Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

डिविसी जलछंट से महालया में बाढ़ का खतरा, प्रशासन सतर्क

BCBasudeb Chatterjee
Sept 21, 2025 03:47:23
Asansol, West Bengal
*ডিভিসির জলছাড়া অব্যাহত, মহালয়ার তর্পণ ঘিরে কড়া নজরদারি প্রশাসনের* বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল ::- ঝাড়খণ্ডে নিম্নচাপজনিত ভারী বৃষ্টির জেরে টানা কয়েকদিন ধরেই জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। কখনও কম, কখনও বেশি হারে এই জলছাড়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছিল। শুক্রবার সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৪২ হাজার ৫০০ কিউসেক। এর মধ্যে মাইথন জলাধার থেকে ছাড়ে ১৭ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৫ হাজার ৫০০ কিউসেক। শনিবারও ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়ে ডিভিসি। যদিও শনিবার গভীর রাতে সেই পরিমাণ কিছুটা কমে, তবু পুরোপুরি বন্ধ হয়নি জলছাড়া। ফলে উদ্বেগ বাড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত দামোদর নদী সংলগ্ন নিম্ন উপত্যকা অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উৎসবের মুখে এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আজ, রবিবার মহালয়া। দামোদরে পিতৃতর্পণ করতে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন। অতীত অভিজ্ঞতা থেকেই এবার আরও বেশি সতর্ক রাজ্য প্রশাসন। উল্লেখযোগ্যভাবে কয়েক বছর আগে মহালয়ার দিন দামোদরে তর্পণ করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটকের দাদা আইনজীবী অসীম ঘটকের। সেবারও নদীর জলস্তর ছিল বিপজ্জনকভাবে ফুলেফেঁপে ওঠা। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। আসানসোল-দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই চলছে মাইকিং। আসানসোল পুরনিগম কর্মীদের দেখা যাচ্ছে সহযোগিতার কাজে। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও নদীর ঘাটে মোতায়েন রয়েছেন। যাতে দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীপাড়ে তর্পণে আসা মানুষদের সতর্ক থাকতে হবে এবং পুলিশ ও প্রশাসনের নির্দেশ মেনে চললেই এই বিশেষ দিনে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। 2109ZG_ASN_DVC_TARPAN BYTES অর্পণ করতে আসা সাধারণ মানুষের
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Sept 21, 2025 05:48:38
Kulkuli, Maharashtra:ভোটের আগে বিরোধীদের ভাঙনে শক্তিশালী তৃণমূল কংগ্রেস ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিরোধী শিবিরে বড় ভাঙন ধরিয়ে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে কুলতলিতে এক যোগদান সভায় একঝাঁক বিরোধী নেতা–কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম এসইউসিআই- এর নেতা সুধীর হালদার ও সিপিএম নেতা রমনীরঞ্জন দাস। সুধীরবাবু জানান, মানুষের পাশে থাকতে চাইলে আজ তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। বামনেতা রমনীরঞ্জন দাস দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস থেকে শুরু করে সিপিএম হয়ে লড়াই করেছেন। ১৯৯০ সালে সিপিএমের প্রার্থী হিসেবে কুলতলি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরেও গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কাজ করেছেন। এবার মানুষের মতামত নিয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন স্থানীয় নেতা রমনীরঞ্জন দাস। এদিন গোপালগঞ্জ অঞ্চল থেকে বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতা, কর্মী এবং সমর্থক মিলিয়ে প্রায় এক হাজার জন তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। তার কথায়, “এটা প্রমাণ করে মানুষের আস্থা কেবল তৃণমূলের উপরেই রয়েছে।” যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে বিরোধীরা। সিপিএম কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল বলেন, “এরা একসময় তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছিল, আবার ফিরে আসছে। তৃণমূলই বিজেপিকে শক্তিশালী করেছে। জনগণ কিন্তু একজোট, তারা কোথাও যাবে না। ২৬ তারিখে পরাজয় নিশ্চিত জেনেই এইসব নাটক করছে তৃণমূল।” তৃণমূলের পক্ষে এই যোগদান সভা নিঃসন্দেহে ভোটের আগে সংগঠনগত শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বাইট – রমনীরঞ্জন দাস প্রাক্তন সিপিএম নেতা সুধীর হালদার, এসইউসিআই নেতা গণেশ মন্ডল – কুলতলির বিধায়ক
0
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 05:48:14
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_MAHALAYA_R মহালয়ার ভোর থেকেই জমজমাট জলপাইগুড়ি। মা উমার আগমনের দিনে চক্ষু দান। মৃৎশিল্পী দের পরিশ্রমের শেষ দিনে এই মহান কাজ। যুগ যুগ ধরে চলে আসা আগমনীর বার্তা মহালয়ার দিনে চক্ষু দান করা হয় মা উমার।আর সেই কাজ করতেই এখন ব্যস্ত মৃৎশিল্পী রা।আজ মহালয়া আর এই আগমনির দিনে ই মা দুর্গার চক্ষু দান করে থাকেন মৃৎশিল্পী রা। আর সেই নিয়ম মেনেই প্রতিবছর মহালয়া দিনই দুর্গার চক্ষুদান করে থাকেন তারা।এবারও সেই মহতী কাজে নিজেদের নিযুক্ত করেছেন। মৃৎশিল্পীরা বলেন যুগ যুগ ধরে এই রীতি চলে এসেছে। তাই আমরা এই রীতি অনুযায়ী কাজ করে থাকি ।আজ মহালয়ার পূর্ণ তিথিতে সেই কাজ করছি। প্রতিমা বানানোর কাজ মোটামুটি শেষ।চক্ষু দান করতেই মা দুর্গার সম্পূর্ণ রূপ পেল। আজ থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে দুর্গা প্রতিমা যাওয়া শুরু। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছরের মত এ বছরও জলপাইগুড়ি র উপর দিয়ে বয়ে যাবা তিস্তা নদীর পারে কাশফুলের বাগানে অসংখ্য মানুষদের আজ দেখা গিয়েছিল ।প্রতি বছরই এই মহালয়ার দিনে দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এই নদীর পাড়ে আসে। পাশাপাশি উপভোগ করে কাস ফুলের বাগান । যদিও আজকের দিনে বেশ পুলিশের নিরাপত্তা ছিল তিস্তা নদীর স্পার, রাজবাড়ী দীঘি ঘাট সংলগ্ন এলাকা সহ শহর এবং সংলগ্ন বিভিন্ন এলাকায়। ভোর থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার স্পারে অগণিত মানুষের ঢল। ৮ থেকে ৮০ বহু মানুষ ভিড় ভিড় জমিয়েছেন।মানুষের ভিড়ের কারণে তিস্তার স্পারে ঢুকতে দেওয়া হয়নি কোন চার চাকা দু চাকার গাড়িও। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 05:48:02
Kolkata, West Bengal:কুমোরটুলি বাতাসে শিউলির গন্ধ। ভোরের কলকাতায় আকাশের দখল নিয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। দেবী পক্ষের সূচনায় লাখ লাখ মানুষ তর্পণ সেরে ফেলেছেন। এরপরেই ভিড় জমেছে কুমারটুলিতে। আজ সেখানে তিল ধারণের জায়গা নেই। কারণ শহরের প্রায় সব পুজো কমিটি আজ সেখানে প্রতিমা নিয়ে যেতে হাজির। বিশাল বিশাল ট্রাকে সুবিশাল প্রতিমা তোলার ব্যস্ততা ও কর্ম চাঞ্চল্যের মধ্যে আজ কুমারটুলির মন খারাপ। গত ৬ থেকে ৭ মাসে তিলতিল করে গড়ে তোলা মৃন্ময়ী মায়ের চিন্ময়ী মূর্তি আর বেরিয়ে গেল স্টুডিও থেকে। বাতাসে আগমনীর সুরের মধ্যেই তাই বিষাদের সুর দুর্গা মূর্তি নির্মাণ মহল্লায়। ভিজ্যুয়াল বাইট মিন্টু পাল। কুমোরটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতির আহবায়ক। ওয়াক থ্রু
0
comment0
Report
BBBimal Basu
Sept 21, 2025 05:47:56
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 21, 2025 05:46:54
Dihierench, West Bengal:কাঁথি- পূর্ব মেদিনীপুর চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের 28 তম বর্ষে পদার্পণ তাদের দূর্গা পূজা। কাঁথির পোস্ট অফিসের সামনে সহস্ত্র শঙ্খ ধ্বনিতে মহালয়ার আগমনে অনুষ্ঠান শুরু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই অনুষ্ঠানে এসে বলেন আজ দেবিপক্ষের সূচনা হলো সহস্র শঙ্খ ধ্বনির মাধ্যমে। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন পিতৃপক্ষে হিজাব পরে অনেকেই মন্ডপের সূচনা করছেন তারা আসল হিন্দু নয় |তারা চাইছেন হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করতে |কোথাও বলছেন বিহারী বাঙালি কোথাও বলছেন পশ্চিমবঙ্গের বাঙালি তবে এই বিভেদ নীতি কোন কাজ করবে না |এস আই আর নিয়ে মন্ডপে থেকে গানবাজানোকে কটাক্ষ করে তিনি বলেন যারা প্রকৃত হিন্দু তারা ঐ গান বাজাবে না |
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 21, 2025 04:45:38
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 21, 2025 04:19:19
Baruipur, West Bengal:### মহালয়ার তর্পণ: পূর্বপুরুষ থেকে সমগ্র আত্মার উদ্দেশে নিবেদিত অর্ঘ্য ভোরের আলো ফোটার আগেই গঙ্গার ঘাটে জমে উঠল ভক্তির আবহ। মৃদু স্রোতের মাঝে ধুতি-চাদর পরিহিত মানুষ, পুরোহিতদের মন্ত্রোচ্চারণে মুখরিত পরিবেশ। মহালয়ার সকালে পূর্বপুরুষদের উদ্দেশে নাভিজলে দাঁড়িয়ে অঞ্জলি ভরে জল দান করলেন হাজারো মানুষ। শুরু হল মহালয়ার তর্পণ। আশ্বিন মাসের শারদপ্রাতে বাঙালির আবেগ যেন বারুইপুরের আদিগঙ্গা সদাব্রত ঘাটে নতুন করে জীবন্ত হয়ে ওঠে। একদিকে প্রজন্মের কানে ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী, অন্যদিকে আরেক প্রজন্ম সরাসরি ঘাটে উপস্থিত হয়ে সশ্রদ্ধায় পালন করছে আদি বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ— তর্পণ। ‘তর্পণ’ শব্দের অর্থ তৃপ্ত করা। বিশ্বাস করা হয়, এই দিনে পূর্বপুরুষরা প্রেতলোক থেকে নেমে আসেন মর্ত্যে, তাঁদের উত্তরসূরীদের হাত থেকে অর্ঘ্য ও জল গ্রহণ করেন। তবে এর মধ্যে মৃত্যুর অমোঘ ছায়া নয়, বরং উত্তরপুরুষদের মাধ্যমে পূর্বপুরুষদের অমরত্বের প্রত্যাশাই মুখ্য হয়ে ওঠে। এই বিশ্বাস ও আবেগকে কেন্দ্র করে বারুইপুরের বিভিন্ন ঘাটে মহালয়ার সকালে উপচে পড়ল মানুষের ভিড়। সদাব্রত ঘাট হয়ে উঠল হাজারো মানুষের আধ্যাত্মিক মিলনক্ষেত্র। পিতৃপুরুষদের উদ্দেশে নিবেদিত তর্পণ যেন এক গম্ভীর অথচ পবিত্র পরিবেশে ভরিয়ে তুলল গোটা এলাকা। মহালয়ার এই তর্পণ তাই শুধু পূর্বপুরুষ নয়, বরং সমগ্র আত্মার উদ্দেশেই নিবেদিত এক অনন্য অর্ঘ্য।
1
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 21, 2025 04:19:09
Baruipur, West Bengal:২৬ এর আগে সমীক্ষা এবার ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী দাবি ভাঙ্গর বিধানসভা থেকে আবারও নৌও'সাদ সিদ্দিকী জিতবে। আর নিজের বিধানসভা ক্যানিং পূর্ব তে তৃণমূলের তরফ থেকে টিকিট পেলে সওকাত মোল্লা হারবে। বিস্ফোরক মন্তব্য পীরজাদা ত্বহা সিদ্দিকের। এরা যেখানেই টাকা পাবে সেখানেই তার বিনিময় বলবে। সকালে একরকম কথা বিকেলে আরেক রকম কথা। বিজেপি টাকা দিলে বিজেপির হয়ে বলবে তৃণমূলেও তাই। এরা টাকা চেনে।ত্বহা নাম না করে শওকত মোল্লার দাবি ২৬ এর আগে সমীক্ষা এবার ফুরফুরা শরীফের ত্বহা সিদ্দিকের 99% ভাঙ্গরে জিতবে নৌওসাদ সিদ্দিকি। 99% পারসেন্ট ক্যানিং পূর্ব বিধানসভায় সওকাত মোল্লা কে টিকিট দিলে হারবে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাঙ্গর ও ক্যানিং বাসিন্দারা চায়। কিন্তু শওকত মোল্লাকে চায়না। বিস্ফোরক মন্তব্য এবার ফুরফুরা শরীফের পীরজাদা ও তৃণমূল নেতা ত্বহা সিদ্দিকীর। কিছুদিন আগে এই ত্বহা সিদ্দিকের সাথে তরজায় জড়িয়ে পড়েন শওকত মোল্লা। শওকত মোল্লাকে পুঁতে ফেলার নিদান দিয়েছিলেন ত্বহা সিদ্দিকী। পাল্টা শওকত মোল্লা ও বলেছিলেন ত্বহার খাতা তার পকেটে আছে। তিনি তার খাতা খুলে দিতে পারেন। কি সেই খাতায় আছে ? ত্বহা জানান শওকত মোল্লা কাছে তার খাতা কি থাকবে সিবিআই এর কাছে নবান্নেতে এই সওকাত মোল্লার খাতা আছে। 210925ZG-BAR-BHANGOR-TMC-R
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 21, 2025 04:00:26
Kolkata, West Bengal:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে মহালয়ার সকালে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত নম যুব রান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,লকেট । LU 8 নম যুব রান নিয়ে প্রতিক্রিয়া বালুরঘাটের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেনারসের দূর্গাপুজোর দায়িত্বও সুকান্ত মজুমদারের ওপর এই প্রসঙ্গে দেবীপক্ষের আগে মুখ্যমন্ত্রীর পুজ উদ্বোধন এই প্রসঙ্গে যেকোনও ধার্মিক অনুষ্ঠানেই নেতা-মন্ত্রীদের উপস্থিত থাকতে দেখা যায়, ধার্মিক অনুষ্ঠানে থেকে রাজনীতি বাদ রাখা যায় না এই প্রসঙ্গে প্রতিক্রিয়া।
0
comment0
Report
ABArup Basak
Sept 21, 2025 03:47:38
Mal Bazar, West Bengal:*হরপার আভাসেও ডুয়ার্সের নদীঘাটে পিতৃপক্ষে তর্পণে ভক্তসমাগম...* পিতৃপক্ষের শেষ দিনে, হরপার সম্ভাবনার মাঝেও ডুয়ার্সের বিভিন্ন নদীর ঘাটে দাঁড়িয়ে তর্পণে সামিল হলেন বহু মানুষ। মাল, চেল, নেওরা, জলঢাকা সহ ডুয়ার্সের একাধিক নদীর তীরে রবিবার ভোর থেকেই ভক্তদের আনাগোনা চোখে পড়ে। গত ১৫ দিন ধরে চলা পিতৃপক্ষে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল, জল, অন্ন ও বস্ত্র দান করে থাকেন। বাংলার সংস্কৃতিতে মহালয়ার পুণ্যপ্রভাতে নদীর বুকে দাঁড়িয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি বহুকাল ধরে চলে আসছে। সেই রীতিকে কেন্দ্র করেই ডুয়ার্সের নদীঘাটগুলিতে জমে ওঠে ধর্মীয় পরিবেশ। তবে এবছর আবহাওয়া ছিল কিছুটা উদ্বেগজনক। পাহাড় ও সমতলে টানা কয়েকদিনের বৃষ্টির ফলে নদীগুলিতে জলস্তর বেড়ে যায়। কিছু নদীতে হরপা বানও দেখা গেছে। ২০২২ সালের মাল নদীর মর্মান্তিক বিসর্জন দুর্ঘটনার পর থেকে প্রশাসন নদীঘাটে বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে। সেই অনুয়ায়ী এদিনও প্রতিটি ঘাটে মোতায়েন ছিল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃষ্টির প্রকোপ না থাকায়, রবিবার ভোরে নদীর ঘাটে উপস্থিত হন বহু মানুষ। তবে জলস্তর বেশি থাকায় অনেকেই নদীর স্রোত এড়িয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তর্পণ করেন। নদীঘাটে প্রশাসনের সজাগ দৃষ্টি এবং ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধাশীল অংশগ্রহণ মিলিয়ে এবছরের মহালয়া তর্পণ শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়। 2109ZG_MAL_TARPON_R3
0
comment0
Report
Advertisement
Back to top