Back
BJP Prashant Barman के खिलाफ गिरफ्तारी वारंट जारी, बंगाल राजनीति गरम
DBDebanjan Bandyopadhyay
Dec 26, 2025 16:36:12
Kolkata, West Bengal
প্রশ্ন: গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বিডিও প্রশান্ত বর্মণের নামে .....পুলিশের আবেদন মন্জুর করলো বিধাননগর আদালত
কুনাল ঘোষ: এটা নিয়ে কিছু বলবো না
প্রশ্ন: বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ। দীপু দাস হত্যাকাণ্ডে সক্রিয় শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিরোধী দলনেতা। শুভেন্দু সহ চার জন সাধুও ডেপুটি হাইকমিশনে।
কুনাল ঘোষ: শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি এখানে বসে বলছেন বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। এই করতে হবে। সেই করতে হবে। আরে করবেটা কে? এটা সেই গল্পের মত যে লাউ তো বটে কিন্তু এটা কে আনবে? সিদ্ধান্তটা তো নেবে কেন্দ্রীয় সরকার। তাদেরকে বলুন। আমাদের সব শুনলে কি হবে? আমাদের তো একতিয়ার নেই। বাংলাদেশ একটি দেশ। পশ্চিমবঙ্গ একটি রাজ্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলাদেশ এ যে ভাবে হিন্দু যুবকদের খুন করা হয়েছে। তার তিব্র নিন্দা করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। আমাদের দল সামগ্রিক হিংসার বিরুদ্ধে। আমরা বলেছি এ ব্যাপারে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে রাজ্য পাশে থাকবে। সার্জিক্যাল স্ট্রাইক করতে গেলে তো দিল্লি কে করতে হবে। পশ্চিমবঙ্গের কোন সম্পর্ক নেই। করতে হবে আপনার দল বিজেপি এবং শুভেন্দু অধিকারীর সরকারকে। শুভেন্দু অধিকারীর যা যা বিপ্লব করার আছে, তা নিয়ে যান না দিল্লির দরবারে। নরেন্দ্র মোদিকে অমিত শাহকে বলুন, জয়শঙ্কর কে বলুন। সার্জিক্যাল স্ট্রাইক করার ইচ্ছা হলে রাজনাথ সিংহকে বলুন। এখানে এ সব বিবৃতি দিয়ে লাভ কি হচ্ছে? এখানে প্রচারমাধ্যম গরম করে, রাস্তা দখল করে আপনার কী লাভ হচ্ছে?
প্রশ্ন: ১ কেজি পিঁয়াজ ও যেন বাংলাদেশে না যায়: শুভেন্দু
কুনাল ঘোষ: এই গোটা বিষয়টাই কেন্দ্রীয় সরকারের বিষয়। আন্তর্জাতিক ইস্যুতে কোনও রাজ্য সরকার কিছু করতে পারে না। শুভেন্দু অধিকারীদের যা যা বক্তব্য আছে। সেটা কেন্দ্রীয় সরকারের জানান । দিল্লি চলে যাক। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসুক বাংলার রাস্তাঘাট বাংলার অফিস যাত্রী বাংলার পথচারীদের কে ডিস্টার্ব করে কি লাভ হচ্ছে?
প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায় ও মহম্মদ ইউনূস -- দু জনকেই শুভেন্দু অধিকারী এক মঞ্চে বসাচ্ছেন, হিন্দু বিরোধী বলে
কুনাল ঘোষ: এটা তো সম্পূর্ণ কুৎসা। মুখ্যমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ কন্যা। অন্য ধর্মকে সম্মান করেন। এখনো তিনদিন উপোষ রাখেন। বাড়িতে কালীপুজো করেন। দুর্গাপুজো কার্নিভালটা আন্তর্জাতিক ইভেন্ট করে দিয়েছেন। দুর্গা পূজার সমস্ত কমিটিগুলোকে পৃষ্ঠপোষকতা করেন। দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে দিয়েছেন। শুভেন্দু বাবু প্রকাশ্য সভায় বলেছেন, বাংলাদেশে ইউনূসের সরকার ভাল চলছে।
প্রশ্ন: নাগা সন্যাসীদের নিয়ে গণ অবস্থানে বসবেন শুভেন্দু
কুনাল ঘোষ: নাগা সন্ন্যাসীরা যে খানে থাকেন, সেখানে প্রতিবাদ করতে পারলেন না! জানা নেই শুভেন্দু বাবু নাগা সন্ন্যাসীদের মত একই পোশাকে বসবেন কি না প্রতিবাদে। দিল্লিতে ধর্নায় বসুন।
প্রশ্ন: খবরের কাগজ পড়লে ভয় হয়। আবার কোনও মেয়ে হয়ত অত্যাচারিত হয়েছে। তার খবর হতে বড় লজ্জা হয়। মন্তব্য রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর। নারী নির্যাতন নিয়ে মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। নারীর অবস্থা নিয়ে মন্ত্রীর মন্তব্য না স্বীকারোক্তি? প্রশ্ন করছে বিরোধীরা।
কুনাল ঘোষ: এটা নিয়ে বলতে পারব না উনি ঠিক কি বলেছেন। যেহেতু গত কয়েকদিন ধরে খবরের কাগজে উন্নাও কাণ্ড খুব গুরুত্ব পাচ্ছে, হতে পারে তিনি সে কথাই বলতে চেয়েছেন। ভারতের বিভিন্ন জায়গায় এই নারী নির্যাতন । বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। উন্নাওতে ওইভাবে ধর্ষণ, তারপরে বিচার প্রার্থীদের কাছেই খুন হওয়া তার পরিবারের লোকদের। তারপর তার মা বোনেরা যখন ধর্না দিচ্ছেন সেখানে অমিত শাহ এর পুলিশ এর আক্রমণ। এতে মৎস্য মন্ত্রীর খারাপ লাগতে পারে। পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে আশা করি বলেননি।
প্রসঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কুনাল ঘোষ: একজন শ্রমজীবী মানুষকে যেভাবে ধর্মের নামে মারধর করা হয়েছে, অভিজিৎ বাবু তার নিন্দা করেছেন। এটা তো ঠিক কাজ করেছেন এবং আমার মনে হয় ভাল করেছেন। অভিযোগ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রেই মতে মেলে না। কিন্তু তার কিছু রাজনৈতিক মন্তব্য অবস্থান ইত্যাদির জন্য কিন্তু অভিষেক গঙ্গোপাধ্যায় সম্মান পাবেন। তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা এটা বোধহয় তিনি তার নিজের সঙ্গে খুব সুবিচার করেন নি।
প্রসঙ্গ দিলীপ ঘোষ
কুনাল ঘোষ: দিলীপ ঘোষ আমাদের সরকারের সমালোচক। কিন্তু এটা তো ঘটনা যে আফটার তপন সিকদার বিজেপির সাংগঠনিক দিক থেকে দিলীপ ঘোষের মতো সফল কার্যকরী সভাপতি কিন্তু আসেনি।
প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মিটিং
কুনাল ঘোষ: আমাদের সর্বভারতীয় সাধারন সম্পাদক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি দলকে কিছু কর্মসূচি দিয়েছেন। মূলত দুটি বড় কর্মসূচি এবং কিছু নির্দেশ নামা কিছু আচরণবিধির তিনি তৈরি করে দিয়েছেন। নির্দেশ দিয়েছেন এবং খুব সুন্দর ভাবে পুরোটা ব্যাখ্যা করেছেন। ৪৫ দিনের মধ্যে বাংলার ৮০ হাজার বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বিশিষ্টদের পাশাপাশি সবাই থাকবেন।
প্রশ্ন: দিন দুই আগে গঙ্গাসাগরে শুভেন্দুর দাবি করেন, ২০১১ সালের পরিবর্তন তিনি এসেছিলেন, এবার ২০২৬-এও পরিবর্তন তার হাত ধরেই আসবে, আবার গতকাল বিজেপি-র অটল স্মরণ সভায় শুভেন্দু বলে বসলেন আমি নয় আমরা এবং বিজেপিতে তিনি তৃতীয় শ্রেণির কর্মী? : শুভেন্দু কেন একেক সময়ে একেক কথা বলছেন? কখনও নিজেকে কাণ্ডারী বলছেন, কখনও আবার তৃতীয় শ্রেণির কর্মী।
কুনাল ঘোষ: ২০১১ সালে পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন বাংলার মানুষকে সঙ্গে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিবর্তন এবং গন আন্দোলনের প্রতীক এবং সেটা শুধু এগারো সাল বলে হয়নি একটা ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন। এবং বাকি বহু নেতাকে রাজনৈতিক প্রতিষ্ঠা বা জন্ম দিয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংসদ বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। পরিবর্তনের কথা বলে ২০২০ সালে শুভেন্দু বাবু বিজেপিতে গিয়েছিলেন। ২০২১ সালে তো পরিবর্তন হয়নি。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowDec 26, 2025 16:35:450
Report
SPSANDIP PRAMANIK
FollowDec 26, 2025 16:35:30Kolkata, West Bengal:বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন দেওয়ার জন্য যে ১২ জন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের পুলিশ এরেস্ট করেছিল দুদিন পুলিশ কাস্টডির পর আজ আবার তাদের আলিপুর কোর্টে আনা হলো
0
Report
NRNarayan Roy
FollowDec 26, 2025 16:35:12Siliguri, West Bengal:শিলিগুড়ি সেবক রোডে পানি ট্যাংকি মোর সংলগ্ন সোনালী ব্যাংক বন্ধ করতে বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের বিশাল মিছিল এই মুহূর্তে ব্যাংকের সামনে পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।
0
Report
SPSANDIP PRAMANIK
FollowDec 26, 2025 16:33:120
Report
SPSANDIP PRAMANIK
FollowDec 26, 2025 16:33:00Kolkata, West Bengal:দিপু চন্দ্র দাস হত্যা बाद हिन्दू संघठन ने शियालदह से बेगबागान तक डिप्यूटेशन दिया
0
Report
STSrikanta Thakur
FollowDec 26, 2025 15:34:340
Report
RDRaktima das
FollowDec 26, 2025 15:18:010
Report
PDPradyut Das
FollowDec 26, 2025 15:17:330
Report
SMsoma maity
FollowDec 26, 2025 15:17:020
Report
BSBidhan Sarkar
FollowDec 26, 2025 14:16:310
Report
MMManoj Mondal
FollowDec 26, 2025 14:16:140
Report
KBKamalakshya Bhattacharjee
FollowDec 26, 2025 14:15:46Kolkata, West Bengal:বেকবাগান মোড়ে আর গার্ডরেলের সাধারণ ব্যারিকেড নয়। লৌহপ্রাচীর গড়ছে পুলিস। বাধা হচ্ছে শেকল দিয়ে।
0
Report
PCPrabir Chakraborty
FollowDec 26, 2025 14:15:340
Report
DSDIBYENDU SARKAR
FollowDec 26, 2025 14:15:220
Report