Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
पेट्रोल पंप के कैश बॉक्स से 80 हजार रुपए की लूट; जयनुल आलम गिरफ्तार, 64 हजार बरामद
AGAyan Ghosal
Jan 03, 2026 05:06:21
Kolkata, West Bengal
রুবি মোড়ের গায়ে পেট্রোল পাম্প থেকে গতকাল ভর শন্ধেয় ক্যাশ বাক্স থেকে ৮০ হাজার টাকা লুড। অভিযোগ এর ভিত্তি তে গ্রেফতার জয়নুল আলম। উদ্ধার ৬৪ হাজার নগদ। বাকি টাকার খোঁজ চলছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGShreyasi Ganguly
Jan 03, 2026 08:49:55
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Jan 03, 2026 05:06:57
Kolkata, West Bengal:এবার কোন ওষুধে সাড়া দেবে নন্দীগ্রাম? ভোটের মুখে নন্দীগ্রামের স্বাস্থ্যে নজর শাসক-বিরোধী দুই শিবিরের। বঙ্গরাজনীতির হটস্পট নন্দীগ্রামের সূচাগ্র মেদিনীতে তাই ভোটবছরের শুরু থেকেই দড়ি টানাটানি শুরু হয়েছে। এবার সেবার প্রতিযোগিতায় মুখোমুখি শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার মডেলেই আগামী ১৫ জানুয়ারী নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে সেবাশ্রয় শিবির উদ্ধোধন করবেন অভিষেক। তৃণমূলের এই সেবাশ্রয় প্রস্তুতির আগেভাগেই গতমাসে নন্দীগ্রাম ১ এ স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। আর আজ নন্দীগ্রাম ২এর দাউদপুরে ফের আরও একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন শুভেন্দুর উদ্যোগে। প্রায় দেড় হাজার নন্দীগ্রামবাসীর চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা থেকে টিম নিয়ে আসছেন বিজেপির চিকিৎসক নেত্রী অর্চনা মজুমদার।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 03, 2026 04:48:48
Kolkata, West Bengal:NEPAL রানওয়েতে নামার সময় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহী বিমান। শুক্রবার নেপালের ভদ্রপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে প্রায় ২০০ মিটার এগিয়ে চলে যায় উড়ানটি। যদিও বিমানে থাকা ৫১ জন যাত্রী ও ৪ জন ক্রু—সকলেই নিরাপদ বলে জানিয়েছে বিমান সংস্থা。 বুদ্ধ এয়ার সূত্রে খবর, কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী এই উড়ানটি ছিল ফ্লাইট নম্বর 9N-AMF। বিমানটি একটি ATR 72-500 টার্বোপ্রপ। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে ছাড়িয়ে কাছের একটি জলධারার ধারে গিয়ে থামে বিমানটি। ঘটনায় বিমানের সামান্য ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে。 ঘটনার পরই বিমানবন্দরে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে نامিয়ে আনা হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ。 এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়ল নেপালের বিমান নিরাপত্তা ব্যবস্থা। এর আগেও একাধিক মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। গত বছরের জুলাই মাসে কাঠমান্ডু থেকে উড়ান নেওয়ার পর সৌর্য এয়ারলাইন্সের একটি বম্বার্ডিয়ার CRJ200LR বিমান ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় ১৯ জনের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছিল。
0
comment0
Report
PCPrabir Chakraborty
Jan 03, 2026 04:20:21
Kolkata, West Bengal:তৃণমূলের নজরে চা বাগানের ভোট। চা বলয়ে আজ সভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। রণ সংকল্প সভা থেকে সরাসরি কথা বলবেন তিন হাজার চা শ্রমিকদের সাথে। সরাসরি প্রশ্ন নেবেন তাদের থেকে, দেবেন উত্তর সভা থেকেই। চা বাগান এলাকায় ক্রেশ ও স্বাস্থ্য কেন্দ্র নিয়ে উদ্যোগ নিয়েছিলেন অভিষেক। মালবাজারে চা শ্রমিক সমাবেশ থেকে পিএফ বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে লাগাতার আক্রমণ চালিয়েছিল। ঘেরাও করেছিল পিএফ অফিস। জনসংযোগ পর্ব চললেও, লোকসভায় সুবিধা হয়নি তৃণমূলের। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসন হাতছাড়া হয় জোড়া ফুল শিবিরের。 এবার চা বলয়ের বিধানসভা আসনে ভোট বাড়াতে চায় শাসক দল。 তাই বাগান শ্রমিকদের মন বুঝতে এবার সরাসরি সংযোগের পথে অভিষেক। খোলা মঞ্চ থেকেই নেবেন প্রশ্ন, দেবেন উত্তর।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 03, 2026 04:16:22
Kolkata, West Bengal:২৬ এর মেগা নির্বাচনে বাহিনী বিন্যাস। সোমবার গুরুত্বপুর্ন বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। ২) ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? কিভাবে কাজে লাগানো হবে? রাজ্যে পুলিশের হাতেই থাকবে নিয়ন্ত্রণ? নাকি সরাসরি কাজ করবে মাইক্রো অবজারভার দের নির্দেশে? ২) পাঁচ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত? সোমবার দিল্লিতে কমিশনে বৈঠক। জাতীয় কমিশনে যাচ্ছেন রাজ্যের CEO। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা বলে সূত্রের খবর। ৩) CEO দফতরে রাজ্য পুলিসের নোডাল অফিসার। আলোচনা নির্যাস নিয়ে পাঁচ তারিখ বৈঠক। ৪) বিগত পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত বাহিনী এলেও ঘুরে বেরিয়েছে। বিরিয়ানি খেয়ে রিল্যাক্স করেছে। এমন ভুরি ভুরি অভিযোগ বিরোধী দলের। (*দিলীপ ঘোষ সকালে বাইট দিয়েছেন এটা নিয়ে। ব্যবহার করা যেতে পারে*।) এবার কি তার ব্যতিক্রম হবে? জোর জল্পনা। ৫) SIR প্রক্রিয়া সম্পূর্ণ করে সংশোধিত ভোটার তালিকায় প্রথম ভোট রাজ্যে। ভোটারের লাইন থেকেই কি স্ক্রুটিনি বা যাচাই শুরু তালিকা ধরে ধরে? সেখানেও কি বাহিনীকেই দেওয়া হবে মূল দায়িত্ব? ৬) ভোটের লাইন বা বুথের দরজায় বাহিনী। ভিতরে অবাধে চলছে ছাপ্পা রাজ। ভিতরে শাসক দল ছাড়া অন্য কোনো দলের বুথ এজেন্ট অনুপস্থিত। এবার কি ভিতরে বাহিনী? কতটা সার্বিক ভাবে আগাগোড়া বাহিনীকে ব্যবহার? আলোচনা হতে পারে বিশদে।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Jan 03, 2026 04:04:45
Kolkata, West Bengal:খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাঁকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে, সে বিষয়ে এখনো দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। তবে ভোটের কারণে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে。 বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলের ভেতরে এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন—নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্রে এবং ডিজিটাল পোস্টারে কার ছবি যাবে। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সমাধানে আসতে হবে বিএনপি নেতৃত্বকে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপির অনেক প্রার্থী নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্রচারপত্র তৈরি করেছেন। অনেকে ডিজিটাল পোস্টার-ব্যানার বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন। এতে দলের চেয়ারপারসন খালালেদা জিয়ার ছবি রয়েছে। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর কারণে বাস্তবতা পাল্টে গেছে。 সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫–এর বিধি ৭(চ) অনুযায়ী, ‘কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে সে ক্ষেত্রে তিনি শুধু নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট বা হ্যান্ড বিল ও ফেস্টুনে ছাপাতে পারবেন। ছবি পোর্ট্রেট আকারে হতে হবে এবং তা কোনো অনুষ্ঠান ও জনসভায় নেতৃত্বদান বা প্রার্থনারত অবস্থায় বা ভঙ্গিমায় ছাপানো যাবে না।’
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 03, 2026 03:31:15
Kolkata, West Bengal:दिलीप घोष १) आपको ज्यादा बात बोलने बারণ किया गया है। पार्टी जो बोलेगी उसे ही सर्वोच्च माना जाएगा। जिन्हें नीति-निर्धारक कहा जाता है वे ही परामर्श देंगे। मैं पार्टी के बाहर नहीं। मैं जब से राजनीति कर रहा हूँ प्रेस-मीड़िया के साथ बात करता हूँ। मैं अपनी बात कहता हूँ। पार्टी के कुछ बयानों रहते हैं। स precej? बारे में पार्टी के मुख्‍य प्रवक्ता कहते हैं। स्थानीय घटनाओं या विशेष परिस्थितियों पर मैं मीडिया में चर्चा करता हूँ। पार्टी की रणनीति या योजना के बारे में पार्टी कौन करेगा यह पहले से तय है। २) कल आपने शुभेंदु अधिकारी और हुमा–यून कबीर के बारे में ऐसे टिप्पणी किए जो पार्टी की लाइन से बाहर मानी गईं, ऐसा पार्टी ने माना। मैं किसीका नाम दे कर कुछ नहीं बोलूँगा। कभी नहीं बोलूँगा। (*सुर नरम, डाकाबू दिलीप ने कहा। कल के बाइट की चर्चा हो सकती है*) कौन नहीं बोल पाएगा मैं कहूँगा नहीं। पार्टी जो ठीक करेगी वही होगा। ३) आपके वक्तव्य के पलट विरोध के रूप में हुमा–यून कबीर ने आपको ‘बाचाल’ कहा। (हंसते हुए) ठीक है। कई लोग दिलीप घोष को अलग-तरह से समझते होंगे। ४) सोमवार राष्ट्रीय निर्वाचन आयोग के कार्यालय में केंद्रीय बलों पर बैठक हम बार-बार माँग कर चुके हैं ताकि बूथ के भीतर बल रहे। वे सड़क पर खड़े रहते हैं। वोट चोरी-चोरी भीतर से होती है। हमारे सामने ही यह घटित हुआ है। अगर इस बार कुछ वास्तव में अलग हो तो लोग निर्भय होकर मतदान कर पाएंगे। तब टीएमसी के लिए मुश्किल होगी। ५) अगर बल बढ़े तो आपके वोट बढ़ेंगे—क्या यह तर्क सही है? बल पर्याप्त मात्रा में आता है। पंचायत चुनाव में भी पर्याप्त बल आया था। वोट बूथ पर हो रहा है। और बल बसों में घूम रहा है। कई बार हजार-द्वारिए भी देखे गए थे। हमारा कहना है कि नई वोटर आई कार्ड के बिना भीतर प्रवेश नहीं होगा। बूथ पर क्या हो रहा है यह बल भी देखेगा। तब ही निष्पक्ष मतदान संभव होगा। ६) मुरलीधर पार्टी कार्यालय से आपका घर छीना गया। साल्ट लेक में आपको नया घर मिला। यह अनुभव कैसा? बहुत कुछ घट चुका है। नए विचार दें। लोगों को दुनिया छोड़कर जाना पड़ता है। वह एक घर है। क्या आ गया? कितने लोग पार्टी छोड़ देते हैं। ये चलते रहते हैं। हमारे पसंद-नापसंद पर पार्टी नहीं चलती। पार्टी अपने नियमों से चलती है। ७) बारुईपुर के रैंप पर अभिषेक के 3 भूत और विनिश कुमार वे आयोग पर शुरू से ही आक्रामक हैं। कहते हैं नीचे से उठाकर लाऊँगा। आज सुर बदला है। हमेशा सामने एक भूत चाहिए जिसके खिलाफ लड़ेंगे। इस बार के नए भूत चुनाव आयोग हैं। अब इन चिल्लाहटों से ऐसा काम नहीं चलेगा। ८) आज से फिर 3 दिन आप खरगपुर जा रहे हैं। आपने कहा यही आपका पसंदीदा क्षेत्र है। मैं विधायक बनने के बाद से सप्ताह में कम-से-कम तीन दिन खरगपुर में रहता हूँ। बीच में मुझे बर्धमान जिले के एक केंद्र पर उम्मीदवार किया गया था। उस छोटी-सी बात को छोड़कर मैं खरगपुर क्षेत्र के लोगों के साथ रहा हूँ। ९) रासबिहारी केंद्र में 95 वर्ष के मतदाता को सुनवाई में तलब नोटिस रैंडम भेजे जाते हैं। जिसकी गलती उसे बुलाया जाता है। चुनाव आयोग ने पहले वृद्ध लोगों के वोट घर जाकर लाने की व्यवस्था की थी। ऐसे मामलों में चुनाव आयोग को घर पर ही प्रतिनिध भेजकर समस्या हल करनी चाहिए।
0
comment0
Report
PCPartha Chowdhury
Jan 03, 2026 03:30:38
Bardhaman, West Bengal:১৩৫ বছরের প্রাচীন বর্ধমান টাউন হলের নабарূপায়ণ হল। শুক্রবার বিকালে এই নতুন রূপের টাউন হলের উদ্বোধন হল। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুরপ্রধান পরেশ সরকার, বিধায়ক খোকন দাস ও পুরসভার আধিকারিকরা。 চার কোটির বেশি টাকা খরচ করে টাউন হল সংস্কার হয়েছে। এই টাউনহলের বিরাট ইতিহাস রয়েছে। এই টাউনহলে এসেছেন গান্ধীজি, নেতাজी, কাজী নজরুল ইসলামের মত দেশনায়করা। গত প্রায় দেড় শতাব্দীতে এই টাউনহলে অসং্খ্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়েছে। নবরূপের এই টাউনহলে সব রকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। তবে আসন সংখ্যা বেশ কিছু কমে হয়েছে ২৮৮ টি。 আগেকার চেয়ে ঝাঁ চকচকে হয়েছে টাউনহলের অভ্যন্তর। বসেছে সেন্ট্রাল এ. সি। মূল টাউন হলের সঙ্গে সংগতি রেখে সংস্কার করা হয়েছে। লাইট, সাউন্ডে আধুনিকতা এসেছে। তৈরি হয়েছে দুটি গ্রীণরুম, অতিথিদের বসার জায়গা। তবে সিট কমেছে। অন্যদিকে ভাড়াও বেড়েছে。 এই কাজ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, কিছু আধুনিক কাজ হয়েছে। কিন্তু ৪৫০ থেকে কমে আসন ২৮৮ কেন হল? তৃণমূল কংগ্রেসের অভ্যসে কাটমানি খাওয়া। তবে এখানেও কাটমানির গল্প আছে। এছাড়াও ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ছোট সংস্থাগুলো তাদের কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠানে এত খরচ কীভাবে পাবে? এছাড়া তার অভিযোগ, শহরের সংস্কৃতি, টাউনহল আগে নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যক্রমে ভাড়া দিয়ে। সেখানে কত টাকা ভাড়া পাওয়া যায়, তার শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন তিনি。 অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, অতি উচ্চমানের হল তৈরি হয়েছে। সাউন্ড, লাইট ভাল হয়েছে। নতুন ও প্রশস্ত করতে গিয়ে কিছু আসন হয়ত কমেছে。 বিজেপির কাজই হচ্ছে সমালোচনা করা। ওদের কথার কোনো মূল্য নেই। বাইট : ১)প্রদীপ মজুমদার ( মন্ত্রী) ২) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা) ৩) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক) 0301ZG_BWN_HALL
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 03, 2026 02:47:52
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১৩.১ ১২.৯ ১২.১ ১১.৯ ১১ ১৩.২ ১৪.২ গত এক সপ্তাহ ধরে রাতের পারদের উত্থান পতনের পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, আপাতত কয়েকদিনের জন্য সাময়িক বিরতি নিয়েছে শীত। ২) লক্ষ্যনীয় ভাবে বেড়েছে দিনের তাপমাত্রা। মাত্র ৫ দিন আগেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ৮ ডিগ্রি নিচে ছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠে এল ২৩.২ ডিগ্রিতে। আজ দুপুরে আরো বেড়ে এই তাপমাত্রা ২৪ এর ঘরে উঠে স্বাভাবিকের পর্যায়ে চলে যাবে। ৩) উত্তরে তুষারপাতের পরিস্থিতি। ৪ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় শীতল বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণে জলীয় বাষ্প পূর্ণ পূবালী হাওয়ার সঙ্গে উত্তর ভারতের শীতল হাওয়ার সংঘাতে কুয়াশার দাপট। রাজ্যের বিভিন্ন জোনে সম্পূর্ণ ভিন্ন ধারার আবহাওয়া পরিস্থিতি আরো অন্তত ৭২ ঘণ্টা। ৪) উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান পাঞ্জাব ও লাগোয়া এলাকায়। উত্তর পূর্বের সেভেন সিস্টারে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্নলি জেড স্ট্রিম। ৫) ফের রাজ্যে পারদ পতন সোমবার থেকে। উল্লেখযোগ্য পারদ পতন বুধবার থেকে। রাজ্যে ১২ বা ১৩ জানুয়ারি পর্যন্ত নতুন করে শৈত্য বলয়। এর জেরে শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে উত্তরের ৩ এবং পশ্চিমাঞ্চলের ৩ জেলা। বাকি জেলাগুলোতেও কনকনে ঠাণ্ডার দাপট বাড়বে। ৬) ওড়িশা উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পের পরিমান অনেকটা বাড়তে চলেছে আজ থেকে। ফলে দক্ষিণবঙ্গে কুয়াশার কারণে রাতে বা ভোরের দিকে দৃশ্যমানতা আগামী সোমবার পর্যন্ত কমবে। বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 03, 2026 01:34:23
Kolkata, West Bengal:METRO *জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে়। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।* নতুন বছরের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের টানা চারটি রবিবার ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হবে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে বাড়তি ট্রেন এই চারটি রবিবার। ব্লু লাইনে মোট ১৬০টি পরিষেবা (৮০ আপ + ৮০ ডাউন) চালানো হবে। সাধারণত রবিবারে যেখানে ১৩০টি ট্রেন চলে, সেখানে এবার উল্লেখযোগ্য ভাবে পরিষেবা বাড়ানো হচ্ছে। প্রথম মেট্রো দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: সকাল ৯টা নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (সময় অপরিবর্তিত) শেষ মেট্রো দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩ শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ শহিদ ক্ষুদিরাম-দমদম: রাত ৯টা ৪৪ এছাড়া বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে ১০ মিনিটের বদলে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে পরিষেবা বাড়ছে গ্রিন লাইনে এই চার রবিবার ১২৪টি পরিষেবা (৬২ আপ + ৬২ ডাউন) চালানো হবে। সাধারণ দিনে যেখানে ১০৮টি ট্রেন চলে, সেখানে এবার বাড়ছে ট্রেন সংখ্যা। প্রথম মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়ा ময়দান: সকাল ৯টা ২ মিনিট হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৯টা সিটি সেন্টার-হাওড়া ময়দান: সকাল ৯টা। শেষ মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান: রাত ৯টা ৫৫ হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯টা ৫৫ হাওড়া ময়দান-সেন্ট্রাল পার্ক: রাত ১০টা ৫ মিনিট গ্রিন লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। অন্যান্য লাইনের অবস্থা ইয়েলো লাইনে এই রবিবারগুলিতে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে আগের মতোই কোনো মেট্রো চলবে না। মেট্রোর এই সিদ্ধান্তে সপ্তাহান্তে যাতায়াত করা অফিসযাত্রী, পর্যটক ও সাধারণ মানুষের সুবিধা হবে বলে আশা।
0
comment0
Report
Advertisement
Back to top