Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

करला नदी में कपड़े धोते युवक डूबा, खोज जारी

PDPradyut Das
Sept 19, 2025 05:04:11
Jalpaiguri, West Bengal
2C 1909ZG_JAL_RIVER_R1 করলা নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। জলপাইগুড়ি রায়কত পাড়া শনি মন্দির সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা রজক ( ৩৮ ) কাপড় ধুতে গিয়ে তলিয়ে যাই বলে খবর। ঘটনাস্থলে সিভিল ডিফেন্স টিম পৌঁছে খোঁজখবর শুরু করেছে। ঘটনায় জানা যায়, রাতে নদীর ধারে গামলার উপরে কাস্টোমারের কাপড় ভিজিয়ে রেখেছিলেন সকালে পরিষ্কার করবেন বলে সাত সকালে ঘুম থেকে উঠেই দেখে রাতভর বৃষ্টির কারণে করোনা নদীর জল বেড়ে কাপড়সহ গামলা ভেসে যাচ্ছে। কিছুটা দূরে কাপড় ভর্তি গামলা দেখতেই জলে ঝাঁপ দেয় কাপড় বাঁচাতে। পরিবারের লোকজনের বক্তব্য সাঁতার না জানার কারণে জলে তলিয়ে যান কৃষ্ণা রজক। ঘটনার স্থলে পুরসভার কাউন্সিলর এবং প্রশাসন। নদীতে জোর তল্লাশি শুরু হয়েছে। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Sept 19, 2025 07:00:27
Siliguri, West Bengal:*“বর্ষার খামখেয়ালি আবহাওয়ায় চাপে শিলিগুড়ির কুমারটুলি, তবু পুজোর আনন্দে অটুট মৃৎশিল্পীরা”* শিলিগুড়ি :- দুর্গাপুজো ঘনিয়ে আসতেই শিলিগুড়ির কুমারটুলি এখন কার্যত একটানা কর্মব্যস্ততার আসর। খড়, বাঁশ, মাটি, তুলো আর রঙে মেতে উঠেছেন মৃৎশিল্পীরা। দিনরাত এক করে দেবী দুর্গা ও তাঁর পরিবারকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত তাঁরা। তবে এই প্রস্তুতির মাঝেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ষার খামখেয়ালি আবহাওয়া। শহরে প্রায় প্রতিদিনই চলছে মুষলধারে বৃষ্টি। রোদ না ওঠায় প্রতিমা শুকোনোর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে প্রতিমা সময়মতো তৈরি করা নিয়ে উদ্বেগ বাড়ছে শিল্পীদের মধ্যে। বাধ্য হয়ে তাঁদের কৃত্রিম উপায়ে প্রতিমা শুকোতে হচ্ছে। ব্যবহার করা হচ্ছে হিটার, ব্লোয়ার, এমনকি গ্যাস বার্নারও। কিন্তু এতে যেমন খরচ বাড়ছে, তেমনি রঙের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠছে শিল্পীদের মুখে। মৃৎশিল্পী পাপাই পাল জানান, “বর্ষাকালে প্রচণ্ড অসুবিধার মধ্যে কাজ করতে হচ্ছে। সকালে একটু রোদ উঠলেই আশার আলো দেখা যায়, কিন্তু এক ঘণ্টা কাটতে না কাটতেই আবারো বৃষ্টি। আমাদের সহকর্মীদের অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমিও অসুস্থ—গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মাথায় বৃষ্টির জল পড়লেই জ্বর এসে যাচ্ছে। এই বিপর্যয় মাথায় নিয়েই কাজ চালিয়ে যাচ্ছি, কারণ অর্ডার নিয়েছি। বিকল্প ব্যবস্থা বলতে কিছু নেই, প্রকৃতির নিয়ম মেনেই চলতে হচ্ছে।” তিনি আরও জানান, “হিটার দিয়ে প্রতিমা শুকোতে হচ্ছে, কিন্তু এতে রঙের কোয়ালিটি ভালো আসছে না। রঙ যেন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। প্রস্তুতি এমন পর্যায়ে যে, এখন দশ মিনিটও বসে থাকার সুযোগ নেই। যদি বর্ষার এই খামখেয়ালি ভাবটা না থাকত, তবে কাজ করতে কোনও সমস্যাই হতো না।” অন্যদিকে মৃৎশিল্পী চন্দন মণ্ডল জানান, “গ্যাস হিটার আর বার্নার ব্যবহার করে প্রতিমা শুকোতে হচ্ছে। এতে প্রচুর সময় নষ্ট হচ্ছে। এর ফলে প্রতিমা ডেলিভারি সময়মতো দেওয়া কঠিন হয়ে পড়ছে। এছাড়াও খরচও বাড়ছে। ক্লাবগুলোর থেকে অর্ডার নেওয়ার সময় যে দামে চুক্তি হয়েছে, সেই দামে ডেলিভারি দেওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমাদের অতিরিক্ত খরচ করেই প্রতিমা ডেলিভারি দিতে হচ্ছে।” সব মিলিয়ে, শারদোৎসবকে ঘিরে শিলিগুড়ির কুমারটুলি এখন উচ্ছ্বাস আর উদ্বেগের মিশ্রণ। একদিকে প্রতিমা তৈরির সৃজনশীলতায় মেতে আছেন শিল্পীরা, অন্যদিকে আবহাওয়ার প্রতিকূলতা তাঁদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। তবুও দেবীর আগমনকে ঘিরে তাঁদের আশাবাদী মনোভাবেই ফুটে উঠছে শিল্পের প্রতি ভালোবাসা ও পুজোর উন্মাদনা। FILE SEND BY 2C 1909ZG_PA_SILI_PUJA_R Byte details 1) পাপাই পাল, (মৃৎশিল্পী) 2) চন্দন মন্ডল, (মৃৎশিল্পী) *ক্যামেরায় : তুহিন রায়।* *রিপোর্ট : নারায়ন সিংহ রায়।*
0
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 19, 2025 06:11:18
Kolkata, West Bengal:১১ জন বক্তা।। সকলেই নবীন। যে দল এতদিন সবচেয়ে বেশি বৃদ্ধতন্ত্রের তকমা পেয়েছে সেই দলেরই এবার নবীন বার্তা।। ২০ তারিখ সীতারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচাৰ্য স্মরণসভা।। আর সেই উপলক্ষেই ১১ জন নবীন প্রজন্মের বক্তা দিয়েই সভা করাচ্ছে সিপিএম।। কিন্তু কেন? রাজ্যে তরুণ প্রজন্মের ভোট বেড়েছে। সম্প্রতি কালের সব ইস্যুতেই তা সে চাকরি দুর্নীতি হোক কিংবা কর্মসংস্থান না হ ওয়া, মহিলাদের নিরাপত্তা সব ইস্যুতেই তরুণ অংশ সরাসরি ভাবে যুক্ত।। বক্তা তালিকায় থাকা বেশিরভাগ ই জনপ্রিয়, স্বচ্ছ ইমেজ, দুর্নীতি কিংবা অন্য কোন অভিযোগ নেই। আর এদেরকে দিয়েই সিপিএম এর ২৬এর নয়া পরিকল্পনা। রাজ্যের সব প্রান্তেই ভোটের কাজে ইতিমধ্যেই পাঠানো শুরুও হয়েছে।। রাজ্য পর্টির পেজ থেকেও পোষ্ট করা হয়েছে, নবীনের কথায়।। বাইট শতরুপ ঘোষ, সৃজন ভট্টাচাৰ্য, সপ্তর্ষি দেব। wt
0
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 04:48:29
Jalpaiguri, West Bengal:2C 1909ZG_JAL_RIVER_R করলা নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। জলপাইগুড়ি রায়কত পাড়া শনি মন্দির সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা রজক ( ৪০ ) কাপড় ধুতে গিয়ে তলিয়ে যাই বলে খবর। ঘটনাস্থলে সিভিল ডিফেন্স টিম পৌঁছে খোঁজখবর শুরু করেছে। ঘটনায় জানা যায়, রাতে নদীর ধারে গামলার উপরে কাস্টোমারের কাপড় ভিজিয়ে রেখেছিলেন সকালে পরিষ্কার করবেন বলে সাত সকালে ঘুম থেকে উঠেই দেখে রাতভর বৃষ্টির কারণে করোনা নদীর জল বেড়ে কাপড়সহ গামলা ভেসে যাচ্ছে। কিছুটা দূরে কাপড় ভর্তি গামলা দেখতেই জলে ঝাঁপ দেয় কাপড় বাঁচাতে। পরিবারের লোকজনের বক্তব্য সাঁতার না জানার কারণে জলে তলিয়ে যান কৃষ্ণা রজক। ঘটনার স্থলে পুরসভার কাউন্সিলর এবং প্রশাসন। নদীতে জোর তল্লাশি শুরু হয়েছে। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
3
comment0
Report
AGAyan Ghosal
Sept 19, 2025 04:16:14
Kolkata, West Bengal:RUSH QUAKE ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে এবং প্রশাসন ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে। রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ঘরবাড়িতে কম্পনের ছবি দেখা গেছে। অন্যদিকে আরেকটিতে রাস্তায় পার্ক করা একটি গাড়ি এদিক-ওদিক দুলতে দেখা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার পূর্বে এবং ১০ কিলোমিটার অভ্যন্তরে হয়েছে। এরপর পর পর পাঁচটি আফটারশক হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর সুনামির সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। গত শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা এলাকা। সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪। গত ২০ জুলাইতেই পরপর ৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকা।
0
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 03:47:33
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 19, 2025 03:30:37
Baruipur, West Bengal:বিশালাকৃতির কেউটে উদ্ধার,স্বস্তিঃতে পরিবার। বসবাসের জায়গা সংকীর্ণ হতেই চলতি বছরের শুরু থেকেই বেড়েছে বিষধর সাপের উপদ্রব। প্রতিদিনই প্রায় ঘটে চলেছে সাপে কামড়ানোর ঘটনা। এছাড়াও প্রায় প্রতিদিনই গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিষধর সাপ। ইদানিং গৃহস্থের বাড়ির মধ্যে অধিকাংশ সময় আশ্রয় নিচ্ছে । এমন কি বংশ বিস্তার করছে বিষধর সাপ। কেউটে,কালাচ,চন্দ্রবোড়া। ক্যানিং পূর্ব জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদহ ১ পঞ্চায়েতের মল্লিকাটী ভুলঙ্গপাড়া। ভুলঙ্গ পাড়ার বাসিন্দা মহাদেব সরদার। সকাল থেকে বাড়ির মধ্যে সাপের গর্জন শুনতে পাচ্ছিলেন। কিন্তু কোথাও সাপ দেখা যাচ্ছিল না। । ভয়ে ভয়ে ছিল সরদার পরিবার। কারণ গত মঙ্গলবার গভীর রাতে জীবনতলা থানার তাম্বুলদহ ২ পঞ্চায়েতের উত্তর হোমরা গ্রামের সাদ্দাম শেখ এর বাড়ি থেকে ১৪ টি কেউটে সাপের বাচ্চা ধরা পড়েছিল। বর্তমানে শেখ পরিবার ভয়ে আতঙ্কে বাড়ি ছাড়া। অন্যত্র বসবাস করছে। এমন খবর এলাকায় চাউর হয়েছিল।বৃহষ্পতিবার বিকালে সিড়ির মধ্যে একটি বিশালাকৃতির কেউটে সাপকে ঘোরাফেরা করতে দেখে সরদার পরিবারের সদস্যরা। ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। কি করবেন ভেবে উঠতে পারছিলেন না।খবর দেওয়া হয় বনদফতর কে।খবর পেয়ে বনদফতরের অস্থায়ী কর্মী কাবিল জমাদার ঘটনাস্থলে হাজীর হয়। দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট সময় কসরত করে বিশালাকৃতির কেউটে সাপটিকে বাগে আনে। প্রায় ৬ ফুট লম্বা চার কেজি ওজনের বিশালাকৃতির কেউটে সাপটি নির্জন পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সুত্রের খবর। এদিক সাপ ধরা পড়ার পর স্বস্তিঃ ফেরে সরদার পরিবারে। 190925ZG-BAR-CANNING-SHAP-R
1
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 19, 2025 03:01:48
Kolkata, West Bengal:শুক্রবার সকালের বিমানে দিল্লি গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের দাঙ্গায় হিন্দুদের পুনর্বাসন দিতে দেরি কেন হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্য পুনর্বাসন দিতে চায় না, রাজ্য সেখানে জানে তার দলের লোকেরা এই কাজ করেছে হিন্দুদের বাড়ি ঘর তোর পুড়িয়েছে। চেয়ারম্যান কাউন্সিলর বিধায়করা এই ঘটনায় যুক্ত রাজ্য সরকার চাইবে না রাজ্য সরকার চায়না ওখানে একজনও হিন্দু থাকুক। * জি এস টি সংস্কারের সাফল্য প্রসঙ্গে* * এই সাফল্য ভারতবর্ষের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাবে , ভারতবর্ষের অর্থনীতিতে অনেক বেশি পয়সা আসবে তার ফলে ভারতবর্ষের অর্থনীতি রোল হবে সাধারণ মানুষের সুবিধা হবে কারণ 12% এর যে স্লাব ছিল 28% যে স্লাব ছিল এই দুটোকে তুলে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের উপকার হবে।
1
comment0
Report
AGAyan Ghosal
Sept 19, 2025 02:46:05
Kolkata, West Bengal:MAHALAYA METRO মহালয়ায় স্পেশাল সার্ভিস। রবিবার ব্লু লাইন অর্থাত্‍ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে বাড়তি মেট্রো। শুধু তাই নয়, সপ্তাহের অন্যন্য কাজের দিনের মতোই সকাল থেকেই মিলবে পরিষেবা। দিনের শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিতই থাকছে। এখন রবিবার দিনভর ১৩০ মেট্রো চলে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম। মহালয়া উপলক্ষ্যে আগামী রবিবার দিনভর মেট্রো চলবে ১৮২টি। বস্তুত, অন্যন্য কাজের দিনের মতো সকাল ৬.৫০ ও ৬.৫৫ থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। মেট্রো তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নোয়াপাড়া সকাল ৬টা ৫০ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে ৬টা ৫৫ মিনিটে আর দমদম থেকেও সকাল ৬টা ৫৫ মিনিটেই প্রথম মেট্রো পাও যাবে। ফিরতি পথে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং সকাল ০৬টা ৫৮ মিনিটে। । অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল ৯.৫০-এর আগে মেট্রো পাওয়া যায় না। একে মহালয়া, তারপর আবার পুজোর আগে শেষ রবিবার। ফলে মেট্রোয় যাত্রীদের চাপ থাকবে। ভিড় এড়াতে ডিজিটাল টিকিটিং ব্যবস্থা ব্যবহার করার অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ। যেমন, স্মার্ট কার্ড এবং মোবাইল কিউআর টিকিট।
1
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 19, 2025 02:45:55
Baruipur, West Bengal:বাসন্তী থানায় এলাকায় একাধিক বাড়িতে রাজ্য সরকারের নামে সার্ভে পর ওই সব পরিবারদের কাছ থেকে টাকা তুলে সরাসরি দিল্লি এক সংস্থাকে পাঠানোর অভিযোগে, এক মহিলা কে তৃণমূল নেতা আটক করে বাসন্তী থানার পুলিশ হাতে তুলে দেয়। এই ঘটনা এলাকায় ছড়ায় চাঞ্চল্য। তদন্তে পুলিশ। রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করার অভিযোগে এক মহিলাকে আটক করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দিল এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা পরগণা বাসন্তীর থানার বিভিন্ন জায়গা এক মহিলা হাতে মোবাইল ও ট্যাব নিয়ে বাড়িতে বাড়িতে সার্ভে করতে বার হয়।সেই সব বাড়ির মহিলাদের সাথে বা পুরুষদের সাথে ওই মহিলা কথা বলে। সেখানে প্রশ্ন করে পাকিস্তান ভালো না ভারত? প্রশ্নের উত্তরে পাকিস্তান খারাপ ভারত ভালো। অমিত শাহ ভালো না রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো? অমিত সাহা খারাপ মুখ্যমন্ত্রী ভালো। পাকা বাড়ি না মাটির বাড়ি ? এরপর ওই পরিবারদের কাছ থেকে টাকা নেওয়া হয়। সেই টাকা নিয়ে দিল্লির কোন সংস্থায় সরাসরি পাঠানো হয় বলে অভিযোগ। আরো জানা যায় যাদবপুরে এই সার্ভের অফিস। এমন ঘটনা এলাকার তৃণমূল নেতা রাজা গাজীর কাছে পৌঁছায় খবর। এরপর রাতে ঐ তৃণমূল নেতার কাছে স্থানীয়রা ওই মহিলাকে বাসন্তীর শিমুলতলা তৃণমূল কার্যালয়ের সামনে নিয়ে আসে একরকম আটক করে। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় মহিলার কাছে ওই তৃণমূল নেতা রাজা গাজি। ধমকও দেওয়া হয় এই মহিলাকে। পরে কথার মধ্যে অসংগতি পাওয়ায় বাসন্তী থানার পুলিশকে খবর দিলে, পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই সার্ভে কি কারনে হচ্ছে? মহিলার সাথে আরো কারা কারা আছে তা খতিয়ে দেখছে বাসন্তি থানার পুলিশ। এই ঘটনায় রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 190925ZG-BAR-BASONTI-ATOK-R
3
comment0
Report
AGAyan Ghosal
Sept 19, 2025 02:15:33
Kolkata, West Bengal:GREEN METRO *কেন বারবার বিপত্তি একেবারে নবীন এবং টাটকা নতুন গ্রীন লাইনে?* অত্যাধুনিক প্রযুক্তি এর পিছনে অন্যতম বড় একটা কারণ। মেট্রোর টেকনিশিয়ান বা রক্ষণাবেক্ষণ কর্মীরা বিশ্বমানের সফটওয়ার এবং রেডিও ওয়েব সিস্টেমের সঙ্গে সড়গড় হতে পারেন নি পুরোপুরি। ২) গ্রীন লাইন মেট্রো বিশ্বমানের। এটি সম্পূর্ণ ভাবে রেডিও অ্যাকটিভ কমিউনিকেশনের সঙ্গে কানেক্টেড। রেডিও অ্যাকটিভ তরঙ্গ সুড়ঙ্গের মধ্যে সম্ভাব্য বিপদের আগাম বার্তা দেয়। যাতে মেট্রোয় কোনো টানেল বিপর্যয় না ঘটে। এই অতি আধুনিক হাই ফাই রেডিও অ্যাকটিভ কমিউনিকেশন নিজের ছুঁড়ে দেওয়া তরঙ্গের উপযুক্ত উত্তর বা রেসপন্স না পেলে কাজ করা বন্ধ করে দেবে। যেহেতু সিস্টেম টি স্বয়ংক্রিয় এবং রোবোটিক, তাই তার মনে হবে তরঙ্গের উত্তর মিলছে না মানে টানেল বা সুড়ঙ্গ পথ নিরাপদ নয়। তখন নিরাপত্তার স্বার্থে সে নিজে থেকেই গোটা সিস্টেম শাট ডাউন করবে। বুধবার ঠিক এই ঘটনাই ঘটেছিল। তারই অঙ্গ হিসেবে পাওয়ার ট্রিপ করে গেছিল। কারণ সেটাও এই স্বয়ংক্রিয় ব্যবস্থার অন্যতম অঙ্গ। ৩) ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় এটাকে বলা হয় *রিফ্লেকশন রিডিং ফেইল সেফ সিস্টেম।* বাংলায় মনে করলে দাঁড়ায় তরঙ্গের উত্তর না পেয়ে গোটা সিস্টেম নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া। ৪) বুধবার ওই সিস্টেম কল্যাপস করে। ফলে সমস্ত ট্রেনের লগারিদম বা সময়সারণী স্ট্যান্ড বাই মোডে চলে যায়। গোটা সিস্টেম ম্যানুয়ালি শাট ডাউন করতে হয়। তারপর আবার স্টেপ বাই স্টেপ সেগুলো অন করে প্রায় ২ ঘণ্টা পর মেট্রো পরিষেবা শুরু হয়। সঙ্গে UPS ব্যাক আপ রেখে দেওয়া হয়। ৫) বুধবার রাতের শেষ ট্রেন পরিষেবা শেষ হওয়ার পর গোটা সিস্টেম আরেকবার চেক করা হয়। কিন্তু বৃস্পতিবার একই ঘটনা ঘটে। বৃহস্পতিবার অবশ্য ঘটনার সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে মেট্রো সিদ্ধান্ত নেয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ওয়ান প্ল্যাটফর্ম ওয়ান ট্রেন পদ্ধতিতে অন্ততঃ আংশিক পরিষেবা সকল রাখার। ৬) এর আগে যখন এই মেট্রো পথ গ্রীন লাইন ওয়ান এবং টু এই দুটি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা পরিষেবা দিচ্ছিল তখন সাবেকি ব্যবস্থায় ট্রেন চলত। মাঝে এপ্রিল এবং জুন মাসে ৮ দিন করে মোট ১৬ দিন দুই প্রান্তের ট্রেন সম্পুর্ন বন্ধ রেখে স্বয়ংক্রিয় বিশ্বমানের সিগন্যাল ব্যবস্থা বসানো হয় গ্রীন লাইনে। এই কাজ যৌথ ভাবে RVNL এর সঙ্গে করেছিল একটি ফরাসি সংস্থা। সেই সংস্থা বিশ্বমানের এই রেডিও অ্যাকটিভ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট। ফলে একেকভাবে কলকাতা মেট্রোর ইঞ্জিনিয়ারিং বিভাগের গোটা ব্যবস্থায় সড়গড় না হওয়া পর্যন্ত এই ধরনের ঘটনা যে আবার ঘটবে না সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
7
comment0
Report
Advertisement
Back to top