Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

600 मीटर ग्राम सड़क पर तालाबंदी, प्रशासन से नाखुश ग्रामीण प्रदर्शन

CDChampak Dutta
Sept 10, 2025 01:01:07
Kaji Chak, West Bengal
*গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা,বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না মেলায় ক্ষোভে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের* এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এক নম্বর ব্লকের সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় । জানাযায় সরবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝগেড়িয়া পশ্চিমপাড়ায় দীর্ঘ ৬০০ মিটার গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, সেই রাস্তা দিয়ে যাতায়াত কার্যত অযোগ্য । বারবার রাস্তা মেরামতের বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না মেলায় বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান জানান পঞ্চায়েত সদস্য বিষয়টি জানিয়েছে,পাড়ায় সমাধানে বিষয়টি জানানো হয়েছে। ছবি বাইট 2c তে SLUG- 1009ZG_WMID_GP_OFF_LOCK_R বাইট ১)মৌমিতা মুন্ডা(প্রধান) ২)অভিজিৎ মুলা(বিক্ষোভকারী)
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SBSoumen Bhattachrya
Sept 10, 2025 07:33:48
Kolkata, West Bengal:
কলকাতা বিমানবন্দরে মধ্যপ্রদেশ এর মুখ্যমন্ত্রী মোহন যাদব এর প্রতিক্রিয়া:- রাজনীতির জন্য এসআইআর নিয়ে বিরোধিতা করা ঠিক নয়। অনুপ্রবেশকারীরা ঢুকছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিরাট প্রশ্ন এটি।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Sept 10, 2025 07:19:05
Kolkata, West Bengal:
বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক কে চিঠি দেয়া হলো জাতীয় নির্বাচন কমিশন থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধার কার্ড কে দ্বাদশ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার কথা জানানো হলো। আগে যে ১১ টি ডকুমেন্ট ছিল তার সাথে আধার কার্ড যোগ করা হলো। আধার কার্ড কে পরিচয় পত্র হিসেবে গণ্য করতে হবে তবে তা নাগরিকত্বের প্রমাণ হবে না।
4
comment0
Report
AMArkodeepto Mukherjee
Sept 10, 2025 07:18:57
Kolkata, West Bengal:
বাংলায় SIR প্রক্রিয়া: রাজ্য সরকার বিকল্প নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব করেছে। Ec source must.. পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ১১টি নথির সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। এই বিষয়ে, রাজ্য সরকার মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর (সিইও) কার্যালয়ে তাঁদের পরামর্শ পাঠিয়েছে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সাথে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায়ই তিনি কমিশনের কাছে এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছেন। সভায়, তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং এই নতুন নথি প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। সূত্রের খবর যে, জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে নিবন্ধিত ১১টি নথির পাশাপাশি কোনও বিকল্প নথি যোগ করা যেতে পারে কিনা। এই ধারাবাহিকতায়, পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্য সঙ্গী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে। সোমবার, সুপ্রিম কোর্ট বিহারে কমিশন কর্তৃক নির্ধারিত ১১টি নথির সাথে আধার যোগ করার অনুমোদন দিয়েছে। সরকার দ্বাদশ নথি হিসেবে কার্ডটি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল। তবে, এই আদেশ অন্যান্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়। এছাড়াও, মাত্র ১১টি নথির ভিত্তিতে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তাও প্রশ্ন থেকে যায়। এই কারণেই বাংলা সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। রাজ্য সরকার কেবল সিইও অফিস থেকে নয়, জেলা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকেও এই বিষয়ে পরামর্শ চেয়েছিল। আলোচনার পর, রাজ্য এই তিনটি নথিকে ঐচ্ছিক হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। এর আগে, বিহারে, রাজ্য বাংলায় SIR প্রক্রিয়া: রাজ্য সরকার বিকল্প নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব করেছে। পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ১১টি নথির সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। এই বিষয়ে, রাজ্য সরকার মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) কার্যালয়ে তাঁদের পরামর্শ পাঠিয়েছে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সাথে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দেবেন। মঙ্গলবার সন্ধ্যায়ই তিনি কমিশনের কাছে এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছেন। সভায়, তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং এই নতুন নথি প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। সূত্রের খবর যে, জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে নিবন্ধিত ১১টি নথির পাশাপাশি কোনও বিকল্প নথি যোগ করা যেতে পারে কিনা। এই ধারাবাহিকতায়, পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্য সঙ্গী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে। সোমবার, সুপ্রিম কোর্ট বিহারে কমিশন কর্তৃক নির্ধারিত ১১টি নথির সাথে আধার যোগ করার অনুমোদন দিয়েছে। সরকার দ্বাদশ নথি হিসেবে কার্ডটি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল। তবে, এই আদেশ অন্যান্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়। এছাড়াও, মাত্র ১১টি নথির ভিত্তিতে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তাও প্রশ্ন থেকে যায়। এই কারণেই বাংলা সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। রাজ্য সরকার কেবল সিইও অফিস থেকে নয়, জেলা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকেও এই বিষয়ে পরামর্শ চেয়েছিল। আলোচনার পর, রাজ্য এই তিনটি নথিকে ঐচ্ছিক হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
1
comment0
Report
AGAyan Ghosal
Sept 10, 2025 07:01:10
Kolkata, West Bengal:
DOC ASSAULT খাস কলকাতায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ দিদির সম্মান রক্ষায় রক্তাক্ত ভাইও গাড়ি পার্কিংকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত বাগুইআটি থানায় অভিযোগ দায়ের চিকিৎসকের বাগুইআটির রঘুনাথপুরের একটি আবাসন চত্বরে মহিলা চিকিৎসকের চেম্বার গত বুধবার রাতে চেম্বারের সামনে গাড়ি রাখা নিয়ে চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডা আবাসনের সেক্রেটারি ভবতোষ ঝাঁ'র অভিযোগ, চিকিৎসকের গাড়ির পিছনে নিজের গাড়ি দাঁড় করিয়ে পথ আটকান ভবতোষ চিকিৎসক প্রতিবাদ করলে তাঁর বুকে ধাক্কা মারার অভিযোগ ভবতোষ ঝাঁ এবং তাঁর ছেলের বিরুদ্ধে দিদি'কে রক্ষা করতে গিয়ে ধারালো বস্তু দিয়ে চিকিৎসকের ভাইয়ের কপালে আঘাত করলে রক্ত বেরোতে থাকে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ অস্বীকার ভবতোষের চিকিৎসকের ভাই নিজের দোষেই গাড়ির দরজায় আঘাত লেগে মাথায় চোট পান বলে দাবি ভবতোষের তাঁর দাবি, চিকিৎসক চেম্বারে অসামাজিক কাজকর্ম করেন অসম্পাদিত সিসি ফুটেজ দেখলেই সব স্পষ্ট হবে, পাল্টা বক্তব্য মহিলা চিকিৎসকের মহিলা চিকিৎসক, তাঁর ভাই রমন পাণ্ডের বাইট হয়েছে ভবতোষ ঝাঁ শহরের বাইরে থাকায় ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন এ ছাড়া ঘটনার রাতের দু'টি চিকিৎসকের মোবাইলে তোলা ভিডিও রয়েছে
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 10, 2025 06:03:28
Katwa, West Bengal:
ইলেক্ট্রিক শক লেগে হাসপাতালে ভর্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকেই পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী। জানা যায় অসুস্থ পরীক্ষার্থীর নাম প্রতিমা দলুই (১৭) সে কাটোয়ার থানা মার্কেটিং পাড়ার বাসিন্দা। আজকে ইংরেজি পরীক্ষার দিন কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুলের ছাত্রী প্রতিমা দলুইয়ের পরীক্ষার সিট পরে কাটোয়া বালিকা বিদ্যালয়ে। প্রতীমা বলে, গতকাল রাত্রে লোহার গেট বন্ধ করতে যায় সে এবং অজান্তেই গেটের পাশে থাকা ইলেক্ট্রিক তার লিক করে লোহার গেটের সাথে জড়িয়ে যায়। যখন প্রতিমা গেট বন্ধ করতে যায় তখনই ইলেক্ট্রিকের জোর ঝটকায় অজ্ঞান হয়ে যায় সে। পরবর্তীতে তাকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার চিকিৎসা শুরু হয়। আজকে সকাল নাগাদ বিষয়টি উচ্চ মধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের জানানো হলে তারা হাসপাতালের সিক রুম থেকে তার পরিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। আজকে নির্দিষ্ট সময় মতো পুলিশি নিরাপত্তায় তার প্রশ্নপত্র আসে হাসপাতালে এবং পুলিশি নিরাপত্তায় নির্দিষ্ট নিয়ম মেনেই তার পরিক্ষা নির্ধারিত সময়ানুযায়ী শুরু হয়। ১) প্রতিমা দলুই (অসুস্থ পরীক্ষার্থী ) ২) দেবি দলুই (প্রতিমার মা) ৩) বাপন ঘোষ (কন্ট্রোল রুমের সদস্য)
1
comment0
Report
MMManoranjan Mishra
Sept 10, 2025 05:51:42
Purulia, West Bengal:
পুরুলিয়া : পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি । কিন্তু গ্রামে তৃণমূল সদস্যা জয়লাভ করায় উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ উঠলো আদিবাসী অধ্যুষিত গ্রামকে । পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামুয়াডি গ্রামের তালডি পাড়ার। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামে যাতায়াতের রাস্তা। বর্ষায় জল জমে কর্দমগ্ন রাস্তায় যানবাহন যাতায়াতের কারণে খাল ডোবে পরিণত হয়েছে রাস্তা । বর্তমানে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে । এম্বুলেন্স ঢুকতে পারে না গ্রামে । কেউ অসুস্থ হয়ে পড়লে খাটিয়ায় করে গ্রামের বাইরে নিয়ে যেতে হয় গ্রামবাসীদের। গতকাল জামুয়াডি গ্রামের তালডি পাড়ার এক মুমূর্ষ রোগীকে খাটিয়ায় চাপিয়ে কাঁধে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে । গ্রামবাসীদের অভিযোগ, জামুয়াডি থেকে তেলকুপি বারুণিঘাট পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তাটি আজও পাকা হয়নি । দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল হয়ে রয়েছে । খাল ডোব রাস্তায় জল জমে কর্দমগ্ন হয়ে রয়েছে । এলাকায় ঢুকতে পারে না এম্বুলেন্স ও অন্যান্য যানবাহন। শিক্ষা, স্বাস্থ্য, দৈনন্দিন কাজে এই রাস্তা দিয়েই এলাকাবাসী এবং পড়ুয়াদের যাতায়াত করতে। গ্রামে পাকা রাস্তার দাবিতে বার বার গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কোন লাভ হয়নি । স্থানীয় তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, বিজেপি পরিচালিত বড়রা গ্রাম পঞ্চায়েত । কিন্তু জামুয়াডি গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জেতার কারণে কোন উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি।  তাই আদিবাসী অধ্যুষিত এই গ্রামে আজও পাকা রাস্তা হয়নি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরমেশ্বর বাউরী। যদিও পাকা রাস্তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কবে হাল ফিরবে রাস্তার ? কবে হবে পাকা রাস্তা ? সেদিকেই তাকিয়ে রয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দারা । বাইট : ১) জিতেন মুর্মু (গ্রামবাসী) ২) মহারানী হেমব্রম (তৃণমূল পঞ্চায়েত সদস্যা) ৩) পরমেশ্বর বাউরী (উপপ্রধান, বড়রা গ্রাম পঞ্চায়েত)
7
comment0
Report
ABArup Basak
Sept 10, 2025 05:51:21
Mal Bazar, West Bengal:
*চার মাসের মজুরি বকেয়া, বাগরাকোট চা বাগানে ম্যানেজার ঘেরাও করে বিক্ষোভ শ্রমিকদের...* গত দু মাস ধরে মজুরি না পেয়ে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন মাল ব্লকের বাগরাকোট চা বাগানের শ্রমিকেরা। বুধবার সকাল থেকে কাজ বন্ধ রেখে বাগান ম্যানেজার পিজুস কুমার শা-কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হন তাঁরা। শ্রমিকদের অভিযোগ, বিগত চারটি পাক্ষিক মজুরি এখনও পর্যন্ত বকেয়া রয়েছে। তবুও তাঁরা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দীর্ঘদিন মজুরি না পেয়ে আর ধৈর্য ধরে রাখতে না পেরে এদিন প্রতিবাদে শামিল হয়েছেন। একজন মহিলা চা শ্রমিক জানান,“চার মাস ধরে মাইনে পাচ্ছি না। দোকানে বাকি পড়ে গেছে। বাড়িতে চাল নেই, তবুও প্রতিদিন বাগানে এসেছি। কিন্তু কত দিন আর সহ্য করা যায়? বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা যখন প্রাপ্য মজুরি চেয়ে বাগান কতৃপক্ষের দ্বারস্থ হন, তখন কর্তৃপক্ষ জানান যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে শ্রমিকদের দাবি, এতদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কোনও বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না। এছাড়া, চলতি বছরে সরকারি নিয়ম অনুযায়ী ২০% পূজো বোনাস দেওয়ার কথা ঘোষণা হলেও, বাগরাকোট চা বাগান কর্তৃপক্ষ মাত্র ৮% বোনাস দেওয়ার কথা জানায়। তাতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। এক বিক্ষোভকারী শ্রমিক বলেন, ২০% বোনাস আমাদের প্রাপ্য। তার উপর আবার চার কিস্তির মজুরি বাকি। এসব চলতে পারে না। দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।” শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ১)অবিলম্বে চারটি পাক্ষিক মজুরি প্রদান ২)ঘোষিত সরকারি নিয়ম মেনে ২০% পূজো বোনাস তবে বাগান ম্যানেজার পিজুস কুমার শা-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাইট ১) মহিলা চা শ্রমিক। ২) বিক্ষোভকারি শ্রমিক 1009ZG_MAL_BAGRAKOTE_TG_R
7
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 10, 2025 05:50:54
Baruipur, West Bengal:
ক্যানিংয়ে সকালে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃ্ত্যু,এলাকায় চাঞ্চল্য ক্যানিং - ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর নস্কর(২৭)। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি এলাকায় স্থানীয় সুত্রে জানা গিয়েছে,তালদি পোল এলাকার যুবক শুভঙ্কর এদিন সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি ৪০৯ ম্যাটাডোর ধাক্কা মারে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবক কে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে গাড়ি টি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 100925ZG-BAR-CANNING-DEATH-R
3
comment0
Report
PDPradyut Das
Sept 10, 2025 05:50:45
Jalpaiguri, West Bengal:
2C 1009ZG_JAL_ACCIDENT_R দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে একি কাণ্ড ঘটলো! জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অধীন নাথুয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। রাস্তায় পড়ে রক্তাক্ত তিনজন। ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে পুজোর অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। তারপরেও রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা? পুজোর চাঁদার জুলুম থেকে বাঁচতে দ্রুতগতিতে পালাতে গিয়ে দুই কিশোরকে পিষে দিল লরি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার নাথুয়া ভাটিয়াপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। চাপাতা বোঝাই একটি লরি দুর্গাপূজার চাঁদার জুলুম থেকে বাঁচতে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন জনকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৈনাক দত্ত (১৫) ও পার্থ রায় (১৫)-কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর জন চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়েই পুজোর জন্য চাঁদা তোলা হচ্ছিল। লরিচালক দাবি মত টাকা দিতে অস্বীকার করলে উদ্যোক্তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। চালক চাঁদা দিতে অপারগ বলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করতেই ঘটে সর্বনাশ। ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় লরিটি। এই ঘটনায় প্রশ্ন উঠছে, কোথায় পুলিশ? কোথায় নজরদারি? মুখ্যমন্ত্রী জেলায় সফরে থাকা অবস্থাতেও কীভাবে প্রকাশ্যে এমন চাঁদার জুলুম চলতে পারে? স্থানীয়দের অভিযোগ, প্রশাসন যদি শুরু থেকেই কড়া নজরদারি চালাত, তবে নিরীহ দুই কিশোরকে প্রাণ যেত না বলে অভিযোগ। শোকস্তব্ধ পার্থ রায়ের বাবা রবি রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল। হঠাৎ খবর পাই দুর্ঘটনার। হাসপাতালে এসে শুনলাম ছেলে আর নেই। কীভাবে এমনটা ঘটল, কিছুই বুঝতে পারছি না।” ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে নাথুয়া ও ধূপগুড়ি জুড়ে। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, অবিলম্বে চাঁদার নামে এই ধরনের জুলুমবাজি বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এদিকে চাপাতা বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করা হয় আটক চালক বলে পুলিশ সূত্রে খবর। রিপোর্ট :- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
4
comment0
Report
CDChampak Dutta
Sept 10, 2025 05:46:49
Kaji Chak, West Bengal:
এমনিতেই শান্ত স্বভাব রামলালের, কিন্তু আজ হঠাৎ তার বিগড়ে গেল মাথা। রাস্তায় গাড়ির উপর চালাল আক্রমণ। উল্টে দিল গাড়ি। কোনক্রমে প্রাণে রক্ষা পেল গাড়ির চালক। রামলাল আর কেউ নয় গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় জঙ্গলের একটি হাতি। গ্রামবাসীরা এই ভালবেসে সেই হাতির নাম রেখেছে রামলাল। গোটা জঙ্গলমহলজুড়ে এই রামলালের রয়েছে অবাধ যাতায়াত। আজ পর্যন্ত রামলালকে সেভাবে কারো ক্ষতি করতে দেখা যায়নি। কিন্তু বুধবার সকালে রামলাল খাবারের সন্ধানে বেরিয়ে পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের ঘাগরাশোল মৌজাতে হঠাৎ একটি ইকো গাড়ির উপর তান্ডব চালায়। গ্রামবাসীদের মতে খাবার না পাওয়ায় হঠাৎ রামলালের মাথা গেছে বিগড়ে, তাই গাড়ির উপর আক্রমণ করেছে সে। ছবি 2c তে Slug- 1009ZG_WMID_RAMLAL_R
2
comment0
Report
BSBarun Sengupta
Sept 10, 2025 05:45:52
Barrackpur Cantonment, West Bengal:
ভাটপাড়া বিধানসভা অঞ্চলে ভুয়ো ভোটারের সংখ্যা ৯৩৭৭ এখনো পর্যন্ত এই ভুয়া ভোটার আছে এমনটাই দাবি প্রাক্তন সংসদ অর্জুন সিং এর পাশাপাশি তিনি বলেন সব জায়গা করতে পারলে ১২ থেকে ১৩০০০ ভুয়া ভোটার পাওয়া যাবে। পাশাপাশি তিনি সরব হন বি এল ও নিয়েও। যারা বি এল ও দায়িত্ব পেয়েছেন একেবারেই ছবি দেখিয়ে তিনি বলেন এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী তৃণমূল সমর্থক। অঙ্গনওয়াড়ি কর্মী বা নন টিচিং স্টাফ এই কাজ পেতে পারেনা কি করে এদের নাম ঢুকলো সেটা নিয়েই সরব হয়েছেন প্রাক্তন সাংসদ। আর এই নিয়ে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। বি এল ও দের ছবি প্রকাশ করে তিনি বলেন এরা সবাই তৃণমূল কর্মী। তাহলে তারা যখন থাকবেন যেসব নাম বাদ দিতে হবে অর্থাৎ মৃত ভোটার, যারা এখানে থাকেন না, বা যাদের দু'জায়গায় নাম রয়েছে, শৈশব ভোটারদের স্বচ্ছতার সঙ্গে নাম বাদ যাবে না, এটা খুব দ্রুততার সঙ্গে দেখা উচিত। সব জায়গায় জুটি এটা হয় তৃণমূল পঞ্চাশটার বেশি আসন পাবে না। অপরদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা নির্বাচন কমিশন দেখবে। আর নির্বাচন কমিশন সবটাই তো বিজেপির। পাশাপাশি বি এল ও নিয়ে যা বলছে তা নিয়েও অভিযোগ জানাতে বলেন নির্বাচন কমিশন অভিযোগ জানালে সে নাম বাদ হয়ে যাবে। এমনটাই দাবি তৃণমূলের। ভাটপাড়া বিধানসভা সবচাইতে ছোট বিধানসভা। ভাটপাড়া পৌরসভার ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ড নিয়ে এই বিধানসভা তৈরি। ১৫৪০৩৭ জন ভোটার। সেখানেই অর্জুন সিং এর দাবি ৯৩৭৭ জন ভুয়ো ভোটার আছে। এই সব তথ্য তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। 100925_BKP_ARJUN_PC 2C TE
1
comment0
Report
ASAyan Sharma
Sept 10, 2025 05:04:51
Kolkata, West Bengal:
এবার অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস এর চিকিৎসক সংগঠনের উৎপল বন্দ্যোপাধ্যায় কে তলব। চারুমার্কেট থানা এলাকায়,তার বাড়িতে পৌঁছালো তলবের চিঠি। # আগামী ১২ সেপ্টেম্বর তাকে তলব করা হয়েছে। # ২০২৪ সালে দায়ের করা মামলা ,দায়ের হয় হেয়ার স্ট্রিট থানার তরফে। এক বছর পর তলব করাহল চিকিৎসক উৎপল ব্যানার্জি কে। # ভারতীয় ন্যায় সংহিতা আইনের 132,285,223,3(6),74,280 ধারায় মামলা রুজু। # সরকারি কর্মীদের কাজে বাধাদান,রাস্তা আটকে রাখা, সরকারি আদেশ অমান্য করা,সংগঠিত একজোট হয়ে অপরাধ মুলক কাজ করা,মহিলার শ্লীলতাহানি, জোরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ এমন একাধিক ধারায় মামলা রুজু।
7
comment0
Report
PDPradyut Das
Sept 10, 2025 05:04:39
Jalpaiguri, West Bengal:
2C 1009ZG_JAL_CM_R উত্তরকন্যা থেকে আজ দুপুর ১ টায় জলপাইগুড়িতে আসবেন সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। Public Distribution program আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি এবিপিসি ময়দানে দুপুর ১ টায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জেলাশাসক শ্যামা পারভিন জানান। এই মঞ্চ থেকে বিভিন্ন সামগ্রী বেনিফিসারিদের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মঞ্চ সহ এলাকার সাজিয়ে তোলা হয়েছে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। জোর কদমে চলছে কাজ। জেলা জোরে পুলিশি আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিক কর্মীরা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে এলাকায় করা নজরদারিতে। অনুষ্ঠান মঞ্চে এলাকা বিভিন্ন স্টল তৈরি করা হয়েছে। টলে হাতের কাজ বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। রিপোর্ট :- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
6
comment0
Report
AGAyan Ghosal
Sept 10, 2025 05:04:24
Kolkata, West Bengal:
MARKET *বর্ষার আচরণ লাগামছাড়া। রেকর্ড সংখ্যক নিম্নচাপ। সামনে রান্না পুজো। জোড়া ফলায় ভাদ্রের চড়া তাপমাত্রা কে হার মানাচ্ছে বাজারদর।* জুন পর্যন্ত বর্ষা মোটের ওপর স্থিতিশীল ছিল। খুব কম না হলেও মোটের ওপর মধ্যবিত্ত বাজারের থলি ভরাতে পারছিলেন। তারপর জুলাই অগাস্ট। ৪৩ দিনের ব্যবধানে ১৪ টা নিম্নচাপ। সেই বিপত্তির আঁচে কার্যত জ্বলছে বাজারদর। *একনজরে জুন এবং আজকের তুলনামূলক বাজারদর* (জুন/সেপ্টেম্বর) টম্যাটো ৫০/৭০ কাঁচালঙ্কা ৮০/১০০ উচ্ছে ৫০/৮০ পেঁপে ৩০/৪০ ঢেঁড়শ ৬০/৮০ বিনস ৮০/১২০ টাকা পটল ৪০/১০০ বেগুন ৮০/১০০ শসা ৩০/৫০ বাইট বিক্রেতা। মানিকতলা বাজার জুন থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাজারে অন্ততঃ ৮ বার ঘুরে গেছে রাজ্য সরকার নিয়োজিত টাস্ক ফোর্স। প্রতিবারই দাম কমানো এবং ফড়েরাজ নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হয়েছে। চড়া দামের জেরে বিক্রেতাকে দেওয়া হয়েছে ধমক। বাজারে অবশ্য তার কোনো প্রভাব পড়েনি। ক্রেতাদের দাবি, মধ্যস্বত্বভোগীদের দাপটেই দাম বেলাগাম। বাইট ক্রেতা ওয়াক থ্রু
8
comment0
Report
BMBiswajit Mitra
Sept 10, 2025 05:04:16
Ranaghat, West Bengal:
"অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যান, যার প্রয়োজন নিয়ে যান" — শান্তিপুর পৌরসভার অভিনব উদ্যোগ গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছে শান্তিপুর, ৯ সেপ্টেম্বর: "অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যান, যার প্রয়োজন নিয়ে যান" — এই মানবিক স্লোগানকে সামনে রেখে শান্তিপুর পৌরসভা ও নির্মল মিশন বাংলা একত্রে গরিব, অসহায় মানুষদের জন্য এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় প্রকল্প গ্রহণ করেছে। শহরের বুকে এমন একটি উদ্যোগ এখন সকল স্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। শান্তিপুর শহরে যেমন সমাজের সচ্ছল মানুষের বাস, তেমনি রয়েছে বহু নিম্নবিত্ত পরিবার, যাদের নিত্যদিনের জীবন সংগ্রাম কঠিন। এই বাস্তবতা মাথায় রেখেই পৌরসভা একটি মানবিক ভাবনা নিয়ে এগিয়ে এসেছে — ব্যবহৃত, তবে পরার উপযোগী জামা-কাপড় সংগ্রহ করে সেগুলি অসহায় মানুষের হাতে তুলে দেওয়া। এই উদ্যোগে নির্মল সাথী ও নির্মল বন্ধুদের ভূমিকা উল্লেখযোগ্য। তাঁরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে পুরনো জামা-কাপড়, শাড়ি, পোশাক সংগ্রহ করছেন। এরপর সেগুলিকে ভালভাবে ধুয়ে, ইস্তারি করে, বাছাই করে ব্যবহারযোগ্য অবস্থায় সাজিয়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের জন্য শান্তিপুর স্টেডিয়ামকে নির্ধারিত করা হয়েছে কাপড় বিতরণ কেন্দ্র হিসেবে। সপ্তাহে দু'দিন, নির্দিষ্ট সময়ে এই সেন্টার খোলা থাকে, যেখানে প্রয়োজনমতো কাপড় নিতে আসছেন প্রচুর মানুষ। দীর্ঘ লাইন, মুখে হাসি, এবং ধন্যবাদে ভরপুর চাহনি— সব মিলিয়ে শহরের এই সেন্টার হয়ে উঠেছে এক অনন্য মানবিক স্পর্শের কেন্দ্র। শান্তিপুর পৌরসভার এই কাজ শহরবাসীদের মধ্যে যেমন সচেতনতা তৈরি করছে, তেমনি পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারের ধারণাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যবহারযোগ্য পুরনো জিনিস ফেলে না দিয়ে সেগুলিকে পুনরায় প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে একদিকে যেমন সমাজসেবার বার্তা পৌঁছচ্ছে, তেমনি কমে আসছে অপচয় ও বর্জ্য সমস্যা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্ট নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ। তাঁরা বলছেন, “শান্তিপুর পৌরসভার এই কাজ শুধু একটি সমাজসেবামূলক প্রকল্প নয়, এটি এক ধরনের সামাজিক আন্দোলন।” পৌরসভা যদি এভাবেই মানবিক চিন্তা নিয়ে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে, তবে শুধু শান্তিপুর নয়, গোটা রাজ্যই পেতে পারে এক নতুন দৃষ্টান্ত। আশা করা যায়, অন্য শহর ও পৌরসভাগুলিও এই মডেল অনুসরণ করে সমাজের প্রান্তিক মানুষদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করবে। ১. পাপিয়া ভট্টাচার্য ২. পাপিয়া মান্না মালাকার ৩. সুব্রত ঘোষ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান
8
comment0
Report
Advertisement
Back to top