Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
BCCI ने KKR से Mustafizur Rahman रिलीज़ किया; India–NZ 2026 ODI की तैयारी
AMArkodeepto Mukherjee
Jan 03, 2026 07:43:29
Kolkata, West Bengal
BCCI secretary Devajit Saikia says, "Due to the recent developments that are going on all across, BCCI has instructed the franchise KKR to release one of their players, Mustafizur Rahman of Bangladesh, from their squad and BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement" On the India vs New Zealand 2026 ODI Squad Announcement, he says, "As you know, from the 11th of January, India is going to play New Zealand in a three-match ODI series and today we have a meeting with the selectors and in the afternoon we are going to announce the squad for the New Zealand series..."
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Jan 03, 2026 18:45:14
Kolkata, West Bengal:কাটল জট! আগামী সপ্তাহে घोषणा হবে ২০২৫/২৬ আইএসএলের দিনক্ষণ। এআইএফএফ-এর পদাধিকারীগণ শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) এআইএফএফ-আইএসএল (AIFF-ISL) সমন্বয় কমিটির জমা দেওয়া রিপোর্ট বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে একটি জরুরি বৈঠকে মিলিত হন। গত ২০ ডিসেম্বর, ২০২৫ তারিখে এআইএফএফ কার্যনির্ভাহী কমিটির বৈঠক এবং পরবর্তীতে এআইএফএফ বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল। ​সমন্বয় কমিটিকে ২ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে এআইএফএফ সচিবালয়ে রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছিল, যা যথাসময়ে পালন করা হয়েছে। এআইএফএফ পদাধিকারীগণ আনুষ্ঠানিকভাবে রিপোর্টটি গ্রহণ করেছেন এবং সুপারিশ করেছেন যে লিগটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ​জানা গিয়েছে, সেই মত এআইএফএফ-ই এই লিগ পরিচালনা করবে এবং লিগ শুরুর তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
0
comment0
Report
RDRaktima das
Jan 03, 2026 17:37:59
Kolkata, West Bengal:ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্রে চালুর অনুমোদন দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ভৌগোলিক বিস্তৃতি, দুর্গম এলাকা, বনাঞ্চল, ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বারোটি জেলায় মোট একশো ষাটটি বিকেন্দ্রীকৃত শুনানিকন্দ্রে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি নেওয়া যাবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, ঝাড়গ্রাম, কালিম্পং, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ি। কমিশনের অনুমোদন অনুযায়ী, দার্জিলিং জেলায় সর্বাধিক ঊনচল্লিশটি এবং আলিপুরদুয়ারে আটত্রিশটি বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন জেলার প্রস্তাবিত কেন্দ্রগুলি মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে একশো ষাট। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এই সমস্ত বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শুনানি প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি, কোনও রকম বহিরাগত প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে শুনানি চালানোর উপর জোর দিয়েছে কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন, ভোটার নিবন্ধন সংক্রান্ত বিধি এবং নির্বাচন কমিশনের সময়ে সময়ে জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, শুনানির দিনক্ষণ ও কেন্দ্রগুলির অবস্থান সংক্রান্ত তথ্য সব পক্ষকে আগাম জানাতে হবে। একই সঙ্গে জেলা প্রশাসনকে এই নির্দেশাবলির বাস্তবায়ন নিয়মিতভাবে নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুর্গম ও প্রান্তিক এলাকায় বসবাসকারী ভোটারদের যাতে অযথা দূরত্ব পাড়ি দিয়ে শুনানিতে আসতে না হয়, সেই লক্ষ্যেই এই বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত। এই মুহূর্তে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। কমিশন সূত্রের মতে, বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র চালু হলে প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত অভিযোগ ও অসঙ্গতি দ্রুত ও স্বচ্ছভাবে মেটাতেই এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল。
0
comment0
Report
ASAyan Sharma
Jan 03, 2026 17:37:45
Kolkata, West Bengal: ডাক্তার অনিকেত মাহাতোর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসআর সিপ নিয়ে অবাক কান্ড। একদিকে যখন গতকালই, সাংবাদিক বৈঠক করে ডাক্তার অনিকেত মাহাতো জানিয়েছিলেন,SR ship ছেড়ে দিচ্ছেন।যার জন্য ৩০ লাখ টাকা তুলতে ক্রাউড ফাউন্ডिंग করার কথা জানিয়েছিলেন। আজ স্বাস্থ্য সচিব ,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য সচিব কে মেইল করে জানিয়েছি SR ship ছেড়ে দেওয়ার কথা। সেখানে অনিকেত মাহাতোর কাছে তার আর জি করে জয়নিং এর অর্ডার কপি পৌঁছানোর আগে ভাইরাল।তার ইমেল আইডি, ওর আইনজীবী, বেলপাহাড়িতে ওর বাড়ির স্থায়ী ঠিকানা (যার উল্লেখ অর্ডারেও আছে) কিংবা স্থানীয় পোস্ট অফিস -- কোথাও এই অর্ডার সার্ভড হয়নি। অনিকেত এও জানান এই অর্ডার র কাছে অপ্রাসঙ্গিক, অর্থহীন। কারণ ও যে আর এসআর-শিপ কন্টিনিউ করবে না, সে সিদ্ধান্ত নেওয়ার পর তা জানিয়েও দিয়েছে সকলকে। আর আজ, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য সচিবকে এসআর-শিপ ছাড়ার সিদ্ধান্তের কথা অফিসিয়ালি ইমেল করেও জানিয়ে দিয়েছে বললো অনিকেত। আগামী সোমবারও যদি অর্ডার কপি আসে তখনও তার সিদ্ধান্তে অনর থাকবেন তিনি।। সোমবারে তিনি এস আর ship ছেড়ে দেওয়ার চিঠি, স্বাস্থ্য ভবনে গিয়ে জমা করে আসবেন। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, অর্ডার যদি হয়ে গিয়েই থাকে, তাহলে কেন পৌছালো না অনিকেতের কাছে, তার আগে ই ভাইরাল হয়ে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশ কি এভাবেই মানল স্বাস্থ্য দপ্তর। উঠছে প্রশ্ন।
0
comment0
Report
RDRaktima das
Jan 03, 2026 16:48:37
Kolkata, West Bengal:ব্রেক: রোল অফসারভার মরুগানের ঘটনায় রাজ্যের ডিরেক্টর জেনারাল অফ পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।। ৬ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পুলিশকে জানিয়ে যাওয়ার পরেও কেন নিরাপত্তা পেলেন না রোল অবজারভার। সেনসিটিভ জায়গায় জানা সত্ত্বেও কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলো না, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। একইসঙ্গে বলা হয়েছে, আগামীতে যে সমস্ত সেনসিটিভ জায়গায় রোল অবজারভাররা পরিদর্শনে যাবেন, তাদের নিরাপত্তার জন্য সেখানে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখতে হবে, তার দায়িত্বে রাখতে হবে একজন সিনিয়র অফিসারকে।
0
comment0
Report
RDRaktima das
Jan 03, 2026 16:48:28
Kolkata, West Bengal: Voteрার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র চালুর অনুমোদন দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ভৌগোলিক বিস্তৃতি, দুর্গম এলাকা, বনাঞ্চল, ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বারোটি জেলায় মোট একশো ষাটটি বিকেন্দ্রীকৃত শুনানикেন্দ্রে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি নেওয়া যাবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, ঝাড়গ্রাম, কালিম্পং, পুরুলিয়া, পশ্চিম বেদিন্নিপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ি। কমিশনের অনুমোদন অনুযায়ী, দার্জিলিং জেলায় সর্বাধিক ঊনচল্লিশটি এবং আলিপুরদুয়ারে আটত্রিশটি বিকেন্দ্রীকৃত শুনানোকেন্দ্র প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন জেলার প্রস্তাবিত কেন্দ্রগুলি মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে একশো ষাট। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এই সমস্ত বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শুনানি প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি, কোনও রকম বহিরাগত প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে শুনানি চালানোর উপর জোর দিয়েছে কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন, ভোটার নিবন্ধন সংক্রান্ত বিধি এবং নির্বাচন কমিশনের সময়ে সময়ে জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, শুনানির দিনক্ষণ ও কেন্দ্রগুলির অবস্থান সংক্রান্ত তথ্য সব পক্ষকে আগাম জানাতে হবে। একই সঙ্গে জেলা প্রশাসনকে এই নির্দেশাবলির বাস্তবায়ন নিয়মিতভাবে নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুর্গম ও প্রান্তিক এলাকায় বসবাসকারী ভোটারদের যাতে অযথা দূরত্ব পাড়ি দিয়ে শুনানিতে আসতে না হয়, সেই লক্ষ্যেই এই বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত। এই মুহূর্তে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। কমিশন সূত্রের মতে, বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র চালু হলে প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত অভিযোগ ও অসঙ্গতি দ্রুত ও স্বচ্ছভাবে মেটাতেই এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল.
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Jan 03, 2026 15:51:47
Kolkata, West Bengal:রূপমঞ্জরী তার তৃতীয় বর্ষ পূর্তি উদযাপন করছে সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়ে, "মন্দিরা" নামে তাদের আসন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন মাধ্যমে। অনুষ্ঠানস্থল হল "রথীন্দ্র মঞ্চ", জোড়াসাঁকো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়。 এই অনুষ্ঠনের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শ্রদ্ধেয় শ্রী সৌমিত বোস। মঞ্চে বাংলার সকল প্রখ্যাত কবিও উপস্থিত থাকবেন, যেমন শ্রী নৃপেন চক্রবর্তী, শ্রী ঋত্বিকঠাকুর, শ্রী নিবীর সা hা এবং আরও অনেকে。 "রূপমঞ্জরী" পূর্বেই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে শ্রুতি নাটক, আবৃত্তি ও সঙ্গীতে। ডঃ চন্দ্রাবলী মুখার্জি - এই সংস্থার চেয়ারপারসন এবং শ্রীনাথ মুন্সী - সচিব এঁদের মতে নবাগত ও তথাকথিত প্রচারের আলোয় যাঁরা নেই সেই সমস্ত শিল্পীদের সুযোগ করে দেওয়াই এই সংস্থার একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য ।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Jan 03, 2026 13:41:35
Baruipur, West Bengal:গতকাল অভিষেকের জনসভায় যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হয় পঞ্চায়েতের প্রধান। চিকিৎসা চলাকালীন আজ কলকাতা হাসপাতালে তার মৃত্যু হয়। ক্যানিং - পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্চায়েত প্রধানের। এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত পঞ্চায়েত প্রধানের নাম সুতপা নস্কর(৪৩)। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার বার বাইকে চেপে বারুউপরে অভিষেকের জনসভায় যাচ্ছিলেন ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েত প্রধান সুতপা নnskর। সেই সময় তালদি রাজাপুর সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তার বাইক। বাইক থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হয় পঞ্চায়েত প্রধান সুতপা নস্করের। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা পঞ্চায়েত প্রধান কে উদ্ধার করে। চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন আজ মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের। ঘটনার খবর এলাকায় চাউর হতে শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 03, 2026 13:41:25
Kolkata, West Bengal:वोटের মুখে নন্দीग्रাম의 স্বাস্থ্যে নজর دو شিবਿਰ। অভিষেকের সেবাশ্রয়ের আগে আজ ফের নন্দীগ্রামে स्वास्थ्य शिबির् exalt शुभেন্দुर। विरोधी दलনেতার মুখে সেই हिंदুত्व ভয় स्वास्थ्य शিবির করছেন। ওদের নিজস্ব কোন পরিচয় নেই। তৃণমূল কে দেখে কর্মসূচি। पैनिक रिएक्शन। नंदीग्रামে গতবার কিভাবে জিতেছিলেন সবাই জানে। ঘোষিত ফল কিভাবে বদলাতে হয় উনি জানেন। নন্দীग्रামে তৃণমূলের লিড ১০ হাজার ৪০০ এর উপরে। ফিরল সন্দেশখালিতে ইডির मार খাওয়ার স্মৃতি। ন্যাজাটে পুলিসের গাড়িতে হামলা। জমি সংক্রান্ত বিবাদ থামাতে মার খায় পুলিস। গ্রেফতার ৯। ধৃতরা তৃণমূলের, দাবি স্থানীয়দের——- কোথাও কোন দুর্ভাগ্য জনক घटना ঘটলে, রাজনীতিক আঙ্গিক দেখা উচিত নয়। পুলিশ দেখছে। বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ঘটে। আরে সিপিআই এম জামানায় আই পি এস কে খুন করে ফেলত। সিপিআই এম জামানায় ডিসি পোর্ট বিনোদ মেহতা কে কেটে ফেলা হয়েছে। বিজেপি রাজ্যে আক্রান্ত হয় পুলিশ। দল의 রক্তচক্ষুর পর কলকাতায় পুলিশ의 জালে এগরার পুরপ্রধান স্বপন নায়েক। सरकारी জমি হস্তান্তর দুর্নীতি মামলায় গ্রেফতার। গত মাসে থানায় অভিযোগ দায়ের করেন বিএলআরও —— অভিযোগ ছিল ,পুলিশ ব্যবস্থা নিল।আইনি বিষয়। কারও নাম করে কিছু বলিনি, কোনোদিন বলব না। দল যেটা ঠিক করবে সেটাই হবে। मর্নিং ওয়াকে মন্তব্য দিলীপ ঘোষের—— বিজেপির गোষ্ঠীদ्वন্দ্ব ছিল আছে থাকবে। দিলীপ ঘোষের সাথে নीतিগত फारাক রয়েছে। তিনি सफल বিজেপি সভাপতি। একটা দলের অভ্যন্তরীন বিষয় এই বিষয়ে কিছু বলব না। নৈরাজ্যের বাংলাদেশের আঁচ বাইশ गজে। কেকেআর থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের। বাংলাদেশি মুস্তাফিজুর কেন টিমে? সমালোচনার মুখে পড়ে শাহরুখের নাইট রাইডার্স—— বাংলাদেশ의 ঘটনা নিয়ে মন্তব্য করব না। এইটা নিয়ে রাজ্যের সরকারের কিছু করার নেই। বিজেপি কলকাতায় গণ্ডগোল করছে বাংলাদেশ নিয়ে,দิล্লি যাক না তারা। শিশির অধিকারী তৃণমূলে আসা ভুল ছিল মন্তব্য - —— তিনি ভালো থাকুন।বিজেপির মঞ্চে গিয়ে তৃণমূলে আসা ভুল স্বীকার। সাংসদ এর পেনশন ফিরিয়ে দিন। আপনার বাড়ির সকলকে একাধিক পদ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তৃণমূলে আসা ভুল হয়েছিল,একথা বলবেন না। আপনার প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূলে। ক্যামেরার সামনে কাকে টাকা নিতে দেখা গেছে উনি জানেন। ঘরে ফিরছেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর। জোড়াফুল ছেড়ে ফের কংগ্রেসে মৌসম—— তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন।এই নিয়ে এখনই মন্তব্য করছি না।দল জানাবে গোটা বিষয়টা। তৃণমূল কে সবাই সমর্থন করে।এর বিরোধিতা মানে বিজেপি কে সহযোগিতা। বিজেপি কে রুখতে হলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা উচিত। জ্য়রাম রমেশ - কোন মন্তব্য করছি না।এর উত্তর বলছিনা এখনই। পশ্চিম মেদিনীপুরে দাশপুরে বিজেপি নেতা নিদান - মহিলাদের আটকে রাখার কথা বলছেন, বুঝুন তাহলে বিজেপি মহিলা বিরোধী।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 03, 2026 08:49:55
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Jan 03, 2026 05:06:57
Kolkata, West Bengal:এবার কোন ওষুধে সাড়া দেবে নন্দীগ্রাম? ভোটের মুখে নন্দীগ্রামের স্বাস্থ্যে নজর শাসক-বিরোধী দুই শিবিরের। বঙ্গরাজনীতির হটস্পট নন্দীগ্রামের সূচাগ্র মেদিনীতে তাই ভোটবছরের শুরু থেকেই দড়ি টানাটানি শুরু হয়েছে। এবার সেবার প্রতিযোগিতায় মুখোমুখি শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার মডেলেই আগামী ১৫ জানুয়ারী নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে সেবাশ্রয় শিবির উদ্ধোধন করবেন অভিষেক। তৃণমূলের এই সেবাশ্রয় প্রস্তুতির আগেভাগেই গতমাসে নন্দীগ্রাম ১ এ স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। আর আজ নন্দীগ্রাম ২এর দাউদপুরে ফের আরও একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন শুভেন্দুর উদ্যোগে। প্রায় দেড় হাজার নন্দীগ্রামবাসীর চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা থেকে টিম নিয়ে আসছেন বিজেপির চিকিৎসক নেত্রী অর্চনা মজুমদার।
0
comment0
Report
Advertisement
Back to top