Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

मेदिनीपुर कराटे जिला चैंपियनशिप से state स्तर तक की चुनौती!

CDChampak Dutta
Sept 15, 2025 01:46:51
Kaji Chak, West Bengal
ফুল কনট্রাক্ট মার্শাল আর্টের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে। এখান থেকে যারা উত্তীর্ণ হবে তারা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তারপর বিজয়ীরা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে যারা কোয়ালিফাই করবে তারা আগামী ২৬ সালে কুয়েতে হওয়া এশিয়া চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। মূলত এটা ছিল ঝাড়াই বাছাই পর্ব। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করেছিল প্রায় দুই শতাধিক প্রতিযোগী। মূলত কাতা এবং কুমি এই দুই বিভাগে বেশি প্রতিযোগিরা অংশগ্রহণ করেছে। কারণ এই খেলাতেই বিশ্বব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়। প্রতিযোগিতার শেষে সমস্ত বিভাগের প্রতিযোগীদের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। সর্বভারতীয় কিওকুশিন ক্যারাটে ইউনিয়নের সভাপতি এবং মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউট এর সম্পাদক সোমনাথ দে দাবি করেন, শরীর মনকে যদি শক্ত করতে হয় এবং সমস্ত দিক থেকে চ্যালেঞ্জের মুখ থেকে যদি নিজেদেরকে বের করে আসতে হয় তাহলে অবশ্যই মার্শাল আর্ট করতে হবে। ছবি বাইট 2c তে SLUG- 1509ZG_WMID_KARATE_R বাইট ১) সোমনাথ দাস (সর্বভারতীয় কিওকুশিন ক্যারাটে ইউনিয়নের সভাপতি এবং মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউট এর সম্পাদক)
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Sept 15, 2025 03:19:41
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 15, 2025 03:19:20
Bhandar Puara, West Bengal:পুরুলিয়া : শহরের পুজোর মতো এখানে চাকচিক্য বা থিমের বাহার থাকে না, এখানে মা দুর্গার পুজো হয় ভক্তি আর নিষ্ঠার সঙ্গে প্রকৃতির কোলে । কংসাবতী নদীর তীরে জয়পুর ও আড়ষার মাঝে ঘন জঙ্গলে ঘেরা পুরুলিয়ার অন্যতম পর্যটন স্থল দেউলঘাটা । এখানেই পূজিত হয় প্রায় আড়াই হাজার বছরের পুরানো পাথরের দুর্গামূর্তি । পাল বংশের আমলে প্রাচীন বৌদ্ধমন্দিরের আদলে তৈরি মন্দির ৷ একাধিক দেউল মন্দিরের গায়ে রয়েছে পাথরের নানা ভাস্কর্য ৷ শুধু মা দুর্গা অন্যান্য অন্যান্য দেব দেবীর পাথরের মূর্তির পুজো হয় এই মন্দিরে । চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা জানা অজানা ইতিহাস। অন্যান্য দুর্গা মূর্তিতে দেবীর বাঁ পা মহিষের উপর থাকে ৷ কিন্তু এখানকার পাথরের দুর্গা মূর্তিতে দেবীর ডান পা রয়েছে মহিষের উপর ৷ নিত্যদিন পুজো হয় দেবীর ৷ দুর্গা পুজোর সময় আলাদা চেহারা নেয় এই দেউলঘাটা মন্দির । চলে ভান্ডারা । প্রকৃতির কোলে মায়ের পুজো দেখতে ভিড় জমায় বহু দর্শনার্থী । কথিত আছে, এক সময় তাম্রলিপ্তের বণিকরা ঝাড়খন্ডে বাণিজ্যের কাজে আসতেন ৷ সেই সময় কংসাবতী নদীর তীরে এই দেউলঘাটায় নৌকা বেঁধে রাখতেন তাঁরা ৷ এই মন্দিরটিতে এসে তাঁরা দেবীর পুজো দিতেন ৷ তারপর কেটে গেছে দু'হাজার বছরের বেশি সময় । দুর্গা পুজোর চারদিন ভিড় জমে দেউলঘাটা মন্দিরে ৷ নিয়ম মেনে ষষ্ঠীতে হয় দেবীর বোধন । জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও দর্শনার্থীরা আসেন এখানে ৷ শহরের পুজোর তেমন জাঁকজমক না থাকলেও থাকে শুধু ভক্তি ও নিষ্ঠা । পুজো হয় প্রকৃতির কোলে ৷ বাইট: ১) সঞ্জয় গাঙ্গুলি (মন্দিরের পুরোহিত) ২) সুজয় দত্ত (স্থানীয় শিক্ষক)
2
comment0
Report
AGAyan Ghosal
Sept 15, 2025 02:18:39
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) আজ থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। দক্ষিণে ৬ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি। বাকি সমস্ত জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ এবং দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ২) ৪৯ দিনে বঙ্গোপসাগরে ১৫ তম নিম্নচাপ।উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে ছত্রিশগড়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। ফলে বৃষ্টি বাড়বে। ৩) দেশের পশ্চিমাঞ্চলের ৩ রাজ্যে আজ বিকেলের মধ্যে আনুষ্ঠানিক ভাবে এই বছরের মতো বিদায় নেবে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা। এর মধ্যে রাজস্থানে গতকাল বর্ষা বিদায় নিয়েছে। পাঞ্জাব এবং গুজরাট থেকেও আজ বর্ষা বিদায় নিতে পারে। ৪) দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে সপ্তাহের শুরুতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৫) বিশ্বকর্মা পুজোর সিন বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে সেদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া। ৬) বৃহস্পতিও শুক্রবার বৃষ্টি আরো কমবে। কিছু জেলার কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ৭) মহালয়ার আগের দিন শনিবার ফের কিছুটা বাড়তে পারে বৃষ্টি। মহালয়ার দিন রবিবার দক্ষিণের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলায় অসহ্য ঘর্মাক্ত পরিস্থিতি। ৮) উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ৯) মঙ্গলবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং সহ পাঁচ জেলায়। দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ১০) কলকাতায় বিশ্বকর্মা পুজোর আগের দিন মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির আগে পরে চূড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
7
comment0
Report
AGAyan Ghosal
Sept 15, 2025 02:18:34
Kolkata, West Bengal:METRO SECURITY *দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুন, এবার নড়েচড়ে বসল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে মেট্রো স্টেশনে বাড়ল নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ৮০০ জন অতিরিক্ত আরপিএফ।* দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রোয় নিরাপত্তার জন্য মাত্র ১০০ জন আরপিএফ জওয়ান মোতায়েন রয়েছেন। এই তথ্য সামনে আসার পর অনেকেই মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। এই আবহে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড় পদক্ষেপ করল কলকাতা মেট্রো। প্রত্যেকটি স্টেশনে প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানিং মেশিন এবং অন্যান্য নিরাপত্তা পরিকাঠামোকে ঢেলে সাজানো হবে। প্রতিটি গেটে বসানো স্ক্যানার ব্যাগ ঢোকানোর পর সেটি যতক্ষণ পর্যন্ত অন্য প্রান্তে না যাচ্ছে ততক্ষণ স্ক্যানার মনিটরে চোখ রাখবেন নিরাপত্তা রক্ষীরা।
3
comment0
Report
PCPartha Chowdhury
Sept 15, 2025 01:47:03
Bardhaman, West Bengal:আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাংলার সর্ববৃহৎ সামাজিক উৎসব দুর্গাপুজা। পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। এ বাংলার গ্রামাঞ্চলে আজও রয়ে গেছে বেশ কিছু পুরনো পুজো। আজ আমরা শুনবো মঙ্গলকাব্যের পীঠস্থান বর্ধামানে দক্ষিণ দামোদর এলাকার কামালপুর বসু বাড়ির পুজোর গল্প।দামোদর নদের জল এনে আজও এ পুজোর সূচনা হয়। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের এক প্রাচীন জমিদার বাড়ি আজও ধারা বহন করছে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের। প্রায় ৩০০ বছরের পুরোনো কামালপুর বোস বাড়ির পুজোর সূচনা করেছিলেন দেবনারায়ণ বসু। শোনা যায়, পলাশী যুদ্ধের কিছু আগে থেকেই শুরু হয়েছিল এই পুজো। পরে দেবনারায়ণ বসু ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান পদেও নিযুক্ত হন। গ্রামের প্রাচীন নাম ছিল কমলপুর। সেই সময়ের আচার-অনুষ্ঠান মেনেই আজও এই পুজো অনুষ্ঠিত হয়। এক সময় এখানে পাঠা বলির প্রচলন থাকলেও সন্তোষ কুমার বসু সেই প্রথা বন্ধ করেন। তার পরিবর্তে প্রতি বছর দেবীকে উৎসর্গ করা হয় ১০৮টি লাল পদ্ম। এছাড়া দামোদরের স্রোত থেকে ঘট ভরে আনা হয়, কলা বউকে সঙ্গে নিয়ে গ্রাম প্রদক্ষিণের পর প্রতিষ্ঠা হয় ঘটের। এখানকার সাত মহুলা মন্দিরে বসেই আয়োজন হয় দুর্গাপুজোর। একসময় এই উপলক্ষে যাত্রার আয়োজন করা হতো, তবে এখন আর হয় না। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য, শোভাবাজার দেব বাড়ির মতো এখানে খিচুড়ি নয়, ভোগে মাকে নিবেদন করা হয় লুচি,সুজি, মালপোয়া। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বসু পরিবারের সদস্যরা পুজোর সময় ফিরে আসেন বাড়িতে। একসাথে মিলিত হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলেছে এই ঐতিহ্যের উৎসব। বাইট ১) ড: শ্রীকান্ত বসু (সদস্য) ২) রায় রায় (স্থানীয়) ৩) স্বপন পাল (শিল্পী) 1509ZG_PA_BWN_BOSE
8
comment0
Report
SCSandip Chowdhury
Sept 14, 2025 18:45:35
Katwa, West Bengal:২০২৬ সালে মে মাসে চতুর্থবারের জন্য এক শুভদিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলে আমি কাটোয়ায় তিনদিনের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করব বলে ঘোষণা করলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন।রাজ্য সরকারের উদ্যোগে বাংলার প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জানাতে কাটোয়া সংহতি প্রেক্ষাগৃহে দুদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের গান গাইতে উঠে মঞ্চ থেকে মন্ত্রী ইন্দ্রনীল সেন একথা বলেন। যদিও তিনি যোগ করেন মুখ্যমন্ত্রী যদি তাকে এই দপ্তরের মন্ত্রী করেন তবেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন সম্ভব হবে।রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘোষণায় উপস্থিত শ্রোতারা হাততালি দিয়ে স্বাগত জানান। এই দিন তিনি বাংলার সভ্যতা, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কথা বলার জন্য নাম না করে বিজেপি কে কটাক্ষ করেন তিনি। এর পাশাপাশি তিনি আরো বলেন মানুষ বুঝতে পারছে যে বাংলা , বাঙালি তার নিজের জায়গায় রয়েছে, বাংলা তার সংস্কৃতি নিয়ে আরো এগিয়ে যাবে। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে সাংস্কৃতিক ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তিনি সঙ্গে আছেন তার পাশাপাশি সমস্ত বাঙালি তার পাশে আছে বলে জানান তিনি। এই দিনের অনুষ্ঠান মঞ্চে নিজের মেজাজে গান গেয়ে প্রেক্ষা গৃহ মাতিয়ে তোলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের তথ্য সংস্কৃতি প্রতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বাইট: ১) ইন্দ্রনীল সেন, গায়ক তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, প ব রাজ্য।
14
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Sept 14, 2025 18:45:13
Kolkata, West Bengal:*সুকান্ত মজুমদার বাইট* *প্রধানমন্ত্রীর সফর* একটি সরকারি মিটিং এ এসেছেন প্রধানমন্ত্রী । রাত্রিবাস করবেন রাজ ভবন এ। রাজনাথ সিং এসেছেন। এই বৈঠকের গুরুত্ব অনেকখানি। *আজ বিমান বন্দরে প্রধানমন্ত্রী* আমরা বিমানবন্দরের ভিতর থেকে বুঝেছিলাম কর্মীদের দেখে উৎসাহিত বোধ করেছেন কনভয় দাড়িয়ে গেছিল। বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও এই ভালবাসা কর্মীর প্রতি এই কারণেই তিনি অন্যদের থেকে আলাদা । *গুলশান কলোনির ঘটনা* কে কার বিরুদ্ধে স্পষ্ট করে বলতে বলুন। ওখানকার বিধায়ক এর বিরুদ্ধে কি কাউন্সিলর মিছিলে হাঁটছেন সেটা আগে বলুন। আর যারা হাঁটছে তারা কতজন ভারতীয় সেটাও দেখার। *ব্রাত্য বসু এর বক্তব্য বাইরের রাজ্যের পরীক্ষার্থী নিয়ে* ব্রাত্য বসুকে বলুন পরিযায়ী শ্রমিকদের কত আছে রাজ্য থেকে সেটার হিসেব দিতে । পরীক্ষা দিতে যাওয়ার রেয়াজ বিভিন্ন রাজ্য থেকে অনেকদিনের। এটাকে আলাদা করে দেখানোর কোনো কারণ নেই । শিক্ষা বাড়ছে অন্য রাজ্যে ।কলকাতার কলেজে অনার্সের সিট ফাঁকা বাংলার অবস্থা এটা। ব্রাত্য বসু এটা নিয়ে ভাবুন কেনো কলকাতার ছাত্র ছাত্রীদের চাকরি নিয়ে শিক্ষা নিয়ে অনিহা বাড়ছে। *মিমি চক্রবর্তী ইডি ডাক* তৃণমূল কংগ্রেস গোটাটা নর্দমা । ওখানে দেব মিমি যে থাকুক চোর থাকবে । তৃণমূলে যোগ দিতে হলে চোরদের কার্ড লাগবে । আর মিমি চক্রবর্তী যদি যুক্ত থাকেন জবাব দিতে হবে।
14
comment0
Report
NRNarayan Roy
Sept 14, 2025 18:15:10
Siliguri, West Bengal:*চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা , অবরোধ হল সেবক রোড* ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। শিলিগুড়ির সেবক রোডের অন্যতম নামী বেসরকারি হাসপাতাল বিরুদ্ধে রোগী মৃত্যুর অভিযোগ তুলে সেবক রোড অবরোধ করলেন রোগীর আত্মীয় পরিজনরা। অভিযোগ , লিভারের সমস্যা নিয়ে বছর ৪৮ এর অর্জুন ছেত্রীকে ভর্তি করানো হলে , রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষনা করে। এর পরই উত্তাল হয় পরিবেশ। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সেবক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজন। তাদের দাবি , কেস সামারি এবং যে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার বহিষ্কারের দাবি তোলেন। বেনিয়মের একাধিক ক্ষোভ উগ্রে দেন রোগীর আত্মীয় পরিজিনেরা৷ অন্যদিকে এই ঘটনার খবর শুনে একই অভিযোগ তুলে মৃত অর্জুন ছেত্রীর পরিবারের সাথে বিক্ষোভ দেখান অন্যান্য মৃতের পরিবারের লোকেরা। তারাও সামিল হন বিক্ষোভে। বেনিয়ম থেকে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন তারা। অন্যদিকে , নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। একের পর এক দ্বায়িত্ব প্রাপ্ত আধিকারিকেরা কিছু বলতেই নারাজ তারা। FEED SEND BY 2 1409ZG_SILI_BLOCK_R
14
comment0
Report
NHNantu Hazra
Sept 14, 2025 16:01:06
14
comment0
Report
NHNantu Hazra
Sept 14, 2025 16:00:52
Salt Lake City, Utah:BJP leader Dilip Ghosh played cricket in EcoPark this morning along with the morning walk. প্রাতঃ ভ্রমণের পাশাপাশি আজ সকালে ইকোপার্কে ক্রিকেট খেললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সন্ধ্যায় এশিয়া কাপে ভারত -পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে যুবদের সাথে ক্রিকেট খেললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। যুবদের উৎসাহ দিলেন তিনি। সবার সাথে ছবি তুললেন দিলীপ ঘোষ।।। দিলীপ ঘোষ, বিজেপি নেতা ইকোপার্ক, নিউটাউন ১) তোপসিয়ায় চাঁদার জুলুম! চাঁদা দিতে না পারায় বেধারক মারধর। এমনকি মাথা ফাটিয়ে দেয়া হয়। ২)আরজি করের চিকিৎসক তরুণীর রহস্যমৃ*ত্যু! বালুরঘাটে বাড়ি। ছাত্রীর পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। ৩)আজ ফের অগ্নিপরীক্ষার মুখোমুখি SSC, আজ একাদশ-দ্বাদশের পরীক্ষা। ৪) আজ বিকাল ৫:৩০ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আপনি কি যাবেন। ৫) ফের বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ৬) শহরজুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক মাদক গ্যাং-এর পর্দাফাঁস! ৩ মহিলা সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার ১০! বাজেয়াপ্ত ৩৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২২ লক্ষ টাকা! যাদবপুর, বিজয়গড় এলাকায় মাদকচক্রের ডেরা - শিক্ষাঙ্গনে মাদক, রাজ্যের মাদক গ্যাং, এ কি নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে?
13
comment0
Report
STSrikanta Thakur
Sept 14, 2025 15:34:11
Dinajpur, Rangpur Division:বেটিং চালানোর অভিযোগে আরো দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন কুনাল দাস (৩৪) ও অপূর্ব সরকার (৩৭)। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলি ও কায়স্থপাড়ায়। রবিবার বেলা ১ টা নাগাদ ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। উল্লেখ্য কিছুদিন আগে অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় চলে অভিযান। পাশাপাশি লোটো চালানোর অভিযোগে সর্বমঙ্গলা থেকে এর আগে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার আরো দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার পর ধৃতদের নিয়ে আসা হয় বালুরঘাটে রঘুনাথপুর এলাকায়। অপূর্ব সরকারের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছে বিছানায় এবং ঠাকুর ঘরের বিভিন্ন জায়গায় এই টাকাগুলি রাখা ছিল। এই মুহূর্তে গণনার কাজ চলছে উপস্থিত রয়েছেন গঙ্গারামপুর মহকুমা পরিধি আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ প্রচুর পুলিশ আধিকারিক ও কর্মী দুটি টাকা গুনার মেশিন আনা হয়েছে টাকা গণনার কাজ চলছে গ্রেপ্তার হওয়া অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের সায়েন্সের শিক্ষক গত 12 তারিখ গ্যাংটক থেকে থেকে গ্রেফতার করা হয়েছে ১০-১২ দিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না আজকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি স্বীকার করেন টাকা রাখা হয়েছে বালুরঘাটে। সকালে ছবি দেওয়া আছে। 2C te. এখন হোয়াটসঅ্যাপে দিলাম। পরে 2c করছি
14
comment0
Report
Advertisement
Back to top