Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

Debra बाजार की बिरयानी दुकान में आग, दमकल ने जल्दी नियंत्रण पाया

EGE GOPI
Sept 17, 2025 11:04:18
Kharagpur, West Bengal
Fire: বিরিয়ানির দোকানে আগুন, হুলস্থুল ডেবরা মার্কেট চত্বরে নিজস্ব প্রতিনিধিঃ অফিস টাইমে ভরা বাজারে আগুন। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজারের একটি নামকরা বিরিয়ানি দোকানে। তবে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসার আগেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার বেলা প্রায় দশটা নাগাদ আচমকাই ওই রেস্তোরাঁর রান্নাঘরে আগুন ধরে যায়। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দোকানদারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় স্থানীয় থানা ও খড়গপুর দমকলে। তবে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় ওই দোকানে আগুন নিভে যাওয়া সম্ভব হয়। পরে ঘটনাস্থলে ডোমকলের একটি ইঞ্জিন আসে। দমকল বিভাগের কর্মীরা ভালোভাবে খতিয়ে দেখেন। পরে দমকলের তরফে জানানো হয়, ঘটনাস্থলে ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আহত বা হতাহতের কোন খবর নেই। তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Sept 17, 2025 11:39:25
Kaji Chak, West Bengal:রাজ্যে বারবার শিল্প সম্ভাবনার কথা উঠলেই উঠে এসেছে শালবনীর নাম। ২০০৯ সাল থেকে আশায় বুক বেঁধেছিল শালবনিবাসী। একের পর এক শিল্প গড়ে তোলার ঘোষণা করা হলেও একটি সিমেন্ট কারখানা ছাড়া আর কিছুই জোটেনি শালবনিবাসীদের ভাগ্যে। সরকার বদল হলেও বদল হয়নি শালবনীবাসীদের ভাগ্য। ২০০৯ সালে জিন্দালরা এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য শিলান্যাস করেছিলেন। সেই শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর কনভয়ের উপরে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায় মাওবাদীরা। এরপর থেকেই জিন্দাল গোষ্ঠী ইস্পাত কারখানা গড়ে তোলা থেকে সরে আসে। এই ইস্পাত কারখানা করার জন্য রাজ্য সরকার এবং গ্রামবাসীদের কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার একর জমি অধিগ্রহণ করেছিলেন সেই সময় জিন্দালরা। কারখানার স্বার্থে সেই সময় বহু মানুষ তাদের চাষ জমি দিয়েছিলেন কারখানা গড়ার লক্ষ্যে। জমি দাতাদেরকে আশ্বস্ত করা হয়েছিল কারখানা হলে পরিবার পিছু চাকরি দেওয়া হবে বলে। কিন্তু সেসব আর কিছুই হয়নি। বেশ কয়েক বছর পর সেখানে জিন্দালরা তাদের জমিতে একটি ছোট্ট অংশে সিমেন্ট কারখানা করেন। ফলে বাকি অধিকৃত জমি পড়েই থাকে। সেই সিমেন্ট কারখানাতে জমি দাতাদের একাংশকে কিছু অস্থায়ী কর্মী হিসেবে কাজ দেওয়ানো হলেও বহু মানুষ কর্মহীন অবস্থায় রয়েছে। তারা আজ হতাশ। এরপর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন শালবনিতে তিনি ইস্পাত কারখানা করবেন। রাজ্য সরকারও জানিয়েছিল জিন্দালদের অধিকৃতY জমিতেই সেই কারখানা গড়বে সৌরভ। তখনো আশায় বুক বেঁধেছিলেন শালবনিবাসীরা। পরে ঠিক হয় সৌরভ সেই ইস্পাত কারখানা করবেন চন্দ্রকোনা রোড এর ডুকি এলাকায় প্রয়াগ ফিল্ম সিটির জমিতে। যদিও আজ তাও বিশবাও জলে। ফের হতাশ হতে হয় শালবনিবাসীদেরকে। এরপর আবার নতুন করে জিন্দালরা ঘোষণা করে তাদের পড়ে থাকা জমিতেই ৮০০ মেগাওয়াট করে দুটি অর্থাৎ ১৬০০ মেগাওয়াট এর পাওয়ার প্লান্ট গড়ে তুলবে তারা। সেই মতো গত এপ্রিল মাসে ঘটা করে পাওয়ার প্লান্টের শিলান্যাস করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নতুন করে আবার আশা দেখেছিল শালবনিবাসীরা। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও শিলান্যাস এর জায়গায় আগাছা পরিষ্কার ছাড়া তেমনভাবে কোন কাজই এগোয়িনি। ফাঁকা পড়ে রয়েছে গোটা এলাকা। এলাকাবাসীরা বলছেন মাঝে মাঝে কয়েকটি গাড়ি আনাগোনা করতে দেখতে পাওয়া যায়। এর বেশি তারা কাজের কোন অগ্রগতি দেখতে পাননি। গ্রামবাসীদের কেউ কেউ এখনো আশাবাদী আবার অধিকাংশরাই হতাশ। কেউ আবার বলছে, ভোটের গিমিক। গ্রামবাসীদের অনেকেই মনে করছেন শিল্প আর এই গ্রামে হবে না। ফলে কর্মসংস্থানও আর হবে না। অনেকে তো আবার এখন মনে করছেন জমি দিয়েই ভুল করা হয়েছে। জমি থাকলে অন্তত চাষ করে খাওয়া যেত। আজকের দিনে যেখানে দিকে দিকে বিভিন্ন ছোট বড় কারখানায় বিশ্বকর্মা পূজো করা হচ্ছে সেখানে শালবনিতে কারখানা করার জন্য অধিগৃহীত জমি শুনশান অবস্থায় পড়ে রয়েছে। চরছে গরু ছাগল। কারখানা না হওয়ার ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। ইতিমধ্যেই জমিদাতা সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ডিসেম্বর মাস পর্যন্ত দেখবেন জিন্দালদের পাওয়ার প্লান্টের কাজের কি অগ্রগতি হয়েছে। সেভাবে যদি কোন কাজ না করা হয় তাহলে তারা আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এখন দেখার সত্যিই কি বড় কারখানা আদেও হবে শালবনিতে। ছবি বাইট 2c তে Slug- 1709ZG_WMID_SALBONI_FAC_R বাইট ১)ননীগোপাল বর্মা(এলাকাবাসী) ২)বিমান চালক(এলাকাবাসী) ৩)বিভীষণ চালক(এলাকাবাসী) ৪)প্রল্লাদ মাহাত(এলাকাবাসী) ৫) পরিষ্কার মাহাত (জমিদাতা সংগঠনের নেতা) ৬) ওয়াক থ্রু
3
comment0
Report
ABArup Basak
Sept 17, 2025 11:19:36
Mal Bazar, West Bengal:*বিশ্বকর্মা পুজা উপলক্ষে ধুপঝোড়া গাছ বাড়িতে সারম্বরে হাতি পুজা...* এই বাংলার সাবেক কালের প্রথা রয়েছে বিশ্বকর্মা পুজার দিন ঘুড়ি ওড়ানো হয়।উত্তরের ডুয়ার্সে হাতিকে এদিন মহাসমারোহে পুজা করা হয়। তাই বিশ্বকর্মা পুজোর দিন এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো ডুয়ার্স। প্রতিবছর নিয়ম নিষ্ঠা মেনে এই বিশেষ দিনেই দেব শিল্পী বিশ্বকর্মার বাহন হাতি পুজোর আয়োজন করে গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। গত দুই দশকের বেশি থেকে মেটেলি ব্লকের ধুপঝোড়া গাছ বাড়ি এলিফ্যান্ট ক্যাম্পে হাতি পুজোর আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের বন্যপ্রাণ বিভাগ। বুধবার সকাল থেকেই এই পুজো উপলক্ষে সাজো সাজো রব ছিল ধুপঝোড়ায়। সকালে মূর্তি নদীতে হাতিদের স্নান করিয়ে নিয়ে এসে তাদের রং বেরংয়ের খড়ি মাটি দিয়ে সাজ সজ্জার কাজ করেন মাহুতরা। ফুল, মালা, খড়িমাটি দিয়ে সাজানো হয় ডায়না, ফাল্গুনী ,কাবেরী সহ অন্যান্য কুনকি হাতিদের। বিশ্বকর্মা পুজোর শেষে হাতিদের বরণ করেন গ্রামের মহিলারা, পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে পুজো করা হয় হাতিদের। গজরাজদের আখ, কলা ও বিভিন্ন ফল-মূল খেতে দেন গ্রামবাসীরা। এই পুজো উপলক্ষে প্রচুর পর্যটক ভিড় জমান ধুপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। বছরের এই একটি বিশেষ দিনে হাতিদের সেবা করার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। পুজোর পর সর্বসাধারণের জন্য ভোগের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় বন দফতরের তরফে। হাতি পুজা উপলক্ষে এদিন তাদের ছুটি। আজ হাতিরা বিশ্রাম নেবে। গতকাল থেকে খুলে গেছে বনের দরজা তাই ব্যাস্ততা শুরু হবে কুনকি হাতিদের। আজ পুজা উপলক্ষে বিশ্রাম। বহু পর্যটকেরা এদিন হাতি পুজো দেখেন। বাইট ১) সুপর্না চাকি পর্যটক। 1709ZG_MAL_HATI_PUJO_R
2
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 17, 2025 10:35:32
Rajpur Sonarpur, West Bengal:বলাকা সংসদ ও পাঠাগারের ৬৩ তম দুর্গাপুজো: মোবাইল নির্ভরতার বিপদই থিম সোনারপুরঃ সোনারপুরের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে বলাকা সংসদ ও পাঠাগারের অবদান দীর্ঘদিনের। এ বছর তারা ৬৩ তম দুর্গাপুজো উদযাপন করছে। শুধু পূজা নয়, সারাবছর জুড়ে নানা সামাজিক কাজকর্মে তাদের সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এবারের পূজোতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা সমাজকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছেন। আধুনিক জীবনে সম্পর্কের উষ্ণতা ক্রমশ হারিয়ে যাচ্ছে। নেট দুনিয়ার আগ্রাসনে ছোট থেকে বড় সকলে আজ মোবাইলের ওপর নির্ভরশীল। সকাল শুরু হয় মোবাইল সার্চ দিয়ে, কেনাকাটা থেকে আড্ডা—সবই ডিজিটাল দুনিয়ার ভরসায়। এই প্রবণতা আমাদের বাস্তব সম্পর্কগুলোকে দুর্বল করে তুলছে, পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। এই বাস্তব অথচ কঠিন সত্যকেই এবারের দুর্গাপুজোয় তুলে ধরেছে বলাকা সংসদ ও পাঠাগার। তাদের প্যান্ডেল সজ্জায় ফুটে উঠবে কিভাবে মানুষ ক্রমশ ভার্চুয়াল জগতের বন্দি হয়ে পড়ছে। একদিকে প্রযুক্তির সুবিধা, অন্যদিকে মানবিক সম্পর্কের অবক্ষয়—এই বৈপরীত্যকেই তারা শিল্পের মাধ্যমে প্রকাশ করছে। আয়োজকদের মতে, পূজো শুধু ভক্তির উৎসব নয়, বরং সমাজকে নতুন করে ভাবতে শেখানোরও সুযোগ। তাই এবারের থিম—“নেট দুনিয়ার গ্রাস”—হচ্ছে এক সতর্কবার্তা। প্রযুক্তি ব্যবহার হোক সচেতনভাবে, সম্পর্ক ও পরিবেশকে বাঁচিয়ে রাখাই হোক মূল লক্ষ্য—এমনই বার্তা ছড়িয়ে দিতে চায় বলাকা সংসদ ও পাঠাগারের ৬৩ তম দুর্গাপুজো। বাইট – সুমিত রায় চৌধুরী, থিম মেকার পার্থ দাস, পুজো কমিটির সভাপতি রঞ্জিত রায়, সাধারণ সম্পাদক
2
comment0
Report
STSrikanta Thakur
Sept 17, 2025 10:15:36
Dinajpur, Rangpur Division:নরেন্দ্র মোদির ৭৫ তম জন্ম দিবসে জেলায় সিনিয়র সিটিজেনদের মধ্যে তাদের প্রয়োজনমতো চিকিৎসা সামগ্রী বিতরণ ক্যাম্পের সূচনা করলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকারের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রণালয়ের অধীনে কৃত্রিম অঙ্গ উৎপাদনকারী এই সংস্থা সহযোগিতায় জেলার ৮৪৩ জন বয়স্ক মানুষের মধ্যে ৪ হাজার ৫৫১ টি যন্ত্র ও যন্ত্রাংশ প্রদান করা হবে আগামী দুদিন। বুনিয়াদপুর শহরে আগামীকাল অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। বুধবার দুপুরে বালুরঘাট মিউজিয়ামের সামনে যন্ত্রাংশ প্রদান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বুধবারের ক্যাম্প থেকে প্রায় আড়াইশো বয়স্ক মানুষের মধ্যে মেডিকেল হেল্পের জন্য বিভিন্ন যন্ত্র প্রদান করা হয়। যেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ১/ সুকান্ত মজুমদার সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 1709ZG_SDIN_MP_HELP
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 17, 2025 10:15:14
0
comment0
Report
ALArup Laha
Sept 17, 2025 09:48:26
Belna, West Bengal:তীর্থ যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে।দুর্ঘটনায় মৃত্যু হয় এক তীর্থযাত্রীর। আহত হয় কমবেশি ৩৫ জন যাত্রী। এর মধ্যে ২১ জন যাত্রীকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে একজন তীর্থ যাত্রীর মৃত্যু হয়।মৃতের নাম রামদেব মিশ্র(৪৫)। বুধবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হুগলির বসিপুরের কাছে উত্তরপ্রদেশ থেকে আসা বাসটি সামনে থাকা একটি চলন্ত লটির পিছনে ধাক্কা মারে। পুলিশের অনুমান বাসের চালক ঘুমিয়ে পড়াতেই বিপত্তি। দুর্ঘটনার পর হুগলির গুড়াপথানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ৫৬ জন তীর্থ যাত্রী নিয়ে উত্তর প্রদেশ থেকে বাসটি প্রথমে যায় দেওঘর।সেখান থেকে বুধবার গঙ্গাসাগর যাবার পথে জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে। বাকী তীর্থ যাত্রীদের গুড়াপের একটি কমিউনিটি হলে পুলিশ উদ্ধার করে থাকার ব্যবস্থা করে। বাইট ১।সীতারাম বার্মা (আহত ), বাইট ২।সুপ্রসাদ তিওয়ারি(আহত)। 170925ZG_BWN_BUS
2
comment0
Report
BSBidhan Sarkar
Sept 17, 2025 09:47:52
Chinsurah, West Bengal:বিশ্বকর্মা পুজোয় অন্ধকার হিন্দমোটরেও,ক্ষু্দ্র শিল্পে পুজিত হন যন্ত্রের দেবতা। হুগলি শিল্পাঞ্চলের পরিচিতি ছিল গঙ্গাপারের জুটমিল আর কয়েকটি কারখানাকে কেন্দ্র করে।এক সময়ের গর্ব ডানলপ আর হিন্দুস্থান মোটর এখন অন্ধকারের অতলে তলিয়ে গেছে।এখানে বিশ্বকর্মা পুজোর আনন্দ আর নেই।সেই উৎসব,আলো,মেলা খাওয়া দাওয়া বিশ্বকর্মা পুজোয় যা কিছু হত তা আর নেই। দেশের সর্ববৃহৎ অটোমোবাইল কারখানা হিন্দমোটরের হিন্দুস্থান মোটরে তালা ঝুলেছে।২০১৪ সালে সাসপেনশানের নোটিশ ঝোলার পর আর খোলেনি কারখানার গেট।চরম অনিশ্চয়তার মধ্যে হিন্দমোটরের শ্রমিকরা।এমন অবস্থায় পুজো উৎসব হয়না।আর তাই এক সময় হাজার হাজার লোক বিশ্বকর্মা পুজোর দিন যে ভাবে মেতে উঠত সেসব আর দেখা যায়না। গঙ্গা তীরবর্তী হুগলি শিল্পাঞ্চলের ছবিটা বদলেছে অনেকদিন।জুটমিল গুলোতে আগে স্থায়ী শ্রমিক কাজ করত বেশি।বর্তমানে অস্থায়ী ঠিকা শ্রমিকের ভীর। অন্যদিকে সিঙ্গুর পরবর্তী সময়ে জেলায় বড় শিল্প হয়নি।বদলে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে।ডানকুনি থেকে সুগন্ধা দিল্লী রোডের দুই পাশে এই শিল্পে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে।তবে স্থায়ী শ্রমিকের সংখ্যা দিনদিন কমছে। এক সময় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর তার বিপরীতে হুগলি ও হাওড়া শিল্পাঞ্চল ছিল দেশের গৌরব।যেখানে হাজার হাজার শ্রমিক কাজ পেত।এখন সেই গরিমা আর নেই।
0
comment0
Report
PDPradyut Das
Sept 17, 2025 09:47:24
Jalpaiguri, West Bengal:2C 1709ZG_JAL_MOHILA_PUROHIT_R বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজিক্যাল বিভাগে। এবার‌ই প্রথম বেশ ঘটা করে এই পুজোর আয়োজন করা হয়। পুজো করেছেন মেডিক্যাল ছাত্রী‌ শ্রীজিতা‌ ভট্টাচার্য। বিষয়টি নিয়ে খুব উচ্ছ্বসিত হাসপাতালের প্যাথলজিক্যাল বিভাগের কর্মী‌ ও ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ির দশতলা হাসপাতাল ভবনের অন্যান্য কর্মীরাও অংশগ্রহণ করেন পুজো অনুষ্ঠানে। পুজো শেষে পুরোহিতের দায়িত্ব পালন করা শ্রীজিতা‌ ভট্টাচার্য বলেন, আমি এর আগে বাড়িতে পুজো করেছি। এবার‌ই প্রথম হাসপাতালে অনুষ্ঠিত হ‌ওয়া‌ পুজো করার জন্য উৎসাহিত করেছে বন্ধুরা। সবাই মিলে উৎসাহ দেওয়ায় বিশ্বকর্মা পুজো করতে পেরে খুব ভালো লাগছে। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 17, 2025 09:18:24
Kolkata, West Bengal:*সোমবার নিখোঁজ আর মঙ্গলবার সন্ধ্যায় দেহ উদ্ধার, পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তবে কি ভাবে মৃত হলো পরিবার সহ এলাকার মানুষ জনেরকাছে অজনা ,তদন্ত করছে মহেশতলা থানার পুলিশ, তবে দেহ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সুনিশ্চিত হবে তদন্ত কারি আধিকারিকেরা।* দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সন্তোষপুর মোল্লার গেট গভর্নমেন্ট কলোনির " ব্লক এ " বাসিন্দা রাজেশ ঘোষ বয়স ২৯ গতকাল থেকে নিখোঁজ থাকার পর মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পূর্ব মন্ডলপাড়া ( বোমা পাড়া )য় সন্ধ্যার সময় পুকুরে ভাসতে দেখে এলাকার মানুষ মহেশতলা থানায় খবর দিলে মহেশতলা থানার পুলিশ এসে পুকুর থেকে ঐ ব্যক্তি কে এবং একটি সাইকেল ও মোবাইল উদ্ধার করে । এলাকার মানুষের বক্তব্য পুকুর ও রাস্তার জল সমান হয়ে যাওয় এবং রাস্তায় বাম্পার থাকার কারণে হয়তো বুঝতে না পেরে জলে পড়ে । বাম্পারের পাশেে পুকুর থেকে সাইকেল এবং পুকুরের অন্য প্রান্ত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেে মহেশতলা থানার পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে ।
3
comment0
Report
ABArup Basak
Sept 17, 2025 09:18:08
Mal Bazar, West Bengal:*সব উন্নয়ন কি আদিবাসী দফতর করবে?" — পাঁচ বছর ধরে ভেঙে পড়া কালভার্ট নিয়ে বিতর্কিত মন্তব্য মন্ত্রীর...* ২০০০ সালে মাল মহকুমার মেটেলি ব্লকের ইংডং গ্রাম পঞ্চায়েতের আইভিল চা বাগানে জাহাদি নদীর ওপরের বড় কালভার্টটি জলের তোড়ে ভেসে গিয়েছিল। তার পর কেটে গিয়েছে দীর্ঘ পাঁচ বছর, তবু ফেরেনি সেই কালভার্ট। বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে বাধ্য এলাকার কয়েক হাজার মানুষ, যার বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। এই পরিস্থিতিতে এবার ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। দাবি উঠেছে—আরও দেরি হলে ভোট বয়কটের পথে হাঁটবেন তাঁরা। প্রশাসনের কাছে বহুবার দরবার করেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ তাঁদের। স্থানীয় বাসিন্দা সুজিত লোহার ও মার্টিন টেটে জানান, “পঞ্চায়েত থেকে বিডিও, এমনকি মন্ত্রীর কাছেও গেছি। কিন্তু পাঁচ বছরেও এই জরুরি সমস্যার সমাধান হয়নি। অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না গ্রামে। কারও অসুস্থ হলে কাঁধে তুলে সাঁকো পার করাতে হয়।” এই ইস্যুতে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন এলাকার বিধায়ক তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক। তাঁর মন্তব্য, সব কাজ কি আদিবাসী উন্নয়ন দফতর করবে? অন্যান্য দফতরও আছে তো! অনেক কাজ হয়েছে, যা হয়নি সেগুলো আগামীতে হবে। তাঁর এই বক্তব্য ঘিরেই আরও জোরালো হয় বিতর্ক। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন—তাঁর দফতরের দায়িত্ব আদিবাসীদের উন্নয়ন নিয়ে, অথচ এই মর্মান্তিক দুর্ভোগে কেন তিনি পাশে দাঁড়াচ্ছেন না? মুল নিবাদি আদিবাসী বিকাশ পরিষদের অন্যতম সদস্য রাজেস লাকড়া বলেন, মন্ত্রী হয়ে এধরনের বক্তব্য মোটেই শোভা পায় না। এত বছর ধরে আদিবাসীরা যে কষ্টে আছে, সেটা কি তিনি দেখেন না? তাহলে তিনি কিসের মন্ত্রী? আগামী নির্বাচনে মানুষ এর জবাব দেবে। একদিকে ভাঙা কালভার্ট, অন্যদিকে ভাঙা ভরসা—এই দুইয়ের চাপে জেরবার আদিবাসী অধ্যুষিত আইভিল চা বাগানের এই এলাকা। সামনে বিধানসভা ভোট। এই মুহূর্তে প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা। বাইট ১) আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। ২) স্থানীয় বাসিন্দা সুজিত লোহার ৩) এলাকার বয়স্ক মানুষ মার্টিন টেটে। ৪) মুল নিবাসি আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেস লাকড়া। 1709ZG_MAL_SETU_DAMAGE_R
3
comment0
Report
KMKIRAN MANNA
Sept 17, 2025 09:05:20
Dihierench, West Bengal:*পাঁশকুড়ার ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানের বার বারন্তের কারণ প্রাক্তন মন্ত্রীপূত্র, পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এসে বিস্ফোরক মন্তব্য অভয়া মঞ্চের প্রতিনিধি দলের, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে দাবি প্রাক্তন মন্ত্রীর* পাঁশকুড়া ধর্ষন কাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানের বারবারন্তের কারণ প্রাক্তন মন্ত্রীপুত্র ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্র। মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এসে হাসপাতালের অস্থায়ী কর্মীদের সাথে দেখা করলেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চ এই দুই সংগঠনের ৮ সদস্যের প্রতিনিধি দল।অস্থায়ী কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি মিছিল করেন এবং কর্মীদের আইনি পরামর্শের আশ্বাস দেন।পাশাপাশি বিস্ফোরক প্রতিনিধি দলের এক সদস্য পবিত্র গোস্বামী।পবিত্র গোস্বামী বলেন *জাহির আব্বাসের বাড় বারন্তের কারণ বোধিসত্ত্ব মহাপাত্র,যিনি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে।তার হাত মাথায় রেখে এই ধরনের বিভিন্ন ঘটনা দীর্ঘদিন ধরে হয়ে চলেছে*। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই ডাক্তার বোধীষ্যত্ব মহাপাত্র দীর্ঘদিন পাঁশকুড়ার BMOH পদে ছিলেন। পবিত্র গোস্বামীর এই মন্তব্যের পরেই সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। সৌমেন মহাপাত্র বলেন আমার ছেলে bmoh ছিলেন ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের। বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সুপারিনটেনডেন্টের আন্ডারে। যারা অভিযোগ করছেন তারা তফাৎটাই জানেন না। তিনি অভয়া মঞ্চের ডাক্তারদের বক্তব্যকে চ্যালেঞ্জ করে বলেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ছেলেকে জড়ানো হচ্ছে। এর পূর্বেও আরজিকর কান্ডে জড়ানো হয়েছিল। কোন লাভ হয়নি। যদি প্রমাণ করতে পারে, শাস্তি মাথা পেতে নেব। না পারলে আইনি লড়াইয়ের হুশিয়ারি দিলেন।
0
comment0
Report
Advertisement
Back to top