Back
दुर्गापूजा चंदा मांगने में कहर: दो किशोर मौत सड़क हादसे में
PDPradyut Das
Sept 10, 2025 05:50:45
Jalpaiguri, West Bengal
2C
1009ZG_JAL_ACCIDENT_R
দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে একি কাণ্ড ঘটলো! জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অধীন নাথুয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। রাস্তায় পড়ে রক্তাক্ত তিনজন। ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে পুজোর অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। তারপরেও রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা?
পুজোর চাঁদার জুলুম থেকে বাঁচতে দ্রুতগতিতে পালাতে গিয়ে দুই কিশোরকে পিষে দিল লরি
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার নাথুয়া ভাটিয়াপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। চাপাতা বোঝাই একটি লরি দুর্গাপূজার চাঁদার জুলুম থেকে বাঁচতে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন জনকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৈনাক দত্ত (১৫) ও পার্থ রায় (১৫)-কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর জন চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়েই পুজোর জন্য চাঁদা তোলা হচ্ছিল। লরিচালক দাবি মত টাকা দিতে অস্বীকার করলে উদ্যোক্তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। চালক চাঁদা দিতে অপারগ বলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করতেই ঘটে সর্বনাশ। ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় লরিটি।
এই ঘটনায় প্রশ্ন উঠছে, কোথায় পুলিশ? কোথায় নজরদারি? মুখ্যমন্ত্রী জেলায় সফরে থাকা অবস্থাতেও কীভাবে প্রকাশ্যে এমন চাঁদার জুলুম চলতে পারে? স্থানীয়দের অভিযোগ, প্রশাসন যদি শুরু থেকেই কড়া নজরদারি চালাত, তবে নিরীহ দুই কিশোরকে প্রাণ যেত না বলে অভিযোগ।
শোকস্তব্ধ পার্থ রায়ের বাবা রবি রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল। হঠাৎ খবর পাই দুর্ঘটনার। হাসপাতালে এসে শুনলাম ছেলে আর নেই। কীভাবে এমনটা ঘটল, কিছুই বুঝতে পারছি না।”
ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে নাথুয়া ও ধূপগুড়ি জুড়ে। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, অবিলম্বে চাঁদার নামে এই ধরনের জুলুমবাজি বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এদিকে চাপাতা বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করা হয় আটক চালক বলে পুলিশ সূত্রে খবর।
রিপোর্ট :- প্রদ্যুত দাস
ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
11
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChittaranjan Das
FollowSept 10, 2025 09:51:05Durgapur, West Bengal:
অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল শিক্ষা পর্ষদ। তার পরীক্ষা কেন্দ্র ছিল দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়। দুর্গাপুরের সগড়ভাঙা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সমাদ্দার প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ে। বাংলা পরীক্ষা, পরীক্ষা কেন্দ্রে দিলেও ইংরেজি পরীক্ষা হাসপাতালে দিতে হয়। সোমবার শুভজিৎকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই খবর পৌঁছায় স্কুল কর্তৃপক্ষের কাছে। তারপরেই শিক্ষা পর্ষদের আধিকারিকরা হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে। নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশের নজরদারিতে ওই পরীক্ষার্থী হাসপাতালের বেডেই দিচ্ছে পরীক্ষা। সেন্টার ইনচার্জ ঋতপ্রতিক ঘোষ বলেন, "আমাদের কাছে খবর ছিল ওই পরীক্ষার্থী অসুস্থ। হাসপাতালে ভর্তি রয়েছে। পরীক্ষা যাতে বাদ না যায় সেজন্য হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের তৎপরতা রয়েছে।"
ছবি 2C তে
ফাইল নাম
1009ZG_DGP_HS_EXAM_R
4
Report
MMManoj Mondal
FollowSept 10, 2025 09:50:53Kolkata, West Bengal:
অশোকনগরের পর এবার গোপালনগরেও বিপুল পরিমাণে খনিজ তেল ও গ্যাস মজুত থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে। কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সংস্থা ONGC বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক খনন ও গবেষণা চালাচ্ছে। এরই অংশ হিসেবে গোপালনগর ব্লকের আকাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অনুসন্ধানে বড় আকারে তেল ও গ্যাস পাওয়া যেতে পারে বলে আশাবাদী ONGC কর্তৃপক্ষ।
বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করল ONGC। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার মানস কুমার নাথ সহ অন্যান্য আধিকারিক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলী মন্ডল ও গোপালনগর থানার ওসি অসীম পাল।
স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে এই গ্যাস ও তেলের সম্ভাবনা যদি বাস্তবে রূপ নেয় তবে গোটা মহকুমার অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
2
Report
AMAshok Manna
FollowSept 10, 2025 09:22:45Kolkata, West Bengal:
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের উপরে সম্প্রীতি ব্রিজের উপর রাস্তার সংস্কারের কাজ চলাকালীন হঠাৎই পুরাতন ডাকঘর রামায়ণ তলায় ১৮৫ ও ১৮৬ নম্বর পিলারের কাছে বজ বজ ট্রাঙ্ক রোডের উপর গলন্ত পিচ নিচে পড়তে থাকে। হঠাৎই নজরে আসে একটি বাচ্চা মেয়ের মূলত তারই তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বাইক আরোহীরা। গলন্ত পিচ সম্প্রীতি উড়াল পুলের ওপর থেকে পড়ে বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়। এরপর বেশ কিছুক্ষণের জন্য বজবজ ট্রাঙ্ক রোডে যানজটে সৃষ্টি হয়।
1
Report
KMKIRAN MANNA
FollowSept 10, 2025 09:22:18Dihierench, West Bengal:
Must copy ---
*পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার-১৪১ বছরের ঐতিহ্যবাহী “বি-সরকার জহুরীর” নতুন শোরুমের উদ্বোধন।*
তমলুক : কলকাতার ১৪১ বছরের পুরাতন ডাকটিকিট প্রাপ্ত নামী সংস্থা “বি-সরকার জহুরী”-র নতুন শোরুমের সূচনা হলো পূর্ব মেদিনীপুরের তমলুকের হাসপাতাল মোড়ে। উদ্বোধনের প্রথম দিনেই শোরুমে উপচে পড়ল ক্রেতাদের ভিড়।
শুধু কলকাতায় নয়, হাতের নাগালেই এখন মিলবে নামিদামি ও নান্দনিক ডিজাইনের গয়নার সমাহার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অফার, পুজোর কালেকশন, ছাড় এবং বিশেষ লাকি ড্র-কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। শোরুমে পাওয়া যাবে ভ্যারাইটির নানা ডিজাইনের গয়না।
এই উপলক্ষে তমলুক শাখার ম্যানেজার বিশ্বজিৎ গিরি সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নতুন শোরুমে আসার আহ্বান জানিয়েছেন। উদ্বোধনী দিনে খুশি হয়ে ক্রেতারা জানিয়েছেন, এখন আর কলকাতায় ছুটতে হবে না, তমলুকেই পাওয়া যাবে আধুনিক ডিজাইনের গয়না।
বাইট : বিশ্বজিৎ গিরি, ম্যানেজার, তমলুক শাখা
বাইট : দেবস্মিতা মাইতি, ক্রেতা
4
Report
PCPartha Chowdhury
FollowSept 10, 2025 09:03:21Bardhaman, West Bengal:
আমার এত বড় বিপদ গেল। আপনি কোথায় ছিলেন? ক্ষোভে দু: খে মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহকে বিদ্ধ করলেন দলেরই প্রধান। সদ্য স্বামীহারার এই তীক্ষ্ণ আক্রমণের সামনে দিশেহারা হয়ে যান মন্ত্রী। তবে পোড়খাওয়া রাজনীতির লোক তো! তাই ম্যানেজ করতে চেষ্টা করেছেন।
“প্রয়োজনে দেখা যায় না বিধায়ককে” এবার অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূলের অন্দরে আবার ক্ষোভের সুর। এর আগে দফায় দফায় বিক্ষোভ হয়েছে মন্ত্রীর বিরুদ্ধে। করেছেন দলের লোকেরাই। মন্ত্রীও তার গোষ্ঠী ছেড়ে কথা বলেননি। এমনকি রাজ্য নেতারাও এই নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন।
সময়টা ভাল যাচ্ছে না ডাকসাইটে নেতা মন্ত্রী সিদ্দিকুল্লাহের।
রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবারে সরাসরি ক্ষোভ উগরে দিলেন মামুদপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি রজক।
গত ৭ তারিখে পঞ্চায়েত প্রধানের স্বামী মারা যান। শোকের সময় দলের কর্মী-সমর্থক, নেতা তার বাড়িতে গেলেও বিধায়ক হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরী একবারও খোঁজ নেননি বলে অভিযোগ। প্রধানের অভিযোগ, ওই সময় এলাকায় বিভিন্ন কর্মসূচিতেই উপস্থিত ছিলেন তিনি।
মঙ্গলবার সকালে হঠাৎই সিদ্দিকুল্লাহ চৌধুরী সমবেদনা জানাতে পৌঁছন ডলি রজকের বাড়িতে। তখনই বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত প্রধান। ডলি রজক সরাসরি বলেন, “প্রয়োজনে আপনাকে এলাকায় দেখা যায় না। আমার এত বড় বিপদ হয়ে গেল, আপনি তখন একবারও খোঁজ নিলেন না। আজ সমবেদনা জানাতে এলেন। একবার কি আসার প্রয়োজন ছিল না? আপনি এদিক, ওদিক ঘুরে বেড়ালেন। আসার সময় পেলেন না! '
এই অভাবনীয় ঘটনায় দৃশ্যত একটু পিছিয়েই যান মন্ত্রী।
পরে বলেন,' গ্রামের মেয়েরা এমন বলে না। কেউ এসব শিখিয়ে দিয়েছে আপনাকে।বিধবা ভাতা, বা অন্যান্য সুযোগ তো সরকার দেবে।
অবশ্য পাশাপাশি একথাও বলেন, ' ওনাকে বলতে দেওয়া হোক!'
এ যেন সেই-
'She must weep or she will die!'
সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
1009ZG_BWN_KHOV
6
Report
KMKIRAN MANNA
FollowSept 10, 2025 08:39:56Dihierench, West Bengal:
*পূর্ব মেদিনীপুরের তমলুকে এবার-১৪১ বছরের ঐতিহ্যবাহী “বি-সরকার জহুরীর” নতুন শোরুমের উদ্বোধন।*
তমলুক : কলকাতার ১৪১ বছরের পুরাতন ডাকটিকিট প্রাপ্ত নামী সংস্থা “বি-সরকার জহুরী”-র নতুন শোরুমের সূচনা হলো পূর্ব মেদিনীপুরের তমলুকের হাসপাতাল মোড়ে। উদ্বোধনের প্রথম দিনেই শোরুমে উপচে পড়ল ক্রেতাদের ভিড়।
শুধু কলকাতায় নয়, হাতের নাগালেই এখন মিলবে নামিদামি ও নান্দনিক ডিজাইনের গয়নার সমাহার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অফার, পুজোর কালেকশন, ছাড় এবং বিশেষ লাকি ড্র-কুপনের ব্যবস্থা রাখা হয়েছে। শোরুমে পাওয়া যাবে ভ্যারাইটির নানা ডিজাইনের গয়না।
এই উপলক্ষে তমলুক শাখার ম্যানেজার বিশ্বজিৎ গিরি সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নতুন শোরুমে আসার আহ্বান জানিয়েছেন। উদ্বোধনী দিনে খুশি হয়ে ক্রেতারা জানিয়েছেন, এখন আর কলকাতায় ছুটতে হবে না, তমলুকেই পাওয়া যাবে আধুনিক ডিজাইনের গয়না।
বাইট : বিশ্বজিৎ গিরি, ম্যানেজার, তমলুক শাখা
বাইট : দেবস্মিতা মাইতি, ক্রেতা
5
Report
MMManoranjan Mishra
FollowSept 10, 2025 08:39:43Purulia, West Bengal:
পুরুলিয়া : জাতীয় সড়কের ধারে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা হোটেলের বাগানে ঝুলন্ত অবস্থায় মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুরুলিয়া মফস্বল থানার হুলকা গ্রামের অদূরে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আনুমানিক ৪৫ বছর বয়সী মৃত মহিলার নাম ভারতী মাহাতো । বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুলকা গ্রামে ।
জানা যায়, মহিলার দুই ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে । স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা । গত ১ সেপ্টেম্বর মাঝরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি । তারপর থেকেই নিখোঁজ ছিলেন । পারিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । তবুও তার খোঁজ মেলেনি । আজ দুপুরে এলাকাবাসীরা দেখেন পুরুলিয়া - রাঁচি ১৮ নম্বর জাতীয় সড়কের ধারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি হোটেলের বাগানে গাছের মধ্যে ঝুলছে মহিলার পচাগলা দেহ । তারাই খবর দেন মহিলার পরিবারকে এবং পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
মৃত মহিলার স্বামী বলেন, পরিবারে কোনো ঝামেলা হয়নি । গত ১ সেপ্টেম্বর রাতে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় । তারপর থেকেই নিখোঁজ ছিলেন । থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । আজকে দেখি একটি বন্ধ হোটেলের বাগানে তাঁর দেহ ঝুলছে ।
এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে হোটেলটি বন্ধ ছিল । আজকে এলাকার বাসিন্দারা ওই হোটেলের পাশ দিয়ে গেলে দুর্গন্ধ বেরোয় । তারপর হোটেলে উঁকি মেরে এলাকাবাসীরা দেখেন মহিলার দেহ ঝুলছে । তারপরই ওই মহিলার পরিবারকে এবং থানায় খবর দেওয়া হয় ।
বাইট :
১) নেপাল মাহাতো (স্বামী)
২) সনৎ মাহাতো (স্থানীয় বাসিন্দা)
6
Report
AMAshok Manna
FollowSept 10, 2025 08:21:39Kolkata, West Bengal:
দক্ষিণ ২৪ পরগনা বজবজ ডি এন ঘোষ কমিটির ৫২তম বর্ষের দুর্গা উৎসব
আর মাত্র কয়েকদিনর অপেক্ষার অবসান হতে চলেছে। সারা ভারতবর্ষেই পাশাপাশি পশ্চিমবঙ্গের মূলত কলকাতা দূর্গা উৎসব সারা বিশ্বকে জয় করেছে।বজবজ ডি এন ঘোষ দুর্গাপূজা ৫২তম বর্ষে এ বছরের মন্ডপ রাজমহলের রাজধানীঅর্থাৎ স্থাপত্য শিল্পের অনুকরণে এই মন্ডপ গড়ে তোলা হয়েছে দীর্ঘ দু মাস ধরে প্রতিদিন ২০ টা করে শ্রমিক কাজ করে চলেছে। এই মন্ডপ গড়ে তোলার জন্য। তবে কিছুটা হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্নিত হয়েছে শারদীয়ার মাতৃ আগমনী যত কাছাকাছি আসছে মন্ডপ যেন এক নতুন আদলে রূপদান করে মণ্ডপ কে সাজিয়ে তোলা হচ্ছে।পুজো কমিটির দাবিই প্রতিবছর যেভাবে রেকর্ড পরিমাণ দর্শনার্থী আগমন হয় এ বছরেও আর বৃদ্ধি পাবে। তাদের এই কয়েক কোটি টাকার বাজে পূজা আবারো দক্ষিণ ২৪ পরগনা পাশাপাশি কলিকাতা শহরতলী বড় বড় পূজার সঙ্গে পাল্লা দিতে চলে সেই ডি এন ঘোষ কমিটির দুর্গা উৎসব। তৃতীয়ার দিন এই পূজা উদ্বোধন করা হবে। অর্থাৎ কুড়ি তারিখে মধ্যেই এই মন্ডপের সম্পন্ন কাজ সমাপ্ত করে দেবে বলে জানান। অপরদিকে প্রতিবছর না এ বছরে ও চন্দননগরের আলোকসজ্জায় সাজিয়ে ফেলা হয় বজ বজ।
3
Report
ANArnabangshu Neogi
FollowSept 10, 2025 08:21:26Kolkata, West Bengal:
নবান্ন অভিযানে আরজি করেন নির্যাতিতার পরিবারের মায়ের আহত হওয়ার ঘটনায় পুনরায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারকে একজন ডেপুটি কমিশনার নিয়োগ করতে হবে।
তিনি বিষয়টি নিয়ে পুনরায় তদন্ত করবেন। পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে আবেদনকারীরা পুনরায় হাইকোর্টে আবেদন জানাতে পারবে।
এদিন নিউমার্কেট ও শেক্সপিয়ার থানার পক্ষ থেকে নবান্ন অভিযানে আরজিকরের নির্যাতিতার মায়ের আহত ঘটনার একটি রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে উল্লেখ রয়েছে ঘটনার কোন সত্যতা নেই পুলিশের দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত হননি। তাই এই তদন্ত নিষ্পত্তি করা হয়েছে।
অপরদিকে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে উল্লেখ রয়েছে নির্যাতিতার মায়ের কপালের সামনে আঘাতের চিহ্ন ছিল।
বিচারপতির পর্যবেক্ষণ এই আঘাত পুলিশ:--
ওই আঘাত পুলিশের দ্বারা হতে পারে। যে জনসমাগম হয়েছিল সেই জনসমাগমের হুড়োহুড়ি থেকে হতে পারে। অথবা হুড়োহুড়িতে কোথাও পড়ে গিয়ে হতে পারে।
তবে বেসরকারি হাসপাতালের রিপোর্টের উপর ভিত্তি করে আদালত মনে করছে এই ঘটনার পুনরায় তদন্তের প্রয়োজন তাই আদালত কলকাতা পুলিশ কমিশনার কে একজন ডেপুটি কমিশনার দ্বারা পুনরায় তদন্তের নির্দেশ জারি করছে।
4
Report
MMManoranjan Mishra
FollowSept 10, 2025 08:19:38Purulia, West Bengal:
পুরুলিয়া : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে চাষের জমিতে উল্টে গেল ট্রাক্টর । চালকের পা চাপা পড়ে যায় ট্রাক্টরে। বুধবার ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার পাথরডি গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ক্রেনের সাহায্যে ট্রাক্টরটিকে তুলে উদ্ধার করা হয় চালককে । গুরুতর আহত চালককে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
4
Report
BMBiswajit Mitra
FollowSept 10, 2025 08:00:19Ranaghat, West Bengal:
পুনর্জন্মের জন্মদিন! কালাচ সাপের বিষ থেকে প্রাণে বাঁচলো ৮ বছরের শিশু, প্রশংসিত রানাঘাট মহকুমা হাসপাতাল।
ভয়াবহ এক মুহূর্ত থেকে ফিরে এল এক শিশু। বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু প্রায় নিশ্চিত ছিল — কিন্তু রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় অবিশ্বাস্যভাবে ফিরে এল জীবন। ঘটনার সময় মঙ্গলবার ছিল শিশুটির জন্মদিন, আর সেই দিনেই বিপদমুক্ত ঘোষণা হওয়ায়, পরিবার বলছে— "এ যেন দ্বিতীয় জন্ম!"
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। রানাঘাট ২ নম্বর ব্লকের ধানতলা থানার অন্তর্গত শংকরপুর গ্রামের এক আট বছরের শিশুকে কামড়ায় বিষধর কালাচ সাপ। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পেরে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু সঠিক চিকিৎসা না মেলায় দ্রুত অবনতি ঘটে শিশুটির শারীরিক অবস্থার।
পরিস্থিতি সংকটজনক হয়ে উঠলে শিশুটিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্রুত রক্তপরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন এটি বিষধর সাপের কামড়। সঙ্গে সঙ্গেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা। শিশুটিকে ভর্তি করা হয় ICU-তে, দেওয়া হয় অ্যান্টি-ভেনম ও প্রয়োজনীয় ওষুধ।
চিকিৎসক দলের সদস্য ডা. সৌরভ চক্রবর্তী জানান, “কালাচ সাপের বিষ স্নায়ুতন্ত্রে দ্রুত আঘাত করে। সময় মতো সঠিক চিকিৎসা না হলে প্রাণহানির সম্ভাবনা অত্যন্ত বেশি। আমাদের মেডিক্যাল টিম দ্রুত ব্যবস্থা নেওয়ায় শিশুটিকে আমরা সুস্থ করে তুলতে পেরেছি।”
চার দিন আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর মঙ্গলবার শিশুটিকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। কাকতালীয়ভাবে এদিনই ছিল শিশুটির জন্মদিন। আর সেই দিনেই সুস্থ হয়ে ওঠায় আবেগাপ্লুত পরিবার বলছে, “এ যেন ঈশ্বরের আশীর্বাদ। জন্মদিনে আমাদের সন্তানকে ফিরে পেলাম। চিকিৎসকদের কাছে আমরা কৃতজ্ঞ। ওঁরাই ফেরালেন আমাদের সন্তানকে।” তবে জন্মদিনের আয়োজন তেমন কিছু নয় হাসপাতালে আই সি ইউ এর বেডে বসে কেক কাটলো ঐ শিশু, তার এই কেক কাটার মুহূর্তে সাক্ষী ছিলেন হাসপাতালে নার্স থেকে শুরু করে চিকিৎসক সকলেই। উপহারস্বরূপ দেওয়া হল চকলেট আর ভালোবাসা ও আশীর্বাদ।
এ ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে স্বস্তির পাশাপাশি সরকারি হাসপাতালের প্রতি আস্থা আরও বেড়েছে। অনেকেই বলছেন, “প্রাইভেট হাসপাতালের ছায়ায় আমরা সরকারি ব্যবস্থাকে ভুলে যাচ্ছিলাম। কিন্তু রানাঘাট হাসপাতাল দেখিয়ে দিল, দক্ষতা থাকলে সরকারি ব্যবস্থাও জীবন বাঁচাতে পারে।”
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কালাচ সাপের বিষ সাধারণত অত্যন্ত দ্রুত কাজ করে এবং স্নায়বিক অবসাদ ঘটিয়ে রোগীকে অচেতন করে তোলে। তাই প্রথম পর্যায়ে সঠিকভাবে সাপ চিহ্নিত ও চিকিৎসা না হলে পরিস্থিতি মারাত্মক হতে পারে।
ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সাপের কামড় সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। শীঘ্রই এলাকাজুড়ে বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাটি প্রমাণ করল— সময়মতো সঠিক চিকিৎসা, দক্ষ ডাক্তার ও পরিকাঠামো থাকলে জীবন ফিরিয়ে আনা সম্ভব।
2
Report
BBBimal Basu
FollowSept 10, 2025 07:46:30Basirhat, West Bengal:
বলে 2C তে ছবি পাঠিয়েছি।
স্বরূপনগরের ভারত বাংলাদেশের সীমান্তবর্তী তেঁতুলিয় থেকে ভারতীয় জাল টাকা সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস।
গতকাল অধিক রাতে গোপনসূত্রে পুলিস খবর পায় স্বরূপনগরে সীমান্তবর্তী তেঁতুলিয়া এলাকায় জাল টাকার কারবার চালাচ্ছে দুষ্কৃতীরা এই খবর পেয়ে পুলিস সেখানে হানা দিলে বাকি দুষ্কৃতীরা পালিয়ে গেলেও স্বরূপনগর হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়ায় বাড়ি এসারুল মোল্লা নামে এই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ হাজার পাঁচশো টাকার মোট ৩৩ পাঁচশো টাকার ভারতীয় জাল নোট। আজ ধৃত জাল নোট কারবারি এসারুল মোল্লা কে সাত দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদলতে তোলা হবে। এই জাল নোট কারবারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
বিমল বসু বসিরহাট
10
Report
MCMoumita Chakraborty
FollowSept 10, 2025 07:46:11Kolkata, West Bengal:
রাজ্য এর চলচ্চিত্র উৎসবের এবার পাল্টা বিজেপির চলচ্চিত্র উৎসব!সূত্রের খবর স্থির হয়েছে নভেম্বর ডিসেম্বরেই হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। আপাতত কেন্দ্রীয় সরকারি জায়গা তেই এই উৎসব করার পরিকল্পনা। যোগাযোগ শুরু হয়েছে পরিচালকদের সঙ্গেও। বিজেপি র বক্তব্য,রাজ। ্যে এমন অনেক পরিচালক আছেন যাদের শাসক দলের তকমা না থাকায় সুযোগ দেওয়া হয়না। তবে তাদের এই উদ্্যগে কোন রাজনৈতিক ছুতমার্ক রাখা হবেনা।। বাইট রুদ্রনীল ঘোষ।।
8
Report
SBSoumen Bhattachrya
FollowSept 10, 2025 07:33:48Kolkata, West Bengal:
কলকাতা বিমানবন্দরে মধ্যপ্রদেশ এর মুখ্যমন্ত্রী মোহন যাদব এর প্রতিক্রিয়া:-
রাজনীতির জন্য এসআইআর নিয়ে বিরোধিতা করা ঠিক নয়। অনুপ্রবেশকারীরা ঢুকছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিরাট প্রশ্ন এটি।
5
Report
AMArkodeepto Mukherjee
FollowSept 10, 2025 07:19:05Kolkata, West Bengal:
বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক কে চিঠি দেয়া হলো জাতীয় নির্বাচন কমিশন থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধার কার্ড কে দ্বাদশ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার কথা জানানো হলো। আগে যে ১১ টি ডকুমেন্ট ছিল তার সাথে আধার কার্ড যোগ করা হলো। আধার কার্ড কে পরিচয় পত্র হিসেবে গণ্য করতে হবে তবে তা নাগরিকত্বের প্রমাণ হবে না।
11
Report