Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के पंडालों में पुलिस की कड़ी निगरानी, हादसे दूर रखने की तैयारी

PDPradyut Das
Sept 19, 2025 09:30:56
Jalpaiguri, West Bengal
2C 1909ZG_PA_JAL_PUJA_POLICE_R VISU, BYTE & PTC SEND BY 2C প্রশাসনের নির্দেশিকা মেনে পুজো মণ্ডপগুলো তৈরি করা হচ্ছে কিনা তা‌ খতিয়ে দেখছেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দুর্গোৎসবের সময় বিগ বাজেটের পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড়ের সময় যাতে বড় কোন‌ও সমস্যা তৈরি না হয় একথা মাথায় রেখে মণ্ডপগুলোতে নজরদারি শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলো পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, অতিরিক্ত পুলিশ সুপার সৌভণিক‌ মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে সব জায়গাতেই প্রস্তুতি চলছে জোরকদমে। তবে দর্শনার্থীদের ভিড় সামলানোর ক্ষেত্রে কোথাও যাতে কোনও খামতি না থাকে‌ এজন্য তৎপরতা দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে। মহালয়া এবং দূর্গা পূজা উপলক্ষে জেলা জুড়েই ব্যাপক পুলিশি আয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনা আড়াতে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি মহিলা পুলিশের উইনারস টিম সহ জেলা জুড়েই পুলিশের নজরদারি থাকছে। ইতিমধ্যেই জেলা এবং বিভিন্ন শহর এলাকায় পুলিশের নাকা তল্লাশি পাশাপাশি চলছে রুট মাচ। পুজোর কটা দিন দর্শনার্থীরা যেন সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে যানজট এরাতে শহরে টোটো সহ যান চলাচলে নিষেধাজ্ঞা। তবে এই জলপাইগুড়িতে দুর্যোগ আবহাওয়া বৃষ্টির কারণে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুজোর ডেকোরেটর এবং মৃৎশিল্পীদের। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:-ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Sept 19, 2025 11:54:02
Kolkata, West Bengal:*রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সেবিকে ফরেনসিক অডিট করানোর নির্দেশ দিলো হাইকোর্ট।* বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে র সেবি কি নির্দেশ, *সেবি রোজভ্যালির ১০ টি সম্পত্তি বিক্রি সংক্রান্ত প্রথম রিপোর্ট দেবে। যেখানে বাজারদরের তুলনায় কত বেশি বা কম দাম ধরা হয়েছে, কত দামে সম্পত্তি বিক্রি হয়েছে, সেই রিপোর্ট দিতে হবে। রোজভ্যালির যাবতীয় হিসেব নিকেষ বৈধ কি না তাই নিয়ে ফরেনসিক অডিট করিয়ে রিপোর্ট দেবে। একইসঙ্গে চকলেট গ্রুপ থেকে কি করে এডিসি টাকা নিলো সেই ব্যাপারেও হিসেব ও বিষয়টা কতটা বৈধ - তাও জানাতে হবে সেবি কে।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 11:53:54
0
comment0
Report
ABArup Basak
Sept 19, 2025 11:53:10
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 19, 2025 11:53:02
Chinsurah, West Bengal:আমি সওকত কে চ্যালেঞ্জ করছি আমার খাতা খুলে দেখাক।ওনার খাতা ভাঙর ক্যানিং এর মানুষের কাছে আছে,ইডি সিবিআই এর কাছে আছে। সওকত মোল্লা প্রসঙ্গে বিস্ফোরক ত্বহা সিদ্দিকি। আজ ফুরফুরায় পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, জহুরী জহর চেনে শুয়োরে চেনে কচু, আমার ভাষা বোঝার ক্ষমতা ওনার নেই, আমি সওকত কে উদ্দেশ্য করে কিছু বলিনি,নওশাদ অবব্বাস কাসেম ছাড়া অন্য কোনো পীরজাদা কে অসম্মান করলে তাকে ফুরফুরায় ভক্তরা জ্যান্ত কবর দেবে। সওকত নিজেই মিথ্যার ফ্যাক্টরি খুলে বসে আছে, আমি চ্যালেঞ্জ করছি আমার খাতা খুলে দেখাক, ওনার খাতা তো ইডি সিবিআই, নবান্নে জমা আছে। ওনার খাতা ক্যানিং এবং ভাঙরের ৯৯ শতাংশ মানুষের কাছে জমা আছে।তার ঠিক সময়ে খুলে দেবে। কাশেম সিদ্দিকি সওকত মোল্লাকে সমর্থন করেছেন , সে প্রসঙ্গে ত্বহা বলেন, কাসেম গিরগিটির মত রং বদলায়। সওকত এর সিকিউরিটি মন্তব্য প্রসঙ্গে ত্বহা বলেন আমার সিকিউরিটি তুলে নিলে সারা পৃথিবী বুক ফুলিয়ে ঘুরবো। সওকত এর সিকিউরিটি তুলে নিলে বাড়ির বাইরে বেরোতে পারবেন না। আমার সার্টিফিকেট মমতা ব্যানার্জি দেয়নি। সওকত এর সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছেন। উনি এখন ভীত হয়ে পড়েছেন অপরাধ করেছেন বলে। এই দলের অনেক নেতা নেত্রী এখন তৃণমুল দলের ক্যানসার হয়ে গেছে ওদের মমতা সরিয়ে দিক না সরালে তৃণমূলের বড় ক্ষতি হয়ে যাবে।।।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 19, 2025 11:51:48
Howrah, West Bengal:বটানিকাল সার্ভে অব ইন্ডিয়ার উদ্যোগে চালু হলো দেশের প্রথম আন্টারটিকা গ্যালারি ও গবেষণা কেন্দ্র।হাওড়ার শিবপুর সেন্ট্রাল বটানিকাল ল্যাবরেটরিতে এই গ্যালারি চালু হলো। ১৯৯৬ সাল থেকে আন্টারটিকায় গবেষণা করে আসছে বটানিকাল সার্ভে অব ইন্ডিয়া।ভারতী,মৈত্রেয়ী ও দক্ষিণ গংগোত্রী নামে তিনটি গবেষণা কেন্দ্র তৈরী করে ভারত।এখানে কোনো বড় গাছপালা জন্মায় না।জন্মায় শৈবাল জাতীয় উদ্ভিদ।যেগুলো মধ্যে অনেক প্রজাতি খালি চোখে দেখা যায়না।পরিবেশে অক্সিজেনের পঞ্চাশ শতাংশ দেয় এই সমস্ত শৈবাল জাতীয় উদ্ভিদ।বর্তমানে বিশ্ব উষ্ণায়ন দুশ্চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে।আর তাপমাত্রার হেরফের হলে শৈবাল জাতীয় উদ্ভিদ পড়বে প্রভাব।ফলে পরিবেশ ও জীবজগতে তার প্রভাব পড়বে।যেকারনে আন্টারটিকায় গবেষণা চলছে।২০১৪ সালে দেশের প্রথম মহিলা গবেষক হয়ে সেখানকার ভারতী গবেষণা কেন্দ্রে কাজ করেছেন ডঃ প্রতিভা গুপ্তা।বর্তমানে যিনি ভারপ্রাপ্ত অধিকর্তা বটানিকাল সার্ভে অব ইন্ডিয়ার।তিনি বলেন প্রতিকূলতার মধ্যে সেখানে গবেষণা করে আসছে গবেষকরা।সেই কাজ অনেক কঠিন।কিভাবে সেখানে কাজ হয়।প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সেখানকার বরফ ও জলের মধ্যে থাকা শৈবাল জাতীয় উদ্ভিদ কি অবস্থায় রয়েছে সেসব সবার কাছে তুলে ধরার জন্য আন্টারটিকা গ্যালারি তৈরী করা হলো।সেই সমস্ত প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা হবে এখানকার ল্যাবরেটরিতে।শিক্ষার্থীদের যা খুবই কাজে লাগবে।এই গ্যালারির উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক কুমার কর।উপিস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বটানি বিভাগের প্রধান অধ্যাপক অমল কুমার মন্ডল,বটানিকাল সার্ভে অব ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিকর্তা ডঃ প্রতিভা গুপ্তা। বাইট..১..ডঃ প্রতিভা গুপ্তা(ভারপ্রাপ্ত অধিকর্তা,বটানিকাল সার্ভে অব ইন্ডিয়া) ২..ওয়াকথ্রু 1909zg_hwh_galary_r
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 19, 2025 11:16:52
Kolkata, West Bengal:এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না ভারতীয় ফুটবল ফেডারেশনে। ফেডারেশনের কাজ চালাবেন সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে কার্যকরী সমিতির সদস্যরাই। সংশোধিত সংবিধান নিয়ে নিজেদের নির্দেশে শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন সংবিধান গ্রহণের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (AIFF) আগাম নির্বাচন প্রয়োজন নয়, আগামী চার সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন হওয়া উচিত বলে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে। বিচারপতি পিএস নরসিমহা এবং জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও দ্বারা প্রস্তুত খসড়া সংবিধান কিছু সংশোধনসহ অনুমোদন করেছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ এখনও এক বছর বাকি (সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত), তাই নতুন নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে ২০২২ সালের ২ সেপ্টেম্বর AIFF নির্বাচনে প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে ৩৩-১ ব্যবধানে পরাজিত করে প্রথম ফুটবলার হিসেবে সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ৩০ অক্টোবরের সময়সীমা মাথায় রেখে, যাতে কোনো নিষেধাজ্ঞা না আসে, কোর্ট AIFF-কে আগামী চার সপ্তাহের মধ্যে সাধারণ সভা আহ্বান করতে নির্দেশ দিয়েছে। অন্যান্য আবেদন এবং আদালত অবমাননার বিষয়গুলি আলাদাভাবে শুনানি হবে। AIFF আগামী মাসের মাঝামাঝি সময়ে সভা আহ্বান করতে পারে বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক AIFF-এর এক কর্মকর্তা জানিয়েছেন এখন আমাদের সামনে খেলা এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্পষ্ট পথ রয়েছে। *দীর্ঘ আইনি লড়াই* ২০১৭ সালে দায়ের করা সংবিধান সংক্রান্ত মামলাটি আট বছর ধরে চলেছে, অবশেষে আদালত ৩০ এপ্রিল সংবিধান চূড়ান্ত করার রায় সংরক্ষণ করে। আদালত বিচারপতি রাওকে সংবিধান প্রস্তুত করার দায়িত্ব দেয় এবং আবেদনকারী রাহুল মেহরা ও অ্যামিকাস কিউরি গোপাল শঙ্করনারায়ণনসহ একাধিক সিনিয়র আইনজীবীর কাছ থেকে আপত্তি ও প্রস্তাব শুনে রায় সংরক্ষণ করে। এছাড়াও, রাজ্য ফুটবল সংস্থাগুলি এবং খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে ভাইচুং ভুটিয়ার আপত্তিও শোনা হয়। নতুন সংবিধানে AIFF-এর নির্বাহী কমিটিতে ১৪ জন সদস্য থাকবে—একজন সভাপতি, দুইজন সহ-সভাপতি (একজন পুরুষ ও একজন মহিলা), একজন কোষাধ্যক্ষ এবং ১০ জন অন্যান্য সদস্য। এই ১০ জন সদস্যের মধ্যে পাঁচজন হবেন বিশিষ্ট খেলোয়াড়, যার মধ্যে দুইজন মহিলা অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়াও, নতুন সংবিধানে সভাপতিসহ পদাধিকারীদের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাবের বিধান রাখা হয়েছে, যা বর্তমান সংবিধানে ছিল না। জাতীয় ক্রীড়া শাসন আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারা অনুযায়ী যোগ্যতার মানদণ্ডও নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 11:16:21
Jalpaiguri, West Bengal:2C 1908ZG_JAL_TOTO_POLICE_R জলপাইগুড়িতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে টোটো চালকের সঙ্গে বচসা। ভাড়া নিয়ে বিবাদের জেরেই টোটো চালককে খুন কোচবিহারের বাসিন্দা হাওড়া জেলা থেকে গ্রেপ্তার অভিযুক্ত। টোটোর এবং মোবাইলের সূত্র ধরে হাওড়ার সাকরাইল থেকে জ্যোতির্ময় সরকার ও রত্না রায়কে গ্রেপ্তার করা হয়েছে। জলপাইগুড়িতে ই-রিকশা চালক শীতল রায়ের খুনের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রত্না রায় ও জ্যোতির্ময় সরকার। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানতে পারে পুলিশ। গত ২৯ আগস্ট কোতোয়ালি থানার অন্তর্গত খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জলপাইগুড়ি-হলদিবাড়ি রেল লাইনের পাশের একটি ডোবা থেকে ওই ই-রিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা যায় ২৭ তারিখ ভোরবেলা গোশালা মোড় থেকে যাত্রী নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ই-রিকশা চালক শীতল রায়। পরবর্তীতে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ডোবার জলে। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৌভনিক মুখোপাধ্যায় বলেন, ধৃতদের জেরা করে জানা যায় সেদিন ভোরে মূলত ভাড়া নিয়ে বচসার জেরে ওই ই-রিকশা চালককে খুন করা হয়। থানায় মামলা দায়ের হ‌ওয়ার পর আমরা প্রথম ই-রিকশাটি উদ্ধার করতে সমর্থ হ‌ই। পরবর্তীতে মৃত ই-রিকশা চালকের মোবাইলের সূত্র ধরে হাওড়ার সাকরাইল থেকে জ্যোতির্ময় সরকার ও রত্না রায়কে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত খুনের কিনারা করেছে জলপাইগুড়ি পুলিশ। পুলিশের তদন্তে খুশি পরিবার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন মৃতের পরিবার।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 19, 2025 09:31:59
Baruipur, West Bengal:কপিটা সংশোধন করা হলো। টাকার কথা অস্বীকার এখন বলা হচ্ছে ওটা ডাটা সংগ্রহ করছে। বিজেপির তরফ থেকে করানো হচ্ছে এমনই অভিযোগ তৃণমূল নেতা মন্টু গাজীর। বাসন্তী থানায় এলাকায় একাধিক বাড়িতে রাজ্য সরকারের নামে সার্ভে পর ওই সব পরিবারদের কাছ থেকে ডেটা নিয়ে সরাসরি দিল্লি এক সংস্থাকে পাঠানোর অভিযোগে, এক মহিলা কে তৃণমূল নেতা আটক করে বাসন্তী থানার পুলিশ হাতে তুলে দেয়। এই ঘটনা এলাকায় ছড়ায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ। রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করার অভিযোগে এক মহিলাকে আটক করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দিল এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা পরগণা বাসন্তীর থানার বিভিন্ন জায়গা এক মহিলা হাতে মোবাইল ও ট্যাব নিয়ে বাড়িতে বাড়িতে সার্ভে করতে বার হয়।সেই সব বাড়ির মহিলাদের সাথে বা পুরুষদের সাথে ওই মহিলা কথা বলে। সেখানে প্রশ্ন করে পাকিস্তান ভালো না ভারত? প্রশ্নের উত্তরে পাকিস্তান খারাপ ভারত ভালো। অমিত শাহ ভালো না রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো? অমিত সাহা খারাপ মুখ্যমন্ত্রী ভালো। পাকা বাড়ি না মাটির বাড়ি ? এরপর ওই পরিবারদের কাছ থেকে ডেটা নেওয়া হয়। সেই টাকা নিয়ে দিল্লির কোন সংস্থায় সরাসরি পাঠানো হয় বলে অভিযোগ। আরো জানা যায় যাদবপুরে এই সার্ভের অফিস। এমন ঘটনা এলাকার তৃণমূল নেতা রাজা গাজীর কাছে পৌঁছায় খবর। এরপর রাতে ঐ তৃণমূল নেতার কাছে স্থানীয়রা ওই মহিলাকে বাসন্তীর শিমুলতলা তৃণমূল কার্যালয়ের সামনে নিয়ে আসে একরকম আটক করে। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় মহিলার কাছে ওই তৃণমূল নেতা রাজা গাজি। ধমকও দেওয়া হয় এই মহিলাকে। পরে কথার মধ্যে অসংগতি পাওয়ায় বাসন্তী থানার পুলিশকে খবর দিলে, পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই সার্ভে কি কারনে হচ্ছে? মহিলার সাথে আরো কারা কারা আছে তা খতিয়ে দেখছে বাসন্তি থানার পুলিশ। এই ঘটনায় রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 190925ZG-BAR-BASONTI-ATOK-R
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 09:31:46
Kolkata, West Bengal:* আদালতের নির্দেশ না মানায় রাজ্যের অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। * রুল জারি হলে নগরোন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধেও। * রায়গঞ্জ পুরসভার ঠিকাদারদের বকেয়া ৮০ লাখ টাকা প্রায় ১৫ বছর ধরে না মেটানোয় এবার রুল জারি করল আদালত। * রুল জারি করল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। * ২০১০ সালে টেন্ডারের মাধ্যমে ৮০ লাখ টাকার কাজ করলেও এখনো টাকা মেলেনি বলে অভিযোগ। * পাশাপাশি, আদালতের একাধিক নির্দেশের পরও টাকা পাননি ঠিকাদার। * ১৪ জুলাই টাকা মেটানোর নির্দেশ দেয় আদালত। * সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ * ৩ রা নভেম্বর পরবর্তী শুনানি।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 19, 2025 09:31:38
Kolkata, West Bengal:মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযের আর্থিক দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আবেদনকারীর দাবি সরকারি আর্থিক তহবিলের অপব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে:-- * ৩৪২ কোটি - হিসাব বহির্ভূত অর্থ অন্যত্র স্থানান্তরিত করা * ১২৮ কোটি - খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি * ৯৬ কোটি - অতিরিক্ত ক্রয় * ২১৪ কোটি - কাজ শেষ না করেই অগ্রিম পেমেন্ট * ৫৭ কোটি - ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচ মোট আর্থিক অনিয়ম প্রায় ৮৩৭ কোটি বেশি * সরকারি তহবিল মানে হচ্ছে সাধারণ মানুষের করে অর্থ সেই অর্থ এইভাবে অপব্যবহার করা হয়েছে। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ আবেদনকারীর এই অভিযোগের ভিত্তিতে মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। পূজা অবকাশের পর এই মামলার শুনানি গ্রহণ করবে হাইকোর্ট।
0
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 09:31:29
Jalpaiguri, West Bengal:2C 1909ZG_JAL_SIGNAL_R তিস্তা এবং এন এইচ ৩১ জলঢাকা নদীর উপর লাল সর্তকতা অব্যাহত। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। এন এইচ ৩১ জলঢাকা নদীর উপরে অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতার পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি। তিস্তার দমনীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। পাহাড় এবং সমতলে বৃষ্টি। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। ফুসছে তিস্তা এবং জলঢাকা নদী। করলা নদী সহ জেলার অন্যান্য নদী গুলোর জল বাড়তে শুরু করেছে। আজ সকাল দশটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৭৬২ কিউমেক পাশাপাশি কালিঝোরা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৬০৭ কিউমেক। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 19, 2025 09:30:19
Dihierench, West Bengal:*নিশি রাতে মা দুর্গা স্বয়ং সমুদ্র থেকে পায়ে হেঁটে সোজা উঠে আসতেন পুজোর স্থলে। মা এলেই সুগন্ধী ফুলের গন্ধে ভরে উঠতো গোটা এলাকা। তখনই সকলে বুঝতেন মা এসে গেছেন। এমন নানান জনশ্রুতি নিয়ে আজও জমজমাট পূর্ব মেদিনীপুরের সরদা-শ্যামদাস বাড়ের দাস-দে পরিবারের পুজো।* VO-1-আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা, তৎকালীন জমিদার হরিচরণ দাসের সময়কাল, বসতি বাড়ানোর উদ্দেশ্যে দাস-দে বাড়ির পূর্বাপুরুষ কে জমি দান করেন জমিদার মশাই।এরপর সেই সময় কালে পরিবারের সদস্য নন্দদুলাল দাস-দে মায়ের স্বপ্নাদেশে খড়ের আটচালায় পুজো সুরু করেন।ঘট,পট থেকে পরিবর্তিত হয়ে মা দুর্গা এখন পূজিত হন মাটির প্রতিমায়। *Wt.*কিরণ মান্না* VO-2-দাস পরিবারের কুলো দেবতার মন্দিরে মা সিংহ বাহিনী দুর্গা অধিষ্ঠিত।দেবীর নির্দেশে বহু বছর ধরে মহাসমারোহে ঘট,পটচিত্রের পূজো হতো। যা এখনো বিষ্ণু সিংহ বাহিনী দূর্গা নামে পরিচিত। বহু বছর পর সেই প্রথায় এসেছে এখন পরিবর্তন। *বাইট-অসীম কুমার দাস। পরিবারের সদস্য।* 5:52 sec. VO-3-বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে পশু বলি প্রথা প্রথম থেকেই নেই।তবে আখ চাল কুমড়ো বলি এখনও হয়ে থাকে। দাস পরিবারে হোম যজ্ঞ নিয়ে রয়েছে অনেক চমক। *বাইট-ফের অসীম কুমার দাস।* VO-4-আগের পুজোয় পাঁচ র্তর্ম। এখন সময় বদলেছে, বদলেছে রীতিও ,এখন একদিনই গোটা গ্রামের মানুষকেই খাওয়ানো হয় প্রসাদ। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২০০, কর্মসূত্রে এদিক ওদিক ছড়িয়ে থাকলেও পুজোর সময় তারা বাড়িছাড়া অন্য কোথাও থাকতে চান না। কচি কাঁচা মহিলারা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন। *বাইট-মন্দন কুমার দাস। ট্রাস্টের সহ-সভাপতি।* 4:25 sec. VO-5-বর্তমানে নন্দদুলাল দাস-দে নামক একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। তারই মাধ্যমে পরিচালনা হয় পুজো। খড়ের আটচালায় মায়ের পূজো হয়ে আসলেও সেই আটচালা গত ইয়াস ঝড়ের ধাক্কায় ভেঙে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে পাকা দূর্গা মন্ডপ। FVO-সিংহবাহিনী দুর্গার কাছে চাইলেই সব পাওয়া যায়, মনোবাসনা পূর্ণ হয়। বিশ্বাস ভক্তদের।মায়ের টানে প্রতিবছর ভিড় করেন হাজার হাজার ভক্তরা। *END PTC-ক্যামেরায় গোবিন্দ দুয়ারির সাথে কিরণ মান্না জী ২৪ ঘন্টা। ১:৩৭ সেঃ।*
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 19, 2025 09:22:44
Jhargram, West Bengal:ফের লালগড় জুড়ে বাঘের আতঙ্ক। বাঘ নয় বললেও ট্রাপ ক্যামেরা বসানোর আশ্বাস ডিএফও র। গতকালেই লালগড়ের সিজুয়ার গ্রাম সংলগ্ন জঙ্গলে আজনা জন্তুর পায়ের ছাপ মেলার পর থেকে বাঘ আতঙ্ক গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালে জঙ্গলে কাঠ আনতে গিয়ে গ্রামের কিছু মানুষ এই পায়ের ছাপ দেখেন আজনাশুলির জঙ্গলের বিভিন্ন জায়গায় অজস্র রয়েছে এই পায়ের ছাপ।তার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়ায়। বন দপ্তরে তরফে সেই খবর পেয়েই নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করে বন দপ্তরের ডিফও মিদিনিপুর জানান এটা বড় জাতিয় ফিশিং ক্যাট বাঘের নয় ঘটনা স্থলে ট্রাপ কেমেরা বসানো হচ্ছে ।২০১৮ সালে রয়েল বেঙ্গল টাইগার কে প্রথম দেখা গিয়েছিলো এই জঙ্গলেই।তাহলে কি বাঘ মামার পরিবারে কোন সদশ্যো ফিরে এল লালগড়ে না। সে সময় সেই বাঘ মামার সাথে তার পরিবারো ছিলো প্রশ্ন উঠছে মানুষের মনে।বন দপ্তর যেখানে বলছে এই জঙ্গলে যেখানে পায়ের ছাপ দেখা গেছে সেখানে প্যাট ক্যামেরা বসানো হবে। কিন্তু এখনো বনদপ্তরে কোন দেখা মিলে নেই তা নিয়ে প্রশ্ন তুলছে গ্রামের মানুষ।
3
comment0
Report
Advertisement
Back to top