Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
Sonali Khatun के परिवार की कोलकाता यात्रा: Kalighat में Abhishek Banerjee से मुलाकात
PCPrabir Chakraborty
Dec 17, 2025 06:03:44
Kolkata, West Bengal
Sonali khatun er poribar aschhe Kolkata.. 19 December kalighat e dekha korbe abhishek banerjee er sathe Banglai katha bollei bangladeshi bole Bangladesh pathie dewa issue theke sorche na tmc.. Tmc kora mamlar poripekhite supreme Court er niedesh e Bangladesh theke deshe fireche Birbhum basinda sonali khatun o tar chele. 19 December Kolkata te aschhe sonali poribar.. Kalighat e dekha korbe abhishek banerjee er sathe.. Aro jader sathe ei kaj kora hoeche tader feranor janya ain e lorai chalie jache shashok dol...
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Dec 17, 2025 07:51:54
Kolkata, West Bengal:রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় ২০১৯ সাল থেকে যারা প্রতিবন্ধী চাকরি প্রার্থী তারা বঞ্চিত। কারণ এই কোটা শুধুমাত্র শিডিউল কাস্ট ক্যাটাগরির মধ্যে বেঁধে রাখা হয়েছে। রাজ্য সরকারের সমাজ কল্যাণ দফতর এই নিয়ম চালু করেছে। সুপ্রিম কোর্টের গাইড লাইন আছে প্রতিবন্ধী কোটা সম্পূর্ণ অসংরক্ষিত থাকবে। শুধুমাত্র প্রতিবন্ধী সার্টিফিকেট বিবেচিত হবে। অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতার ক্ষেত্রে এই নিয়ম না মানায় রাজ্যে প্রায় ৫০০০ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতার শিকার চাকরি প্রার্থী বঞ্চিত। এর প্রতিবাদে বিকাশ ভবনের সামনে (যার ১০ তলায় সমাজ কল্যাণ দফতর অফিস) তার সামনে বসেছেন। এই দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ কে একাধিকবার চিঠি লেখা হয়েছে। কোনো উত্তর মেলেনি। তাই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত লাগাতার এই অবস্থান চলবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 07:51:26
Chinsurah, West Bengal:জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত ছেলে!অবাক বৃদ্ধ দম্পতি。 গতকাল এসআইআর তালিকা প্রকাশের পর দেখা গেছে ডানকুনির তৃনমূল কাউন্সিলর সূর্য দে'র নাম রয়েছে মৃতের তালিকায়।প্রতিবাদে শ্মশানে গিয়ে বসে ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের জীবিত কাউন্সিলর。 আর আজ দেখা গেলো চুঁচুড়া বিধানসভার নলডাঙার ১২০ নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ দম্পতি স্নেহময় ও শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্যকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে。 দেবময় গত চার বছর ধরে জামশেদপুরের বাসিন্দা সেখানে স্ত্রী মনিকাকে নিয়ে থাকেন চাকরির সুবাদে।জামশেদপুরেই তার ভোটার তালিকায় নাম উঠেছে।তাই এরাজ্যে এসআইআর শুরু হতেই বিএলও কে সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা।জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিএলওকে।দেবময় নিজে বিএলও র সঙ্গে ফোনে কথা বলেছিলেন。 অথচ তালিকা বের হতেই দেখা গেলো তার নামের পাশে মৃত লেখা。 বিএলও মলয় দত্ত কে বিষয়টি জানান দেবময়ের মা বাবা।বিএলও তাদের টেলিফোনে জানান,তার কাছে যে তথ্য আছে তাতে দেবময় ও মনিকার নাম অন্য জায়গায় রয়েছে।আর্থাৎ ইতিমধ্যেই তালিকা ভুক্ত।সেখানে কি করে মৃত তালিকায় নাম এল তা বুঝতে পারছেন না।কোথাও একটা ভুল হয়েছে。 মনিকার নাম ইতিমধ্যেই তালিকা ভুক্ত দেখালেও দেবময়ের পাশে লেখা মৃত。 বৃদ্ধ দম্পতি জানান,এটা কি করে মেনে নিই বলুন তো।আমার ছেলে জীবিত তাকে মৃত বলে দেওয়া হচ্ছে।এটা একটা ভুল।এই ভুল যে করেছে তাকেই সংশোধন করতে হবে।আমরা এই বয়সে দৌড় ঝাঁপ করতে পারব না。 দেবময় বহুজাতিক সংস্থা চাকরি করেন।বর্তমানে কাতারে রয়েছে।সেখান থেকে ফোনে বলেন,এরা জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে কিছু বলার নেই।আমি আর আমার স্ত্রী জামশেদপুরে থাকি।তাই আবেদন করেছিলাম যাতে নলডাঙা থেকে নাম কাটিয়ে দেওয়ার জন্য।আমি নিজে বিএলও র সঙ্গে কথা বলেছি।তরাপরও এরকম হলে সেটা মানসিক অত্যাচার।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 17, 2025 07:05:09
Howrah, West Bengal:খুলে গেলো বালি মহাদেব জুট মিল।সকালে সাসপেনশন অব ওয়ার্কের নোটীশ ঝোলানো হয়েছিলো মিল গেটে।শুরু হয় শ্রমিক বিক্ষোভ।এরপর ইউনিয়নের সাথে আলোচনার মাধ্যমে মিল চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আজ সকালের শিফটে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিক বিক্ষোভ দেখেন মিল বন্ধ।বালি মহাদেব জুট মিলের গেটে ঝুলছে সাসপেনশন অব ওয়ার্ক নোটিশ।কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই মিল বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা বালির জিটি রোড অবরোধ করে।শুরু হয় বিক্ষোভ।পরিস্থিতি সামলাতে বালি থানার পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপর আই এন টিটিইউসি এবং সিটু নেতাদের সঙ্গে মিল কর্তৃপক্ষের আলোচনার শুরু হয়। দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ ১৮ তারিখ সকাল থেকেই মিল খুলবে।তবে শর্তসাপেক্ষে চালানো হবে মিল। দু’ Shিফটে পাঁচ ঘন্টা করে কাজ হবে। পরে কাঁচামালের যোগান ঠিক হলে আবার আগের মতোই কাজ হবে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 17, 2025 07:02:02
Dihierench, West Bengal:পৌর নাগরিকদের উপর যথেচ্ছ ট্যাক্স চাপানো, নাগরিকদের উপর দুর্ব্যবহার ও পরিষেবা ব্যর্থতার অভিযোগে কাঁথি পৌরসভার পৌরপ্রধানকে সো-কজ নোটিশ ধরালো পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। নোটিশ হাতে পাওয়ার পর আগামী সাত দিনের মধ্যে পৌর প্রধানকে জবাব দিতে হবে বলে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে কাঁথি পৌরসভার পৌর প্রধান কে শোকজ নোটিশ ধরানো হলো। পূর্ব মেদিনিүүрপ জেলার কাঁথি পৌরসভা এলাকায় এই নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে পৌর পরিচালনায় চরম অনিয়ম, হোল্ডিং ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধি, বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মৌলিক নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগের ভিত্তিতেই এমন নোটিশ বলে জানা গেছে। সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও বোর্ড আর্থিক দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যথাযথ আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্স ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, যার ফলে সাধারণ নাগরিকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার ও অভিযোগের প্রতি উদাসীন থাকার অভিযোগও উঠেছে। চিঠিতে আরও বলা হয়েছে, পৌরসভা এলাকায় রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, ড্রেন ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, স্ট্রিট লাইট এবং সামগ্রিক নাগরিক পরিষেবা প্রদানে দীর্ঘদিন ধরেই চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। একাধিক অভিযোগ সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এই সমস্ত বিষয় পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩ অনুযায়ী গুরুতর বলে বিবেচিত হওয়ায় government's সংশ্লিষ্ট দপ্তর এমন ব্যবস্থা নিয়েছে।সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে পৌর এলাকায় স্বচ্ছ প্রশাসন ও নাগরিক পরিষেবার মানোন্নয়নের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই বিষয়ে পৌরপ্রধান সুপ্রকাশ গিরি ইন্টারনাল চিঠি, তাই বলার বিষয় নয় বলে জানিয়েছেন।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 17, 2025 06:52:01
Kaji Chak, West Bengal:রাতের অন্ধকারে খামারে মজুত ধানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় চার বিঘে জমির ধান। ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৬০ হাজার টাকা। চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক পরিবারটি। ইতিমধ্যেই গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনিপুর জেলার চন্দ্রকোনা থানার রাধানগর গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা স্বপন মণ্ডল মাঠ থেকে পাকা ধান কেটে খামারে মজুত করে রেখেছিলেন। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই সেই খামারের ধানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে স্বপন মণ্ডল ও এলাকার বাসিন্দাদের। রাতেই সকলে ছুটে এসে পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে বেশিরভাগ ধান পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। স্বপন মণ্ডল ও স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ধানে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনার তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 06:51:35
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ছে কখনো চিতা বাঘ আবার কখনো হাতি। চিন্তায় বাসিন্দারা। বুধবার সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ে দুটো হাতি। জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খোলকপারা এলাকায় চাঞ্চল্য। আতঙ্কে বাসিন্দারা। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হাতি দুটোর উপর নজরে রাখছে। পাশের জঙ্গল থেকেই দুটো হাতি লোকালয়ে চলে আসে। চা বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।বেলাকোবা রেঞ্জের পাশাপাশি বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসতে শুরু করেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এরাতে হাতি দুটোর ওপরে নজর রাখছে বনদপ্তর। করলা নদীর ঘাট ধরেই দুটো জঙ্গল থেকে চলে আসে বলে বনদপ্তরের দাবি। কখনো চিতাবাঘ কখনো হাতি এভাবে বন্যপ্রাণ লোকালয়ে চলে আসায় ঘুম উড়েছে বাসিন্দাদের। বনদপ্তরে টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা。
0
comment0
Report
Advertisement
Back to top