Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120
रिलायंस जूट मिल बंद, 3500 मजदूर बेरोजगार—बैराकपुर में मिलों पर राजनीति घमासान
BSBarun Sengupta
Nov 07, 2025 11:13:13
Barrackpore, Kolkata, West Bengal
কর্তৃপক্ষ ও শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিলআপাতত বেকার হলো ৩৫০০ শ্রমিক গতকাল এক মিল শ্রমিককে মারধরের ঘটনায় ভাটপাড়া থানা ঘেরাও করে মিল শ্রমিকেরা। এরপর থেকেই মিলের মধ্যে এই घटना নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এরপর গতকাল রাতে মিল কর্তৃপক্ষের তরফ থেকে সাসপেন্সন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় মিলের বাইরে।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রিয়াংকু পান্ডে জানান মিল কর্তৃপক্ষ পুরোপুরি তৃণমূলের মদতে চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিল বন্ধ এবার আস্তে আস্তে সমস্ত মিল বন্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান এটি শুধুমাত্র মিলের মধ্যে শ্রমিকদের অসন্তোষের জেরে মিলবন্ধ কিছুদিন পরে পুনরায় আবার মিল খুলে যাবে এখন বিষয় হল এই মিলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে মিল যদি এভাবে বন্ধ থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে。
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 07, 2025 14:04:56
Jalpaiguri, West Bengal:এসআইআর আতঙ্কে আত্মহত্যা জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকায় নরেন্দ্রনাথ রায় নামে বছর ষাটের এক বৃদ্ধের বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর নথি সংক্রান্ত আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম থাকলেও স্ত্রীর নাম নেই। এনিয়ে তাঁর আতঙ্ক দানা বাঁধে। SIR আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিলেন জলপাইগুড়ির ৬০ উর্ধ্ব এক বৃদ্ধ ভ্যান চালক। murdered details: মৃতের নাম নরেদ্র নাথ রায়। তিনি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের জগন্নাথ কলোনীর বাসিন্দা। পরিবারের অভিযোগ ২০০২ এর তালিকায় তার নাম থাকলে খালি ছিলনা তার স্ত্রী বিনোদিনী রায় এর নাম।আর এ বিষয়ে তিনি আতঙ্কিত হওয়ার কথা বারবার বলেছেন।গত কয়েকদিনের মধ্যে ৩ বার তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতে গিয়ে তাঁর নাম আছে কিনা তা জিজ্ঞেস করেন। বাড়ি ফিরে এসে আজ দুপুরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।
4
comment0
Report
ALArup Laha
Nov 07, 2025 13:45:45
Belna, West Bengal:পুলিশের উপর ভরসা হারিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি নেতা। কয়েকদিন আগে বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক-এর বিতর্কিত মন্তব্যের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি। কিন্তু, পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন বিজেপির মণ্ডল-২ এর সভাপতি সঞ্জয় দাস। তিনি জানান, “বিধায়ক এক রাজনৈতিক কর্মসূচি থেকে প্রকাশ্যে বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আমরা এরপর থানায় অভিযোগ করি। কিন্তু তারপর থেকেই আমাকে নানা ভাবে আক্রমণ করার চেষ্টা চলছে। মারধর, হুমকি দিচ্ছেন তৃণমূল নেতারা। পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।” এই পরিস্থিতিতে পুলিশের উপর ভরসা হারিয়ে বর্ধমান আদালতের দ্বারস্থ হন সঞ্জয় দাস। আদালতের মাধ্যমে তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে。 পাশাপাশি এই বিষয়ে তৃণমূল নেতা বাগবুল ইসলাম বলেন, অভিযোগ যে কেউ করতে পারে, এসআইআর(SIR) নিয়ে গোটা রাজ্যে অশান্তি চলছে। ইতিমধ্যে এই আতঙ্কে বেশ কয়েক জন মারাও গেছেন। বিজেপি এসআইআরকে( SIR) হাতিয়ার করে রাজনীতি করতে চাইছে। সেই পরিপেক্ষিতে বিরক্ত হয়ে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক স্লিপ অব টং-এ কথা বলে ফেলেছিলেন। পরে তিনি তার এই ভুল সংশোধন করে নিয়েছেন। এরপরেও হাওয়া গরম করার জন্য বিজেপি হয়তো অভিযোগ করছে。 বাইট : ১। সঞ্জয় দাস (সভাপতি, বর্ধমান উত্তর বিধানসভার মন্ডল-২) ২। বাগবুল ইসলাম (তৃণমূল নেতা)।
3
comment0
Report
PCPartha Chowdhury
Nov 07, 2025 13:45:23
1
comment0
Report
BSBidhan Sarkar
Nov 07, 2025 13:44:45
Chinsurah, West Bengal:গুরাপে তৃনমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম খুনের সাজা ঘোষনা পিছিয়ে গেল। আগামী ১১ই নভেম্বর অভিযুক্তদের সাজা ঘোষনা করা হবে । গতকাল অভিযুক্ত আট বাম কর্মিকে দোষী সাব্যস্ত করেছিল চুঁচুড়া আদালত। দোষী সাব্যস্ত বাম কর্মীদের নাম, লালু হাঁসদা তৎকালীন গুড়বাড়ি -১পঞ্চায়েত প্রধান, রবি বাস্কে, লক্ষীরাম বাস্কে, সিদ্ধেশ্বর মালিক, সনাতন মালিক, গণেশ মালিক, লক্ষ্মীনারায়ন সোরেন, নাড়ু টুডু। ঘটনায় অমর রুইদাস ও নেপাল মালিক নামে আরো দুই জন বাম কর্মী অভিযুক্ত ছিলেন, যারা বিচার প্রক্রিয়া চলাকালীন মারা যান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ ই মার্চ গুড়াপে খুন হয়েছিলেন তৃনমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম।সেদিন মৃত ক্ষুদিরামের ছেলে সুনীল হেমব্রমের উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল । মাঠে কাজ করে বন্ধু তপন রুইদাসের বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম।তারপর আর বাড়ি ফেরেননি।পরদিন ১৯ তারিখ ডিভিসি র ক্যানেল থেকে বস্তা বন্দী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ক্ষুদিরামের। রাজনৈতিক কারনে তৃনমূল কর্মি ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে । ঘটনায় ১৯শে মার্চ রাতে গুরাপ থানায় অভিযোগ দায়ের করেন তপন রুই দাস। গুরাপ থানার পুলিশ তদন্তে নেমে দশজন সিপিআইএম কর্মিকে গ্রেফতার করে।ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমান লোপাট, অস্ত্র হাতে অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চুঁচুড়া আদালতে চার্জ শীট জমা দেয় পুলিশ।১২ জন সাক্ষী দেন এই মামলায়। ঘটনায় ৪জন প্রত্যক্ষদর্শী ছিলেন। বিচারের পর্ব চলার সময় দুই অভিযুক্তের মৃত্যু হয়। আটজন জামিনে ছাড়া পেয়েছিলেন। গতকাল তাদের দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা। আজ ছিল সাজা ঘোষনার দিন। রায় ঘোষনার আগে বাদী -বিবাদী দু পক্ষের আইনজীবী র কাছে থেকে তাদের মতামত জানতে চায় আদালত। এরপর সাজা ঘোষনা পিছিয়ে যায়। আদালত ৮জন অভিযুক্তদের পৃথক সেলে রাখার নির্দেশ দিয়েছে।১১ নভেম্বর হবে চূড়ান্ত রায় দান। মামলার সরকারি আইনজীবী চন্দী চরন ব্যানার্জী বলেন, আমরা দোষীদের সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছি। পরিকল্পিতভাবে, ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিত ভাবে খুন করা হয়েছে ক্ষুদিরাম কে।তথ্য প্রমান লোপাট করা হয়। যদিও অভিযুক্তরা জানিয়েছেন , তারা সিপিএম করে বলে তাদের ফাঁসানো হয়েছে।।।
1
comment0
Report
BSBidhan Sarkar
Nov 07, 2025 13:44:31
Chinsurah, West Bengal:অভিষেকের মুখোশ পরে জন্মদিন পালন উত্তরপাড়ায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু এবং রাজনৈতিক সাফল্য কামনা করে এবার পুজোর আয়োজন করলো হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এদিন উত্তরপাড়া রাজা প্যারী মোहन কলেজ সংলগ্ন মন্দিরে পুজো দেন তৃনমূল কর্মিরা।পূজায় অংশগ্রহণ করেন তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জী, তৃণমূল ছাত্র পরিষদের হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌভিক মন্ডল সহ তৃণমূল ছাত্র পরিষদের বহু কর্মীবৃন্দ। শুভদীপ মুখার্জি বলেন, আজ সাংসদ তথা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘায়ু , সুস্থ জীবন, রাজনৈতিক সাফল্য কামনা করে আমরা ভগবানের উদ্দেশ্যে পূজো দিলাম । এবং একই সাথে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দিয়েছে। সেই আন্দোলনে শামিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যদি আগামী দিন একজন বৈধ নাগরিকেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে সে ক্ষেত্রে আমাদের প্রিয় সংসদ এবং আমাদের দলের নেত্রী দিল্লির রাজপথ কাঁপিয়ে দেওয়ার যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনকে সর্বাত্মক রুপ দেওয়ার । একই সাথে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌভিক মন্ডল বলেন আমাদের নেতা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে আজ তার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে আমরাও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভগবানের উদ্দেশ্যে পূজা অর্চনা করলাম । এবং আশা রাখবো সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন শুধু বাংলা নয় গোটা দেশের মানুষের আন্দোলনের প্রতীক হয়ে উঠবেন ।
1
comment0
Report
MMManoj Mondal
Nov 07, 2025 13:43:44
Kolkata, West Bengal:বারাসতের পুরপ্রধান ব্যাক্তিগত কারণে 자신의 পদ থেকে ইস্তফা দিয়েছেন।তিনি উপ পুরপ্রধান এর কাছে ইস্তফা পত্র দিয়েছে।সেই ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে।পরবর্তী পুরপ্রধান বোর্ড অফ কাউন্সিল ঠিক করবে। ইতিমধ্যেই বারাসত পুরসভায় বৈঠক শুরু হয়েছে।মধ্যমগ্রামে তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বারাসতের সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানান এই পদত্যাগ পত্র গৃহীত হয়েছে তার কারণ,পুরপ্রধান অশনি মুখার্জী পদত্যাগ পত্র দিয়েছে উপ পুরপ্রধান তাপস দাসগুপ্ত এর কাছে।তিনি এই পত্র জেলাশাসক এর কাছে পাঠাবে।এরপর যে পুরপ্রধান পদে বসবেন তিনি কবে শপথ নেবেন সেটা জেলাশাসক জানাবে।এই মুহুর্তে পুরপ্রতিনিধিরা সভা করছেন।সেখাবে সকলের মতে যে নির্বাচিত হবে তিনি পরবর্তী বারাসত পুরসভার পুরপ্রধান হবেন।যদিও এই বিষয়ে সাংসদ কোন মন্তব্য করতে চাইনি।কিছু সময়ের অপেক্ষা তারপরেই সকলেই জানতে পারবে বলে জানান। বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে বারাসত পুরসভার পুরপ্রধান হিসেবে সুনীল মুখার্জি কে নির্বাচিত করা হয়েছে।
1
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 13:43:17
Jalpaiguri, West Bengal:এসআইআর আতঙ্কে আত্মহত্যা জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকায় নরেন্দ্রনাথ রায় নামে বছর ষাটের এক বৃদ্ধের বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর নথি সংক্রান্ত আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম থাকলেও স্ত্রীর নাম নেই। এনিয়ে তাঁর আতঙ্ক দানা বাঁধে। SIR আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিলেন জলপাইগুড়ির ৬০ উর্ধ এক বৃদ্ধ ভ্যান চালক।মৃতের নাম নরেদ্র নাথ রায়।তিনি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের জগন্নাথ কলোনীর বাসিন্দা।পরিবারের অভিযোগ ২০০২ এর তালিকায় তার নাম থাকলেও ছিলনা তার স্ত্রী বিনোদিনী রায় এর নাম।আর এতেই তিনি আতঙ্কিত হয়ে যান।গত কয়েকদিন ধরে সারাক্ষণ এবিষয় নিয়ে চর্চা করতেন।তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে মেয়েকে বারবার বলেন।গত কয়েকদিনের মধ্যে ৩ বার তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতে গিয়ে তার নাম আছে কিনা তা জানেন। উনাকে বারবার সবাই মিলে বোঝালেও তিনি সবকিছু শুনতেন।কিন্তু পরক্ষণেই আবার অন্য কারোর কাছে গিয়ে SIR সংক্রান্ত বিষয়ে কথা বলতেন।আজ সকালেও তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছে গিয়েছিলেন।বাড়ি ফিরে আসেন।এরপর আজ দুপুরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এপ্রসঙ্গে বিজেপির দাবি তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। SIR নিয়ে সহজ বিষয়টিকে কঠিন করে মানুষকে বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে পাল্টা কটাক্ষ বিজেপির। এফআইআরের কথা নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা ভালো করে জেনে তারপর কথা বলুন বলে কটাক্ষ করেন বিজেপি নেতা তপন রায়। বাইট :- ১) শোভন রায় ( পঞ্চায়েত সদস্য) ২) মনোজ ঘোষ ( উপ প্রধান) ৩) বিনোদিনী রায় ( স্ত্রী) ৪) জয়ন্তী রায় বর্মন ( মেয়ে) ৫) বাইট:- তপন রায় ( বিজেপি নেতা ) রিপোর্ট :- ( জলপাইগুড়ি )
4
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 13:43:03
Howrah, West Bengal:এসআইआर আবহে বিজেপির পক্ষ থেকে সহায়তা কেন্দ্র চালু করা হলো। আজ ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জগদীশপুর এলাকায় একটি সিএএ ক্যাম্পে অংশগ্রহণ করেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। এদিন তিনি বলেন সিএএ আইন আগে লাগু হলেও বর্তমান এসআইআর আবহে এর গুরুত্ব বেড়ে গেছে। তাই এই ক্যাম্পের আয়োজন। এই ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব পেতে সহযোগিতা করা হচ্ছে। এদিন তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। তবে এসআইআর নিয়ে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের কোন চিন্তা নেই। যাদের কাগজপত্র আছে তাদের কোন চিন্তা নেই। তবে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া যাবে না।
1
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 13:42:53
Howrah, West Bengal:এসআইআর আবহে বিজেপির পক্ষ থেকে সহায়তা কেন্দ্র চালু করা হলো। আজ ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জগদীশপুর এলাকায় একটি সিএএ ক্যাম্পে অংশগ্রহণ করেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। এদিন তিনি বলেন সিএএ আইন আগে লাগু হলেও বর্তমান এসআইআর আবহে এর গুরুত্ব বেড়ে গেছে। তাই এই ক্যাম্পের আয়োজন। এই ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব পেতে সহযোগিতা করা হচ্ছে। এদিন তিনি অভিযোগ করেন মুখ्यमন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। তবে এসআইআর নিয়ে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের কোন চিন্তা নেই। যাদের কাগজপত্র আছে তাদের কোন চিন্তা নেই। তবে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া যাবে না।
4
comment0
Report
Advertisement
Back to top