Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

भारत के मरीज सुरक्षित, नेपाल के दृष्टि अस्पताल में इलाज सफल

KAKAYESH ANSARI
Sept 13, 2025 17:38:07
Darjeeling, West Bengal
*Patient From India in Eyes Hospital Birtamore Nepal Are Safe And Getting Treatment* Eyes treatment is beat in Nepal for which the Most of the People's from North Bengal and Near by State goes to do the treatment in Birtamore (Nepal) and during the Agitation in Nepal the patient from Assam and Darjeeling they where doing their operation of eyes in the Hospital in Nepal. But when the agitation was in pick that time the patient of India was worried but the administration of the Hospital given their patients safety. And till date also they area safe and their treatment is going on. Where as the patient from India had been not so much as seen. *Byte of Assam Patient* We thank to the Dristi Eyes Hospital that they given the treatment to us and they keep us in safe.
12
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Sept 13, 2025 17:37:51
Kolkata, West Bengal:কুলের দাঁড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিষ্ণুপুর থানার অধীনে মলঙ্গা সংলগ্ন এলাকায় আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্প পালিত হলো। আর সেখানে উপস্থিত হয়েছিলেন সেচ ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মানষ ভূঁইয়া এছাড়াও বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহনের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল অন্যান্য নেতৃত্ব বর্গ ও সাধারণ মানুষ জন। মানষ ভূঁইয়া সাধারণ মানুষজনের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশি হাজার বুথকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন গ্রাম ও শহর উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে। শনিবার মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমার করা আমাদের সমাধানের ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী যুগল ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য পাদিকারীরা এছাড়াও সরকারি আধিকারিকরাও ছিলেন।
12
comment0
Report
EGE GOPI
Sept 13, 2025 17:37:04
Kharagpur, West Bengal:বিজেপি সরকার এলে অত্যাচারিত কর্মীদের সংগ্রামী ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর! নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি সরকার এলে অত্যাচারিত কর্মীদের সংগ্রামী ভাতা দেওয়ার ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত,গত বেশ কয়েকদিন আগে চোলাই মদ পাচারের অভিযোগে সোমবার ভোররাতে ডেবরার ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের অনন্তবাড় এলাকার বাসিন্দা ডাক্তার সোরন নামে এক যুবককে আটক করে আবগারি দপ্তর। লোয়াদার নন্দবাড়ি থেকে আটক করার পরেই রহস্যজনক মৃত্যু হয় ডাক্তার সোরেনের। যুবকের পরিবারের অভিযোগ, আবগারি বিভাগের কর্মীদের মারধর করার জন্য মৃত্যু হয়েছে ডাক্তার সরেনের। আবগারি দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়, চলন্ত মোটরসাইকেল থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর জখম হন ডাক্তার। যার ফলে মৃত্যু হয় ওই যুবকের। টিউবে করে চোলাই পাচার করছিলেন তিনি। আটক করার পরেই মোটরসাইকেল থেকে ঝাঁপ দেন তিনি। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। পথেই মৃত্যু হয় তাঁর। পরে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ডাক্তার সরেনকে খুনের অভিযোগে আদিবাসী সমাজের মানুষজন ডেবরা-খড়গপুর জাতীয় অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে অবশ্যই প্রশাসনে হস্তক্ষেপে বিক্ষোভ উঠলেও। ডাক্তার সরেনের পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় আবগারি দফতরের এক জেলা পুলিশ আধিকারিক সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। ডেবরা বাজারে বিজেপির মিছিল চলাকালীন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস সহ একাধিক নেতাকে আটক করে ডেবরা থানার পুলিশ। পরবর্তীতে বিজেপি নেতাদের আটক এবং হেনস্তার অভিযোগে, ডেবরা থানার ঘেরাও করার কর্মসূচি করা হয় বিজেপির পক্ষ থেকে। অভিযোগ সেই কর্মসূচিতে মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় জেলা বিজেপি নেতা সহ সাতজন কর্মী আহত হয়। পুনরায় ৯ তারিখ ডেবরা থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় কিন্তু প্রশাসনিকভাবে কোন পারমিশন পাইনি বিজেপি। তারপরেই বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মিছিল করার জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর আজ শনিবার বিকেলে ডেবরা বাজার থেকে থানা পর্যন্ত পায়ে হেঁটে আদিবাসী যুবককে খুনের প্রতিবাদে প্রায় পাঁচ কিলোমিটার কর্মীদের নিয়ে বিক্ষো মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আদিবাসী যুবককে যেভাবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও আবগারি দপ্তর পিটিয়ে খুন করেছে তার সিসিটিভি ফুটেজ আমরা প্রকাশ করেছি। আর এরই প্রতিবাদ করতে গিয়ে আমাদের কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। সেই লাঠিচার্জে যেসব সংগ্রামী কর্মীরা আহত হয়েছেন। তাদের তিনি সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন এ পাশাপাশি তিনি জানান, বিজেপি সরকার এলে সব কিছু সুদে আসলে হিসাব হবে এবং সংগ্রামী বিজেপি কর্মীদের ভাতা দেওয়া হবে। পুলিশ সুপার ধৃতিমান সরকারের উদ্দেশ্যে কটুক্তি করে বলেন, বিজেপির পক্ষ থেকে আজকে মিছিল করার জন্য কলকাতা হাইকোর্টে যখন আবেদন করা হয়। কিন্তু এই পুলিশ এত ভয় পেয়েছে হাইকোর্টে গিয়ে বলেছে এই মিছিল করতে দেওয়া যাবে না। কেন? আজকে নাকি উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা। পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আমরা এত রাস্তায় এলাম ধৃতিমান কোথায় পরীক্ষা দিয়েছিলে বাপু আপনি? আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে ৩০০০ কর্মী নিয়ে মিছিল করেছি। মিছিল চলাকালীন রাস্তার পাশে সাধারণ মানুষ দেখে আমাদের আশীর্বাদ করেছে। ডেবরার তৃণমূলের সহ-সভাপতি শীতেশ ধাড়াকে উদ্দেশ্য করে বলেন,অপেক্ষা করুন বালিচোর মেদিনীপুরের সৌরভ রায় গেছে‌। আপনিও এবার যাবেন শীতেশ ধাড়া বাবু। তিনি দুটো FIR বদলেছেন। দুটো FIR আমাদের কাছে। ছাড়বো না আমরা। আমরা জানি আপনার কাছে অবৈধ বালির টাকা আছে। আপনি যেখানেই গর্ত খুলে টাকা পুতে রাখুন না কেন। মোদী হ্যা না খাওয়ুঙ্গা। না খানে দুঙ্গা। পুজোর পরে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে আন্দোলনের হুশিয়ারি দেন শুভেন্দু।
13
comment0
Report
MMManoranjan Mishra
Sept 13, 2025 17:36:14
Bhandar Puara, West Bengal:পুরুলিয়া: সময় থাকতে বিদায় নিয়ে নিন । নাহলে শ্রীলঙ্কার এমপিদের মতো পালাতে সুযোগ পাবেন না। ছোট ছোট কাপড় পরে রাস্তায় রাস্তায় দৌড়াতে হবে। পুরুলিয়ায় প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের তৃণমূল বিধায়ক মোসারফ হোসেন । এদিন SIR ও বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে বিদ্বেষের প্রতিবাদে পুরুলিয়ার চরগালি গ্রামে আয়োজিত হয় পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের প্রতিবাদ সভা । সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতে হুশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোসারফ হোসেন । বাইট: মোসারফ হোসেন (রাজ্য সভাপতি, তৃণমূল সংখ্যালঘু সেল)
13
comment0
Report
NHNantu Hazra
Sept 13, 2025 17:35:47
13
comment0
Report
NHNantu Hazra
Sept 13, 2025 17:35:39
Salt Lake City, Utah:Education Minister Bratya basu program at saltlake Rabindra okakura bhawan. Feed sent by live u 8. নিখিল বঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে অধ্যাপক সত্য সুন্দর বর্মন স্মারক বক্তৃতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো আ মরি বাংলা ভাষা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, ঋদ্ধ করবে সাহিত্য একাদেমী পুরস্কারপ্রাপ্তবিশিষ্ট কবি ও সভাপতি,পশ্চিমবঙ্গ কবিতা একাদেমির সুবোধ সরকার। ব্রাত্য বসু জানান...... আগামীকাল যে এসএসসি পরীক্ষা তার প্রিপারেশন এর বিষয় নিয়ে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কোন প্রস্তাব পাঠিয়েছে কিনা সিকিউরিটি গার্ড এবং সিসিটিভি নিয়ে আরএসএস বাংলা ভাষার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা প্রশ্নতে নয় এটা কেন বলছেন যাদবপুর ইউনিভার্সিটিতে রাগিংয়ে একজনের মৃত্যু হলেও আপনার গাড়িতে হামলা হল আর একজন পরশুদিন মারা গেলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অরাজকতা নিয়ে কি বলবেন ? যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য বলছেন নিরাপত্তারক্ষে আরো প্রয়োজন এগুলো ত্বরান্বিত করতে আপনারা পারছেন না তার কারণ পারমেন্ট বেশি নেই বলে মেয়েটির মা বলছেন কি কারনে মারা গেছে সিসিটিভি থাকলে জানতে পারতাম কাউকে দোষারোপ করছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন ছাত্রকে সেন্সর করে দিলেন কোন বিশ্ববিদ্যালয় এইভাবে কোন ছাত্রকে সেন্সর করতে পারেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছেন যে সিসিটিভি সিসিটিভি ব্যাপার না রাজ্য সরকারের সদিচ্ছার অভাব যার জন্য এই ঘটনা ঘটছে। গত এসএসসি পরীক্ষা তে দেখা গেছে ভিন রাজ্যের পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন এবং আগামীকালের পরীক্ষা তো দেখা যাবে সেই বিষয় কি বলবেন
12
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 13, 2025 17:35:29
Kolkata, West Bengal:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলার সফর নিয়ে কটাক্ষ মেয়র ফিরহাদ হাকিমের। অতিথি আসবে যাবে,কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন এবং থাকবেন। বাংলা কে বঞ্চিত করে মানুষের উন্নয়নের প্রায় 2 লক্ষ কোটি টাকা বন্ধ করে রেখেছ। বাংলা সফরে এসে কি হবে। শুধু আসবে যাবে মুখ দেখিয়ে চলে যাবে বলে মোদির সফর কে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন মণিপুরের হিংসার ঘটনার প্রায় 2 বছর কেটে যাওয়ার পর প্রধানমন্ত্রী মণিপুরের সফরে গেছেন। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন আসলে প্রধানমন্ত্রী কে ভয় থেকে ভয় লাগে। তার 56 ইঞ্চের ছাতি ভয় থেকে ভরা। ফলে যখন মানুষের প্রয়োজন হয় তখন তিনি মণিপুরে যান না। অথচ এখন রোড শো করতে গেছেন বলে নরেন্দ্র মোদির সফর কে এই ভাবে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তার দাবি এটা আমি বলছি না এটা মণিপুরের মানুষ বলছেন বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন বির বিপ্লবী যতীন দাসের মৃত্যু বার্ষিকীর উপলক্ষ্যে তার প্রতিকৃতি মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন গুলশান কলোনী নিয়ে মুখ না খুললেও তার বক্তব্য পুলিশ যে কে আরো কড়া ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
12
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 13, 2025 17:35:13
Kolkata, West Bengal:একবলপুর লেনে সংঘর্ষে মৃত্যু একবলপুর লেনের ফুচকাগলিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে অশ্লীল ভাষা নিয়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়, যার ফলে স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয়। সোমবার, খিদিরপুরের একবলপুর লেনে রাম ধনরাজ প্রসাদের (৩৯) বাড়ির পিছনে একদল দুর্বৃত্ত আপত্তিকর ভাষা ব্যবহার করছিল বলে জানা গেছে। প্রসাদ তাদের আচরণের প্রতিবাদ করলে, আমজাদ নামে এক ব্যক্তি তার সহযোগীদের সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাম ধনরাজ প্রসাদ মারা যান। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে হয়েছে এবং পুলিশ তদন্ত চলছে।
13
comment0
Report
SCSandip Chowdhury
Sept 13, 2025 17:35:03
Katwa, West Bengal:এবার বাংলার অন্যতম কুটির শিল্প অগ্রদ্বীপের কাঠের পুতুল দিয়ে সেজে উঠবে কলকাতার দমদম পার্কের পুজোমণ্ডপ। অগ্রদ্বীপের কাঠের পুতুল সহ দেব-দেবীর মূর্তি তৈরিতে ব্যস্ত কাটোয়া অগ্রদ্বীপের শিল্পী অক্ষয় ভাস্কর। বাঁটালি, হাতুড়ি টাকনা, করাত নিয়ে শিল্পীর দল অগ্রদ্বীপের ঐতিহ্যবাহী পুতুল তৈরি করছে। কাটোয়া মহকুমার অগ্রদ্বীপের শিল্পীরা কাঠের পাটার উপর একচালা দুর্গা, মহিষমর্দিনী, এবং অগ্রদ্বীপের রাজা-রাণি, গৌরাঙ্গ, খোল বাদক সহ আদিবাসী নাচের নানান ভঙ্গিমার পুতুলের বরাত পেয়েছে।পারিশ্রমিক বড় কথা নয় অগ্রদ্বীপের কাঠের শিল্পকর্মে সেজে উঠবে কলকাতার পুজোমণ্ডপ এটাই বড় কথা। কাঠের গায়ে শিল্পের ফুল ফুটিয়ে তুলছে অক্ষয় ভাস্কর। বাংলার মধ্যে এমনই এক নজরকাড়া ভাস্কর্যভূমি হল কাটোয়া মহকুমার অগ্রদ্বীপ। গ্রামটিতে দারুশিল্পীদের বসবাস। ভাগীরথী তীরবর্তী এই চৈতন্যভূমিতে লীলা কীর্তনের বহু চিহ্ন ছড়ানো-ছিটানো আছে।সে কারণেই হয়ত অগ্রদ্বীপ লাগোয়া নতুনগ্রামের সূত্রধরদেরও বংশের ভাস্কর্য শিল্পে ধর্মীয় প্রভাবের প্রচুর নজির মেলে। রাধা-কৃষ্ণ তো আছে তার সঙ্গে মেলে লক্ষী পেঁচা , শ্রী গৌরাঙ্গ, মহিষমর্দিনী , সপরিবার দুর্গা মূর্তি,আদিবাসী পুতুল ছাড়াও নানান দেবদেবীর মূর্তি।তবে প্রতিটি ভাস্কর্যে আছে এক সহজাত স্বভাব-নান্দনিক বোধির ছাপ। ব্যবসা এখনও শিল্পের বোধিতে ঘা মারতে পারেনি। অক্ষয় ভাস্কর বলেন,অন্যান্যবার মূর্তির বরাত পাই, এবার মণ্ডপ সাজানোর জন্য পুতুলের বরাত পেয়েছি।ছোট- বড় মূর্তি আছে সেটাও মণ্ডপে রাখা হবে।অক্ষয় ভাস্কর জানান, টাকা বড় কথা নয় আমাদের ঘরানার কাজে মণ্ডপ সেজে উঠবে সেটা গর্বের বিষয়।দুমাস ধরে একজন সহকারীকে নিয়ে ২০০ পিস অগ্রদ্বীপের ঐতিহ্যবাহী পুতুল এবং ৬০ পিস মত আদিবাসী পুতুল তৈরি চলছে। অগ্রদ্বীপের কাঠের শিল্পীদের কাজ কলকাতার পুজো মণ্ডপে শোভা পাবে এটাতেই এলাকাবাসীরা গর্বিত। বাইটঃ ১) অক্ষয় ভাস্কর, কাঠের শিল্পী, অগ্রদ্বীপ, ২) মৃত্যুঞ্জয় সূত্রধর, বাসিন্দা অগ্রদ্বীপ, ৩)পিটিসি
9
comment0
Report
SCSandip Chowdhury
Sept 13, 2025 17:34:48
Katwa, West Bengal:প্রবাদপ্রতীম সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আয়োজিত হলো শ্রদ্ধাঞ্জলী নামক সংগীতানুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে কাটোয়া পৌরসভার সহযোগিতায় আয়োজিত হলো এই অনুষ্ঠান। দুইদিন ব্যাপী এই সংগীতানুষ্ঠানের শুভ সূচনা হয় শনিবার। অনুষ্ঠানের প্রথমদিনে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের সূচনা হয়। শনিবারের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, গৌতম ঘোষ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক, তৃষা পারুই, বিভবেন্দু ভট্টাচার্য্য, চন্দ্রিকা ভট্টাচার্য্য, অরিত্র দাশগুপ্ত ও শিবাজী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, রায়নার বিধায়িকা শম্পা ধারা, তথ্য ও সংস্কৃতি বিভাগের জয়েন্ট ডাইরেক্টর (ইনফরমেশন) কলপেন্দু মুখার্জী, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জী, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়া থানার আইসি তীর্থন্দু গাঙ্গুলি, সহ কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এছারাও অনুষ্ঠান দেখতে কাটোয়া সংহতি প্রেক্ষাগৃহ ভর্তি করে ছিলেন কয়েকশো সঙ্গীতপ্রেমী শ্রোতা। বাইট:- ১) কল্পেন্দু (জয়েন্ট ডাইরেক্টর,ইনফরমেশন, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার) ২) চৈতালী গোস্বামী (দর্শক) ৩) শর্মিষ্ঠা বিশ্বাস (দর্শক)
11
comment0
Report
NRNarayan Roy
Sept 13, 2025 13:38:05
Siliguri, West Bengal:*কিছটা স্বাভাবিক ছন্দে ফিরতেই ভারতে নেপাল মৈত্রি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করল নেপালের মহিলা ফুটবল দল* অলি সরকারের পতনের পর নেপালের হাল ধরলেন সুশীলা কার্কি। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে নেপালের সাধারণ মানুষ থেকে শুরু করে ভারত সকলেই স্বাগত জানিয়েছেন। যদিও গত তিন দিনের অস্থির পরিস্থিতির পর এদিন সকাল থেকে ছন্দে ফিরতে মরিয়া নেপাল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শনিবার পানিট্যাংকি রুরাল ডেভলপমেন্ট ও এডুকেশনাল সোসাইটির পরিচালনায় মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করল নেপালের কাকরভিটা মহিলা ফুটবল দল। এদিন ভারত নেপাল সীমান্তের মদন জোতে প্রথমে ভারতীয় জাতীয় সংগীত করা হয় পরবর্তীতে নেপালের জাতীয় সংগীত করার পর দুই দলের মধ্যে কুশল বিনিময় হয় এবং ফুটবল খেলা শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমী এক্কা, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সিংহ রায়, রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ প্রমুখ। নেপাল ফুটবল এসোসিয়েশনের কোচ ভারত চন্দ্র গুরুং উদ্যোক্তাদের এই আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের খেলা উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে সময়োপযোগী এবং উভয় দেশের সৌভাতৃত্বের সম্পর্ক আরো সুদৃঢ় করবে। নেপালের বর্তমান উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার মন্তব্য, দ্রুত উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। FEED SEND BY 2C 1309ZG_SILI_IND_NE_FOOT_R
11
comment0
Report
MMManoj Mondal
Sept 13, 2025 13:37:38
Kolkata, West Bengal:চলতি বছরের আগষ্ট মাসের চার তারিখ অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকার - ব্যস্ততম রাস্তার পাশের জলাশয় থেকে উদ্ধার হয় নলিকাটা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ।অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।ঠিক তার একদিন পরে,৫ ই আগস্ট অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ গোটা পুলিশ টিম ঘটনাস্থলে যায় ডগ স্কোয়াডের একটি টিম নিয়ে। ঠিক তার একদিন পরে অর্থাৎ ৬ ই আগস্ট মৃত যুবকের পকেটে পাওয়া একটি বাসের টিকিটের সূত্র ধরে যুবকের নাম পরিচয় জানা যায়। জানা যায় বছর ৩৩ এর এই মৃত যুবকের নাম "শেখ নুর আলাম" পেশায় তিনি প্রাক্তন সেনা কর্মী, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার কাঞ্চননগর এলাকায়। ছেলের মৃত্যুর খবর শুনেই অশোকনগরে ছুটে আসেন প্রাক্তনের সেনা জওয়ানের বাবা সহ পাড়া প্রতিবেশীরা।ছেলের দেহ সনাক্ত করে, ছেলের নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন অসহায় বাবা। মৃতের বাবা শেখ সিরাজুল ইসলাম সবশেষে একটা কথাই বললেন ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের কঠিন শাস্তি দিক। বলা চলে তৎপরতার সাথে এক মাসের মধ্যে অশোকনগর থানার পুলিশ প্রশাসন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করে অশোকনগর কল্যাণগড় এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান অভিজিৎ হালদার নামে এক যুবককে। পাশাপাশি এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত কচুয়ার বাসিন্দা শম্ভু পাল নামে আরও এক যুবককে গ্রেফতার করে।
14
comment0
Report
MMManoj Mondal
Sept 13, 2025 13:37:26
Kolkata, West Bengal:বনগাঁ থানার নেহরুনগর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম রাজা গাইন (২৮)। জানা গেছে, বছর দশেক আগে ঠাকুরনগরের রিঙ্কুকে ভালোবেসে বিয়ে করেছিল রাজা। দম্পতির ৮ বছরের একটি ছেলে রয়েছে। পরিবার সূত্রে খবর, পারিবারিক অশান্তির কারণে কিছুদিন ধরে স্ত্রী রিঙ্কু বাপের বাড়িতে রয়েছে। এ নিয়ে রাজার সঙ্গে প্রায়ই ঝামেলা হচ্ছিল। শুক্রবার রাতে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমোতে যায় রাজা। সকালে ডাকাডাকিতে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
13
comment0
Report
AMAshok Manna
Sept 13, 2025 13:37:13
Kolkata, West Bengal:মহেশতলা পৌরসভা বনাম ১৬ নম্বর ওয়ার্ডের কল্যা ণ সমিতি জমি জট নিয়ে ৭২ তম পূজা বন্ধ হবার পথে এ রকম একটি পরিস্থিতি দাঁড়িয়ে দুর্গাপূজা যখন কোর্টে দিকে তাকিয়ে এলাকাবাসীরা ঠিক সেই সময় আমরা খবরের নামি। খবরে শিরোনামে আসার পর আজ মুখ্যমন্ত্রী ফোন করলেন মহেশতলার বিধায়ক তথা মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস কে, খুলতে বলা হোলো উদ্যান, ওখানেই পুজো হবে। আইন আইন এর পথে চলবে। মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জমি যট আদালতে মিটবে, কিন্তু পুজো ওখানে ই হবে। পুজোর কদিন এর জন্য খুলতে হবে গেট। খোলা হোলো গেট। এই সংবাদ পাওয়ার পর এলাকাবাসী অর্থাৎ ১৬ নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতির পূজা কমিটির সহ এলাকাবাসীদের মনে ।খুশির আলো ছড়িয়ে পড়ে তারা খুবই গর্বিত যে তাদের এই দীর্ঘ দিনে দুর্গাপূজা তারা যে আবার করতে পারবে এবং গেট খোলা থাকবে সাধারণ মানুষের জন্য ধর্ষণের জন্য তারা খুবই গর্বিত।
10
comment0
Report
ASAyan Sharma
Sept 13, 2025 12:45:34
Kolkata, West Bengal:# বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মালদা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া, উজ্জ্বল সোরেন এর বিরুদ্ধে অভিযোগ। বিয়ে করতে অস্বীকার করায়, প্যারাসিটামলের ওভার ডোজ দেওয়া হয়, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস এর ফাইনাল ইয়ারের পড়ুয়া অনিন্দিতা সোরেন কে। # প্রথমে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। সেখান থেকে গতকাল রাতে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। পথেই মৃত্যু হয় তার। ইংরেজবাজার থানায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃতের পরিবারের। শুধুমাত্র উজ্জ্বল সোরেন নয় এই ঘটনায় জড়িত রয়েছে আরও অনেক মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারি পড়ুয়া জড়িত অভিযোগ মৃতের পরিবারের। # অভিযুক্ত উজ্জ্বল সোরেন, মালদা মেডিকেল কলেজের পড়ুয়া। বাড়ি পুরুলিয়াতে। বাবা গোপাল চন্দ্র সোরেন কলকাতা পুলিশে কর্মরত, থাকেন কলকাতায়। # গত সোমবার তাকে ডাকা হয়,মালদা মেডিকেল।কলেজে।
13
comment0
Report
Advertisement
Back to top