Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
पश्चिम बंगाल कांग्रेस का BLA-1 वर्कशॉप शुरू, कोलकाता में आयोजन
MCMoumita Chakraborty
Oct 08, 2025 07:35:03
Kolkata, West Bengal
শুরু হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের BLA-1 কর্মশালা। স্থান: মৌলালি যুব কেন্দ্র, কোলকাতা। ৮ অক্টোবর'২৫
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Oct 08, 2025 10:21:33
Kolkata, West Bengal:স্ত্রীEr ph এ অন্য পুরুষের সাথে অশ্লীল sms হাতেনাতে ধরে ফেলল স্বামী তারপর থেকেই মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় বেহালার এক যুবক এমনই অভিযোগ যুবকের পরিবারের। ঘটনা বেহালা থানার অন্তর্গত জয়শ্রী বামা চরণ রায় রোডের বাসিন্দা সুপ্রিয় পন্ডিত সাত বছর আগে বিয়ে হয়েছিল রিয়া পন্ডিত সঙ্গে । কয়েক মাস ধরেই গন্ডগোল চলছিল কোন এক তৃতীয় ব্যক্তিকে নিয়ে। সুপ্রিয়র পরিবারের লোকজনের বক্তব্য একদিন নিজের স্ত্রীর ফোনে অশ্লীল এসএমএস দেখে ফেলে সুপ্রিও কোন এক তৃতীয় ব্যক্তির সাথে। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সুপ্রিও।শেষমেষ সিদ্ধান্ত নেয় ডিভোর্স দেবে। কিন্তু পরিবারের লোকজনের বক্তব্য সুপ্রিয় কোনো রকম ভাবে তার স্ত্রীয়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক মেনে নিতে পারছিল না সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল।শেষে বিজয় দশমীর দিনকে নিজের wifeকে ফোন করে ভিডিও কলিং করতে বলে শেষবারের মতো দেখবে বলে, কিন্তু স্ত্রী ভিডিও কলিং করে না। ফোনে কথোপকথনের মধ্যেই সুপ্রিও আত্মহত্যাকে পথ বেছে নেয় নিজের ঘরে পাখা তে গলায় দড়ি দেয়,ফোনে থাকা অবস্থায় স্ত্রী রিয়া পুরো বিষয়টা বুঝতে পেরে পাশের বাড়িতে ফোন করে পাশের বাড়ির লোক ছুটে এসে সুপ্রীয়া কে ঝুলন্ত অবস্থায় উপর থেকে নামায়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ এম আর বাঙ্গুর হসপিটালে তারপর ছদিন পরে গতকালকে সুপ্রিয় মৃত্যু হয়।পরিবারের লোকজনের বক্তব্য বেহালা থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি। পরিবারের তরফ থেকে এই পুরো ঘটনা সাউথ ওয়েস্ট ডিসির কাছে জানানো হচ্ছে।এই আত্মহত্যার জন্য সুপ্রিয় র স্ত্রী রesia কে দায়ী করছে এবং রিয়ার শাস্তির দাবি জানাচ্ছে সুপ্রিয়র মা এবং পরিবারের লোকজন।
0
comment0
Report
ABArup Basak
Oct 08, 2025 10:20:13
Mal Bazar, West Bengal:অবশেষে চালু হলো ১৭ নম্বর জাতীয় সড়কের কালিখোলা সেতু। গত শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতুটি, যার ফলে রবিবার সকাল থেকে নাগরাকাটা ও বানারহাটের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ব্যাপক সমস্যায় পড়েন স্থানীয় মানুষ, যাত্রীরা ও চালকেরা। ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই প্রান্তে ব্যারিকেড বসিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সেতু সংস্কারের কাজ। যেহেতু এটি জাতীয় সড়কের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সেতু, তাই দিনরাত এক করে কাজ চালায় প্রশাসন। মঙ্গলবার রাত থেকেই সেতুর বেশিরভাগ অংশ মেরামত হয়ে যায় এবং একদিক দিয়ে গাড়ি চলাচল শুরু ভোর থেকে। তবে সেতুর সম্পূর্ণ সংস্কার কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালানো হচ্ছে। লুকসান গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাবীর প্রসাদ জানিয়েছেন, “গতকাল রাত থেকেই গাড়ি চলাচল শুরু হয়েছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে, তবে দ্রুত সেই কাজও সম্পন্ন হবে।” সড়ক পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। তবে পূর্ণ নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি অব্যাহত রয়েছে। বাইট ১) লুকসান গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাবীর প্রসাদ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 08, 2025 10:19:56
Howrah, West Bengal:কোলকাতার ট্যাংরা থেকে বালি থানার পুলিশ গ্রেপ্তার করল দুই ছিনতাইবাজকে। গত মাসখানেক আগে বালির কামারপাড়া এলাকা থেকে ভর সন্ধ্যেবেলা এক গৃহবধূর গলা থেকে একটি সোনার হার ছিনতাই করে পালায় মোটরসাইকেলে চেপে আসা ছিনতাইবাজরা। আতঙ্কে ওই বধূ চিৎকার করে উঠলে আসেপাশের লোকজন বেরিয়ে আসেন বাড়ি থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বালি থানার পুলিশ। নানা সূত্র ধরে খোঁজ খবর চলে দুস্কৃতিদের। অবশেষে সূত্র মারফৎ খবর পেয়ে কলকাতার ট্যাংরা থেকে গ্রেপ্তার করা হলো দুই দুস্কৃতিকে। তাদের কাছ থেকে খোয়া যাওয়া হার ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছেন তদন্তকারিরা।ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করা হয়。
1
comment0
Report
KMKIRAN MANNA
Oct 08, 2025 10:02:14
Dihierench, West Bengal:*হলদিয়ায় এইচপিএল-এর বিশাল অক্সিডাইজার স্থানান্তর। রাস্তা দিয়ে পরিবহনের ক্ষেত্রে যান চলাচলের বিঘ্ন হওয়ার আশঙ্কায় রাতেই স্থানান্তর চলছে।* হলদিয়া, ৮ অক্টোবর: আসন্ন ফিনল ও অ্যাসিটোন প্রকল্পের জন্য পাঁচটি বিশাল আকারের অক্সিডাইজার পরিবহনের কাজ শুরু করল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)। মঙ্গলবার রাত থেকে হলদিয়া বন্দর থেকে ওভার ডাইমেনশনাল কার্গো (ODC) আকারে এই সরঞ্জামগুলির স্থানান্তর শুরু হয়। প্রতিটি অক্সিডাইজারের দৈর্ঘ্য প্রায় ৩৩ মিটার, প্রস্থ ৮ মিটার ও ওজন প্রায় ৩৪৬ টন। জনসাধারণের যান চলাচলে বিঘ্ন এড়াতে রাতেই পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। কনভয়টি রানিচকে বিরতি নিয়ে আজ হলদিয়া প্ল্যান্টের উদ্দেশে রওনা দেবে। এই পরিবহন কার্যক্রমের মাধ্যমে এইচপিএল-এর নতুন ফিনল ও অ্যাসিটোন কমপ্লেক্স নির্মাণে বড় অগ্রগতি হল। ₹৫,৫০০ কোটির এই প্রকল্পে ২০২৬ সালের মধ্যে উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 08, 2025 10:02:01
Howrah, West Bengal:চাঁদমারি ব্রিজে ফাটল।বন্ধ করা হলো মালবাহী ভারী গাড়ি চলাচল।আপাতত অন্য গাড়ি চলবে।পূর্ত দফতরের নির্দেশে এই সিদ্ধান্ত হাওড়া সিটি পুলিশের ট্রাফিক আধিকারিকদের।আজ ব্রীজ পরিদর্শনে আসেন পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।ফাটল ধরা রাস্তা ও ব্রিজের গার্ড ওয়াল পরীক্ষা করেন।জানা গেছে প্রায় চল্লিশ ফুট ফাটল ধরেছে।ব্রিজে ওঠার মুখে ডানদিকের অংশ কিছুটা বসে গিয়েছে।নীচ থেকে সিট পাইলিং করে দেওয়া হয়েছে যাতে বিপত্তি না ঘটে।গার্ডওয়াল ভেঙে নতুন করে তৈরি করা হবে।বেশকিছুদিন ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষন করা হবে।তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডি আর এম ভিশাল কাপুর জানান নতুন চাঁদমারি ব্রিজ তৈরি হচ্ছে।পুরানো ব্রিজটির যে অংশে ফাটল ধরেছে সেটা রক্ষণাবেক্ষনের দায়িত্ব রাজ্য সরকারের।তবে রেলের তরফ থেকে সবরকম সহযোগীতা করা হচ্ছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 08, 2025 09:30:49
Dinajpur, Rangpur Division:বালুরঘাট, ৮ অক্টোবর, ২০২৫ — জেলা প্রশাসনের এগ্রিমেক (কৃষি ক্ষেত্রে জল সরবরাহ) বিভাগের পাঁচটি ডিভিশনের মোট ৩০ জন অস্থায়ী কর্মীকে হঠাৎ করে চাকরি থেকে বরখাস্ত করার ঘোষণা হয়েছে পূজার আগে। বুধবার সকালে বালুরঘাট এগ্রিমেক দফতরে বিক্ষোভ ও ধর্ণা শুরু করেন তারা। চাকরি হারানো এই কর্মীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও সকালেই অফিসে চলে এসে অবস্থান বিক্ষোভে অংশ নেন এবং দফতর ঘিরে অবস্থান শুরু করেন। প্রতিদাবকারীদের দাবি, অনেকে ৩০-৪০ বছর পর্যন্ত বিভিন্ন আর এল আই (নদী থেকে জমিতে সেচ প্রকল্প) কাজ—including পাম্প সেট চালানো ছাড়াও নানা রকম কাজ করেন এই কর্মী রা। কিন্তু দফতরের সিদ্ধান্তে বলা হয়েছে, ৩০ জনের মধ্যে ৮ জনের বয়স ৬০ বছর ছাড়িয়েছে বলে তাঁদের আর অস্থায়ী পদেও রাখা যাবে না। কিন্তু নিয়ম অনুযায়ী অবসরের পর প্রত্যেককে এককালীন সরকারি অনুদান হিসেবে পাঁচ লক্ষ টাকা পাওয়ার কথা—কিন্তু দফতর তাৎক্ষণিকভাবে ওই অনুদান ও অন্যান্য আর্থিক ব্যবস্থা দিতে পারেনি বলে কর্মীদের অভিযোগ। বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মী জানান, “আমরা দিনমজুরির ওপর নির্ভর করে দিন বা রাত কাটাই। পূজো-র ঠিক আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিন মাসের বেতন বাকি। পুজার আনন্দে আমরা সামিল হতে পারিনি। আমাদের পরিবারের ভরণ-পোষণ কি ভাবে হবে? কাজটা আমরা বিগত প্রায় ৩০/৪০ বছর ধরে করছি। আমাদের দাবি—চাকরি ফিরিয়ে দিতে হবে এবং বকেয়া মসমূহ মিটিয়ে দিতে হবে।” স্থানীয় তৃণমূলপন্থী শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দাবি জানান—মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কথামতো কাউকে “পেটে লাথি” মেরে ছুঁড়ে ফেলা যাবে না। তারা বলেন, যতক্ষণ না শ্রমিকদের পুনর্বহাল ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে; প্রয়োজনে অফিসে তালা লাগিয়ে অফিসকে অচল করে দেবেন আন্দোলনকারীরা। এগ্রিমেক বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার পার্থ দে স্বীকার করেছেন যে—দফতরে মোট কর্মীসংখ্যা অত্যন্ত কম। তিনি বলেন, “কর্মীদের ভালো কাজ করার ইতিহাস আছে। তবু নিয়মকানুন আছে—যাদের বয়স সীমা অতিক্রম করেছে তাদের নিয়োগ নিয়ে বিধি আছে। তবে আমরা বলেছি—যেভাবে সম্ভব তাদের পুনর্বহাল ও আর্থিক বিষয় নিয়ে দেখছি।” তিনি একই সঙ্গে জানিয়েছেন, নিয়োগ ও অনুদান সংক্রান্ত কাগজপত্র ও অর্থ ব্যবস্থা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা চলছে। স্থানীয় সমাজ-রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, দীর্ঘকাল ধরে অস্থায়ী হিসেবে কাজ করা এই কর্মীদের বর্ধিত নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না করলে ফলশ্রুতিতে কৃষি সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটবে—বিশেষত পাম্প সেট ও এল আই প্রকল্পে। তাছাড়া অফিসের কর্মীসংখ্যা কম থাকায় এই ধরনের ছাঁটাই গ্রামের সেচ ব্যবস্থা প্রভাব ফেলবে। বর্তমানে ৩০ কর্মী ও তাদের পরিবার প্রধান দাবি—চাকরি পুনর্বহাল, বকেয়া এককালীন অনুদান প্রদানের দাবি এবং পুনঃনিযোগ না হলে কর্মীরা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বালুরঘাট এগ্রিমেক অফিস পরিদর্শন করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা জানা গেছে; তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধান সামনে আসেনি। প্রতিবাদকারীরা ঘোষণা করেছেন, সমাধান না হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 08, 2025 09:30:13
Kolkata, West Bengal:গোবরডাঙ্গা রেল ব্রিজের পাশ থেকে উদ্ধার হল গলায় বেল্টের ফাঁস দেওয়া এক যুবকের মৃতদেহ। মৃতের পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি রেল পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। আজ গোবরডাঙ্গা রেল ব্রিজের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সাথে সাথে খবর দেওয়া হয় রেল পুলিশ কে। ঘটনাস্থলে রেল পুলিশ এসে ওই মৃত যুবকের দেহ উদ্ধার করে এবং পাঠানো হয় ময়না তদন্তের জন্য। রক্তাক্ত যুবকের গলায় ছিল একটি বেল্টের ফাঁস প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে। যুবককে স্থানীয় বাসিন্দারাও চিনতে পারছেন না। এই ঘটনা আদৌ খুন নাকি অন্য কোন রহস্য রয়েছে তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ.
0
comment0
Report
BBBimal Basu
Oct 08, 2025 09:03:56
Basirhat, West Bengal:বিয়ের প্ৰস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীর ওপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগে প্রতিবেশী মিরাজ গাজী নামে এক যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার پুলিস। আজ অভিযুক্ত যুবককে পাঁচ দিনের پולিসی হেপাজাত চেয়ে বসিরহাট আদালতে তোলা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে মিনাখাঁর দশম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল প্রতিবেশী এক যুবক। তাতে রাজি না হওয়ায় গত সোমবার গভীর রাতে ওই ছাত্রী যখন তার ঘরে ঘুমোচ্ছিল সে সময়ে জানালার ঘুল ঘুলি দিয়ে ওই ছাত্রীকে লক্ষ করে যুবক অ্যাসিড ছুড়ে মারে। এর ফলে গুরুতর জখম হয় স্কুল ছাত্রী। তার মুখ হাত ও পা সহ শরিরের বড় আংশ পুড়ে যায়। তাকে প্রথমে স্থানীয় মিনাখাঁ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই নাবালিকা ছাত্রী। এর পর যুবককে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ওই ছাত্রীর বাবা গতকাল মিনাখাঁ থানায় যুবক মিরাজ গাজীর নামে মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ জানালে মিনাখাঁ থানার پولিস প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর রাতে যুবকে গ্রেফতার করে। আজ پولিসی হেপাজাত চেয়ে অভিযুক্ত যুবক মিরাজ গাজীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ছাত্রীর পরিবারে অভিযোগ প্রতিবেশী মিরাজ গাজী নামে ঐ যুবক তার মেয়েকে বিয়ে প্রস্তাব দিলে তারা তা প্রত্যাখ্যান করার পর মেয়ে কে নানা ভাবে উপ্তত্য করতে শুরু করে। এই ঘটনার কথা ওই স্কুল ছাত্রী পরিবার যুবকের বাবা-মাকে জানানোয় তাতে আরো ক্ষুব্ধ ওই যুবক ছাত্রীর মাকে লক্ষ করে অ্যাসিড নিয়ে হামলা করে। অল্পের জন্য ছাত্রীর মা বেঁচে যান। এই ঘটনার পর থেকে ছাত্রীকে বিয়ে জন্য নানা ভাবে হুমকি দিতে থাকে। তাতেও কাজ না হওয়ায় ছাত্রীর মোবাইলে নোংরা ভাষায় ম্যাসেজ করতে শুরু করে। এরপর থেকে ওই যুবকের অত্যাচার ক্রমে বাড়তে থাকে। স্কুলের পথে,রাস্তায় যেখানেই ওই ছাত্রীকে দেখে সেখানেই তাকে বিয়ে করার জন্য নানা ভাবে বিরক্ত করত সে।
0
comment0
Report
ABArup Basak
Oct 08, 2025 08:46:08
Mal Bazar, West Bengal:দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, ত্রাণে এসেছিলেন মুখ্যমন্ত্রী – প্রণামেও উপেক্ষিত মালের প্রাত্তন চেয়ারম্যান স্বপন সাহা...ekiরাতের দুর্যোগে ব্যাপ্ত উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সোমবারই উত্তরবঙ্গে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি প্রথমেই পৌঁছে গিয়েছিলেন নাগরাকাটায়। সেখানে গিয়ে বামনডাঙ্গা চা বাগানে মৃতদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। কথা বলেন বন্যাদুর্গতদের সঙ্গে। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছেন মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বহিষ্কৃত নেতা স্বপন সাহা। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করে একবার প্রণাম করতে দেওয়ার অনুরোধও করেন তিনি। যদিও সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন মুখ্যমন্ত্রী নিজেই। এই দৃশ্যের একটি ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্বপনকে বলতে শোনা গিয়েছে, ‘আমাকে শাস্তি দিন, কিন্তু দলে ফিরিয়ে নিন দিদি।’ এরপর তিনি প্রণাম করতে চাইলেও মুখ্যমন্ত্রী কার্যত পাত্তা না দিয়েই সামনের দিকে হেঁটে চলে যান। এক সময়ের দাপুটে নেতার এমন করুণ চিত্র দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেছেন। Prosং, ১২০ কোটি টাকার আর্থিক দুর্নীতির দায়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল থেকে বহিষ্কৃত করা হয় স্বপন সাহাকে। পরবর্তীতে বিভিন্ন টালবাহানার পর চলতি বছরের জানুয়ারির শেষদিকে মাল পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। যদিও এক সময়ের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার চোখেই ডুয়ার্সের একটি বড় এলাকার রাজনৈতিক পরিস্থিতি দেখতেন মুখ্যমন্ত্রী。
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 08, 2025 08:35:08
Kolkata, West Bengal:শিয়ালদহ স্টেশন মেট্রো পথে জুড়ে যাওয়ায় ৩ বছরের মধ্যে বাড়তে চলেছে ২৩ শতাংশ যাত্রী। সবকটি সিঙ্গল লাইন কে ডাবল লাইন করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল। পুজো মিটতেই শুরু হয়ে গেছে অত্যন্ত ব্যস্ত অথচ এখনও সিঙ্গল লাইনের ওপর নির্ভরশীল দুটি লাইনের ডাবলিং সমীক্ষা। ৩ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রেলের। দুটি প্রকল্প রেলবোর্ডের অনুমোদন পেয়ে গেছে। প্রথমে সমীক্ষা। তারপর বাজেট পেশ। তারপর শুরু হয়ে যাবে কাজ। কলকাতা লাগোয়া দুই দিকের দুই ২৪ পরগনার দুটি গুরুত্বপুর্ন অংশে ৩ বছরের মধ্যে সিঙ্গল লাইনের পাশে জায়গা করে নেবে ডাবল লাইন। ১) উত্তর ২৪ পরগনার Чапাপুকুর থেকে হাসনাবাদ। দূরত্ব ১৬.৫৪ কিমি আপাতত দৈনিক ২৩ জোড়া ইএমইউ ট্রেন চলে। ডাবলিং হয়ে গেলে অন্ততঃ ৩৫ জোড়া ট্রেন চালানো যাবে। রয়েছে ভ্যাবলা হল্ট, বসিরহাট, মতনিয়া আনন্দপুর, মধ্যমপুর, নিমদাঁড়ি, টাকিরোড স্টেশন। কাজ শেষ হলে যাত্রী বহন ক্ষমতা প্রায় ৭০ শতাংশ বাড়বে। ২) দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা। দূরত্ব ৪৬.৫৬ কিমি। গঙ্গাসাগর, বকখালি এবং হেনরি আল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ তীর্থ ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সংযুক্ত একটি প্রধান লিংক। আপাতত ১৭ জোড়া ট্রেন চলে। ডাবলিং হয়ে গেলে যাত্রী পরিবহন ক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। উদয়রামপুর, কল্যাণ হল্ট, করঞ্জলী হল্ট, নিছcindপুর, কাশীনগর হল্ট, কাকদ্বীপ, উকিলেরহাট স্টেশন গুলি এই ডাবল লাইনের সুবিধা পাবে। ফলে গঙ্গাসাগর যাওয়ার সমস্যা কমবে। সুন্দরবনের পর্যটন অন্য মাত্রা পাবে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 08, 2025 08:18:16
Ranaghat, West Bengal:نরকযন্ত্রণার রাস্তা — শান্তিপুরের মতিগঞ্জ থেকে নৃসিংহপুর ঘাট মতিগঞ্জ থেকে নৃসিংহপুর ঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এখন কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ তিন মাস ধরে টানা বৃষ্টিপাতের কারণে রাস্তার জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারো মানুষ যাতায়াত করলেও, বর্তমানে রাস্তাটি এতটাই বেহাল যে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই রাস্তাটি শুধু স্থানীয়দের জন্যই নয়, দুই জেলার মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ রুট হিসেবেও পরিচিত। গঙ্গা পার হয়ে একদিকে হুগলি, অন্যদিকে কালনা — এমন একটি গুরুত্বপূর্ণ পথের এমন দুরবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা。 স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তার বেহাল দসার কারণে একেকদিন একেক জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে।” হরিপুর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য জানান, তিনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে নবান্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন, এবং PWD কিছুটা মেরামতির উদ্যোগ নিলেও, তা ছিল অত্যন্ত সাময়িক এবং অপ্রতুল। কয়েকটি গর্তে ইট ফেলে কোনোরকমে ঢাকতে চেয়েছিল প্রশাসন, কিন্তু বর্তমানে সেইসব ইটও উঠে গেছে。 পঞ্চায়েত প্রধানও স্বীকার করেছেন যে তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি。 স্থানীয় বিরোধী দলগুলিও এই ইস্যুতে সরব হয়েছে। বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে রাস্তার অবস্থা দ্রুত ঠিক না হলে。 বর্তমান অবস্থা এতটাই বেহাল, চলাচলের অযোগ্য। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত, কোনো টেন্ডার বা পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু হয়নি। এলাকাবাসীরা আশায় আছেন, প্রশাসন খুব শীঘ্রই স্থায়ী উদ্যোগ নেবে।
0
comment0
Report
Advertisement
Back to top