Back
Salboni की उम्मीदों पर सरकार-जनता का आश्वासन कब सच होगा?
CDChampak Dutta
Sept 17, 2025 11:39:25
Kaji Chak, West Bengal
রাজ্যে বারবার শিল্প সম্ভাবনার কথা উঠলেই উঠে এসেছে শালবনীর নাম। ২০০৯ সাল থেকে আশায় বুক বেঁধেছিল শালবনিবাসী। একের পর এক শিল্প গড়ে তোলার ঘোষণা করা হলেও একটি সিমেন্ট কারখানা ছাড়া আর কিছুই জোটেনি শালবনিবাসীদের ভাগ্যে। সরকার বদল হলেও বদল হয়নি শালবনীবাসীদের ভাগ্য। ২০০৯ সালে জিন্দালরা এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য শিলান্যাস করেছিলেন। সেই শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর কনভয়ের উপরে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায় মাওবাদীরা। এরপর থেকেই জিন্দাল গোষ্ঠী ইস্পাত কারখানা গড়ে তোলা থেকে সরে আসে। এই ইস্পাত কারখানা করার জন্য রাজ্য সরকার এবং গ্রামবাসীদের কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণ করেছিলেন সেই সময় জিন্দালরা। কারখানার স্বার্থে সেই সময় বহু মানুষ তাদের চাষ জমি দিয়েছিলেন কারখানা গড়ার লক্ষ্যে। জমি দাতাদেরকে আশ্বস্ত করা হয়েছিল কারখানা হলে পরিবার পিছু চাকরি দেওয়া হবে বলে। কিন্তু সেসব আর কিছুই হয়নি। বেশ কয়েক বছর পর সেখানে জিন্দালরা তাদের জমিতে একটি ছোট্ট অংশে সিমেন্ট কারখানা করেন। ফলে বাকি অধিকৃত জমি পড়েই থাকে। সেই সিমেন্ট কারখানাতে জমি দাতাদের একাংশকে কিছু অস্থায়ী কর্মী হিসেবে কাজ দেওয়ানো হলেও বহু মানুষ কর্মহীন অবস্থায় রয়েছে। তারা আজ হতাশ।
এরপর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন শালবনিতে তিনি ইস্পাত কারখানা করবেন। রাজ্য সরকারও জানিয়েছিল জিন্দালদের অধিকৃতY জমিতেই সেই কারখানা গড়বে সৌরভ। তখনো আশায় বুক বেঁধেছিলেন শালবনিবাসীরা। পরে ঠিক হয় সৌরভ সেই ইস্পাত কারখানা করবেন চন্দ্রকোনা রোড এর ডুকি এলাকায় প্রয়াগ ফিল্ম সিটির জমিতে। যদিও আজ তাও বিশবাও জলে। ফের হতাশ হতে হয় শালবনিবাসীদেরকে। এরপর আবার নতুন করে জিন্দালরা ঘোষণা করে তাদের পড়ে থাকা জমিতেই ৮০০ মেগাওয়াট করে দুটি অর্থাৎ ১৬০০ মেগাওয়াট এর পাওয়ার প্লান্ট গড়ে তুলবে তারা। সেই মতো গত এপ্রিল মাসে ঘটা করে পাওয়ার প্লান্টের শিলান্যাস করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নতুন করে আবার আশা দেখেছিল শালবনিবাসীরা। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও শিলান্যাস এর জায়গায় আগাছা পরিষ্কার ছাড়া তেমনভাবে কোন কাজই এগোয়িনি। ফাঁকা পড়ে রয়েছে গোটা এলাকা। এলাকাবাসীরা বলছেন মাঝে মাঝে কয়েকটি গাড়ি আনাগোনা করতে দেখতে পাওয়া যায়। এর বেশি তারা কাজের কোন অগ্রগতি দেখতে পাননি। গ্রামবাসীদের কেউ কেউ এখনো আশাবাদী আবার অধিকাংশরাই হতাশ। কেউ আবার বলছে, ভোটের গিমিক। গ্রামবাসীদের অনেকেই মনে করছেন শিল্প আর এই গ্রামে হবে না। ফলে কর্মসংস্থানও আর হবে না। অনেকে তো আবার এখন মনে করছেন জমি দিয়েই ভুল করা হয়েছে। জমি থাকলে অন্তত চাষ করে খাওয়া যেত।
আজকের দিনে যেখানে দিকে দিকে বিভিন্ন ছোট বড় কারখানায় বিশ্বকর্মা পূজো করা হচ্ছে সেখানে শালবনিতে কারখানা করার জন্য অধিগৃহীত জমি শুনশান অবস্থায় পড়ে রয়েছে। চরছে গরু ছাগল। কারখানা না হওয়ার ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। ইতিমধ্যেই জমিদাতা সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ডিসেম্বর মাস পর্যন্ত দেখবেন জিন্দালদের পাওয়ার প্লান্টের কাজের কি অগ্রগতি হয়েছে। সেভাবে যদি কোন কাজ না করা হয় তাহলে তারা আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এখন দেখার সত্যিই কি বড় কারখানা আদেও হবে শালবনিতে।
ছবি বাইট 2c তে
Slug- 1709ZG_WMID_SALBONI_FAC_R
বাইট
১)ননীগোপাল বর্মা(এলাকাবাসী)
২)বিমান চালক(এলাকাবাসী)
৩)বিভীষণ চালক(এলাকাবাসী)
৪)প্রল্লাদ মাহাত(এলাকাবাসী)
৫) পরিষ্কার মাহাত (জমিদাতা সংগঠনের নেতা)
৬) ওয়াক থ্রু
3
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowSept 17, 2025 13:05:124
Report
AMArkodeepto Mukherjee
FollowSept 17, 2025 13:05:032
Report
AMAshok Manna
FollowSept 17, 2025 13:04:430
Report
ABArup Basak
FollowSept 17, 2025 11:19:362
Report
EGE GOPI
FollowSept 17, 2025 11:04:180
Report
TCTathagata Chakraborty
FollowSept 17, 2025 10:35:322
Report
MCMoumita Chakraborty
FollowSept 17, 2025 10:35:13Kolkata, West Bengal:Jyoti Chatterjee, bjp guest 5.30pm
3
Report
STSrikanta Thakur
FollowSept 17, 2025 10:15:360
Report
BSBarun Sengupta
FollowSept 17, 2025 10:15:140
Report
ALArup Laha
FollowSept 17, 2025 09:48:262
Report
BSBidhan Sarkar
FollowSept 17, 2025 09:47:522
Report
PDPradyut Das
FollowSept 17, 2025 09:47:240
Report
SPSANDIP PRAMANIK
FollowSept 17, 2025 09:18:243
Report
ABArup Basak
FollowSept 17, 2025 09:18:083
Report