Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120
तृणमूल भवन में सांसद सम्मेलन: शशि पाजा और चंदमा भट्टाचार्य की बैठक
BSBarun Sengupta
Dec 06, 2025 12:03:54
Barrackpore, Kolkata, West Bengal
তৃণমূল ভবনে সাংসদিক সম্মেলন করলেন শশী পাজা ও চন্দমা ভট্টাচার্য। বিজেপি এস আই আর নিয়ে এত কথা বলছে কিন্ত তাদেরই এক পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র মন্ডল যিনি এক দিকে সরুপ নগরে থাকে আপর দিকে বাংলাদেশে তার নাম আছে। আরাক জন জগন্নাথ সরকার তিনি বলেছেন ভারত বাংলাদেশের সীমানা রাখারই দরকার নেই।-indifferent– এদিকে বাংলার বাসিন্দার সোনালী বিবি তাকে পুশ ব্যাক করা হচ্ছে। কোট বলে দেবার পরেও সেই রায় মানছে না। এস আই আর বাংলায় হচ্ছে কিন্ত ত্রিপুরা তে হচ্ছে না। অপর দিকে যদি দেখায়া যায় ত্রিপুরা তে বেশি বাংলাদেশি ধরা পরছে। তাহলে ও খানে কেন এস আই আর নয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Dec 06, 2025 14:31:22
Kolkata, West Bengal:আবারো খবরের শিরোনামে বারাসাত হাসপাতাল। বারাসাত হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন আগে আজ আবারো শনিবার সেই চিত্র ফুটে উঠল বারাসাত হাসপাতালে। বারাসাত হাটখোলার বাসিন্দা এক গর্ভবতী মহিলা শবনম টেরজা রয় (২২) । প্রসব বেদনা অনুভব করায় তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ বারাসাত হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার ব্যথা ওঠার কারনে তিনি যখন ডাক্তারদের সে কথা বেডে শুয়ে জানাতে যান তখনই হাসপাতাল থেকে বলা হয় এখানে কোন ট্রিটমেন্ট হবে না। এবং তিনি সেই কারণ জানতে চাইলে তাকে ওয়ার্ড এর মধ্যেই মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই ওই গর্ভবতী মহিলা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে বাড়ির লোককে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ ধরে বারাসাত হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরেই তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যায়। বাড়ির লোকের অভিযোগ তাদের কোন কথা হাসপাতাল কর্তৃপক্ষ শুনতে চায়নি। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। রোগীকে হুইল চেয়ারে করেই বারাসাত হাসপাতালের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে পরিবারের লোকজন। একজন গর্ভবতী মহিলাকে কিভাবে এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে হাসপাতальної ভিতরেই তা নিয়েই ইতিমধ্যে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পরে ই বারাসাত থানার পুলিশ পরিবারের লোকের থেকে ওই গর্ভবতী মহিলাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু পরিবারের লোকের অভিযোগ যেভাবে একজন মহিলাকে হাসপাতালের ভেতরেই মারধর করা হয়েছে কিভাবে তারা এই হাসপাতালে সুস্থভাবে ওই মহিলার ডেলিভারি করাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
98
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 06, 2025 14:31:06
Kolkata, West Bengal:বেহালা মেন্টনে জামিনে মুক্ত সাসপেন্ডেড বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের জনসংযোগ কার্যালয়ের অফিস একেবারেই শূন্য এক সময় যেখানে দাঁড়ানোর জন্য লোকে জায়গা পেত না। আজকে সেই অফিসে পার্থ চট্টোপাধ্যায়ের এক কাছের কর্মী অফিসটি খুলে বসে আছে। আর অজ্ঞাতবাসে থাকা জন বাক্সটি দেয়ালে টাঙানো ২০২২ সালের একটি ক্যালেন্ডার যেখানে মমতা ব্যানার্জি হাতজোড় করে আছে তার নিচেই আছে বেশ কিছুদিন হয়ে গেল জন বাক্সটিতে একটাও পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বা পক্ষে কোন কাগজি জমা করেনি। পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তার সৈনিক যে অফিসে বসে থাকে তিনি জানালেন পার্থ চ্যাটোপাধ্যায় এর জন্য অর্থাৎ বাক্সে কোন কাগজ জমা না করার জন্য বেহালা বাসিকে ধন্যবাদ জানিয়েছেন। কবে তিনি বেহালায় ঢুকবেন কিছুই তার সৈনিক বলতে পারলেন না তবে এটা আমরা জানি চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতায় আবার নার্সিংহোমে ভর্তি হয়েছে। তা সত্ত্বেও সেই সৈনিককে পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি পার্থ চট্টোপাধ্যায় যে হসপিটালে ভর্তি আছে পুরো এড়িয়ে গিয়ে বললেন তিনি এখন সুস্থ আছেন। ক্যামেরার সামনে না বললেও সাসপেন্ডের বিধায়ককে তার নিজের দল থেকে আরম্ভ করে, বেহালা বাসিরা যে আর চাইছে না সেটা পরিষ্কার।
35
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 06, 2025 14:30:46
Kolkata, West Bengal:আগামী ৪/৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আগামীকাল 14 ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কলাইকুন্ডা তে স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা। অবাধ পশ্চিমের শীতল হাওয়া। রাজ্যজুড়ে ই শীতের আবহাওয়া। স্বাভাবিকের তুলনায় দক্ষিণবঙ্গে চার ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা নিচে রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে; আগামী কাল আরো একটু নামতে পারে পারদ। উত্তরবঙ্গে সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা দু এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা কম। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙ্গে ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মালদায় ১৫ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
101
comment0
Report
CDChittaranjan Das
Dec 06, 2025 14:30:25
Durgapur, West Bengal:נির্বাচନ কমিশন বিজেপির বি-টিম, বাংলায় বিজেপি ও নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে, তার বিরুদ্ধে তৃণমূলের লড়াই-মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের লড়াই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে, বিজেপি এবং তার বি-টিম নির্বাচন কমিশন যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। তারা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। দলের কর্মীদের সচেতন করা হচ্ছে। দলের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মত রাস্তায় নেমেছে। দলের কর্মীরা এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছছ্ছে। যারা এসআইআর এর ফর্ম ফিলাপ করতে পারছেনা তাদের ফর্ম ফিলাপ করতে সাহায্য করছে। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের পাশে আছে সেই বার্তাই দেওয়া হচ্ছে। তাদের মূলত লড়াই বিজেপির বিরুদ্ধে। বাংলায় বিজেপি এবং चुनाव কমিশন এক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন যে আগামী দিনে ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে আন্দোলন করবে, এবং বিজেপিকে বুঝিয়ে দেওয়া হবে যে স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষ প্রথম লড়াই করেছিল। ইংরেজদের দেশ ছাড়া করেছিল বাংলার মানুষ। এবার এই এস আই আর নিয়েই বিজেপিকে তাড়াবে বাংলার মানুষ. শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বুদবুদে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গেছে, শনিবার দুপুরে বুদবুদে তৃণমূলের দলীয় কার্যালয়ে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন তৃণমূল কার্যালয়ে বিধায়ক ওয়্যার রুম পরিদর্শন করেন তিনি। সাথে ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই সহ অন্যান্যারা। এদিন দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করার পর সংবাদ মাধ্যমের কাছে এসআইআর নিয়ে একরাশ ক্ষোভ উপড়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
114
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 06, 2025 12:56:58
Howrah, West Bengal:ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও। পেশায় শিক্ষিকা ওই বিএলও র নাম তনুশ্রী সিংহ। তিনি হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা এলাকার ২৪৩ পার্টের বিএলও। ডোমজুড় বন্দর বাগপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষিকা তিনি। শনিবার তিনি কাজ করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান। তার রক্তচাপ কমে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্কুলের সহকর্মীরা ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ডোমজুড়ের ব্লক মেডিক্যাল হেলথ অফিসার ঋদ্ধি চক্রবর্তী জানান, ওই বিএলও কে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ এবং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুবীর চট্টোপাধ্যায় বিএলও কে দেখতে হাসপাতালে যান।তাঁর সাথে কথা বলে।চিকিৎসকদের কাছ থেকে ওই বি এল ও র স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। সুবীর চট্টোপাধ্যায় অভিযোগ করেন কাজের চাপের তনুশ্রী সিংহ অসুস্থ হয়ে পড়েন। স্কুলের কাজের চাপের পাশাপাশি অল্প সময়ের মধ্যে এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটাইজেশন এবং নির্বাচন কমিশনের নতুন নতুন নির্দেশ মানতে গিয়ে বিএলও রা অসুস্থ হয়ে পড়ছেন।এদিন হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকা কথা বলতে চাননি.
91
comment0
Report
BSBidhan Sarkar
Dec 06, 2025 11:40:59
Chinsurah, West Bengal:উত্তর পাড়ায় মাঠ বাঁচাতে আন্দোলনে স্কুল,সঙ্গ দিলেন স্থানীয় বাসিন্দারা। উত্তরপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিপ্লবী ধ্রুবেশ চন্দ্রচট্টোপাধ্যায়ের নামে একটি শিশু উদ্যান রয়েছে।কয়েক দশক ধরে সেই উদ্যানটি ব্যবহার হয়। পাশের একটি স্কুল তাদের নানা অনুষ্ঠানে মাঠটি ব্যবহার করে।এই মাঠে একটি পুজো হয়।চারিদিকে কংক্রিটের জঙ্গলের মাঝে ছোট মাঠ টাটকা বাতাস বয়ে আনে। Sasha S সেই মাঠে উত্তরপাড়া পুরসভা স্বাস্থ্যকেন্দ্র করবে।মাঠের পুজো কমিটির সঙ্গে এ নিয়ে পুরসভা কথাও হয়।এরপরই স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা মাঠ বাঁচাতে আন্দোলনের প্রস্তুতি নেন। আজ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদোর সঙ্গে নিয়ে মাঠ বাঁচাতে আন্দোলন শুরু করেন।পড়ুয়াদের হাতে ধ্রুবেশ শিশু উদ্যান বাঁচানোর বার্তা লেখা প্ল্যাকার্ড দেখা যায়। মডেল স্কুলের শিক্ষিকা সঙ্গীতা দাস বলেন,উত্তর পাড়ায় স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে।পুরসভা পরিচালিত মহামায়া মাতৃ সদন হাসপাতাল রয়েছে।তারপরও স্বাস্থ্য কেন্দ্র করার জন্য একটি মাঠ কে কেন দখল করা হবে।এর পিছনে হয়তো অন্য কোন উদ্দেশ্য আছে। স্থানীয় বাসিন্দারা জানান চারিদিকে আবাসন কংক্রিটের জঙ্গল।তার মাঝে এক টুকরো খোলা জায়গা।যেখানে এলাকার মানুষজন হাঁটাচলা করেন নানা অনুষ্ঠান হয়।সেখানে পুরসভা বলছে স্বাস্থ্য কেন্দ্র করবে।আর কোনো জায়গা নেই। এই প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সরাসরি কিছু বলতে চাননি। তবে পুরসভার সূত্রের খবর,ছয় কাঠা জমি রয়েছে ওই উদ্যানে।যে জমি উত্তর পাড়ার রাজ পরিবারের।পুরসভা থেকে নোটিশ করা হয়েছিল জমির মালিকানা আছেেমন কেউ থাকলে উপযুক্ত প্রমাণ সহ দেখা করতে।কিন্তু কেউ পুরসভায় দেখা করেনি। পুরসভা মোট সাতটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে শহরের বিভিন্ন জায়গায়।তার জন্য তিন কাঠা জায়গা দরকার।একটি স্বাস্থ্য কেন্দ্র প্রবেশ শিশু উদ্যানে গড়ে তোলা হবে_order। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়ে দিয়েছে মাঠ বাঁচাতে আন্দোলন তীব্র হবে।
109
comment0
Report
PCPartha Chowdhury
Dec 06, 2025 11:32:52
Bardhaman, West Bengal:এ যেন বিয়ের মেলা! হিন্দু, মুসলিম,আদিবাসী থেকে আট রাজ্যের বাসিন্দা কে নেই।সংখ্যায় ১২৫ জোড়া。 আছেন একজন বিশেষভাবে সক্ষম পাত্রীও। তাকে ভাল লাগায় বিয়ে করেছেন কালনার শিবশঙ্কর পাল。 এসেছেন মুসলিম পরিবারের পাত্র,পাত্রীরাও। তারা জানিয়েছে, এভাবে বিয়ে করে তারা মোটেই অখুশি নন। বাজি,বাজনা থেকে বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দ সবই ছিলে এবারের বিয়েতে। শুক্রবার সকাল থেকেই কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দিরকে ঘিরে ছিল উৎসবের মেজাজ। বরপক্ষ ছিল টাউনহলে। বর্ণাঢ্য শোভাযাত্রা আর ত্রিশরকম বাজনা নিয়ে এক অন্যরকম দৃশ্য তৈরি হয়। প্রত্যেক পাত্রীর জন্য সাজানো ছিল মন্ডপ। ছিল সব দানসামগ্রী। তার তালিকা নজর কাড়ার মত। এ পর্যন্ত গত বারো বছরে ১২০০ র বেশি বিয়ে হয়েছে এখান থেকে। বিধায়ক খোকন দাস এই মহা সমারোহের আয়োজক। রাজ্যের বহু মন্ত্রী, বেশ কয়েকজন বিধায়ক, ত্রিশের বেশি কাউন্সিল হাজির ছিলেন। আর ছিলেন অসংখ্য উৎসাহী মানুষ। বর ও কনেপক্ষের পঁচিশ জন করে দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাও করেছিল আয়োজক ট্রাস্ট। জেনে নেওয়া যাক, আরো কিছু তথ্য。 ১৯ জন ভিনরাজ্যের মেয়ের বিয়ে হল শুক্রবার গণবিবাহের আসরে। মোট সংখ্যটা গত কয়েকবারের মত ১২৫ জন। গত ১২ বছর ধরে বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়ে আসছে। যখন শুরু হয় তখন তিনি ছিলেন কাউন্সিলর। তখন থেকেই বর কনেকে সব দানসামগ্রী উপহার দেওয়া হত। এবারেও তাই দেওয়া হয়েছে। এতে থাকে সাইকেল, সেলাই মেশিন, সোনার গহনা থেকে বিয়েতে যা যা লাগে সবই। এমনকি সংসার চালাবার মত বহু সামগ্রীও দেওয়া হয়। দেওয়া হয় জীবনবীমার কাগজ。 প্রতিবারই বর এবং কনেপক্ষের খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকে। এবারে তিরিশ রকম বাজনা বাজিয়ে পাত্ররা শোভাযাত্রা করে বিয়ে করতে আসেন। বিধায়ক খোকন দাস আরো জানান, এবারে ২৫ জন আদিবাসী, ৮ জন মুসলিম, ২৬ জন অবাঙালি ও ২ জন মতুয়া মেয়ের বিয়ে হয়েছে এই গণবিবাহে। যে যার ধর্মীয় প্রথা এবং রীতি মেনেই এখানে বিয়ে করেছেন。 অন্যরাজ্যের মধ্যে রাজস্থান ২ জন, দিল্লি ১ জন, হরিয়াণা ১ জন, উত্তরপ্রদেশ ৫ জন, বিহার ৪ জন, ঝাড়খণ্ড ৩ জন এবং কর্ণাটকের ১ জন পাত্রপাত্রীর বিয়ে হয়েছে。 আর একটা কথাও জানিয়েছেন আয়োজক। এই ১২০০ বেশি মেয়েরা সবাই সুখে ঘরকন্না করছেন। মাত্র ২- ৩ জনের সমস্যা হয়েছিল। তা মিটিয়ে দেওয়া হয়েছে। একটিমাত্র বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ট্রাস্টের পক্ষ থেকে কোনো সমস্যা হলে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়。 বাইট ১) পারভিন খাতুন( পাত্রী) ২)শেখ ফিরোজ(পাত্র) ৩)সামিউল মুন্সী( পাত্র) ৪) শিবশঙ্কর পাল ( পাত্র) ৫) খোকন দাস ( বিধায়ক) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
176
comment0
Report
MMManoranjan Mishra
Dec 06, 2025 11:17:22
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া জেলা বার এসোসিয়েশনলের পক্ষ থেকে আয়োজিত হলো দুদিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। পুরুলিয়া শহরের জে কে কলেজ ময়দানে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতায় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইনজীবীরা অংশগ্রহণ করেন । মোট আটটি আইনজীবীদের দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার থেকে শুরু হওয়া এই ক্রিকেট প্রতিযোগিতায় ক্রিকেটপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । আগামীকাল রবিবার আয়োজিত হবে ফাইনাল প্রতিযোগিতা । জয়ী ও পরাজিত দলকে ট্রফি ও সম্মান দেয়ার পাশাপাশি বেস্ট প্লেয়ার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার এবং টুর্নামেন্ট অফ দ্যা ইয়ার সম্মান দেওয়া হবে জেলা পার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে । বাইট: ১) অতুল চন্দ্র মাহাতো (সভাপতি, পুরুলিয়া বার এসোসিয়েশন) ২) নিরুপম দাস (সদস্য, পুরুলিয়া বার এসোসিয়েশন)
168
comment0
Report
NHNantu Hazra
Dec 06, 2025 11:16:48
Salt Lake City, Utah:न्यूटाउन CD ब्लॉक की 211 नंबर स्ट्रीट पर स्थित मंदिर में आग लगी। आग लगने से इलाके में हलचल मच गई। घटना के समय रात में न्यूटाउन थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस और स्थानीय लोगों ने मिलकर आग बुझाई। खबर मिलते ही राज्य किसान मोर्चा के अध्यक्ष महादेव सरकार, राज्य कमिटी सदस्य अनुपम घोष और स्थानीय भाजपा कार्यकर्ता सुबह मौके पर पहुंचे। सुबह ही न्यूटाउन थाने की पुलिस वहां पहुंचकर जला हुआ मूर्ति ले गई, ऐसा आरोप है। आग लगने के पीछे कारण की जांच हो रही है। स्थानीय लोगों का कहना है कि इस मंदिर में रात में दिया-बत्ती नहीं जलती, बिजली कनेक्शन नहीं, पंखा/लाइट solar सिस्टम से चलते हैं। फिर भी आग कैसे लगी, स्पष्ट नहीं। पूरी घटना की जांच न्यूटाउन थाने कर रहा है।
121
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 06, 2025 11:16:11
Howrah, West Bengal: vote আছে।বালি বিধানসভা কেন্দ্র। আসছে বিধানসভা ভোট।কি মনে হচ্ছে,কি হতে পারে ফলাফল।বিহারের ভোট হলো।বাংলায় এবার কি হবে।এই কেন্দ্রের বেশীরভাগ মানুষ মনে করছেন শাসক দলই থাকবে এই কেন্দ্রে।কারন অনেক কাজ হয়েছে।উন্নয়নের নিরিখে এই কেন্দ্র্রে তৃণমূল আবার আসবে।এই কেন্দ্রের বিধায়ক রানা চট্টোপাধ্যায় মানুষের পাশে থেকেছেন।বাংলাতে তৃণমূল ফের আসবে।মমতা বন্দ্যোপধ্যায় মুখ্যমন্ত্রী হবেন।আবার অনেকে মনে করছেন বাংলায় পরিবর্তন হওয়া দরকার।বালি কেন্দ্রে বদল চাইছেন তারা।কারন উন্নয়ন হয়নি।হয়েছে দুর্নীতি। বাইট..১..বিবেক সাউ ২..শৈলেশ রায় ৩..রাকেশ সিং ৪..সুস্মিতা কোলে ৫..সোমশুভ্র ঘোষ ৬..রঞ্জিত রায় ৭..পার্থ মন্ডল ৮..সৌমেন দত্ত
73
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 06, 2025 11:15:33
Baruipur, West Bengal:ভাঙড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ。 ভাঙড়ের উত্তর কাশিপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকার ঘটনা। আগামীকাল সোনাপুরে তৃণমূলের একটি ছাত্র পরিষদের জনসভা রয়েছে। সেই উপলক্ষ্যে ভোগালী দু'নম্বর অঞ্চল তৃণমুলের সভাপতি আলিনুর মোল্লা সহ একাধিক তৃনমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে সোনপুর এলাকায় যাচ্ছিল। তখনই আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হয়ে তাদেরকে রীতিমতন তাড়া করে বলে অভিযোগ। এবং এরই পাশাপাশি এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছানোর আগে পালিয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকদেরা এমনটাই অভিযোগ তৃণমূলের। পরে সেখানেই জমায়েত করে তৃণমূল কর্মী সমর্থকরা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এলাকা থেকে। যদিও তৃণমূল পুরো ঘটনাটি নিয়ে নাটক সাজিয়েছে বলে অভিযোগ করে ভোগালী ২ আইএসএফ অঞ্চল সভাপতি আহিদুল ইসলাম। এলাকায় চাপা উত্তেজনায় থাকায় এই মুহূর্তে উত্তর কাশিপুর থানায় পুলিশ মোতায়েন রয়েছে。
129
comment0
Report
MMManoj Mondal
Dec 06, 2025 11:15:17
Kolkata, West Bengal:আর কিছুক্ষণ বাদেই উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। ঠাকুরনগর হাসপাতাল রোড থেকে ঠাকুরনগর রেলবাজার পর্যন্ত চলবে এই পরিবর্তন সংকল্প যাত্রা। বিজেপি নেতৃত্ব সূত্রে খবর এই পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিজেপি কর্মী সমর্থক সহ মতুয়া সম্প্রদায়ের মানুষ। ডংকা বাজিয়ে 'জয় হরি বোল' ধ্বনি দিতে দিতে ধীরে ধীরে আসতে শুরু করেছেন মতুয়া ভক্তরা। শ্রীশ্রী ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদের মন্দির দর্শন করে তারা হাসপাতালে জড়ো হতে শুরু করেছেন। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে মতানৈক্য চলছে তা আবার প্রকাশ্যে চলে এলো। রাস্তার উপরে যে গেট করা হয়েছে সেই গেটে সবার ছবি থাকলেও নেই বিধায়ক সুব্রত ঠাকুরের ছবি। এই নিয়েও শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে, রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, চাঁদপাড়া থেকে যে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ভক্তদের সঙ্গে জনসংযোগ করেছিলেন তারই পাল্টা এই বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা।
192
comment0
Report
Advertisement
Back to top