Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210
बाढ़-भूस्खलन से बचाव: अवैध निर्माण रोकिए, धरातल के अनुसार सुरक्षित इमारतें बनाएं—सोनम वांगचु
CDChittaranjan Das
Oct 06, 2025 06:21:02
Durgapur, West Bengal
*উত্তরবঙ্গে বন্যার কারণে বিভিন্ন জায়গায় ধসের কবলে পড়ছে তার কারণ, অনিয়মিত এবং অবৈধ বাড়ি তৈরি। এই মাস খানেক আগে লাদাখের প্রখ্যাত বিজ্ঞানী এবং সমাজ সংস্কারক সোনম ওয়াংচু-র বক্তব্য আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। সেই বক্তব্য পাঠালাম। ভূমিকম্প মানুষকে মারে না, মারে দুর্বলভাবে তৈরি ভবন, সরকার এবং সমাজের মানুষ। সবাইকেই উন্নয়নের জন্য পাহাড়ের রাস্তা চিন্তা ভাবনা করে করা উচিৎ । এমনই কড়া সতর্কবার্তা দিয়ে গেছিলেন সাংবাদিকদের সামনে লাদাখের প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তিনি স্পষ্ট বলেছেন , "ভূমিকম্প কোনো পরিবেশগত কারণে হয় না, এটি একেবারেই প্রাকৃতিক ঘটনা এবং সময়ে সময়ে ঘটতেই থাকবে। তবে তাঁর মতে, আসল বিপদ ভূমিকম্প নয়, বরং ভুল নকশা ও দুর্বল নির্মাণে তৈরি ভবন।" হিমালয় অঞ্চললের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়ে তিনি বলেন,"এলাকায় ভূমিকম্প আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।" দায়িত্বশীল উন্নয়নের ডাক দিয়ে তিনি জানান, উন্নয়নমূলক কাজের সময় ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে এগোতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের শেখাতে হবে কীভাবে ভূমিকম্প-সহনশীল কাঠামো তৈরি করা যায়।" তিনি আরও বলেন, "ভূমিকম্প রুখে দেওয়া সম্ভব নয়, কিন্তু নিরাপদ নির্মাণই বাঁচাতে পারে অসংখ্য প্রাণ। যুবক যুবতীদের প্রযুক্তির দিকে না গিয়ে আমেরিকা ছুটছে ব্যাক অফিসে চাকরি করতে। গ্রামের সমস্যা দূর করতে হলে প্রযুক্তির ব্যবহার করতে হবে ।" ছবি 2C তে ফাইল নাম 0610ZG_DGP_SONM_OANGCHU_R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MCMoumita Chakraborty
Oct 06, 2025 08:20:07
Kolkata, West Bengal:Mamata Banerjee पूरी तरह Panic mode में हैं. उन्हें अब यह एहसास हुआ है कि पश्चिम बंगाल के लोगों ने Celebrities के साथ Carnival में डांस करने जैसे अमानवीय कदम को नापसंद किया है, जब उत्तर बंगाल बाढ़ और भूस्लैक्शन से जूझ रहा था, जिसमें कई लोग मरे और हजारों राहत शरण से बाहर थे. इसके विपरीत बीजेपी बंगाल के सांसद-MLA जमीन पर राहत कार्य कर रहे थे. अब उन्होंने पैनिक बटन दबा दिया है और अपने ‘Special Community’ के गुंडों को भड़काकर बीजेपी सांसदों और विधायकों पर हमला कराने की कोशिश की ताकि वे राहत कार्यों में बाधा डाल सकें. सांसद खगेन मुर्मु नागरकटा में accompany करने वाले बीजेपी प्रदेशाध्यक्ष समीक भट्टाचार्या के साथ राहत क्षेत्र में कुछ घायल हुए हैं. MLA डॉ शंकर घोष की गाड़ी भी सुरक्षा व्यवस्था के भीतर हमला में आघातग्रस्त हो गई. Mamata Banerjee, you can't intimidate BJP.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 06, 2025 08:18:51
Howrah, West Bengal:এবার বালিতে এটিএম জালিয়াতি। অল্পের জন্য টাকা খোওয়ানো থেকে গ্রাহকের রক্ষা। পুজোর আগে হাওড়ার বাধাঘাট এলাকায় এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছিল। গ্রাহক কার্ড এন্টারী করার পরে তা এটিএম মেশিনে আটকে যায়। উপায়ান্তর না দেখে এটিএম মেশিনের ওপর লেখা একটি হেল্পলাইন নম্বরে মোবাইল নাম্বারে ফোন করলে বেশ কিছু টাকা খোয়েছিলেন এক গ্রাহক। তখন সেই ঘটনায় থানায় অভিযোগ ও অনুসন্ধান হয়। আজও সকালে বালি একই ঘটনার পুনরাবৃত্তি। সকালে বালি পুরসভার উল্টো দিকে জি টি রোডের সামনে থাকা দুটি এটিএমের ঘটনা। এটিএম কার্ড ব্যবহার করলে তা মেশিনে আটকে যায়। দেখা যায় এটিএম কাউন্টার এর ভিতরে একটি ফেলহেল্পলাইন নাম্বার লেখা ছিল, যেটা দুষ্কৃতীরা লিখে রেখেছিল। যেখানে ফোন করলে নিশ্চিতভাবে টাকা চলে যেত। সৌভাগ্যবশত গ্রাহক সচেতন থাকায় অল্পের জন্য টাকার সঞ্চয় রক্ষা পেয়েছে। ব্যাপারটি লক্ষ্য করে তিনি লোকজনকে নিয়ে বিষয়টি দেখান. খবর যায় বালি থানায়। ঘটনার তদন্তে বালি থানার পুলিশ। এই মুহূর্তে দুটি এটিএম বন্ধ করে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জালিয়াতদের সন্ধান চলছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 06, 2025 08:18:35
Howrah, West Bengal:এবার বালিতে এ টি এম জালিয়াতি।অল্পের জন্য টাকা খোওয়ানো থেকে রক্ষা গ্রাহকের। পুজোর আগে হাওড়ার বাধাঘাট এলাকায় এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছিল।গ্রাহক কার্ড এন্ট্রি করার পরে তা এটিএম মেশিনে আটকে যায়।উপায়ান্তর না দেখে এটিএম মেশিনের উপরে একটা হাতে লেখা হেল্পলাইন মোবাইল নাম্বারে ফোন করে বেশ কিছু টাকা খুইয়েছিলেন এক গ্রাহক। তখন সেই ঘটনায় থানায় অভিযোগ এবং অনুসন্ধান হয়। আজও সকালে বালিতে একই ঘটনার পুনরাবৃত্তি।সকালে বালি পুরসভার উল্টো দিকে জি টি রোডের সামনে থাকা দুটি এটিএমের ঘটনা।এটিএম কার্ড ব্যবহার করতে গেলে তা মেশিনে আটকে যায়। দেখা যায় এটিএম কাউন্টার এর ভেতর একটি ফলস হেল্পলাইন নাম্বার লেখা আছে।যেটা দুষ্কৃতীরা লিখে রেখেছে। আর যেখানে ফোন করলেই নিশ্চিতভাবে খোওয়া যেত টাকা। সৌভাগ্যবশত গ্রাহক সচেতন থাকার জন্য অল্পের জন্য রক্ষা পেল তার সঞ্চিত অর্থ। ব্যাপারটি লক্ষ্য করেই তিনি লোকজন ডেকে বিষয়টি দেখান। খবর যায় বালি থানায়। ঘটনার তদন্তে বালি থানার পুলিশ। এই মুহূর্তে দুটি এটিএম বন্ধ করে দেয়া হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে জালিয়াতেদের সন্ধানের চেষ্টা করছে পুলিশ। বাইট..১..প্রণব ঘোষ(গ্রাহক) ২..সঞ্জয় ঘোষ(গ্রাহক)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 06, 2025 08:05:38
Jhargram, West Bengal:লক্ষী, সরস্বতী দুই বোন পুজিত হন বিনপুরের লক্ষ্মী পুজায়। বিনপুর ২ ব্লকের হাড়দা গ্রামে এই ব্যতিক্রমী লক্ষ্মী পুজো ১৬৩ বছর ধরে হয়ে আসছে। দেবী সরস্বতীর পরনে সাদা শাড়ি এবং দেবী লক্ষ্মীর পরনে হালকা গোলাপী রঙের শাড়ি। পুজোর ঘট উত্তোলনের সময়ে প্রতি বছর বিশেষ আতসবাজি প্রদর্শনেরও ব্যবস্থা করে হাড়দার লক্ষ্মী পুজো কমিটি। একই চালায় হয় লক্ষ্মী-সরস্বতীর আরাধনা। দুই দেবীর মাথার উপর থাকেন নারায়ণ। লক্ষ্মী ও সরস্বতীর দু’পাশে চার জন সখী থাকেন। তাঁদের ‘লুক-লুকানি’ বলা হয়। আয়োজকদের দাবি, নারায়ণের গোটা পরিবারইকেই এখানে পুজো করা হয়। এই ব্যতিক্রমী লক্ষ্মী পুজোর বেশ কদর রয়েছে জেলা জুড়ে। প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। গত কয়েক বছর সেই প্রথায় সামান্য পরিবর্তন করে পরিবেশবান্ধব আতসবাজির ব্যবস্থা করা হয়েছে। এই বছর পুজোর বাজেট প্রায় প্রায় আঠেরো লক্ষ টাকার কাছাকাছি। এখানকার পুজোর প্রধান আকর্ষণ সবুজ আতশবাজি, যা দেখতে কয়েক হাজার লোকের সমাগম হয় বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য ভুবন মন্ডল। এই পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় কর্মরত পরিবারের সদস্যরা একজোট হন। এখানে লক্ষ্মীপুজো এক দিনের নয়, টানা পাঁচ দিন ধরে হয়। সাত দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো কমিটির সম্পাদক তারাপদ সাহা বলেন, 'দেবী লক্ষ্মী পার্থিব-অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এখানে বিষ্ণুপরাণ মতে নারায়ণের দুই স্ত্রী- লক্ষ্মী ও সরস্বতী। তাই একজনকে ছেড়ে অন্য জনের পুজো কী ভাবে করতে পারি? সে জন্যই আমাদের পূর্বপুরুষদের শুরু করা লক্ষ্মী-সরস্বতী পুজো আজও একসঙ্গে করে চলেছি।'
0
comment0
Report
CDChampak Dutta
Oct 06, 2025 07:22:06
Kaji Chak, West Bengal:ঘাটালের মনসুকায় ঝুমি নদীতে নৌকো চড়ে বাড়ির পথে লক্ষ্মী নারায়ণ। আজ কোজাগরী লক্ষ্মীপূজো,পুজোর আগে ভাসছে ঘাটাল শহর ও গ্রামীণ এলাকা।নিচু এলাকাগুলিতে ডুবেছে রাস্তাঘাট,ঘরবাড়ি তারি মাঝে ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে নৌকোয় চাপিয়ে।ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর জলে নৌকো চড়ে লক্ষী নারায়ণ চলেছেন বাড়ির পথে।দীর্ঘগ্রামের বাসিন্দা শুভঙ্কর জানা,বাড়িতে ৫০ বছর হতে চললো কোজাগরী লক্ষ্মী পুজো করে আসছেন।তিনি জানান,অতিবৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে পারাপারের সব বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে,নৌকায় পারাপার করতে হচ্ছে।বাড়িতে লক্ষ্মী পুজো রয়েছে তাই বাধ্য হয়ে নৌকায় করে বাড়িতে প্রতিমা নিয়ে যেতে হচ্ছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 06, 2025 07:20:39
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 06, 2025 07:20:26
Chinsurah, West Bengal:হুগলীর বৈদ্যবাটি থেকে উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পরেন দুটি পরিবারের ৬জন পর্যটক।দুশ্চিন্তা কাটল ফোনে কথা বলে।আজই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। বৈদ্যবাটির একটি পরিবারের তিনজন সদস্য জয়ন্ত ও রেশমী বন্দ্যোপাধ্যায় এবং তাদের ছেলে রোহিত।আরেকটি পরিবারের তিনজন সদস্য স্নেহাশীষ ও সঙ্গীতা নিয়োগী ও তাদের কন্যা。 গত ১ তারিখ ব্যান্ডেল থেকে তিস্তা তোর্সা ট্রেন ধরে ২রা অক্টোবর নিউ মাল স্টেশনে নামেন তারা। সেখান থেকে তারা পৌঁছান দাওয়াপানি তে। সেখানে দুদিন থেকে গত ৫ তারিখ সন্ধ্যায় কাগে পৌঁছান তারা।সেখানে পৌঁছনোর সময় থেকেই দুর্যোগ শুরু হয়।রাত দশটার পর সেই দুর্যোগ ভয়ংকর রূপ নেয়।ভারী বর্ষন সঙ্গে বাজ পড়তে থাকে চারিদিকে। যেন পাহাড় ভেঙে পড়ছে মনে হয়। ঋষি খোলা নদীর জল ফুলে ফেঁপে উঠছে। ভয়ের রাতে একটা ঘরে সবাই মিলে রাত cuthান। সকালে উঠে দেখেন চারিদিক জলে ভর্তি। যে নদীর জল একদম নীচে ছিল , সেই নদী ভয়ংকর রূপ ধারন করে। একদিন কাগে তে আটকে থাকার পর আজকে অন্য রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হোম স্টে থেকে বের হয়েছেন তারা। ১৮বছর ধরে উত্তরবঙ্গ যাচ্ছেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। পাহাড় তাদের খুব ই প্রিয়। কিন্তু এ বারে গিয়ে যে অভিজ্ঞতা হল তার ভোলার নয় বলে জানান তার ভাই স্বরূপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,দাদা বৌদিদের কাগে একটি হোম স্টেতে ছিলো।প্রবল বর্ষন প্রাকৃতিক দুর্যোগে খুব খারাপ অবস্থা দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গের।ভাইপোর সঙ্গে ফোনে কথা হয়েছে।ওরা ভালো আছে,তবে খুব ভয় পেয়ে গিয়েছিলো আমরাও দুশ্চিন্তায় ছিলাম।আজ বাড়ি ফেরার ট্রেন ধরবে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 06, 2025 06:51:57
Baruipur, West Bengal:পথ চলিত মানুষকে মদের বোতল মাথায় মেরে খুনের চেষ্টা!আটক ২।আহত এক তরুনী সহ এক ব্যক্তি। তদন্তে পুলিশ। বাসন্তী - দুই যুবক মদের নেশায় বুঁদ। মদের নেশায় মাতাল হয় চালালো তাণ্ডব লীলা !অভিযোগ মদের বোতল দিয়ে এক তরুণী ও এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করে মদ্যপ দুই যুবক। রাতে রোমহর্ষক এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত হিরণ্ময়পুর স্কুল মোড় সংলগ্ন এলাকায়।পুলিশ দুই মদ্যপ যুবককে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা_gিয়েছে, বাসন্তীর ভারতগড় গ্রামের দুই যুবক মিজানুর গাজি ও মোস্তফা গাজি। এদিন রাতে আকণ্ঠ মদপান করে। মদ্যপ অবস্থায় বাঁশিরাম বাজারের দিক থেকে নতুনহাট বাজারের দিকে যাচ্ছিল বাইকে চেপে। পথে বাঁশিরাম বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই তারা প্রথমে পূজা মণ্ডল নামে এক পথচালক কিশোরীর মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর হিরণ্ময়পুর স্কুল মোড় এলাকায় গিয়ে আবারও তারা নির্মল বৈদ্য নামে এক ব্যক্তির মাথায় বোতল দিয়ে আঘাত করে।আঘাত পেয়ে চিৎকার শুরু করেন ওই ব্যক্তি।তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে।ওই দুই যুবক তখন পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের কে ধাওয়া করে।পালানোর সময় মোটর বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পুকুরের জলে পড়ে যায় তারা। স্থানীয়রা দুজনকে ধরে ফেলে। পুকুর থেকে দুজন কে তোলা হয়।দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেয় ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ। অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে বর্তমানে আহত পূজা মণ্ডল ও নির্মল বৈদ্যকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রাতের অন্ধকারে এমন ঘটনার জেরে বাঁশিরাম ও হিরণ্ময়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, কি কারণে ওই দুই যুবক এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 06, 2025 06:51:43
Baruipur, West Bengal:পথ চলিত মানুষকে মদের বোতল মাথায় মেরে খুনের চেষ্টা!আটক ২।আহত এক তরুনী সহ এক ব্যক্তি। তদন্তে পুলিশ। বাসন্তী - দুই যুবক মিজানুর গাজি ও মোস্তফা গাজি। এদিন রাতে আকন্ঠ মদপান করে। মদ্যপ অবস্থায় বাঁশিরাম বাজারের দিক থেকে নতুনহাট বাজারের দিকে যাচ্ছিল বাইকে চেপে। পথে বাঁশিরাম বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই তারা প্রথমে পূজা মণ্ডল নামে এক পথচারী কিশোরীর মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর হিরণ্ময়পুর স্কুল মোড় এলাকায় গিয়ে আবারও তারা নির্মল বৈদ্য নামে এক ব্যক্তির মাথায় বোতল দিয়ে আঘাত করে।আঘাত পেয়ে চিৎকার শুরু করেন ওই ব্যক্তি।তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে।ওই দুই যুবক তখন পালવાની চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের কে ধাওয়া করে।পালানোর সময়ে মোটর বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পুকুরের জলে পড়ে যায় তারা। স্থানীয়রা দুজনকে ধরে ফেলে। পুকুর থেকে দুজন কে তোলা হয়।দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেয় ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ। অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে বর্তমানে আহত পূজা মণ্ডল ও নির্মল বৈদ্যকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । আর রাতের অন্ধকারে এমন ঘটনার জেরে বাঁশিরাম ও হিরণ্ময়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, কি কারণে ওই দুই যুবক এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Oct 06, 2025 06:51:24
Durgapur, West Bengal:মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমল, তাই দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে ও জল ছাড়ার পরিমাণ আরও কমল। মাইথন জলাধার থেকে ১৯,০০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৬,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। গতকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ডে। তাই মাইথন এবং পাঞ্চেত জলাশারে জল বিপদসীমার নিচে নামছে। জল ছাড়ার পরিমাণও কমছে। গতকাল সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ছিল প্রায় ৭২,০০০ কিউসেক। আজ সকাল দশটা নাগাদ জল ছাড়ার পরিমাণ ৬৬,৫২৫ কিউসেক। তাই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির দামোদরের তীরবর্তী অঞ্চল গুলোতে যে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছিল সেটা সতর্কতা এখন অনেকটাই কমে গেছে。
0
comment0
Report
CDChampak Dutta
Oct 06, 2025 06:51:01
Kaji Chak, West Bengal:গতকাল দুপুরের পর জল কমলেও আজ ফের জল বাড়লো চন্দ্রকোনায় শিলابতীতে,ভোগান্তি অব্যাহত।গতকাল সকালের পর থেকে জল কমতে শুরু করেছিল চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীতে।এতে আশা করা হচ্ছিল জলমগ্ন এলাকায় অবনতি কম হবে।কিন্তু গতকাল একটানা ভারি বৃষ্টির জেরে আজ সকাল থেকে ফের জল বাড়লো চন্দ্রকোনার নদীগুলিতে।গতকাল জল কমে প্রাথমিক বিপদসীমার নিচে নেমে gastুরিপ্রাথমিক বিপদসীমা ছুঁই ছুঁই চন্দ্রকোনার শিলাবতীর বাঁকা পয়েন্টে,ফুঁসছে কেঠিয়াও।এদিকে ধীরগতিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী নদীতে,দ্রুত গতিতে জল বাড়ছে দাসপুরের রুপনারায়ন ও পুরনো কাঁসাই নদীতেও।এককথায় জলযন্ত্রণা থেকে এখনই নিস্তার নেই চন্দ্রকোনা ঘাটাল ও দাসপুরেরও।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 06, 2025 06:50:39
Kaji Chak, West Bengal:গতকাল দুপুরের পর জল কমলেও আজ ফের জল বাড়লো চন্দ্রকোনায় শিলাবতীতে, ভোগান্তি অব্যাহত। গতকাল সকালের পর থেকে জল কমতে শুরু করেছিল চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীতে। এতে আশা করা হচ্ছিল জলমগ্ন এলাকায় অবনতি কম হবে। কিন্তু গতকাল একটানা ভারি বৃষ্টির জেরে আজ সকাল থেকে ফের জল বাড়লো চন্দ্রকোনার নদী গুলিতে। গতকাল জল কমে প্রাথমিক বিপদসীমার নিচে নেমে গিয়েছিল আজ পুনরায় জল বেড়ে প্রাথমিক বিপদসীমা ছুঁই ছুঁই চন্দ্রকোনার শিলাবতীর বাঁকা পয়েন্টে, ফুঁসছে কেঠিয়াও। এদিকে ধীরগতিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী নদীতে, দ্রুৎগতিতে জল বাড়ছে দাসপুরের রুপনারায়ন ও পুরনো কাঁসাই নদীতেও। এককথায় জলযন্ত্রণা থেকে এখনই নিস্তার নেই চন্দ্রকোনা ঘাটাল ও দাসপুরেরও।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top