Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

फुटबॉल देखने निकले बुजुर्ग की नाला में गिरकर मौत, सच क्या?

ABArup Basak
Sept 16, 2025 05:36:29
Mal Bazar, West Bengal
ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে নালায় পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এদিন মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের কুর্তি চাবাগানের ফ্যাক্টরি অফিসের কাছেই নালার মধ্য থেকে ঐ বৃদ্ধের দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম শঙ্কর সিং(৬৮)।বাড়ি নয়াসাইলি চাবাগানের জামুন লাইনে। জানা ঐ বৃদ্ধ গত রবিবার বিকেলে কুর্তি চাবাগানে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এরপর সেই আর বাড়ি ফিরে আসেনি। এদিন স্থানীয়রাই ঐ বৃদ্ধের দেহ নালার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। কি ভাবে মৃত্যু তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। বাইট ১) মৃতের আত্তিয়। 1609ZG_MAL_DEATH_BODY_R
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Sept 16, 2025 08:03:29
0
comment0
Report
PDPradyut Das
Sept 16, 2025 07:20:26
Jalpaiguri, West Bengal:2C 1609ZG_JAL_FOREST_R2 R, & R1,R2. বলে ভিসুয়াল, বাইট ২সি তে গেছে। পর্যটকরা এবার হাতি সাফারির আনন্দ নেওয়ার পাশাপাশি হাতিদের স্নান দেখার সুযোগ পাবেন। তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়ি জেলার গরুমারা ডিভিশন। এবছর থেকে শুরু স্বল্প খরচে হাতির স্নান দেখার সুযোগ মিলবে পর্যটকদের। মোষের গাড়ি চেপে ভ্রমণ রামসায় মেদলা টাওয়ারে বন্যপ্রাণী দেখার সুযোগও থাকছে। পর্যটকরা এই আনন্দ লুটেপুটে নিতে পারবে বলে জানান গরুমারা ডিভিশনের এডিএফও রাজিব দে। বিশ্বকর্মা পুজোর পর থেকে জঙ্গলে থাকছে হাতির খুনসুটি এবং স্নান দেখার সুযোগ। মাত্র কিছু টাকা টিকিটই মিলবেই হাতির স্নান দেখার সুযোগ। সঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামসাই এলাকায় মিলবে মোষের গাড়িতে ভ্রমণের সুযোগ। রামসাই, গরুমারা সহ বিস্তীর্ণ জঙ্গলে জিপসি সাফারি, হাতি সাফারির সুযোগ তো রয়েছেই। এমনটাই জানানো হয়েছে বনদফতর তরফে। তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বনদপ্তর। জঙ্গলে সাফারির রুট সাফসুতরো করা হয়েছে। পর্যটকদের ভিউ পয়েন্টের কাছাকাছি লাগানো হয়েছে হাতি-গন্ডারের প্রিয় ঘাস। ফলে এবার ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দর্শন ভালোই হবে বলে মনে করছেন বনকর্তারা। খুশির খবর, জঙ্গলে ঘোরার খরচ বাড়ছে না। সাফারি করাতে গিয়ে যাতে কোনও বিপদ না-হয়, গরুমারা মিলিয়ে আপাতত বেশ কয়েকটি কুনকি হাতি রাখা হচ্ছে পর্যটকদের সাফারি, জঙ্গলে সাফারির জন্য জিপসি গাড়ি রয়েছে। তবে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে পুজোয় বাড়তি হাতি সাফারির ব্যবস্থা করা হতে পারে বলে বনদপ্তরের কর্তারা জানান। রাজীব দে এডিএফও, গরুমারা ডিভিশন বলেন, অনলাইনের পাশাপাশি গোরুমারায় অফলাইনে হাতি সাফারির সুযোগ থাকছে। অফলাইনে বুকিংয়ের জন্য আপাতত একটি কুনকি রাখা হচ্ছে। যাঁরা আগে আসবেন, তাঁরাই অফলাইনে বুকিং করে ধূপঝোড়া থেকে ওই এলিফ্যান্ট রাইডের সুযোগ পাবেন। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রেও হাতি সাফারি শুরু হবে ধূপঝোড়া থেকেই। এবং ধুপঝোড়া পাশে হাতি স্নানের ব্যবস্থা করানো হয়েছে সেখানে মাত্র কিছু টাকা টিকিট দিলেই মিলবে স্নান দেখার সুযোগ। খিচ মেরি ফটো গজরাজ সঙ্গে তারও ব্যবস্থা করা হয়েছে। জঙ্গল খুলে যাওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে ট্যুর অপারেটর রা। বাইট :- রাজীব দে ( এডিএফও, গরুমারা ডিভিশন ) বাইক :- সব্যসাচী রায় ( জলপাইগুড়ি টুর অপারেটর) রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
MDMritunjay Das
Sept 16, 2025 07:20:06
Bankura, West Bengal:বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামে এখন সুপারহিট জাম্বো জিলিপি ৷ ভাদু এবং বিশ্বকর্মা পুজোয় এই জিলিপি তৈরি করা হয় ৷ যা ওজনে মেলে 700 থেকে 4 কিলো পর্যন্ত ৷ ভোজনরসিক বাঙালির শেষ পাতে মিষ্টি চাইই চাই ৷ আর তা যদি হয় জিলিপি তাহলে তো সোনায় সোহাগা ৷ কিন্তু এক দুশো নয়, 3 কিলোর জিলিপি খেয়েছেন কখনও ? না খেলে রসনাতৃপ্তি মেটাতে একবার চেখে দেখতেই পারেন জাম্বো জিলিপি ৷ বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামে গেলেই মিলবে এই জিলিপি, যা এখন সুপারহিট ৷ এই জাম্বো জিলিপি নজর কেড়েছে সারা পশ্চিমবঙ্গবাসীর । আর নজর কাড়বে নাই বা কেন ৷ এই জিলিপি যে আর পাঁচটার মতো নয়, আকৃতিতে বিশাল ৷ সর্বনিম্ন 700 থেকে 4 কিলো পর্যন্ত মেলে জাম্বো জিলিপি ৷ কেঞ্জাকুড়ার দোকানগুলিতে এখন সমস্ত মিষ্টান্ন কারিগরেরা এই জিলিপি তৈরি করতে ব্যস্ত । ভাদু পুজো এবং বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে বাংলার ভাদ্র মাসের 27 তারিখ থেকে শুরু করে আশ্বিন মাসের 5 তারিখ পর্যন্ত এই জাম্বো জিলিপি প্রস্তুত করা হয় । বিশ্বকর্মা পুজোর দিনে এই জিলিপি কেনার জন্য বাঁকুড়া-সহ অন্যান্য জেলা থেকে আগত মানুষদের ঢল নেমে যায় দোকানগুলির সামনে । তবে এই জাম্বো জিলিপি কেবল পশ্চিমবাংলায় নয়, সুপারহিট বিদেশেও ৷ দেশের গণ্ডি পেরিয়ে সুদূর আমেরিকাতেও পাড়ি দিয়েছে জাম্বো জিলিপি । আবার কেউ কেউ এই জিলিপি কিনে আত্মীয়স্বজনদের বাড়িতে উপহার হিসেবেও পাঠিয়ে থাকেন।
0
comment0
Report
ABArup Basak
Sept 16, 2025 07:19:52
Mal Bazar, West Bengal:*তিন মাস বন্ধ থাকার পর ডুয়ার্সের জঙ্গল খুলল পর্যটকদের জন্য...* বর্ষা এবং বন্যপ্রাণীদের প্রজননকালের নিষেধাজ্ঞা শেষে অবশেষে খুলে গেল ডুয়ার্সের জঙ্গল। প্রতিবছরের মতো এবারও ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর, আজ অর্থাৎ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো গরুমারা জাতীয় উদ্যানসহ ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল। জঙ্গল খোলার আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল বন দপ্তর। পর্যটকরা যেন নির্বিঘ্নে বন্যপ্রাণী উপভোগ করতে পারেন, সেই কারণে আগাছা ও ঘন জঙ্গল পরিষ্কারের কাজ সেরে ফেলা হয়েছে। পাশাপাশি, লাটাগুড়ি ও গরুমারার বিভিন্ন জঙ্গল এলাকার রাস্তা সংস্কারেও উদ্যোগ নিয়েছে দপ্তর। পর্যটকদের জন্য থাকছে একাধিক সুবিধা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত বছর থেকেই গরুমারা জাতীয় উদ্যানে প্রবেশে কোনও টিকিটের প্রয়োজন হচ্ছে না। যদিও লাটাগুড়িতে সাফারির জন্য মাথাপিছু ২৫ টাকার টিকিট চালু রয়েছে আগের নিয়মেই। এ বছর জিপসি ও গাইড ভাড়ার ক্ষেত্রেও কোনও পরিবর্তন হয়নি। বন দপ্তরের এই উদ্যোগে খুশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের আশা, উৎসবের মরশুমে পর্যটকদের ভিড়ে চাঙ্গা হবে ডুয়ার্সের অর্থনীতি। তবে একইসঙ্গে তাঁদের দাবি, পর্যটকদের সুবিধার্থে অনলাইনে সহজে এবং স্বল্পমূল্যে টিকিট কাটার ব্যবস্থা চালু করুক প্রশাসন। ১)মূর্তি ব্যবসায়ী ফারুক হক ২)২)মূর্তির ট্যাক্সি এসোসিয়েশনের সদস্য এরশাদ আলী। ৩)গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তজমল হক 1609ZG_MAL_FOREST_OPEN_R
2
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 16, 2025 07:19:29
Baruipur, West Bengal:কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুই মহিলা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এল। সোমবার সকালে বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় প্রদীপ পাইনের বাড়িতে ঘটে এই ঘটনা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৪৮ মিনিট নাগাদ দুই মহিলা কোলে শিশু নিয়ে এবং সঙ্গে আরেকটি বাচ্চা ছেলে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করছে। প্রায় ১৫ মিনিট পর তাঁদের বেরিয়ে আসতেও ধরা পড়ে ক্যামেরায়। বাড়িতে ফিরে প্রদীপ পাইনের স্ত্রী কাজল পাইন দেখতে পান, বিছানা এলোমেলো অবস্থায় রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি আলমারির লকার খুলে দেখেন, প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না উধাও। কাজল দেবী জানান, তিনি সকাল সাড়ে আটটায় ছেলেকে নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। স্বামী প্রদীপবাবুও সকাল ১০টার দিকে কাজে বেরিয়ে যান। বাড়িতে একমাত্র অসুস্থ বোন ছিলেন। এই সুযোগেই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা পরিবারের। চুরির ঘটনার পর সোমবার দুপুরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও, মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেনি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তাঁদের দাবি, সিসিটিভি ফুটেজে ধরা পড়া মহিলাদের পুলিশ দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুক এবং চুরি হওয়া সোনার গয়না উদ্ধার করে ফিরিয়ে দিক। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো মাস্টারপাড়ায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, দিনের আলোয় এভাবে বাড়িতে প্রবেশ করে চুরি হওয়ায় তাঁদের নিরাপত্তা নিয়ে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপের দাবিতে সোচ্চার হয়েছে এলাকাবাসী।
2
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 16, 2025 07:18:15
Kolkata, West Bengal:*শুভেন্দু অধিকারী বাইট সল্টলেক বিজেপি দফতর* *চন্দ্রনাথ সিনহা চার্জশিট* চন্দ্রনাথ সেনার বিরুদ্ধে চার্জশিট কেন সেটা লেখা হয়েছে। চাকরি বিক্রি করেছে টাকা কালেকশন করেছে নিজের এবং নিজের স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি বানিয়েছে। এদের প্রত্যেকের এ ধরনের অভিযোগ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত তার যে পুরো রেখেট পরিবারের লোক থেকে আরম্ভ করে সকলেই আয় এর থেকে বেশি সম্পত্তি। *চন্দ্রনাথ সিংহার চার্জ শিট পেশ কিন্তু শাস্তি হবে কবে* চার্জশিট হয়েছে মানেই শাস্তি হবে নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জ শিট জমা দেওয়া হয়েছে মানেই ওকে ফেস করতে হবে। ট্রায়ালে থাকলেই শাস্তি পেতে হবে অনুব্রত মণ্ডল দু'বছর জেল খেটেছে চার বছর থাকতে হবে। কারণ ধারাতে ছয় বছরের জেল খাটার কথা রয়েছে। *প্রধানমন্ত্রীর আসা রাজ্যে* এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলব না। দেশের শক্তিশালী প্রধানমন্ত্রী মোদি জি আছেন। *পুজোয় কেন্দ্রীয় নেতৃত্বকে আমন্ত্রণ* পার্টি ও আয়োজকরা নিমন্ত্রণ করবে। প্রচুর নিমন্ত্রণ এসেছে সবাই চাইছে। অমিত শাহ জেপি নাড্ডা অনেকে প্রধানমন্ত্রী কেউ চাইছে পুজোয় । *অমিত শাহ এর সঙ্গে বৈঠক* ছয় মাস বাদে পশ্চিমবঙ্গের নির্বাচন আছে। মনে প্রানে অমিত সাহ চান। বাঙালি এই দল প্রতিষ্ঠা করেছে এখানে যতক্ষণ না পদ্ম ফুটছে বৃত্তসম্পন্ন হয় না। রাষ্ট্রীয় নেতারা সকলেই চাই । ৭৭ থেকে কেন ১৭৭ হবে না। চল্লিশ শতাংশ ভোটটা কেন ৪৫ শতাংশ করা যাবে না। কোন শক্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে বাচাবে। রাজ্যে দু কোটি পনের লক্ষ বেকার। মানুষের রাজ্যে পরিবর্তন চাই পরিবর্তন বিজেপির হাত ধরেই হবে গণতান্ত্রিকভাবে। নরেন্দ্র মোদির স্বচ্ছতা এবং পরিশ্রম এটা নিয়ে তার বিরোধীরা কখনো আক্রমণ করতে পারেনি তার বিরুদ্ধে। *যাদবপুর এর ঘটনা* ওসব চাপা পড়ে যাবে, রানাঘাটের ছেলেটার বেলা কি হয়েছিল। রানাঘাটের ছেলেটি এখনো কেন বিচার পায়নি । যাদবপুর কে মূল স্রোতে ফেরাতে হয় যাদবপুরের গৌরবকে ফিরিয়ে আনতে হয় বিজেপিকে আনতে হবে বাংলায়। যাদবপুরের বিষাক্ত আবর্জনা কে পরিষ্কার করতে পারে বিজেপি।
1
comment0
Report
TDTapan Deb
Sept 16, 2025 05:49:36
5
comment0
Report
PDPradyut Das
Sept 16, 2025 05:49:15
Jalpaiguri, West Bengal:2C 1609ZG_JAL_FOREST_R1 R, & R1,R2. বলে ভিসুয়াল, বাইট ২সি তে গেছে। পর্যটকরা এবার হাতি সাফারির আনন্দ নেওয়ার পাশাপাশি হাতিদের স্নান দেখার সুযোগ পাবেন। তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়ি জেলার গরুমারা ডিভিশন। এবছর থেকে শুরু স্বল্প খরচে হাতির স্নান দেখার সুযোগ মিলবে পর্যটকদের। মোষের গাড়ি চেপে ভ্রমণ রামসায় মেদলা টাওয়ারে বন্যপ্রাণী দেখার সুযোগও থাকছে। পর্যটকরা এই আনন্দ লুটেপুটে নিতে পারবে বলে জানান গরুমারা ডিভিশনের এডিএফও রাজিব দে। বিশ্বকর্মা পুজোর পর থেকে জঙ্গলে থাকছে হাতির খুনসুটি এবং স্নান দেখার সুযোগ। মাত্র কিছু টাকা টিকিটই মিলবেই হাতির স্নান দেখার সুযোগ। সঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামসাই এলাকায় মিলবে মোষের গাড়িতে ভ্রমণের সুযোগ। রামসাই, গরুমারা সহ বিস্তীর্ণ জঙ্গলে জিপসি সাফারি, হাতি সাফারির সুযোগ তো রয়েছেই। এমনটাই জানানো হয়েছে বনদফতর তরফে। তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বনদপ্তর। জঙ্গলে সাফারির রুট সাফসুতরো করা হয়েছে। পর্যটকদের ভিউ পয়েন্টের কাছাকাছি লাগানো হয়েছে হাতি-গন্ডারের প্রিয় ঘাস। ফলে এবার ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দর্শন ভালোই হবে বলে মনে করছেন বনকর্তারা। খুশির খবর, জঙ্গলে ঘোরার খরচ বাড়ছে না। সাফারি করাতে গিয়ে যাতে কোনও বিপদ না-হয়, গরুমারা মিলিয়ে আপাতত বেশ কয়েকটি কুনকি হাতি রাখা হচ্ছে পর্যটকদের সাফারি, জঙ্গলে সাফারির জন্য জিপসি গাড়ি রয়েছে। তবে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে পুজোয় বাড়তি হাতি সাফারির ব্যবস্থা করা হতে পারে বলে বনদপ্তরের কর্তারা জানান। রাজীব দে এডিএফও, গরুমারা ডিভিশন বলেন, অনলাইনের পাশাপাশি গোরুমারায় অফলাইনে হাতি সাফারির সুযোগ থাকছে। অফলাইনে বুকিংয়ের জন্য আপাতত একটি কুনকি রাখা হচ্ছে। যাঁরা আগে আসবেন, তাঁরাই অফলাইনে বুকিং করে ধূপঝোড়া থেকে ওই এলিফ্যান্ট রাইডের সুযোগ পাবেন। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রেও হাতি সাফারি শুরু হবে ধূপঝোড়া থেকেই। এবং ধুপঝোড়া পাশে হাতি স্নানের ব্যবস্থা করানো হয়েছে সেখানে মাত্র কিছু টাকা টিকিট দিলেই মিলবে স্নান দেখার সুযোগ। খিচ মেরি ফটো গজরাজ সঙ্গে তারও ব্যবস্থা করা হয়েছে। জঙ্গল খুলে যাওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে ট্যুর অপারেটর রা। বাইট :- রাজীব দে ( এডিএফও, গরুমারা ডিভিশন ) বাইক :- সব্যসাচী রায় ( জলপাইগুড়ি টুর অপারেটর) রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
3
comment0
Report
PDPradyut Das
Sept 16, 2025 05:49:04
Jalpaiguri, West Bengal:2C 1609ZG_JAL_FOREST_R R & R1, R2 বলে ২ সি তে ভিসুয়াল, বাইট,, তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়ি জেলার গরুমারা ডিভিশন। এবছর থেকে শুরু স্বল্প খরচে হাতির স্নান দেখার সুযোগ মিলবে পর্যটকদের। মোষের গাড়ি চেপে ভ্রমণ রামসায় মেদলা টাওয়ারে বন্যপ্রাণী দেখার সুযোগও থাকছে। পর্যটকরা এই আনন্দ লুটেপুটে নিতে পারবে বলে জানান গরুমারা ডিভিশনের এডিএফও রাজিব দে। বিশ্বকর্মা পুজোর পর থেকে জঙ্গলে থাকছে হাতির খুনসুটি এবং স্নান দেখার সুযোগ। মাত্র কিছু টাকা টিকিটই মিলবেই হাতির স্নান দেখার সুযোগ। সঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামসাই এলাকায় মিলবে মোষের গাড়িতে ভ্রমণের সুযোগ। রামসাই, গরুমারা সহ বিস্তীর্ণ জঙ্গলে জিপসি সাফারি, হাতি সাফারির সুযোগ তো রয়েছেই। এমনটাই জানানো হয়েছে বনদফতর তরফে। তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বনদপ্তর। জঙ্গলে সাফারির রুট সাফসুতরো করা হয়েছে। পর্যটকদের ভিউ পয়েন্টের কাছাকাছি লাগানো হয়েছে হাতি-গন্ডারের প্রিয় ঘাস। ফলে এবার ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দর্শন ভালোই হবে বলে মনে করছেন বনকর্তারা। খুশির খবর, জঙ্গলে ঘোরার খরচ বাড়ছে না। সাফারি করাতে গিয়ে যাতে কোনও বিপদ না-হয়, গরুমারা মিলিয়ে আপাতত বেশ কয়েকটি কুনকি হাতি রাখা হচ্ছে পর্যটকদের সাফারি, জঙ্গলে সাফারির জন্য জিপসি গাড়ি রয়েছে। তবে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে পুজোয় বাড়তি হাতি সাফারির ব্যবস্থা করা হতে পারে বলে বনদপ্তরের কর্তারা জানান। রাজীব দে এডিএফও, গরুমারা ডিভিশন বলেন, অনলাইনের পাশাপাশি গোরুমারায় অফলাইনে হাতি সাফারির সুযোগ থাকছে। অফলাইনে বুকিংয়ের জন্য আপাতত একটি কুনকি রাখা হচ্ছে। যাঁরা আগে আসবেন, তাঁরাই অফলাইনে বুকিং করে ধূপঝোড়া থেকে ওই এলিফ্যান্ট রাইডের সুযোগ পাবেন। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রেও হাতি সাফারি শুরু হবে ধূপঝোড়া থেকেই। এবং ধুপঝোড়া পাশে হাতি স্নানের ব্যবস্থা করানো হয়েছে সেখানে মাত্র কিছু টাকা টিকিট দিলেই মিলবে স্নান দেখার সুযোগ। খিচ মেরি ফটো গজরাজ সঙ্গে তারও ব্যবস্থা করা হয়েছে। জঙ্গল খুলে যাওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে ট্যুর অপারেটর রা। বাইট :- রাজীব দে ( এডিএফও, গরুমারা ডিভিশন ) রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
4
comment0
Report
BMBiswajit Mitra
Sept 16, 2025 05:48:53
Ranaghat, West Bengal: রাস্তার পাশ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। এবার শান্তিপুর থানার কন্দখোলা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে শান্তিপুর থানার কন্দখোলা বাইপাস এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। পরে স্থানীয়রা শান্তিপুর থানায় বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, যুবকের কপালে গভীর ক্ষত রয়েছে। তাদের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে উদ্ধার হওয়া মৃতদেহের কোনো পরিচয় জানতে পারেনি পুলিশ। স্থানীয় মানুষের অনুমান বাইরের কোথা থেকে মেরে এখানে ফেলে দেওয়া হয়েছে। গুলি না অন্য কোনো আঘাতে কপালের ক্ষত তৈরি হয়েছে তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সঠিক কি কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
2
comment0
Report
Advertisement
Back to top