Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
राज्य के मुख्य चुनाव अधिकारी शाम सात बजे वीडियो कॉन्फरेंस में तकनीकी प्रशिक्षण देंगे
AMArkodeepto Mukherjee
Jan 01, 2026 10:04:42
Kolkata, West Bengal
আজ সন্ধ্যে সাতটায় সমস্ত দের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা। কমিশন সূত্রে খবর যে এটি একটি টেকনিক্যাল ট্রেনিং হতে চলেছে তাদের। অর্থাৎ হিয়ারিংয়ে পাওয়া তথ্যগুলি কিভাবে সার্ভারে আপলোড করতে হবে এবং সেখান থেকে কিভাবে চূড়ান্ত পর্যায়ে ঝাড়াই-বাছাই হবে সেই বিষয় বুঝিয়ে দেওয়া হবে তাদের। কমিশন সূত্রে খবর
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Jan 01, 2026 09:59:44
Kolkata, West Bengal:আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শতাধিক আবাসনে হতে চলেছে বুথ। আর পাঁচটা বুথের মতোই এই বুথগুলো একই রকম আকার নিতে চলেছে। মঙ্গলবার রাজ্যের আট জন ডিইওর সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকেরা। নির্বাচন কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত যত সংখ্যক তালিকা পাওয়া গিয়েছে তাতে প্রায় শতাধিক আবাসনে আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ তৈরি হতে চলেছে। যদিও আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আবাসনের মধ্যে কত সংখ্যক মোট বুথ হবে তা চূড়ান্ত হয়ে যাবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। যদিও নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে কিন্তু যেখানে যেখানে বুথ তৈরি করার পরিস্থিতি থাকবে সেখানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Jan 01, 2026 09:59:27
Kolkata, West Bengal:ফিরহাদ হাকিম: আমরা রাজনীতিক দল ও আমাদের কাজ হচ্ছে ত্রুটি হবে সেটা তুলে ধরা। কমিশন বিজেপি কোথায় দলদাস হয়ে গেছে । বিজেপি হয়ে থ্রেট করছে কমিশন। লজিক্যাল প্রশ্ন জবাব দেওয়া আমাদের কনস্টিটিউশন বডি জবাব দেওয়া। নির্বাচিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই সরকার ঠিক করবে মানুষের স্বার্থে প্রকল্প চলবে কি না। স্বাস্থ্য সাথী সবার জন্য। আয়ুষ্মান ভারতে প্রকল্প মুখ্য থুবড়ে পড়েছে। কমিশনের নোটিফিকেশনে রায় গে যে কোনো ভোটার বাদ হয়েছে। আমি কেন প্রমাণ করব আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নয়। আইপিএল নিয়ে তিনি বলেন সব ব্যাপারে সাম্প্রদায়িকতা করা। জয়শঙ্কর কালকে গিয়ে ছিলেন তাহলে তিনি কি গद्दার হয়ে গেছেন।গান্ধী জি নীতি হচ্ছে একমাত্র বিকল্প।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Jan 01, 2026 05:28:21
Kolkata, West Bengal:বছরের প্রথম দিন থেকেই প্রচারে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজ থেকেই পুরোদস্তুর প্রচারে নেমে পড়ল বাংলার শাসক দল। প্রচারের প্রথম পর্যায়ের নাম ‘বাংলার সমর্থনে সংযোগ’। রাজ্যের প্রায় ১,৮০০ জন বিশিষ্ট মানুষের বাড়়িতে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের ১৫ বছর কার্যকারিতা রিপোর্ট কার্ড। এই কর্মসূচির জন্য মোট ৩৮টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে সাংসদ, বিধায়ক এবং জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব থাকছেন। বিশিষ্টদের কাছে একটি করে কিটও পৌঁছে দেওয়া হবে। তাতে লেখা থাকবে ‘উন্নয়নের পাঁচালি’। থাকবে মুখ্যমন্ত্রীর লেখা চিঠিও। দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ কর্মসূচির নাম দেওয়া হয়েছে—‘উন্নয়নের সংলাপ’। যা বুথ স্তরে অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও জনসংযোগ পর্বে জোরাল ভাবে প্রচার করবে তৃণমূল। আগামীকাল থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দলের অভ্যন্তরে নেতাদের নিজেদের মধ্যে দূরত্ব ঘোচানো নিয়ে কড়া অবস্থান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপాధ্যায়। কে কেমন দলীয় প্রচার ও অন্যান্য কাজে থাকছে তাও নজরে রাখবে শীর্ষ নেতৃত্ব। ঔদ্ধত্য না দেখিয়ে আজ থেকে বুথ ভিত্তিক প্রচারে নামতে বলা হয়েছে。
0
comment0
Report
ASAyan Sharma
Jan 01, 2026 05:07:40
Kolkata, West Bengal:দেশ জুড়ে নিমেসুলাইড যুক্ত জ্বর ও ব্যথা সারানোর ওষুধ নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে নিমেসুলাইড-সহ পেনকিলার ও জ্বরের ওষুধ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। manufacturing, বিক্রি ও বিতরণ পুরোপুরি বন্ধ থাকবে। ১০০ মিলিগ্রামের বেশি ডোজের ট্যাবলেট ও সিরাপসহ সব ধরনের নেমেসুলাইড ফর্মুলেশনে থাকা ওষুধ নিষিদ্ধ। বিভিন্ন দেশে বহুদিন ধরে নিমেসুলাইড নিষিদ্ধ হলেও ভারতে শিশুহদের জন্য আগে থেকে বিধিনিষেধ ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়েছে যে নেমেসুলাইডের বিকল্প ওষুধ বাজারে আছে এবং ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ১৯৪০-এর আওতায় সিদ্ধান্ত নিয়ে হয়েছে। ১০০ মিলিগ্রামের বেশি ডোজ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়ায় বলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Indian Council of Medical Research-এর পরামর্শ অনুযায়ী নিমেসুলাইড নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 01, 2026 03:03:32
Kolkata, West Bengal:Weather *আবহাওয়া পয়েন্টার* ১) *শীতল হাওয়ার স্রোতেই শুরু নতুন বছর* মরশুমের শীতলতম দিন পেয়েছে ২০২৫ সালের শেষ দিন। তার থেকে সামান্য তাপমাত্রা বেড়ে গতরাতে কলকাতার পারদ ১১.৬ ডিগ্রি। ৪ জানুয়ারি রবিবার বিকেল পর্যন্ত খুব সামান্য করে ধাপে ধাপে পারদের উত্থান। সোমবার ৫ জানুয়ারি থেকে পরবর্তী সোমবার ১২ জানুয়ারি পর্যন্ত মারকাটারি শীতের আরো একটি স্পেল। ডিসেম্বরের শীত বনাম জানুয়ারির শীতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলবে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের。 ২) শীতের অনুভূতি আরো বেড়েছে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে থাকায়। পরপর ৪ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কখনও ৮, কখনও ৬ কখনও বা ৫ ডিগ্রি নিচে ছিল। ফলে দিনে রাতে শীতের কাঁপুনি ভালো রকম টের পাচ্ছে রাজ্য। আজ থেকে দিনের পারদও কিছুটা ঊর্ধ্বমুখী হতে চলেছে。 ৩) ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরবঙ্গের আট জেলা এবং দক্ষিণবঙ্গের দুই জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়াএ জেলাতে।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 01, 2026 01:18:12
Kolkata, West Bengal:নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব। সকাল থেকে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম। নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেজন্য প্রার্থনা করছেন ভক্তরা。 ভোর তিনটে সাড়े তিনটে থেকে ভিড় জমতে শুরু করছে কাশীপুর উদ্যানবাটিতে। বিভিন্ন জায়গা থেকে আসছেন ভক্তরা। উপলক্ষ্য কল্পতরু উৎসবে যোগ দেওয়া। করা হয়েছে বড় মঞ্চ। বিশেষ ব্যবস্থারও আয়োজন করা হয়েছে। সারাদিন ব্যাপী রয়েছে পুজো, আরতি, ধর্মসভা-সহ বিভিন্ন অনুষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভক্তদের ভিড়ও। ১৮৮৬ সালের এই দিনে রামকৃষ্ণ পারমার্থিক আশীর্বাদ করেছিলেন। ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ জ্ঞানের চোখ যেন খুলে যায়。 ১৮৮৬ সালের ১ জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তাঁর অনুগামীদের জীবনে ছিল এক "অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা।" রামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হন এবং তাঁর শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাঁকে নিয়ে জাওয়া হয়েছিল। ১ জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তাঁর অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, "তোমার কি মনে হয়, আমি কে?" গিরিশচন্দ্র বলেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস "মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।" রামকৃষ্ণ পরমহংস বলে, "আমি আর কি বলব? তোমাদের চৈতন্য হোক। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনিই এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তাঁর কাছে উপস্থিত ছিলেন।
0
comment0
Report
Advertisement
Back to top