Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120
कोलकाता फुटबॉल प्रीमियर लीग में मैच फिक्सिंग: CID ने बेलघड़िया से दो गिरफ्तार किए
BSBarun Sengupta
Nov 03, 2025 11:18:02
Barrackpore, Kolkata, West Bengal
কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় বেলঘড়িয়া থেকে ২ জনকে গ্রেফতার করা হলো সিআইডি। কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং এর ঘটনায় বেলঘড়িয়া ফিডার রোড থেকে আকাশ দাস ও একজন যুবকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আকাশ দাসের বাবার নাম জীবন দাস। তাদের এলাকায় একটি অনুষ্ঠান বাড়ি রয়েছে। বাবা জীবন দাস সিএসসির একজন ঠিকাদার। গতকাল রাত ১০টার সময় সিআইডির প্রতিনিধি দল বেলঘড়িয়া থানার পুলিশকে নিয়ে অভিযান চালায়। অভিযানে আকাশ দাস সহ এলাকারই এক ঘনিষ্ঠ আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 03, 2025 18:10:08
Dihierench, West Bengal:SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে। যদিও পরিবারের লোকজন এখনো এই বিষয়ে কোন মুখ খুলতে চাননি। পুলিশ সূত্রে জানা গেছে এটি একটি ন্যাচারাল ডেথ, হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকদের ময়নাতদন্তের জন্য রেফার করেন নি। বা এই নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। পরিবারের লোকজন মৃতদেহ সৎকার করে দিয়েছেন গতকাল রবিবার। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। এবার পর্যন্ত তার কাছে এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে এমন কোনো খবর নেই। মৃতের নাম শেখ সিরাজ উদ্দিন রামনগর ১ব্লকের কাঁটাবনি গ্রামে বাড়ি তার। পূর্ব পুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসেননি বলেই দাবি এলাকাবাসীর। বহুদিন বিদেশেও ছিলেন। বর্তমানে দেশে ফিরে দিঘায় একটি হোটেল ও করেছেন। যদিও এলাকার বিধায়ক অখিল গিরি জানাচ্ছেন গতকাল কাজগপত্র বার করতে গিয়ে বাবার নাম ভুল দেখেন। তার পর থেকেই বেশ চিন্তায় ছিলেন বলে জানা গেছে। আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। রবিবার সন্ধ্যে সাতটায় কাঁথি মহাকুমা হাসপাতালে তার মৃত্যু হলে পরিবারের লোকজন দেহ বাড়ি নিয়ে গিয়ে সৎকার করেছেন। এই নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা অসীম মিশ্র তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি। সাধারণ মৃত্যু হয়েছে, প্রশাসনিক ভাবে প্রমাণিত। তাও তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। বাইট উত্তম বারিক।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি。 বাইট অখিল গিরি, বিধায়ক。 বাইট অসীম মিশ্র। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির নেতা。
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 03, 2025 18:09:57
Katwa, West Bengal:নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ করা মৃত ভোটারের তালিকা নিয়ে উঠল বিতর্ক। বিজেপি নগর মণ্ডল সভাপতির দাবি ছিল কাটোয়া বিধানসভার ২৫৮ নম্বর বুথে ৫৯ জন মৃত ভোটার আছে এবং মৃত ভোটারদের ভোটে তৃণমূল জয় পায়। তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক সাংবাদিক বৈঠকে এক মহিলার ছবি দেখিয়ে বলেন বিজেপি জীবিত ব্যক্তিকে মৃত ভোটার বানিয়ে মিথ্যাচার করছে। রবীন্দ্রনাথ বাবু বলেন, কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথে বিজেপি ৪৩ জন মৃত ভোটারের তালিকা দেখিয়ে অভিযোগ করে বলে তৃণমূল মৃত ভোটারদের সুবিধা পায়। কিন্তু বাস্তবে কাটোয়ার ৭৯ নম্বর বুথে ভোটে বিজেপি জেতে। তাহলে এখানে মৃত ভোটাররা বিজেপিকে ভোট দেয়। বিজেপি তালিকায় মৃত দেখিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বাইট:১) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি।
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 03, 2025 18:08:01
Katwa, West Bengal:রাজ্যে কর্মরত বিভিন্ন বিভাগের শ্রমিকরা রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প থেকে সুযোগ সুবিধা পাচ্ছে না। প্রকল্পের প্রচারের অভাবে নির্মাণ শ্রমিক এবং পরিবহণ শ্রমিকরা সুবিধাগুলো নিতে পারছে না।শ্রম দপ্তরের উদ্যোগে আজ সোমবার কাটোয়া বাসস্ট্যান্ডে পরিবহণ শ্রমিকদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। পরিবহণ শ্রমিকদের জন্য শ্রম দপ্তরের ষাটোর্ধ কর্মীদের জন্য পেনশন প্রকল্প আছে। কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,রাজ্য সরকারের শ্রমিক সুরক্ষায় ভবিষ্যনিধি প্রকল্পের তেমন প্রচার না থাকায় পরিবহণ শ্রমিকরা অন্ধকারে থাকে।কাটোয়ার শ্রম দপ্তরের কর্মীর অভাব এর বড় কারণ বলে জানান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।শ্রমদপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ সচেতনতার শিবিরে ১৫০ জন ভবিষ্যনিধি প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিলেন।কাটোয়া শ্রমদপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান,পরিবহণ শ্রমিকদের এবং নির্মাণ শ্রমিকদের অনেকেই ইতিমধ্যেই পেনশন পাচ্ছেন। আজও আবেদন জমা পড়ল। বেশ কয়েকজন পরিবহণ শ্রমিককে এদিন সম্মান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু, অতিরিক্ত লেবার কমিশনার তপন কুমার দাস এবং বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
0
comment0
Report
NHNantu Hazra
Nov 03, 2025 18:07:02
0
comment0
Report
NHNantu Hazra
Nov 03, 2025 18:06:48
Salt Lake City, Utah: A young man broke into the house of former minister Jyotipriya Mallick in Salt Lake. Youth punched Trinamool MLA of Habra. The former forest minister was injured in a fall. When the young man tried to escape, the security guards caught him. After that a report was given to Bidhannagar North Police Station. The police came and arrested the young man. রবিবার সন্ধ্যায় SIR নিয়ে মিটিং করে সল্টলেকে বিসি ২৪৪ নম্বরের বাড়িতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় मল্লिक।। বাড়ির সামনে গাড়ি থেকে নেমে ঘরে ঢুকে পড়েন জ্যোতিপ্ৰিয় মল্লিক তখন পিছনে ওই যুবকও ঢোকে। আচমকা ঘরের মধ্যে ঢুকে ঘুষি মারে প্রাক্তন মন্ত্রীকে। মন্ত্রী পড়ে যান, কোমরে ছোট লাগে। মারার পর ওই যুবক ছুটে পালাতে গেলে নিরাপত্তা রক্ষী ধরে ফেলে পুলিশকে খবর দেয়। বিধাননগর উত্তর থানার পুলিশ এসে আটক করে ওই যুবকে। যুবককে জিজ্ঞासাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকাল তিনটে থেকে আটো করে ঘুরছিলো ওই যুবক। মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার সময়ে আচমকা ভেতরে ঢুকে ঘুষি চালায়। কী উদ্দেশ্যে যুবক এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 03, 2025 18:03:56
Kolkata, West Bengal:সোমবার বিকালের বিমানে দিল্লী থেকে কলকাতা ফিরলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ১)শোভন বৈশাখীর তৃণমূলে যোগদান প্রসঙ্গ ২)ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা বলেছেন বিজেপির জুজু দেখিয়ে ২০২৬ সালে ভোট পাবে না তৃণমূল। ৩)ডানকুনিতে এক বৃদ্ধার মৃত্যু পরিবারের দাবি এস আই আরের জন্য মানসিক অশান্তিতে ছিলেন তার জন্যই এই মৃত্যুর ঘটনা ৪)এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টে ৪৪ টি রাজনৈতিক দলের মামলা ৫)সরকার খেলা হবে দিবস উদযাপন করলেও প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে রিচা ঘোষ বিশ্বকাপ জয় করলেও কোন আলাদা শুভেচ্ছা বার্তা দেওয়া হয়নি ৬)বাংলা ছেড়ে উত্তর প্রদেশ চলে যাচ্ছে দীপ্তি শর্মা ৭)হরিদেবপুরে সাত সকালে মহিলাকে লক্ষ্য করে গুলি ৮)শিক্ষা কর্মীদের অযোগ্য তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি ৯)পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নদীয়া থেকে তিনজনকে আটক করে নিয়ে এসেছে ই ডি ১০)তৃণমূলে যোগদান করে শোভন চট্টোপাধ্যায় মন্তব্য তার শিরায় ধমনীতে তৃণমূল সেই প্রসঙ্গ। ১১)এসআইআর নিয়ে তৃণমূল নেতার হুঁশিয়ারি
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 03, 2025 18:03:06
Chinsurah, West Bengal:ডানকুনি তে এলে ফিরতে পারবে না শুভেন্দু সুকান্তরা,খোলা চ্যালেঞ্জ কল্যানের। শুভেন্দু সুকান্তকে ডানকুনিতে আসার চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ডানকুনি এলে ফিরতে পারবে না,সুকান্ত শুভেন্দু। সিআইএসএফ ছাড়া একা আসার চ্যালেঞ্জ।কোন বাবা তোদের ফিরিয়ে নিয়ে যায় দেখব বললেন শ্রীরামপুরের তৃনমূল সাংসদ। কিছুদিন আগে এস আই আর তরজায় সুকান্ত মজুমদার কে চ্যালেঞ্জ ছুরে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এলে সুকান্ত আর বাড়ি ফিরতে পারবে না বলেছিলেন।সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সুকান্ত পরদিনই কল্যাণে সংসদ এলাকায় পাইকরালি এবং মিটিং করে যান। কল্যান জানিয়েছিলেন না বলে চুপি চুপি এসেছে। এবার ডানকুনি তে জানিয়ে আসার চ্যালেঞ্জ দিলেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 03, 2025 18:02:48
Chinsurah, West Bengal:হাত জোর করে বলছি আতঙ্কিত হবেন না,লড়াই হবে মাঠে আর কোর্টে। এসআইআর আবহে ডানকুনিতে হাসিনা বেগম নামে বৃদ্ধার মৃত্যুতে অভিযোগ ওঠে আতঙ্কিত হয়েই মৃত্যু হয়েছে। আজ সন্ধায় ডানকুনি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গা নজরুল পল্লীতে যান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে বৃদ্ধা তার নাবালক দুই নাতনিকে নিয়ে ভাড়া থাকতেন।সেখানে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। পরে কল্যাণ বলেন,বৃദ്ധার বৃক্ষাবৃত্তি করে চলত।তার দুটো ছোট নাতনি আছে।তিনি দুশো টাকা খরচা করেছিলেন ভোটার লিস্ট অন্যান্য কাগজপত্র বের করতে। ২০০২ সালের লিস্টে তার নাম নেই।সেটা জানার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।তার মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশন কে। মুখ্য নির্বাচন কমিশনার যথার্থই বলেছেন তিনি ইতিহাস সৃষ্টি করবেন।এই বাংলায় আটজনের প্রাণ চলে গেল।আর কত মৃত্যু হলে অমিশ শা তারা খুশি হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করা উচিত। আমি বলব আপনারা আতঙ্কিত হবেন না।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা আছি।লড়াই হবে কোর্টে আর মাঠে। বৃদ্ধার দুই নাতনির দায়িত্ব আমরা নিলাম।স্থানীয় পুরসভার ব্যুরো প্রধান হাসিনা সাবনাম স্থানীয় কাউন্সিলরদের পাশে নিয়ে জানান কল্যাণ।।
0
comment0
Report
Advertisement
Back to top