Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120
28 साल से Aparajita Adhya खुद लक्ष्मी पूजा कर रहीं, आज अवकाश का कारण जानिए
BSBarun Sengupta
Oct 06, 2025 14:01:45
Barrackpore, Kolkata, West Bengal
কর্মব্যস্ততার মধ্যে ই আজ ছুটির দিন কারণ আজ লক্ষ্মী পূজা। ২৮ বছর ধরে নিজের হাতে এই পূজা করে আসছেন অপরাজিতা আঢ্য। সকাল থেকে তার প্রস্তুতি নিজের হাতে আলপনা। নিজের হাতে মাকে সাজানো। সবটাই করেন তিনি। সাধারণত এই দিনটাই তিনি কোন কাজ রাখেন না। এক বছর শুধু কয়েক ঘন্টার জন্য বেলা শেষে ছবির কাজ করতে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়। গত বছরও পুজো করেছেন কিন্তু আরজি‌ কার কাণ্ডের জন্য ভারাক্রান্ত ছিল মন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Oct 06, 2025 17:37:03
Jalpaiguri, West Bengal:কথা দিয়ে রাখেননি সেচ দপ্তর! বানারহাটের সেচ দফতরের আধিকারিকের ওপর আস্থা হারিয়ে সোমবার গয়ার কাটায় মুখ্যমন্ত্রীকে নালিশ! মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে সেচ দফতরের রিসিভ করা চিঠি তুলে দিলেন মুখ্যমন্ত্রীর কনভয় —এ। জলপাইগুড়ি জেলার বানারহাটের গয়েরকাটার জ্যোতির্ময় কলোনি এলাকার বাসিন্দারা। অভিযোগ , জ্যোতির্ময় কলোনির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি আংরাভাসা নদীর পাশে বোল্ডারের বাঁধ নির্মাণের। কারণ প্রতিবছর বর্ষায় এই নদীর জল ঢুকে প্লাবিত হয়ে যায় জ্যোতির্ময় কলোনী। চরম দুর্ভোগে পড়তে হয় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বাঁধ না থাকার কারণে যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে ঘরবাড়ি。 *এলাকাবাসীর অভিযোগ, সেচ দপ্তরের কাছে তারা বহুবার দরবার করেছে। আধিকারিকরা প্রতিবছর এসে পরিদর্শন করেছেন প্রতিশ্রুতি দিয়েছে তবে এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।* প্রতিবছর নির্বাচনের সময় নেতারা ও প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পর প্রতিবাদ করা হবে। তবে ভোট মিটলে আর কেউ ফিরে তাকায় না। ১ মাসের মধ্যে সেচ দফতরের তরফে বাঁধ নির্মাণ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাঁধ নির্মাণ করা হয়নি বলে অভিযোগ। তাই মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে সেচ দফতরের রিসিভ করা সেই চিঠি আজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা।তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBhabananda Singha
Oct 06, 2025 17:19:17
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 06, 2025 17:18:58
Kalna, West Bengal:হাসপাতালে waiting রুম-এ থাকা রোগীদের পারিজনদের সাথে রাতে ভাব জমিয়ে, তাদেরকে চা খাইয়ানোর পর বেহুশ করে তাদের থেকে টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতির। ঘটনায় তিনজন গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। একজন এখনও গুরুতর অসুস্থ, তিনি কথা বলার শক্তি হারিয়েছেন। জানা গেছে অসুস্থরা হলেন সমুদ্রমড় এর বিবির হাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী। নদীয়ার বাইরেَرচড়া এলাকার বাসিন্দা আনোয়ার শেখ ও নদীয়ার জেলার গরেশপুর এলাকার বাসিন্দার জমির উদ্দিন শেখ। জানা গেছে গতকাল রাতে এক ব্যক্তি কালনা মহকুমা হসপিটাল এর ওয়েটিং রুমে এসে সাথে তাদের সাথে কথার ছলে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পরই তারা অচৈতন্য হয়ে পড়লে, তাদের কাছে থাকা টাকা মোবাইল নিয়ে চম্পট দেয়। জামির উদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনো পর্যন্ত কথা বলতে পারছেন না। যেখানে ঘটনা সেখান থেকে অনেকটা দূরে আরেকটি ওয়েটিং রুমের কাছে তাকে অচৈতন্য অবস্থায় এদিন সোমবার বেলায় উদ্ধার করে তার জমির এর পরিবারের লোকেরা। সোমবার দুপুর তিনটে নাগাদ কালনা হসপিটালে পুলিশ এসে তাদের অভিযোগ নেয়। হাসপাতালের মতন জায়গায় এই ঘটনায় নিরাপত্তা হীনতাতে ভুগছেন রোগীর পরিজনরা।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 06, 2025 17:18:43
Kolkata, West Bengal:বনগাঁ চাঁদা জামতলায় গৃহবধূর বাড়িতেই চলত মধুচক্রের আসর! হাতে নাতে ধরা পড়লেন অভিযুক্তসহ কয়েকজন যুবক-যুবতী। জানা গিয়েছে, বনগাঁর চাঁদা জামতলা এলাকায় এভাবেই অবৈধ দেহব্যবসার অভিযোগে এক গৃহবধূ সহ কয়েকজন যুবক-যুবতীকে আটক করল পুলিশ। দীর্ঘদিন ধরেই এলাকায় রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। অবশেষে এলাকাবাসীর সক্রিয়তায় ধরা পড়ল এই অবৈধ চক্র।অভিযোগ, স্থানীয় বাসিন্দা কাকলি মজুমদার নিজের বাড়িতেই বহুদিন ধরে দেহব্যবসা চালাতেন। প্রতিদিনই দিন-রাত নানা সময়ে অচেনা ছেলেদের আনাগোনায় বিরক্ত ছিলেন আশপাশের মানুষজন। একাধিকবার বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন ক্ষুব্ধ প্রতিবেশীরা গৃহবধূর বাড়িতে হানা দেন। সেই সময় হাতে নাতে ধরা পড়ে কাকলি মজুমদার সহ বেশ কয়েকজন যুবক-যুবতী। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত মহিলাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ধৃতদের থানায় নিয়ে যায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এই ধরনের অবৈধ ব্যবসা বন্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিক। এলাকার পরিবেশ থাকুক সুরক্ষিত।
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 06, 2025 17:18:06
Dihierench, West Bengal:উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আক্রান্ত সাংসদ ও বিধায়কের খোঁজ নেবেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শনও করবেন। সাংসদ বিধায়ককে হেনস্তা হামলার প্রতিবাদে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে গিয়ে আক্রান্ত সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করবেন এবং বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন বলে জানা গেছে। আক্রান্ত সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সাংসদ-বিধায়করা ওখানে কি করতে গিয়েছিলেন? মানুষের পাশে থাকার জন্যই তো গিয়েছিলেন। সাংসদ-বিধায়কদের কাজই তো মানুষের পাশে থাকা, নাকি মুখ্যমন্ত্রী কার্নিভালে গিয়ে নচবেন তারপর ওখানে গিয়ে ‘খিচ মেরি ফটো খিচ’ করবেন?” তিনি আরও বলেন, “যেভাবে রক্তপাত হয়েছে, বাংলার মানুষ সব দেখেছে। এই রক্তপাতের সুমধুর বদলা ২০২৬ সালে জনগণ নেবে। আদিবাসী সমাজ বদলা নেবে।” শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “যে রাজ্যে সাংসদ-বিধায়কদের নিরাপত্তা নেই, কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও তারা আক্রান্ত হচ্ছেন— সেই রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই ঘটনার জন্য FIR করা হবে।” মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, আসাম ও ভুটান থেকে জল ছাড়ার জন্য ম্যান-মেড বন্যা হয়েছে, এর দায় কেন্দ্র সরকারের। আমি বলব, উনাকে আগে ভূগোলটা পড়তে বলুন। উনি ভূগোলটা ভালো করে পড়ুন, তারপর এমন মন্তব্য করুন。”
0
comment0
Report
NRNarayan Roy
Oct 06, 2025 17:17:39
Siliguri, West Bengal:*প্রাকৃতিক বিপর্যয়ে এক পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু পাহাড় থেকে শিলিগুড়ি পর্যন্ত শোকের ছায়া দসেরার আশীর্বাদ নিতে গিয়ে কফিন বন্দি হয়ে ফিরলেন স্বামী-স্ত্রী ও মেয়ে। শিলিগুড়ির শালবাড়ি এলাকার বাসিন্দা অনুজ Principal, তাঁর স্ত্রী অনিতা Principal এবং তাদের ১৯ বছর বYR মেয়ে স্নেহা Principal পাহাড়ে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন। জানাজায়, দশহরার দিনে অনুজ Principal পরিবার-সহ আশীর্বাদ নিতে পাহাড়ের ফোকিয়াবুং এলাকায় গিয়েছিলেন। সন্ধ্যায় তাঁরা এক আত্মীয়ের বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু গভীর রাতে শুরু হয় প্রবল বর্ষণ, যার ফলে পাহাড়জুড়ে একাধিক স্থানে ধস নামে। কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই বাড়িগুলির মধ্যেই ছিল অনুজ Principal-এর আত্মীয়ের বাড়ি, যেখানে তাঁরা তিনজনেই ছিলেন। প্রবল বৃষ্টির ফলে পার্শ্ববর্তী পাহাড় থেকে ধস পড়ে তাদের ঘরের ওপর। সেই ধ্বংসস্তূপে চাপা পরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পরদিন উদ্ধারকাজ চলাকালীন তিনজনের মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়িতে পাঠানো হয়। আজ শিলিগুড়ি সংলগ্ন সালবাড়িতে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করেন একমাত্র বেচে থাকা ছেলে। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মা দুর্গার বিসর্জনের কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে নেমে আসে প্রবল বৃষ্টি ও ধস, যা পাহাড়ের হাসি কেড়ে নিয়েছে। প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড় থেকে শিলিগুড়ি সর্বত্রই শোকের আবহ। FEED SEND BY 2C 0610ZG_SILI_DEAD_R BYTE DETAILS: ১) অনুজ Principal (স্থানীয় বাসিন্দা)
0
comment0
Report
CDChittaranjan Das
Oct 06, 2025 17:17:20
Durgapur, West Bengal:उत्तरबঙ্গে त्राण वितरणे गিয়ে बीजेपी সাংসद खगेन मूरमु र शंकर घोष के ऊपर হামলারের প্রতিবादे উত্তালDorগাপূর। ডিএমসি মোড় অবরোধ करे भाजपा-র बিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদে फूटे भाजपा कार्यकर्ता।उत्तरबঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, এই হামলার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে।‌ ডিএমসি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের বিজেপি কর্মী ও সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে, হাতে দলীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিতে থাকেন, “খগেন মুর্মুর উপর হামলার বিচার চাই”, “তৃণমূলের গুন্ডামি চলবে না।”‌ বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, “যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ, সেটা সবাই বুঝে নিচ্ছেন। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” প্রায় 15 মিনিট ধরে চলে অবরোধ।।
0
comment0
Report
CDChittaranjan Das
Oct 06, 2025 17:17:04
Durgapur, West Bengal:উত্তরবঙ্গের ঘটনায় পানাগড়ে বিজেপির পথ অবরোধ ও মমতার কুশ পুতুল দাহ। প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন উত্তরবঙ্গ। এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় জলবন্দি এলাকার মানুষ। সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটায় এলাকা পরিদর্শনে যান বিজেপির বিধায়ক শংকর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু। অভিযোগ ওঠে, এলাকায় পৌঁছানোর পরেই তাদের দুজনের উপর হামলা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ জানায় বিজেপি কর্মী সমর্থকরা। সেই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে তার কুশপুতুল দাহ করে বিজেপি কর্মীরা। বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সাংসদ এবং বিধায়কদের সুরক্ষা দিতে পারেনা। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদ ছাড়ার দাবি জানান তারা। এদিন বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ চলার পর কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের উঠিয়ে দেয়。
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 06, 2025 17:16:48
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর; নাগরাকাটায় বন্যা পরিদর্শনে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মুর উপর হামলা প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল করলো বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গारামপুর শহর মন্ডল কমিটি।-sombar?Somvar?সোমবার সন্ধ্যায় গঙ্গারামপুরের বিধায়ক কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে পুরো শহর পরিক্রমা করেন।এদিনের বিজেপির প্রতিবাদ মিছিলে পা মেলান গঙ্গারামপুর বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ আরো অনেকেই।এদিনের বিজেপির প্রতিবাদ মিছিল থেকে নাগরাকাটায় বিজেপির সাংসদ খগেন মুর্মুর উপর হামলার তীব্র প্রতিবাদ করা হয়।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top