Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
मिथुन बोले: आख़िरी बूंद खून तक भी बंगाल को बांग्लादेश नहीं बनने देंगे
KBKamalakshya Bhattacharjee
Dec 25, 2025 07:48:36
Kolkata, West Bengal
মিঠুনঃ শেষ রক্তবিন্দু দিতে হলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Dec 25, 2025 09:31:42
Belna, West Bengal:সকাল থেকে পিকনিক, সন্ধ্যায় চার্চের মেলা ফেস্টিভ মুডে বাঙালি। শীতের শিরশিরানি, আকাশজুড়ে হালকা কুয়াশা কখনও আবার নরম রোদের ঝিলিক—চারদিকে ছুটির আমেজ। রকমারি কেক-পেস্ট্রির মিষ্টি গন্ধে ম-ম করছে পরিবেশ। সোয়েটার-টুপি গায়ে চাপিয়ে ছোট থেকে বড় সকলেই আনন্দে শামিল। কারণ আজ বড়দিন। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের শহর শহরতলি কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক άνθρωস—সব বয়সের মানুষ—সবারই উপচে পড়া ভিড়। জিঙ্গল বেলসের সুরে কেউ কেউ গলা মিলিয়ে গান গাইছেন, ক্রিসমাসের আনন্দে সকলেই যেন মাতোয়ারা। পূর্ব বর্ধমানের ওড়গ্রামের ফরেস্ট এলাকায় সকাল থেকেই পিকনিকের আনন্দে মেতে উঠেছেন ৮ থেকে ৮০—সব বয়সের মানুষ। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে দল বেঁধে বনাঞ্চলে ভিড় জমিয়েছেন পিকনিকপ্রেমীরা। সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে এলাকাজুড়ে। উৎসবের দিনে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য ওড়গ্রাম ফরেস্ট ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশেই বড়দিন উদযাপন করছে বাঙালি।
0
comment0
Report
PCPartha Chowdhury
Dec 25, 2025 09:31:21
Bardhaman, West Bengal:বিলের জলে নৌকা বাঁধা। সুর ধরেছেন লোকশিল্পী। ' সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি।' সে সুরের নস্টালজিয়ায় আচ্ছন্ন হতে চাইলে চলে আসুন বাঁশদহ বিলের মন কেমন করা মেলায়। আজ ২৫ শে ডিসেম্বর। গোটা ভারতে নানা সেলিব্রেশন। পৃথিবী এখন ভুবনগ্রাম। নানা ধরণের উৎসবের ভিড়ে অন্যরকম কিছু উৎসব আছে। এর মধ্যে পূর্বস্থলীর বাঁশদহ বিলে বসেছে খাল বিল চুনোমাছ পিঠेपুলির উৎসব। আজ থেকে ২৫ বছর আগে স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়ে这个 মেলার এখন বাংলার বড়দিনের অন্যতম আলোচনার কেন্দ্রে। এই মেলায় এলে আপনি হারিয়ে যাবেন, পথ হারাবেন অতীতের বাঁকে। বাংলার হারিয়ে যেতে বসা প্রাণসম্পদকে খুঁজে পেতে আজ থেকে তিনদিন পূর্ব বর্ধমানের প্রত্যন্ত পূর্বস্থলীর বাঁশদহ বিলে চলবে খাল,চাঁদের বিলে এই উৎসব। বিলের মায়াবী জলরাশিকে সাক্ষী রেখে বিলের মাঝে আর পাড়ে মঞ্চ বেঁধে একেবারে গ্রামবাংলার কায়দায় বর্ষশেষের উদযাপন। বাংলার হারিয়ে যাওয়া চুনোমাছ, পিঠে-পুলির স্বাদ নতুন করে তুলে ধরতে ২৫ বছর আগে এই অভিনব উৎসবের সূচনা করেন এখনকার মন্ত্রী স্বপন দেবনাথ। তিনদিন ধরে চলবে নৌকাবিহার৷ বাউল থেকে লোকসংগীত৷ লোকজীবনের সাথে যুক্ত নানা জিনিসের প্রদর্শন। সঙ্গে গ্রাম্য মেলার মজা। রেফারেন্স : ২০০০ সালে নতুন ভাবনা নিয়ে উৎসবের শুরু হয়। এখানে এলে প্রকৃতি আর লোকজীবনের ছোঁয়ায় মন ভরে যাবেই। বড়দিনে খাল-বিল উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে পূর্বস্থলী। বড়দিনেই শুরু হল পূর্বস্থলী ১ ব্লকের খাল বিল চুনো মাছ, পিঠেপুলি এবং প্রাণী পালন উৎসব। মেলায় আছে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি স্টল। সেইসঙ্গে থাকছে বাউল সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরই রাজ্যের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এবং খাল-বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই উৎসবের আয়োজন করা হয়। মূলত জলাশয়গুলিকে রক্ষা করা এবং তারই সঙ্গে বাংলার হারিয়ে যাওয়া পুঁটি, খলসে, মৌরলা প্রভৃতি চুনোমাছকে বাঁচিয়ে তোলা লক্ষ্য নিয়েই এই উৎসবের আয়োজন করে থাকেন স্বপনবাবু। বিল সংস্কার, পাশ দিয়ে রাস্তা তৈরি, আলোর ব্যবস্থা, পর্যটকদের থাকার ব্যবস্থা হয়েছে গত এক দশকে। বিলের দু’পাশ এবং জলাশয়ের মাঝে তৈরি করা হয় মঞ্চ। নৌকা দিয়ে তৈরি মঞ্চে ভোর থেকেই বিলে ভেসে ভেসে পল্লিগীতি, লোকগীতি, ভাটিয়ালি, বাউলগান শোনাতে শুরু করেন শিল্পীরা। দেশি প্রজাতির নানা চুনো মাছ বাঁচাতে খাল-বিল রক্ষার ডাক দিয়ে এই উৎসব শুরু করেছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তখন তিনি বিরোধী নেতা।এই অভিনব উদ্যোগ সাড়া ফেলে এলাকায়। ২৫ বছরে পা দেওয়া সেই উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার । চুনো মাছ ছাড়াও, শীতের মরসুমে হারানো পিঠে-পুলির স্বাদ ফেরানোর চেষ্টা করেছেন উদ্যোক্তারা। হাল ফিরেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাঁশদহ বিলেরও। অন্যরকম উদ্বোধন হল উৎসবের। অতিথিদের দেওয়া হল বিলের ফোঁটা লাল শালুক। উপস্থিত ছিলেন মন্ত্রী, জেলাশাসک, পুলিশ সুপার থেকে শুরু করে ভি আই পি।অজস্র সাধারণ মানুষও এদিন নিমন্ত্রিত। অতিথিদের জন্য থাকে মধ্যহ্নভোজের ব্যবস্থা। প্রতিবারের মত মেনুতে আছে, ভাত, ডাল, ধনেপাতা বাটা, বেগুনপোড়া, মৌরলা, খয়রা, শোল, কই,ল্যাটা, পুঁটি বেলে-সহ ১২ রকমের চুনো মাছের পদ ও বিল থেকে ধরা কাতলা মাছের কালিয়া, চাটনি এবং নলেন গুড়ের পায়েস। এবারেও নানা জায়গা থেকে অতিথিরা এসেছেন। তিনদিন ধরে মেলা কমিটির ব্যস্ততা এখন তুঙ্গে। নাগরিক ক্লান্তি থেকে দূরে বাঁশদহ - চাঁদের বিলে বিলে এলে দিনটা মাত হয়ে যাবে। বিলের জলে নৌকা বাঁধা।সুর ধরেছেন লোকশিল্পী।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 25, 2025 09:30:56
Durgapur, West Bengal:"মীরজাফর তিওয়ারি গো ব্যাক" লেখা পোস্টার পড়ল এলাকায়। নিচে লেখা "সৌজন্যে সরপী গ্রামবাসীবৃন্দ" । শ্লোগানও দেওয়া হল। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির পরিবর্তন যাত্রা কর্মসূচির দিনেই এই পোস্টার ঘিরে আর এই স্লোগান ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা। এলাকার মানুষের অভিযোগ,"বিধায়ক থাকাকালীন কোনো উন্নয়নমূলক কাজ করেননি। এলাকায় একটি ভবনের কাজ আটকে রয়েছে। সেই কাজ শুরু করার ব্যবস্থা করেছেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই জন্যই প্রতিবাদে সামিল হয়েছি।" পাল্টা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এর জবাব আমাকে দেওয়ার দরকার নেই। এর জবাব এলাকায় মানুষ দিয়েছেন। মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন পেয়েছি পদযাত্রায়। এটা দেখেই ভয় পাচ্ছে। সেই জন্যই এইসব করছে।"
0
comment0
Report
AMAshok Manna
Dec 25, 2025 09:30:42
Kolkata, West Bengal:রঘুদেবপুরের কলেজ ছাত্রী মৃত্যু ঘিরে এলাকায় প্রবল উত্তেজনা ও প্রেমিকের বাড়ি ভাঙচুর অভিযোগ এলাকার এক যুবক বিশাল নস্কর দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিতেন , ছাত্রী সেই প্রস্তাবে রাজি ছিলেন না । যার কারণে তাকে বিষাক্ত কিছু খাইয়ে দেয়ার অভিযোগ ওঠে। পরবর্তী সময় তাকে এমার বাংলোরে ভর্তি করে ‌ কলেজ ছাত্রী, নভেম্বরের 25 তারিখ দীর্ঘ একমাস ধরে বাচার লড়াই শেষে মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর ।বিশাল নস্করের আত্মীয়দের বাড়িতে ভাংচুর করেছে এছাড়াও বিশাল নস্করের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের করে উত্তেজিত জনতা । এই ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ।
0
comment0
Report
EGE GOPI
Dec 25, 2025 09:30:21
Kharagpur, West Bengal:গর্ভের মধ্যে মৃত্যু হল সন্তানের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে রোগীর পরিজনদের মধ্যে। ঘটনাটি ঘটেছে খড়গপুর মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার ভোরবেলায়। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে খতিয়ে দেখা হবে বলে জানালেন খড়গপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌбе। জানা গিয়েছে বুধবার সকালে প্রসব বেদনা ওঠায় মামনি মুখোপাধ্যায় জানা নামে এক গর্ভবতী মাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই গৃহবধুর শ্বশুর বাড়ি দাসপুর থানার নাড়াজল এলাকার সিঙ্ঘাঘাই গ্রামে। আর বাপের বাড়ি খড়গপুর শহরের তালবাগিচা এলাকায়। এই গৃহবধূকে বাপের বাড়ির লোকজন সেবযত্ন করার জন্য নিয়ে আসেন। গত ১৮ ডিসেম্বর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মামনিকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেই সময় সন্তান প্রসবের সম্ভাবনা না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বুধবার,২৪ ডিসেম্বর প্রসব বেদনা উঠায় সকালে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ব্যাপারে গৃহবধুর মা সুষমা মুখোপাধ্যায়ের অভিযোগ বৃহস্পতিবার ভোরবেলায় পরিস্থিতি গুরুতর হওয়ার পর ওটিতে নিয়ে যাওয়া হয়। তাঁর অভিযোগ তখন কর্তব্যরত নার্সকে বললেও তাঁরা গুরুত্ব দেন নি। বরং ঘুমের ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলে তাঁদের আপত্তিকর কথাবার্তা বলেছেন। গৃহবধুর মা সুষমা মুখোপাধ্যায় বলেন " নার্স ও চিকিৎসকের.gafাইলিতে আমার নাতির গর্ভস্থ অবস্থায় মৃত্যু হয়েছে। আমি এঁদের শাস্তি চাই।"
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 25, 2025 09:26:56
Baruipur, West Bengal:ভাঙড়ে আইএসএফ ভোট চাইতে গেলে ঝাঁটা দিয়ে বিদায় করবেন কড়া হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা。 ভাঙড়ের কুলবেরিয়া এলাকায় তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের নিয়ে একটি সভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর সেই সভা থেকে আইএসএফকে করা হুশিয়ারি দিলেন তিনি। ২০২১ সালে ভোটে জিতে কি করেছে আইএসএফ এক ফুট রাস্তা করতে পারেনি কিন্তু চারজন তৃণমূল কর্মীকে খুন করেছে। এবং ওই কাপুরুষের দল আইএসএফ কোন কাজ করবে না কিন্তু মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে। মায়ের মাথার সিঁদুর হাতের শাখা ও চুড়ি নিয়ে ছিনিমিনি খেলবে। তাই ২০২৬ এ আইএসএফের চেকড় উপরে বামনঘাটার পচা কাল ফেলে দিতে হবে। এবং ভোট চাইতে গেলে মা-বোনেরা জিজ্ঞাসা করবেন আপনারা কি উন্নয়ন করেছেন তারপর ঝাঁটা নিয়ে বিদায় দেবেন এভাবে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা。
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 25, 2025 09:26:41
Barrackpore, Kolkata, West Bengal:ওবিসি সার্টিফিকেট জাল করে প্রার্থী হয়ে ভোটে জিতেছে উপপ্রধান,দাদা উপপ্রধানের বিরুদ্ধে মামলা বোনের,ঘটনায় সরব বিজেপি,অভিযোগ অস্বীকার উপপ্রধানের পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য।।তিনি একজন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ওবিসি সার্টিফিকেট জাল ভাবে বের করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েেছেন।।নির্বাচনে জিতে তিনি উপপ্রধানও হয়েেছেন।।বর্তমানে তিনি পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে আছেন।।উপপ্রধান কিশোর বৈশ্যর নামে জাল ওবিসি সার্টিফিকেট বের করে ভোটে অংশগ্রহণ করার অভিযোগ আনলেন তারই বোন সুমনা মালিক।।আদালতে মামলা করা থেকে শুরু করে মহকুমা shasকের দপ্তরেও চিঠি দিয়েছেন সুমনা মালিক।।আর এই নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।।অভিযোগ যে কেউ করতে পারে।।তার কোনো প্রমাণ নেই।।মামলা করেছে আমার বোন।।তার কোন আইনি নোটিশ আমি এখনো পর্যন্ত পাইনি।।এই সমস্ত বিজেপির চক্রান্ত।।এমনটাই জানালেন উপপ্রধান কিশোর বৈশ্য
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 25, 2025 08:08:30
Dihierench, West Bengal:“জঙ্গল রাজ চলছে বাংলায়, প্রকৃত সুশাসন আসবে এপ্রিলের পর” — নন্দীগ্রামে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। বললেন বাংলাদেশ ও নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে। সুশاسন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এখানে জঙ্গল রাজ চলছে। প্রকৃত সুশাসন এপ্রিল মাসের পর আসবে। নরেন্দ্র মোদিজীর আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার গড়বে, আর সেই সরকারই প্রকৃত সুশাসন দেবে।” শুভেন্দু অধিকারীর দাবি, ২০১১ সালে মানুষ লড়াই করে পরিবর্তন এনেছিল ঠিকই, কিন্তু সেই পরিবর্তন ছিল না প্রকৃত পরিবর্তন। তিনি বলেন, “সেই পরিবর্তনে সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে, কিন্তু গরিব মানুষ গরিবই রয়ে গেছে। আসল পরিবর্তন হবে নরেন্দ্র মোদিজীর আদর্শে ও তাঁর নেতৃত্বে। অটলজির স্বপ্ন পূরণ হবে。” অরাজকতা ও রাগ দাঁড় করিয়ে লুটপাট চলছে-এই প্রসঙ্গে অভিযোগ করে তিনি বলেন, “ট্রাক দাঁড় করিয়ে লুটপাট চলছে। সরকার বলে কিছু আছে নাকি? কিছু ইতর, কিছু বান্দর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু মৌলবাদী ধর্মান্ধদের হাতে রাজ্য চলে গেছে। এদের পশুর সঙ্গে তুলনা করলে পশুকেই অপমান করা হবে।” এমন পরিস্থিতিতে “আরেকটা ৭১ দরকার” মন্তব্য করে তিনি বলেন, “ওদের শিক্ষা দিতে হলে ভারত থেকে ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিন্দুরের মতো।” নিয়োগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এই সরকার কোর্টকেও মানে না। সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ দিতে বলেছিল, সেটাও মানেনি। তাই ইফেক্টেড লোকেদের কনটেম্প্ট করা উচিত।” সমাধান প্রসঙ্গে তিনি বলেন, “একটাই পথ—নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে ২০২১ সালে। নন্দীগ্রাম অনেক আগেই বুঝেছিল এই মহিলার হাতে সরকার গেলে সর্বনাশ হবে। পশ্চিমবঙ্গের মানুষ যদি সেই পথ বুঝতে পারে, তবেই মুক্তি আসবে। না হলে কৃষক ন্যায্য মূল্য পাবে না, মহিলারা সুরক্ষা পাবে না, বেকারত্ব দূর হবে না.” তিনি আরও বলেন, “নন্দীগ্রাম একে কম্পার্টমেন্টাল করেছে, আগামী দিনে প্রাক্তন করতে হবে।” এদিন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন করেন নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
0
comment0
Report
AMAshok Manna
Dec 25, 2025 08:03:58
Kolkata, West Bengal:কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর যুবকের বিরুদ্ধে । এলাকায় উত্তেজনা অভিযুক্তের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বাঙ্গুর হসপিটালে মৃত্যু ছাত্রীর। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরের ঘটনা। কলেজ ছাত্রীর পরিবারের অভিযোগ তার মেয়ে কে বিষ খাওয়ানো হয়, দীর্ঘ ১ মাস ধরে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বুধবার মৃত্যুর হয়। অভিযোগ area's যুবক বিশাল নস্কর দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিতেন , ছাত্রী সেই প্রস্তাবে রাজি ছিলেন না । এই নিয়ে কলেজ ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করত, নভেম্বরের 25 তারিখ ছাত্রীকে রাস্তায় আটকে তাকে পানীয় জলের সঙ্গে কীটনাশক খাইয়ে দেয় । বাড়ি ফিরে মায়ের কাছে বিষয়টি জানান সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দীর্ঘ একমাস ধরে বাচার লড়াই শেষে মৃত্যু হয় ওই কলেজ ছাত্রীর । এই ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ। বাইট, মনোরঞ্জ নস্কর (মৃতের বাবা) নন্দরানি নস্কর +মৃতের মা)
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 25, 2025 07:51:30
Maipit, ওয়েস্ট বেঙ্গল:বড়দিনের ছুটিতে সুন্দরবনের কৈখালিতে পর্যটকদের ঢল, কুলতলি জুড়ে উৎসবের আমেজ সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কুলতলির কৈখালিতে আজ সকাল থেকেই উৎসবের আবহ। বড়দিনের ছুটিকে ঘিরে বিভিন্ন জেলা ও শহর থেকে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল হতেই পর্যটকদের আগমনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। চারদিকে পিকনিকের আনন্দ—কেউ মেতে উঠেছেন Cricket খেলায়, কেউ ব্যস্ত রান্নাবান্নায়, আবার কেউ গল্পগুজবে। অনেকেই নৌকায় Chhoded সুন্দরবনের মনোরম প্রকৃতি উপভোগ করছেন। পর্যটকরা নৌভ্রমণের মাধ্যমে ঝড়খালি, বনক্যাম্প সহ সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। নদী, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছেন তাঁরা। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশি বাহিনী। যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 25, 2025 07:49:19
Bankura, West Bengal:মারা গেলেন রাজ্যের ৬ বারের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গলমহলের আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ উপেন কিস্কু, প্রয়াত নেতাকে সিপিএম এর বাঁকুড়া জেলা কার্যালয়ে শেষ শ্রদ্ধা দলের নেতা কর্মীদের মারা গেলেন রাজ্যের ৬ বারের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়ার রাইপুর বিধানসভার ৮ বারের বিধায়ক উপেন কিস্কু। এ রাজ্যের জঙ্গলমহলের আদিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনের অন্যতম মুখ উপেন কিস্কু গতকাল রাতে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় সিপিএম এর বাঁকুড়া জেলা কার্যালয়ে। সেখানে তাঁর মরদেহে সম্মান দেন সিপিএম এর নেতা কর্মীরা। সত্তরের দশকে বাঁকুড়া জেলার জঙ্গলমহলে কেন্দু পাতা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসেন উপেন কিস্কু। পরবর্তীতে বাঁকুড়া জেলার বামপন্থী আন্দোলনের মুখ হয়ে ওঠেন পেশায় প্রাথমিক শিক্ষক উপেন কিস্কু। ১৯৭৭ সালে প্রথম রাইপুর বিধানসভা থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। তারপর থেকে টানা ৮ বার ওই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচনিত হন তিনি। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময়েও নিজের বিধানসভা থেকে বিপুল ব্যবধানে জয়ী হন সিপিএম এর জনপ্রিয় এই নেতা। ১৯৮২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন উপেন কিস্কু। দলের সর্বক্ষণের কর্মী হওয়ায় নিজের চাকরী ছেড়েছিলেন। আদিবাসীদের অধিকার রক্ষার তাগিদে মূলত তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আদিবাসী অধিকার মঞ্চ। পরবর্তীতে যার শাখা ছড়িয়ে পড়ে দেশের কোনায় কোনায়। মূলত তাঁর উদ্যোগে জঙ্গলমহলের জেলাগুলিতে গ্রামে গ্রামে স্থাপিত হয় বহু সরকারি স্কুল ও আদিবাসী সমবায়। যা জঙ্গলমহলের শিক্ষা ও আর্থ সামাজিক পরিবেশ বদলে বিশেষ ভূমিকা নেয়। ২০১৬ সালের পর সরাসরি সংসদীয় রাজনীতিতে না থাকলেও শেষদিন পর্যন্ত দলের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। নিয়মিত যাতায়াত করতেন রাইপুরে সিপিএম এর দলীয় কার্যালয়ে। দিন কয়েক আগে বাড়িতে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে শুরু করলে তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়。
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 25, 2025 07:48:19
Kolkata, West Bengal:বন্দে মাতরমের ১৫০ বছর: এখন পর্যন্ত online রেজিস্ট্রেশন ২ লাখ ১৯ হাজার ৪১৪ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিরাট আয়োজনে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্তকারী বঙ্কিমচন্দ্রের চিরন্তন সেই সৃষ্টির মাহাত্ম্য তুলে ধরা হবে। এই মঞ্চে বন্দেমাতরমের ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে ও শিল্পকলা, নাচে-গানে সৃজনশীল পরিবেশনার জন্য পশ্চিমবঙ্গজুড়ে অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলার অংশগ্রহণকারীদের কাছে আহ্বান,আপনারা এই অনুষ্ঠানে স্বতঃস্ফুর্তভাবে যোগদান করে সংগীত , নৃত্য এবং শিল্পকলার মাধ্যমে নিজেদের প্রতিভা sবার সামনে তুলে ধরুন। এই উৎসবের উদ্দেশ্য আমাদের চিরন্তন ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি,পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসা নতুন শিল্পী এবং প্রতিভাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। যাঁদের সৃজনশীল পরিবেশনা সবার নজর কাড়বে, সেই সেরা শিল্পীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার এবং জেলাতরে বিশেষ স্বীকৃতি শ্রেণিভিত্তিক অংশগ্রহণ নির্দেশিকা অংশগ্রহণকারীরা তিনটি শ্রেণির যেকোনো একটিতে বা একাধিক শ্রেণিতে নিবন্ধন করতে পারবেন: সংগীত: বন্দে মাতরম, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, ভক্তিমূলক গান, বাংলা লোকগান নৃত্য: একক বা দলগত – দুটোই গ্রহণযোগ্য। বিশেষভাবে উৎসাহিত নৃত্যশৈলী- রাইবাঁশ, ছৌ, গাজন, অন্যান্য বাংলার লোকনৃত্য অঙ্কন: অংশগ্রহণকারীরা যে কোনো একটি থিম বেছে নিতে পারবেন– বন্দে মাতরম-এর চেতনা, ভারতের স্বাধীনতা আন্দোলন, বাংলার প্রকৃতি ও সৌন্দর্য, জাতীয় প্রতীক বা দেশাত্মবোধক বিষয় বিভাগ অনুযায়ী সময়সীমা সংগীত: ভিডিও সর্বোচ্চ ২ মিনিট হতে হবে, MP3 বা MP4 ফরম্যাটে。 নৃত্য: ভিডিও সর্বোচ্চ ৩ মিনিট হতে হবে, MP4 ফরম্যাটে。 অন্যান্য কোনও ফরম্যাটে জমা দেওয়া কাজ গ্রহণ করা হবে না। এছাড়াও, সময়সীমা ছাড়িয়ে গেলে বা ঠিক ফরম্যাটে না দিলে আপনার ফাইল যাচাইয়ের সময় বাতিল হতে পারে。 বিষয়বস্তু যেন উপযুক্ত ও শালীন হয় নৃত্য -সংগীত এবং শিল্পকর্মে অবশ্যই সাংস্কৃতিক সৌজন্যতা বজায় রাখতে হবে এবং তা যেন জনগণের সামনে প্রদর্শনের উপযুক্ত হয়。 সাংস্কৃতিকভাবে শ্রদ্ধাশীল হবে সর্বসাধারণের দেখার উপযোগী হবে কোনো রাজনৈতিক বার্তা থাকবে না কোনো আপত্তিকর বা অশালীন বিষয়বস্তু থাকবে না
0
comment0
Report
ASAyan Sharma
Dec 25, 2025 07:48:04
Kolkata, West Bengal:ক্রিসমাসে সেজে উঠেছে শহর, আনন্দে মাতোয়ারা মানুষজন। বিভিন্ন জায়গায় যেমন উৎসব অনুষ্ঠানের ঘনঘটা, একইভাবে নজর কাড়া কেকের সন্ধান নিয়ে হাজির কসবার টেস্ট এন্ড বাইট (Taste and bite)। এই সংস্থার শহর জুড়ে বিভিন্ন স্টোর রয়েছে। মজাদার কেকের স্বাদে ভিড় জমাচ্ছেন মানুষজন। এই সংস্থার তরফ থেকে রিজিওনাল সেলস ম্যানেজার, শৌণক মুখার্জি জানান, এবারে নলেন গুড়ের কেকের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তাদের নলেন সুখ কেক এতটাই বিক্রি হচ্ছে যে দিয়ে উঠতে পারছেন না তারা। ইতিমধ্যেই বিভিন্ন স্টোর থেকে উধাও তাদের এই কেক। মানুষ এসে এই কেক খুঁজছেন। জি ২৪ ঘন্টা ক্যামেরা কসবাতে টেস্ট এন্ড বাইট এর স্টোর এ গিয়ে দেখে একাধিক জায়গায় ফাঁকা। সংস্থার তরফ থেকে দাবি মানুষকে কেক দিয়ে উঠতে পারছেন না, এতটাই চাহিদা। সব মিলিয়ে বলাই যায়, এবারে ক্রিসমাসে মিষ্টি স্বাদে নজর কেড়েছে, এবারে টেস্ট অ্যান্ড বাইট এর কেক। বাইট, শৌণক মুখার্জি, রিজিওনাল সেলস ম্যানেজার, টেস্ট অ্যান্ড বাইট
0
comment0
Report
christmas
Advertisement
Back to top