Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

ट्रक की चपेट में छात्र की मौत, सड़क पर उग्र प्रदर्शन, रास्ता जाम

BBBimal Basu
Sept 12, 2025 10:06:24
Basirhat, West Bengal
বলে 2C তে ছবি বাইট পাঠিয়েছি। সীমন্ত গামি ট্রাকের ধাক্কায় ছাত্রের মৃত্যু রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিস স্বরূপনগর থানার। আজ দুপুরে উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের গোয়াল্দা গ্রামে বাড়ি বছর বার আশিক বিল্লা ঢালি চতুর্থ শ্রেণীর ছাত্র বাবার সঙ্গে বাজার থেকে বাড়ি ফেরা পথে বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে স্বরুপনগর ‌দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে যাওয়া ছাত্রটি কে পিষে দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও একজন আহত হয় এই ঘটনা ক্ষুব্ধ বাসিন্দারা বসিরহাট স্বরূপনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিমল বসু বসিরহাট
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Sept 12, 2025 13:49:30
0
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 12:17:47
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_MAYOOK_R1 R & R1 বলে ২সি তে। Still photo also send by 2C.. অগ্নিগর্ভ নেপালে আটকে রয়েছেন জলপাইগুড়ির গোমস্তপাড়ার বাসিন্দা ময়ূখ ভট্টাচার্য। কর্মসূত্রে একটি সেমিনারে যোগ দিতে তিনি কিছুদিন ধরে নেপালে থাকেন। হঠাৎ সেখানে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁর ফেরার পথ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ময়ূখের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে তাঁরা ছেলের নিরাপত্তা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। পরিবারের বক্তব্য, প্রতিদিন খবরের কাগজ ও টেলিভিশনের মাধ্যমে নেপালের পরিস্থিতির খবর পাচ্ছেন তাঁরা, তবে সরাসরি ময়ূখের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না নিয়মিত। এ কারণে উৎকণ্ঠা আরও বেড়েছে। ভট্টাচার্য পরিবার আশা করছে দ্রুত ভারত সরকার হস্তক্ষেপ করবে এবং তাঁদের ছেলে নিরাপদে ফিরতে পারবে। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
5
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 12:17:37
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_MAYOOK_R Still photo also send by 2C.. অগ্নিগর্ভ নেপালে আটকে রয়েছেন জলপাইগুড়ির গোমস্তপাড়ার বাসিন্দা ময়ূখ ভট্টাচার্য। কর্মসূত্রে একটি সেমিনারে যোগ দিতে তিনি কিছুদিন ধরে নেপালে থাকেন। হঠাৎ সেখানে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁর ফেরার পথ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ময়ূখের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে তাঁরা ছেলের নিরাপত্তা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। পরিবারের বক্তব্য, প্রতিদিন খবরের কাগজ ও টেলিভিশনের মাধ্যমে নেপালের পরিস্থিতির খবর পাচ্ছেন তাঁরা, তবে সরাসরি ময়ূখের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না নিয়মিত। এ কারণে উৎকণ্ঠা আরও বেড়েছে। ভট্টাচার্য পরিবার আশা করছে দ্রুত ভারত সরকার হস্তক্ষেপ করবে এবং তাঁদের ছেলে নিরাপদে ফিরতে পারবে। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
7
comment0
Report
BSBidhan Sarkar
Sept 12, 2025 11:51:42
Chinsurah, West Bengal:অনেক বিস্মৃত ইতিহাস,নষ্ট হতে থাকা বেশ কিছু প্রামান্য নথি,ভারতের স্বাধীনতা সংগ্রামে চন্দননগর।ইতিহাস চর্চার সংগঠন গুলোকে এক ছাতার তলায় আনার চেষ্টায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জিব সান্যাল। সাবেক ফরাসডাঙায় বৃটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করা সংগ্রামীদের আস্তানা ছিল।গড়ে উঠেছিল অনুশীলন সমিতির মত একাধিক গুপ্ত সমিতি।রাস বিহারী বসু,কানাইলাল দত্ত,মাখনলাল ঘোষালদের মত স্বাধীনতা সংগ্রামীদের শৈশব বিপ্লব কাল কেটেছে চন্দননগরে। সেই চন্দননগরে রাস বিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট। সেখানেই আজ আসেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা।ইনস্টিটিউটের সভাকক্ষে সঞ্জীব সান্যাল ইতিহাস গবেষণার সঙ্গে যুক্ত সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুধু এরাজ্য নয় ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের অনেক ইতিহাস রয়েছে।বাংলাদেশের ঢাকাতেও অনুশীলন সমিতির অফিস রয়েছে।এই সবচেয়েই বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়ার কথা বলেন আলোচকরা। অনেক সরকারি গ্রন্থাগার সে সময়কার কাগজ পত্রিকা রয়েছে।এগুলো কেউ সংরক্ষণ করার কথা বলেন সঞ্জিব বাবু। সঞ্জীব বাবু জানান,তার পরিবারের পিতৃ এবং মাতুল বংশের অনেকেই স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন এবং বৃটিশদের হাতে মৃত্যু হয়েছে। তিনি চান,ছোট ছোট সমস্ত সংগঠন এক ছাতার তলায় আসুক।তার তালিকা তৈরী হচ্ছে।বিপ্লবীদের যে সংগঠন ছিল সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি।চন্দননগরের সঙ্গে বিপ্লবীদের একটা পুরনো ইতিহাস রয়েছে।আমি নিজেও জানতাম না কি কি কর্মকাণ্ড হয়েছিল বা কি কি আছে।রাজ্যের বিভিন্ন জায়গাতে বিপ্লবীদের যে কর্মকাণ্ড এবং তার যে ইতিহাস সেগুলোকে একত্রিত করতে চাইছি আমরা।সেই ইতিহাস যাতে মানুষ ভুলে না যায় তার চেষ্টা করা হবে। রাজবিহারী রিসার্চ ইনস্টিটিউট এর সঙ্গে যুক্ত বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,বছরখানেক আগে সঞ্জীব সান্যাল কে আমি বলেছিলাম চন্দননগরের কথা।যেখানে বহু বিপ্লবী কর্মকাণ্ড ছিল একসময়।এখনো অনেক ইতিহাস রয়েছে।সেগুলোকে রক্ষা করা প্রয়োজন। সঞ্জীব সান্যাল জানিয়েছেন টাকার কোন অভাব নেই সদিচ্ছার দরকার প্রত্যেকের। রাজবিহারী রিসার্চ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা কল্যাণ চক্রবর্তী বলেন,দীর্ঘ ৫০ বছর ধরে রাজবাড়ীর জীবন তার কর্মকাণ্ড তার প্রভাব দেশের মানুষের উপরে রয়েছে সেটাই দেখতে এসেছেন সঞ্জীব সান্যাল।এবছর ভারত সরকার লিগাসি অফ রাজবিহারী বসু বলে প্রচার করছেন।উদ্দেশ্য হলো রাজবিহারী বসুর কর্ম ধারা দেশবাসী এবং বিশ্বের কাছে তুলে ধরা।আর চন্দননগরে এসে উনি যেটা দেখলেন প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট অনেক সংগঠন আছে যারা দীর্ঘদিন ধরেই স্বাধীনতা সংগ্রামীদের বুকে আগলে রেখেছেন।এই সকলকে যদি একত্র একটা প্লাটফর্মে আনা যায় তাহলে একটা বৃহত্তর ইতিহাসের সন্ধান আমরা পেতে পারি।আর সেই সন্ধানের জন্যই তিনি আজকে এসেছেন।চন্দননগরের রাজবিহারী রিসার্চ ইনস্টিটিউট প্রবর্তক আশ্রম সহ বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন।চন্দননগর বিপ্লব তীর্থ যা তিনি দেখেলন শুনলেন পরবর্তীকালে দেশবাসীর কাছে জানাবার চেষ্টা করবেন।
5
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 11:36:09
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_GAJA_MOHILA_R গাঁজা পাচার করছিলেন মহিলা। পিছু ধাওয়া করে পাকড়াও করলো স্পেশাল অপারেশন গ্রুপ। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি তে এসে টোটো রিক্সোয় চেপে শহরের অলিগলি কে ব্যাবহার করে পাচার করা হচ্ছিল গাঁজা। খবর পেয়ে অভিযানে নামে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। শহরের ১০ নং ওয়ার্ড থেকে বমাল পাকড়াও করা হয় শিলিগুড়ির বাসিন্দা এক মহিলাকে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। গ্রেফতার করা হয় শিলিগুড়ি পৌর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা মাধবী কুন্ডু নামে এক মহিলাকে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি তে তার কাছ থেকে ২০ কিলোর বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে SP JALPAIGURI, On September 11, 2025, evening Kotwali PS received information regarding a woman carrying contraband items on a hired Toto, moving through Jalpaiguri town. Acting on this information team of Kotwali PS and SOG began searching for the Toto. After a brief pursuit, they successfully detained it at Nayabusty, Ward No. 10, under Kotwali Police Station. The Toto, along with the passenger and the driver, was thoroughly searched in the presence of an Executive Magistrate, with proper videography documenting the search. During this search, a total of 11 packets of Ganja, weighing a combined total of 20.6 kg, were discovered. The female suspect, who identified herself as Madhabi Kundu, wife of Ananda Kundu from Suryasen Colony, Ward No. 34, PS NJP, District Jalpaiguri, stated that she had obtained the contraband in Nayabusty and was transporting it to Siliguri for sale. She was arrested following legal procedures. The contraband items were seized, and a specific case has been filed against the arrested female suspect in the Kotwali PS. Regards বাইট :- ১) দীনেশ রাউত ( কাউন্সিলর ১০ নং ওয়ার্ড) ২) মাধবী কুন্ডু ( পাচারকারী) রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
14
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 12, 2025 11:35:43
Howrah, West Bengal:ফি বছর পুজো এলেই দলে দলে পর্যটক এই রাজ্য থেকে নেপালে যান। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নেপালে রাজনৈতিক ডামাডোলের জেরে প্রতিবেশী এই দেশে বিপর্যস্ত পর্যটন শিল্প। এখানকার অনেক পর্যটক টিকিট কেটেও অনিশ্চয়তার জন্য ওই দেশে ভ্রমণ বাতিল করছেন। গত কয়েকদিন নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি। নতুন প্রজন্মের যুবকদের সরকার বিরোধী আন্দোলনে জেরে বিপর্যস্ত গোটা দেশ। গণঅভ্যুত্থানের জেরে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। সুপ্রিম কোর্ট, আইনসভা, মূল প্রশাসনিক ভবন, বড় হোটেল এবং সরকারি ভবনের আগুন নিভে গেলেও ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারদিকে। এই পরিস্থিতিতে রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক অস্থিরতার জেরে ধিক ধিক করে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে কবে জনজীবন স্বাভাবিক হবে তা এখনো স্পষ্ট নয়। অথচ দুর্গা পুজো বেশি দেরি নেই। দলে দলে এই রাজ্যের পর্যটকদের পৌঁছানোর কথা কাঠমুন্ডু, পোখরা, চিতয়ান, বীরগঞ্জ সহ নেপালের একাধিক পর্যটন কেন্দ্রে। কিন্তু ওখানকার অশান্ত পরিবেশের জন্য অধিকাংশ পর্যটক এবারে পুজোর আগে নেপাল যেতে চাইছেন না। যে সব ভ্রমণ সংস্থা পর্যটকদের নিয়ে নেপালি যাওয়ার কথা ছিল তারাও ভ্রমণ বাতিল করছে। সালকিয়ার এক টুর অপারেটর অভিজিৎ মন্ডল বলেন,"নেপাল এখন অশান্ত। তাই ওখানে পর্যটকদের নিয়ে যাওয়া রিস্ক আছে। কখন কি ঘটে যায়। ওখানকার এজেন্টরাও এখন যেতে বারণ করছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কারো জানা নেই। এখানকার পর্যটকরা বুকিং বাতিল করছেন। এতে আমাদের আর্থিক ক্ষতি হয়ে গেল।" এক পর্যটক জানান,"নেপালের পরিস্থিতি খুবই খারাপ। তাই পরিবার নিয়ে ওখানে যাওয়ার বিপদ আছে। তাই এবারে পুজোর সময় নেপাল ভ্রমণ বাতিল করেছি। শেষ মুহূর্তে অন্য কোথাও টিকিট না পেলে পুরীতে বেড়াতে যাব।" ভ্রমণ সংস্থাগুলি জানিয়েছে পর্যটকরা নেপাল ভ্রমণ বাতিল করলেও তাদের দ্বিতীয় পছন্দ বিদেশ। অনেকেই ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ব্যাংককের টিকিট কাটছেন। আবার কেউ কেউ দ্বিতীয় পছন্দ হিসাবে দার্জিলিং, সিকিম এবং দক্ষিণ ভারতের রাজ্য গুলিতে বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন। নেপালের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় কার্যত তার দিকেই তাকিয়ে আছেন পর্যটক এবং ভ্রমণ সংস্থাগুলি। বাইট..১..সৌমেন মান্না(পর্যটক) ২..অভিজিৎ মন্ডল(ট্যুর অপারেটর) 1209zg_hwh_cancel_r
13
comment0
Report
MDMritunjay Das
Sept 12, 2025 10:47:19
Bankura, West Bengal:*চলন্ত ট্রেনে আরপিএফ এর তৎপরতায় কোনোক্রমে প্রাণে বাঁচলেন ষাটোর্ধ মহিলা,প্রকাশ্যে এলো লাইভ সিসিটিভি ফুটেজ* ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ১১:০৯। বাঁকুড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ১২৮৮৩ সাঁতরাগাঁছি- পুরুলিয়া রূপসি বাংলা এক্সপ্রেস।সেই সময় ষাটোর্ধ্ব এক মহিলা চলন্ত ট্রেনে ওঠার সময় হঠাৎই পড়ে যায় ট্রেনের তলায়। দ্রুত আর.পি.এফ.এর তৎপরতায় কোনক্রমে প্রানে বাঁচলেন ওই মহিলা।লাইভ সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ আরপিএফ আধিকারিকদের। রেল সূত্রে খবর ঐ মহিলার নাম সাবানি সিনহা বাড়ি পুরুলিয়ায়। তিনি তার হাজবেন্ডের সাথে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্য রূপসি বাংলা এক্সপ্রেসে চড়ার চেষ্টা করেন। বাঁকুড়া আর.পি.এফ থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপন কুমার রায় জানান, ঘটনা চোখের সামনে আসাই দ্রুততার সাথে তৎপর হয় সেখানে কর্তব্যরত এ.এস.আই মনিষ কুমার এবং মহিলা কনন্সেটেবেল গায়িত্রী বিশ্বাস। দ্রুতার সাথে তৎপর হয়ে ঐ মহিলাকে তারা উদ্ধার করেন।পরে যাবতীয় প্রয়োজনীয় তথ্য নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বাইট:- ১)তপন কুমার রায় (ভারপ্রাপ্ত আধিকারিক, আর.পি.এফ)
13
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 12, 2025 10:47:07
Arambag, West Bengal:আরামবাগঃ ১২ সেপ্টেম্বর ---------------------------------------------আরামবাগ সংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে ১২সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হলো নরেন্দ্র কাপ। আরামবাগ সংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আরামবাগের বিশালক্ষী ময়দানে অনুষ্ঠিত হলো নরেন্দ্র কাপ। এই নরেন্দ্র কাপে মোট ৩৪টি দল অংশগ্রহণ করেছেন। ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই খেলা চলবে। ১১ই সেপ্টেম্বর আমেরিকার চিকাগো শহরে স্বামী বিবেকানন্দ যে বক্তব্য রেখেছিলেন তাতে যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন এবং সারা বিশ্বে তার বক্তব্য জনপ্রিয় হয়েছিল তাই এই এগারো সেপ্টেম্বর শিকাগো বক্তৃতাকে কেন্দ্র করে এই নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হয় এবং ১৭সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তাই ১৭ তারিখের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। গোটা ভারতবর্ষ জুড়েই এই নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হচ্ছেএবং চলবে এই ছয় থেকে সাত দিনব্যাপী। আরামবাগের এই নরেন্দ্র কাপের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক ও খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল সহ বিজেপির কার্যকর্তারা। অনুষ্ঠানটি সূচনা করেন পায়ে বল নিয়ে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং তাকে বেশ কিছুক্ষণ বল নিয়ে কসরত করতে দেখা গিয়েছে এই পারুল ময়দানে।। গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতেই এই নরেন্দ্র কাপ চালু করেছে কেন্দ্র সরকার যাতে বিভিন্ন খারাপ আসক্তি থেকে যুব সমাজ বেরিয়ে এসে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। তাতে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। স্লাগ--- 1209ZG_ARM_NARENDRA_CUP_R ছবি ও বাইট আছে 2 C তে।
14
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 12, 2025 10:46:50
Kolkata, West Bengal:[9/12, 2:58 PM] Moumita Chakraborty: পড়ুয়াদেরনিরাপত্তার জন্য সিসিটিভি র পক্ষে সবসময় থেকেছে এস এফ আই।। ৬৪ লক্ষ টাকা গ্রন্ড হবার পরেও সরকার টাকা না দেওয়া সিসিটিভি বসানো হয়নি। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ গোটাটাই অস্থায়ী।সরকারের একটা বি ন্দিপ্ত করা যাচ্ছে বোঝা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে একটা ন্যাচারাল ডেট এর দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা এই সরকার নিয়েছে এবং আমরা বারবার এই কথা বলছি যে কর্তৃপক্ষকে এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত চাই আমার বিশ্বাস যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তদন্ত করবেন। ২০২৪ এই এস এফ আই আফসুর দায়িত্ব থেকে অব্যাহতি নেয়।। [9/12, 2:59 PM] Moumita Chakraborty: দেবাঞ্জন দে
14
comment0
Report
STSrikanta Thakur
Sept 12, 2025 10:46:39
Dinajpur, Rangpur Division:বিশ্বকর্মা পূজো ঘিরে কুমোরটুলিতে ব্যস্ততার ঝলক, তবে দাম কমায় মন খারাপ শিল্পীদের। শুরু হতে যাচ্ছে আপামর বাঙালির ফেস্টিভ সিজন আর বিশ্বকর্মা পুজোর মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে পূজার মরসুম। মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো ঘিরে জেলার শিল্পাঞ্চল বলে পরিচিত গঙ্গারামপুরের চালকল,ইটভাটা, বাস মালিক সহ বড় বড় কলকারখানা গুলিতে ব্যবস্তা বাড়ছে। পাশাপাশি গঙ্গারামপুরের কুমোরটুলিতে এখন কর্মচাঞ্চল্যে ভরপুর। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি করে চলেছেন। প্রতিবছরের মত এবারও প্রতিমার চাহিদা বাড়বে আগে থেকে এমনটাই মনে করছেন শিল্পীরা। গঙ্গারামপুরের প্রায় ৩ ফুট একটি বিশ্বকর্মা প্রতিমা মাত্র ৯০০ টাকা দাম রেখেছেন মৃৎশিল্পীরা। খরচের তুলনায় এই দাম যথেষ্ট কম বলে দাবি। স্বাভাবিক ভাবে ব্যস্ততার মধ্যেও শিল্পীদের মনে খুশির চেয়ে দুঃখের ছায়া বেশি। তাঁদের অভিযোগ, এবছর বাজারে প্রতিমার দামের সাথে প্রতিমা তৈরীর সাজসজ্জার সামগ্রীর দাম তুলনায় অনেকটাই কম।একটা প্রতিমা তৈরি করতে গেলে যেভাবে খরচ ও লেবার চার্জ লাগে প্রতিমা বিক্রি করে লাভ প্রায় নেই বললেই চলে। এ প্রসঙ্গে প্রতিমা শিল্পী সুকুমার পাল বলেন “আমরা দিনরাত খেটে প্রতিমা তৈরি করছি।কিন্তু দামের কারণে সংসার চালানোই দুঃসাধ্য হয়ে উঠছে।” তবুও বছরের এই সময়টাকেই ভরসা করে থাকেন তাঁরা। স্থানীয়রা জানান, বিশ্বকর্মা পূজো ঘিরে শহরের বাজারে যেমন সরগরম অবস্থা দেখা যাচ্ছে, তেমনি শিল্পীরাও আশা করছেন শেষ মুহূর্তের বিক্রি কিছুটা হলেও তাঁদের মুখে হাসি ফুটাবে। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে অর্থনৈতিক চাপে শিল্পীদের দুশ্চিন্তা—এই দুইয়ের টানাপোড়েনের মধ্য দিয়েই এগোচ্ছে গঙ্গারামপুরের কুমোরটুলি। বাইট ১/ সুকুমার পাল 1209ZG_SDIN_IDOL
14
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 12, 2025 10:46:21
Jhargram, West Bengal:হাতে আর কয়েক মাস তাই মহিলা শাখা সংগঠন কেও ঝালিয়ে নিতে আজ ঝাড়গ্রামে উপস্থিত হয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রাজ্যে মহিলা দের সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। মমতা বন্ধ্যোপাধ্যায় দ্বিভুজা হলেও তিনি দশভুজা। যার যেখানে যা প্রয়জন সব খোঁজ রেখে তা পুরন করেন। মমতা বন্ধ্যোপাধ্যায় মহিলা দের ক্ষেত্রে অর্ধেক আকাশ খুলে দিয়েছেন। দেশে ৩৪ বছর যা করতে পারেনি, মুখ্যমন্ত্রী একবছরে মহিলাদের অর্ধেক ক্ষমতা দিয়েছেন। কন্যাশ্রী প্রকল্প কে বিশ্ববন্দনা করেছে। স্বাস্থ্য সাথী করেছেন মায়ের হাতে তুলে দিয়েছেন সেই সম্মান। প্রতিটা প্রকল্পে মহিলা দের গুরুত্ব দিয়ে প্রকল্প রুপায়ন করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাংলার অর্থনীতি আজ এত চাঙ্গা হয়েছে বলে বৃহস্পতিবার ঝাড়গ্রাম ডি. এম হলে ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখতে এসে আরো একবার সাফ জানালেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে বাংলার লক্ষ্মীদের হাতে টাকা দিয়েছেন বলেই এখানে অর্থনীতি আজ এত চাঙ্গা। যখন সারা দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে,তখন বাংলায় বাজার ঊর্ধ্বগামী হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যেই। আর.বি.আই ও যার প্রশংসা করেছে। এই সভায় আসা মহিলাদের কাছে মহিলা তৃণমূল কর্মীদের জন্য নতুন স্লোগান: 'মহিলাদের শক্তিই মূল। দিদির তৈরি তৃণমূলকে' ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান চন্দ্রিমা। তিনি বলেন,অন্যান্য রাজ্য তৃণমূলকে অনুসরণ করছে। অন্যান্য দেশ নারীদের অধিকারের জন্য নারীদিবস পালন করে আর বাংলায় নারীদের অধিকার দেওয়া হয়েছে বলে বাংলায় নারীদিবস পালন করা হয়। বাংলা ভাষার ওপর সন্ত্রাস নিয়ে প্রতিবাদ চলছে। চন্দ্রিমার কথায়,গান্ধীমুর্তির পাদদেশে তৃণমূলের সভার প্যান্ডেল খুলতে কেন্দ্র সরকার ন্যক্কারজনকভাবে সেনাদের ব্যবহার করেছে। এস.আই.আর নিয়েও গর্জে উঠলেন তিনি।বাংলার একটা বৈধ ভোটারকেও বাদ দিতে দেওয়া হবে না। এটা তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার। ছাব্বিশের আগে মহিলা-পুরুষ সকলে মিলেই দলকে শক্তিশালী করার আহ্বান জানালেন তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক দুলাল মুর্মু,জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি,জেলার মহিলা সভানেত্রী নিয়তি মাহাত সহ জেলা মহিলা নেত্রী কর্মীরা।
11
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 12, 2025 10:46:06
Howrah, West Bengal:এরাজ্যে বঞ্চিত চাকরী প্রার্থীদের একটা বারুদের স্তূপ তৈরী হচ্ছে।যেদিন বিস্ফোরণ হবে সেটা নেপালের থেকেও ভয়াবহ হবে।কারন দেওয়ালে পিঠ ঠেকে গেছে।পরিবার অসহায়।ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে।এবার জন বিস্ফোরণ হবে।আজ এমনই মন্তব্য করলেন রাজ্য গ্রূপ ডি ঐক্য মঞ্চের প্রতিনিধি আশীষ খামরুই।আজ এই মঞ্চের চারজন প্রতিনিধি নবান্নতে আসেন।দেখা করেন প্রিন্সিপাল সেক্রেটারির সাথে।আলোচনা হয় তাদের দাবী নিয়ে।দেওয়া হয় ডেপুটেশন।আশীষ খামরুই বলেন তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্যার সমাধান যাতে হয় তারজন্য উর্ধতন স্তরে বিষয়টি তুলে ধরা হবে।তবে তারা সন্তুষ্ট নন।তখনই খুশি হবেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যা সমাধান করবেন। বাইট..১..আশীষ খামরুই(প্রতিনিধি,রাজ্য গ্রূপ ডি ঐক্য মঞ্চ) 1209zg_hwh_meeting_r
13
comment0
Report
Advertisement
Back to top