Back
Padmapukur Pond में डूबकर Titli Biswas की मौत, पुलिस ने जांच शुरू की
AGAyan Ghosal
Sept 10, 2025 03:49:31
Kolkata, West Bengal
Ref : Sarsuna PS GDE No 509 and 517 dt. 09.09.25 and Sarsuna PS U.D No. 35 dated 09.09.25
Today (09.09.25) at about 11:30hrs. one Souvik Chatterjee, S/o- Tinku Chatterjee of 36/1, Ram Narayan Mukherjee Road, PS- Sarsuna, Kol- 61 came to PS and informed that a female(minor girl) of his area is missing from 09am in the morning and local people had seen one of her slipper was floating in the nearby pond named as Padmapukur Pond.
The duty officer understanding the gravity of the situation rushed to the spot with available forces. On reaching the P.O i.e- Padmapukur Pond searched for the said minor victim girl and learnt that she was last seen washing her clothes in the Padmapukur Pond adjacent to her house where the slipper was floating. The DMG personnel was immediately called up the sensing that she might be drowned.
At about 11:50 am the locals discovered a body of a female minor child floating on the opposite bank of the pond. Immediately the said floating body was recovered and identified as Titli Biswas (10yrs), H/F, D/o- Suman Biswas of 1, Ram Narayan Mukherjee Road, PS- Sarsuna, Kol- 61 by her father namely Suman Biswas and her mother namely Shyamali Biswas and other local residents.
On examining the body it was found that froth was coming out from her mouth and she was showing no sign of life. Without wasting any more time she was quickly removed to Vidyasagar S G hospital where she was declared brought dead by the attending doctors.
Enquiry revealed that both the parents of the victim had left for their work and when they returned at about 09 am the victim girl was not found. The parents then searched her in the neighborhood along with the locals but in vain, it also revealed that she was supposed to look after her infant sister when her parents are at work.
Enquiry further revealed that she was last seen by one Urmila Sarkar, her neighbour washing clothes in the pond when her parents were not at home. It also transpired from the parents of the victim that the victim frequently goes to the pond to collect water, wash clothes and bath occasionally and she does not know swimming. It could be learnt that the family of the deceased has been residing at the aforesaid address for the last two and half years as tenant. Enquiry further revealed that the said deceased was a student of Sarsuna Girls Primary School of Class- IV and used to reside at Vill- Moirachak, PO- Srinarayanpur, PS- Dholahat, Pin- 743399, South 24 Pgs with her parents.
During enquiry no foul play could be detected so far. And no complaint had been received as yet.
The Inquest and P.M Examination over the dead body of deceased Titli Biswas (10yrs), H/F, was done and the PM doctor confirmed verbally that it is a simple case of drowning.
12
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BMBiswajit Mitra
FollowSept 10, 2025 08:00:19Ranaghat, West Bengal:
পুনর্জন্মের জন্মদিন! কালাচ সাপের বিষ থেকে প্রাণে বাঁচলো ৮ বছরের শিশু, প্রশংসিত রানাঘাট মহকুমা হাসপাতাল।
ভয়াবহ এক মুহূর্ত থেকে ফিরে এল এক শিশু। বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু প্রায় নিশ্চিত ছিল — কিন্তু রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় অবিশ্বাস্যভাবে ফিরে এল জীবন। ঘটনার সময় মঙ্গলবার ছিল শিশুটির জন্মদিন, আর সেই দিনেই বিপদমুক্ত ঘোষণা হওয়ায়, পরিবার বলছে— "এ যেন দ্বিতীয় জন্ম!"
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। রানাঘাট ২ নম্বর ব্লকের ধানতলা থানার অন্তর্গত শংকরপুর গ্রামের এক আট বছরের শিশুকে কামড়ায় বিষধর কালাচ সাপ। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পেরে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু সঠিক চিকিৎসা না মেলায় দ্রুত অবনতি ঘটে শিশুটির শারীরিক অবস্থার।
পরিস্থিতি সংকটজনক হয়ে উঠলে শিশুটিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্রুত রক্তপরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন এটি বিষধর সাপের কামড়। সঙ্গে সঙ্গেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা। শিশুটিকে ভর্তি করা হয় ICU-তে, দেওয়া হয় অ্যান্টি-ভেনম ও প্রয়োজনীয় ওষুধ।
চিকিৎসক দলের সদস্য ডা. সৌরভ চক্রবর্তী জানান, “কালাচ সাপের বিষ স্নায়ুতন্ত্রে দ্রুত আঘাত করে। সময় মতো সঠিক চিকিৎসা না হলে প্রাণহানির সম্ভাবনা অত্যন্ত বেশি। আমাদের মেডিক্যাল টিম দ্রুত ব্যবস্থা নেওয়ায় শিশুটিকে আমরা সুস্থ করে তুলতে পেরেছি।”
চার দিন আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর মঙ্গলবার শিশুটিকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। কাকতালীয়ভাবে এদিনই ছিল শিশুটির জন্মদিন। আর সেই দিনেই সুস্থ হয়ে ওঠায় আবেগাপ্লুত পরিবার বলছে, “এ যেন ঈশ্বরের আশীর্বাদ। জন্মদিনে আমাদের সন্তানকে ফিরে পেলাম। চিকিৎসকদের কাছে আমরা কৃতজ্ঞ। ওঁরাই ফেরালেন আমাদের সন্তানকে।” তবে জন্মদিনের আয়োজন তেমন কিছু নয় হাসপাতালে আই সি ইউ এর বেডে বসে কেক কাটলো ঐ শিশু, তার এই কেক কাটার মুহূর্তে সাক্ষী ছিলেন হাসপাতালে নার্স থেকে শুরু করে চিকিৎসক সকলেই। উপহারস্বরূপ দেওয়া হল চকলেট আর ভালোবাসা ও আশীর্বাদ।
এ ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে স্বস্তির পাশাপাশি সরকারি হাসপাতালের প্রতি আস্থা আরও বেড়েছে। অনেকেই বলছেন, “প্রাইভেট হাসপাতালের ছায়ায় আমরা সরকারি ব্যবস্থাকে ভুলে যাচ্ছিলাম। কিন্তু রানাঘাট হাসপাতাল দেখিয়ে দিল, দক্ষতা থাকলে সরকারি ব্যবস্থাও জীবন বাঁচাতে পারে।”
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কালাচ সাপের বিষ সাধারণত অত্যন্ত দ্রুত কাজ করে এবং স্নায়বিক অবসাদ ঘটিয়ে রোগীকে অচেতন করে তোলে। তাই প্রথম পর্যায়ে সঠিকভাবে সাপ চিহ্নিত ও চিকিৎসা না হলে পরিস্থিতি মারাত্মক হতে পারে।
ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সাপের কামড় সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। শীঘ্রই এলাকাজুড়ে বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাটি প্রমাণ করল— সময়মতো সঠিক চিকিৎসা, দক্ষ ডাক্তার ও পরিকাঠামো থাকলে জীবন ফিরিয়ে আনা সম্ভব।
0
Report
BBBimal Basu
FollowSept 10, 2025 07:46:30Basirhat, West Bengal:
বলে 2C তে ছবি পাঠিয়েছি।
স্বরূপনগরের ভারত বাংলাদেশের সীমান্তবর্তী তেঁতুলিয় থেকে ভারতীয় জাল টাকা সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস।
গতকাল অধিক রাতে গোপনসূত্রে পুলিস খবর পায় স্বরূপনগরে সীমান্তবর্তী তেঁতুলিয়া এলাকায় জাল টাকার কারবার চালাচ্ছে দুষ্কৃতীরা এই খবর পেয়ে পুলিস সেখানে হানা দিলে বাকি দুষ্কৃতীরা পালিয়ে গেলেও স্বরূপনগর হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়ায় বাড়ি এসারুল মোল্লা নামে এই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ হাজার পাঁচশো টাকার মোট ৩৩ পাঁচশো টাকার ভারতীয় জাল নোট। আজ ধৃত জাল নোট কারবারি এসারুল মোল্লা কে সাত দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদলতে তোলা হবে। এই জাল নোট কারবারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
বিমল বসু বসিরহাট
4
Report
MCMoumita Chakraborty
FollowSept 10, 2025 07:46:11Kolkata, West Bengal:
রাজ্য এর চলচ্চিত্র উৎসবের এবার পাল্টা বিজেপির চলচ্চিত্র উৎসব!সূত্রের খবর স্থির হয়েছে নভেম্বর ডিসেম্বরেই হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। আপাতত কেন্দ্রীয় সরকারি জায়গা তেই এই উৎসব করার পরিকল্পনা। যোগাযোগ শুরু হয়েছে পরিচালকদের সঙ্গেও। বিজেপি র বক্তব্য,রাজ। ্যে এমন অনেক পরিচালক আছেন যাদের শাসক দলের তকমা না থাকায় সুযোগ দেওয়া হয়না। তবে তাদের এই উদ্্যগে কোন রাজনৈতিক ছুতমার্ক রাখা হবেনা।। বাইট রুদ্রনীল ঘোষ।।
4
Report
SBSoumen Bhattachrya
FollowSept 10, 2025 07:33:48Kolkata, West Bengal:
কলকাতা বিমানবন্দরে মধ্যপ্রদেশ এর মুখ্যমন্ত্রী মোহন যাদব এর প্রতিক্রিয়া:-
রাজনীতির জন্য এসআইআর নিয়ে বিরোধিতা করা ঠিক নয়। অনুপ্রবেশকারীরা ঢুকছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিরাট প্রশ্ন এটি।
0
Report
AMArkodeepto Mukherjee
FollowSept 10, 2025 07:19:05Kolkata, West Bengal:
বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক কে চিঠি দেয়া হলো জাতীয় নির্বাচন কমিশন থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধার কার্ড কে দ্বাদশ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার কথা জানানো হলো। আগে যে ১১ টি ডকুমেন্ট ছিল তার সাথে আধার কার্ড যোগ করা হলো। আধার কার্ড কে পরিচয় পত্র হিসেবে গণ্য করতে হবে তবে তা নাগরিকত্বের প্রমাণ হবে না।
6
Report
AMArkodeepto Mukherjee
FollowSept 10, 2025 07:18:57Kolkata, West Bengal:
বাংলায় SIR প্রক্রিয়া: রাজ্য সরকার বিকল্প নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব করেছে।
Ec source must..
পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ১১টি নথির সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। এই বিষয়ে, রাজ্য সরকার মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর (সিইও) কার্যালয়ে তাঁদের পরামর্শ পাঠিয়েছে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সাথে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায়ই তিনি কমিশনের কাছে এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছেন। সভায়, তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং এই নতুন নথি প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।
সূত্রের খবর যে, জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে নিবন্ধিত ১১টি নথির পাশাপাশি কোনও বিকল্প নথি যোগ করা যেতে পারে কিনা। এই ধারাবাহিকতায়, পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্য সঙ্গী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে। সোমবার, সুপ্রিম কোর্ট বিহারে কমিশন কর্তৃক নির্ধারিত ১১টি নথির সাথে আধার যোগ করার অনুমোদন দিয়েছে।
সরকার দ্বাদশ নথি হিসেবে কার্ডটি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল। তবে, এই আদেশ অন্যান্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়। এছাড়াও, মাত্র ১১টি নথির ভিত্তিতে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তাও প্রশ্ন থেকে যায়। এই কারণেই বাংলা সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। রাজ্য সরকার কেবল সিইও অফিস থেকে নয়, জেলা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকেও এই বিষয়ে পরামর্শ চেয়েছিল। আলোচনার পর, রাজ্য এই তিনটি নথিকে ঐচ্ছিক হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। এর আগে, বিহারে, রাজ্য বাংলায় SIR প্রক্রিয়া: রাজ্য সরকার বিকল্প নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব করেছে।
পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ১১টি নথির সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। এই বিষয়ে, রাজ্য সরকার মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) কার্যালয়ে তাঁদের পরামর্শ পাঠিয়েছে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সাথে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দেবেন। মঙ্গলবার সন্ধ্যায়ই তিনি কমিশনের কাছে এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছেন। সভায়, তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং এই নতুন নথি প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।
সূত্রের খবর যে, জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে নিবন্ধিত ১১টি নথির পাশাপাশি কোনও বিকল্প নথি যোগ করা যেতে পারে কিনা। এই ধারাবাহিকতায়, পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্য সঙ্গী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে। সোমবার, সুপ্রিম কোর্ট বিহারে কমিশন কর্তৃক নির্ধারিত ১১টি নথির সাথে আধার যোগ করার অনুমোদন দিয়েছে।
সরকার দ্বাদশ নথি হিসেবে কার্ডটি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল। তবে, এই আদেশ অন্যান্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়। এছাড়াও, মাত্র ১১টি নথির ভিত্তিতে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তাও প্রশ্ন থেকে যায়। এই কারণেই বাংলা সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। রাজ্য সরকার কেবল সিইও অফিস থেকে নয়, জেলা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকেও এই বিষয়ে পরামর্শ চেয়েছিল। আলোচনার পর, রাজ্য এই তিনটি নথিকে ঐচ্ছিক হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
3
Report
AGAyan Ghosal
FollowSept 10, 2025 07:01:10Kolkata, West Bengal:
DOC ASSAULT
খাস কলকাতায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ
দিদির সম্মান রক্ষায় রক্তাক্ত ভাইও
গাড়ি পার্কিংকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত
বাগুইআটি থানায় অভিযোগ দায়ের চিকিৎসকের
বাগুইআটির রঘুনাথপুরের একটি আবাসন চত্বরে মহিলা চিকিৎসকের চেম্বার
গত বুধবার রাতে চেম্বারের সামনে গাড়ি রাখা নিয়ে চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডা আবাসনের সেক্রেটারি ভবতোষ ঝাঁ'র
অভিযোগ, চিকিৎসকের গাড়ির পিছনে নিজের গাড়ি দাঁড় করিয়ে পথ আটকান ভবতোষ
চিকিৎসক প্রতিবাদ করলে তাঁর বুকে ধাক্কা মারার অভিযোগ ভবতোষ ঝাঁ এবং তাঁর ছেলের বিরুদ্ধে
দিদি'কে রক্ষা করতে গিয়ে ধারালো বস্তু দিয়ে চিকিৎসকের ভাইয়ের কপালে আঘাত করলে রক্ত বেরোতে থাকে
শ্লীলতাহানি, মারধরের অভিযোগ অস্বীকার ভবতোষের
চিকিৎসকের ভাই নিজের দোষেই গাড়ির দরজায় আঘাত লেগে মাথায় চোট পান বলে দাবি ভবতোষের
তাঁর দাবি, চিকিৎসক চেম্বারে অসামাজিক কাজকর্ম করেন
অসম্পাদিত সিসি ফুটেজ দেখলেই সব স্পষ্ট হবে, পাল্টা বক্তব্য মহিলা চিকিৎসকের
মহিলা চিকিৎসক, তাঁর ভাই রমন পাণ্ডের বাইট হয়েছে
ভবতোষ ঝাঁ শহরের বাইরে থাকায় ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন
এ ছাড়া ঘটনার রাতের দু'টি চিকিৎসকের মোবাইলে তোলা ভিডিও রয়েছে
0
Report
SCSandip Chowdhury
FollowSept 10, 2025 06:03:28Katwa, West Bengal:
ইলেক্ট্রিক শক লেগে হাসপাতালে ভর্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকেই পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী। জানা যায় অসুস্থ পরীক্ষার্থীর নাম প্রতিমা দলুই (১৭) সে কাটোয়ার থানা মার্কেটিং পাড়ার বাসিন্দা। আজকে ইংরেজি পরীক্ষার দিন কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুলের ছাত্রী প্রতিমা দলুইয়ের পরীক্ষার সিট পরে কাটোয়া বালিকা বিদ্যালয়ে। প্রতীমা বলে, গতকাল রাত্রে লোহার গেট বন্ধ করতে যায় সে এবং অজান্তেই গেটের পাশে থাকা ইলেক্ট্রিক তার লিক করে লোহার গেটের সাথে জড়িয়ে যায়। যখন প্রতিমা গেট বন্ধ করতে যায় তখনই ইলেক্ট্রিকের জোর ঝটকায় অজ্ঞান হয়ে যায় সে। পরবর্তীতে তাকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার চিকিৎসা শুরু হয়। আজকে সকাল নাগাদ বিষয়টি উচ্চ মধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের জানানো হলে তারা হাসপাতালের সিক রুম থেকে তার পরিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। আজকে নির্দিষ্ট সময় মতো পুলিশি নিরাপত্তায় তার প্রশ্নপত্র আসে হাসপাতালে এবং পুলিশি নিরাপত্তায় নির্দিষ্ট নিয়ম মেনেই তার পরিক্ষা নির্ধারিত সময়ানুযায়ী শুরু হয়।
১) প্রতিমা দলুই (অসুস্থ পরীক্ষার্থী )
২) দেবি দলুই (প্রতিমার মা)
৩) বাপন ঘোষ (কন্ট্রোল রুমের সদস্য)
2
Report
MMManoranjan Mishra
FollowSept 10, 2025 05:51:42Purulia, West Bengal:
পুরুলিয়া : পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি । কিন্তু গ্রামে তৃণমূল সদস্যা জয়লাভ করায় উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ উঠলো আদিবাসী অধ্যুষিত গ্রামকে । পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামুয়াডি গ্রামের তালডি পাড়ার। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামে যাতায়াতের রাস্তা। বর্ষায় জল জমে কর্দমগ্ন রাস্তায় যানবাহন যাতায়াতের কারণে খাল ডোবে পরিণত হয়েছে রাস্তা । বর্তমানে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে । এম্বুলেন্স ঢুকতে পারে না গ্রামে । কেউ অসুস্থ হয়ে পড়লে খাটিয়ায় করে গ্রামের বাইরে নিয়ে যেতে হয় গ্রামবাসীদের। গতকাল জামুয়াডি গ্রামের তালডি পাড়ার এক মুমূর্ষ রোগীকে খাটিয়ায় চাপিয়ে কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে ।
গ্রামবাসীদের অভিযোগ, জামুয়াডি থেকে তেলকুপি বারুণিঘাট পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তাটি আজও পাকা হয়নি । দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল হয়ে রয়েছে । খাল ডোব রাস্তায় জল জমে কর্দমগ্ন হয়ে রয়েছে । এলাকায় ঢুকতে পারে না এম্বুলেন্স ও অন্যান্য যানবাহন। শিক্ষা, স্বাস্থ্য, দৈনন্দিন কাজে এই রাস্তা দিয়েই এলাকাবাসী এবং পড়ুয়াদের যাতায়াত করতে। গ্রামে পাকা রাস্তার দাবিতে বার বার গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কোন লাভ হয়নি ।
স্থানীয় তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, বিজেপি পরিচালিত বড়রা গ্রাম পঞ্চায়েত । কিন্তু জামুয়াডি গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জেতার কারণে কোন উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি। তাই আদিবাসী অধ্যুষিত এই গ্রামে আজও পাকা রাস্তা হয়নি।
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরমেশ্বর বাউরী। যদিও পাকা রাস্তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
কবে হাল ফিরবে রাস্তার ? কবে হবে পাকা রাস্তা ? সেদিকেই তাকিয়ে রয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দারা ।
বাইট :
১) জিতেন মুর্মু (গ্রামবাসী)
২) মহারানী হেমব্রম (তৃণমূল পঞ্চায়েত সদস্যা)
৩) পরমেশ্বর বাউরী (উপপ্রধান, বড়রা গ্রাম পঞ্চায়েত)
7
Report
ABArup Basak
FollowSept 10, 2025 05:51:21Mal Bazar, West Bengal:
*চার মাসের মজুরি বকেয়া, বাগরাকোট চা বাগানে ম্যানেজার ঘেরাও করে বিক্ষোভ শ্রমিকদের...*
গত দু মাস ধরে মজুরি না পেয়ে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন মাল ব্লকের বাগরাকোট চা বাগানের শ্রমিকেরা। বুধবার সকাল থেকে কাজ বন্ধ রেখে বাগান ম্যানেজার পিজুস কুমার শা-কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হন তাঁরা।
শ্রমিকদের অভিযোগ, বিগত চারটি পাক্ষিক মজুরি এখনও পর্যন্ত বকেয়া রয়েছে। তবুও তাঁরা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দীর্ঘদিন মজুরি না পেয়ে আর ধৈর্য ধরে রাখতে না পেরে এদিন প্রতিবাদে শামিল হয়েছেন।
একজন মহিলা চা শ্রমিক জানান,“চার মাস ধরে মাইনে পাচ্ছি না। দোকানে বাকি পড়ে গেছে। বাড়িতে চাল নেই, তবুও প্রতিদিন বাগানে এসেছি। কিন্তু কত দিন আর সহ্য করা যায়?
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা যখন প্রাপ্য মজুরি চেয়ে বাগান কতৃপক্ষের দ্বারস্থ হন, তখন কর্তৃপক্ষ জানান যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে শ্রমিকদের দাবি, এতদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কোনও বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এছাড়া, চলতি বছরে সরকারি নিয়ম অনুযায়ী ২০% পূজো বোনাস দেওয়ার কথা ঘোষণা হলেও, বাগরাকোট চা বাগান কর্তৃপক্ষ মাত্র ৮% বোনাস দেওয়ার কথা জানায়। তাতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা।
এক বিক্ষোভকারী শ্রমিক বলেন,
২০% বোনাস আমাদের প্রাপ্য। তার উপর আবার চার কিস্তির মজুরি বাকি। এসব চলতে পারে না। দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে
১)অবিলম্বে চারটি পাক্ষিক মজুরি প্রদান
২)ঘোষিত সরকারি নিয়ম মেনে ২০% পূজো বোনাস
তবে বাগান ম্যানেজার পিজুস কুমার শা-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাইট ১) মহিলা চা শ্রমিক।
২) বিক্ষোভকারি শ্রমিক
1009ZG_MAL_BAGRAKOTE_TG_R
7
Report
PSPrasenjit Sardar
FollowSept 10, 2025 05:50:54Baruipur, West Bengal:
ক্যানিংয়ে সকালে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃ্ত্যু,এলাকায় চাঞ্চল্য
ক্যানিং - ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর নস্কর(২৭)। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি এলাকায়
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,তালদি পোল এলাকার যুবক শুভঙ্কর এদিন সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি ৪০৯ ম্যাটাডোর ধাক্কা মারে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবক কে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে গাড়ি টি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
100925ZG-BAR-CANNING-DEATH-R
3
Report
PDPradyut Das
FollowSept 10, 2025 05:50:45Jalpaiguri, West Bengal:
2C
1009ZG_JAL_ACCIDENT_R
দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে একি কাণ্ড ঘটলো! জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অধীন নাথুয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। রাস্তায় পড়ে রক্তাক্ত তিনজন। ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে পুজোর অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। তারপরেও রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা?
পুজোর চাঁদার জুলুম থেকে বাঁচতে দ্রুতগতিতে পালাতে গিয়ে দুই কিশোরকে পিষে দিল লরি
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার নাথুয়া ভাটিয়াপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। চাপাতা বোঝাই একটি লরি দুর্গাপূজার চাঁদার জুলুম থেকে বাঁচতে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন জনকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৈনাক দত্ত (১৫) ও পার্থ রায় (১৫)-কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর জন চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়েই পুজোর জন্য চাঁদা তোলা হচ্ছিল। লরিচালক দাবি মত টাকা দিতে অস্বীকার করলে উদ্যোক্তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। চালক চাঁদা দিতে অপারগ বলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করতেই ঘটে সর্বনাশ। ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় লরিটি।
এই ঘটনায় প্রশ্ন উঠছে, কোথায় পুলিশ? কোথায় নজরদারি? মুখ্যমন্ত্রী জেলায় সফরে থাকা অবস্থাতেও কীভাবে প্রকাশ্যে এমন চাঁদার জুলুম চলতে পারে? স্থানীয়দের অভিযোগ, প্রশাসন যদি শুরু থেকেই কড়া নজরদারি চালাত, তবে নিরীহ দুই কিশোরকে প্রাণ যেত না বলে অভিযোগ।
শোকস্তব্ধ পার্থ রায়ের বাবা রবি রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল। হঠাৎ খবর পাই দুর্ঘটনার। হাসপাতালে এসে শুনলাম ছেলে আর নেই। কীভাবে এমনটা ঘটল, কিছুই বুঝতে পারছি না।”
ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে নাথুয়া ও ধূপগুড়ি জুড়ে। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, অবিলম্বে চাঁদার নামে এই ধরনের জুলুমবাজি বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এদিকে চাপাতা বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করা হয় আটক চালক বলে পুলিশ সূত্রে খবর।
রিপোর্ট :- প্রদ্যুত দাস
ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
4
Report
CDChampak Dutta
FollowSept 10, 2025 05:46:49Kaji Chak, West Bengal:
এমনিতেই শান্ত স্বভাব রামলালের, কিন্তু আজ হঠাৎ তার বিগড়ে গেল মাথা। রাস্তায় গাড়ির উপর চালাল আক্রমণ। উল্টে দিল গাড়ি। কোনক্রমে প্রাণে রক্ষা পেল গাড়ির চালক। রামলাল আর কেউ নয় গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় জঙ্গলের একটি হাতি। গ্রামবাসীরা এই ভালবেসে সেই হাতির নাম রেখেছে রামলাল। গোটা জঙ্গলমহলজুড়ে এই রামলালের রয়েছে অবাধ যাতায়াত। আজ পর্যন্ত রামলালকে সেভাবে কারো ক্ষতি করতে দেখা যায়নি। কিন্তু বুধবার সকালে রামলাল খাবারের সন্ধানে বেরিয়ে পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের ঘাগরাশোল মৌজাতে হঠাৎ একটি ইকো গাড়ির উপর তান্ডব চালায়। গ্রামবাসীদের মতে খাবার না পাওয়ায় হঠাৎ রামলালের মাথা গেছে বিগড়ে, তাই গাড়ির উপর আক্রমণ করেছে সে।
ছবি 2c তে
Slug- 1009ZG_WMID_RAMLAL_R
4
Report
BSBarun Sengupta
FollowSept 10, 2025 05:45:52Barrackpur Cantonment, West Bengal:
ভাটপাড়া বিধানসভা অঞ্চলে ভুয়ো ভোটারের সংখ্যা ৯৩৭৭ এখনো পর্যন্ত এই ভুয়া ভোটার আছে এমনটাই দাবি প্রাক্তন সংসদ অর্জুন সিং এর পাশাপাশি তিনি বলেন সব জায়গা করতে পারলে ১২ থেকে ১৩০০০ ভুয়া ভোটার পাওয়া যাবে। পাশাপাশি তিনি সরব হন বি এল ও নিয়েও।
যারা বি এল ও দায়িত্ব পেয়েছেন একেবারেই ছবি দেখিয়ে তিনি বলেন এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী তৃণমূল সমর্থক। অঙ্গনওয়াড়ি কর্মী বা নন টিচিং স্টাফ এই কাজ পেতে পারেনা কি করে এদের নাম ঢুকলো সেটা নিয়েই সরব হয়েছেন প্রাক্তন সাংসদ।
আর এই নিয়ে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। বি এল ও দের ছবি প্রকাশ করে তিনি বলেন এরা সবাই তৃণমূল কর্মী। তাহলে তারা যখন থাকবেন যেসব নাম বাদ দিতে হবে অর্থাৎ মৃত ভোটার, যারা এখানে থাকেন না, বা যাদের দু'জায়গায় নাম রয়েছে, শৈশব ভোটারদের স্বচ্ছতার সঙ্গে নাম বাদ যাবে না, এটা খুব দ্রুততার সঙ্গে দেখা উচিত। সব জায়গায় জুটি এটা হয় তৃণমূল পঞ্চাশটার বেশি আসন পাবে না।
অপরদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা নির্বাচন কমিশন দেখবে। আর নির্বাচন কমিশন সবটাই তো বিজেপির। পাশাপাশি বি এল ও নিয়ে যা বলছে তা নিয়েও অভিযোগ জানাতে বলেন নির্বাচন কমিশন অভিযোগ জানালে সে নাম বাদ হয়ে যাবে। এমনটাই দাবি তৃণমূলের।
ভাটপাড়া বিধানসভা সবচাইতে ছোট বিধানসভা। ভাটপাড়া পৌরসভার ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ড নিয়ে এই বিধানসভা তৈরি।
১৫৪০৩৭ জন ভোটার।
সেখানেই অর্জুন সিং এর দাবি ৯৩৭৭ জন ভুয়ো ভোটার আছে। এই সব তথ্য তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
100925_BKP_ARJUN_PC
2C TE
1
Report
ASAyan Sharma
FollowSept 10, 2025 05:04:51Kolkata, West Bengal:
এবার অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস এর চিকিৎসক সংগঠনের উৎপল বন্দ্যোপাধ্যায় কে তলব। চারুমার্কেট থানা এলাকায়,তার বাড়িতে পৌঁছালো তলবের চিঠি।
# আগামী ১২ সেপ্টেম্বর তাকে তলব করা হয়েছে।
# ২০২৪ সালে দায়ের করা মামলা ,দায়ের হয় হেয়ার স্ট্রিট থানার তরফে। এক বছর পর তলব করাহল চিকিৎসক উৎপল ব্যানার্জি কে।
# ভারতীয় ন্যায় সংহিতা আইনের 132,285,223,3(6),74,280 ধারায় মামলা রুজু।
# সরকারি কর্মীদের কাজে বাধাদান,রাস্তা আটকে রাখা, সরকারি আদেশ অমান্য করা,সংগঠিত একজোট হয়ে অপরাধ মুলক কাজ করা,মহিলার শ্লীলতাহানি, জোরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ এমন একাধিক ধারায় মামলা রুজু।
7
Report