Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210
डर्गापुर की इस्पात नगरी में क्रिसमस की सुबह पिकनिक उमंग, लोग उत्सव में डूबे
CDChittaranjan Das
Dec 25, 2025 06:46:46
Durgapur, West Bengal
বড়দিনের সকাল থেকেই ফেস্টিভ মুডে উৎসব প্রেমি বাঙালি। দুর্গাপুর의 ইস্পাত নগরীর মেজর পার্কে পিকনিকের আমেজ। সকাল থেকেই দুর্গাপুর의 বিভিন্ন প্রান্তের মানুষजन জমেছেন পিকনিক করতে। খাওয়া-দাওয়া খেলা-ধূলা, আনন্দ, উচ্ছ্বাস চলছে একসাথে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Dec 25, 2025 08:08:30
Dihierench, West Bengal:“জঙ্গল রাজ চলছে বাংলায়, প্রকৃত সুশাসন আসবে এপ্রিলের পর” — নন্দীগ্রামে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। বললেন বাংলাদেশ ও নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে। সুশاسন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এখানে জঙ্গল রাজ চলছে। প্রকৃত সুশাসন এপ্রিল মাসের পর আসবে। নরেন্দ্র মোদিজীর আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার গড়বে, আর সেই সরকারই প্রকৃত সুশাসন দেবে।” শুভেন্দু অধিকারীর দাবি, ২০১১ সালে মানুষ লড়াই করে পরিবর্তন এনেছিল ঠিকই, কিন্তু সেই পরিবর্তন ছিল না প্রকৃত পরিবর্তন। তিনি বলেন, “সেই পরিবর্তনে সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে, কিন্তু গরিব মানুষ গরিবই রয়ে গেছে। আসল পরিবর্তন হবে নরেন্দ্র মোদিজীর আদর্শে ও তাঁর নেতৃত্বে। অটলজির স্বপ্ন পূরণ হবে。” অরাজকতা ও রাগ দাঁড় করিয়ে লুটপাট চলছে-এই প্রসঙ্গে অভিযোগ করে তিনি বলেন, “ট্রাক দাঁড় করিয়ে লুটপাট চলছে। সরকার বলে কিছু আছে নাকি? কিছু ইতর, কিছু বান্দর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু মৌলবাদী ধর্মান্ধদের হাতে রাজ্য চলে গেছে। এদের পশুর সঙ্গে তুলনা করলে পশুকেই অপমান করা হবে।” এমন পরিস্থিতিতে “আরেকটা ৭১ দরকার” মন্তব্য করে তিনি বলেন, “ওদের শিক্ষা দিতে হলে ভারত থেকে ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিন্দুরের মতো।” নিয়োগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এই সরকার কোর্টকেও মানে না। সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ দিতে বলেছিল, সেটাও মানেনি। তাই ইফেক্টেড লোকেদের কনটেম্প্ট করা উচিত।” সমাধান প্রসঙ্গে তিনি বলেন, “একটাই পথ—নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে ২০২১ সালে। নন্দীগ্রাম অনেক আগেই বুঝেছিল এই মহিলার হাতে সরকার গেলে সর্বনাশ হবে। পশ্চিমবঙ্গের মানুষ যদি সেই পথ বুঝতে পারে, তবেই মুক্তি আসবে। না হলে কৃষক ন্যায্য মূল্য পাবে না, মহিলারা সুরক্ষা পাবে না, বেকারত্ব দূর হবে না.” তিনি আরও বলেন, “নন্দীগ্রাম একে কম্পার্টমেন্টাল করেছে, আগামী দিনে প্রাক্তন করতে হবে।” এদিন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন করেন নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
0
comment0
Report
AMAshok Manna
Dec 25, 2025 08:03:58
Kolkata, West Bengal:কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর যুবকের বিরুদ্ধে । এলাকায় উত্তেজনা অভিযুক্তের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বাঙ্গুর হসপিটালে মৃত্যু ছাত্রীর। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরের ঘটনা। কলেজ ছাত্রীর পরিবারের অভিযোগ তার মেয়ে কে বিষ খাওয়ানো হয়, দীর্ঘ ১ মাস ধরে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বুধবার মৃত্যুর হয়। অভিযোগ area's যুবক বিশাল নস্কর দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিতেন , ছাত্রী সেই প্রস্তাবে রাজি ছিলেন না । এই নিয়ে কলেজ ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করত, নভেম্বরের 25 তারিখ ছাত্রীকে রাস্তায় আটকে তাকে পানীয় জলের সঙ্গে কীটনাশক খাইয়ে দেয় । বাড়ি ফিরে মায়ের কাছে বিষয়টি জানান সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দীর্ঘ একমাস ধরে বাচার লড়াই শেষে মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর । এই ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ। বাইট, মনোরঞ্জ নস্কর (মৃতের বাবা) নন্দরানি নস্কর +মৃতের মা)
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 25, 2025 07:51:30
Maipit, ওয়েস্ট বেঙ্গল:বড়দিনের ছুটিতে সুন্দরবনের কৈখালিতে পর্যটকদের ঢল, কুলতলি জুড়ে উৎসবের আমেজ সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কুলতলির কৈখালিতে আজ সকাল থেকেই উৎসবের আবহ। বড়দিনের ছুটিকে ঘিরে বিভিন্ন জেলা ও শহর থেকে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল হতেই পর্যটকদের আগমনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। চারদিকে পিকনিকের আনন্দ—কেউ মেতে উঠেছেন Cricket খেলায়, কেউ ব্যস্ত রান্নাবান্নায়, আবার কেউ গল্পগুজবে। অনেকেই নৌকায় Chhoded সুন্দরবনের মনোরম প্রকৃতি উপভোগ করছেন। পর্যটকরা নৌভ্রমণের মাধ্যমে ঝড়খালি, বনক্যাম্প সহ সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। নদী, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছেন তাঁরা। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশি বাহিনী। যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 25, 2025 07:49:19
Bankura, West Bengal:মারা গেলেন রাজ্যের ৬ বারের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গলমহলের আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ উপেন কিস্কু, প্রয়াত নেতাকে সিপিএম এর বাঁকুড়া জেলা কার্যালয়ে শেষ শ্রদ্ধা দলের নেতা কর্মীদের মারা গেলেন রাজ্যের ৬ বারের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়ার রাইপুর বিধানসভার ৮ বারের বিধায়ক উপেন কিস্কু। এ রাজ্যের জঙ্গলমহলের আদিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনের অন্যতম মুখ উপেন কিস্কু গতকাল রাতে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় সিপিএম এর বাঁকুড়া জেলা কার্যালয়ে। সেখানে তাঁর মরদেহে সম্মান দেন সিপিএম এর নেতা কর্মীরা। সত্তরের দশকে বাঁকুড়া জেলার জঙ্গলমহলে কেন্দু পাতা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসেন উপেন কিস্কু। পরবর্তীতে বাঁকুড়া জেলার বামপন্থী আন্দোলনের মুখ হয়ে ওঠেন পেশায় প্রাথমিক শিক্ষক উপেন কিস্কু। ১৯৭৭ সালে প্রথম রাইপুর বিধানসভা থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। তারপর থেকে টানা ৮ বার ওই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচনিত হন তিনি। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময়েও নিজের বিধানসভা থেকে বিপুল ব্যবধানে জয়ী হন সিপিএম এর জনপ্রিয় এই নেতা। ১৯৮২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন উপেন কিস্কু। দলের সর্বক্ষণের কর্মী হওয়ায় নিজের চাকরী ছেড়েছিলেন। আদিবাসীদের অধিকার রক্ষার তাগিদে মূলত তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আদিবাসী অধিকার মঞ্চ। পরবর্তীতে যার শাখা ছড়িয়ে পড়ে দেশের কোনায় কোনায়। মূলত তাঁর উদ্যোগে জঙ্গলমহলের জেলাগুলিতে গ্রামে গ্রামে স্থাপিত হয় বহু সরকারি স্কুল ও আদিবাসী সমবায়। যা জঙ্গলমহলের শিক্ষা ও আর্থ সামাজিক পরিবেশ বদলে বিশেষ ভূমিকা নেয়। ২০১৬ সালের পর সরাসরি সংসদীয় রাজনীতিতে না থাকলেও শেষদিন পর্যন্ত দলের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। নিয়মিত যাতায়াত করতেন রাইপুরে সিপিএম এর দলীয় কার্যালয়ে। দিন কয়েক আগে বাড়িতে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে শুরু করলে তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়。
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 25, 2025 07:48:19
Kolkata, West Bengal:বন্দে মাতরমের ১৫০ বছর: এখন পর্যন্ত online রেজিস্ট্রেশন ২ লাখ ১৯ হাজার ৪১৪ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিরাট আয়োজনে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্তকারী বঙ্কিমচন্দ্রের চিরন্তন সেই সৃষ্টির মাহাত্ম্য তুলে ধরা হবে। এই মঞ্চে বন্দেমাতরমের ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে ও শিল্পকলা, নাচে-গানে সৃজনশীল পরিবেশনার জন্য পশ্চিমবঙ্গজুড়ে অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলার অংশগ্রহণকারীদের কাছে আহ্বান,আপনারা এই অনুষ্ঠানে স্বতঃস্ফুর্তভাবে যোগদান করে সংগীত , নৃত্য এবং শিল্পকলার মাধ্যমে নিজেদের প্রতিভা sবার সামনে তুলে ধরুন। এই উৎসবের উদ্দেশ্য আমাদের চিরন্তন ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি,পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসা নতুন শিল্পী এবং প্রতিভাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। যাঁদের সৃজনশীল পরিবেশনা সবার নজর কাড়বে, সেই সেরা শিল্পীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার এবং জেলাতরে বিশেষ স্বীকৃতি শ্রেণিভিত্তিক অংশগ্রহণ নির্দেশিকা অংশগ্রহণকারীরা তিনটি শ্রেণির যেকোনো একটিতে বা একাধিক শ্রেণিতে নিবন্ধন করতে পারবেন: সংগীত: বন্দে মাতরম, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, ভক্তিমূলক গান, বাংলা লোকগান নৃত্য: একক বা দলগত – দুটোই গ্রহণযোগ্য। বিশেষভাবে উৎসাহিত নৃত্যশৈলী- রাইবাঁশ, ছৌ, গাজন, অন্যান্য বাংলার লোকনৃত্য অঙ্কন: অংশগ্রহণকারীরা যে কোনো একটি থিম বেছে নিতে পারবেন– বন্দে মাতরম-এর চেতনা, ভারতের স্বাধীনতা আন্দোলন, বাংলার প্রকৃতি ও সৌন্দর্য, জাতীয় প্রতীক বা দেশাত্মবোধক বিষয় বিভাগ অনুযায়ী সময়সীমা সংগীত: ভিডিও সর্বোচ্চ ২ মিনিট হতে হবে, MP3 বা MP4 ফরম্যাটে。 নৃত্য: ভিডিও সর্বোচ্চ ৩ মিনিট হতে হবে, MP4 ফরম্যাটে。 অন্যান্য কোনও ফরম্যাটে জমা দেওয়া কাজ গ্রহণ করা হবে না। এছাড়াও, সময়সীমা ছাড়িয়ে গেলে বা ঠিক ফরম্যাটে না দিলে আপনার ফাইল যাচাইয়ের সময় বাতিল হতে পারে。 বিষয়বস্তু যেন উপযুক্ত ও শালীন হয় নৃত্য -সংগীত এবং শিল্পকর্মে অবশ্যই সাংস্কৃতিক সৌজন্যতা বজায় রাখতে হবে এবং তা যেন জনগণের সামনে প্রদর্শনের উপযুক্ত হয়。 সাংস্কৃতিকভাবে শ্রদ্ধাশীল হবে সর্বসাধারণের দেখার উপযোগী হবে কোনো রাজনৈতিক বার্তা থাকবে না কোনো আপত্তিকর বা অশালীন বিষয়বস্তু থাকবে না
0
comment0
Report
ASAyan Sharma
Dec 25, 2025 07:48:04
Kolkata, West Bengal:ক্রিসমাসে সেজে উঠেছে শহর, আনন্দে মাতোয়ারা মানুষজন। বিভিন্ন জায়গায় যেমন উৎসব অনুষ্ঠানের ঘনঘটা, একইভাবে নজর কাড়া কেকের সন্ধান নিয়ে হাজির কসবার টেস্ট এন্ড বাইট (Taste and bite)। এই সংস্থার শহর জুড়ে বিভিন্ন স্টোর রয়েছে। মজাদার কেকের স্বাদে ভিড় জমাচ্ছেন মানুষজন। এই সংস্থার তরফ থেকে রিজিওনাল সেলস ম্যানেজার, শৌণক মুখার্জি জানান, এবারে নলেন গুড়ের কেকের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তাদের নলেন সুখ কেক এতটাই বিক্রি হচ্ছে যে দিয়ে উঠতে পারছেন না তারা। ইতিমধ্যেই বিভিন্ন স্টোর থেকে উধাও তাদের এই কেক। মানুষ এসে এই কেক খুঁজছেন। জি ২৪ ঘন্টা ক্যামেরা কসবাতে টেস্ট এন্ড বাইট এর স্টোর এ গিয়ে দেখে একাধিক জায়গায় ফাঁকা। সংস্থার তরফ থেকে দাবি মানুষকে কেক দিয়ে উঠতে পারছেন না, এতটাই চাহিদা। সব মিলিয়ে বলাই যায়, এবারে ক্রিসমাসে মিষ্টি স্বাদে নজর কেড়েছে, এবারে টেস্ট অ্যান্ড বাইট এর কেক। বাইট, শৌণক মুখার্জি, রিজিওনাল সেলস ম্যানেজার, টেস্ট অ্যান্ড বাইট
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 25, 2025 07:47:49
Arambag, West Bengal:আরামবাগঃ২৫ ডিসেম্বর খেলা মেলায় দেদার অর্থ খরচ, এমনকি গান করে শিল্পীরা টাকা লুটে নিয়ে যাচ্ছে অথচ পৌরসভার গাছে জল দেওয়ার লোক নেই।জলের অভাবে শুকিয়ে যাচ্ছে গাছগুলি। আর বিরোধীদল বলছে গাছ লাগাতেও কাটমানি খেয়েছে পৌরসভা। গাছগুলি শুকিয়ে গেলে আবার নতুন করে গাছ বসানো হবে। তখনও আবার কাট মানি আসবে শাসকের পকেটে। তাই ইচ্ছা-کرভাবে অযত্ন করে গাছ গুলিকে মেরে দেওয়া হচ্ছে। আর গাছ গুলি নষ্ট হয়ে গেলে ফের গাছ লাগানো হবে আর তা থেকেই নেওয়া হবে কাট মানি।এমনই অভিযোগ উঠেছে শহর জুড়ে。 পুরসভার উদাসীনতায় এবার পোস্টারও পড়ল।পুরপিতাকে উদ্দেশ্য করে লেখা,"আমাদের তৃষ্ণা মেটান"। আমাদের জল দিন,আমাদের বাঁচান"যদিও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।তার বক্তব্য, জল দেওয়া হয়।তবে এবার টাইমিং টা বাড়াতে হবে। যদিও বিরোধীরা দাবি করেছেন,ইচ্ছাকৃতভাবেই পুরসভা মূল্যবান গাছ গুলি কে পরিচর্যা করেনি।তার একমাত্র কারণই হল কাট মানি খাওয়া।গোটা শহর জুড়ে প্রধান সড়কের মাঝখানে যে ডিভাইডার আছে তাতে অসংখ্য গাছ লাগানো আছে।যেটা ঠিকঠাক পরিচর্যা করা হলে শহর শুধু সৌন্দর্যই বাড়ত না, দূষণের হাত থেকেও রক্ষা পেত শহর।কিন্তু বাস্তবে সেটা কিছুই হয়নি।সাধারণ মানুষ জনও বিরক্ত পুরসভার এই উদাশীনতায়।অবিলম্বে এই পোস্টার দেখেও যদি গাছ গুলি রক্ষা করার উদ্যোগ নেয় পুরসভা তাহলে শহরের পরিবেশও বাঁচবে। কেবল, খেলে,মেলা,করলে হবে না। এগুলোরও রক্ষা করার দায়িত্ব নিক পুরসভা।তা না হলে অচিরেই শহরে দূষণ ছড়িয়ে এলাকাকে পুরোপুরি বিপজ্জনক করে তুলবে।
0
comment0
Report
ABArup Basak
Dec 25, 2025 07:47:18
Mal Bazar, West Bengal:*পিকনিক স্পটগুলিতে নো প্লাস্টিক জোন ঘোষণা প্রশাসনের। আজ থেকে থাকছে বিশেষ নজরদারি...* বড় দিন পরতেই বিভিন্ন পিকনিক স্পটে মানুষের ভির জমবে। তার আগে প্রশাসনের কড়া নির্দেশিকা বিভিন্ন পিকনিক স্পটে। মালবাজার মহকুমার মাটিয়ালি ব্লকের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র সামসিং লালিগুরাস পিকনিক স্পটকে ‘নো প্লাস্টিক জোন’ হিসেবে ঘোষণা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। লালিগুরাস পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঘোষণা করা হয়। জেলা প্রশাসনের ‘পরিষ্কার পর্যটন’ কর্মসূচির অন্তর্গত এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বড়দিন। শীতের মরসুমে লালিগুরাস পিকনিক স্পটে দূরদূরান্ত থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন। পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমান অসংখ্‌ পর্যটক। পরিবেশ রক্ষার স্বার্থে এবার থেকে এই পর্যটন কেন্দ্রে প্লাস্টিকজাত কোনও সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিকনিক করতে আসা দলগুলিকে প্রশাসনের নির্দিষ্ট স্টল থেকে শাল পাতার থালা ও মাটির গ্লাস কিনতে হবে। তারপরই তারা পিকনিক স্পটে প্রবেশ করতে পারবেন। প্লাস্টিকজাত কোনও সামগ্রী ব্যবহার করা যাবে না। পাশাপাশি পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলার জন্য আলাদা ডাস্টবিনের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন জানান, জলপাইগুড়ি জেলার মোট ১১টি পর্যটন কেন্দ্রকে ‘নো প্লাস্টিক জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যটক ও পিকনিক পার্টিদের প্লাস্টিক ব্যবহার না করার জন্য আবেদন জানান তিনি। প্রশাসনের নির্দেশ অমান্য করলে জরিমানার ব্যবস্থাও নেওয়া হবে বলে স্পষ্ট করেন জেলাশাসক। মন্ত্রী বুলুচিক বড়াইক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, এডিএম রওনক আগারওয়াল, মাল মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল, মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এদিন লালিগুরাসে আগত পর্যটকদের প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে সচেতনতা প্রচার চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 25, 2025 06:32:04
Arambag, West Bengal:আরামবাগঃ২৫ ডিসেম্বর পঞ্চায়েত সমিতিতে নেতারাই নামে বেনামে যুক্ত ঠিকাদারিতে,তারাই পাচ্ছে কাজ,এদিকে কাজ না পেয়ে ক্ষোভে ফুঁসছে পুরশুড়ার সাধারন ঠিকাদাররা। ঘটনাকে কেন্দ্রকরে পুরশুড়া বিডিওর দ্বারস্থ হয়েছেন পুরশুড়ার ঠিকাদার ইউনিয়নের সদস্যরা। তাদের দাবী,ব্লক প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ব্লক এলাকাজুড়ে সরকারি কাজ করে যাচ্ছে ব্লকেরই কর্মী অথবা পঞ্চায়েত সমিতির সদস্যরা। নামে-বেনামে ঠিকাদারি সংস্থা খুলে ব্লক এলাকায় ঠিকাদারি কাজে তাদেরই একচ্ছত্র আধিপত্য। ব্লক এলাকার অন্যান্য ঠিকাদারদের বঞ্চিত করা হচ্ছে। নিজেদের প্রভাব খাটিয়ে পুরশুড়া ব্লক এলাকায় কাজ আদায় করে নিচ্ছে তৃণমূল পরিচালিত পুরশুড়া পঞ্চায়েত সমিতির সদস্যরা। এমনকি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বা সদস্যদের আত্মীয় নামে ঠিকাদারির সাথে যুক্ত বলে অভিযোগ উঠেছে। তৃণমূল নেতাদের মধ্যে ঠিকাদারির প্রবণতা ও তা নিয়ে দলের অন্দরে ক্রমবর্ধমান গোষ্ঠী কোন্দল সামাল দিতে তৃনমুলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি দলে থেকে ঠিকাদারি না করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন। তারপরই পুরশুড়া পঞ্চায়েত সমিতি থেকে রীতিমতো রেজুলেশন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুরশুড়া এলাকায় ব্লকের কর্মী বা পঞ্চায়েত সমিতির সদস্য,কর্মাধ্যক্ষরা নামে বেনামে ঠিকাদারির সাথে যুক্ত থাকবে না। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদারিতে নেমে পড়েছে পঞ্চায়েত সমিতির আধিকারিক থেকে ব্লকের কর্মীরা। বিজেপি বলছে,ঠিকাদারির নামে তোলাবাজি ও কাটমানি সহজেই পকেটে যাওয়ার সুযোগ,তাই তৃনমুল নেতারা area's উন্নয়ন ছেড়ে ঠিকাদারিতে মন দিয়েছে। এদিকে এলাকার ঠিকাদার ইউনিয়নের দাবী,বিডিওকে কাঠের পুতুল বানিয়ে এই ঘটনা চলতে থাকায় মার খাচ্ছে এলাকার সাধারন ঠিকাদাররা। পুরশুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক ঘটনার কথা স্বীকার করেছেন। তবে এনিয়ে পদক্ষেপ গ্রহনের জন্য তিনি বিডিওকে অনুরোধ করবেন বলেও দাবী করেছেন। পুরশুড়ার বিডিও মদনমোহন মুর্মু বলছেন,ব্লক থেকে রেজুলেশন করা হয়েছিল কি না জানি না,তবে অভিযোগ পেয়েছি। ঘটনা খতিয়ে দেখছি。
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 25, 2025 06:19:26
Barrackpore, Kolkata, West Bengal:নৈহাটি উৎসবে এসে সুব্রত বস্কির একটা কথা আর তাতেই হাজার ও প্রশ্নের জন্ম দিল। পার্থ জীবনে এমন ভুল না করে সাংসদ পদ ছেরে বিধায়ক পদের জন্য চেষ্টা করেন। পার্থ কে অনুরোধ করবো এই সাংসদ হিসেবে ই থাকতে হবে। কারন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে ভারত বর্ষে নতুন দিগন্ত তৈরি হবে ।কারন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সরকার ভেঙে দেবে।আর এতে পার্থ ভৌমিকের বড় অবদান থাকবে। আর এই কথাতেই নতুন প্রশ্নের জন্ম দিল তা হলে কি পার্থ ভৌমিক বিধানসভা ভোটে দারাতে চাইছেন। সাংসদ হিসেবে তিনি क्या আর থাকতে চাই ছेन না। কেন সুব্রত বস্কি কে কেন এই কথা বলতে হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন তৈরি হয়েছিল পার্থ ভৌমিক আবার নৈহাটি থেকে বিধানসভায় দারাচ্ছে। সেই গুঞ্জন কেই যেন উস্কে দিল। 251225_BKP_SUBRATA_BOSKI 2C TE
0
comment0
Report
christmas
Advertisement
Back to top