Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144
कैनींग थाना के एसआई सायन भट्टाचार्य हत्या मामले में गिरफ्तार
PSPrasenjit Sardar
Jan 01, 2026 13:47:21
Baruipur, West Bengal
মহিলা হোমগার্ড খুনের অভিযোগে অবশেষে পুলিশের জালে ক্যানিং থানার এসআই ক্যানিং - গত ২৭ ডিসেম্বর ক্যানিং থানার পিছনে পুলিশ আবাসন থেকে থানার মহিলা হোমগার্ড গুলজান পারভীন মোল্লার(২২) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। মৃতার পরিবারের লোকজন ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ছয় সদস্যের একটি সিট গঠন করেন। সিটের প্রধান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রুপান্তর সেনগুপ্ত।পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করলেও অভিযুক্তের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোন ছিল বন্ধ। পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। উত্তর ২৪ পরগনা, এলাকায় বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ সেখানেও এসআই কে খোঁজ পাওয়া যায়নি। । এরপর গোপন সূত্রের খবর পেয়ে অবশেষে ক্যানিং থানার পুলিশ টীম হানা দেয় উত্তর ২৪ পরগনার স্বরুপ নগরে। বৃহষ্পতিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত সাব ইন্সপেক্টর কে।সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার পর থেকেই পলাতক ছিলেন ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্য।এসআই গ্রেফতার হওয়ায় মহিলা হোমগার্ড খুন কান্ডে তদন্তের অগ্রগতি হবে বলে আশাবাদী সব মহল।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Jan 01, 2026 13:47:39
Kolkata, West Bengal:১) বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক দিলীপ ঘোষ। আজ রাজ্য সভাপতির সঙ্গে বৈঠک করেছেন দিলীপ.. ২) দিলীপ নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন দলের একাংশের বিরুদ্ধে। জনপ্রতিনিধি হয় ভোটে লড়াই করতে চান দিলীপ ঘোষ.. ৩) ভোটার আগে দিলীপ ফেরায় তৃনমূলের কি চাপ বাড়লো.. ৪) বিজেপি তে বাইরে থেকে অনেকেই এসেছে : দিলীপ ৪) তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন ত্রীনমূলে আগুন लেগেছে, তাই মমতা ও অভিষেককে ছুটতে হচ্ছে.. ৫) অমিত শাহ মিটিংয়ে বলেছেন, তৃনমূলের জন্য অনুপ্রবেশ বাড়ছে। অশান্ত হচ্ছে গোটা দেশ.. ৬) এবার জেপি নাড্ডা আসছেন রাজ্যে.. ৭) বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে বাংলা ও অসম। এটা কি ভোটের কথা মাথায় রেখে.. ৮) অধীর চৌধুরী আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে.. ৯) সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট সামনে আসছে, আর জি কর আন্দলের অন্যতম মুখ অনিকেত মাহাতো জানিয়েছেন WBJDF ছাড়ছেন.. ১০) অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল থেকে শুরু করছেন আবার জিতবে বাংলা যাত্রা। অন্যদিকে কাল থেকে প্রচারে নামছে শুভেন্দুও। মালদহে সভা বিরোধী দলনেতার.. ১১) রায়গঞ্জ এর তৃনমূল যুব নেতার রহস্য মৃত্যু.. ১২) ২১ ফেব্রুয়ারি ছুটি বাতিলের সিদ্ধান্ত ইউনূস সরকারের.. ১৩) কাজল শেখকে রুপোর তরোয়াল উপহার দেওয়া।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 01, 2026 13:45:57
Kolkata, West Bengal:প্রতি বোর্ড অফ ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মহাশয়, অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, শেষ পর্যন্ত আমাকে 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্টে'র (WBJDF) বোর্ড অফ ট্রাস্ট থেকে এবং এই ট্রাস্টের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। এ ধরনের একটা বেদনাদায়ক সিদ্ধান্ত যে আমাকে নিতে হবে এর আগে আমি ভাবিনি। ট্রাস্ট এবং এক্সিকিউটিভ কমিটির সুনিদিষ্ট সম্পর্ক ঠিক না করে, আইনি পরামর্শ উপেক্ষা করে, যেভাবে এই কমিটি তৈরি করা হচ্ছে, সেটা আমি মনে করি সম্পূর্ণ অগনতান্ত্রিক এবং এর সাথে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনও সংগতিপূর্ণ নয়। আমি এ বিষয়ে আমার আপত্তির কথা বারংবার জানিয়েছি, আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছি, তাতে আপনারা কর্ণপাত করেন নি。 বিগত ৯ আগস্ট ২০২৪ আর জি কর মেডিকেল কলেজে অভয়ার মর্মান্তিক হত্যা ও ধর্ষণের প্রতিবাদে সমগ্র রাজ্য, দেশ, এমনকি দেশের বাইরেও যে অভূতপূর্ব গণআন্দোলন গড়ে উঠেছিল তাকে পরিচালনা করতেই 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্ট' (WBJDF) তৈরি হয়েছিল। এই আন্দোলন চলাকালীন আন্দোলনের কর্মপন্থা নিয়ে আপনাদের সাথে আমার মাঝে মাঝে মতপার্থক্য যে হয়েছিল সেটা আপনারা জানেন। তবুও ঐক্য বজায় রেখে আমার সাধ্যমত আন্দোলনে ভূমিকা পালন করে গেছি- সেটা আপনারা জানেন, দেশবাসীও জানেন। কিন্তু রাজ্য সরকার যখন প্রতিহিংসামূলক সিদ্ধান্ত নিয়ে আমি অনিকেত মাহাতো, দেবাশীষ হালদার ও আসফাকুৱা নাইয়া-এই তিনজনের পোস্টিং বেআইনিভাবে পরিবর্তন করে দিল, তখন দুজন জয়েন করে গেলেও প্রতিবাদ স্বরূপ আমি পরিবর্তিত জায়গায় জয়েন না করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কলকাতা হাইকোটের সিঙ্গেল বেঞ্চ ও ডিসিশন বেঞ্চ আমার পক্ষে রায় দেওয়ার পর সরকার সুপ্রিম কোটে আপিল করেছিল। সুপ্রিম কোর্টও আমার পক্ষে রায় দেয় ও দু সপ্তাহের মধ্যে আর জি করে জয়েন করানোর নির্দেশ দেয়। দু সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকার আমাকে জয়েন করতে দেয়নি। এ কথা আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত সর্বপ্রকার লড়াই করে যাব। অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে আমি প্রথম থেকেই যুক্ত হয়ে সাধ্যমত আমার ভূমিকা পালন করে গেছি, ভবিষ্যতেও আমি করে যাব। আশা করি আপনারা আমার এই পদত্যাগ পত্র গ্রহণ করবেন。 ধন্যবাদান্তে, অনিকেত মাহাতো ৩১ ডিসেম্বর, ২০২৫
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Jan 01, 2026 12:08:41
Kolkata, West Bengal:দিলীপ টিকট্যাকঃ পার্টি তাহলে নতুন জায়গা দিল আপনাকে? দিলীপ—পার্টিতে ছিলামই। लेकिन কোনও পদে ছিলাম না। আমি কখনই পার্টি থেকে নিজেকে আলাদা মনে করিনি। এতবড় পার্টি, उसकेাই ঠিক করেন কাকে কখন কীভাবে কাজে লাগাবে। এবার কোন ভূমিকায় আপনি? —আমি রাখঢাক করে কিছু বলিনা। ক্লিয়ার বলি। যে মেজাজে রাজনীতি শুরু করেছিলাম, সেই মেজাজেই রাজনীতি করব। বিরোধী পার্টি হিসেবে আমরা কাজ করছি। লড়াই করতে হবে। পশ্চিবঙ্গে যাযা হয়, যা নৈতিক নয়, তার বিরুদ্ধে লড়তে গেলে ওই মেজাজেই লড়তে হবে। পার্টি কী এতদিন ভুল বুঝেছিল? এতদিনে ঠিক বুঝতে পারল তাহলে? —পার্টিতে অনেকে মিলে সিদ্ধান্ত নেয়। যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন ঠিক মনে হয়। ঠিক হবেই এমন কারণ নেই। তাহলে তো পার্টি সবসময় জিতে যেত। ভাল হত। পার্টি যদি মনে করে ওটা ঠিক নয়, এটা ঠিক, সেটা মানার জন্য আমি প্রস্তুত আছি। গতকালের ব্যক্তিগত বৈঠকে কী হল অমিত শাহের সঙ্গে? —রাজ্যের হালচাল, কী অবস্থায় আছে পার্টি, কী হওয়া উচিত আর শেষে বললেন আপনি লাগুন পুরোপুরি। আপনাকে কাজ করতে হবে। আমি বললাম আমি প্রস্তুত আছি। বলুন কী করতে হবে? আপনেরতো প্রথম থেকেই প্রস্তুত ছিলেন। বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব কী মিটল? সেই বিষয়ে কী আলোচনা হল? বঙ্গবিজেপির নেতাদের কী শাহ কোনো নির্দেশ দিলেন আপনাকে সঙ্গে নিয়ে চলার জন্য? —সেটা নেতৃত্বের মধ্যে কী কথা হয়েছে আমি তো সেখানে ছিলাম না। এমএলএ এমপিদের বৈঠকে নির্বাচনে কীভাবে জিততে হবে শাহ বলেছেন। দিল্লীর নেতারা ঠিক করুন আমাকে কী কাজ দেওয়া হবে। তারা কথা বলে ঠিক করুন। সেটা ওনাদের ব্যাপার। আমাকে শাহ বলেছেন পুরো সময় দিয়ে লেগে পড়তে। আমি বলেছি আমি প্রস্তুত অছি। ২৬এ লড়বেন?খড়গপুরই চান? —সেটা ইলেকশন কমিটি, পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত। আমি লড়তে চাই আগেও বলেছি। বাকী পার্টির সিদ্ধান্ত। আমি খড়গপুরের কথা বলেই রেখেছি। ওখানে আমি বিধায়ক, সাংসদ ছিলাম। আমি এবারে ছিলাম না বলে ওখানে লোকসভায় রেজাল্ট ভাল হয়নি। ওখানকার লোকেরাও চান আমি ওদের সঙ্গে থাকি। খড়গপুরের ডেরা আমি ছাড়িনি। আগামিদিনের কর্মসূচি কী? —এখনতো উৎসবের মরশুম। আজ রাজ্যসভাপতির সঙ্গে বৈঠক করব। ওনার সঙ্গে বসে আগামীদিনের কর্মসূচি ঠিক হবে। সময় হলে জানবেন। আপনার কেন্দ্র পরিবর্তন করে আপনাকে ভোটে দাঁড় করানোয় পার্টির কী ভুল ছিল? —ঠিক ভুল জানিনা। হয়ত ওরা ভেবেছিল বর্ধমানে আমি জিতে যাব। মেদীনিপুর এমনিই জিতবে। পার্টির লাভ হবে। কিন্তু সেটা হয়নি। পার্টিকে সেটা বোঝাতে পারলেন এতদিনে? —আমার এটা বোঝানোর দরকার নেই। যারা এটা করেন তারা এটা বোঝার ক্ষমতা রাখেন।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Jan 01, 2026 09:59:44
Kolkata, West Bengal:আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শতাধিক আবাসনে হতে চলেছে বুথ। আর পাঁচটা বুথের মতোই এই বুথগুলো একই রকম আকার নিতে চলেছে। মঙ্গলবার রাজ্যের আট জন ডিইওর সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকেরা। নির্বাচন কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত যত সংখ্যক তালিকা পাওয়া গিয়েছে তাতে প্রায় শতাধিক আবাসনে আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ তৈরি হতে চলেছে। যদিও আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আবাসনের মধ্যে কত সংখ্যক মোট বুথ হবে তা চূড়ান্ত হয়ে যাবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। যদিও নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে কিন্তু যেখানে যেখানে বুথ তৈরি করার পরিস্থিতি থাকবে সেখানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
0
comment0
Report
Advertisement
Back to top