Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

ISF समर्थक किसान की पत्नी के साथ भागा तृणमूल कार्यकर्ता; आरोप चौंकाने वाले

PSPrasenjit Sardar
Sept 14, 2025 03:19:32
Baruipur, West Bengal
আইএসএফ সমর্থক কৃষকের বউকে নিয়ে পালালো তৃণমূলের সক্রিয় কর্মী, বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় যুবক। তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থানাতেও * ভাঙ্গর :- বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী , বউ ফিরে পেতে এবং বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় ঘুরছে যুবক। এমনি ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় দু নম্বর ব্লকের ভোগালী দু'নম্বর এলাকায়। ভাঙ্গড় দুই নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের ভোমরু এলাকার বাসিন্দা সালাউদ্দিন মোল্লা তার অভিযোগ এলাকা তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা তার বউকে নিয়ে পালিয়েছে। তিন সন্তান নিয়ে কষ্টে রয়েছেন তিনি। নিজের বউকে ফিরে পেতে এবং বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় ঘুরছে কৃষক সালাউদ্দিন মোল্লা। পাশাপাশি তার বউকে চার থেকে পাঁচবার নিয়ে চলে গেছে ওই তৃণমূল নেতা এমনই অভিযোগ থানাতেও করেন এই কৃষক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 140925ZG-BAR-BHANGOR-ISF-R
8
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Sept 14, 2025 07:00:15
Dihierench, West Bengal:*আন্দোলনে নেমে মাথা কামিয়েছিলেন!!প্রতিবাদের মুখ হয়েছিলেন,সেই এসএসসি আন্দোলনের মুখ রাসমণি পাত্র পাঁশকুড়া গার্লস হাই স্কুলে বসলেন এসএসসি পরীক্ষায়* পাঁশকুড়া ২০১৯ সাল থেকে তারা রাস্তায় ছিলেন, এসএসসি যোগ্য চাকরি প্রার্থী হিসেবে আন্দোলনের ঠিক ১০০০ দিনের মাথায় মাথার চুল কামিয়ে আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রাসমণি পাত্র।চাকরির দাবিতে মাথা ন্যাড়া করে রাস্তায় প্রতিবাদ দেখিয়েছিলেন রাসমণি পাত্র। এসএসসি পরীক্ষা দিতে এসে রাসমণি পাত্র জানান কমিশনের অপর আর আস্থা নেই তাদের।এই পরীক্ষা আমাদের জন্যে অন্যায়।সরকার আর কমিশন দায় ঢাকতে যোগ্যদের ওপর দায়ভার চাপিয়ে দিয়েছে।সরকার বারবার ডেডলাইন দিয়েছে সেই প্রতিশ্রুতি কোথায়?প্রতারণা করা হচ্ছে তাদের সাথে এমনটাই জানান রাসমণি। বাইট রাসমণি পাত্র।
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 14, 2025 06:54:33
Katwa, West Bengal:ইনভিজিলেটর হয়ে পরীক্ষার হলে থাকার কথা কিন্তু দুর্ভাগ্যের শিকার হয়ে পরীক্ষায় বসতে হচ্ছে। সাত বছর শিক্ষকতার চাকরি করার পর যোগ্যতার প্রমাণ দিয়ে হচ্ছে । এভাবেই নিজেদের কপালকে দুষছেন এস এস সি -র দুই পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে কাটোয়া কলেজ গেটের সামনে পরীক্ষার্থী শ্রাবন্তী মণ্ডল এবং রিঙ্কি রজক দুজনে একরাশ হতাশা সঙ্গে করে দাঁড়িয়ে আছেন। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাটোয়ায় এস এস সি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে চলেছে। কাটোয়া শহরে তিনটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। কাটোয়া কলেজে ১০০০ জন, কাটোয়া ভারতী ভবন বিদ্যালয়ে ৩৭৩ জন ও কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে ৫২৪ জন পরীক্ষার্থী রয়েছে। সবমিলিয়ে কাটোয়া শহরের তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ১৮৯৭ জন পরীক্ষার্থী এস এস সির চাকরি পরীক্ষায় বসবে। ইতিমধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে। কাটোয়া কলেজে পরীক্ষার্থীদের কলেজ চত্বরে প্রবেশের মুখে পুলিশ তল্লাশি করে প্রবেশ করাচ্ছে। বাইট: ১) রিঙ্কি রজক (চাকরি হারানো পরীক্ষার্থী) ২) শ্রাবন্তী মণ্ডল (চাকরি হারানো পরীক্ষার্থী)
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 14, 2025 06:53:05
Baruipur, West Bengal:সাদা পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে প্রতিবাদী প্রবেশ, মৃত্যু যজ্ঞের অভিযোগ মেহেবুব মণ্ডলের রবিবার বারুইপুর হাই স্কুলে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে এলেন রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার মেহেবুব মণ্ডল। আন্দোলনের অন্যতম মুখ এই পরীক্ষার্থী সাদা পোশাক পরে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তিনি জানান, *“প্রথম দিন কালো পোশাক পরে এসেছিলাম। আজ সাদা পরেছি। রাষ্ট্র আমাদের জন্য মৃত্যু যজ্ঞের আয়োজন করেছে। মৃত্যুর শেষদিনে যেমন সাদা পোশাক পরে আসা হয়, তাই আজ আমিও সাদা পরে এসেছি।”* মেহেবুব মণ্ডলের দাবি, *“পুরো পরীক্ষার ব্যবস্থাটাই এক প্রহসন। আমরা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছি। এত বছর চাকরি করার পরও চাকরি হারানোর যন্ত্রণা যাদের ওপর দিয়ে গেছে, তারাই বোঝে। আমাদের এই পরিণতির জন্য বিচার ব্যবস্থাই দায়ী।”* উল্লেখ্য, এর আগে সোনারপুর বিদ্যাপীঠে কালো পোশাক পরে প্রতিবাদ স্বরূপ পরীক্ষা দিয়েছিলেন তিনি। এবার চূড়ান্ত পরীক্ষায় সাদা পোশাকে তার এই প্রতীকী প্রতিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাইট – মেহেবুব মণ্ডল, পরীক্ষার্থী
0
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 06:49:24
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_ACCIDENT_R জলপাইগুড়ি গোশালা মোড় এর কাছে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল চার চাকার একটি ছোট গাড়ি। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। সাইকেল আরোহী সহ আহত বেশ কয়েকজন জলপাইগুড়ি মেডিকেলে চিকিৎসাধীন বলে পুলিশ সূত্রে জানা যায় । ঘটনাস্থলে তদন্তে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় সাদা রঙের গাড়িটি। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে। ঘটনায় আহত হয়েছেন গাড়ির ভেতরে থাকা কয়েকজন যাত্রী। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করেন তাদের। চিকিৎসার জন্য সকলকেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাগাতার বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে আসা চার চাকার গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি হাইওয়ে এবং কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনার কারণ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 14, 2025 06:49:10
Rajpur Sonarpur, West Bengal:ভাগ্যের পরিহাসে পরীক্ষা দিচ্ছেন আন্দোলনের মুখ সাহানি নাজনি রাজপুর পদ্মমণি গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিত হলেন আন্দোলনের অন্যতম মুখ সাহানি নাজনি। এদিন তার পরীক্ষা ছিল ইংরেজি বিষয়ে। দীর্ঘদিন পরীক্ষা গ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করলেও, ভাগ্যের পরিহাসে এবার নিজেকেই পরীক্ষার আসনে বসতে হলো বলে জানান তিনি। সাহানি নাজনি বলেন, *“আমার জীবনের এই ১০টা বছর ফিরিয়ে দেওয়া হোক। আমরা নিয়ম মেনে ২০১৬ সালেই পরীক্ষা দিয়েছিলাম। এই দুর্নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অথচ আমাদেরই বারবার ভুক্তভোগী হতে হচ্ছে।”* তিনি আরও জানান, এবারের পরীক্ষা দিতে বসলেও মনের মধ্যে নানা সংশয় রয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং মানসিক চাপ এখনও কাটছে না। তবে ন্যায়বিচারের আশা নিয়েই তিনি পরীক্ষায় অংশ নিচ্ছেন। বাইট – সাহানি নাজনি, পরীক্ষার্থী
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 14, 2025 06:48:52
Jhargram, West Bengal:বেলপাহাড়ি র লালজল পর্যটক দের কাছে এক অন্যতম আকর্ষনিয় স্থান। কিন্ত সেই পর্যটন স্থল ই এখন হায়রানির জায়গা হয়েছে। সমস্যায় গ্রামবাসীরাও। এক টানা ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লালজল গ্রামে যাবার একমাত্র কালভার্ট টি জলের তোরে ভেঙ্গে পড়েছে। এই কালভার্ট ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তীতে ৫ টি গ্রামের মানুষ ও বেড়াতে আসা পর্যটক দের। একমাত্র পথের এই সেতু ভেঙ্গে যাওয়াতে গ্রামের মানুষ অস্থায়ী একটি বাসের সাঁকো করে প্রানের ঝুকি নিয়ে পারাপার করছেন। গ্রাম থেকে কোন রুগিকে হাঁসপাতাল নিতে গেলে প্রায় ২ কিমি বাঁশের দোলায় করে নিয়ে তার পরে গাড়িতে করে বেলপাহাড়ি হাসপাতাল বা জেলা হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে। যদিও ঘটনার পরি এলাকায় পরিদর্শন করেছেন ব্লকের বিডিও তিনি জানিয়েছেন জায়গাটি সম্পর্কে তারা অবহিত এবং দ্রুত সেতু বানানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখান কার রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। সব জানলেও কোন অজানা কারনে কাজ হয়না সেটাই বড় প্রশ্ন গ্রামবাসী ও পর্যটক দের।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 14, 2025 06:17:04
Jhargram, West Bengal:আজ ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা।শিক্ষক নিয়োগের পরীক্ষা। জেলার মোট ১০টি জায়গায় অর্থাৎ স্কুল, কলেজে এই পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্কুল কলেজের মূল গেটে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে যা দেখে পরীক্ষার্থী রা কেন্দ্রে ঢুকে পরীক্ষায় বসতে পারবেন। কোনো রকম জিনিষ পত্র ইলেক্ট্রনিক গেজেট নিয়ে মূল গেটেই প্রবেশ করতে দেওয়া হবেনা বলে জানিয়ে দিয়েছে কতৃপক্ষ। ভালো করে চেক করে তবে ঢোকানো হচ্ছে। পাশাপাশি জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যাবস্থা সচল রাখার জন্য একাধিক নজরদারির ব্যাবস্থা রাখা হয়েছে। কোথাও কেউ সমস্যায় পড়লে সিভিক কে বাইক নিয়ে রেডি রাখা আছে পরীক্ষা কেন্দ্রে পৌছানোর জন্য। মেডিকেল ব্যাবস্থাও প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য।
4
comment0
Report
RTRonay Tewari
Sept 14, 2025 05:30:34
Kolkata, West Bengal:*নতুন পরীক্ষার্থীদের জন্য লড়াই টা কি কঠিন..!* * *চ্যালেঞ্জ টা কি একটু বেশি..!* হ্যাঁ, লড়াই টা কঠিন... চ্যালেঞ্জ আগের চাইতে অনেক বেশি, বলছেন নতুন ক্যান্ডিডেটরা.. ২০১৬ সালের পর ২০২৫ সাল। প্রায় ৯ বছর পর এসএসসি SLST পরীক্ষা হতে চলেছে। যারা চাকরি হারিয়েছেন তাঁরাও পরীক্ষা দিচ্ছেন। এমনকি বাইরের রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য। আর এর জেরেই ফ্রেশর্সদের জন্য লড়াই টা খুব কঠিন... নতুন ক্যান্ডিডেটরা বলছেন, একে তো ৯ বছর পর পরীক্ষা হচ্ছে। তার ওপর চাকরি হারারাও পরীক্ষায় বসছেন। এক্সপিরিয়েন্স এর জন্য ১০ নম্বর এমনিতেই তাঁরা পেয়ে যাবেন। আর এতে নতুন ক্যান্ডিডেটদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন তাঁরা নতুন ক্যান্ডিডেটরা বলছেন বলছেন, এতো কিছু সত্ত্বেও চাকরি টা মিলবে কি না জানেন না তাঁরা....
0
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 05:17:30
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_SSC_R4 R & R1, R2, R3, R4 বলে ভিস্যুয়াল টু সি তে। পুলিশের কড়া নজরদারিতে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছে। দ্বিতীয় দফায় আজ SSC পরীক্ষা। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় পরীক্ষার্থী সহ আত্মীয়-পরিজনেরা আসতে শুরু করেছে। রাতভর ভারী বৃষ্টি সকাল থেকেই বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি। বেশ কিছু বিদ্যালয়ের সামনে জল জমার দৃশ্য লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়, সোনাউল্লা স্কুল, সেন্ট্রাল বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে জল জমার দৃশ্য রবিবার সাতসকালে জি ২৪ ঘন্টার ক্যামেরা বন্দী। তবে গত রবিবার সকালের দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী এবং পুলিশ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজ বৃষ্টির কারণে সকালের দিকে বেশ কয়েকটি বিদ্যালয়ের গেটে তালা বন্দী লক্ষ্য করা যায়। বৃষ্টির কারণে একটু দেরি করেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থী এবং পুলিশকর্মী সহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মীরা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 05:16:33
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_RAIN_R3 VISU, BYTE, PTC SEND BY 2C বৃষ্টিতে চিন্তার ভাঁজ পূজো উদ্যোক্তা থেকে ডেকোরেটর এবং মৃৎশিল্পীদের। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন। তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। রবিবার সকাল ছটায় জল ছাড়ার পরিমাণ ১৭২৮ কিউমেক। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার ও অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা। সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। nh31 জলঢাকা নদীর অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের রবিবার সকালে খবর। জল বাড়ছে জেলার অন্যান্য নদী গুলোর। চিন্তা নদী সংক্রম এলাকার বাসিন্দাদের। রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
3
comment0
Report
Advertisement
Back to top