Back
নরেন্দ্রপুরে একই রাতে দুটি বাড়িতে চুরি, আতঙ্কিত স্থানীয়রা!
TCTathagata Chakraborty
Sept 08, 2025 05:16:07
Sonarpur, West Bengal
নরেন্দ্রপুরে একই রাতে দুই বাড়িতে চুরি, খোয়া গেল নগদ ও সোনার গহনা
নরেন্দ্রপুরঃ রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়া পাম্প হাউস এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়রা আতঙ্কিত, আর পুলিশ শুরু করেছে তদন্ত। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে ঢালুয়া পাম্প হাউসের কাছে মেন রোড লাগোয়া সুব্রত ঘোষের ভাড়া বাড়িতে। স্ত্রী অপারেশনের কারণে শ্বশুরবাড়িতে ছিলেন সুব্রত ঘোষ। সকালে বাড়িওয়ালার কাছ থেকে খবর পান যে তার বাড়ির দরজা খোলা। ছুটে গিয়ে দেখেন ভেতরের তিনটি আলমারি ভাঙা। সেখান থেকে খোয়া গিয়েছে নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং কানের দুল, নাকছাবি, আঙটি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা। অভিযোগ, রান্নাঘরের সাঁড়াশি ও ছুরি ব্যবহার করে আলমারির লকার ভাঙা হয়।
অন্যদিকে, সুব্রত ঘোষের বাড়ির পিছনের গলিতে ভাড়া থাকেন পাপিয়া চক্রবর্তী। তিনি পুরী বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তার মেন গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে আলমারিতে চাবি লাগানো থাকলেও সেখান থেকেও উধাও হয়ে যায় ৫ হাজার টাকা ক্যাশ, প্রায় ১ লক্ষ টাকার সোনার গহনা এবং ব্যক্তিগত সাজার জিনিসপত্র। আশঙ্কাজনকভাবে তার বাড়িতে ঢোকার কিছু ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
একই এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় দারুণ চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
14
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBarun Sengupta
FollowSept 08, 2025 10:00:16Barrackpur Cantonment, West Bengal:
*ফের জায়েন্ত সিংয়ের সাক্ষীকে বাড়িতে গিয়ে হুমকি জায়েন্তের সাগরেদদের,একজনকে ধরে ফেলল এলাকাবাসী,আতঙ্কে সাক্ষী ও তার পরিবার,অভিযুক্তকে আটক করল বেলঘড়িয়া থানার পুলিশ*
আড়িয়াদহ এর ত্রাস জায়েন্ত সিং ইতিমধ্যেই রয়েছে জেলে।।আর জায়েন্ত সিং এর সাক্ষী বিমল প্লাজা ও তার পরিবারের লোকজনদের বারংবার হুমকি দিচ্ছে জায়েন্তের সাগরেদরা।।বেশ কয়েক মাস আগে বিমল পাঁজাকে গাড়িতে বসে হুমকি দিতে দেখা যায় জায়েন্ত সিংয়ের সাগরেদ সুশোভন সরখেলকে।।সেই সময় বেলঘড়িয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।।তারপর জামিনে বাইরে বেরিয়ে এসে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে গিয়ে ফের জায়েন্ত সিং এর সাক্ষী বিমল পাজা ও তার পরিবারকে হুমকি দেয়।।সেই সময় অভিযুক্ত সুশোভন সরখেল কে ধরে ফেলে এলাকার মানুষ।ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত কে আটক করে নিয়ে যায়।।আগামীকাল রয়েছে বারাকপুর কোর্টে জায়েন্ত সিংয়ের সাক্ষী।।তার আগে জায়েন্ত সিং সাক্ষীদের বাড়িতে গিয়ে জায়েন্ত সিং এর সাগরেদদের হুমকিতে যথেষ্টই আতঙ্কিত সাক্ষী ও তার পরিবারের লোকজন।।প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।।এমনটাই জানালেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা
বাইট:- বিমল পাঁজা(জায়েন্ত সিংয়ের সাক্ষী)
বাইট:- গোপাল সাহা (পুরপ্রধান,কামারহাটি পৌরসভা )
080925_BKP_KAMARHATI
2C TE
0
Report
DSDIBYENDU SARKAR
FollowSept 08, 2025 08:04:25Arambag, West Bengal:
আরামবাগঃ০৮ সেপ্টেম্বর
---------------------------------------------
গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হচ্ছেন তৃনমুল পঞ্চায়েত প্রধানের স্বামী। বাদ যাননি তৃনমুল পঞ্চায়েত সদস্যও। পালটা এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটলেন তৃনমুলের বাহুবলী নেতা। ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য খানাকুলের পোল ১ পঞ্চায়েত এলাকায়।
জানা গেছে,খানাকুলের পোল ১ পঞ্চায়েতের সুলুট এলাকায় নিন্মমানের সামগ্রী দিয়ে পানীয়জলের পরিষেবা পৌঁছে দিতে জলপ্রকল্প(সাবমার্সেবল) তৈরি করা হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করার দাবীতে সরব হন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের স্বামী তথা এলাকার বাহুবলী তৃনমুল নেতা হাফিজুর রহমান ওরফে খোকন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ।।
শুধু গ্রামবাসীরাই নয়,ঠিকাদারের থেকে কাটমানি নিয়ে নিন্মমানের কাজ করাচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগে সরব ওই এলাকার তৃনমুল পঞ্চায়েত সদস্য রাখিবুল ইসলামও। আর এরজন্য তার উপরেও চড়াও হয়ে তাকেও গালিগালাজ ও হুমকি দেয় পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগ তুলেছেন তিনি।
এদিকে গ্রামবাসীদের অভিযোগ,জলপ্রকল্পটি ১লক্ষ ৭২হাজার টাকা ব্যায়ে তৈরি করা হচ্ছে কিন্তু এলাকার মানুষের প্রয়োজনের কথা না শুনে অত্যন্ত নিন্মমানের সামগ্রী দিয়ে তা তৈরি করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। আর এনিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার পঞ্চায়েত প্রধানের সাবিনা খাতুনের স্বামী হাফিজুল রহমান খাঁ ওরফের খোকনের নির্দেশমতো কাজ হবে বলে গ্রামবাসীদের জানিয়ে দেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করতে বলেন গ্রামের মানুষ। তখনই এলাকায় পৌছায় এলাকার বাহুবলী তৃনমুল নেতা খোকন। প্রকাশ্যেই এলাকাবাসীদের উপর চড়াও হয় সে।
এদিকে সেই ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছে বিজেপি।
যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই তৃনমুল নেতার সাথে যোগাযোগ করা যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন আরামবাগ জেলা তৃনমুল সভাপতি রামেন্দু সিংহরায়।
স্লাগ -
0809ZG_ARM_TMC_R
ছবি ও বাইট আছে 2C তে।
0
Report
MMManoranjan Mishra
FollowSept 08, 2025 07:03:27Purulia, West Bengal:
পুরুলিয়া: রাজ্যে এই প্রথম উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পরীক্ষার শুরু । আজ পরীক্ষার প্রথম দিনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে প্রবেশ করলেন ছাত্রছাত্রীরা । এবার পুরুলিয়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৮৯৮ জন । ছাত্র সংখ্যা ১২ হাজার ৫৫৭ এবং ছাত্রীর সংখ্যা ১৩ হাজার ৩৪১ । মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র ৭৭ টি । প্রত্যেক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ ।
বাইট : অনুপ মণ্ডল (DAC সদস্য, পুরুলিয়া জেলা)
0
Report
MDMritunjay Das
FollowSept 08, 2025 07:03:14Bankura, West Bengal:
*নীলকর সাহেবের দান করা সম্পত্তি থেকে জমিদারিত্ব, অযোধ্যা বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি একটা সময় খাজনা আসতো হাতির পিঠে করে, নীল ব্যবসা করে দিনের পর দিন ফুলে ফেঁপে উঠেছিল বন্দ্যোপাধ্যায়দের জমিদারত্ব, ২০০ বছর পূর্বে সেই ধনসম্পত্তি থেকেই শুরু হয়েছিল বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির ব্যাঘ্র বাহিনী দুর্গাপুজো, পুরনো ঐতিহ্য মেনে আজও নবপত্রিকা ঘরে আসে রুপোর পালকি করে,*
উনিশ শতকে বাঁকুড়া জেলায় যেসব জমিদারবাড়ি ছিল তার মধ্যে অন্যতম অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় জমিদারবাড়ির দুর্গাপুজো। দুইশো বছরের এই দুর্গা পুজোর জেল্লা-জমক আগের চেয়ে কমলেও আজও বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর ঐতিহ্য অমলিন।
শ্রীরামপুরের এক নীলকর সাহেবের দেওয়া সম্পত্তির সাহায্যেই বাঁকুড়ার অযোধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবার একের পর এক মৌজা কিনে বাঁকুড়ার অযোধ্যা গ্রামেই জমিদারির সূচনা করেন। কথিত, সে সময়ে বাঁকুড়া ছাড়াও হুগলি, অবিভক্ত বর্ধমান ও মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ৮০টি মৌজার জমিদার হয়ে উঠেছিল এই বন্দ্যোপাধ্যায় পরিবার। জমিদারি ছিল এমনকী কাশী, বেনারস ও তৎকালীন বিহারের বিভিন্ন জায়গাতেও। ছিল কুড়িটি নীলকুঠি। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে খাজনা আসতো হাতির পিঠে করে । নীলকর সাহেবদের মতো বন্দ্যোপাধ্যায় পরিবার অবশ্য কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করত না। করা হত না অত্যাচারও।
জমিদারির বিপুল আয়ে সেসময় অযোধ্যা গ্রামে ক্রমে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদারবাড়ি ও দেবোত্তর এস্টেট। এস্টেটের মধ্যে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমন্দির, ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়। শুরু হয় দুর্গা পুজোও। এখানে দেবী সিংহবাহিনী নন, ব্যাঘ্রবাহিনী। প্রতিমাতেও বিশেষ নজরকাড়া সাবেকিয়ানা রয়েছে, শ্রী শ্রী চণ্ডীতে মায়ের যেমন মূর্তির কথা উল্লেখ আছে সেই অনুযায়ী এখানে মূর্তি তৈরি হয়। এখানে দেবীর মুখ ছাঁচে নয়, বংশপরম্পরার প্রতিমাশিল্পী হাতে তৈরি করেন দেবীর মুখ। এরকম মূর্তি ধারেপাশে কোথাও দেখতে পাওয়া যায় না। সেই সময়ে জমিদারির বিপুল আয়ে উপচে পড়া রাজকোষের প্রভাব পড়েছিল পুজোয়। পুজোর সময় পাইক, বরকন্দাজ, বিভিন্ন রাজকর্মচারী ও প্রজাদের আনাগোনায় দুর্গাপুজো কার্যত উৎসবের চেহারা নিত। এমনকি বর্তমান সময়েও নবপত্রিকা ঘরে তোলা হয় রুপোর পালকি করে । পুজোর কটা দিন হাজারো মানুষের ভিড় জমে এই বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়িতে। বাড়িতে আসে দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজনেরা। সকলেই একত্রিত হয়ে পুরনো ঐতিহ্যকে মেনেই দুর্গা মায়ের আরাধনা করেন পরিবারের সদস্যরা ।
0
Report
PDPradyut Das
FollowSept 08, 2025 06:02:28Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_ROAD_R
VISU, BYTE & WT SEND BY 2C
রাস্তা না ডোবা বোঝা দায়। দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন মোহিতনগর স্কুল সংলগ্ন এলাকা থেকে ঝা বাড়ির মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রশাসনের কোন হেলদোল নেই বলে অভিযোগ।
খানাখন্দে ভরা বেহাল রাস্তার। বৃষ্টি হলে ভাঙ্গা রাস্তার ওপর বড় বড় গর্তের উপর মধ্যে জল দাঁড়িয়ে থাকে। ফলে সেই সময় রাস্তা না ডোবা বোঝাই দায়। কয়েক কিলোমিটার রাস্তায় বড় বড় গর্ত। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বারংবার নির্দেশ গ্রামীণ রাস্তা দিয়ে ভারী জান চলাচল নিষিদ্ধ। মুখ্যমন্ত্রীর বার তাকে তোয়াক্কা না করেই এই রাস্তা দিয়ে ডাম্পার ভারী যান চলাচল করে বলে অভিযোগ। ফলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে৷ জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর স্কুলের উল্টো দিকে দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা ঝাবাড়ি মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা এই রাস্তা দিয়েই যাতায়াত ছাত্র-ছাত্রী থেকে নিত্য যাত্রীদের।পাশেই রয়েছে দুটো হাই স্কুল, এবং এই রাস্তা দিয়ে নার্সিং ট্রেনিং কলেজে যেতে হয় পড়ুয়াদের। এখানে সাপ্তাহিক বড় হাট বসে যেই হাত অতি প্রাচীন গৌরীহাট নামে পরিচিত। হাটে আসা ক্রেতা-বিক্রেতারা চরম সমস্যায়। মোহিতনগর স্কুল সংলগ্ন এলাকা থেকে ঝা-বারি মোড় হয়ে রাহুতবাগান, পাঙ্গা, বাহাদুর, চালহাটি যাওয়ার এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বাসিন্দারা। দীর্ঘদিন থেকে রাস্তার কোন সংস্কার নেই অভিযোগ বাসিন্দাদের। রোদ উঠলে ধুলো -বালিতে যেরবার, অপরদিকে বৃষ্টি হলে জল-কাদায় চরম সমস্যায় যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। দ্রুত সমাধান চাইছেন সকলেই। গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জিত কর্মকার আবশ্যক প্রধানের কোড এই বল ঠেলেছেন। অপরদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল অবশ্য সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, এত বড় রাস্তা গ্রাম পঞ্চায়েত থেকে সংস্কার করা অসুবিধা। NBDD এবং SJDA এ কে জানানো হয়েছে। আশা করি NBDD থেকে এই রাস্তা সংস্কার করা সম্ভব হবে।
Byte:- রাজেশ মন্ডল ( অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান)
Byte, সঞ্জিত কর্মকার ( অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সদস্য )
Byte:- বাসিন্দা।
Byte:- পথ চলতি মানুষ।
Byte:- সাধারণ বাসিন্দা।
Byte:- নাগরিক।
রিপোর্ট :-প্রদ্যুৎ দাস
ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
Report
ASAyan Sharma
FollowSept 08, 2025 06:02:18Kolkata, West Bengal:
# পুজোর আগে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। চুপিসাড়ে বাড়ছে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা। ডেঙ্গি আক্রান্তের একেবারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। তারপর এই নাম রয়েছে উত্তর ২৪ পরগনার। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে কলকাতা। আগস্ট মাস পর্যন্ত, সাড়ে চার হাজারের ঘরে আশেপাশে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান ঘোরাফেরা করলেও। সেপ্টেম্বরে দাপট দেখাচ্ছে ডেঙ্গি।
# ৪ সেপ্টেম্বর পর্যন্ত, কোন জেলায় ডেঙ্গি আক্রান্ত কতজন....
১. মুর্শিদাবাদ - ১২৪৯ জন
2. উত্তর ২৪ পরগনা - ১১০৯ জন
3. হুগলি - ৫৯১ জন
4. মালদা - ৪৯৪
5. কলকাতা - ৪৮২ জন
6. হাওড়া - ৪৪২ জন
7. দক্ষিণ ২৪ পরগনা - ১১ জন
8. পূর্ব বর্ধমান - ৩০১ জন
9. বাঁকুড়া - ২৯৯ জন
10. নদীয়া - ২৯৯ জন
11. পশ্চিম বর্ধমান - ২১১ জন
12. পশ্চিম মেদিনীপুর - ২০২ জন
13. পূর্ব মেদিনীপুর - ১৫০ জন
14. ঝাড়গ্রাম - ১১৫ জন
15. ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা - ১১৩ জন
16. নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা - ২৪ জন
# সব মিলিয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6392 জন।
0
Report
KAKAYESH ANSARI
FollowSept 08, 2025 05:46:19Darjeeling, West Bengal:
*NH10 Landslide In Between Rangpu and Singtam (Sikkim) By Which One Vehicle Damage (Cover) With Landslide - Gangtok Road Block, JCB Is Brough To Clean The Road*
Due to continue rainfall from yesterday Late Night again Landslide had occur in NH10 this time in Between Rangpu and Singtam. By which One vehicle wheel had been cover with landslide.
The Road is totally Jam by which the Gangtok road is closed but the JCB had been brought and they had started to clear the landslide.
14
Report
BBBimal Basu
FollowSept 08, 2025 05:46:06Basirhat, West Bengal:
বলে 2C তে ছবি পাঠিয়েছি।
মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিয়ে অল্প দিনের মধ্যে টাকা ডবল করে দেওয়ার অভিযোগে দুই প্রতারক কে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিস
বেশ কিছু দিন ধরে খবর আসছিল দু ব্যাক্তি হাসনাবাদ এলাকা থেকে মানুষকে অল্প দিনের মধ্যে টাকা ডবল করে দেওয়ার লোভ দিয়ে বেশ কিছু মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলে। হামিদ গাজি ও নাজমূল ইসলাম লস্কর নামে এই দুই প্রতারকের কিছুতেই নাগাল পাচ্ছিল না পুলিস। অবশেষে হাসনাবাদ ব্রিজের কাছ থেকে দুজনকে গ্রেফতার করে পুলিসি হেপাজাত নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কার জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিস।
বিমল বসু বসিরহাট
9
Report
ABArup Basak
FollowSept 08, 2025 05:45:55Mal Bazar, West Bengal:
*পুজোর মুখে ডুয়ার্স ভ্রমণে স্বস্তির হাওয়া! সস্তা হোটেল ভাড়ায় পর্যটকদের মুখে হাসি ফুটবে...*
উত্তরবঙ্গের জঙ্গল মহলে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য এল স্বস্তির খবর। জলদাপাড়া, গরুমারার মতো জনপ্রিয় পর্যটনস্থলে বেড়াতে যাওয়ার খরচ এবার অনেকটাই কমে যাবে কেন্দ্র সরকারের নতুন জিএসটি নীতির ফলে।
পুজোর মুখে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়া নতুন এই কর কাঠামো অনুযায়ী, এখন থেকে প্রতি রাত ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে, যেখানে আগে দিতে হত ১২ শতাংশ। অর্থাৎ, একই বাজেটে এবার ঘোরা যাবে আরও বেশি জায়গায়।
হোটেল ভাড়া যদি ১,০০০ টাকার নিচে হয়, সেখানে আগের মতোই কোনও জিএসটি প্রযোজ্য হবে না। তবে ৭,৫০০ টাকার বেশি মূল্যের ঘরের ক্ষেত্রে করের হার থাকছে ১৮ শতাংশ।
ডুয়ার্স অঞ্চলের হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই পরিবর্তনের ফলে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে পুজোর মুখে পর্যটকের সংখ্যা তুলনামুলোক ভাবে বারবে। অনেক মধ্যবিত্ত পরিবার যারা আগে অতিরিক্ত খরচের ভয়ে ভ্রমণের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন, তাঁরাও এবার স্বচ্ছন্দে সফর করতে পারবেন ডুয়ার্স বা পাহাড়ে।
জলদাপাড়া, গরুমারা, চাপরামারি কিংবা লাটাগুড়ির মতো এলাকায় প্রতিবারের মতো এবারও শারদ মরশুমে ভিড় বাড়ার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, “শুধু হোটেল নয়, এর প্রভাব পড়বে গাড়ি ভাড়া, স্থানীয় খাবার, পর্যটন গাইড – সব ক্ষেত্রেই। উপকৃত হবে গোটা অঞ্চল।”
অতএব, শরতের শুরুতেই যখন ডুয়ার্সের প্রকৃতি কাশফুলে ঢেকে যায়, তখন পর্যটকদের জন্য এই নতুন জিএসটি ছাড় যেন এক মিষ্টি উপহার। ব্যাগ গুছিয়ে নেওয়ার এটাই তো সেরা সময়!
বাইট ১) হোটেল ব্যাবসায়ী চিত্তরঞ্জন দে।
২) অলক চক্রবর্তী পর্যটক ব্যবসায়ী।
৩) মহিলা হোমষ্টে ব্যাবসায়ী অহনা বিশ্বাস।
0809ZG_PA_MAL_PUJO_GST_R
14
Report
ASAyan Sharma
FollowSept 08, 2025 05:45:35Kolkata, West Bengal:
Slug _Nrs private coaching contro_
# স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে বুড়ো আঙ্গুল?
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়ামে বেসরকারি কোচিং সেন্টারের নিউ ইউজি কোচিং ক্লাস
অনুমতি দিল কে?
# স্বাস্থ্য শিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে, সরকারি মেডিকেল কলেজ এর অডিটোরিয়ামকে ভাড়া দেওয়া যাবে না বেসরকারি কোচিং সেন্টারের ক্লাস করানোর জন্য।
# যে কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযোগ তাদের স্বীকারোক্তি ক্লাস হয়েছে, তবে সেটা অনুমতি সাপেক্ষেই হয়েছে। স্টুডেন্ট কাউন্সিল সেই অনুমতি দিয়েছেন। কিন্তু কোন লিখিত নথিপত্র নেই তাদের কাছে। অনুমতি আদায় করেছে স্টুডেন্ট কাউন্সিল।
# স্টুডেন্ট কাউন্সিলের ছাত্র প্রতিনিধিদের দাবি, আমরা অনুমতি নিয়েছি, আমরাই বেসরকারি কোচিং সেন্টারের সঙ্গে কথা বলেছি।তবে অনুমতি পত্র দেখাতে বললে,আমাদের প্রতিনিধি দীর্ঘক্ষণ ধরে মেডিকেল কলেজ চত্বরে অপেক্ষা করলেও তাদের দেখা মেলেনি।
# এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী রোগ বিভাগের সাততলাতে অবস্থিত স্বামী বিবেকানন্দ হল। সেখানেই মাঝে মাঝেই, এভাবেই নজর এড়িয়ে চলে ক্লাস। ভাড়া দিচ্ছে কে আর টাকা যাচ্ছে বা কোথায়। তার কোন হদিশ নেই।
# বাইরের কোন সংস্থা যদি এন আর এস মেডিকেল কলেজের জন্য অডিটোরিয়াম ভাড়া নেয়,তার একদিনের শুধু হল ভাড়ার খরচ ১০ হাজার টাকা।এছাড়াও রয়েছে এসি সহ ইলেকট্রিক বিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অতিরিক্ত চার্জ।এর জন্য সরকারি রশিদ কেটে টাকা জমা করতে হয়,জানাতে হয়,কোন দিন কত ঘণ্টার জন্য এই হল নেবেন তারা।
# এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জন প্রতিনিধি সদস্য তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সুপ্তি পাণ্ডে জানান,দুর্নীতির শিকড় অনেক দিন ধরে রয়েছে। একদিনে সেটা শেষ করা যাবে। আমি খোঁজ নিয়ে গোটা বিষয় জানার চেষ্টা করব। পদক্ষেপ নেব।
Note -
১. ক্লাসের মোবাইল ভিডিও 6.09.25
২.কোচিং সেন্টারের ম্যানেজার এর বক্তব্য(টেলিফোন)
৩.এন আর এস মেডিকেল কলেজের যেখানে ক্লাস হয়েছিল,সেই বিল্ডিং এর বাইরের ছবি
৪.রিপোর্টার wt
৫. সুপ্তি পাণ্ডে,প্রতিনিধি ,রোগী কল্যাণ সমিতি, এনআর এস
৬.স্বপ্নীল ঘারা,ছাত্র প্রতিনিধি,Nrs student council
14
Report
KMKIRAN MANNA
FollowSept 08, 2025 05:45:12Dihierench, West Bengal:
*খেলতে গিয়ে বালি খাদানের খাদের জলে তলিয়ে গেল দুই কন্যা শিশু, মৃত ১*
নন্দীগ্রাম বিধানসভা বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড জলপাই হলদি নদীর বরাবর একটি বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই বালি খাদানে খেলতে গিয়ে খাদের জমা জল পুকুরে পরিণত হয়েছে, সেই জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দুই বোন সলোনি সিং এবং পিংকি সিং খেলছিল বালির খাদানে। একটি খাদানে বালি আগে ভর্তি থাকলেও বর্তমান সময় এই খাদানে বালি সম্পূর্ণ খালি ফলে জল জমা হয়ে আছে। ৭ বছরের পিংকি বুঝতে পারেনি। ভুলবশত ওই বালি খাদানের খাদে পা ধুতে গেলে তলিয়ে যায় গভীরে। বোনকে বাঁচাতে গিয়ে তড়িঘড়িতে পা স্লিপ করে পড়ে যায় দিদি এবং করুণ পরিনিতি হয়। স্থানীয় মানুষজন ছুটে আসে উদ্ধারে দুইজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালি হাসপাতালে পাঠানো হলে ছোট বোন পিংকি সিংকে ডাক্তাররা মৃত ঘোষণা করে, বড় বোন হাসপাতালে ভর্তি।।
স্থানীয় মানুষজন অভিযোগ করছে বালি খাদান সরকারি কি বেসরকারি তা জানা নেই তবে খাদান সম্পন্ন খোলা অবস্থায় আছে তাই ছোট ছোট ছেলেমেয়েরা ঐ খাদান বরাবর খেলাধুলা করে, তাই ওই খাদানের চারিপাশে বাউন্ডারি ব্যবস্থা করতে হবে। নয়তো আগামী দিনে আবারও দুর্ঘটনার সম্মুখীন হতে।
14
Report
CDChampak Dutta
FollowSept 08, 2025 05:16:22Kaji Chak, West Bengal:
মেদিনীপুরে ব্যবসায়ী সৌরভ রায় এর বাড়িতে হানা ইডি'র। উল্লেখ্য, বালি ব্যবসার সাথে যুক্ত এই ব্যাবসায়ী। আজ সকাল সাড়ে ৮টার আবাস যমুনাবালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে হাজির হয় ইডি'র প্রতিনিধিদল। তদন্ত চালাচ্ছে তারা।
ছবি 2c তে
Slug- 0809ZG_WMID_ED_RAID_R
14
Report
PDPradyut Das
FollowSept 08, 2025 05:16:17Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_MARKET_PROBLEM_R
জলপাইগুড়ি শহরের দিনবাজারে বাজারে ঢোকার মুখে ময়লা আবর্জনা স্তূপ,ছড়িয়ে ছিটিয়ে থার্মোকলের বাক্স। বেগুনবাড়ি মোর থেকে দিমবাজার যাওয়ার পথে রাস্তার বেহাল অবস্থা বলে অভিযোগ। চরম সমস্যায় ক্রেতা-বিক্রেতারা।
জলপাইগুড়ি শহরের দিন বাজারে প্রবেশের পথে ময়লা আবর্জন স্তুপ। দুর্গন্ধে টেকা দায়। বাজার করতে আসা মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা চরম সমস্যায়। বেগুনবাড়ি মোর হয়ে দিনবাজারে প্রবেশের পথে থার্মোকল এবং ময়লা আবর্জনা স্তূপ রাস্তার ধারেই। একদিকে যেমন নোংরা, কাদা জল পেরিয়ে বাজারে প্রবেশ করতে হচ্ছে অপরদিকে বেগুনবাড়ি মোড় থেকে দিনবাজারে ঢোকার মুখে দীর্ঘ রাস্তার বেহাল অবস্থার বিশ্ব সোমবার সাতসকালে উঠে আসলো জী ২৪ ঘন্টার ক্যামেরায়। কাঠগোড়ায় জলপাইগুড়ি পৌরসভা। ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিকদের অভিযোগ পৌরসভার কোন হেলদোল নেই। ময়লা আবর্জনা পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বলে অভিযোগ। দুর্গন্ধ কে সাথে করেই দোকানে বসে চলছে খাওয়া -দাওয়া, কেনাকাটা। সকলেই চান দ্রুত সমস্যার সমাধান। পৌরসভা তরকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।
রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
13
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 05:15:55Kolkata, West Bengal:
METRO PROB
ফের ব্লু লাইন মেট্রোয় যাত্রী ভোগান্তি। সপ্তাহের প্রথম কাজের দিন এবং উচ্চ মাধ্যমিক শুরুর দিন কবি নজরুল স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গেল শহীদ ক্ষুদিরাম গামী রেক। সকাল ৮ টা ১০ থেকে এখনও পর্যন্ত রেকটি আটকে। প্রভাব পড়েছে ডাউন লাইনের পরিষেবায়। কারণ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত না গেলে ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা যাচ্ছে না। আপাতত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক পরিষেবা চলছে।
13
Report