Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
NCC नाविक कैडेटों का 410 किमी नदी अभियान पूरा, सामाजिक परियोजनाओं के साथ लौटे
AGAyan Ghosal
Nov 19, 2025 05:34:30
Kolkata, West Bengal
NCC ফরাক্কা থেকে কলকাতা নদীপথে। ৪১০ কিলোমিটার জলপথ অভিযান এনসিসি ন্যাভাল ক্যাডেট বাহিনীর। ২০ দিনের এই অভিযানে ছেলেমেয়ে মিলিয়ে অংশ নিয়েছিল ৬০ জন ক্যাডেট। এই অভিযানে নবদ্বীপ বহরমপুর কাটোয়া কালনা চুঁচুড়া এবং ফারাক্কা ঘাটে হুগলি নদীর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ সামাজিক উন্নয়নমূলক কাজ দূষণ বিরোধী বার্তা প্রচার অনাথাশ্রম পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় হয়। অভিযান শেষে আজ সকাল ৯ টায় মিলেনিয়াম পার্ক লাগোয়া ম্যান অফ ওয়ার জেটিতে ফেরত আসে এনসিসি জলযান। এনসিসির কাজের পরিধি সম্পর্কে সাধারণ নাগরিকদের অবগত করতে এবং সহ নাগরিকরা প্রয়োজনে কিভাবে এনসিসির সাহায্য পেতে পারে সেই সংক্রান্ত সহায়তা করতে এই বিশেষ অভিযানের আয়োজন।
126
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 19, 2025 06:31:41
Jalpaiguri, West Bengal:ক্ষুদ্র চা-চাষিদের জন্য এবার এগিয়ে এসেছেন আফ্রিকা ও কেনিয়ায় কাজ করা বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ নেওয়ার জন্য ক্ষুদ্র চা-চাষিদের নিয়ে জলপাইগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের আয়োজক ছিল ইংল্যান্ডের সংস্থা 'ট্রান্সফরম ট্রেড'। সেমিনারের মূল লক্ষ্য ক্ষুদ্র চা-চাষিদের নিয়ে মহাসঙ্ঘ গঠে তুলে তাদের বিশেষভাবে সঙ্ঘবদ্ধ করা। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, অনেক সমস্যার মুখোমুখি হতে হয় ক্ষুদ্র চা-চাষিদের। এই সেমিনারের মাধ্যমে সেই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। সেমিনারের মূল লক্ষ্য ক্ষুদ্র চা-চাষিদের নিয়ে মহাসঙ্ঘ গঠনের মাধ্যমে চায়ের ব্র্যান্ডিং, বাজারজাত ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র চা-চাষিদের আত্মনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 19, 2025 06:16:58
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর: নেশার টাকা জোগাড় করতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সোনারপুর জুড়ে। কখনো বাইক চুরি, কখনো বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র খোয়া—ক্রমাগত এই ঘটনাগুলি স্থানীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সোনারপুর থানার অফিসার জয়দেব দাস ও বিশ্বজিৎ সরকার। তাঁদের নেতৃত্বে পুলিশ একটি চুরি-চক্রের হদিস পেয়ে গ্রেফতার করে তিন যুবককে—রোহিত মণ্ডল, অজয় বিশ্বাস এবং দেব বিশ্বাস। তিনজনেরই বাড়ি সোনারপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নেশার জন্য টাকা যোগাড় করতেই এই চুরিগুলি করছিল তারা। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আরও তথ্য ও সম্ভাব্য যোগসাজশ জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
70
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 19, 2025 06:16:42
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুরে মহিলা পুলিশকে অশালীন মন্তব্য—অভিযুক্ত যুবক গ্রেফতার** সোনারপুর: সোনারপুর থানা এলাকার জগদ্দল কুন্ডুপাড়ায় এক যুবকের অশালীন আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশকে অশালীন ভাষায় গালিগালাজ এবং সোনারপুর ট্রাফিক গার্ডের এক মহিলা পুলিশ কর্মীর প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগই গ্রেফতার হল স্থানীয় যুবক নব কুমার গায়েন। বাড়ি জগদল এলাকারই কুন্ডুপাড়ায়। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে কর্তব্যরত ওই মহিলা পুলিশ কর্মীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে নব। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে দ্রুত আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতেই নব কুমার গায়েনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
46
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 19, 2025 06:16:28
Baruipur, West Bengal:বারুইপুরে ঘর থেকে উদ্ধার পচা দেহ—দুর্গন্ধে চাঞ্চল্য, মানসিক সমস্যায় ভুগছিলেন মৃত ব্যক্তি বারুইপুর: ঘরের ভিতর থেকে এক ব্যক্তির পচা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঋষি বঙ্কিম নগরে। মৃতের নাম রাজেশ কয়াল (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার বাসিন্দারা হঠাৎ দুর্গন্ধ পেয়ে খবর দেন বারুইপুর থানায় ও স্থানীয় কাউন্সিলর মোজাফফর আহমেদকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেখা যায়, ঘরের সামনে গ্রিলের দরজা ভিতর থেকে তালা দেওয়া। ওয়ার্ড কর্মী ও পুলিশের সহযোগিতায় শাবল–হাতুড়ি দিয়ে তালা ও গ্রিল ভেঙে ভিতরে ঢোকে উদ্ধারকারী দল। সেখান থেকেই উদ্ধার হয় রাজেশের পচাগলা দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। রাজেশের এক আত্মীয় রতন সর্দার জানান, কয়েকদিন আগে এসআইআর ফর্ম দেওয়ার জন্য এসে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। তাঁদের সন্দেহ, প্রায় ৮–৯ দিন আগেই মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন একাই থাকতেন রাজেশ। মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। কারও সঙ্গে মিশতেন না, বাড়ি থেকেও খুব একটা বেরোতেন না। তাঁর বাবা-মাও আগে এই ঘরেই মারা গিয়েছিলেন। রাজেশের এক দাদা বর্তমানে বারুইপুর ফুলতলাতে থাকেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আত্মীয়–প্রতিবেশীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বাইট - রতন সরদার, আত্মীয় জামাল সাপুড়িয়া, ওয়ার্ডের সুপারভাইজার শ্যামল সরকার, প্রতিবেশী
46
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 19, 2025 06:16:11
Baruipur, West Bengal:চোরেদের দৌরাত্ম্যে বিপর্যস্ত ব্যবসা—বলরামপুরে টোটো থেকে দেড় লক্ষ টাকার ব্যাটারি চুরি বারুইপুরের বলরামপুর এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। চোরেদের দাপটে ব্যবসা করা কার্যত অসম্ভব হয়ে উঠছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা হামলা চালায় স্থানীয় ব্যবসায়ী শোভন কুন্ডুর টোটোর ওপর। তাঁর দুটি টোটো থেকে একেবারে দশটি ব্যাটারি খুলে নিয়ে চম্পট দেয় চোরেরা। বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যবসায়ী শোভন কুন্ডু জানান, “এইভাবে চুরি চলতে থাকলে ব্যবসা করা অসম্ভব। ব্যাটারি নেই, টোটো বন্ধ। সময়মতো জিনিসপত্র পৌঁছাতে না পারলে সব অর্ডার ক্যানসেল হয়ে যাবে।” জেলার বিভিন্ন প্রান্তে তিনি বিস্কুট সরবরাহ করেন। কিন্তু রাতের ঘটনায় তাঁর ব্যবসা পুরোপুরি বন্ধ হওয়ার জোগাড়। এলাকাবাসীর অভিযোগ, দশটি ব্যাটারি চুরি করা কোনোভাবেই গোপনে সম্ভব নয়। রাস্তার দু'ধারে একাধিক দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলোর ফুটেজ খতিয়ে দেখলেই দুষ্কৃতীরা ধরা পড়বে বলে দাবি তাঁদের। চলতি মাসে বারুইপুর থানা এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয়রা পুলিশের কাছে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। বাইট: শোভন কুন্ডু
119
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 19, 2025 06:15:53
Rajpur Sonarpur, West Bengal:জয়নগররের মোয়া বাঁচাতে খেজুর গাছ রোপণ—উৎপাদন কমছে নলেন গুড়ের মূল উপকরণের! জয়নগর, জিআই তকমা পাওয়ার পর জয়নগরের মোয়ার কদর ও বাজারচাহিদা দুইই আকাশচোঁয়া। আর সেই সঙ্গে বাড়ছে মোয়া তৈরির মূল উপাদান—জিরান কাঠের নলেন গুড় ও কনকচূড় ধানের চাহিদাও। এই বাড়তি চাহিদা মেটাতে মঙ্গলবার জয়নগরের তুলসীঘাটায় মোয়া ব্যবসায়ীরা ও স্থানীয় বিধায়ক উদ্যোগ নিয়ে ৩৫টি খেজুর গাছের চারা রোপণ করলেন। শীত পড়তেই মোয়া তৈরির ব্যস্ততা বাড়ে। কিন্তু শীতের এই জনপ্রিয় মিষ্টির প্রধান উপাদান নলেন গুড়ের উৎপাদনই কমছে দিন দিন। একসময় জয়নগর ও বকুলতলা থানা এলাকার তুলসিঘাটা, ফুটিগোদা, সাহাজাদাপুর, নিমপীঠ, শ্রীপুর, বনমালিপুর, বহড়ু, মিঠানি, ময়দা, কাকাপাড়া, তাজপুর, জোড়াপুল থেকে দক্ষিণ বারাশত—অসংখ্য গ্রাম-রাস্তায়, নয়নজুলির ধারঘেঁষে সারি সারি খেজুর গাছ দেখা যেত। কিন্তু সময়ের সঙ্গে বয়স, অবহেলা ও বসতি বিস্তারের কারণে দ্রুত হ্রাস পেয়েছে এই গাছের সংখ্যা। এর ফলে নলেন গুড়ের সরবরাহে স্পষ্ট টান পড়েছে। এই সংকট মোয়া শিল্পকে সরাসরি বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ভালো মানের জয়নগরের মোয়া পাওয়া עכשיו ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাই মোয়া ব্যবসায়ী খোকন দাসের মতো অনেকে নিজ উদ্যোগে খেজুর চারা বসিয়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখনই যদি প্রশাসন ও ব্যবসায়ীরা মিলে বৃহৎ পরিমাণে খেজুর গাছ রোপণ না করেন, তাহলে ভবিষ্যতে নলেন গুড়의 ঘাটতি আরও বাড়বে, বিপন্ন হবে জয়নগরের মোয়া শিল্পও।
16
comment0
Report
ABArup Basak
Nov 19, 2025 05:50:16
Mal Bazar, West Bengal:*মালবাজারে এসআইআর কাজের চাপে আইসিডিএস কর্মীর আত্মহত্যার অভিযোগ , শোকের ছায়া চা বাগান এলাকায়...* এসআইআর কার্যক্রমের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মাল বিধানসভার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এর নিউগ্ল্যাংকো চাবাগানের ১০১ নম্বর বুথের বি.এল.ও হিসেবে দায়িত্বপ্রাপ্ত আইসিডিএস কর্মী শান্তি মনি এক্কা (৪৮)আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। বাড়ির পাশেই তিনি আত্তঘাতি হয়েছেন বলে পরিবারের দাবি। তিনি ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা চা-বাগান অধ্যুষিত এলাকায়। পরিবারের দাবি, শান্তি মনি দীর্ঘদিন ধরেই এসআইআর-এর কাজ নিয়ে মানসিক চাপে ভুগছিলেন। অধিকাংশ বাসিন্দা হিন্দিভাষী হওয়ায় ভাষাগত সমস্যার কারণে তাকে নিয়মিত সমস্যার সম্মুখীন হতে হত। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে কাজ করার পর বাড়ি ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়তেন বলে জানিয়েছেন স্বামী। স্বামীর অভিযোগ, ভাষাগত সমস্যার কারণে তাকে ঘিরে ধরে ভোটার নাম তোলার বিষয়ে প্রতিনিয়ত প্রশ্ন করা হত। এতে তার মাথায় প্রচণ্ড চাপ সৃষ্টি হতো। পরিস্থিতিতে বিরক্ত হয়ে তিনি ব্লক প্রশাসনের কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। তবে বিভাগীয় কর্তৃপক্ষ তা গ্রহণ না করে তাকে কাজ চালিয়ে যেতে উৎসাহ দেন বলেই দাবি পরিবারের। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বুলু চিক্‌ বরাইক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের প্রতি শোকপ্রকাশ করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন খুব কম সময়ের মধ্যে বিপুল কাজ শেষ করার যে চাপ দিয়েছে, তা বি.এল.ওদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে。” এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শান্ত পরিবেশ নেমে এসেছে চা-বাগান এলাকাজুড়ে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত কাজের চাপ ও ভাষাগত সমস্যার কারণে এমন ঘটনা আর যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। বাইট ১) মৃতের স্বামী। ২) ছেলে ৩) মন্ত্রী বুলুচিক বড়াইক 1911ZG_MAL_BLO_DEATH_R6
84
comment0
Report
KAKAYESH ANSARI
Nov 19, 2025 05:34:20
Darjeeling, West Bengal:SIR Is Also Going In Darjeeling Hills But Public Facing Problem Of Form Fill Up -Thinking If Wrong Than Their Name Will Be Not Come In Finally List Opposition Of Hill GNLF Said In Hills Also Outsiders Came And They Should Check By Elections Commission In entire West Bengal The SIR is going in and in Darjeeling Hills Also is it going on and BLO had given the Form to fill up every one this who have their Name in List of 2002 . But the Problem is coming that the public facing are in fear of Filling the Form. Specially in the rural area of the hills like in Tea Garden area the peoples are saying that they can fill up the form but if wrong than their name will not come in finally list. So they all request to Area BLO to help them to fill. The form of guide them to fill. Most of the tea garden youth are out of station for the Job and their family who work in Tea Garden they can't fill the form by which they are in fear of some thing wrote wrong in Form than their name will not come in the finally list. Where as they had Request to their booth BLO for guide and they (BLO) had said that He it She will come and guide them for it. Where as the political parties of hills are saying that if one voter name will out than they will come to road. We as TMC is against to SIR as their first are from. Bangladesh foe which they area against to SIR. We support to SIR and we request to all to support it and in Darjeeling Plains area the Outsider had came and they should out for the country. We can fill the form of SIR but we are In fear of some thing is wrong than our make will not come in finally list for which we had request to BLO for help and they said they will.
180
comment0
Report
PDPradyut Das
Nov 19, 2025 05:03:35
Jalpaiguri, West Bengal:শহরের পরিধি বাড়িয়ে জলপাইগুড়ি পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করা হোক। এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল জলপাইগুড়ি সাফাইকর্মী একতা মঞ্চ। স্পিড পোস্টের মাধ্যমে নবান্নে এ ব্যাপারে দাবিপত্র পাঠিয়েছে তারা। এদিকে শহরের পরিধি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন জলপাইগুড়ি পুরসভার নয়া চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পুরসভার ওয়ার্ড বৃদ্ধির পাশাপাশি পুরসভাকে যাতে কর্পোরেশনে উন্নীত করা হয়, এই আবেদন নিয়ে তিনি শীঘ্রই রাজ্যের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ফলে বিধানসভা ভোটের আগে জলপাইগুড়িতে কর্পোরেশন যে অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে তার আভাস মিলেছে। সৈকত বলেন, ‘জলপাইগুড়ি শহরে বর্তমানে ২ লাখ ২৯ হাজার মানুষের বাস। ফলে এই শহরের পরিধি বাড়িয়ে পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করা হোক, এই দাবি আমাদের অনেকদিনের। এনিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে ফের আবেদন জানানো হবে।’ জলপাইগুড়ি শহরের কলেবর বৃদ্ধির অবশ্যই প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা তপন রায় বলেন, ‘এতটুকু বলতে পারি, বিজেপি বাংলায় সরকারে এলে জলপাইগুড়ি শহরের আমুল পরিবর্তন ঘটবে। শহরের উন্নয়নে অনেক ভাবনা রয়েছে। কিন্তু বাস্তবায়নে বাধা পাওয়ায় তা করতে পারছি না।’ জԼপাইগুড়ি পুরসভার পরিধি বৃদ্ধির প্রস্তাব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বামেরা। সিপিএমের জলপাইগুড়ি জেলা নেতৃত্বের বক্তব্য জলপাইগুড়ি পুরসভাভুক্ত ২৫টি ওয়ার্ডে বাসিন্দারা পরিষেবা পাচ্ছেন না। অম্রুত জল প্রকল্পের জন্য জলপাইগুড়ি পুরসভাকে জমি দিয়েছেন খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর কলোনির বাসিন্দারা। তবে ওই এলাকার মানুষ যাতে পরিষেবা পান, তা নিয়ে পুরসভার দায়বদ্ধতা নেই। বলেন, এটাই যদি পুরসভার বাস্তব ছবি হয়, তাহলে শহরের পরিধি বাড়ালে কী হবে? মানুষ পরিষেবা না পেয়ে দুর্ভোগে পড়বে। জলপাইগুড়ি শহর কংগ্রেস কমিটির সভাপতি তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সির তোপ, ‘কংগ্রেসের পুরবোর্ড প্রথম জলপাইগুড়ির মানুষকে কর্পোরেশন নিয়ে স্বপ্ন দেখায়। এবং এ ব্যাপারে চেষ্টা শুরু করে। তৃণমূল শুধু ভোটের সময়ে কর্পোরেশন ইস্যু সামনে আনে। কাজের কাজ কিছুই হয় না। শহরের মানুষ পরিষেবা পাচ্ছেন না।’ জলপাইগুড়ি সাফাইকর্মী একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত বলেন, জলপাইগুড়িতে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। মেডিকেল কলেজ হয়েছে। তৈরি হয়েছে হাইকোর্টের সার্কিট বেঞ্চ। এছাড়াও বহু নামী শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন রয়েছে। অথচ সেগুলি পঞ্চায়েত এলাকায়। ফলে পঞ্চায়েতের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব নয়। সেকারণে আমরা জলপাইগুড়ি শহরের পরিধি বাড়িয়ে পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠিয়েছি। কর্পোরেশন হলে পুরসভার আয় বাড়বে। পাশাপাশি বাসিন্দারাও উন্নত নাগরিক পরিষেবা পাবেন।
98
comment0
Report
PDPradyut Das
Nov 19, 2025 05:02:19
Jalpaiguri, West Bengal:শহরের পরিধি বাড়িয়ে জলপাইগুড়ি পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করা হোক। এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল জলপাইগুড়ি সাফাইকর্মী একতা মঞ্চ। স্পিড পোস্টের মাধ্যমে নবান্নে এ ব্যাপারে দাবিপত্র পাঠিয়েছে তারা। এদিকে, শহরের পরিধি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন জলপাইগুড়ি পুরসভার নয়া চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পুরসভার ওয়ার্ড বৃদ্ধির পাশাপাশি পুরসভাকে যাতে কর্পোরেশনে উন্নীত করা হয়, এই আবেদন নিয়ে তিনি শীঘ্রই রাজ্যের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ফলে বিধানসভা ভোটের আগে জলপাইগুড়িতে কর্পোরেশন যে অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে তার আভাস মিলেছে। এদিন সৈকত বলেন, ‘জলপাইগুড়ি শহরে বর্তমানে ২ লক্ষ ২৯ হাজার মানুষের বাস। ফলে এই শহরের পরিধি বাড়িয়ে পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করা হোক, এই দাবি আমাদের অনেকদিনের। এনিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে ফের আবেদন জানানো হবে।’ জলপাইগুড়ি শহরের কলেবর বৃদ্ধির অবশ্যই প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা তপন রায় বলেন, ‘এতটুকু বলতে পারি, বিজেপি বাংলায় সরকারে এলে জলপাইগুড়ি শহরের আমুল পরিবর্তন ঘটবে। শহরের উন্নয়নে অনেক ভাবনা রয়েছে। কিন্তু বাস্তবায়নে বাধা পাওয়ায় তা করতে পারছি না।’ জলপাইগুড়ি পুরসভার প্রস্তাব নিয়ে বামেরা কটাক্ষ করেনি। সিপিএমের জলপাইগুড়ি জেলা নেতৃত্বের বক্তব্য জলপাইগুড়ি পুরসভার অধীন বর্তমানে ২৫ ওয়ার্ড রয়েছে, ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। অমৃত জল প্রকল্পের জন্য জলপাইগুড়ি পুরসভাকে জমি দিয়েছেন খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর কলোনির বাসিন্দারা, কিন্তু পরিষেবা নিয়ে চাপ। জলপাইগুড়ি শহর কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি তোপ-চলাচলে জানান, পুরবোর্ড প্রথম জাগায় কর্পোরেশন নিয়ে স্বপ্ন দেখায়; কাজ বাস্তবায়ন তৃণমূল না করলে হয় না। জলপাইগুড়ি সাফাইকর্মী একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত বলেন, শহরের পানীয় জল ও অন্যান্য পরিষেবা বৃদ্ধির জন্য কর্পোরেশন দরকার এবং তাই প্রধানমন্ত্রী/মুখ্যমন্ত্রীর কাছে চিঠি।
122
comment0
Report
Advertisement
Back to top