Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

सिलिगुड़ी के निजी अस्पताल में इलाज में चूक, मौत के बाद रोड जाम

NRNarayan Roy
Sept 14, 2025 18:15:10
Siliguri, West Bengal
*চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা , অবরোধ হল সেবক রোড* ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। শিলিগুড়ির সেবক রোডের অন্যতম নামী বেসরকারি হাসপাতাল বিরুদ্ধে রোগী মৃত্যুর অভিযোগ তুলে সেবক রোড অবরোধ করলেন রোগীর আত্মীয় পরিজনরা। অভিযোগ , লিভারের সমস্যা নিয়ে বছর ৪৮ এর অর্জুন ছেত্রীকে ভর্তি করানো হলে , রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষনা করে। এর পরই উত্তাল হয় পরিবেশ। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সেবক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজন। তাদের দাবি , কেস সামারি এবং যে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার বহিষ্কারের দাবি তোলেন। বেনিয়মের একাধিক ক্ষোভ উগ্রে দেন রোগীর আত্মীয় পরিজিনেরা৷ অন্যদিকে এই ঘটনার খবর শুনে একই অভিযোগ তুলে মৃত অর্জুন ছেত্রীর পরিবারের সাথে বিক্ষোভ দেখান অন্যান্য মৃতের পরিবারের লোকেরা। তারাও সামিল হন বিক্ষোভে। বেনিয়ম থেকে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন তারা। অন্যদিকে , নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। একের পর এক দ্বায়িত্ব প্রাপ্ত আধিকারিকেরা কিছু বলতেই নারাজ তারা। FEED SEND BY 2 1409ZG_SILI_BLOCK_R
13
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Sept 14, 2025 18:45:35
Katwa, West Bengal:২০২৬ সালে মে মাসে চতুর্থবারের জন্য এক শুভদিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলে আমি কাটোয়ায় তিনদিনের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করব বলে ঘোষণা করলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন।রাজ্য সরকারের উদ্যোগে বাংলার প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জানাতে কাটোয়া সংহতি প্রেক্ষাগৃহে দুদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের গান গাইতে উঠে মঞ্চ থেকে মন্ত্রী ইন্দ্রনীল সেন একথা বলেন। যদিও তিনি যোগ করেন মুখ্যমন্ত্রী যদি তাকে এই দপ্তরের মন্ত্রী করেন তবেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন সম্ভব হবে।রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘোষণায় উপস্থিত শ্রোতারা হাততালি দিয়ে স্বাগত জানান। এই দিন তিনি বাংলার সভ্যতা, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কথা বলার জন্য নাম না করে বিজেপি কে কটাক্ষ করেন তিনি। এর পাশাপাশি তিনি আরো বলেন মানুষ বুঝতে পারছে যে বাংলা , বাঙালি তার নিজের জায়গায় রয়েছে, বাংলা তার সংস্কৃতি নিয়ে আরো এগিয়ে যাবে। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে সাংস্কৃতিক ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তিনি সঙ্গে আছেন তার পাশাপাশি সমস্ত বাঙালি তার পাশে আছে বলে জানান তিনি। এই দিনের অনুষ্ঠান মঞ্চে নিজের মেজাজে গান গেয়ে প্রেক্ষা গৃহ মাতিয়ে তোলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের তথ্য সংস্কৃতি প্রতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বাইট: ১) ইন্দ্রনীল সেন, গায়ক তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, প ব রাজ্য।
11
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Sept 14, 2025 18:45:13
Kolkata, West Bengal:*সুকান্ত মজুমদার বাইট* *প্রধানমন্ত্রীর সফর* একটি সরকারি মিটিং এ এসেছেন প্রধানমন্ত্রী । রাত্রিবাস করবেন রাজ ভবন এ। রাজনাথ সিং এসেছেন। এই বৈঠকের গুরুত্ব অনেকখানি। *আজ বিমান বন্দরে প্রধানমন্ত্রী* আমরা বিমানবন্দরের ভিতর থেকে বুঝেছিলাম কর্মীদের দেখে উৎসাহিত বোধ করেছেন কনভয় দাড়িয়ে গেছিল। বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও এই ভালবাসা কর্মীর প্রতি এই কারণেই তিনি অন্যদের থেকে আলাদা । *গুলশান কলোনির ঘটনা* কে কার বিরুদ্ধে স্পষ্ট করে বলতে বলুন। ওখানকার বিধায়ক এর বিরুদ্ধে কি কাউন্সিলর মিছিলে হাঁটছেন সেটা আগে বলুন। আর যারা হাঁটছে তারা কতজন ভারতীয় সেটাও দেখার। *ব্রাত্য বসু এর বক্তব্য বাইরের রাজ্যের পরীক্ষার্থী নিয়ে* ব্রাত্য বসুকে বলুন পরিযায়ী শ্রমিকদের কত আছে রাজ্য থেকে সেটার হিসেব দিতে । পরীক্ষা দিতে যাওয়ার রেয়াজ বিভিন্ন রাজ্য থেকে অনেকদিনের। এটাকে আলাদা করে দেখানোর কোনো কারণ নেই । শিক্ষা বাড়ছে অন্য রাজ্যে ।কলকাতার কলেজে অনার্সের সিট ফাঁকা বাংলার অবস্থা এটা। ব্রাত্য বসু এটা নিয়ে ভাবুন কেনো কলকাতার ছাত্র ছাত্রীদের চাকরি নিয়ে শিক্ষা নিয়ে অনিহা বাড়ছে। *মিমি চক্রবর্তী ইডি ডাক* তৃণমূল কংগ্রেস গোটাটা নর্দমা । ওখানে দেব মিমি যে থাকুক চোর থাকবে । তৃণমূলে যোগ দিতে হলে চোরদের কার্ড লাগবে । আর মিমি চক্রবর্তী যদি যুক্ত থাকেন জবাব দিতে হবে।
7
comment0
Report
NHNantu Hazra
Sept 14, 2025 16:01:06
6
comment0
Report
NHNantu Hazra
Sept 14, 2025 16:00:52
Salt Lake City, Utah:BJP leader Dilip Ghosh played cricket in EcoPark this morning along with the morning walk. প্রাতঃ ভ্রমণের পাশাপাশি আজ সকালে ইকোপার্কে ক্রিকেট খেললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সন্ধ্যায় এশিয়া কাপে ভারত -পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে যুবদের সাথে ক্রিকেট খেললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। যুবদের উৎসাহ দিলেন তিনি। সবার সাথে ছবি তুললেন দিলীপ ঘোষ।।। দিলীপ ঘোষ, বিজেপি নেতা ইকোপার্ক, নিউটাউন ১) তোপসিয়ায় চাঁদার জুলুম! চাঁদা দিতে না পারায় বেধারক মারধর। এমনকি মাথা ফাটিয়ে দেয়া হয়। ২)আরজি করের চিকিৎসক তরুণীর রহস্যমৃ*ত্যু! বালুরঘাটে বাড়ি। ছাত্রীর পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। ৩)আজ ফের অগ্নিপরীক্ষার মুখোমুখি SSC, আজ একাদশ-দ্বাদশের পরীক্ষা। ৪) আজ বিকাল ৫:৩০ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আপনি কি যাবেন। ৫) ফের বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ৬) শহরজুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক মাদক গ্যাং-এর পর্দাফাঁস! ৩ মহিলা সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার ১০! বাজেয়াপ্ত ৩৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২২ লক্ষ টাকা! যাদবপুর, বিজয়গড় এলাকায় মাদকচক্রের ডেরা - শিক্ষাঙ্গনে মাদক, রাজ্যের মাদক গ্যাং, এ কি নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে?
6
comment0
Report
STSrikanta Thakur
Sept 14, 2025 15:34:11
Dinajpur, Rangpur Division:বেটিং চালানোর অভিযোগে আরো দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন কুনাল দাস (৩৪) ও অপূর্ব সরকার (৩৭)। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলি ও কায়স্থপাড়ায়। রবিবার বেলা ১ টা নাগাদ ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। উল্লেখ্য কিছুদিন আগে অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় চলে অভিযান। পাশাপাশি লোটো চালানোর অভিযোগে সর্বমঙ্গলা থেকে এর আগে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার আরো দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার পর ধৃতদের নিয়ে আসা হয় বালুরঘাটে রঘুনাথপুর এলাকায়। অপূর্ব সরকারের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছে বিছানায় এবং ঠাকুর ঘরের বিভিন্ন জায়গায় এই টাকাগুলি রাখা ছিল। এই মুহূর্তে গণনার কাজ চলছে উপস্থিত রয়েছেন গঙ্গারামপুর মহকুমা পরিধি আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ প্রচুর পুলিশ আধিকারিক ও কর্মী দুটি টাকা গুনার মেশিন আনা হয়েছে টাকা গণনার কাজ চলছে গ্রেপ্তার হওয়া অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের সায়েন্সের শিক্ষক গত 12 তারিখ গ্যাংটক থেকে থেকে গ্রেফতার করা হয়েছে ১০-১২ দিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না আজকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি স্বীকার করেন টাকা রাখা হয়েছে বালুরঘাটে। সকালে ছবি দেওয়া আছে। 2C te. এখন হোয়াটসঅ্যাপে দিলাম। পরে 2c করছি
8
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 14, 2025 15:33:58
Asansol, West Bengal:*Correction* গৃহবধূর অস্বাভাবিক মৃতু। খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের বাপের বাড়ির । ঘটনা জানাজানি হতেই এলাকায় চরম উত্তেজনা। শ্বশুর বাড়িতে ব্যপক ভাঙচুর চালালো একদল যুবক বলে অভিযোগ । আসানসোলের রানীগঞ্জের নিমচার আমকোলা ঘটনা। অভিযোগ স্বামী পার্থ গোপ সহ শ্বশুর বাড়ির সদস্যরা বাপের বাড়ি থেকে অনবরত নাকি টাকা দাবি করে। শেষ ১ লক্ষ টাকা আনতে চাপ তৈরি করে শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ। তা না মেলায় গৃহবধু পাপিয়াকে মেরে ফেলেছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই গ্রামে গিয়ে শ্বশুর বাড়িতে ভাঙ্গচুর চালায় বাপের বাড়ির সদস্যরা বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্বামীকে রানিগঞ্জ থানার পুলিশ আটক করে রেখেছে। আসানসোলের বারাবনির গোরান্ডির মেয়ে পাপিয়ার দুই বছর আগে বিয়ে হয়েছিল রানিগঞ্জের আমকোলা গ্রামের পার্থ গোপের। তাদের একটা কন্যা সন্তানও আছে। এখন এই উত্তেজনা দেখে পুলিশ মোতায়েন রয়েছে।। 1409ZG_ASN_WIFE_DEAD_VIOL বাইট ১) পাঁচু গোপ গ্রামবাসী ২) প্রিয়া মন্ডল মৃতের মাসি
5
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 14, 2025 15:33:35
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল, বিজেপি-বামেদের তীব্র আক্রমণ লাভলী মৈত্রর বাঙলা ভাষার প্রতি বিজেপির বিদ্বেষ এবং এসআইএর নামে বাঙালীদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শনিবার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালঞ্চ থেকে সোনারপুর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। তৃণমূলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে রাস্তাজুড়ে ধ্বনিত হয় স্লোগান— “বাংলার মর্যাদা রক্ষায় তৃণমূল”। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন লাভলী মৈত্র। তিনি অভিযোগ করেন, “বাংলা ভাষাকে বারবার অবমাননা করছে বিজেপি। বাঙালীদের স্বার্থে চক্রান্ত করছে এসআইএ-এর নামে।” একইসঙ্গে তিনি বামেদের দিকেও কড়া আক্রমণ শানান। তার দাবি, “৩৪ বছর ধরে বামরা সাধারণ মানুষের উপর এতটাই অত্যাচার চালিয়েছে যে আজ বিধানসভায় তাদের সংখ্যা শুন্য। জনগণ তাদের আর বিশ্বাস করে না।” আসন্ন দিনগুলোতে আন্দোলনের গতি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে লাভলী বলেন, “পুজোর মরসুম মিটলেই রাজ্যের সর্বত্র ধারাবাহিক আন্দোলন চলবে। বিজেপির বঞ্চনা আর চক্রান্তের বিরুদ্ধে আমরা ঘরে ঘরে পৌঁছে যাব।” পাশাপাশি সোনারপুর দক্ষিণের মানুষদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট বার্তা দেন— “কাউকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। মানুষের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ব।” রাজপুর-সোনারপুর অঞ্চলে এই প্রতিবাদ মিছিল ঘিরে তৃণমূলের কর্মীদের মধ্যে দৃশ্যমান উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, পুজোর মরসুমের পর থেকেই রাজ্যজুড়ে তৃণমূলের আন্দোলনী কর্মসূচি আরও তীব্র হতে চলেছে।
7
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 14, 2025 14:05:56
5
comment0
Report
KMKIRAN MANNA
Sept 14, 2025 14:05:47
Dihierench, West Bengal:*কোলাঘাটে প্যানেল চাকরি হারানো শিক্ষকের মৃত্যু, পুনরায় এসএসসি ছিল দিতে পারল না আজ। পরিবারের দাবি মানসিক চাপে ভেঙে পড়ে প্রাণ হারালেন। অভিযোগ পরিবারের।* পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের মৃত্যুতে শোকের ছায়া। পরিবারের দাবি, ২০১৬ সালের প্যানেলের চাকরি চলে যাওয়ার পর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তিনি। সংসার চালাতে শুরু করেন টিউশন পড়ানো। পাশাপাশি রাত জেগে ফের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত বৃহস্পতিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন সন্তোষবাবু। প্রথমে তাঁকে মেচগ্ৰামে, পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চাকরি হারানোর মানসিক চাপই তাঁর মৃত্যু ডেকে এনেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
3
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 14:05:19
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_EARTHQUAKE_R R & R1 বলে ভিসুয়াল, বাইট ২সি তপ গেছে। ভূমিকম্প আসামের ভূমিকম্পের রেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। ঘর ছেড়ে রাস্তায় আতঙ্কিত মানুষ। ফের বিশ্বকর্মা পূজার প্রাক্কালে ভূমিকম্পে কেঁপে উঠলো জলপাইগুড়ি। ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি, আতঙ্কিত সাধারণ মানুষ রবিবার বিকেল ৪টা ৪১ মিনিটে আসামের ঢেকিয়াজুলি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তরবঙ্গ। ভূমিকম্পের কম্পন জলপাইগুড়ি শহর ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকে ঘরবাড়ি ও দোকানপাট থেকে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। বহুতল ভবনগুলিতে থাকা বাসিন্দাদের মধ্যে ভয় আরও তীব্র হয়। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবুও এই ভূমিকম্পে মানুষের মধ্যে চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সতর্ক থাকা প্রয়োজন। জলপাইগুড়ি প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভূমিকম্পের পর থেকেই স্থানীয় মানুষ আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছেন। বাইট :- ১) আনন্দ সাহা ( গ্রামবাসী) ২) সন্ধ্যা মন্ডল ( গ্রামবাসী) রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
7
comment0
Report
Advertisement
Back to top