Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
NCRB के अनुसार अपराध शून्य? ममता बनर्जी के कदम पर सियासत गर्म
AGAyan Ghosal
Oct 04, 2025 08:33:44
Kolkata, West Bengal
কমিয়ে দেখলে তো ক্রাইম রেকর্ড শূন্যই হবে। গোটা দেশ যদি এই স্কিমে চলে যায় দেখা যাবে ভারতবর্ষ একটি অপরাধ শূন্য দেশ। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বেশিদিন থাকবেন না। কিন্তু উনি যেগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছেন সেটা রাজ্যের পক্ষে ভালো নয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Oct 04, 2025 11:33:20
Barrackpore, Kolkata, West Bengal:দুর্গাপূজার বিসর্জনে মদ্যপদের বেহাল্লাপনায় বাধা!!পুলিশ কে কিল! চড়! ঘুষি মদ্যপদের,এরপরে বেপরোয়া লাঠিচার্জ পুলিশের,গ্রেফতার নগেন্দ্র বাহিনী টীটাগড় পুরসভার ২২ নং ওয়ার্ডে বাগদি পাড়া মহাবীর সমিতির দুর্গাপুজোর ভাষানে পুলিশ কে মার উদ্যোগক্তাদের। মদ্যপ অবস্থায় বেহাল্লাপনায় পুলিশ বাধা দেওয়ায় পুলিশ কে চড় থাপ্পড় এবং কিল ঘুষি মারে পুজো উদ্যোগক্তারা।এরপরই পুলিশ বেধড়ক মারে ওই অভিযুক্ত মদ্যপ উদ্যোগক্তাদের।পুলিশ কে মারধরের ঘটনায় তিন জন অভিযুক্ত কে গ্রেফতার করে আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ।গতকাল খড়দহ রাসখোলা ঘাটে প্রতিমা বিসর্জন দিতে যাবার সময় তৃনমুল কর্মি নগেন্দ্র রায়ের দলবল মদ্যপ অবস্থায় অভব্য আচরণ করছিলো,সেই পুলিশ বাধা দিতে গেলেই পুলিশ কে মারধর শুরু করে নগেন্দ্র রায়ের লোকজন।এপর্‌ই পুলিশ ও বেধড়ক লাঠি চার্জ করে তাদের কে গ্রেফতার করে।আর এই CCTV ইর ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ এবং টীটাগড় এলাকায়।
0
comment0
Report
PDPradyut Das
Oct 04, 2025 11:33:09
Jalpaiguri, West Bengal:লজলপাইগুড়িতে জমি দখল নিয়ে পুরনো শত্রুতা।তার রেশ এসে পড়লো দুর্গাপূজা কমিটির উপর। তুমুল মারপিট। রক্তারক্তি কাণ্ড। প্রতিবাদে এলাকায় ব্যাবসা বন্ধ। অভিযোগ জমি দখল সংক্রান্ত পুরনো বিবাদ নিয়ে শুক্রবার রাতে নতুন করে অশান্তি ছড়ায়। এদিন রাতে বিল পাড়া রটন্তী ক্লাবের কিছু সদস্য মিলে আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব পূজো কমিটির সম্পাদক অনিরুদ্ধ দাস এর উপর আচমকা হামলা চালিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে পা ভাঙে দেয়। পাশাপাশি বন্দুক দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ। আ আক্রান্ত পূজো কমিটির সম্পাদক বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তী। গতকাল গভীর রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। রাতেই ৫ অভিযুক্ত গ্রেফতার। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। বাইট :- ১) নিতাই কর ( সভাপতি, আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব) ২) নব্যেন্দু মৌলিক (সম্পাদক, বিল পাড়া রটন্তী ক্লাব) ৩) পিংকী রায় ( স্থানীয় পঞ্চায়েত সদস্যা) রিপোর্ট:- প্রদ্যুত দাস জলপাইগুড়ি।
0
comment0
Report
BBBimal Basu
Oct 04, 2025 11:20:19
Basirhat, West Bengal:ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের সঙ্গে বেশি করে জন সংযোগ বাড়নোর জন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জীর নির্দেশে সন্দেশখালি বিধায়কের নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানই শুধু নয়, মই বেয়ে ছাদের মাথায় উঠে মিস্ত্রিদের সঙ্গে সহযোগিতা করেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো। গ্রামের মানুষ তার কাছে খুশি। গত বৃহস্পতিবার দোলে সন্দেশখালি এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় এক মিনিটের ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় হড়লেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো। শুকনো খাবার চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। তারপর আজ বিধায়ক সুকুমার মাহাতো ঝড়ে উড়ে যাওয়া বাড়ির ছাদ ঠিক করতে মিস্ত্রি ও নতুন অ্যাসবেস্টার নিয়ে এসে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির ছাদ উড়ে গেছে সেই ছাদে নতুন অ্যাসবেস্টার লাগনোর ব্যবস্থা করেন। দেখা যায় বিধায়ক সুকুম tar মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখা শুনোর সাথে মিস্ত্রিদের হাতে হাত মিলিয়ে ছাদে অ্যাসবেস্টার তুলে দিতে সাহায্য করছেন। বাড়ি ভেঙে যাওয়ার দু দিন পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা নিয়ে গ্রামের মানুষ খুশি।
0
comment0
Report
BBBimal Basu
Oct 04, 2025 11:20:04
Basirhat, West Bengal:ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের সঙ্গে বেশি করে জন সংযোগ বাড়নোর জন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জীর নির্দেশে পেয়েই সন্দেশখালিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই শুধু নয় রীতিমত মই বেয়ে ভাঙা ছাদের মাথায় উঠে মিস্ত্রিদের সঙ্গে ভাঙা ছাদ মেরিমতির কাছে হাত লাগালেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। যে ভাবে প্রথম দিন থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত দের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন বিধায়ক তাতে খুশি গ্রামবাসীরা। গত বৃহস্পতিবার দশমীর দিন দুপুরে সন্দেশখালি এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় এক মিনিটের ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় ছোটেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো। শুকনো খাবার চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। তারপর আজ বিধায়ক সুকুমার মাহাতো ঝড়ে উড়ে যাওয়া বাড়ির ছাদ ঠিক করতে মিস্ত্রি ও নতুন অ্যাসবেস্টার নিয়ে এসে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির ছাদ উড়ে গেছে সেই ছাদে নতুন অ্যাসবেস্টার লাগনোর ব্যবস্থা করেন। দেখা যায় বিধায়ক সুকুমার মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখা শুনোর পাশাপাশি মই বিয়ে বাড়ির চালে উঠে মিস্ত্রিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছাদে অ্যাসবেস্টার তুলে দিতে সাহায্য করছেন । বাড়ি ভেঙে যাওয়ার দু দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যে ভাবে থেকেছেন তিনি তাতে খুশি গ্রামের মানুষ。
0
comment0
Report
BBBimal Basu
Oct 04, 2025 11:19:49
Basirhat, West Bengal:ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের সঙ্গে বেশি করে জন সংযোগ বাড়নোর জন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জীর নির্দেশে পেয়েই সন্দেশখালিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই শুধু নয় রীতিমত মই বেয়ে ভাঙা ছাদের মাথায় উঠে মিস্ত্রিদের সঙ্গে ভাঙা ছাদ মেরিমতির কাছে হাত লাগালেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। যে ভাবে প্রথম দিন থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত দের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন বিধায়ক তাতে খুশি গ্রামবাসীরা। গত বৃহস্পতিবার দশমীর দিন দুপুরে সন্দেশখালি এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় এক মিনিটের ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় ছোটেন সন্দেশখালি বিধায়ক সুকুমারণ মাহাতো। শুকনো খাবার চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। তারপর আজ বিধায়ক সুকুমาร์ মাহাতো ঝড়ে উড়ে যাওয়া বাড়ির ছাদ ঠিক করতে মিস্ত্রি ও নতুন অ্যাসবেস্টার নিয়ে এসে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির ছাদ উড়ে গেছে সেই ছাদে নতুন অ্যাসবেস্টার লাগনোর ব্যবস্থা করেন। দেখা যায় বিধায়ক সুকুমার মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখা শুনোর পাশাপাশি মই বেয়ে বাড়ির চালে উঠে মিস্ত্রিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছাদে অ্যাসবেস্টার তুলে দিতে সাহায্য করছেন । বাড়ি ভেঙে যাওয়ার দু দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যে ভাবে থেকেছেন তিনি তাতে খুশি গ্রামের মানুষ। 1) বাইট - সুকুমার মাহাতো ( বিধায়ক সন্দেশখালি ) 2) বাইট - B1 জাকির মোল্লা ( ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ) 3) বাইট - হাবিবুল মোল্লা ( ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ) বিমল বসু বসিরহাট
3
comment0
Report
PDPradyut Das
Oct 04, 2025 11:18:42
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে জমি দখল নিয়ে পুরনো শত্রুতা।তার রেশ এসে পড়লো দুর্গাপূজা কমিটির ওপর। তুমুল মারপিট। রক্তারক্তি কান্ড। প্রতিবাদে এলাকায় ব্যাবসা বন্ধ। অভিযোগ জমি দখল সংক্রান্ত পুরনো বিবাদ নিয়ে শুক্রবার রাতে নতুন করে অশান্তি ছড়ায়। এদিন রাতে বিল পাড়া রটন্তী ক্লাবের কিছু সদস্য মিলে আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব পূজো কমিটির সম্পাদক অনিরুদ্ধ দাস এর উপর আচমকা হামলা চালিয়ে তাকে় তাকে মেরে মাথা ফাটিয়ে পা ভেঙে দেয়। পাশাপাশি বন্দুক দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ। আক্রান্ত পূজো কমিটির সম্পাদক বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তী। গতকাল গভীর রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। রাতেই ৫ অভিযুক্ত গ্রেফতার। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। ১) নিতাই কর ( সভাপতি, আসাম মোড় রিক্রিয়েশন ক্লাব) ২) নব্যেন্দু মৌলিক (সম্পাদক, বিল পাড়া রটন্তী ক্লাব) ৩) পিংকী রায় ( স্থানীয় পঞ্চায়েত সদস্যা)
0
comment0
Report
BSBhabananda Singha
Oct 04, 2025 10:37:00
Dinajpur, Rangpur Division:কুনাল ঘোষের পর বেসুরো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বয়কটের ঘোষণা করলেন জেলা প্রশাসনের দুর্গা পুজা কার্নিভাল। রায়গঞ্জ পৌরসভার বেহাল পরিষেবার বিরুদ্ধে তার এই বয়কট বলে ফেসবুক পোস্টে ঘোষণা তার। শহরে আবর্জনার স্তুপ জমে আছে, রাস্তা গুলোর টাকা বরাদ্দ করা হলেও কাজ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে উৎসব করা সাজে না, তাই বয়কটের সিদ্ধান্ত তার বলেই ঘোষণা। যদিও পৌর প্রশাসকদের হয়ে মুখ খুলেছেন উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার। তার দাবী আবর্জনা পরিষ্কার করা হয়েছে, রাস্তার কাজও শুরু হয়েছে, নাগরিকরা কেউ প্রতিবাদ করেনি। প্রতিবাদ করছেন আমাদের বিধায়ক। পাশাপাশি তার দাবী ঘটনায় অন্তর্নিহিত কোন কারন রয়েছে। কৃষ্ণর বক্তবে একমত বিজেপি, পৌর পরিষেবা বেহাল, আবর্জনার স্তুপে ভর্তি রায়গঞ্জ, রাস্তা ঘাট বেহাল, জল নিষ্কাষনী ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবী বিজেপির। এই সব কিছু থেকে মুখ লুকাতেই এখন কার্নিভাল বয়কটের নাটক করছেন কৃষ্ণ বলে দাবী তাদের। পাশাপাশি অন্তর্নিহিত অর্থের কথা জানতে চাইলে তার জবাব, কাটমানির ভাগাভাগি নিয়ে এই গোলমাল, এটাই কারন। সব মিলিয়ে ২৬ এর নির্বাচনের আগে এই ঘটনা সামনে আসতে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে৷
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 04, 2025 10:34:27
Barrackpore, Kolkata, West Bengal:*বাবাকে মারধরের হাত থেকে বাঁচাতে এসে আক্রান্ত অন্তঃসত্ত্বা মহিলা।* কাউগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এর শ্যামনগর পলতা পাড়া এলাকায় মিতালী সংঘ ক্লাব নিয়ে বিবাদ কে কেন্দ্র করে মোসারেফ হোসেন কে মারধর করে স্থানীয় আনোয়ার ও আরমান ও দলবল।মোসারেফ হোসেন কে বাঁচাতে তারই 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়ে আসার পর তাকে মারধর করা হয় এবং পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।এ বিষয়ে বাসুদদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তদের তরফ থেকে। এই ঘটনা যথেষ্ট আতঙ্কিত আক্রান্তরা。 এ বিষয়ে কাউগাছি টু পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলী বলেন দুটো পরিবারের মধ্যে ঝামেলা। যদি কোন অন্তঃসত্তّা মহিলাকে মেরে থাকে তাহলে আমরা পরিবারের পাশে আছি। যাতে সমস্যার সমাধান করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। এটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় একটি দোকান ও ক্লাবের মধ্যে ঝামেলা। আর এই নিয়ে বিজেপির দাবি তৃণমূলের এমন অবস্থাzmat মাতৃ শক্তি কেউ তারা ছাড়ছে না। বাইট_ ইমতিয়াজ আলी কাউগাছি পঞ্চায়েতের উপর প্রধান। বাইট অসীম খান আক্রান্ত এর স্বামী। বাইট_ উর্মিলা খাতুন আক্রান্ত মহিলা। বাইট_ মোশারফ হোসেন আক্রান্তর বাবা
0
comment0
Report
ASAyan Sharma
Oct 04, 2025 10:32:41
Kolkata, West Bengal:მধ্য პრদেশ ও রাজস্থান মিলে ১১ থেকে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ মধ্যপ্রদেশ এর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা গেছে, যে ধরনের কফ সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু হচ্ছে তার মধ্যে, diethylene glycol (DEG) nor ethylene glycol (EG) উপস্থিতি রয়েছে। যেটা কিডনি বিকল হয়ে মৃত্যুর কারণ হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে ছটি নমুনা সংগ্রহ করা হয়েছিল কাফ সিরাপ এর। যার মধ্যে ডাই ইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল এর উপস্থিতি রয়েছে। পুনে Niv, আই সি এম আর, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ,আইএমএস আলাদাভাবে কফ সিরাপ কাণ্ডে তদন্ত শুরু করেছে। Kayson ফার্মার ১৯ টা ওষুধ বাতিল করে দেওয়া হল রাজস্থান ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 04, 2025 10:32:22
Kolkata, West Bengal:১.2 বছরের নিচে শিশুদের কোন ভাবé,কফ সিরাপ প্রেসক্রাইব করতে পারবেন না চিকিৎসকরা। ৫ বছরের নিচে শিশুদেরও দেওয়া যাবে না কফ সিরাপ । ২.৫ বছরের উপরে শিশুদের,ক্ষেত্রে প্রয়োজন হলে তবেই কফ সিরাপ এর ব্যবহার।অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যাবে ।তবে কফ সিরাপ খাওয়ার পর তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখতে হবে চিকিৎসককে。 ৩. সমস্ত ওষুধ কোম্পানিকে মেনে চলতে হবে ওষুধ উৎপাদনের সঠিক নিয়ম। ৪. প্রত্যেকটি রাজ্যকে আলাদা করে নির্দেশিকা জারি করতে নির্দেশ দেওয়া হল। জেলা হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলোতে যাতে নিয়মগুলি মেনে চলা হয় সেগুলি দেখতে অনুরোধ করা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে。 ৫. বেসরকারি হাসপাতাল গুলিকে নির্দেশ নিয়ম মেনে কাফ সিরাপ দিতে হবে。
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 04, 2025 10:32:11
Dihierench, West Bengal:তমলুক থানার গণপতিনগরে হলদিয়া মেছেদা ১১৬ বি জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে রাতে দুষ্কৃতীরা মৃৎ শিল্পালয়ে হামলা চালায়। Anil চাকড়ার ঠাকুর তৈরীর কারখানার ঘটনায় লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় চল্লিশটি মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়িতে হাই রোড সংলগ্ন গণপতি নগরের (উত্তর নারকেলদা হাটের কাছে) ঘটনা। এলাকায় উত্তেজনা। সেই অভিযোগ তুলে হল আমার সাথে জাতীয় সড়কের কাছে নিমতৌড়ির ডিএম অফিসের সামনে পথ অবরোধ করলো বিশ্ব হিন্দু পরিষদ। প্রায় এক ঘন্টায় বিক্ষোভ চলে। শেষে পুলিশে হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। এই প্রতিবাদ তুলে শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের পোস্ট করেছেন।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top