Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
गुरु नानक जयंती पर कोलकाता के दो मेट्रो लाइनों का नया शेड्यूल
AGAyan Ghosal
Nov 05, 2025 02:00:39
Kolkata, West Bengal
গুরু নানক জয়ন্তীর সরকারি ছুটির দিন আজ অনেকটাই কম সংখ্যায় চলবে কলকাতার গুরুত্বপুর্ন দুই মেট্রো লাইন ও গ্রিন লাইন। বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন ব্লু লাইন (দক্ষেশ্বর-শহীদ ক্ষুদিরাম) বুধবার এই রুটে ২৭২-এর জায়গা ২৩৬টি মেট্রো চলবে। ১১৮টি আপ ও ১১৮ ডাউন লাইনে চলবে। ১) দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে ২) নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ মিনিটে ৩) শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৪ মিনিটে ৪) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে ৫) দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:২৮ মিনিটে ৬) শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৩৩ মিনিটে ৭) শহীদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৩ মিনিটে গ্রিন লাইন (হাওড়া ময়दान–সল্টলেক সেক্টর ফাইভ) বুধবার এই রুটে ২২৬-এর জায়গায় ১৮৬টি মেট্রো চলবে। ৯৩টি আপ ও ৯৩ ডাউন লাইনে চলবে। ১) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩২ মিনিটে ২) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে ৩) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৭ মিনিটে ৪) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৫ মিনিটে পার্পল অরেঞ্জ এবং ইয়েলো লাইনে অন্যন্য দিনের মতো পরিষেবা পাওয়া যাবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Nov 05, 2025 04:52:03
Asansol, West Bengal:পৌরসভার কমিউনিটি সেন্টারকে ঘিরে শাসক দলেরই মেয়র ও কাউন্সিলরের তরজা। কমিউনিটি সেন্টারকে দখল নিতে পৌরসভাকে বাধা কাউন্সিলরের। কাউন্সিলর ও মেয়রের লড়াইয়ের মাঝে চার মাস ধরে দখল নিতে পারছেনা বরাত পাওয়া সংস্থা। এই ঘটনা সামনে আসার পরই রাজনৈতিক ময়দানে বিরোধীরা। গরীব মানুষের কথা মাথায় রেখে আসানসোলে প্রায় ২৬ টি কমিউনিটি সেন্টার তৈরি করে পুরনিগম। যার মধ্যে আসানসোল পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের চাঁদমারির শ্রীনগরের সাগুন কমিউনিটি সেন্টারকে নিয়ে মাস কয়েক আগে টেন্ডার ডাকে পুরনিগম। তাতেই টেন্ডারে সর্বচ্চ ডাক দিয়ে এম বি এন্টারপ্রাইজ নামের এক সংস্থা বরাত পায়। পৌরসভার নিয়ম মেনে চার মাস আগে সমস্ত টাকা জমা দিয়ে দিলেও আজও সেই কমিউনিটি সেন্টারে দখল নিতে পারেনি ঐ সংস্থা। অভিযোগ পুর অধিকারিকরা সেই কমিউনিটি সেন্টারের দখল নিতে গেলে বাধা দেয় স্থানীয় কাউন্সিলর সি.কে.রেশমা। তার দাবি দীর্ঘ ১০ বছর ধরে কমিউনিটি সেন্টারের দেখাশোনা করতেন তিনি, পৌরসভা হঠাৎ করে টেন্ডার ডেকে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিশেষ লাভেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় এর দাবি পৌরসভা এতদিন খুব কম টাকা আয় করছিল ঐ কমিউনিটি সেন্টার থেকে। তাই টেন্ডার ডেকে বেশি আয় পাবে পৌরসভা। পুর নিয়ম মেনেই করা হয়েছে। কেও বাধা দিলে পৌরসভা আইনী পথে হাঁটবে। স্বাভাবিকিই মেয়র ও কাউন্সিলরের বিবাদ সামনে আসার পরই রাজনৈতিক ময়দানে নেমেছে বিরোধীরা। বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন শাসক দলের নিজেদের মেয়র, মন্ত্রী ও কাউন্সিলরের লড়াইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় গরীব মানুষ। কংগ্রেসের রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতন্ডি বলেন পৌরসভায় লুটপাট চলছে। এখন দেখার কমিউনিটি সেন্টারকে সামনে রেখে এই রাজনৈতিক লড়াইয়ের জল কতটা গড়াই।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 05, 2025 04:36:35
Purulia, West Bengal:পুরুলিয়া : নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি ভাবে নিযুক্ত BLO অফিসারদের সঙ্গে নিজেদের তৃণমূলের দলীয় BLO হিসেবে পরিচয় দিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করে বিতর্কে জড়ালো পুরুলিয়া পৌরসভারের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আসলাম শেখ সহ তার অনুগামীরা । মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই অভিযোগ তুলে ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্বরা । নির্বাচন কমিশনের নিদের্শ অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও শুরু হয়েছে SIR ফর্ম ফিলাপ পরিক্রিয়াকরণের কাজ । গতকাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আজ সকালেও জারি রয়েছে । জেলার BLO অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা দেখে SIR প্রক্রিয়াকরণের কাজ করছে । এনুমারেশান ফর্ম কিভাবে ফিলাপ করতে হবে সমস্ত বিষয় বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি ভাবে নিযুক্ত BLO অফিসারদের সঙ্গে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করতে দেখা গেলো পুরুলিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমুল নেতা আসলাম শেখ সহ তার অনুগামীদের । এই ঘটনাকে ঘিরে SIR প্রক্রিয়াকরণের কাজ মানুষকে বিভ্রান্ত করে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি । নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিযুক্ত সরকারি BLO অফিসার কিশোর দাস বলেন, কোথাও কোনো সমস্যা হয়নি । সকলের বাড়ি বাড়ি গিয়ে কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়া হচ্ছে । সঙ্গে স্থানীয় লোকজনেরাও রয়েছে । তৃণমুলের দলীয় BLO অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসলাম শেখ বলেন, দলীয় নির্দেশ মেনে SIR প্রক্রিয়াচরণের জন্য BLO অফিসারদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছি । মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি । যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় সেবিষয়টি দেখা হচ্ছে । মানুষের সহযোগিতার জন্য বাড়িতেও সহযোগীতা ক্যাম্প করা হচ্ছে । এবিষয়ে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, ভোটারদের প্রভাবিত করা এবং বিভ্রান্ত করার জন্য তৃণমূল নেতারা নিজেদের দলীয় বিএলও হিসেবে পরিচয় দিয়ে চক্রান্ত করছে । বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে । বাইট : ১) কিশোর দাস (BLO) ২) আসলাম শেখ (তৃণমূলের দলীয় BlA, ১৫ নম্বর বুথ) ৩) শেখ মেজেবুল (ভোটার ১৫ নম্বর ওয়ার্ড) ৪) বিবেক রাঙ্গা (প্রাক্তন জেলা বিজেপি সভাপতি)
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 05, 2025 04:36:17
Purulia, West Bengal:পুরুলিয়া : নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি ভাবে নিযুক্ত BLO অফিসারদের সঙ্গে নিজেদের তৃণমূলের দলীয় BLO হিসেবে পরিচয় দিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করে বিতর্কে জড়ালো পুরুলিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমুল নেতা আসলাম শেখ সহ তার অনুগামীরা । মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই অভিযোগ তুলে ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্বরা । নির্বাচন কমিশনের নিদের্শ অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলায়েও শুরু হয়েছে SIR ফর্ম ফিলাপ পরিক্রিয়াকরণের কাজ । গতকাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আজ সকালেও জারি রয়েছে । জেলার BLO অফিসরেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা দেখে SIR প্রক্রিয়াকরণের কাজ করছে । এনুমারেশান ফর্ম কিভাবে ฟিলাপ করতে হবে সমস্ত বিষয় বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি ভাবে নিযুক্ত BLO অফিসারদের সঙ্গে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করতে দেখা গেলো পুরুলিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমুল নেতা আসলাম শেখ সহ তার অনুগামীদের । এই ঘটনাকে ঘিরে SIR প্রক্রিয়াকরণের কাজ মানুষকে বিভ্রান্ত করে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি । নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিযুক্ত সরকারি BLO অফিসার কিশোর দাস বলেন, কোথাও কোনো সমস্যা হয়নি । সকলের বাড়ি বাড়ি গিয়ে কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়া হচ্ছে । সঙ্গে স্থানীয় লোকজনেরাও রয়েছে । তৃণমুলের দলীয় BLO অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসলাম শেখ বলেন, দলীয় নির্দেশ মেনে SIR প্রক্রিয়াকরণের জন্য BLO অফিসারদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছি । মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি । যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় সেবিষয়টি দেখা হচ্ছে । মানুষের সহযোগিতার জন্য বাড়িতেও সহযোগীতা ক্যাম্প করা হচ্ছে । এবিষয়ে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, ভোটারদের প্রভাবিত করা এবং বিভ্রান্ত করার জন্য তৃণমূল নেতারা নিজেদের দলীয় বিএলও হিসেবে পরিচয় দিয়ে চক্রান্ত করছে । বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে ।
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 04:17:07
Jalpaiguri, West Bengal:SIR আবহে চিন্তায় ঘুম উড়েছে। সাত সকালে গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ, ভয়ে আতঙ্কে ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন জলপাইগুড়ির ৬০ উর্দ্ধ বৃদ্ধা। জলপাইগুড়িতে সাতসকালে SIR আতঙ্কে কেঁদে ভাসালেন ৬০ উর্দ্ধ বৃদ্ধা। চিন্তায় ঘুম উড়েছে জলপাইগুড়ির আলেয়া খাতুনের। সূর্যের আলো ফুটতেই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ আলেয়া।ভোটের ফটো হারিয়ে গেছে, স্বামীর কোন পরিচয় পত্র কিছুই নেই, হারিয়ে গেছে বলে দাবি আলিয়া খাতুনের। ডেঙ্গুয়াঝার এলাকায় ছেলের বাড়িতে বর্তমানে রয়েছি। রাণীনগর চেওরাপাড়ায় বসবাস করি। বুধবার সকালে হন্যে হয়ে প্রধানের দ্বারস্থ চোখে জল, আলেয়া দেবীর বক্তব্য অনেকেই বলছেন পুলিশ ধরে নিয়ে যাবে। SIR চালু হয়েছে। এমতাবস্থায় কি করব বুঝতে পারছি না। তাই প্রধানের দ্বারস্থ হয়েছি। আমার এবং স্বামীর পরিচয় পত্র ভোটার কার্ড হারিয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে পরিবারের প্রায় ১০ জন লোক। ছেলেমেয়েদের কি হবে সেটাই এখন চিন্তায় রয়েছে। আইন পুলিশে কোনদিন পড়িনি। অনেকে বলছে পুলিশ ধরে নিয়ে যাবে। সেই কারণে আরো চিন্তা বাড়ছে। ভোট তো দিয়েছি কিন্তু এখন কি হবে সেটাই। তাই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারস্থ হয়েছি। এরকম আলেয়া হয়তো অনেক রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সব থেকে বড় চ্যালেঞ্জ এই সব মানুষদের সুপরামর্শ এবং পাশে থেকে বোঝানো এবং সচেতনতা করা।
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 05, 2025 04:16:44
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 05, 2025 03:48:01
Ranaghat, West Bengal:কল্যাণীতে মৃৎশিল্পীর বাড়িতে আগুন, আগুন নেভাল দমকল বিভাগ, পুড়লো মূর্তি মঙ্গলবার আনুমানিক রাত তিনটে নাগাদ নদীয়া জেলার কল্যাণী ITI - LIC কোয়াটারে মৃত শিল্পী রমেশ পাল এর বাড়িতে। রমেশ পাল জানিয়েছেন, তিনি বাড়িতেই নিচতলায় বড় গোডাউন করে প্রতিমা নির্মাণ করেন। সামনে দুটি দোকানে ছেলে প্লাস্টিকের সামগ্রীর ব্যবসা করে। প্রতিমা নির্মাণকারী গোডাউনের পাশে বিচালির স্তূপ ছিল। সেখানে প্রথম আগুন লাগে এবং সেখানから আগুন ছড়িয়ে পড়ে। তিনি জানিয়েছেন, মঙ্গলবার আনুমানিক রাত তিনটে নাগাদ অচেনা দুই ব্যক্তি তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান দাউদআউ করে বিচালির গাদায় আগুন জ্বলছে, সেই আগুন ছড়িয়ে পড়তে বাড়ি ও গোডাউন দোকানের সর্বত্র। এই দুই ব্যাক্তি তাদের বাড়ি সদস্যদের অনেক সময় পর্যন্ত ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে, নিজেরাই খবর দেন দমকল বিভাগে ও কল্যাণী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং কর্মীরা।
0
comment0
Report
ABArup Basak
Nov 05, 2025 03:46:41
Mal Bazar, West Bengal:*মালবাজারে চাঞ্চল্য! পূর্ব তেসিমলায় বিশাল অজগরের আক্রমণে প্রাণ গেল ছাগলের...* মাল ব্লকের পূর্ব তেসিমলা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় সাত সকালে দেখা গেল এক বিশালাকার অজগর সাপ। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বৃহদাকৃতির অজগর সাপ হঠাৎই চা বাগান লাগোয়া এলাকায় দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই একটি ছাগলকে পেঁচিয়ে ধরে গিলে খাওয়ার চেষ্টা শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক ও বাসিন্দাদের চোখে পড়তেই শুরু হয় চাঞ্চল্য। লোকজন তড়িঘড়ি চিৎকার-চেঁচামেচি করে সাপটিকে ছাগল থেকে আলাদা করতে সক্ষম হলেও ততক্ষণে ছাগলটির মৃত্যু ঘটে যায়। এরপর স্থানীয়রা ঘটনার খবর মালবাজার বনদপ্তরে আধিকারিকদের জানায়। খবর پেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালবাজার বনকর্মীর আধিকারিক । বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে তারা নিরাপদে সেই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, এই বিশাল অজগরটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল। বনের প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। বনদপ্তর স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণী দেখলে তৎক্ষণাৎ বনদপ্তরকে জানানোর পরামর্শ দিয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 03:36:50
Jalpaiguri, West Bengal:ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে SIR শিবিরের উদ্বোধন জলপাইগুড়ি তে। বাংলার ভোট রক্ষা শিবির, জলপাইগুড়িতে ময়দানে তৃণমূল । জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সদর ব্লক ২ রাজগঞ্জ বিধানসভায় ডেঙ্গুয়াঝার বাজার এলাকায় এই শিবির বসেছে। SIR সংক্রান্ত যে কোন বিষয়ে ভোটারদের এই ক্যাম্প থেকে সুবিধা মিলবে বলে সদর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনয় রায় জানান। ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়। উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতা কর্মীরা। এই শিবির থেকে এস আই আর নিয়ে বিজেপিকে এক হাত নেন তৃণমূল নেতাকর্মীরা।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 05, 2025 03:36:32
Baruipur, West Bengal:বধু কে পিটিয়ে মারার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে,আটক স্বামী,তদন্তে পুলিশ gosaba - এক বধু কে পিটিয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী তে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই মৃত বধুর স্বামীকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে। ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কostersাল থানার অন্তর্গত কচুখালি ৬ নম্বর এলাকার রিয়া বরকন্দাজ এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুমিরমারীর বাঘনা পাড়ার অনিমেশ মন্ডলের। প্রেমের সম্পর্ক গাঢ় হতেই গত ছমাস আগে বিয়ে হয় রিয়া ও অনিমেশ। দিব্যি চলছিল। কিন্তু রাতের দম্পতির মধ্যে বচসা হয়। তারপর রাতে নাগাদ নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে স্বামী অনিমেশ। অনিমেশের চিৎকারে প্রতিবেশিরা দৌড়ে আসে।বধু কে উদ্ধার করে। তড়িঘড়ি স্থানীয় গ্রামীন চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এরপর বধুর বাপের বাড়িতে খবর দেওয়া হয় রিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বধুর বাপের বাড়ির লোকজন হাজীর হয় কুমিরমারীর বাঘনা পাড়ায়।হাজীর হয় সুন্দরবন কষ্টাল থানার পুলিশ।বধুর দেহটি উদ্ধার করে। পাশাপাশি বধুর স্বামীকে আটক করে জিঞ্জাসাবাদের জন্য। বধুর বাপের বাড়ির লোাকজনদের অভিযোগ, গত ছয় মাস আগে ভালোবাসা করে বিয়ে হয়। রাতের পিটিয়ে মেরে দিয়েই ঘটনা ধামাচাপা দিতে আমাদের ফোন করে জানায় রিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে বধুর শ্বশুর বাড়ির অভিযোগ, রিয়ার সাথে অন্য কারোর অবৈধ সম্পর্ক ছিল। সেই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সেই জন্যই গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে বধুকে পিটিয়ে মারা হয়েছে? না বধু আত্মহত্যা করেছে? সে বিষয়ে সুন্দরবন কষ্টাল থানার পুলিশ মৃতদেহ টি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মেয়ের এমন মৃত্যুতে শোকে কান্নায় ভেঙে পড়েছেন বরকন্দাজ পরিবারের সদস্যরা।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 05, 2025 03:17:22
Baruipur, West Bengal:তৃণমূল কাউন্সিলর নাম খুঁজে না পেলেও, ২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজে দিল বাম-বিজেপি! বারুইপুরে রাজনৈতিক তরজা বারুইপুরঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফের তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র দাবি করেন, তাঁর নাম নাকি ২০০২ সালের ভোটার তালিকায় নেই। আর এই অভিযোগ ঘিরেই শুরু হয় তীব্র রাজনৈতিক তরজা। তাপস ভদ্রের অভিযোগের নিশানায় ছিল বিজেপি। তাঁর দাবি, বিজেপি ষড়যন্ত্র করে তাঁর নাম বাদ দিয়েছে。 কিন্তু রাত পোহাতেই পাল্টা চিত্র। বামফ্রন্ট ও বিজেপির তরফে একযোগে দাবি তোলা হয়, তাপস ভদ্রের নাম সেই ভোটার তালিকাতেই জ্বলজ্বল করছে। বিজেপি নেতা গৌতম চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “কাউন্সিলর সাহেব হয়তো ভোটার লিস্ট দেখতে শেখেননি, তাই নিজের নামই খুঁজে পেলেন না।” তাঁর অভিযোগ, তৃণমূল এভাবে মিথ্যা প্রচার চালিয়ে ভোটের আগে আতঙ্কের বাতাবরণ তৈরি করতে চাইছে। বাম নেতা লায়েক আলিও তৃণমূলকে একহাত নিয়ে বলেন, “বিজেপি ও তৃণমূল—দু’পক্ষই সাধারণ মানুষের মনে অযথা ভয় সৃষ্টি করছে।” তিনি হাতে সেই ২০০২ সালের ভোটার তালিকা দেখিয়ে দাবি করেন, তাপস ভদ্রের নাম তালিকায় স্পষ্টভাবে আছে। এদিকে তৃণমূল শিবিরের দাবি, বিজেপি ইচ্ছে করেই বিভ্রান্তি ছড়াচ্ছে। বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস বলেন, “কাউন্সিলর নাম খুঁজে না পেলেও, বাম-বিজেপি জাদুর কাঠি ঘুরিয়ে নাম খুঁজে পেল! বিজেপির এসব চালবাজিতে কিছু হবে না—২০২৬-এর বিধানসভা ভোটে মানুষই এর জবাব দেবে।” এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। তৃণমূল, বাম ও বিজেপির পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি—ভোটের আগে যেন শুরু হয়ে গেল কটাক্ষ আর পাল্টা কটাক্ষের লড়াই।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 05, 2025 03:17:05
Baruipur, West Bengal:বধু কে পিটিয়ে মারার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে,আটক স্বামী,তদন্তে পুলিশ ,গোসাবা - এক বধু কে পিটিয়ে মারারের অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী তে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে মৃত বধুর স্বামীকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত কচুখালি ৬ নম্বর এলাকার রিয়া বরকন্দাজ এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুমিরমারীর বাঘনা পাড়ার অনিমেশ মন্ডলের। প্রেমের সম্পর্ক গাঢ় হতেইগত ছমাস আগে বিয়ের পিঁড়িতে বসে রিয়া ও অনিমেশ। দিব্যি চলছিল। কিন্তু রাতে দম্পতির মধ্যে বচসা হয়। তারপর রাতে নাগাদ নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে স্বামী অনিমেশ। অনিমেশের চিৎকারে প্রতিবেশিরা দৌড়ে আসে।বধু কে উদ্ধার করে। তড়িঘড়ি স্থানীয় গ্রামীন চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। এরপর বধুর বাপের বাড়িতে খবর দেওয়া হয় রিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বধুর বাপের বাড়ির লোকজন হাজীর হয় কুমিরমারীর বাঘনা পাড়ায়।হাজীর হয় সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ।বধুর দেহটি উদ্ধার করে। পাশাপাশি বধুর স্বামীকে আটক করে জিঞ্জাসাবাদের জন্য। বধুর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, গত ছয় মাস আগে ভালোবাসা করে বিয়ে হয়। রাতেই পিটিয়ে মেরে দিয়েই ঘটনা ধামাচাপা দিতে আমাদের ফোন করে জানায় রিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ’ অন্যদিকে বধুর শ্বশুর বাড়ির অভিযোগ, রিয়ার সাথে অন্য কারোর অবৈধ সম্পর্ক ছিল। সেই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সেই জন্যই গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে বধুকে পিটিয়ে মারা হয়েছে? না বধু আত্মহত্যা করেছে? সে বিষয়ে সুন্দরবন কেষ্টাল থানার পুলিশ মৃতদেহ টি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মেয়ের এমন মৃত্যুতে শোকে কান্নায় ভেঙে পড়েছেন বরকন্দাজ পরিবারের সদস্যরা。
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 05, 2025 03:15:45
Baruipur, West Bengal:পিয়ালিতে বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত, উত্তেজনা এলাকায় পিয়ালীতে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস কর্মী। মঙ্গলবার বিকেলে সরকারি কাজের ইট বোঝাই গাড়ি ঢোকাকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। জানা গেছে, তিন বিজেপি কর্মী—প্রকাশ নস্কর, সুকান্ত মন্ডল ও স্বপন মন্ডল—মদ্যপ অবস্থায় গাড়ি আটকে বচসা শুরু করেন。 ঘটনার খবর পেয়ে তৃণমূলের বুথ সভাপতি শিবসিন্ধু মন্ডল সেখানে পৌঁছালে তাঁকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। সঙ্গে থাকা সাপ্লায়ার সুজিত দাসকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সুজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাতেই বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে。 ঘটনায় ইতিমধ্যে ঘুটিয়ারি শরীফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ—বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অন্যদিকে, বিজেপি পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 05, 2025 02:31:01
Maipit, ওয়েস্ট বেঙ্গল:समाजের বাঁধন ছিঁড়ে নতুন পথে—সুন্দরবনে দুই নারীর বিয়ে, ভালোবাসার জয় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হল এক অন্যরকম ভালোবাসার কাহিনির। মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী। সমাজের নানা বাঁধাধরা নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি। সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায়—ভালোবাসার কোনো লিঙ্গ নেই, কোনো সীমানা নেই।
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 05, 2025 02:30:46
Kolkata, West Bengal:একদিন হালকা হিমের পরশ দিয়েই ফের দক্ষিণবঙ্গে বাধাপ্রাপ্ত উত্তুরে ঠান্ডা হাওয়া। পরশু রাতের তাপমাত্রা ২১.৪ থেকে গতরাতে তাপমাত্রা বেড়ে ২২.৫ ডিগ্রি। শনিবার ফের ফিরবে হিমের পরশ। রবিবার কলকাতায় রাতের পারদ ২০ ডিগ্রির ঘরে নামতে পারে। উত্তরে মনোরম মেঘমুক্ত শুষ্ক আবহাওয়ার হাত ধরে পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং ১০.৫ ডিগ্রি। কালিম্পং ১৬.৫ ডিগ্রি। আলিপুরদুয়ার ১৭ ডিগ্রি। কোচবিহার ১৮.৬ ডিগ্রি। শুক্র শনিবারের মধ্যে দার্জিলিংয়ের রাতের পারদ ৭ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে। উত্তরের সঙ্গে পল্লা দিয়ে দক্ষিণে পারদ পতনের প্রবণতা লক্ষ্যনীয়। শ্রীনিকেতন ১৮ ডিগ্রি। উলুবেড়িয়া ১৮.৫ ডিগ্রি। বাঁকুড়া ১৮.৬ ডিগ্রি। পূর্ব বর্ধমান ১৯ ডিগ্রি। দক্ষিণবঙ্গে ফির শনিবার রাত থেকে পারদ আরো কিছুটা পতনের ইঙ্গিত। দক্ষিণবঙ্গে শীতের আমেজে ছন্দপতন ঘটাতে ফের বঙ্গোপসাগরে হাজির নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা ছুঁয়ে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ বুধবার বিকেল পর্যন্ত। দক্ষিণবঙ্গে আজ থেকে ফের বাড়বে জলীয় বাষ্পের পরিমান। ফলে হালকা শীতের পরশ গায়েব হবে বৃহস্পতি এবং শুক্রবার ভোরে। বৃহস্পতি শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। দক্ষিণ ২৪ পারগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা।
0
comment0
Report
Advertisement
Back to top