Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028
बरसों के जश्न के दौरान बाइक चालकों पर चालान: Breathalyzer से शराब पाई गई
SBSoumen Bhattachrya
Jan 01, 2026 02:03:12
Kolkata, West Bengal
বর্ষবরণের রাতে বাইকচালকদের দৌরাত্ম্য রুখতে ময়দানে প্রশাসন। বুধবার রাত থেকেই পথে পুলিশ আধিকারিকরা। বিধাননগর পুলিশ এর পক্ষ থেকে লেকটাউনে নাকা চেকিং চলাকালীন প্রতিটি বাইক ও গাড়ি থামিয়ে চালকদের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার মাধ্যমে অ্যালকোহলের মাত্রা যাচাই করা হয়। কারও মুখ থেকে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় প্রশাসন। গাড়ি আটক এমনকি ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্তর মতো কঠোর পদক্ষেপও নেওয়া হয় এদিন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Jan 01, 2026 03:03:32
Kolkata, West Bengal:Weather *আবহাওয়া পয়েন্টার* ১) *শীতল হাওয়ার স্রোতেই শুরু নতুন বছর* মরশুমের শীতলতম দিন পেয়েছে ২০২৫ সালের শেষ দিন। তার থেকে সামান্য তাপমাত্রা বেড়ে গতরাতে কলকাতার পারদ ১১.৬ ডিগ্রি। ৪ জানুয়ারি রবিবার বিকেল পর্যন্ত খুব সামান্য করে ধাপে ধাপে পারদের উত্থান। সোমবার ৫ জানুয়ারি থেকে পরবর্তী সোমবার ১২ জানুয়ারি পর্যন্ত মারকাটারি শীতের আরো একটি স্পেল। ডিসেম্বরের শীত বনাম জানুয়ারির শীতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলবে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের。 ২) শীতের অনুভূতি আরো বেড়েছে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে থাকায়। পরপর ৪ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কখনও ৮, কখনও ৬ কখনও বা ৫ ডিগ্রি নিচে ছিল। ফলে দিনে রাতে শীতের কাঁপুনি ভালো রকম টের পাচ্ছে রাজ্য। আজ থেকে দিনের পারদও কিছুটা ঊর্ধ্বমুখী হতে চলেছে。 ৩) ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরবঙ্গের আট জেলা এবং দক্ষিণবঙ্গের দুই জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়াএ জেলাতে।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 01, 2026 01:18:12
Kolkata, West Bengal:নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব। সকাল থেকে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম। নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেজন্য প্রার্থনা করছেন ভক্তরা。 ভোর তিনটে সাড়े তিনটে থেকে ভিড় জমতে শুরু করছে কাশীপুর উদ্যানবাটিতে। বিভিন্ন জায়গা থেকে আসছেন ভক্তরা। উপলক্ষ্য কল্পতরু উৎসবে যোগ দেওয়া। করা হয়েছে বড় মঞ্চ। বিশেষ ব্যবস্থারও আয়োজন করা হয়েছে। সারাদিন ব্যাপী রয়েছে পুজো, আরতি, ধর্মসভা-সহ বিভিন্ন অনুষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভক্তদের ভিড়ও। ১৮৮৬ সালের এই দিনে রামকৃষ্ণ পারমার্থিক আশীর্বাদ করেছিলেন। ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ জ্ঞানের চোখ যেন খুলে যায়。 ১৮৮৬ সালের ১ জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তাঁর অনুগামীদের জীবনে ছিল এক "অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা।" রামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হন এবং তাঁর শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাঁকে নিয়ে জাওয়া হয়েছিল। ১ জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তাঁর অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, "তোমার কি মনে হয়, আমি কে?" গিরিশচন্দ্র বলেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস "মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।" রামকৃষ্ণ পরমহংস বলে, "আমি আর কি বলব? তোমাদের চৈতন্য হোক। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনিই এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তাঁর কাছে উপস্থিত ছিলেন।
0
comment0
Report
RDRaktima das
Dec 31, 2025 15:47:21
Kolkata, West Bengal:브REAK: কমিশন সূত্রে খবর, বহুতল নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলির আপত্তি থাকলেও, কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলির কোন সাজেশন বা মতামত থাকলে তা অবশ্যই শোনা হবে, তবে কমিশনের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক বাসিন্দা থাকলেই সেই সমস্ত বহুতলেই বুথ হবে, এমনই সিদ্ধান্তে অনর কমিশন。 সূত্রের খবর, সেক্ষেত্রে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শতাধিক আবাসনে হতে চলেছে বুথ। আর পাঁচটা বুথের মতোই এই বুথগুলো একই রকম আকার নিতে চলেছে। মঙ্গলবার রাজ্যের আট জন ডিইওর সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরের আধিকারিকেরা। নির্বাচন কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত যত সংখ্যক তালিকা পাওয়া গিয়েছে তাতে প্রায় শতাধিক আবাসনে আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ তৈরি হতে চলেছে। যদিও আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আবাসনের মধ্যে কত সংখ্যক মোট বুথ হবে তা চূড়ান্ত হয়ে যাবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
0
comment0
Report
EGE GOPI
Dec 31, 2025 15:45:18
Kharagpur, West Bengal:জানুয়ারিতে ট্রেনযাত্রীদের ভোগান্তি, বাতিল খড়গপুর–খুর্দা রুটের দুই এক্সপ্রেস East Coast Railway (East Coast Railway) উন্নয়নমূলক কাজের কারণে জানুয়ারি মাসে একাধিক দিনে দুটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন বাতিল থাকার কথা জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, খড়গপুর–খুর্দা রোড রুটে চলাচলকারী ১৮০২১ ও ১৮০২২ নম্বর এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট কয়েকটি তারিখে চলবে না। রেল সূত্রে জানা গিয়েছে, ১৮০২১ খড়্গপুর–খুর্দা রোড এক্সপ্রেস এবং ১৮০২২ খুর্দা রোড–খড়গপুর এক্সপ্রেস—দুটি ট্রেনই আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত একাধিক দিনে বাতিল থাকবে। নির্ধারিত বাতিলের তারিখগুলি হল— ১, ২, ৫, ৬, ৮, ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৬, ২৭, ২৯ ও ৩০ জানুয়ারি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থেই এই কাজ চলছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল প্রশাসন। যাত্রার আগে সংশ্লিষ্ট যাত্রীদের ট্রেনের সময়সূচি ও আপডেট তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 31, 2025 13:20:36
Kolkata, West Bengal:WB WEATHER আসুন চোখ বুলিয়ে নিই ২০২৫ সালের পশ্চিমবঙ্গের আবহাওয়া হাইলাইটস এর দিকে ১) কলকাতায় বছরের উষ্ণতম দিন ১১ মে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি। ২) কলকাতায় বছরের শীতলতম দিন ৩১ ডিসেম্বর। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। ৩) কলকাতায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫১.৪ মিলিমিটার। ২৩ সেপ্টেম্বর। ৪) এই বছরে রাজ্যের উষ্ণতম দিন কলাইকুন্ডা। ২৫ এপ্রিল। সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি। ৫) এই বছর রাজ্যের শীতলতম দিন ২.৩ ডিগ্রি (দার্জিলিং)। ৯ জানুয়ারি ২০২৫। ৬) এই বছর সমতলের শীতলতম দিন ৬.৫ ডিগ্রি (পুরুলিয়া এবং শান্তিনিকেতন) ৭) এই বছর রাজ্যে মোট বৃষ্টিপাত ১৩৫৩ মিলিমিটার। ৮) এই বছর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় যা আংশিক ভাবে হলেও রাজ্যকে প্রভাবিত করেছে। মন্থা, সেনিয়র এবং দিতওয়াহ। ৯) এই বছর রাজ্যে শৈত্য প্রবাহ। পুরুলিয়া। ১১ এবং ১২ জানুয়ারি ২০২৫। ১০) এই বছর রাজ্যে তাপ প্রবাহ। পুরুলিয়া। ২৮ এবং ২৯ মার্চ। ২৩ থেকে ২৬ এপ্রিল। ১০ থেকে ১২ মে। ১১ থেকে ১৪ জুন। বেনজির ভাবে পশ্চিমবঙ্গের বাকি কোনো জেলায় এই বছর একটি দিনের জন্যও তাপপ্রবাহের কবলে পড়েনি。
0
comment0
Report
ASAyan Sharma
Dec 31, 2025 11:57:30
Kolkata, West Bengal:# সবে মাত্র অপারেশন হয়েছে,এছাড়াও শারীরিক ভাবে অসুস্থ্য। বিশেষ ভাবে সক্ষম দের হিয়ারিংয়ে ডেকে হয়রানি করা হচ্ছে। # এছাড়াও দেখা গেছে,অনেক সরকারি চিকিৎসকদের ডাকা হচ্ছে।তারা অপারেশন ক্যান্সেল করে,আউটডোর ছেড়ে ছুটে আসছেন,অথচ দেখা যাচ্ছে সামান্য কিছু ত্রুটি রয়েছে,যেটা হিয়ারিং এ না ডেকে নথিপত্র সংগ্রহ করলেই হতো。 # যাতে শারিক কারিভাবে অসুস্থ্য এবং সদ্য অপারেশন হয়েছে,সরকারি চিকিৎসক যারা জরুরী পরিষেবার সাথে যুক্ত,তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক।এই মর্মে সিইও এর দফতরে চিঠি দিল চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম。 # সরকারি হাসপাতালের চিকিৎসক দের হিয়ারিং অনলাইনে করা হোক এই আবেদন জানালো এই দাবি ও জানানো হয়েছে কমিশনের কাছে
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 31, 2025 09:50:49
Kolkata, West Bengal:✓সুপ্রিম কোর্টে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের মামলার শুনানির দিনক্ষণ ঘিরে অনিশ্চয়তা। ✓বিডিওর দায়ের করা মামলায় ৫ টি ত্রুটি রয়েছে। - জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ✓কোথায় কোথায় ত্রুটি রয়েছে সেটা গতকাল জানিয়েছে সুপ্রিম কোর্ট। ✓নিয়ম অনুযায়ী এই ত্রুটি সংশোধনের জন্য ৯০ দিন সময় পায় মামলাকারি। ✓আবেদনপত্রে যে নথিগুলি যুক্ত করা হয়েছে তার সঠিক বিবরণ সূচিপত্রে নেই। - জানিয়েছে সুপ্রিম কোর্ট। ✓সংযুক্ত করা নথির ৫ টি পৃষ্ঠার টাইপ করা কপি প্রয়োজন । - জানিয়েছে সুপ্রিম কোর্ট। ✓সংযুক্ত করা একটি নথিতে কেস নম্বর দেওয়া নেই। - জানিয়েছে সুপ্রিম কোর্ট。
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 31, 2025 09:40:30
Kolkata, West Bengal:শর্তসাপেক্ষে মালদা চাঁচোলে বিজেপির সভায় অনুমতি। আদালতের অবকাশকালীন বেঞ্চের অনুমোদন। ওই সভায় নয় হাজার সমর্থক এবং ৭০ টি মাইক্রোফোনের বেশি ব্যবহার করা যাবে না। নির্দেশ বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর। অনুষ্ঠান থাকার কথা শুভেন্দু অধিকারীর। মামলাকারীর আইনজীবী, এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছেন এস ডি পিও। তিনি বলেছেন নতুন বছর উজ্জাপিত হবে। এত লোক নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিজেপির আইনজীবী—ওনার কোন অধিকার নেই এবিষয় নির্দেশ দেওয়ার। বিবেকানন্দ বসু, রাজ্য... পুলিশ এস ডি ও রিপোর্ট দেখিয়েছে কারণ অনেক সমর্থকের আসার কথা। ১৫ হাজার লোক কিভাবে আসবে? তারা যে যানবাহন ব্যবহার করবে সেগুলি নিয়ন্ত্রণ কেমন হবে? এই সময় পুলিশের ব্যস্ত তুঙ্গে থাকে। লোকসংখ্যা কম করা হোক।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 31, 2025 06:42:17
0
comment0
Report
ASAyan Sharma
Dec 31, 2025 05:20:40
Kolkata, West Bengal:নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর অভিযোগে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার ভাই গৌরাঙ্গকে ঘোড়াকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রী ও শিশুকে কে হেনস্থা করেছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। বিজেপি কর্মীর স্ত্রী গৌরাঙ্গ গোড়ার স্ত্রীকে হেনস্থার অভিযোগে এবার সক্রিয় জাতীয় মহিলা কমিশন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। এস সি পরিবারের মহিলা ও শিশু কে হেনস্থা করা হয়েছে,প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, হুঁশিয়ারি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ডঃ অর্চনা মজুমদারের।
0
comment0
Report
Advertisement
Back to top