Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

डॉ. सुदीप चक्रवर्ती ने शराब डिटेक्शन डिवाइस से मेदिनीपुर में इतिहास रचा

CDChampak Dutta
Sept 14, 2025 01:15:44
Kaji Chak, West Bengal
মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা পেশায় শিক্ষক ড: সুদীপ চক্রবর্তীকে সম্বর্ধনা দেওয়া হলো ৯ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু এবং ওয়ার্ড কমিটির সদস্যরা শনিবার সন্ধ্যায় ওই শিক্ষকের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানায়। ড: সুদীপ চক্রবর্তী কেশপুর থানার ঝেতলা হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক। সম্প্রতি তিনি স্কুলের ল্যাবে গবেষণা করে আবিষ্কার করেছেন মানুষ বা অন্যান্য প্রাণীদের শরীরে অ্যালকোহলের মাত্রা ডিটেক্ট করে এমন এক ডিভাইস। যার জন্য তিনি ইন্টারন্যাশনাল জার্নালে স্থান পেয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন। খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করার পর ঝেতলা হাইস্কুলের স্বল্প পরিসরের ছোট্ট ল্যাব থেকেই তিনি এই বিষয়ে (মেকানিক্যাল সেন্সিং ন্যানো প্র্যাকটিক্যাল মডিফাইড ইলেক্ট্রো) র উপর গবেষণা করে গিয়েছিলেন। অবশেষে তিনি সাফল্য পান। তার এই সাফল্যে মেদিনীপুর শহরবাসীর পাশাপাশি গর্বিত মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। ছবি বাইট তে 2c Slug- - 1409ZG_WMID_TEACHER_R বাইট ১)ড: সুদীপ চক্রবর্তী ২) সৌরভ বসু (স্থানীয় কাউন্সিলর)
13
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Sept 14, 2025 03:19:32
Baruipur, West Bengal:আইএসএফ সমর্থক কৃষকের বউকে নিয়ে পালালো তৃণমূলের সক্রিয় কর্মী, বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় যুবক। তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থানাতেও * ভাঙ্গর :- বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী , বউ ফিরে পেতে এবং বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় ঘুরছে যুবক। এমনি ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় দু নম্বর ব্লকের ভোগালী দু'নম্বর এলাকায়। ভাঙ্গড় দুই নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের ভোমরু এলাকার বাসিন্দা সালাউদ্দিন মোল্লা তার অভিযোগ এলাকা তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা তার বউকে নিয়ে পালিয়েছে। তিন সন্তান নিয়ে কষ্টে রয়েছেন তিনি। নিজের বউকে ফিরে পেতে এবং বিচার চেয়ে প্লাকার্ড হাতে রাস্তায় ঘুরছে কৃষক সালাউদ্দিন মোল্লা। পাশাপাশি তার বউকে চার থেকে পাঁচবার নিয়ে চলে গেছে ওই তৃণমূল নেতা এমনই অভিযোগ থানাতেও করেন এই কৃষক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 140925ZG-BAR-BHANGOR-ISF-R
5
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 02:47:05
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_RAIN_R জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন। তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। রবিবার সকাল ছটায় জল ছাড়ার পরিমাণ ১৭২৮ কিউমেক। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার ও অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা। সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। nh31 জলঢাকা নদীর অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের রবিবার সকালে খবর। জল বাড়ছে জেলার অন্যান্য নদী গুলোর। চিন্তা নদী সংক্রম এলাকার বাসিন্দাদের। রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 14, 2025 01:16:30
Kolkata, West Bengal:নভেম্বরে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হলে ব্যস্ত রাস্তায় কী ভাবে যান চলাচল সচল রাখা হবে, তার একটা প্রস্তুতি সেরে ফেললো কলকাতা পুলিশ। শনিবার মধ্যরাতে 2ঘণ্টা রাস্তা বন্ধ করে চললো মহড়া। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দুটি লেনেই এই মহড়া চলে। চিংড়িঘাটা থেকে সেই সময় মাঝেরপাড়ার দিকে যাওয়ার জন্য চিংড়িঘাটা উড়ালপুলের বাঁ দিকে ভেড়ির কাছে মেট্রো যে নতুন রাস্তা তৈরি করেছে সেই রাস্তা দিয়েই যানচলাচল করানো হয়। অপর দিকে চিংড়িঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত ব্লক নেওয়া হয়। সেই সময় একটু ডান দিক ঘেঁষে আরেকটি নতুন রাস্তা ধরে কিছুটা এগিয়ে চিংড়িঘাটা উড়ালপুল যেখান থেকে স্বাভাবিক পথ ধরে এগিয়ে যায় গাড়িগুলি।
13
comment0
Report
CDChampak Dutta
Sept 14, 2025 01:16:07
Kaji Chak, West Bengal:*দাসপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা!ঝড়ে ভেঙে গিয়েছিল ভবনের অ্যাসবেস্টসের ছাউনির একাংশ,সেই খোলা ছাদের নিচে প্রায় তিনবছর ধরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি,হুঁশ নেই প্রশাসনের।* অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা!ভবনের ছাদের ছাউনি উড়ে গিয়েছে,খোলা ছাদের নিচে চলছে শিশুদের পড়াশোনা থেকে রান্না।রোদ বৃষ্টিতে চরম সমস্যায় পড়তে হয় পড়ুয়া থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের।প্রশাসনের জানিয়ে কেবল মিলেছিল ত্রিপল তাও ঝড়ে উড়িয়ে নিয়েছে।দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের ছাদে ছাউনির ব্যবস্থা করুক প্রশাসন চাইছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী থেকে অভিভাবকরা।এমনই বেহাল অবস্থা দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মা গ্রামের ১৫৬ নম্বর দক্ষিণপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।জানাগেছে,প্রাকৃতিক বিপর্যয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের অ্যাসবেস্টসের ছাউনির একাংশ ভেঙে যায়।তারপর থেকে প্রায় তিনবছর যাবত এমনই ছাদের ছাউনি খোলা অবস্থায় রয়েছে।তার নিচে বসে কচিকাঁচারা পড়াশোনা করে এবং পাশেই খোলা ছাদের নিচেই ৫০ জনের রান্না হয়।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ময়না রানী দোলই বলেন,প্রশাসনে জানানো হলে ত্রিপল দিয়ে ভাঙা ছাউনি ঢেকে দেওয়া হয়েছিল।কিন্তু ঝড়ে তা ছিঁড়ে উড়ে গিয়েছে।খোলা ছাদের নিচে বসে পড়াশোনা ও রান্নায় চরম সমস্যা তৈরি হয়,বিশেষ করে বৃষ্টি হলে,শিশু ও প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাবারে যেকোনো সময় কিছু পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু কিছু করার নেই বলে জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী।অভিভাবকরাও জানাচ্ছেন,প্রশাসনে জানিয়ে কোনো কাজ না হলে কি করার আছে,বৃষ্টি হলে ছেলে মেয়েদের নিয়ে চলে যেতে হয়।বর্ষার মরসুম এখনও পুরোপুরি কাটেনি,মাঝে মধ্যে নিম্নচাপের আবির্ভাব আর বৃষ্টি লেগেই রয়েছে,ফের নিম্নচাপের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের।এহেন পরিস্থিতিতে ভবনের ভাঙা ছাদের নিচে কিভাবে চলবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুঃশ্চিন্তায় সকলেই। ছবি বাইট 2c SLUG- 1409ZG_WMID_ICDS_R বাইট ১)প্রিয়া দোলই(অভিভাবক) ২)ময়না রানী দোলই(অঙ্গনওয়াড়ি কর্মী)
12
comment0
Report
AMAshok Manna
Sept 13, 2025 17:37:51
Kolkata, West Bengal:কুলের দাঁড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিষ্ণুপুর থানার অধীনে মলঙ্গা সংলগ্ন এলাকায় আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্প পালিত হলো। আর সেখানে উপস্থিত হয়েছিলেন সেচ ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মানষ ভূঁইয়া এছাড়াও বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহনের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল অন্যান্য নেতৃত্ব বর্গ ও সাধারণ মানুষ জন। মানষ ভূঁইয়া সাধারণ মানুষজনের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশি হাজার বুথকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন গ্রাম ও শহর উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে। শনিবার মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমার করা আমাদের সমাধানের ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী যুগল ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য পাদিকারীরা এছাড়াও সরকারি আধিকারিকরাও ছিলেন।
14
comment0
Report
EGE GOPI
Sept 13, 2025 17:37:04
Kharagpur, West Bengal:বিজেপি সরকার এলে অত্যাচারিত কর্মীদের সংগ্রামী ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর! নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি সরকার এলে অত্যাচারিত কর্মীদের সংগ্রামী ভাতা দেওয়ার ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত,গত বেশ কয়েকদিন আগে চোলাই মদ পাচারের অভিযোগে সোমবার ভোররাতে ডেবরার ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের অনন্তবাড় এলাকার বাসিন্দা ডাক্তার সোরন নামে এক যুবককে আটক করে আবগারি দপ্তর। লোয়াদার নন্দবাড়ি থেকে আটক করার পরেই রহস্যজনক মৃত্যু হয় ডাক্তার সোরেনের। যুবকের পরিবারের অভিযোগ, আবগারি বিভাগের কর্মীদের মারধর করার জন্য মৃত্যু হয়েছে ডাক্তার সরেনের। আবগারি দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়, চলন্ত মোটরসাইকেল থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর জখম হন ডাক্তার। যার ফলে মৃত্যু হয় ওই যুবকের। টিউবে করে চোলাই পাচার করছিলেন তিনি। আটক করার পরেই মোটরসাইকেল থেকে ঝাঁপ দেন তিনি। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। পথেই মৃত্যু হয় তাঁর। পরে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ডাক্তার সরেনকে খুনের অভিযোগে আদিবাসী সমাজের মানুষজন ডেবরা-খড়গপুর জাতীয় অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে অবশ্যই প্রশাসনে হস্তক্ষেপে বিক্ষোভ উঠলেও। ডাক্তার সরেনের পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় আবগারি দফতরের এক জেলা পুলিশ আধিকারিক সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। ডেবরা বাজারে বিজেপির মিছিল চলাকালীন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস সহ একাধিক নেতাকে আটক করে ডেবরা থানার পুলিশ। পরবর্তীতে বিজেপি নেতাদের আটক এবং হেনস্তার অভিযোগে, ডেবরা থানার ঘেরাও করার কর্মসূচি করা হয় বিজেপির পক্ষ থেকে। অভিযোগ সেই কর্মসূচিতে মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় জেলা বিজেপি নেতা সহ সাতজন কর্মী আহত হয়। পুনরায় ৯ তারিখ ডেবরা থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় কিন্তু প্রশাসনিকভাবে কোন পারমিশন পাইনি বিজেপি। তারপরেই বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মিছিল করার জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর আজ শনিবার বিকেলে ডেবরা বাজার থেকে থানা পর্যন্ত পায়ে হেঁটে আদিবাসী যুবককে খুনের প্রতিবাদে প্রায় পাঁচ কিলোমিটার কর্মীদের নিয়ে বিক্ষো মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আদিবাসী যুবককে যেভাবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও আবগারি দপ্তর পিটিয়ে খুন করেছে তার সিসিটিভি ফুটেজ আমরা প্রকাশ করেছি। আর এরই প্রতিবাদ করতে গিয়ে আমাদের কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। সেই লাঠিচার্জে যেসব সংগ্রামী কর্মীরা আহত হয়েছেন। তাদের তিনি সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন এ পাশাপাশি তিনি জানান, বিজেপি সরকার এলে সব কিছু সুদে আসলে হিসাব হবে এবং সংগ্রামী বিজেপি কর্মীদের ভাতা দেওয়া হবে। পুলিশ সুপার ধৃতিমান সরকারের উদ্দেশ্যে কটুক্তি করে বলেন, বিজেপির পক্ষ থেকে আজকে মিছিল করার জন্য কলকাতা হাইকোর্টে যখন আবেদন করা হয়। কিন্তু এই পুলিশ এত ভয় পেয়েছে হাইকোর্টে গিয়ে বলেছে এই মিছিল করতে দেওয়া যাবে না। কেন? আজকে নাকি উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা। পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আমরা এত রাস্তায় এলাম ধৃতিমান কোথায় পরীক্ষা দিয়েছিলে বাপু আপনি? আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে ৩০০০ কর্মী নিয়ে মিছিল করেছি। মিছিল চলাকালীন রাস্তার পাশে সাধারণ মানুষ দেখে আমাদের আশীর্বাদ করেছে। ডেবরার তৃণমূলের সহ-সভাপতি শীতেশ ধাড়াকে উদ্দেশ্য করে বলেন,অপেক্ষা করুন বালিচোর মেদিনীপুরের সৌরভ রায় গেছে‌। আপনিও এবার যাবেন শীতেশ ধাড়া বাবু। তিনি দুটো FIR বদলেছেন। দুটো FIR আমাদের কাছে। ছাড়বো না আমরা। আমরা জানি আপনার কাছে অবৈধ বালির টাকা আছে। আপনি যেখানেই গর্ত খুলে টাকা পুতে রাখুন না কেন। মোদী হ্যা না খাওয়ুঙ্গা। না খানে দুঙ্গা। পুজোর পরে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে আন্দোলনের হুশিয়ারি দেন শুভেন্দু।
14
comment0
Report
MMManoranjan Mishra
Sept 13, 2025 17:36:14
Bhandar Puara, West Bengal:পুরুলিয়া: সময় থাকতে বিদায় নিয়ে নিন । নাহলে শ্রীলঙ্কার এমপিদের মতো পালাতে সুযোগ পাবেন না। ছোট ছোট কাপড় পরে রাস্তায় রাস্তায় দৌড়াতে হবে। পুরুলিয়ায় প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের তৃণমূল বিধায়ক মোসারফ হোসেন । এদিন SIR ও বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে বিদ্বেষের প্রতিবাদে পুরুলিয়ার চরগালি গ্রামে আয়োজিত হয় পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের প্রতিবাদ সভা । সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতে হুশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোসারফ হোসেন । বাইট: মোসারফ হোসেন (রাজ্য সভাপতি, তৃণমূল সংখ্যালঘু সেল)
14
comment0
Report
NHNantu Hazra
Sept 13, 2025 17:35:47
14
comment0
Report
NHNantu Hazra
Sept 13, 2025 17:35:39
Salt Lake City, Utah:Education Minister Bratya basu program at saltlake Rabindra okakura bhawan. Feed sent by live u 8. নিখিল বঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে অধ্যাপক সত্য সুন্দর বর্মন স্মারক বক্তৃতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো আ মরি বাংলা ভাষা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, ঋদ্ধ করবে সাহিত্য একাদেমী পুরস্কারপ্রাপ্তবিশিষ্ট কবি ও সভাপতি,পশ্চিমবঙ্গ কবিতা একাদেমির সুবোধ সরকার। ব্রাত্য বসু জানান...... আগামীকাল যে এসএসসি পরীক্ষা তার প্রিপারেশন এর বিষয় নিয়ে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কোন প্রস্তাব পাঠিয়েছে কিনা সিকিউরিটি গার্ড এবং সিসিটিভি নিয়ে আরএসএস বাংলা ভাষার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা প্রশ্নতে নয় এটা কেন বলছেন যাদবপুর ইউনিভার্সিটিতে রাগিংয়ে একজনের মৃত্যু হলেও আপনার গাড়িতে হামলা হল আর একজন পরশুদিন মারা গেলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অরাজকতা নিয়ে কি বলবেন ? যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য বলছেন নিরাপত্তারক্ষে আরো প্রয়োজন এগুলো ত্বরান্বিত করতে আপনারা পারছেন না তার কারণ পারমেন্ট বেশি নেই বলে মেয়েটির মা বলছেন কি কারনে মারা গেছে সিসিটিভি থাকলে জানতে পারতাম কাউকে দোষারোপ করছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন ছাত্রকে সেন্সর করে দিলেন কোন বিশ্ববিদ্যালয় এইভাবে কোন ছাত্রকে সেন্সর করতে পারেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছেন যে সিসিটিভি সিসিটিভি ব্যাপার না রাজ্য সরকারের সদিচ্ছার অভাব যার জন্য এই ঘটনা ঘটছে। গত এসএসসি পরীক্ষা তে দেখা গেছে ভিন রাজ্যের পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন এবং আগামীকালের পরীক্ষা তো দেখা যাবে সেই বিষয় কি বলবেন
14
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 13, 2025 17:35:29
Kolkata, West Bengal:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলার সফর নিয়ে কটাক্ষ মেয়র ফিরহাদ হাকিমের। অতিথি আসবে যাবে,কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন এবং থাকবেন। বাংলা কে বঞ্চিত করে মানুষের উন্নয়নের প্রায় 2 লক্ষ কোটি টাকা বন্ধ করে রেখেছ। বাংলা সফরে এসে কি হবে। শুধু আসবে যাবে মুখ দেখিয়ে চলে যাবে বলে মোদির সফর কে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন মণিপুরের হিংসার ঘটনার প্রায় 2 বছর কেটে যাওয়ার পর প্রধানমন্ত্রী মণিপুরের সফরে গেছেন। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন আসলে প্রধানমন্ত্রী কে ভয় থেকে ভয় লাগে। তার 56 ইঞ্চের ছাতি ভয় থেকে ভরা। ফলে যখন মানুষের প্রয়োজন হয় তখন তিনি মণিপুরে যান না। অথচ এখন রোড শো করতে গেছেন বলে নরেন্দ্র মোদির সফর কে এই ভাবে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তার দাবি এটা আমি বলছি না এটা মণিপুরের মানুষ বলছেন বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন বির বিপ্লবী যতীন দাসের মৃত্যু বার্ষিকীর উপলক্ষ্যে তার প্রতিকৃতি মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন গুলশান কলোনী নিয়ে মুখ না খুললেও তার বক্তব্য পুলিশ যে কে আরো কড়া ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
15
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 13, 2025 17:35:13
Kolkata, West Bengal:একবলপুর লেনে সংঘর্ষে মৃত্যু একবলপুর লেনের ফুচকাগলিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে অশ্লীল ভাষা নিয়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়, যার ফলে স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয়। সোমবার, খিদিরপুরের একবলপুর লেনে রাম ধনরাজ প্রসাদের (৩৯) বাড়ির পিছনে একদল দুর্বৃত্ত আপত্তিকর ভাষা ব্যবহার করছিল বলে জানা গেছে। প্রসাদ তাদের আচরণের প্রতিবাদ করলে, আমজাদ নামে এক ব্যক্তি তার সহযোগীদের সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাম ধনরাজ প্রসাদ মারা যান। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে হয়েছে এবং পুলিশ তদন্ত চলছে।
14
comment0
Report
SCSandip Chowdhury
Sept 13, 2025 17:35:03
Katwa, West Bengal:এবার বাংলার অন্যতম কুটির শিল্প অগ্রদ্বীপের কাঠের পুতুল দিয়ে সেজে উঠবে কলকাতার দমদম পার্কের পুজোমণ্ডপ। অগ্রদ্বীপের কাঠের পুতুল সহ দেব-দেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত কাটোয়া অগ্রদ্বীপের শিল্পী অক্ষয় ভাস্কর। বাঁটালি, হাতুড়ি টাকনা, করাত নিয়ে শিল্পীর দল অগ্রদ্বীপের ঐতিহ্যবাহী পুতুল তৈরি করছে। কাটোয়া মহকুমার অগ্রদ্বীপের শিল্পীরা কাঠের পাটার উপর একচালা দুর্গা, মহিষমর্দিনী, এবং অগ্রদ্বীপের রাজা-রাণি, গৌরাঙ্গ, খোল বাদক সহ আদিবাসী নাচের নানান ভঙ্গিমার পুতুলের বরাত পেয়েছে।পারিশ্রমিক বড় কথা নয় অগ্রদ্বীপের কাঠের শিল্পকর্মে সেজে উঠবে কলকাতার পুজোমণ্ডপ এটাই বড় কথা। কাঠের গায়ে শিল্পের ফুল ফুটিয়ে তুলছে অক্ষয় ভাস্কর। বাংলার মধ্যে এমনই এক নজরকাড়া ভাস্কর্যভূমি হল কাটোয়া মহকুমার অগ্রদ্বীপ। গ্রামটিতে দারুশিল্পীদের বসবাস। ভাগীরথী তীরবর্তী এই চৈতন্যভূমিতে লীলা কীর্তনের বহু চিহ্ন ছড়ানো-ছিটানো আছে।সে কারণেই হয়ত অগ্রদ্বীপ লাগোয়া নতুনগ্রামের সূত্রধরদেরও বংশের ভাস্কর্য শিল্পে ধর্মীয় প্রভাবের প্রচুর নজির মেলে। রাধা-কৃষ্ণ তো আছে তার সঙ্গে মেলে লক্ষী পেঁচা , শ্রী গৌরাঙ্গ, মহিষমর্দিনী , সপরিবার দুর্গা মূর্তি,আদিবাসী পুতুল ছাড়াও নানান দেবদেবীর মূর্তি।তবে প্রতিটি ভাস্কর্যে আছে এক সহজাত স্বভাব-নান্দনিক বোধির ছাপ। ব্যবসা এখনও শিল্পের বোধিতে ঘা মারতে পারেনি। অক্ষয় ভাস্কর বলেন,অন্যান্যবার মূর্তির বরাত পাই, এবার মণ্ডপ সাজানোর জন্য পুতুলের বরাত পেয়েছি।ছোট- বড় মূর্তি আছে সেটাও মণ্ডপে রাখা হবে।অক্ষয় ভাস্কর জানান, টাকা বড় কথা নয় আমাদের ঘরানার কাজে মণ্ডপ সেজে উঠবে সেটা গর্বের বিষয়।দুমাস ধরে একজন সহকারীকে নিয়ে ২০০ পিস অগ্রদ্বীপের ঐতিহ্যবাহী পুতুল এবং ৬০ পিস মত আদিবাসী পুতুল তৈরি চলছে। অগ্রদ্বীপের কাঠের শিল্পীদের কাজ কলকাতার পুজো মণ্ডপে শোভা পাবে এটাতেই এলাকাবাসীরা গর্বিত। বাইটঃ ১) অক্ষয় ভাস্কর, কাঠের শিল্পী, অগ্রদ্বীপ, ২) মৃত্যুঞ্জয় সূত্রধর, বাসিন্দা অগ্রদ্বীপ, ৩)পিটিসি
14
comment0
Report
Advertisement
Back to top