Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

नेपाल की अशांति से बेहाल मजदूरों की घर वापसी, बांकुरा में खुशियों की रौनक

MDMritunjay Das
Sept 12, 2025 08:02:48
Bankura, West Bengal
নেপালে লাগাতার অশান্তি, পরিযায়ী শ্রমিকদের একটি দল ফিরলো বাঁকুড়ায় নেপালে লাগাতার অশান্তির জের। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কখনো পায়ে হেঁটে আবার কখনো বাড়তি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে শেষ পর্যন্ত নিজের বাড়িতে ফিরলেন বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মলিয়ান গ্রামের ৯ জন পরিযায়ী শ্রমিক। বাঁকুড়ায় একসময় বিখ্যাত ছিল কাঁসা বাসন শিল্প। কিন্তু বিভিন্ন কারনে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে ম্লান হতে হতে সেই শিল্প আজ ধুঁকছে মেই শিল্পের দক্ষ শ্রমিকেরা পরিয়ায়ী শ্রমিক হিসাবে এখন অনেকেই কর্মরত নেপালের বীরগঞ্জ, কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায়। নেপালে লাগাতার অশান্তির জেরে সম্প্রতি সেখানে আটকে পড়েন বাঁকুড়া জেলার হীড়বাঁধ ব্লকের মলিয়ান, সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর সহ বিভিন্ন এলাকার কয়েক শো পরিযায়ী শ্রমিক। গত কয়েকদিন নেপালের অশান্তি ও কার্ফুর জেরে সেখানে কারখানায় কার্যত বন্দী ছিলেন এই শ্রমিকেরা। ভারতীয়দের দেশে ফেরার জন্য দৈনিক কয়েক ঘন্টা কার্ফু শিথিল হতেই কেউ পায়ে হেঁটে আবার কেউ বাড়তি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েন। বীরগঞ্জ থেকে অনেকে পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে পৌঁছান বিহারের রক্সৌলে। সেখান থেকে ট্রেনে চড়ে আজ বাঁকুড়ায় ফিরলেন একদল পরিযায়ী শ্রমিক। নেপালে গত কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর এভাবে নিরাপদে নিজের গ্রামে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা।
13
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Sept 12, 2025 10:47:19
Bankura, West Bengal:*চলন্ত ট্রেনে আরপিএফ এর তৎপরতায় কোনোক্রমে প্রাণে বাঁচলেন ষাটোর্ধ মহিলা,প্রকাশ্যে এলো লাইভ সিসিটিভি ফুটেজ* ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ১১:০৯। বাঁকুড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ১২৮৮৩ সাঁতরাগাঁছি- পুরুলিয়া রূপসি বাংলা এক্সপ্রেস।সেই সময় ষাটোর্ধ্ব এক মহিলা চলন্ত ট্রেনে ওঠার সময় হঠাৎই পড়ে যায় ট্রেনের তলায়। দ্রুত আর.পি.এফ.এর তৎপরতায় কোনক্রমে প্রানে বাঁচলেন ওই মহিলা।লাইভ সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ আরপিএফ আধিকারিকদের। রেল সূত্রে খবর ঐ মহিলার নাম সাবানি সিনহা বাড়ি পুরুলিয়ায়। তিনি তার হাজবেন্ডের সাথে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্য রূপসি বাংলা এক্সপ্রেসে চড়ার চেষ্টা করেন। বাঁকুড়া আর.পি.এফ থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপন কুমার রায় জানান, ঘটনা চোখের সামনে আসাই দ্রুততার সাথে তৎপর হয় সেখানে কর্তব্যরত এ.এস.আই মনিষ কুমার এবং মহিলা কনন্সেটেবেল গায়িত্রী বিশ্বাস। দ্রুতার সাথে তৎপর হয়ে ঐ মহিলাকে তারা উদ্ধার করেন।পরে যাবতীয় প্রয়োজনীয় তথ্য নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বাইট:- ১)তপন কুমার রায় (ভারপ্রাপ্ত আধিকারিক, আর.পি.এফ)
7
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 12, 2025 10:47:07
Arambag, West Bengal:আরামবাগঃ ১২ সেপ্টেম্বর ---------------------------------------------আরামবাগ সংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে ১২সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হলো নরেন্দ্র কাপ। আরামবাগ সংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আরামবাগের বিশালক্ষী ময়দানে অনুষ্ঠিত হলো নরেন্দ্র কাপ। এই নরেন্দ্র কাপে মোট ৩৪টি দল অংশগ্রহণ করেছেন। ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই খেলা চলবে। ১১ই সেপ্টেম্বর আমেরিকার চিকাগো শহরে স্বামী বিবেকানন্দ যে বক্তব্য রেখেছিলেন তাতে যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন এবং সারা বিশ্বে তার বক্তব্য জনপ্রিয় হয়েছিল তাই এই এগারো সেপ্টেম্বর শিকাগো বক্তৃতাকে কেন্দ্র করে এই নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হয় এবং ১৭সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তাই ১৭ তারিখের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। গোটা ভারতবর্ষ জুড়েই এই নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হচ্ছেএবং চলবে এই ছয় থেকে সাত দিনব্যাপী। আরামবাগের এই নরেন্দ্র কাপের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক ও খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল সহ বিজেপির কার্যকর্তারা। অনুষ্ঠানটি সূচনা করেন পায়ে বল নিয়ে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং তাকে বেশ কিছুক্ষণ বল নিয়ে কসরত করতে দেখা গিয়েছে এই পারুল ময়দানে।। গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতেই এই নরেন্দ্র কাপ চালু করেছে কেন্দ্র সরকার যাতে বিভিন্ন খারাপ আসক্তি থেকে যুব সমাজ বেরিয়ে এসে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। তাতে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। স্লাগ--- 1209ZG_ARM_NARENDRA_CUP_R ছবি ও বাইট আছে 2 C তে।
2
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 12, 2025 10:46:50
Kolkata, West Bengal:[9/12, 2:58 PM] Moumita Chakraborty: পড়ুয়াদেরনিরাপত্তার জন্য সিসিটিভি র পক্ষে সবসময় থেকেছে এস এফ আই।। ৬৪ লক্ষ টাকা গ্রন্ড হবার পরেও সরকার টাকা না দেওয়া সিসিটিভি বসানো হয়নি। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ গোটাটাই অস্থায়ী।সরকারের একটা বি ন্দিপ্ত করা যাচ্ছে বোঝা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে একটা ন্যাচারাল ডেট এর দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা এই সরকার নিয়েছে এবং আমরা বারবার এই কথা বলছি যে কর্তৃপক্ষকে এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত চাই আমার বিশ্বাস যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তদন্ত করবেন। ২০২৪ এই এস এফ আই আফসুর দায়িত্ব থেকে অব্যাহতি নেয়।। [9/12, 2:59 PM] Moumita Chakraborty: দেবাঞ্জন দে
6
comment0
Report
STSrikanta Thakur
Sept 12, 2025 10:46:39
Dinajpur, Rangpur Division:বিশ্বকর্মা পূজো ঘিরে কুমোরটুলিতে ব্যস্ততার ঝলক, তবে দাম কমায় মন খারাপ শিল্পীদের। শুরু হতে যাচ্ছে আপামর বাঙালির ফেস্টিভ সিজন আর বিশ্বকর্মা পুজোর মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে পূজার মরসুম। মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো ঘিরে জেলার শিল্পাঞ্চল বলে পরিচিত গঙ্গারামপুরের চালকল,ইটভাটা, বাস মালিক সহ বড় বড় কলকারখানা গুলিতে ব্যবস্তা বাড়ছে। পাশাপাশি গঙ্গারামপুরের কুমোরটুলিতে এখন কর্মচাঞ্চল্যে ভরপুর। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি করে চলেছেন। প্রতিবছরের মত এবারও প্রতিমার চাহিদা বাড়বে আগে থেকে এমনটাই মনে করছেন শিল্পীরা। গঙ্গারামপুরের প্রায় ৩ ফুট একটি বিশ্বকর্মা প্রতিমা মাত্র ৯০০ টাকা দাম রেখেছেন মৃৎশিল্পীরা। খরচের তুলনায় এই দাম যথেষ্ট কম বলে দাবি। স্বাভাবিক ভাবে ব্যস্ততার মধ্যেও শিল্পীদের মনে খুশির চেয়ে দুঃখের ছায়া বেশি। তাঁদের অভিযোগ, এবছর বাজারে প্রতিমার দামের সাথে প্রতিমা তৈরীর সাজসজ্জার সামগ্রীর দাম তুলনায় অনেকটাই কম।একটা প্রতিমা তৈরি করতে গেলে যেভাবে খরচ ও লেবার চার্জ লাগে প্রতিমা বিক্রি করে লাভ প্রায় নেই বললেই চলে। এ প্রসঙ্গে প্রতিমা শিল্পী সুকুমার পাল বলেন “আমরা দিনরাত খেটে প্রতিমা তৈরি করছি।কিন্তু দামের কারণে সংসার চালানোই দুঃসাধ্য হয়ে উঠছে।” তবুও বছরের এই সময়টাকেই ভরসা করে থাকেন তাঁরা। স্থানীয়রা জানান, বিশ্বকর্মা পূজো ঘিরে শহরের বাজারে যেমন সরগরম অবস্থা দেখা যাচ্ছে, তেমনি শিল্পীরাও আশা করছেন শেষ মুহূর্তের বিক্রি কিছুটা হলেও তাঁদের মুখে হাসি ফুটাবে। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে অর্থনৈতিক চাপে শিল্পীদের দুশ্চিন্তা—এই দুইয়ের টানাপোড়েনের মধ্য দিয়েই এগোচ্ছে গঙ্গারামপুরের কুমোরটুলি। বাইট ১/ সুকুমার পাল 1209ZG_SDIN_IDOL
7
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 12, 2025 10:46:21
Jhargram, West Bengal:হাতে আর কয়েক মাস তাই মহিলা শাখা সংগঠন কেও ঝালিয়ে নিতে আজ ঝাড়গ্রামে উপস্থিত হয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রাজ্যে মহিলা দের সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। মমতা বন্ধ্যোপাধ্যায় দ্বিভুজা হলেও তিনি দশভুজা। যার যেখানে যা প্রয়জন সব খোঁজ রেখে তা পুরন করেন। মমতা বন্ধ্যোপাধ্যায় মহিলা দের ক্ষেত্রে অর্ধেক আকাশ খুলে দিয়েছেন। দেশে ৩৪ বছর যা করতে পারেনি, মুখ্যমন্ত্রী একবছরে মহিলাদের অর্ধেক ক্ষমতা দিয়েছেন। কন্যাশ্রী প্রকল্প কে বিশ্ববন্দনা করেছে। স্বাস্থ্য সাথী করেছেন মায়ের হাতে তুলে দিয়েছেন সেই সম্মান। প্রতিটা প্রকল্পে মহিলা দের গুরুত্ব দিয়ে প্রকল্প রুপায়ন করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাংলার অর্থনীতি আজ এত চাঙ্গা হয়েছে বলে বৃহস্পতিবার ঝাড়গ্রাম ডি. এম হলে ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখতে এসে আরো একবার সাফ জানালেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে বাংলার লক্ষ্মীদের হাতে টাকা দিয়েছেন বলেই এখানে অর্থনীতি আজ এত চাঙ্গা। যখন সারা দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে,তখন বাংলায় বাজার ঊর্ধ্বগামী হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যেই। আর.বি.আই ও যার প্রশংসা করেছে। এই সভায় আসা মহিলাদের কাছে মহিলা তৃণমূল কর্মীদের জন্য নতুন স্লোগান: 'মহিলাদের শক্তিই মূল। দিদির তৈরি তৃণমূলকে' ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান চন্দ্রিমা। তিনি বলেন,অন্যান্য রাজ্য তৃণমূলকে অনুসরণ করছে। অন্যান্য দেশ নারীদের অধিকারের জন্য নারীদিবস পালন করে আর বাংলায় নারীদের অধিকার দেওয়া হয়েছে বলে বাংলায় নারীদিবস পালন করা হয়। বাংলা ভাষার ওপর সন্ত্রাস নিয়ে প্রতিবাদ চলছে। চন্দ্রিমার কথায়,গান্ধীমুর্তির পাদদেশে তৃণমূলের সভার প্যান্ডেল খুলতে কেন্দ্র সরকার ন্যক্কারজনকভাবে সেনাদের ব্যবহার করেছে। এস.আই.আর নিয়েও গর্জে উঠলেন তিনি।বাংলার একটা বৈধ ভোটারকেও বাদ দিতে দেওয়া হবে না। এটা তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার। ছাব্বিশের আগে মহিলা-পুরুষ সকলে মিলেই দলকে শক্তিশালী করার আহ্বান জানালেন তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক দুলাল মুর্মু,জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি,জেলার মহিলা সভানেত্রী নিয়তি মাহাত সহ জেলা মহিলা নেত্রী কর্মীরা।
4
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 12, 2025 10:46:06
Howrah, West Bengal:এরাজ্যে বঞ্চিত চাকরী প্রার্থীদের একটা বারুদের স্তূপ তৈরী হচ্ছে।যেদিন বিস্ফোরণ হবে সেটা নেপালের থেকেও ভয়াবহ হবে।কারন দেওয়ালে পিঠ ঠেকে গেছে।পরিবার অসহায়।ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে।এবার জন বিস্ফোরণ হবে।আজ এমনই মন্তব্য করলেন রাজ্য গ্রূপ ডি ঐক্য মঞ্চের প্রতিনিধি আশীষ খামরুই।আজ এই মঞ্চের চারজন প্রতিনিধি নবান্নতে আসেন।দেখা করেন প্রিন্সিপাল সেক্রেটারির সাথে।আলোচনা হয় তাদের দাবী নিয়ে।দেওয়া হয় ডেপুটেশন।আশীষ খামরুই বলেন তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্যার সমাধান যাতে হয় তারজন্য উর্ধতন স্তরে বিষয়টি তুলে ধরা হবে।তবে তারা সন্তুষ্ট নন।তখনই খুশি হবেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যা সমাধান করবেন। বাইট..১..আশীষ খামরুই(প্রতিনিধি,রাজ্য গ্রূপ ডি ঐক্য মঞ্চ) 1209zg_hwh_meeting_r
6
comment0
Report
BBBimal Basu
Sept 12, 2025 10:06:24
7
comment0
Report
CDChittaranjan Das
Sept 12, 2025 09:47:36
Durgapur, West Bengal:*এন আই টি-র এক কেমিকেল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র দেশের মৌলিক অধিকার নিয়ে প্রতিমন্ত্রীকে প্রশ্ন তোলায় ক্ষেপে গেলেন মন্ত্রী, হাত থেকে মাইক কেড়ে নিলেন কলেজের ডিরেক্টর।* ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে যেন তেতে উঠলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। প্রশ্ন শেষ হওয়ার আগেই উপস্থিত ডাইরেক্টর মাইক্রোফোন কেড়ে দেন। মুহূর্তে হলের ভিতর শুরু হয় হট্টগোল। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। কেউ বানিয়ে পাঠিয়েছে ওকে সাফাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর।ভারতবর্ষের এই অবস্থা সেই জন্যই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ কটাক্ষে তৃণমূল। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শুক্রবার বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার সরাসরি আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত নিয়ে পড়ুয়াদের কাছ থেকে সমাধান জানতে চান। তখনই এক পড়ুয়া সুকান্ত মজুমদারের কাছে প্রশ্ন তোলেন, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার কোথায়? রাজস্থানে ছাদ ভেঙে সাত পড়ুয়ার মৃত্যুর উত্তর কোথায়? আরেক পড়ুয়া প্রশ্ন তোলেন, জাতি সংরক্ষণ নিয়ে। তাতেই যেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মেজাজ হারান। তিনি তাদের বলতে থাকেন প্রশ্ন জানতে চাননি তিনি সমাধান জানতে চেয়েছেন। দরকার হলে তাদের একদিনের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিলে তারা কি করবে? তবুও দুই পড়ুয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে কার্যত তর্কে জড়িয়ে পড়েন। আয়ুস বেনুয়া নামের পড়ুয়া বলেন, "ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। রাজস্থানের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিষয়ে আপনারা কি ভাবছেন। এই প্রশ্ন আমি করেছিলাম। কিন্তু কোন উত্তর পাইনি। উল্টে প্রতিমন্ত্রী রেগে গেলেন। আমার কাছ থেকে মাইক কেড়ে নিলেন ডাইরেক্টর স্যার।" পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার বলেন, "আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার মৌলিক অধিকার কোথায় খনন করা হয়েছে? সে তো কিছুই বলতে পারল না। কেউ বানিয়ে পাঠিয়েছে হয়তো। জাতিসংরক্ষণ বিষয় সাংবিধানিক ব্যাপার। কেউ মাইক লাগিয়ে বললে তাকে পুলিশ গ্রেপ্তার করবে।" কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,"উনি বলছেন কোন রাজনৈতিক দল পাঠিয়েছে। যে পড়ুয়া প্রশ্ন তুলেছিল সেই পড়ুয়া তো বিজেপি শাসিত রাজ্যের। আসলে সঠিক অধিকার ভারতবর্ষের মানুষ পাচ্ছে না তারই ক্ষোভের বহিঃপ্রকাশ মন্ত্রীর সামনে করেছে। আর রেগে যাওয়ার বিষয় কিছু নেই। মানুষই ভোট দিয়ে সাংসদ করেছেন ওনাকে। মানুষের কথা না শুনলে ওনারও পদ যাবে।" ছবি 2C তে ফাইল নাম 1209ZG_DGP_NIT_SUKANTA_R
10
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 09:32:38
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_BSF_MOHORA_R VISU, BYTE & PTC SEND BY 2C নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই তিস্তা সেতুতে আধা সামরিক বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় বিএসএফের বিশাল বাহিনী অংশ নেয় এই মহড়ায়। অত্যা‌ধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মহড়া। নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি তিস্তা সেতু। এজন্য এখানে যে কোনও ধরনের সন্ত্রাসী হামলা বা নাশকতা রুখতে কীভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তার‌ই প্রস্তুতির জন্য এই মহড়ার আয়োজন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কি ধরনের কৌশল ও দক্ষতা প্রয়োজন‌ মহড়ার মাধ্যমে মূলত তাই শেখানো হয় বিএসএফ জওয়ানদের। মহড়ার সময় সেতু ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ব্যবহার করা হয় আধুনিক অস্ত্রশস্ত্র। পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের কৌতূহল থাকলেও প্রশাসন আগেই জানিয়ে রেখেছিল এটি একটি নিরাপত্তামূলক মহড়া। এজন্য তাদের দূরে থাকতে বলা হয়। জেলা স্বাস্থ্য দপ্তর, দমকল, পুলিশের প্রতিনিধিরাও অংশ নেন এই মহড়ায়। এই মহড়ার মাধ্যমে তিস্তা সেতুর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থায় বিএসএফের শক্তি প্রমাণিত হল। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
10
comment0
Report
ALArup Laha
Sept 12, 2025 09:20:34
Belna, West Bengal:কলকাতামুখী বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হল ৪ জন।বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী একটি বেসরকারি যাত্রীবোঝাই বাসে হানা দেয় পুলিশ। তল্লাশিতে দুটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ মোট ৭২ লক্ষ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকার বৈধ কোনো নথি দেখাতে না পারায় বাসের দুই চালক, খালাসি এবং আরও এক যাত্রীকে আটক করে পুলিশ। পরে চারজনকেই গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শম্ভুনাথ বার্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস এবং নবীন কুমার সিং। এরা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। এদের মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক, কৃষ্ণ দাস খালাসি এবং শম্ভুনাথ বার্মা যাত্রী বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়েই এই অভিযান চালানো হয়। এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো, কার কাছে পৌঁছনোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিহার বিধানসভা ভোটের মুখে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় জল্পনা ছড়িয়েছে। টাকার উৎস ও গন্তব্য নিয়ে তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিশ। টাকা গুণতে মেশিন আনা হয়। 120925ZG_BWN_BUS
12
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 09:20:25
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_WHETHER_R2 visu, byte & wt send by 2c R & R1 বলে ২সি তে ভিসুয়াল। তিস্তা লাল সতর্কতা অব্যাহত। পাহাড় ও সমতলে দফায় দফায় বৃষ্টির জেরে ফের ভয়ঙ্করভাবে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। এই পরিস্থিতিতে তিস্তায় লাল সর্তকতা জারি করেছে সেচ দপ্তর। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ রয়েছে জলপাইগুড়িতে। তিস্তার জল বেড়ে যাওয়ায় জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। শুক্রবার সকাল ৯ টায় গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১৪৪৫ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানান সেচ দপ্তরের আধিকারিকরা। এই মুহূর্তে তিস্তায় মেখলিগঞ্জ এলাকা‌ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সর্তকতা। অন্যদিকে জল বেড়েছে জলঢাকা নদীতেও। জলঢাকায় পার্শ্ববর্তী‌ ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম। তিস্তা ও জলঢাকা নদীর জল বাড়তে থাকায় তিন্তিত‌ নদীর পাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
11
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 12, 2025 09:20:01
Kolkata, West Bengal:* অবসর প্রাপ্ত সেনাকর্মীদের সভায় বিজেপি নেতারা * হাইকোর্টে আদালত অবমাননার আবেদন রাজ্যের। সেখানে শুভেন্দু অধিকারীর সহ অনেক নেতা যায়। - রাজ্য সরকার * তিনি গিয়েছিলেন, কিন্তু স্টেজে ওঠেননি। তিনি যখন জানতে পারেন যে নেতারা থাকতে পারবেন না। তখনই চলে যান - ম্যামলাকারী আইনজীবী * *আপনারা বলেছিলেন সবাই অবসর প্রাপ্ত সেনা কর্মী। তাদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকতেই পারে। আপনাদের আর্মি ইস্যু ছিল এজেন্ডা। কোনও রাজনৈতিক এজেন্ডা ছিল না।* - বিচারপতি তীর্থনকার ঘোষ * *তবে আদালতের সঙ্গে জাগলারি করলে সমস্যা আছে। আপনারা যখন কোর্টে আসছেন। অবসর প্রাপ্ত আর্মীদের ওপর আমার সহানুভূতি আছে। তাহলে কেন নির্দেশ মানছেন না।* - বিচারপতি তীর্থঙ্কর ঘোষ * *আদালত এই মুহূর্তে কোনও পদক্ষেপ নিচ্ছে না। ভবিষ্যতে এমন হলে আদালত কঠোর পদক্ষেপ নেবে রং না দেখেই। সেটা তারা শাসক হোক বা বিরোধী* - আদালত
12
comment0
Report
Advertisement
Back to top