরের সমস্ত প্রকল্পের কাজ করা থেকে বিরত রয়েছেন সমস্ত ঠিকাদাররা। সমস্যার কথা মেনে নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকার সনৎ অধিকারী । তিনি বলেন, বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে । এখনো পর্যন্ত ৩২ শতাংশ বাড়িতে এই প্রকল্পে জল পৌঁছেছে। প্রায় ১৩০ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে । তাই ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বাস্তবে ২০২৮ পর্যন্ত এই কাজ চলার কথা । বাইট: ১) জয়দেব বোস (ঠিকাদার) ২) অনুপ সাহা (ঠিকাদার) ৩) সনৎ অধিকারী (নির্বাহী বাস্তুকার, পিএইচই দপ্তর)
2
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 19, 2025 07:50:00
Kalna, West Bengal:আর একদিন পরেই মহালয়া। মহালয়ার সকাল মানেই ভাগীরথীর ঘাটে ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। সেই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে কালনা পৌরসভা। শুক্রবার সকাল থেকেই পৌরকর্মীদের নিয়ে শুরু হয় ঘাট পরিষ্কার রাখার বিশেষ অভিযান।কালনার মহিষমর্দিনী তলাঘাট সহ বিভিন্ন ঘাটে পৌরসভার তরফে চলে সাফাই কাজ। ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা সরানো হয়, জলে নামার পথ পরিষ্কার করা হয় এবং নোংরা জমতে না দেওয়ার জন্য বিশেষ নজর দেওয়া হয়।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর মহালয়ার দিন হাজার হাজার মানুষ তর্পণ করতে ঘাটে ভিড় জমান। তাঁদের সুবিধার্থে ঘাটকে পরিষ্কার ও নিরাপদ রাখা খুবই জরুরি। তাই আগেভাগেই এ বছর এই পরিষ্কার অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কনজারভেন্সি বিভাগের চেয়ারম্যান অনিল বসু তিনি এদিন জানান,মহালয়ার দিন যাতে ভোর থেকেই ভক্তদের তর্পণ কার্য নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য পৌরসভার তরফে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে প্রয়োজনে হাতের একটি অংশ নেট দিয়ে ঘিরেও দেয়া হবে। স্থানীয় মানুষজনও পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। Bite_ অনিল বসু (কনজারভেন্সির প্রেসিডেন্ট কালনা মিউনিসিপ্যালিটি) ছবি 2C তে 19925-KLN-GHAT-R
1
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 19, 2025 07:49:48
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুরের কোদালিয়ায় নেতাজীর স্মৃতি জড়িয়ে বসু পরিবারের প্রায় তিনশো বছরের দুর্গাপুজো সোনারপুরের কোদালিয়ার দুর্গাপুজো শুধু একটি পারিবারিক উৎসব নয়, এটি ইতিহাসের এক অমূল্য দলিল। প্রায় তিনশো বছরের কাছাকাছি পুরনো এই পুজোর সূচনা হয়েছিল নেতাজী সুভাসচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসুর হাত ধরে। কটক থেকে কোদালিয়ায় এসে বসবাস শুরু করলে তিনি এই পুজোর প্রথা চালু করেন। আজও সেই একই নিয়মে বসু পরিবারের সদস্যরা এই পুজো করে আসছেন। নেতাজীর মা ভগবতী দেবী ছিলেন ভক্তিমতি মহিলা। মূলত তাঁর উদ্যোগেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। মন্দির প্রাঙ্গণে একদিকে দুর্গাদালান, অন্যদিকে প্রভাবতী দেবীর প্রতিষ্ঠা করা বিষ্ণু মন্দির রয়েছে, যেখানে নারায়ণ শিলা প্রতিদিন পূজিত হয়। দুর্গাপুজোর পাশাপাশি ঘটা করে লক্ষ্মীপুজোও আয়োজন করা হয়। মহালয়ার পরের দিন থেকেই ঘট বসানোর মাধ্যমে শুরু হয় পূজার আচার। প্রথা মেনে নবমীর দিন আজও কুমড়ো বলির আয়োজন হয়। ইতিহাস বলছে, দেশে থাকলে এবং জেলে না থাকলে নেতাজী স্বয়ং এই পুজোতে হাজির থাকতেন। মায়ের সঙ্গে ঠাকুরদালানে বসে তিনি পূজার অংশ নিতেন। শুধু তাই নয়, এই বাড়িতে এলে এলাকার বিপ্লবীরাও তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। ফলে কোদালিয়ার এই ঠাকুরদালান হয়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের এক অনন্য সাক্ষী। আগে মন্দিরেই প্রতিমা তৈরি হতো। বর্তমানে প্রতিমা তৈরি হচ্ছে হরিনাভীর শিল্পী শুভেন্দু চক্রবর্তীর হাতে, যাঁদের পরিবার বংশপরম্পরায় এই প্রতিমা গড়ে আসছেন। তিনি জানিয়েছেন, মহালয়ার মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে। ঐতিহ্য, ভক্তি আর নেতাজীর স্মৃতিকে বুকে নিয়ে আজও সমান মর্যাদায় অনুষ্ঠিত হয় কোদালিয়ার বসু পরিবারের দুর্গাপুজো।
6
comment0
Report
Advertisement
Back to top