Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

ठंडे पेय में जहर देकर टोटो चालक की हत्या की साजिश गिरफ्तार

PSPrasenjit Sardar
Sept 28, 2025 03:33:08
Baruipur, West Bengal
ঠান্ডা পানীয়’র সাথে টোটো চালক কে বিষ খাইয়ে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত বাসন্তী - ঠান্ডা পানীয়’র সাথে ঘাস মারা বিষ খাইয়ে এক টোটো চালককে খুন করার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী এলাকায়। গুরুতর অসুস্থ ওই টোটো চালককে বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত টোটো চালক সুজাউদ্দিন মল্লিক। তার বাড়ি বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ গ্রামে। অভিযোগ, আনুমানিক রাত সাড়ে ১১টা নাগাদ বাসন্তী ব্রিজ সংলগ্ন টোটো স্ট্যান্ডে শামসুদ্দিন লস্কর ওরফে লালচাঁদ তাকে ঠান্ডা পানীয়র সাথে বিষ মিশিয়ে খাওয়ায় বলে অভিযগ। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন টোটো চালক সুজাউদ্দিন মল্লিক। তৎক্ষণাৎ লালচাঁদ ও সঙ্গে থাকা আরও একজন ওই টোটো চালক কে প্রথমে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সেখানেও লালচাঁদ চিকিৎসকদের বিভ্রান্ত করে জানান যে অসুস্থ টোটো চালক আকন্ঠ মদ পান করেছে। ফলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়। বাড়ি ফেরার পর সুজাউদ্দিন মল্লিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।আবার কিছু মেডিকেল টেস্ট করা হয়। তাতেই জানা যায়, তাকে বিষ খাওয়ানো হয়েছে। এরপর দেরিতে হলেও কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আর এই ঘটনায় সুজাউদ্দিন মল্লিকের স্ত্রী হাসিনা মল্লিক অভিযুক্ত লালচাঁদের বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ঠান্ডা পানীয়তে বিষ মেশানোর কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে। তবে কেন এমন ঘটনা ঘটলো সে বিষয়ে এখনও ধন্দে রয়েছে সুজাউদ্দিন মল্লিকের পরিবার। তবে মল্লিক পরিবারের দাবি, কোন পূর্বশত্রুতা না থাকা সত্ত্বেও এ ধরনের নৃশংস ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পুলিশ জানিয়েছে, ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পিজি হাসপাতালে সুজাউদ্দিন মল্লিকের চিকিৎসার এখনো কোনো উন্নতি ঘটেনি। চিকিৎসকরা জানিয়েছেন,তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কট জনক। এক প্রকার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই টোটো চালক। 28095ZG-BAR-CANNING-ATOK-R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Sept 28, 2025 04:00:27
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 28, 2025 03:32:58
Ranaghat, West Bengal: *নদিয়ায় এবার বড় প্রতিমা গড়ে চমক কামালপুর অভিযান সংঘের* গত বছর প্রশাসনের অনুমতি না মেলায় বন্ধ হয়েছিল ১১২ ফুটের দুর্গা প্রতিমা নির্মাণ। তবে এবছর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। রানাঘাটের কামালপুর অভিযান সংঘের উদ্যোগে গড়ে উঠেছে ১০০ ফুটেরও বেশি উঁচু দুর্গা প্রতিমা, যা বাংলার অন্যতম বৃহৎ প্রতিমা হিসেবে চমক দিয়েছে সবাইকে। এবছর তাদের ৫৫তম বর্ষে পদার্পণ। প্রায় ৪০ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই পূজোমণ্ডপে পঞ্চমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, বর্ডার ডিএসপি, ধানতলা থানার ওসি ও প্রাক্তন বিধায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উদ্বোধনের পরই দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে মাঠ। শুধু প্রতিমাই নয়, এই পূজোকে ঘিরে বসেছে এক গ্রামীণ মেলাও, যা এলাকায় উৎসবের আবহ তৈরি করেছে। প্রতিমা নির্মাণে শিল্পীর নিপুণতার সঙ্গে যুক্ত হয়েছে এলাকাবাসীর আবেগ ও উদ্যোগ, যা এই পুজোকে ঘিরে এনে দিয়েছে বিশেষ চমক।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 27, 2025 17:47:05
3
comment0
Report
MMManoranjan Mishra
Sept 27, 2025 17:34:41
Purulia, West Bengal:পুরুলিয়া : জি ২৪ ঘন্টার পক্ষ থেকে পুরুলিয়া জেলার সেরা দুর্গা পুজোর পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে পুরুলিয়ার দুলমী সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে। ৮৭ বছর বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে এবছর পুরুলিয়ার দুলমী সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ সজ্যার নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর । সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরের পাহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জ্য্যায়। পাহেলগাঁওয়ে জঙ্গী হানা, ঘটনার পাল্টা ভারতীয় সেনাবাহিনীদের পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জঙ্গী ঘাঁটি ধ্বংশ করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপে । প্রতিমা তৈরি করা হয়েছে সাবেকিআনা । নজর কাড়া শিল্পী শৈলী ফুটে উঠেছে মণ্ডপ ও প্রতিমা সজ্জ্যায়। সাধারণ মানুষের নজর কাড়ছে এই পুজো। জি ২৪ ঘন্টার পক্ষ থেকে জেলা সেরা পূজো হিসেবে বেছে নেওয়া হয়েছে এই পুজো কমিটিকে । পুরুলিয়া জেলার সেরা শিরোপার ট্রফি তুলে দেওয়া হলো পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে । বাইট: পম্পা ঘোষ (পুজো কমিটির সদস্য)
1
comment0
Report
KMKIRAN MANNA
Sept 27, 2025 17:33:47
Dihierench, West Bengal:*অভিনব উপায়ে ত্রিশূল হাতে পুজো উদ্বোধনে শুভেন্দু পাঁশকুড়ায়।* আজ মহাপঞ্চমীর রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দূর্গা পূজার শুভ সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সুরেন্দ্র বাবু হিন্দুদের আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এদিন সংবাদ মাধ্যমের কাছে সন্তোষ মিত্র স্কয়ারে পূজা মন্ডপে যে একাধিক বিধিনিষেধ আরোপ করছে প্রশাসন,সে বিষয়ে বলেন,এবছরই শেষ বছর।মনোজ ভার্মা,রাজীব কুমারের এ বছর শেষ বছর। কোন কিছুই করতে পারবে না।পরের বছর দুর্গাপূজায় ওরা কোন ডিউটি করতে পারবে না। ওয়েটিং এ থাকবে।এদিনের অনুষ্ঠানে একাধিক দু:স্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আমার কোন বোন দিদি সুরক্ষিত নয়। অভয়া থেকে পাঁশকুড়া হাসপাতাল কোন বোন সুরক্ষিত নয় কোন মহিলা সুরক্ষিত নয়। এখনো সমাজে কিছু অসুর ঘুরে বেড়াচ্ছে তাই ত্রিশূলটা দরকার এইসব অসুরদেরকে ধ্বংস করার জন্য। এই পার্থনা প্রত্যেকে করবেন। মায়ের সম্মান বনের অসন্মান দিদির অসম্মান করবেন না। কন্যার অসন্মান সনাতন সংস্কৃতি মেনে নেবে না। কালকে ভোজন কখন হবে সপ্তমীর কলা বউ স্নান কখন হবে অষ্টমীর পুষ্পাঞ্জলী কখন হবে।। নবমীর আরতি কখন হবে? দশমীর সিঁদুর খেলা কখন হবে আমার পঞ্জিকা শাস্ত্র বলে দেবে, এক লক্ষ দশ হাজার টাকা বলবে না। পাঁশকুড়ায় বললেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নয়।অভয়া থেকে পাঁশকুড়া হাসপাতাল কোন বোন সুরক্ষিত নয়, কোন মহিলা সুরক্ষিত নয়।এখনো সমাজে কিছু অসুর ঘুরে বেড়াচ্ছে তাই ত্রিশূলটা দরকার এইসব অসুরদেরকে ধ্বংস করার জন্য।এই প্রার্থনা প্রত্যেকেই করবেন।মায়ের অসম্মান, বোনের অসন্মান, দিদির অসম্মান করবেন না।কন্যার অসন্মান সনাতন সংস্কৃতি মেনে নেবে না। কালকে বোধন কখন হবে, সপ্তমীর কলা বউ স্নান কখন হবে, অষ্টমীর পুষ্পাঞ্জলী কখন হবে।নবমীর আরতি কখন হবে? দশমীর সিঁদুর খেলা কখন হবে আমার পঞ্জিকা শাস্ত্র বলে দেবে, এক লক্ষ দশ হাজার টাকা বলবে না। বাইট শুভেন্দু অধিকারী।
4
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top