Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

अम्ता अस्पताल में 10 दिन के बच्चे की चोरी से भारी हंगामा

SMSubhasis Mandal
Sept 09, 2025 11:21:32
Howrah, West Bengal
আমতা গ্রামীন হাসপাতাল থেকে ১০ দিনের শিশু চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ভাংচুর পুলিশকে ঘিরে বিক্ষোভ। জানা গেছে গত ৩০ শে আগষ্ট আমতার একটি বেসরকারি নাসিং হোমে ওই শিশুর জন্ম হয়। শিশুর মা মন্দিরা বাগ শারিরীক অসুস্থতার জন্য গত ৬ ই সেপ্টেম্বর আমতা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আজ হাসপাতালের বেড থেকে শিশুটির দিদা শিশুটিকে নিয়ে ঘুরছিলেন ১২ টা নাগাদ হাসপাতালে অচেনা এক মহিলা শিশুটির দিদার কাছ থেকে শিশুটিকে চেয়ে নিয়ে যায় বলে বাচ্চা হলে হাসপাতাল থেকে বাচ্চার টাকা পাওয়া যাবে আপনি কাগজপত্র নিয়ে আসুন এই বলে নিমেষে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায়। তারপর৷ই উত্তেজনা ছড়িয়ে পড়ে আমতা হাসপাতালে। ইমারজেন্সি বিভাগে ভাঙচুর। পুলিশকে ঘিরে বিক্ষোভ পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং ও সিসিটিভি খতিয়ে দেখছে৷ 0909ZG_ULU_CHILD_R1
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Sept 10, 2025 15:36:10
Jalpaiguri, West Bengal:
2C 1009ZG_JAL_SCHOOL_CM_R1 জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ফেরার পথে বিদ্যালয়ের কচিকাচাদের দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কচিকাঁচাদের হাত থেকে গোলাপ ফুল নিলেন মুখ্যমন্ত্রী। স্কুলের কচিকাচাদের আতিথিয়তায় আপ্লুত মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমেই পুরুয়াদের হাতে স্কুল ব্যাগ চকলেট দিলেন। কচিকাচাদের থেকে শোনা গেল ও পিসি ও পিসি। এদিন জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনপাড়া বিএফপি স্কুলের সামনে এক হৃদয়ছোঁয়া দৃশ্য ধরা পড়ে। সরকারি সভা শেষে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোলাপ ফুল হাতে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে ছিল ক্ষুদে পড়ুয়ারা। শিশুদের সেই আন্তরিক ভালোবাসায় আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রীও রিটার্ন গিফট দিতে ভোলেননি। সবার হাতে তুলে দেন স্কুল ব্যাগ ও পেন্সিল বক্স। উপহার নিতে নিতে পড়ুয়ারা একটি বিশেষ আবদারও রাখে মুখ্যমন্ত্রীর কাছে—তাদের স্কুল যেহেতু জাতীয় সড়কের ধারে, তাই পড়ুয়াদের নিরাপত্তার জন্য একটি সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন। মুখ্যমন্ত্রী সেই অনুরোধ শুনে জেলাশাসককে নির্দেশ দেন দ্রুত স্কুলে boundary wall তৈরি করার জন্য। স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব রায় জানান, পড়ুয়াদের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম। আজ তাঁর কাছ থেকে আশ্বাস পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। ক্ষুদেদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
13
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 10, 2025 15:35:56
Asansol, West Bengal:
*শুভেন্দু অধিকারী :-* রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে উত্তরবঙ্গের সভা থেকে বাংলায় ” এসআইআর ” না করতে দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছেন। তার কয়েক ঘন্টার মধ্যেই এদিন বিকেলে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে দলের এক সভা থেকে সেই ” এসআইআর ” নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাফ হুঁশিয়ারী বাংলায় ” নো এসআইআর, নো ইলেকশন “। তার দাবি, বাংলায় এসআইআর হবেই। কেউ আটকাতে পারবেনা। আমরা ভুয়ো ভোটার দিয়ে কাউকে শাসন ক্ষমতায় থাকতে দেবোনা। বিহারে হলে বাংলায় হবে না, কেন? কিসের ভয়? বিহারে ৪৫ দিনে এসআইআর হয়েছে। বাংলায় ৫০ দিনে হবে। এর আগে ২০০২ সালে বাংলায় এসআইআর হয়েছিলো। এমন তো এই রাজ্যে প্রথমবার হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন ময়দানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ডাকে এক জনসভায় বক্তব্য রাখেন। মুলতঃ বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আধুনিকীকরণকে সামনে রেখে এই জনসভার ডাক দেওয়া হয়েছিলো। যোগসাজশে এবং পুলিশ প্রশাসনের সরাসরি সহযোগিতায় বালি ও কয়লা মাফিয়ারা এখানকার পরিবেশের ক্ষতি করছে। প্রকৃতি মায়ের যা কিছু দান, সবকিছু লুঠ করা হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন সবকিছু জেনেও এতে কোন কিছু করছে না। সিবিআই ও ইডি সব চুরির তদন্ত করছে। কয়লা, গরু হয়েছে। এবার বালি। কেউ বাদ যাবে না। তিনি বাংলার মানুষদেরকে সিবিআই ও ইডির তদন্তের উপরে ভরসা রাখার আহ্বান জানান। ভোটার তালিকার স্পেশাল নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে তিনি বলেন, কেউ এটা আটকাতে পারবে না। এটা হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন, পশ্চিমবঙ্গে এর বাস্তবায়ন থেকে কেউ আটকাতে পারবে না। তিনি স্পষ্টভাবে বলেন যে টিএমসি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তবে বাংলার মানুষ, তারা হিন্দু হোক বা মুসলিম, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে কোনও বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মুসলিমের ভারতে কোনও স্থান নেই। এসআইআরের পরে, কেউ থাকবে না। এদিকে, বার্নপুর সেল আইএসপির আধুনিকীকরণ নিয়ে রাজ্যের বিরোধী নেতার বক্তব্যের জবাব দিয়েছেন আসানসোল পুরনিগমের বার্নপুরের ৭৮ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র। তিনি বলেন, আমার কি করছি, তা বার্নপুরের মানুষেরা জানেন। আমরা এলাকার বেকার ছেলেমেয়েদের চাকরি দেওয়ার দাবি তুলেছি। কোন পতাকা না নিয়ে। আর উনি সভায় কি বলে গেলেন, সবাই তা শুনেছেন। শুধু বললেন, আধুনিকীকরণের কেন্দ্র সরকার কত টাকা দিয়েছেন। একবারও কি বললেন, এই এলাকার ছেলেমেয়েদের চাকরি দিতে হবে।। 1009ZG_ASN_SUVENDU_ADHIKARY
13
comment0
Report
AGAyan Ghosal
Sept 10, 2025 15:05:56
Kolkata, West Bengal:
CHANDAN PC আগামি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত এর নির্দেশ হরিদেবপুর গণ ধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত চন্দন মল্লিক এর।
14
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 10, 2025 15:05:46
Kolkata, West Bengal:
* প্রাক্তন সেনাকর্মীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান - বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। * আগামীকাল ২২৫ জন সদস্য নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের। * দুপুর ১২ টা থেকে ৫ টা পর্যন্ত কর্মসূচির অনুমতি। * *বিজেপির কোনো নেতা কর্মসূচিতে থাকতে পারবেন না।* - নির্দেশ আদালতের। * একটি লাউড স্পিকার এবং হ্যান্ড মাইক নিয়ে করা যাবে কর্মসূচি। * শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মীরাই অংশ নিতে পারবেন। - নির্দেশ আদালতের। * সেনাবাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানান প্রাক্তন সেনাকর্মীদের সংগঠন। * বিকল্প জায়গার প্রস্তাব দেয় রাজ্য। * আদালতের দ্বারস্থ হয় বিজেপি প্রভাবিত সেনাকর্মীদের এই সংগঠন।
13
comment0
Report
ASAyan Sharma
Sept 10, 2025 15:05:39
Kolkata, West Bengal:
# মোহন যাদব _ মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী____ দেশ গড়তে বাংলার যথেষ্ট ভূমিকা রয়েছে।শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান ভোলার নয়।ভারত আত্মনির্ভর হওয়ার পথে হাঁটতে চলেছে।আমাদের সরকার হওয়ার পর থেকে ব্যবসায়ীদের সুযোগ করে দিয়েছে।মধ্যপ্রদেশ এ বিনিয়োগ করুন। সব থেকে ভাল কটন উৎপাদিত হয়।বিদ্যুতের দাম কম। # বাংলার সাথে মধ্যপ্রদেশ এর অনেক ভাল সম্পর্ক রয়েছে।আত্ম নির্ভর হতে গেলে,ব্যবসা বাড়াতে হবে। # মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ওয়ান টু ওয়ান যাবে
13
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 10, 2025 15:05:31
Kolkata, West Bengal:
বৈশ্বানর চট্টোপাধ্যায় *পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার* এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলার মানুষ যখন জীবন জীবিকার জন্য অন্য রাজ্যে কাজ করতে গেছে, তাদের জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে। বিদেশি আইন জারি করে তাদের অন্য রাজ্যে পুশব্যাক করা হচ্ছ। এ রাজ্যে তো অনেকে আসেন কিন্তু আমরা তো এরকম কখনো করিনি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই যে ট্রেন্ড শুরু হল এর প্রতিবাদেই তো আমাদের আন্দোলন কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনদিন দেখিনি সেনাবাহিনী নামিয়ে আন্দোলনের গতির স্তব্ধ করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে যদি বাংলার মানুষের ওপর কোন আক্রমণ হয় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না এই আন্দোলন কোথা থেকে কোথায় নিয়ে যেতে হয়, তা আমরা জানি। *স্বাস্থ্য সাথীকে এসআইআর এ অন্তর্ভুক্ত করার আবেদন* মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ড কে অন্তর্ভুক্ত করতে বলে ঠিক করেছেন। কারণ ভোটার কার্ড বা আধার কার্ড সরকারি নথি। স্বাস্থ্যসাথীও তেমনি। দেশের পিছিয়ে পড়া মানুষকে ভোট দিতে দেব না। এটা যদি বিজেপির পরিকল্পনা হয়ে থাকে আমরা তার বিরুদ্ধে লড়াই করার জন্য সব সময় তৈরি *অর্জুন সিং* যে রাজনৈতিক কর্মী 36 বার দল পাল্টায় যখন যে দলে থাকেন তার মত কথা বলেন তার কথার কোন বিশ্বাসযোগ্যতা নেই। সিপিএম আমলে সাইন্টিফিক রিগিং হয়েছে। বুথ নাম্বার দিয়ে পার্ট নম্বর দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে। আমি চ্যালেঞ্জ করছি ভারতীয় জনতা পার্টি ও অর্জুন সিং কে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সিপিএমের যে ভোট লুটের ব্লু প্রিন্ট তা আমাদের নেত্রী সচিত্র ভোটার পরিচয় পত্র চালু করে সেটাকে নিশ্চিত করেছেন। আর এখন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি আমাদের দিকে আঙ্গুল তুলছে। *কার্তিক মহারাজ* মহামান্য আদালতের রায়ের না দেখে আমি কিছু বলতে পারি না। তবে গেরুয়া পড়া একজন সন্ন্যাসীর থেকে যে আচরণক্রাম্য তা কার্তিক মহারাজের থেকে পাওয়া যায়নি। *খাস কলকাতায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি* এই ধরনের ঘটনা যারা করছে তাদের পুলিশ গ্রেপ্তার করছে। শাস্তি হচ্ছে বিচারও হচ্ছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যান দেখবেন সেখানে কোন বিচার হয় না। সেখানে মহিলাদের পায়ের তলায় দাবিয়ে রাখা হয়। আমাদের দলের নেত্রী একজন মহিলা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আমরা মহিলাদের সম্মান করি। মাথার উপরে রাখি ও। কারণ তারা মায়ের জা। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের বিরুদ্ধে নানা অপরাধ হয়। যদি কোন অপরাধ হয়ে থাকে তাহলে পুলিশ অবশ্যই তার ব্যবস্থা নেবে। *আরজি করে নির্যাতিত চিকিৎসকের মা কে হেনস্থার প্রসঙ্গে আদালতের নির্দেশ* কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। দেখা যাবে। আমরা কারোর উপর নির্যাতন করতে চাই না। কিন্তু যারা রাজনৈতিক বোরে হয়েছেন, আমাদের বিরুদ্ধে যাদের ব্যবহার করা হচ্ছে, তাদের উপর কোন অত্যাচার হলেও আমরা সমব্যথী। তার মানে এই নয় কারুর যেকোনো ঘটনা ঘটলে আমাদের তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলা হবে। আগামী দিনে অনেক সময় আছে। মানুষ বিচার করবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। *সিদ্দিকুল্লা* আমি জানি না। না জেনে কোন মন্তব্য করা উচিত না । তবে একইসঙ্গে এটাও বলবো যে কারোর এমন কোন মন্তব্য করা উচিত নয় যা বিরোধীদের কাছে হাতিয়ার হয়ে ওঠে । *অধীর চৌধুরী* যে বারবার হেরে যায়, রোজ সিপিএমের কথায় তাতায়।এখানে এসে নানান ধরনের কথা বলেন, উনার কথার কোন কোন মূল্য নেই। উনি সিপিএমের কাছে আত্মসমর্পণ করেছেন আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে রাজ্যে পরিবর্তন এনেছি আগামী দিনে আমরাই লড়াই করে বিজেপিকে পরাজিত করব এ ব্যাপারে ওনার কিছুই করার নেই।
9
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 10, 2025 15:05:21
Kolkata, West Bengal:
দেবাশীষ কুমার *বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ* বাঙালি সব সময় আক্রমণ মোকাবিলায় প্রস্তুত থাকে। স্বাধীন ভারতবর্ষেও আমরা সেই আক্রমণের মোকাবিলা করছি। পরাধীন ভারতবর্ষেও আমরা মোকাবিলা করেছি। বাঙালি বা বাংলা অস্মিতার ওপর অনেকেই আঘাত করার চেষ্টা করছেন যারা যতই আঘাত করার চেষ্টা করুন তারা জেনে রাখুন আমরা লড়াই ছেড়ে চলে যাব না । *স্বাস্থ্য সাথীকে এসআইআর এ অন্তর্ভুক্ত করার আবেদন* এসআইআর প্রক্রিয়ায় আধার এবং স্বাস্থ্য সাথী কার্ড কে অন্তর্ভুক্ত করার আবেদন অত্যন্ত যুক্তিযুক্ত। তার কারণ সবগুলোই তো সরকারি নথি। তাহলে কেন হবে না। নিশ্চয়ই করা উচিত।
14
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 10, 2025 15:05:13
Kolkata, West Bengal:
জয়প্রকাশ মজুমদার *বাঙ্গালীদের উপর অত্যাচার* বাঙ্গালীদের ওপর অন্য রাজ্যে অত্যাচার এখনো বন্ধ হয়নি। এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই। বিজেপির জন্য এটা বাংলা নি্ধনযোগ্য। আর আমাদের জন্য এটা বাংলা বাঁচাও যুদ্ধ। সুতরাং যুদ্ধ চলবে। বাঙালির ওপর যত নির্যাতন হবে তত বিজেপিকে হারাও যজ্ঞ বিজেপি দূর হটো যজ্ঞ এই বাংলায় আরো বেশি করে হবে। দেখে নেবেন ২০২৬-এ যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মতোই এখন বাংলা ক্ষেত্র হলো ধর্মক্ষেত্র।। কৌরবদের মতো বিজেপির কেউ থাকবে না। দেখবেন বিধানসভা নির্বাচনের পর এই শুভেন্দু এবং বাকিরা সব বিলাপ করবে, আমাদের ৭৭ টা ছিল এখন আর একটাও রইল না। *স্বাস্থ্য সাথীকে এসআইআর এ অন্তর্ভুক্ত করার আবেদন* সারা ভারতবর্ষের মমতার দেখানো রাস্তায় স্বাস্থ্যসাথী কার্ড যুক্ত করা উচিত। কি আয়ুষ্মান যোজনা করেছেন! যে একজনও সাহায্য পান না। কোন হাসপাতালে তার কদর নেই। আয়ুষ্মানের প্রচারে যা খরচ হয়েছে তার থেকে সাধারণ মানুষ অনেক কম খরচের সাহায্য পেয়েছে। স্বাস্থ্যসাথী বাংলা কে কেবল রাস্তা দেখিয়েছে তা নয় বিজেপিকে দেখিয়েছে স্বাস্থ্য পরিষেবা কি রকম হওয়া সম্ভব। *উপরাষ্ট্রপতি নির্বাচন* নতুন উপরাষ্ট্রপতি হয়েছেন। তিনি কমবেশি ভোট পেয়েছেন। আমি তার মধ্যে ঢুকতে রাজি নই। নতুন উপরাষ্ট্রপতিকে আমার শুভেচ্ছ। উপরাষ্ট্রপতির কোন দল হয় না। ভোট শেষ হয়ে গিয়েছে। প্রশ্নটা অন্য।হঠাৎ অকালবোধনের মত অকাল উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হলো কি রহস্য আছে এই নির্বাচনের পিছনে কি রহস্য আছে ধনখরজির পদত্যাগে। আমরা অপেক্ষা করছি কবে নরেন্দ্র মোদি এর সত্য জবাব দেবেন *শুভেন্দু অধিকারী* শুভেন্দু অধিকারী কে একজন রাজনৈতিক নেতাই বলব। কারণ তিনি বিরোধী দলনেতা যিনি সকাল থেকে ঠিক করেন কতগুলো মিথ্যে কথা বলবেন। উনি রাত পর্যন্ত গুনে দেখেন কতগুলো মিথ্যে কথা বলতে পারলাম এবং বাংলার কুৎসা করতে পারলাম। উনি মিথ্যে কথার উপর বেঁচে আছেন। যিনি আপন কৃতকর্মের জন্য দুর্যোধনের মতো শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন তাকে আমরা কি বলব!
14
comment0
Report
BSBidhan Sarkar
Sept 10, 2025 15:04:38
Chinsurah, West Bengal:
অপারেশন মৈত্রীপথ, পুজোর আগেই স্বচ্ছতা অভিযানে নামল রিষড়া পুরসভা। দীর্ঘদিন ধরেই রিষড়ার স্টেশন থেকে জিটি রোড সংযোগকারী একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা মৈত্রীপথের দুই ধার জবরদখল হয়ে ছিল। এর আগেও ফুটপাট সাফাই অভিযানে নেমে একাধিকবার মাইকিং করা হয়েছে পুরসভার তরফে। সমস্ত জিনিসপত্র সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এক শ্রেণীর কালোয়াররা সেই কথায় কর্ণপাত না করে আবর্জনার স্তুপ রাস্তার দুধারে রেখে দিত বলে অভিযোগ। এদিকে সামনেই দুর্গাপুজো এবং তা মিটতে না মিটতেই রিষড়ায় শুরু হবে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো তার আগেই সবুজ শহর গড়ার অঙ্গীকার নিল রিষড়া পুরসভা, শুরু হল সাফাই অভিযান। রিষড়া পুরসভা উদ্যোগে রিষড়া থানাকে সঙ্গে নিয়ে জেসিবি দিয়ে শুরু হলো সাফাই অভিযান। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রিষড়া পুরসভার ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে মৈত্রী পথে যারা বেআইনিভাবে কাচড়ার ব্যবসা করছে তাদের বারংবার বলার পরেও যারা শোনেনি সেগুলো আজ আমরা তোলার ব্যবস্থা করছি এবং এগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে। এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এলাকায় দূষণ ছড়াচ্ছে তাই আজকে আমরা রিষড়াকে সবুজ শহর গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর তাতেই পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে। যতক্ষণ না মৈত্রী পথকে আমরা সম্পূর্ণ খালি করতে পারছি ততদিন আমাদের এই অভিযান চলবে।।।
9
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 10, 2025 15:04:08
Jhargram, West Bengal:
ভ্যপসা গরম থেকে স্বস্তির বৃষ্টি। টান তিন দিন ভ্যাপসা গরমে নাজেহাল ঝাড়গ্রাম বাসী। আজ সকালেও গরমে নাজেহাল ছিলো ঝাড়গ্রামবাসী অবশেষে বিকেল ৪টার পর আকাশ মেঘে যায়। কিছুক্ষণ এর মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি সাথে বজ্রপাত। টানা প্রায় ঘন্টা খানেক বৃষ্টি তে স্বস্তি আসে শহরে। যদিও টানা বৃষ্টি তে এবার নাজেহাল এলাকাবাসী। তবে টানা তিন দিনের প্রখর রোদে নজেহাল অবস্থায় পরিনত হয়েছিলো ঝাড়গ্রামবাসী র। অবশেষ ঘন্টা খনেকে বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে।
10
comment0
Report
PDPradyut Das
Sept 10, 2025 15:03:48
Jalpaiguri, West Bengal:
2C 1009ZG_JAL_TET_CM_DEPUTATION_R1 R & R1 বলে ভিসু, বাইট ২ সি তে মুখ্যমন্ত্রী কে স্মারকলিপি দিতে বাধা তৃনমূলের। ২০২২ টেট উত্তীর্ণ দের বাধা দেয় বলে অভিযোগ। আজ জলপাইগুড়ি তে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। খবর পেয়ে তার কাছে স্মারকলিপি দিতে ছুটে আসেন ২০২২ টেট উত্তীর্ণরা। অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে বাধা দিলেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা। বাইট :- ১) অমিত রায় ( টেট উত্তীর্ণ) ২) উত্তম অধিকারী ( টেট উত্তীর্ণ) ৩) দুলাল দেবনাথ ( তৃণমূল কিশান ক্ষেতমজুর জেলা সভাপতি ) রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
11
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 10, 2025 15:03:37
Howrah, West Bengal:
জগৎবল্লভপুরের মুন্সিরহাটে একটি জুট মিলে আগুন। আজ দুপুর তিনটে নাগাদ শ্রমিকরা যখন ওই মিলের মধ্যে কাজ করছিলেন সেই সময় হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে জুট। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটো ইঞ্জিন। জুট মিলের শ্রমিক ও প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন সম্পূন্ন নিয়ন্ত্রণে আসে। মিলের মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ আধিকারিকরা। বাইট..১..রনি মান্না(শ্রমিক) 1009zg_hwh_fire_r
9
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 10, 2025 15:03:24
Howrah, West Bengal:
নেপালে রাজনৈতিক অশান্তির কারণে বাতিল সমস্ত অর্ডার, সমস্যায় পড়েছেন হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা। গত দুদিন নেপাল জ্বলছে। রাজনৈতিক পালাবদলের কারণে গোটা দেশজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ব্যবসায়। হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীদের সমস্ত অর্ডার বাতিল করেছে ওই দেশের এজেন্টরা। এর ফলে পুজোর মুখে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এখানকার রঙিন মাছ ব্যবসায়ীরা। শীতকাল বাদে গোটা বছর জুড়ে হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা নেপালের কাঠমুন্ডুতে হরেকরকম রঙিন মাছ পাঠান। প্লাস্টিকের প্যাকেটে অক্সিজেন ভরে রঙিন মাছ প্যাকেজিংয়ের পর ট্রেনে অথবা প্লেনে তা পাঠানো হয়। কোভিড পর্বের পর ব্যবসা বেশ ভালো চলছিল। তবে গত দু-তিন দিনে হঠাৎ পরিস্থিতি বদলে যায়। রাজনৈতিক হিংসার কারণে গোটা নেপাল অশান্ত হয়ে ওঠে। দেশের প্রথম সারির নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা ও পুলিশ। এই পরিস্থিতিতে অশান্তির আঁচ লাগে নেপাল এবং ভারতের মধ্যে ব্যবসায়। হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন আপাতত সব অর্ডার বাতিল করেছে ওই দেশের ব্যবসায়ীরা। তাই তারা গোল্ড ফিস, এঞ্জেল, অস্কার, মলি, গাপ্পি সহ রকমারি ফিস আইটেম তারা পাঠাতে পারছেন না। মাছগুলোকে চৌবাচ্চায় খাবার এবং ওষুধ দেওয়ার ফলে খরচ বাড়ছে। সাইজ বেড়ে যাচ্ছে। অথচ বিক্রি না হওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে ওইসব ছোট ব্যবসায়ীরা। এক রঙিন মাছ ব্যবসায়ী প্রদীপ পাল বলেন গত দুদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে ওই দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তবে আজ সকালে তার কথা হয়েছে। সব এজেন্ট অশান্তির কারণে মাছ পাঠাতে বারণ করেছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা বোঝা যাচ্ছে না। এর ফলে পুজোর মুখে ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল। আরো একজন ব্যবসায়ী রিতম পাল বলেন অক্টোবরের পর্যন্ত রঙিন মাছ রপ্তানি করা যায়। তারপর শীত পড়ে গেলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মাছ ঘরে থেকে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। পুজোর মুখে বড়সড় আর্থিক ক্ষতির মুখে এখানকার ব্যবসায়ীরা। নেপালের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি কোন দিকে যায় তা এখনো স্পষ্ট নয়। তবে এখানকার রঙিন মাছ ব্যবসায়ীরা চাইছেন দ্রুত ওই দেশে শান্তি ফিরে আসুক। তাহলে ফের চালু হতে পারে ব্যবসা। কার্যত তার দিকেই তাকিয়ে আছেন ব্যবসায়ীরা।। বাইট..১..প্রদীপ পাল(ব্যবসায়ী) ২..ওয়াকথ্রু 1009zg_hwh_fish_r
11
comment0
Report
PDPradyut Das
Sept 10, 2025 15:03:08
Jalpaiguri, West Bengal:
2C 1009ZG_JAL_TET_CM_DEPUTATION_R2 R & R1 বলে ভিসু, বাইট ২ সি তে মুখ্যমন্ত্রী কে স্মারকলিপি দিতে বাধা তৃনমূলের। ২০২২ টেট উত্তীর্ণ দের বাধা দেয় বলে অভিযোগ। আজ জলপাইগুড়ি তে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। খবর পেয়ে তার কাছে স্মারকলিপি দিতে ছুটে আসেন ২০২২ টেট উত্তীর্ণরা। অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে বাধা দিলেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা। বাইট :- ১) অমিত রায় ( টেট উত্তীর্ণ) ২) উত্তম অধিকারী ( টেট উত্তীর্ণ) ৩) দুলাল দেবনাথ ( তৃণমূল কিশান ক্ষেতমজুর জেলা সভাপতি ) রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
8
comment0
Report
BSBidhan Sarkar
Sept 10, 2025 15:02:38
Chinsurah, West Bengal:
চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সুমন বিশ্বাসের বাইট
9
comment0
Report
Advertisement
Back to top