Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
भारत-पाक मैच के हैंडशेक विवाद में ICC ने PCB अपील खारिज की
AMArkodeepto Mukherjee
Sept 16, 2025 07:19:07
Kolkata, West Bengal
*ভারত পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক-বিতর্কে নয়া টুইস্ট। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণের দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পিসিবির সেই দাবি মানছে না আইসিসি। এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হচ্ছে না অ্যান্ডি পাইক্রফ্টকে*। *পিসিবির আবেদন খারিজ করে দিতে চলেছে আইসিসি*
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Sept 16, 2025 09:32:16
Basirhat, West Bengal:নিল জামা গেঞ্জি পরা যুবকটি বাংলাদেশী উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ থেকে এক বাংলাদেশী ও টাকার বিনিময়ে এদেশে ঢুকতে সাহায্য করায় এক ভারতী দালালকে গ্রেফতার করল পুলিস আজ বেলা দশটা নাগাদ হিঙ্গলগঞ্জ থানার পুলিসের কাছে খবর আসে হিঙ্গলগঞ্জের চার নম্বর সাণ্ডেল বিল এলাকায় ইমতিয়াজ গাজি বলে এক ব্যাক্তির বাড়িতে এক বাংলাদেশী আশ্রয় নিয়ে আছে। পুলিস ঐ ব্যাক্তির বাড়িতে হানা দিয়ে ইমতিয়াজ গাজি বাড়ির রান্নঘরে লুকিয়ে থাকা মনিরুল ইসলাম নামে বাংলাদেশীকে গ্রেফতার করে। টাকার বিনিময়ে বেআইনি ভাবে বাড়িতে ঐ বাংলাদেশীকে এদেশে ঢুকতে ও বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে ইমতিয়াজ গাজীকে ও গ্রেফতার করে পুলিস আজ দুজন কে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
ABArup Basak
Sept 16, 2025 09:21:12
Mal Bazar, West Bengal:তিন দিন ধরে টানা আন্দলোনের পরও নিস্ফলা রইলো মালবাজার মহকুমার নাগরাকাটার গ্রাসমোড় চা শ্রমিকদের সাথে মালিক পক্ষের বৈঠক। এদনের বৈঠকে চাবাগান কতৃপক্ষ ৯% বোনাস দেওয়ার কথা বললে, শ্রমিকেরা তা মানতে চায়নি। শ্রমিকদের দাবি ২০% কম বোনাস গ্রহন করবেন না তারা। এরফলে এদিনের বৈঠকে মিললো না কোন সমাধান সুত্র। ফের ১৮ই সেপ্টেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে চাবাগান সুত্রে জানা গেছে। গতবছর এই বাগানে ১৫% বোনাস দিয়েছিলো চাবাগান কতৃপক্ষ। এবছর তার থেকে কম বোনাস দেওয়ার সিদ্ধান্তে ক্ষুদ্ধ চা শ্রমিকেরা। তাই এবার ধর্মঘটে যাবার সিদ্ধান্ত নিতে চলেছে শ্রমিকেরা। এই চাবাগানের স্টাফ কৃষ্ণ দাস বলেন, আমরা ঠিকঠাক মাইনা পাইনা। বাড়িতে ঠিকঠাক খাবার নেই। দোকানে পাকি পরেছে। তারপর বোনাসের ঝামেলা। কিভাবে চলবে আমাদের। তৃনমুল চাবাগান শ্রমিক ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজু ডালি বলেন, গত বছর শ্রমিকেরা ১৫% বোনাস পেয়েছে। এবার বাগান কতৃপক্ষ বলছে ৯% দেবে। শ্রমিকেরা তাদের ন্যায্য বোনাস চাইছে। এব্যাপারে আগামী ১৮ই সেপ্টেম্বর মালবাজারের এ এল সি অফিসে ২০% বোনাসের দাবিতে আমরা ডেপুটেশন দিবো। শ্রমিকদের ২০% বোনাসই দিতে হবে। বাইট ১) চাবাগানের স্টাফ কৃষ্ণ দাস। ২) তৃনমুল চাবাগান শ্রমিক ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজু ডালি। 1609ZG_MAL_BONUS_PROBLEM_R
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 16, 2025 09:21:01
Chinsurah, West Bengal:বিশ্বকর্মা পুজোর জন্য চলছিল ঝাড়পোঁছ,শ্রীরামপুরে সুতো কলে আগুন। আগুনে পরে ছাই সব কিছু। শ্রীরামপুর ভাট্টাচার্য গার্ডেন এলাকায় সর্দার পাড়ায় বহু পুরোনো সুতো তৈরি কারখানায় বারোটা নাগাদ আগুন লাগে। স্থানীয় সুত্রে খবর বিশ্বকর্মা পুজোর জন্য কারখায় পরিস্কারের কাজ চলছিল। সেই সময়ই ইলেকট্রিকে শর্ট শার্কিট হয়ে আগুন লেগে যায়। প্রথমে ওই কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ নেয়। গোটা কারখান আগুন ছড়িয়ে পরে।খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।চলে আসেন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জন প্রতিনিধি। পুজোর আগে কারখানার সবকিছু পুড়ে যাওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে।
0
comment0
Report
MMManoj Mondal
Sept 16, 2025 09:20:48
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকায় ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, কয়েক মাস আগে প্রতিবেশী ঝন্টু মৃধা কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে প্রথমে কলকাতা, পরে মুম্বাই নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গিয়ে কাজ না দিয়ে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। গৃহবধূর অভিযোগ, মুম্বাইতে অবস্থানকালে অভিযুক্ত ঝন্টু একাধিকবার তাকে ধর্ষণ করে। অবশেষে মাস দুয়েক আগে সুযোগ বুঝে পালিয়ে আসে ওই মহিলা। বনগাঁয় ফিরে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার একটি বিশেষ পুলিশ দল মুম্বইয়ে অভিযান চালিয়ে গত শনিবার ঝন্টু মৃধাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ধৃতকে বনগাঁ আনা হয় এবং মঙ্গলবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমে আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Sept 16, 2025 09:20:34
Jalpaiguri, West Bengal:2C 1609ZG_JAL_DEPUTATION_R স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে জলপাইগুড়িতে পথে নামলো আশা কর্মীরা। জলপাইগুড়িতে আশা কর্মীদের বিক্ষোভ, স্মারকলিপি পেশ। নিয়োগ সংক্রান্ত সমস্যা ও বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর কাছে স্মারকলিপি পেশ করলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন (CITU)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কর্মী মিছিল করে হাজির হন। আশা কর্মীদের দাবির মধ্যে ছিল— স্থায়ী কর্মীর স্বীকৃতি, মাসে ন্যূনতম ২৬,০০০ টাকা বেতন, ১০ হাজার টাকার পেনশন, আইন অনুযায়ী বোনাস ও সমস্ত বকেয়া প্রদান। পাশাপাশি অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়। সংগঠনের অভিযোগ, বহু বছর ধরে তারা স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ন্যায্য মর্যাদা ও সুবিধা পাচ্ছেন না। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে কর্মীরা একযোগে জানান, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 16, 2025 09:20:21
Rajpur Sonarpur, West Bengal:বারুইপুরে বিজেপি বুথ সভাপতির খুনের ঘটনায় মুম্বাই থেকে গ্রেফতার অভিযুক্ত অমিত মণ্ডল বারুইপুরের বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। গত ৮ আগস্টের এই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অমিত মণ্ডলকে অবশেষে মুম্বইয়ের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের দিন ভাইরাল হওয়া এক ভিডিওতে অমিতকে বাঁশ হাতে মারতে দেখা গিয়েছিল, যা পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে উঠে আসে। অমিতের বাড়ি বারুইপুরের শিখরবালি ২ নম্বর পঞ্চায়েতের গোপালপুর দুর্গাপুর এলাকায়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। ইতিমধ্যেই নিহত বিজেপি বুথ সভাপতির বাবা ও ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত অমিত ধরা পড়ায় এখন তদন্ত আরও গতি পাবে। স্থানীয় সূত্রে খবর, রাজীব বিশ্বাস খুনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। একদিকে শোকাহত পরিবার ও বিজেপি কর্মীরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন, অন্যদিকে পুলিশ লাগাতার তল্লাশি চালাচ্ছিল পলাতক দুষ্কৃতীদের খুঁজে বের করতে। অবশেষে অমিতের গ্রেফতারিতে আশ্বাসবোধ করছেন রাজীবের সমর্থকরা।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 16, 2025 09:19:57
Kolkata, West Bengal:BUTTERFLY SUN BUTTERFLY SUN সৌর কলঙ্ক নয়। সেটা তো সাধারণ ব্যাপার। এবার সূর্যের ওপর ৫০০ হাজার কিলোমিটার করোনাল গর্ত। দেখতে মহা বিশাল এক প্রজাপতির মতো। তাই পোশাকি নাম *বাটারফ্লাই কোরোনাল হোল।* কি এই গহবর? এটা কি সূর্যের গায়ে তৈরি কোনো গর্ত? প্রশ্নটা আমজতার মনে ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এটা সূর্যের গায়ে বা সূর্য পৃষ্ঠে হয়নি। এটা হয়েছে সূর্যের কিরণ বা ফোটন কনা যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে পৃথিবীর দিকে আসে সেখানে। আমরা খোলা চোখে যখন সূর্যের আলো দেখি তখন আসলে আমরা ৮ মিনিট দেরিতে সেই আলো দেখি। তার একটা বড় কারণ সূর্য রশ্মির বেশিরভাগ তীব্র তেজস্ক্রিয় রশ্মি পৃথিবীর দিকে আসার যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই পর্যন্ত পৌঁছায় না। অন্য দিকে সরে যায়। ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সূর্যের যেটুকু রশ্মি বা ফোটন কনা আমাদের দিকে আসে সেই পথে তৈরি হয়েছে ৫০০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের এক গহবর। এর পোশাকি নাম করোনাল হোল। প্রথিবী সৃষ্টি হওয়ার পর থেকে অজস্রবার ম্যাগনেটিক ফিল্ডে এই ধরনের হোল তৈরি হয়েছে। তবে এত বড় আকারের নয়। এর প্রভাব এড়াতে পারবে না পৃথিবী। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এর ফলে পৃথিবীর চৌম্বকীয় ভারসাম্য বিঘ্নিত হবে। যার একাধিক নেতিবাচক প্রভাব আছে। বাইট সন্দীপ চক্রবর্তী। মহাকাশ বিজ্ঞানী বিকল হবে কৃত্রিম উপগ্রহ। এলোমেলো আচরণ করবে বর্ষা। পথ ভুলবে পরিযায়ী প্রাণী এবং পাখিরা। তবে এর সুদূরপ্রসারী প্রভাব কতটা তা এখনও গবেষণার বিষয়। বাইট সন্দীপ চক্রবর্তী। মহাকাশ বিজ্ঞানী ওয়াক থ্রু
4
comment0
Report
BSBidhan Sarkar
Sept 16, 2025 09:19:03
Chinsurah, West Bengal:সেতু ভাঙায় কাটা সার্ভিসে আর্থিক লোকসান, জোর করে পুজোর চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বাস মালিকদের। গত আগস্ট মাসের ১২ তারিখে আরামবাগের রামকৃষ্ণ সেতু ভাঙার কারণে তারকেশ্বর থেকে গোঘাট হয়ে যেসব বাস বিভিন্ন জেলায় পরিষেবা দেয় বর্তমানে তাদের কাটা সার্ভিস মাধ্যমে পরিষেবা দিতে হচ্ছে। এতে করে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা। তার উপর যদি দুর্গা পুজোর জন্য জোর পূর্বক বাস থেকে চাঁদা আদায় করা হয় তাহলে বাস পরিষেবা পুরোপুরি বন্ধ করা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের কর্মকর্তারা।২৮৬ টি পূজা কমিটির কাছে বিশেষ আবেদন জানিয়েছে বাস ওনার্স এসোসিয়েশন, তারা যেন জোর পূর্বক বাস থেকে চাঁদা আদায় না করেন।জোর পূর্বক চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানান হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে। ইতি মধ্যেই এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে বলে জানান হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মুস্তাফা। মূলত তারকেশ্বর থেকে প্রায় সাড়ে তিনশোর উপর বাস চলাচল করে একাধিক জেলায়। যার মধ্যে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে প্রায় দেড়শটি বাস বিভিন্ন জেলায় যাত্রী পরিষেবা দেয়।কিন্তু রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচল করতে না পারায় তাদের লোকসান হচ্ছে।বাস মালিকরা বিকল্প সেতুর দাবীও করেন।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 16, 2025 09:18:37
Rajpur Sonarpur, West Bengal:অপেরা হাউসের আদলে সোনারপুরে দুর্গাপুজো, নেতৃত্বে তৃতীয় লিঙ্গের রত্না সোনারপুরের কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘের বারোয়ারি দুর্গাপুজো এ বছর বিশেষ চমক নিয়ে হাজির। পুজোর নেতৃত্বে রয়েছেন তৃতীয় লিঙ্গের রত্না চৌধুরি। তিনি শুধু নামেই নন, বাস্তবে নিজে উপস্থিত থেকে খতিয়ে দেখছেন প্রতিটি কাজ। পুজো কমিটির চেয়ারম্যান হিসেবে রত্নার এই ভূমিকা ইতিমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছে। মল্লিকপুরের বাসিন্দা রত্নার এই পুজোর সঙ্গে যোগ বহু বছরের। এবারের থিমে আছে বিদেশি ছোঁয়া—ফ্রান্সের বিশ্বখ্যাত স্থাপত্য প্যারিসের অপেরা হাউস। প্রায় চার মাস আগে থেকেই শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। একটানা বৃষ্টিতেও কাজ থেমে থাকেনি। উদ্যোক্তাদের লক্ষ্য, মহালয়ার মধ্যেই সম্পূর্ণ প্যান্ডেল দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা। এখন থেকেই কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন প্যান্ডেল দেখতে। প্যান্ডেল প্রস্তুতকারক দিলীপ ওঝা জানিয়েছেন, প্লাই, পুট্টি, বাঁশ ও বাটাম দিয়ে তৈরি হচ্ছে এই বিশাল শিল্পকর্ম। যদিও পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও এতে কোনও সমস্যা হবে না বলে দাবি তাঁর। অন্য উদ্যোক্তা দীপক দাস জানিয়েছেন, চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা আলাদা মাত্রা যোগ করবে মণ্ডপে। শুধু তাই নয়, বিরাট প্যান্ডেলের ভেতরেই তৈরি হচ্ছে বিশালাকার প্রতিমা। মিতালি সংঘের সদস্যদের আশা, পুজোর ক’দিন এখানে ভিড় জমবে হাজার হাজার দর্শনার্থীর। এলাকাবাসীর কাছে ইতিমধ্যেই এটি আলোচনার কেন্দ্রবিন্দু। দুর্গাপুজো মানেই যেখানে আনন্দ ও উৎসব, সেখানে তৃতীয় লিঙ্গের রত্নার নেতৃত্ব নতুন দৃষ্টান্ত গড়ছে সোনারপুরে। রত্না চৌধুরী, ট্রান্সজেন্ডার ও পুজো কমিটির চেয়ারম্যান ৷ দীপক দাস, ক্লাব কর্মকর্তা ৷ দীলিপ ওঝা, প্যাণ্ডেল প্রস্তুতকারক ৷
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 16, 2025 09:18:26
Kolkata, West Bengal:URBANA আনন্দপুরে বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু গৃহবধূর মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত উর্বানা কমপ্লেক্সে মর্মান্তিক ঘটনা। ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ টাওয়ার নম্বর ৪–এর ডানদিকে অচৈতন্য অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। মহিলার মাথার খুলি ফেটে গিয়েছিল এবং ডান উরুতেও আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। দেহটিকে শনাক্ত করেন মৃতার দুই কন্যা সুহানা আগরওয়াল ও ভূমি আগরওয়াল। তাঁদের মা সঞ্চিতা আগরওয়াল (৪৪), স্বামী রাকেশ আগরওয়ালের স্ত্রী। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, যেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে পরিবারের সদস্য ও আত্মীয়রা জানিয়েছেন মৃতা সঞ্চিতা কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং অত্যন্ত অন্তর্মুখী স্বভাবের ছিলেন। টাওয়ারের ১৯ তলার ব্যালকনিতে একটি বসার টুলও উদ্ধার হয়েছে। অনুমান, সেখান থেকেই ঝাঁপ দেন তিনি। তদন্তে এখনো পর্যন্ত কোনো রকম অসৎ কাজ বা অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত মেলেনি। কোনো অভিযোগও দায়ের হয়নি। ফলে এই ঘটনাকে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে (ADP UD Case No. 142 dt. 16.09.25)। দেহের ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 16, 2025 08:03:29
0
comment0
Report
PDPradyut Das
Sept 16, 2025 07:20:26
Jalpaiguri, West Bengal:2C 1609ZG_JAL_FOREST_R2 R, & R1,R2. বলে ভিসুয়াল, বাইট ২সি তে গেছে। পর্যটকরা এবার হাতি সাফারির আনন্দ নেওয়ার পাশাপাশি হাতিদের স্নান দেখার সুযোগ পাবেন। তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়ি জেলার গরুমারা ডিভিশন। এবছর থেকে শুরু স্বল্প খরচে হাতির স্নান দেখার সুযোগ মিলবে পর্যটকদের। মোষের গাড়ি চেপে ভ্রমণ রামসায় মেদলা টাওয়ারে বন্যপ্রাণী দেখার সুযোগও থাকছে। পর্যটকরা এই আনন্দ লুটেপুটে নিতে পারবে বলে জানান গরুমারা ডিভিশনের এডিএফও রাজিব দে। বিশ্বকর্মা পুজোর পর থেকে জঙ্গলে থাকছে হাতির খুনসুটি এবং স্নান দেখার সুযোগ। মাত্র কিছু টাকা টিকিটই মিলবেই হাতির স্নান দেখার সুযোগ। সঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামসাই এলাকায় মিলবে মোষের গাড়িতে ভ্রমণের সুযোগ। রামসাই, গরুমারা সহ বিস্তীর্ণ জঙ্গলে জিপসি সাফারি, হাতি সাফারির সুযোগ তো রয়েছেই। এমনটাই জানানো হয়েছে বনদফতর তরফে। তিনমাস বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বনদপ্তর। জঙ্গলে সাফারির রুট সাফসুতরো করা হয়েছে। পর্যটকদের ভিউ পয়েন্টের কাছাকাছি লাগানো হয়েছে হাতি-গন্ডারের প্রিয় ঘাস। ফলে এবার ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দর্শন ভালোই হবে বলে মনে করছেন বনকর্তারা। খুশির খবর, জঙ্গলে ঘোরার খরচ বাড়ছে না। সাফারি করাতে গিয়ে যাতে কোনও বিপদ না-হয়, গরুমারা মিলিয়ে আপাতত বেশ কয়েকটি কুনকি হাতি রাখা হচ্ছে পর্যটকদের সাফারি, জঙ্গলে সাফারির জন্য জিপসি গাড়ি রয়েছে। তবে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে পুজোয় বাড়তি হাতি সাফারির ব্যবস্থা করা হতে পারে বলে বনদপ্তরের কর্তারা জানান। রাজীব দে এডিএফও, গরুমারা ডিভিশন বলেন, অনলাইনের পাশাপাশি গোরুমারায় অফলাইনে হাতি সাফারির সুযোগ থাকছে। অফলাইনে বুকিংয়ের জন্য আপাতত একটি কুনকি রাখা হচ্ছে। যাঁরা আগে আসবেন, তাঁরাই অফলাইনে বুকিং করে ধূপঝোড়া থেকে ওই এলিফ্যান্ট রাইডের সুযোগ পাবেন। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রেও হাতি সাফারি শুরু হবে ধূপঝোড়া থেকেই। এবং ধুপঝোড়া পাশে হাতি স্নানের ব্যবস্থা করানো হয়েছে সেখানে মাত্র কিছু টাকা টিকিট দিলেই মিলবে স্নান দেখার সুযোগ। খিচ মেরি ফটো গজরাজ সঙ্গে তারও ব্যবস্থা করা হয়েছে। জঙ্গল খুলে যাওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে ট্যুর অপারেটর রা। বাইট :- রাজীব দে ( এডিএফও, গরুমারা ডিভিশন ) বাইক :- সব্যসাচী রায় ( জলপাইগুড়ি টুর অপারেটর) রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
Advertisement
Back to top