Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
OBC प्रमाणपत्र पर अंतिम फैसला 31 दिसम्बर, CEO दफ्तर में बैठक 29 दिसम्बर
RDRaktima das
Dec 26, 2025 15:18:01
Kolkata, West Bengal
২০১০ এর OBC সার্টিফিকেট এসআইআর এর নমিনীতে মান্যতা পাওয়া যাবে কিনা, তা নিয়ে ২৯ ডিসেম্বর বৈঠক সিইও দফতরে। ৩১ ডিসেম্বর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কমিশন সূত্রে খবর, সিইও ইতিমধ্যেই রাজ্যের ওবিসি সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট ওবিসি সংক্রান্ত যে নির্দেশ দিয়েছে, তা নিয়েই ওবিসি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চাইছে সিইও দপ্তর। সেই অনুযায়ী 29 ডিসেম্বর ডেট ঠিক করা হয়েছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Dec 26, 2025 16:36:12
Kolkata, West Bengal:প্রশ্ন: গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বিডিও প্রশান্ত বর্মণের নামে .....পুলিশের আবেদন মন্জুর করলো বিধাননগর আদালত কুনাল ঘোষ: এটা নিয়ে কিছু বলবো না প্রশ্ন: বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ। দীপু দাস হত্যাকাণ্ডে সক্রিয় শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিরোধী দলনেতা। শুভেন্দু সহ চার জন সাধুও ডেপুটি হাইকমিশনে। কুনাল ঘোষ: শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি এখানে বসে বলছেন বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। এই করতে হবে। সেই করতে হবে। আরে করবেটা কে? এটা সেই গল্পের মত যে লাউ তো বটে কিন্তু এটা কে আনবে? সিদ্ধান্তটা তো নেবে কেন্দ্রীয় সরকার। তাদেরকে বলুন। আমাদের সব শুনলে কি হবে? আমাদের তো একতিয়ার নেই। বাংলাদেশ একটি দেশ। পশ্চিমবঙ্গ একটি রাজ্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলাদেশ এ যে ভাবে হিন্দু যুবকদের খুন করা হয়েছে। তার তিব্র নিন্দা করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। আমাদের দল সামগ্রিক হিংসার বিরুদ্ধে। আমরা বলেছি এ ব্যাপারে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে রাজ্য পাশে থাকবে। সার্জিক্যাল স্ট্রাইক করতে গেলে তো দিল্লি কে করতে হবে। পশ্চিমবঙ্গের কোন সম্পর্ক নেই। করতে হবে আপনার দল বিজেপি এবং শুভেন্দু অধিকারীর সরকারকে। শুভেন্দু অধিকারীর যা যা বিপ্লব করার আছে, তা নিয়ে যান না দিল্লির দরবারে। নরেন্দ্র মোদিকে অমিত শাহকে বলুন, জয়শঙ্কর কে বলুন। সার্জিক্যাল স্ট্রাইক করার ইচ্ছা হলে রাজনাথ সিংহকে বলুন। এখানে এ সব বিবৃতি দিয়ে লাভ কি হচ্ছে? এখানে প্রচারমাধ্যম গরম করে, রাস্তা দখল করে আপনার কী লাভ হচ্ছে? প্রশ্ন: ১ কেজি পিঁয়াজ ও যেন বাংলাদেশে না যায়: শুভেন্দু কুনাল ঘোষ: এই গোটা বিষয়টাই কেন্দ্রীয় সরকারের বিষয়। আন্তর্জাতিক ইস্যুতে কোনও রাজ্য সরকার কিছু করতে পারে না। শুভেন্দু অধিকারীদের যা যা বক্তব্য আছে। সেটা কেন্দ্রীয় সরকারের জানান । দিল্লি চলে যাক। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসুক বাংলার রাস্তাঘাট বাংলার অফিস যাত্রী বাংলার পথচারীদের কে ডিস্টার্ব করে কি লাভ হচ্ছে? প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায় ও মহম্মদ ইউনূস -- দু জনকেই শুভেন্দু অধিকারী এক মঞ্চে বসাচ্ছেন, হিন্দু বিরোধী বলে কুনাল ঘোষ: এটা তো সম্পূর্ণ কুৎসা। মুখ্যমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ কন্যা। অন্য ধর্মকে সম্মান করেন। এখনো তিনদিন উপোষ রাখেন। বাড়িতে কালীপুজো করেন। দুর্গাপুজো কার্নিভালটা আন্তর্জাতিক ইভেন্ট করে দিয়েছেন। দুর্গা পূজার সমস্ত কমিটিগুলোকে পৃষ্ঠপোষকতা করেন। দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে দিয়েছেন। শুভেন্দু বাবু প্রকাশ্য সভায় বলেছেন, বাংলাদেশে ইউনূসের সরকার ভাল চলছে। প্রশ্ন: নাগা সন্যাসীদের নিয়ে গণ অবস্থানে বসবেন শুভেন্দু কুনাল ঘোষ: নাগা সন্ন্যাসীরা যে খানে থাকেন, সেখানে প্রতিবাদ করতে পারলেন না! জানা নেই শুভেন্দু বাবু নাগা সন্ন্যাসীদের মত একই পোশাকে বসবেন কি না প্রতিবাদে। দিল্লিতে ধর্নায় বসুন। প্রশ্ন: খবরের কাগজ পড়লে ভয় হয়। আবার কোনও মেয়ে হয়ত অত্যাচারিত হয়েছে। তার খবর হতে বড় লজ্জা হয়। মন্তব্য রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর। নারী নির্যাতন নিয়ে মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। নারীর অবস্থা নিয়ে মন্ত্রীর মন্তব্য না স্বীকারোক্তি? প্রশ্ন করছে বিরোধীরা। কুনাল ঘোষ: এটা নিয়ে বলতে পারব না উনি ঠিক কি বলেছেন। যেহেতু গত কয়েকদিন ধরে খবরের কাগজে উন্নাও কাণ্ড খুব গুরুত্ব পাচ্ছে, হতে পারে তিনি সে কথাই বলতে চেয়েছেন। ভারতের বিভিন্ন জায়গায় এই নারী নির্যাতন । বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। উন্নাওতে ওইভাবে ধর্ষণ, তারপরে বিচার প্রার্থীদের কাছেই খুন হওয়া তার পরিবারের লোকদের। তারপর তার মা বোনেরা যখন ধর্না দিচ্ছেন সেখানে অমিত শাহ এর পুলিশ এর আক্রমণ। এতে মৎস্য মন্ত্রীর খারাপ লাগতে পারে। পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে আশা করি বলেননি। প্রসঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুনাল ঘোষ: একজন শ্রমজীবী মানুষকে যেভাবে ধর্মের নামে মারধর করা হয়েছে, অভিজিৎ বাবু তার নিন্দা করেছেন। এটা তো ঠিক কাজ করেছেন এবং আমার মনে হয় ভাল করেছেন। অভিযোগ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রেই মতে মেলে না। কিন্তু তার কিছু রাজনৈতিক মন্তব্য অবস্থান ইত্যাদির জন্য কিন্তু অভিষেক গঙ্গোপাধ্যায় সম্মান পাবেন। তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা এটা বোধহয় তিনি তার নিজের সঙ্গে খুব সুবিচার করেন নি। প্রসঙ্গ দিলীপ ঘোষ কুনাল ঘোষ: দিলীপ ঘোষ আমাদের সরকারের সমালোচক। কিন্তু এটা তো ঘটনা যে আফটার তপন সিকদার বিজেপির সাংগঠনিক দিক থেকে দিলীপ ঘোষের মতো সফল কার্যকরী সভাপতি কিন্তু আসেনি। প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মিটিং কুনাল ঘোষ: আমাদের সর্বভারতীয় সাধারন সম্পাদক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি দলকে কিছু কর্মসূচি দিয়েছেন। মূলত দুটি বড় কর্মসূচি এবং কিছু নির্দেশ নামা কিছু আচরণবিধির তিনি তৈরি করে দিয়েছেন। নির্দেশ দিয়েছেন এবং খুব সুন্দর ভাবে পুরোটা ব্যাখ্যা করেছেন। ৪৫ দিনের মধ্যে বাংলার ৮০ হাজার বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বিশিষ্টদের পাশাপাশি সবাই থাকবেন। প্রশ্ন: দিন দুই আগে গঙ্গাসাগরে শুভেন্দুর দাবি করেন, ২০১১ সালের পরিবর্তন তিনি এসেছিলেন, এবার ২০২৬-এও পরিবর্তন তার হাত ধরেই আসবে, আবার গতকাল বিজেপি-র অটল স্মরণ সভায় শুভেন্দু বলে বসলেন আমি নয় আমরা এবং বিজেপিতে তিনি তৃতীয় শ্রেণির কর্মী? : শুভেন্দু কেন একেক সময়ে একেক কথা বলছেন? কখনও নিজেকে কাণ্ডারী বলছেন, কখনও আবার তৃতীয় শ্রেণির কর্মী। কুনাল ঘোষ: ২০১১ সালে পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন বাংলার মানুষকে সঙ্গে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিবর্তন এবং গন আন্দোলনের প্রতীক এবং সেটা শুধু এগারো সাল বলে হয়নি একটা ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন। এবং বাকি বহু নেতাকে রাজনৈতিক প্রতিষ্ঠা বা জন্ম দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংসদ বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। পরিবর্তনের কথা বলে ২০২০ সালে শুভেন্দু বাবু বিজেপিতে গিয়েছিলেন। ২০২১ সালে তো পরিবর্তন হয়নি。
0
comment0
Report
NRNarayan Roy
Dec 26, 2025 16:35:45
Siliguri, West Bengal:*ফের শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর হতো এক।* শুক্রবার সন্ধ্যায় ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। চেকপোস্ট থেকে আমবাড়ির দিকে যাওয়ার পথে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক স্কুটারে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে । ঘটনায় গুরুতর জখম আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের বাড়ি শিলিগুড়ির আমতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি স্কুটারে তিনজন আরোহী ছিলেন এবং কারও মাথাতেই হেলমেট ছিল না। আচমকাই একটি ট্রাক স্কুটারটিকে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তবে শুধু ট্রাফিক আইন লঙ্ঘনই নয়, স্থানীয়দের অভিযোগের তির প্রশাসনের অব্যবস্থার দিকেও। তাঁদের দাবি, নির্বাচনের পর থেকেই ইস্টার্ন বাইপাসের রাস্তার আলো জ্বলে না। সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকারে ডুবে থাকে। শীতের রাতে কুয়াশা এবং অন্ধকারের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় অন্ধকার রাস্তায় দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। উল্লেখ্য, মাত্র মাসখানেক আগেই এই বাইপাসের বানেশ্বর মোড়ের কাছে স্কুটার দুর্ঘটনায় সাত বছরের এক স্কুলপড়ুয়ার মৃত্যু হয়েছিল। তারপর থেকে ট্রাফিক পুলিশের তরফে বিভিন্ন সময়ে কড়ақড়ি করা হলেও একদিকে প্রশাসনিক উদাসীনতায় রাস্তার আলো না জ্বলা, আর অন্যদিকে হেলমেটহীন বাইক চালানোর মতো সাধারণ মানুষের অসচেতনতা— এই দুইয়ের জেরে ইস্টার্ন বাইপাসে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে এসিপি পূর্ব ট্রাফিক অনির্বাণ মজুমদা জানান , "ঘটনা অবশ্যই দুর্ভাগ্যজনক। তবে যে তিন জন একই স্কুটিতে ছিলেন তাদের মধ্যে সুরক্ষা সচেতনার বড় অভাব৷ কারও মাথাতেই হেলমেট ছিল না। পুলিশ নিজেদের মত কাজ করছে কিন্তু সাধারন মানুষ যতক্ষণ না পর্যন্ত এই সব বিষয় নিয়ে সচেতন হবেন ততদিন এই ধরনের ঘটনা ঘটবে। তবে আগামীতে আমরা আরও বেশি ड्राइव দেব। গোটা ঘটনার তদন্ত চলছে।"
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 26, 2025 15:34:34
Dinajpur, Rangpur Division:বালুরঘাট থানা মোড়ে বাংলাদেশের দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ সমাবেশ ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ইউনুসের কুসপুত্তলিকা দাহ। বিজেপির কর্মী সমর্থকরা বালুরঘাট থানা মোরে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে, এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। এর আগেও তিনি হিলি আন্তর্জাতিক সীমানায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে আরো বড় আকারে এই বিক্ষোভ সমাবেশ করেন তিনি। তার দাবি বাংলাদেশ তাদের অতীত ইতিহাস ভুলে গেছে তাদের স্বাধীনতায় আমাদের যে অবদান ছিল সে অবদানকে অস্বীকার করছে এবং দীপু দাস শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই তাকে পিটিয়ে মেরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের সীমানার ওপারে তার ফলে সেই হাওয়া আমাদের গায়ে এসেও লাগছে সাবধানের মার নেই এখন থেকেই পশ্চিমবঙ্গের হিন্দুদেরও সতর্ক হতে হবে।
0
comment0
Report
SMsoma maity
Dec 26, 2025 15:17:02
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 26, 2025 14:16:31
Chinsurah, West Bengal:তৃনমূল বিজেপিকে হটাতে বাম কংগ্রেসের সঙ্গে জোট আলোচনা চলছে।তবে দ্রুত সেই আলোচনা শেষ করতে হবে।কারন মানুষের মাইন্ড সেটআপ প্রয়োজন। হুমায়ুন কবিরের দল সবে জন্মেছে কদিন হাঁটাচলা করুক。 বললেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি。 ভাঙর বিধায়ক আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি আজ ফুরফুরায় বলেন, হুমায়ুন কবির এখনো অফিসিয়ালি যোগাযোগ করেননি,হুমায়ুন কবির ঠিক করে দেবে আইএসএফ কোথায় কটা সিট দেবে এটা হতে পারেনা。 আইএসএফ ২১ শে তৈরী হয়েছে এখন যথেষ্ট গ্রহনযোগ্যতা বাড়িয়েছে。 আমরা কংগ্রেস এবং বাম দলগুলোর সঙ্গে আলোচনা করছি।বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য।কিন্তু এই আলোচনাটা দ্রুত মিটিয়ে নেওয়া দরকার।অন্যথায় বিজেপি এবং তৃণমূলকে পরাস্থ করার জন্য মানুষের যে মাইন্ড সেটআপ দরকার সেটায় বাধা পাবে।যদি এখনই মানুষকে সেই সেই বিকল্প দিতে না পারি তাহলে ভোটের ফলাফলে তার প্রভাব পড়বে।আর যে উদ্দেশ্য নিয়ে আমরা এটা করতে চাই সেটা হবে না。 হুমায়ুন কবির কি করবেন সেটা অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।সকালে প্রার্থীর নাম ঘোষণা করলেন বিকেলে বাতিল করে দিলেন।আমার দল সাড়ে চার বছর হয়ে গেছে।কবির হয়তো কুড়ি বছর রাজনীতি করছেন।আমি তৃণমূলের বিরুদ্ধে আছি উনি তৃণমূলের ছিলেন এই কদিন তৃণমূলের বিরুদ্ধে বলছেন।এ তো সবে তার দল জন্মগ্রহণ করেছে ক'দিন হাঁটাচলা করুক。
0
comment0
Report
MMManoj Mondal
Dec 26, 2025 14:16:14
Kolkata, West Bengal:সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে বিজেপি বিধায়ক অসীম সরকার এমনই অভিযোগে এনে মিছিল করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো মুসলিম ঐক্য মঞ্চ। শুক্রবার বনগাঁর ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল জয়ন্তীপুর থেকে পোস্টার , প্লাকার্ড হাতে নিয়ে মিছিল করে কয়েকশ মানুষ। এই বিক্ষোভ মিছিল উপলক্ষে প্রচুর পুলিশ ও বিএসএফ মোতায়েন ছিল ।বিক্ষোভকারীরা বলেন বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে এসে অসীম সরকার ধর্মগ্রন্থ কোরান নিয়ে কুরুচি কর মন্তব্য করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে। পাশাপাশি আন্দোলনকারীরা বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার আমার সমর্থন করিনা ।বাংলাদেশ সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। দুপারের বাংলাতেই সংখ্যালঘুরা ভালো থাকুক। সম্প্রীতি থাক। প্রসঙ্গত বাংলাদেশের হিন্দু যুবক দিপু দাসকে হত্যার প্রতিবাদে হিন্দু সনাতনীদের একটি প্রতিবাদ মিছিল হয়েছিল পেট্রাপোল বন্দরে সেই মিছিলে যোগদান করেছিল বিজেপি বিধায়ক অসীম সরকার। এবং সেখান থেকেই তিনি কোরান সম্পর্কে কিছু মন্তব্য করেন।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 26, 2025 14:15:34
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 26, 2025 14:15:22
Arambag, West Bengal:আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আরামবাগের বাসুদেবপুর থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদার। আরামবাগের চার বিধায়ক আরামবাগ শহরের পরিবর্তন সংকল্পযাত্রায় পা মেলান। আরামবাগের হাসপাতাল মোড় থেকে পরিবর্তন সংকল্প যাত্রা শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদার তৃণমূল সরকারকে আক্রমণ করেন। এদিকে সংকল্প যাত্রা শেষ হবার পর আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা নিমতলার মঞ্চে সুকান্ত বাবু বক্তব্য রাখার পর সাংবাদিক দের প্রশ্নের মুখোমুখি হন।তিনি প্রশ্নের মাধ্যমে তৃণমূল কে কড়া ভাষায় আক্রমণ করেন।এসআই আর নিয়েও এক বিএল ও এর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন,এখন তো ওনাদের কাজ শেষ। প্রসঙ্গ ক্রমে তিনি বাংলাদেশের হিন্দু মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে এক হাত নেন।আবার মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর বেফাঁস মন্তব্যে তিনি বলেন,উনি সব জানেন।মুখ ফসকে বলে ফেলেছেন।তার পর জিব কেটেছেন।ঐ নামে যে একজন মন্ত্রী আছে আমি নিজেও জানি না।নামও শুনি নি।মাইক্রো অবজারভার এ তাকে ডাকা হবে কি না সেই নিয়ে তিনি বলেন,এটা নির্বাচন কমিশনের বিষয়। আমার না。
0
comment0
Report
Advertisement
Back to top