Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

57वीं बार दुर्गोत्सव, 'इच्छे डाना' थीम ने पंखों को आकाश दिया

BSBhabananda Singha
Sept 28, 2025 05:34:17
Dinajpur, Rangpur Division
"বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব কমিটি" ৫৭ তম বর্ষের পুজা। থিম- ইচ্ছে ডানা পাখিদের খোলা আকাশে বাঁচতে দেওয়ার আহ্বান জানিয়ে, পরিবেশ দুষণ এর বিরুদ্ধে সচেতনতার বার্তা দিয়ে মনোরম প্যান্ডেল। ২ হাজার মাটির হাড়ি দিয়ে পাখির কাল্পনিক বাসস্থান তৈরী করে পান্ডেল করা হয়েছে। বাইটঃ সানকিং দাস (সম্পাদক) 2809ZG_NDIN_SERA_BIP_R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Sept 28, 2025 05:35:27
Belna, West Bengal:পুজোয় মেতেছেন তৃণমূল ব্লক সভাপতি, বিধায়ককে ছাপিয়ে জনসংযোগে এগিয়ে সেখ আব্দুল লালন।শারদ উৎসবের আবহে রাজনৈতিক সমীকরণও বদলাচ্ছে আউশগ্রামে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন এ বছর রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজনে অংশ নিচ্ছেন। জনসংযোগে তাঁর সক্রিয়তা এবার আরও স্পষ্ট। লোকসভা ভোটের পর থেকেই আউশগ্রাম বিধানসভায় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের সঙ্গে লালনের দূরত্ব বাড়তে শুরু করে। সাম্প্রতিক সময়ে সেই ফাটল আরও প্রকট। বিধায়ক অভেদানন্দ থাণ্ডার যেখানে বোলপুরে স্থায়ীভাবে থাকেন, সেখানে স্থানীয় পুজো মণ্ডপে লালনের কার্যত একচ্ছত্র দাপট। গত শুক্রবার আউশগ্রামের গোপালপুর উল্লাসপুর সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন। উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কিন্তু অনুপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। আর সেই জায়গাতেই জনসংযোগের ময়দানে এগিয়ে গেছেন সেখ আব্দুল লালন। আয়োজকদের দাবি, গোপালপুর উল্লাসপুর সার্বজনীন দুর্গোৎসব আউশগ্রামের সবথেকে বড়, তবে আকৃতিতে নয়— ঐতিহ্যে। অতীতে কৃষক, দেহজীবী, বৃহন্নলদের সম্মান জানিয়েছে এই পুজো। এবার আলোকচিত্রের বাইরে থাকা পাঁচজন আদিবাসী মহিলাকে আসন দেওয়া হয়েছে পুজোর বেদীতে। অষ্টম বর্ষে তাদের থিম— “বাংলার বই গ্রাম”। যদিও লালন রাজনৈতিক উদ্দেশ্যের কথা অস্বীকার করে জানিয়েছেন,আমি বরাবরই পুজোর সঙ্গে যুক্ত থাকি। রাজনীতির জন্য নয়, সমাজের জন্য এই উদ্যোগে আছি। অন্যদিকে আয়োজক রাধামাধব মণ্ডল বলেন, আমাদের পুজো ঐতিহ্যের, মানুষের। এবারে আদিবাসী মহিলাদের গুরুত্ব দিয়ে আমরা নতুন দৃষ্টান্ত রাখতে চাই। তবে পুজোর মঞ্চে সভাপতির এই সক্রিয়তা বিধায়ককে রাজনৈতিকভাবে চাপে ফেলেছে বলেই আলোচনা এখন আউশগ্রমের জনপদে। ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট। 280925ZG_BWN_ABDUL
0
comment0
Report
AMAshok Manna
Sept 28, 2025 05:34:28
Kolkata, West Bengal:জেলা সেরা পূজা ১)দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা বাটা নিউল্যান্ডের ৭৯ তম বর্ষের দুর্গা উৎসব বাটা নিউ ল্যান্ড মাঠে ৭৯ তম বর্ষে এ বছরের মন্ডপ উড়িষ্যার ধবলগিরি মন্দির অর্থাৎ স্থাপত্য শিল্পের অনুকরণে এই মন্ডপ গড়ে তোলা হয়েছে দীর্ঘ কয়েক মাস ধরে এই মন্ডপ গড়ে তোলার জন্য। তবে কিছুটা হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্নিত হয়েছে ।পুজো কমিটির দাবিই প্রতিবছর যেভাবে রেকর্ড পরিমাণ দর্শনার্থী আগমন হয় এ বছরেও আর বৃদ্ধি পাবে। তাদের এই কয়েক কোটি টাকার বাজে পূজা আবারো দক্ষিণ ২৪ পরগনা পাশাপাশি কলিকাতা শহরতলী বড় বড় পূজার সঙ্গে পাল্লা দিয়ে চলে সেই বাটা নিউল্যান্ড কমিটির দুর্গা উৎসব। ২) বজবজ ডিএন ঘোষ দুর্গা উৎসব এবছর ৫২ তম বর্ষ পদার্পণ করেছে এ বছরের বাজেট ৪৫ লক্ষ টাকা এ বছরের থিম রাজমহলের রাজরানী। রাজস্থানের রাজমহলের আদলে মন্ডপ সাজানো হয়েছে কয়েক মাস ধরে ।পাশাপাশি চন্দননগরের লাইটিং ব্যবহার করা হয়েছে প্রতিবছর এই ঐতিহ্যপূর্ণ পূজার ঘিরে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতোই এ বছরও তার কোন অংশে কম হবে না সাবেকিয়ান মাতৃ আদলে প্রতিমা ৩) দক্ষিণ ২৪ পরগনা বজবজ হালদারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি বহু পুরানো প্রাচীন পুজো তবে তাদের এ বছরের থিম মানব বিহঙ্গন অর্থাৎ পরিবেশ থেকে পাখিরা যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে ধরে খাঁচায় আটকে রাখা হচ্ছে পরিবেশকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তারই সচেতনমূলক এই মন্ডল এই মন্ডল টি তৈরি হয় বাঁশ কাঠ খড় মাটির পাখি পাঠ ও কিছু গাছে ডালপাড়া দিয়ে তৈরি হয় এই মন্ডল। পাশাপাশি কৃত্রিমভাবে অসংখ্য পাখি ও নির্মাণ করা হয়েছে? দীর্ঘ তিন মাস ধরে গড়ে তোলা হয়েছে এই মন্ডপটিকে তাদের বাজেট ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা প্যান্ডেলের পেছনে খরচা হয়ে যায় প্রায় ২২ লক্ষ টাকা। মানুষকে সচেতন করার জন্য এই সুন্দর থিমটি তুলে ধরেন হালদারপাড়া। সাবি কি আমায় মাতৃ প্রতিমা পূজিত হচ্ছে এই মন্ডপে পাশাপাশি আলোকসজ্জায় ফুটিয়ে তুলেছে বজ বজের বুকে অসংখ্য মানুষ এই পূজাতে ভিড় করেন ৪) দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর মৌদি স্পোর্টিং ক্লাবের পূজা। ৩৯ তম বর্ষের এই পূজায় এবছরের তাদের ভাবনা মণ্ডপ গড়ে তুলেছে মনীষীদের কথা স্মরণ করিয়ে পরিবেশকে শিক্ষার আলোয় আলোকিত করতে হিংসা বিদ্বেষিকা মানুষের মন থেকে দূর করার জন্য তাদের এই পরিকল্পনা পাশাপাশি সাবেকে প্রতিমা এ বছর তাদের বাজেট ২২ লক্ষ টাকা মণ্ডপে আলোয় আলোকিত করেছেন নতুন গ্রুপে মণ্ডপে তুলে ধরেছে মানুষের পাশে মন্ডপ তৈরি করতে বাস কাপড় মনীষীদের ছবিসহ বিভিন্ন কারুকার্য ও মাটির ও পট শিল্পের ব্যবহার করা হয়েছে। 2809ZG_BUD_SARAPUJA
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 28, 2025 05:34:05
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম জেলায় পুজোর উদ্বোধন ঘিরে এখনো এগিয়ে তৃনমূল। প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন এবং জেলার দুজন বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত ও দেবনাথ হাঁসদা সহ একঝাঁক বিশিষ্ট ডাক্তার দের নিয়ে উদ্বোধন করলেন জাম্বনী সার্ব্বজনীন পুজা। জাম্বনী সার্বজনীন দুর্গোৎসব পূজো কমিটি এবারে পা দিল ৩২তম বর্ষে। প্রতি বছর অভিনব থিমের জন্য পরিচিত এই পূজো কমিটি এবারে বেছে নিয়েছে এক আবেগঘন ভাবনা— ‘মা কার?’। জন্ম থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত সন্তানের জীবনে মায়ের বিভিন্ন রূপ, স্নেহ ও ত্যাগকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলাই এবারের মূল বার্তা। প্যান্ডেল সজ্জা থেকে প্রতিমা তৈরির ক্ষেত্রে সর্বত্রই রয়েছে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার। দেবী দুর্গার প্রতিমা তৈরি হয়েছে ধানের তুষ দিয়ে। বর্নাঢ্য শোভাযাত্রা সহ হেলমেট ও বস্ত্রবিতরন অনুষ্ঠান করাহয়।
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 28, 2025 04:00:27
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 28, 2025 03:33:08
Baruipur, West Bengal:ঠান্ডা পানীয়’র সাথে টোটো চালক কে বিষ খাইয়ে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত বাসন্তী - ঠান্ডা পানীয়’র সাথে ঘাস মারা বিষ খাইয়ে এক টোটো চালককে খুন করার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী এলাকায়। গুরুতর অসুস্থ ওই টোটো চালককে বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত টোটো চালক সুজাউদ্দিন মল্লিক। তার বাড়ি বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ গ্রামে। অভিযোগ, আনুমানিক রাত সাড়ে ১১টা নাগাদ বাসন্তী ব্রিজ সংলগ্ন টোটো স্ট্যান্ডে শামসুদ্দিন লস্কর ওরফে লালচাঁদ তাকে ঠান্ডা পানীয়র সাথে বিষ মিশিয়ে খাওয়ায় বলে অভিযগ। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন টোটো চালক সুজাউদ্দিন মল্লিক। তৎক্ষণাৎ লালচাঁদ ও সঙ্গে থাকা আরও একজন ওই টোটো চালক কে প্রথমে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সেখানেও লালচাঁদ চিকিৎসকদের বিভ্রান্ত করে জানান যে অসুস্থ টোটো চালক আকন্ঠ মদ পান করেছে। ফলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়। বাড়ি ফেরার পর সুজাউদ্দিন মল্লিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।আবার কিছু মেডিকেল টেস্ট করা হয়। তাতেই জানা যায়, তাকে বিষ খাওয়ানো হয়েছে। এরপর দেরিতে হলেও কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আর এই ঘটনায় সুজাউদ্দিন মল্লিকের স্ত্রী হাসিনা মল্লিক অভিযুক্ত লালচাঁদের বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ঠান্ডা পানীয়তে বিষ মেশানোর কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে। তবে কেন এমন ঘটনা ঘটলো সে বিষয়ে এখনও ধন্দে রয়েছে সুজাউদ্দিন মল্লিকের পরিবার। তবে মল্লিক পরিবারের দাবি, কোন পূর্বশত্রুতা না থাকা সত্ত্বেও এ ধরনের নৃশংস ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পুলিশ জানিয়েছে, ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পিজি হাসপাতালে সুজাউদ্দিন মল্লিকের চিকিৎসার এখনো কোনো উন্নতি ঘটেনি। চিকিৎসকরা জানিয়েছেন,তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কট জনক। এক প্রকার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই টোটো চালক। 28095ZG-BAR-CANNING-ATOK-R
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 28, 2025 03:32:58
Ranaghat, West Bengal: *নদিয়ায় এবার বড় প্রতিমা গড়ে চমক কামালপুর অভিযান সংঘের* গত বছর প্রশাসনের অনুমতি না মেলায় বন্ধ হয়েছিল ১১২ ফুটের দুর্গা প্রতিমা নির্মাণ। তবে এবছর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। রানাঘাটের কামালপুর অভিযান সংঘের উদ্যোগে গড়ে উঠেছে ১০০ ফুটেরও বেশি উঁচু দুর্গা প্রতিমা, যা বাংলার অন্যতম বৃহৎ প্রতিমা হিসেবে চমক দিয়েছে সবাইকে। এবছর তাদের ৫৫তম বর্ষে পদার্পণ। প্রায় ৪০ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই পূজোমণ্ডপে পঞ্চমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, বর্ডার ডিএসপি, ধানতলা থানার ওসি ও প্রাক্তন বিধায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উদ্বোধনের পরই দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে মাঠ। শুধু প্রতিমাই নয়, এই পূজোকে ঘিরে বসেছে এক গ্রামীণ মেলাও, যা এলাকায় উৎসবের আবহ তৈরি করেছে। প্রতিমা নির্মাণে শিল্পীর নিপুণতার সঙ্গে যুক্ত হয়েছে এলাকাবাসীর আবেগ ও উদ্যোগ, যা এই পুজোকে ঘিরে এনে দিয়েছে বিশেষ চমক।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top